এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাধাপ্রসাদ গুপ্ত ওরফে শাঁটুলবাবু

    ন্যাড়া লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ আগস্ট ২০১৯ | ২০২২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ১০:০৬384483
  • বুড়াবাবু সঙ্গে একমত হয়ে বলি কল্যাণী দত্ত-র নাম এই জঁরায় জ্বলজ্বল করা উচিত, বিশেষতঃ থোড়-বড়ি-খাড়া। পরেরফুলো সে দিক একটু কম নম্বর পাবে মজলিশি লেখার দিক দিয়ে, কন্টেন্টে নয়। লীলা মজুমদারের খেরোর খাতাও আরে মারকাটারি লেখা। আমার পড়ার মধ্যে দুই তপন রায়চৌধুরী - মোহন-ওলা ওর মোহন-বর্জিত, নবনীতা দেবসেন, অরুণ নাগ, এমনকি ভাষার দিক দিয়ে অনেক ভিন্ন হলেও সময়বিশেষে অশোক মিত্র-মশাই ও সুধী চক্রবর্তীও এই দলে পড়েন। আলী-সাহেবকে তো এনাদের কুলগুরু বলা যায়।

    এখন এই ধারা ব্যক্তিগত প্রবন্ধ লেখা বোধহয় কমে আসছে। কিছু ডেঁপো ও পাকা ছোকরা "ও তো পুরনো দিনের জাবর কাটা" বলে হেয় করলেও এইগুলো ফোক ও পার্সোনাল হিস্ট্রির অন্তর্গত মনিমাণিক্য।
  • | 236712.158.455612.186 | ১১ আগস্ট ২০১৯ ১০:২৩384484
  • রঞ্জিত শূর? যাঁর ওই মিষ্টির বইটা? উনিও এই ধারার নন?
  • pi | 236712.158.676712.40 | ১১ আগস্ট ২০১৯ ১০:২৭384485
  • এই জঁরাতেই বোধহয় কুমারপ্রসাদবাবুর মেহফিল পড়বে। কী যে অসংলগ্ন লেখা মনে হয়েছিল! এতো আনেকডোটের মণিমাণিক্য, অথচ কিছুই গাঁথা নয়। আর বড় বেশি আমি বা আমার পরিবার, কেমন অস্বস্তি লাগে!
    কুদরতি পড়তে তো এম্নি লাগেনি, নাকি এখন পড়লে অন্যরকম লাগতে পারে!
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ১০:২৮384486
  • রঞ্জিত শূর পড়ি নাই। কী নাম বইটার?
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ১০:৩১384487
  • কুদরত অসামান্য। বাংলা ভাষায় ওরকম বই আর লেখা হয়নি - ধূর্জটীবাবু, অমিয় সান্যাল প্রমুখদের মনে রেখে কনফিডেন্টলি বলতে পারি। মজলিশে খুব ভাল কিছু অ্যানেকডোট থাকলেও ওটা মূলতঃ যারা কুদরতে ওনাকে কোনভাবে চ্যালেঞ্জ করেছিলেন তাদের ওপর গায়ের ঝাল মেটানোর গ্রন্থ। বরং 'দিশি গান বিলিতি খেলা' মজলিশি আড্ডার মেজাজ বেশি পাওয়া যায়।
  • | 124512.101.89900.159 | ১১ আগস্ট ২০১৯ ১১:০৯384489
  • বইটার নাম মনে পড়ছে না। এমনকি লেখকও শূর না হয়ে বিশ্বাস বা অন্য কিছুও হতে পারেন। বইটা আলমারিতে খুঁজে পেলেই দিয়ে দেব।
  • | 236712.158.566712.135 | ১১ আগস্ট ২০১৯ ১১:১৩384490
  • কুদরত রঙ্গি বিরঙ্গী অসাধারণ বই। কিন্তু রাগ/ তাল/গায়কী/ঘরনা এই সব নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকায় ১০০% এনজয় করতে পারি নি।

    ন্যাড়া দার মতোন গান পাগল মানুষ অনেক বেশী এনজয় করবে।
  • | 236712.158.566712.135 | ১১ আগস্ট ২০১৯ ১১:১৪384491
  • কল্যানী দত্ত কি "থিমা" র মালকিন?
    " থোড় বড়ি খাড়া" খ্যাত?
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ১১:৪৩384493
  • তাহলে ম্যেহফিল না পড়ে খুব বেঁচে গেছি।
  • | 236712.158.676712.120 | ১১ আগস্ট ২০১৯ ১২:০৮384494
  • এলা @ ১ পিএম,

    এটা কেমন

    " রামতনু লাড়িহী এবং ততকালীন বঙ্গসমাজ"
    মতো শোনাচ্ছে
  • | 236712.158.676712.120 | ১১ আগস্ট ২০১৯ ১২:১০384495
  • / লাহিড়ী।
    মিসটেক
  • রঞ্জন | 237812.68.454512.192 | ১১ আগস্ট ২০১৯ ১৩:৪৭384497
  • হ্যাশট্যাগবাবুকে অনেক ধন্যবাদ।
    শাঁটুলবাবুর বইদুটো নামিয়ে নিলাম। সেই কোন বয়সে পড়েছি। আজকাল ভোলা শুরু হয়েছে।
    কুমারপ্রসাদের একটা বইয়ে দারুণ সব অ্যানেকডোট ছিল। একটায় ভারতবিখ্যাত গায়িকার একটি অন্তরংগ কমেন্ট ছাপায় কন্যা সবিতা দেবী ইংরেজিতে কড়া করে প্রতিবাদ পত্র পাঠানোয় কুমারপ্রসাদ ভদ্রলোকের মত ক্ষমা চেয়ে নিয়েছিলেন মনে পড়ছে।
    ১) কম্যুনিস্ট ভাবাপন্ন ওড়িয়া কাজের লোকের স্তালিনের মৃত্যুসংবাদে ছলছল চোখে বলা -- দাদাবাবু, কমরেড স্তালিনের নারায়ণপ্রাপ্তি, থুড়ি এন্তেকাল হয়েছে।
    ২) ইংরেজ সায়েবের সামনে ঠুংরি গায়িকার গানটির চটজলদি আক্ষরিক অনুবাদ করে হিন্দুস্থানি গায়কীতে গাওয়া।
    ৩) ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে এলিট মহিলার নিজের রায়সাহেব ব্যারিস্টার দাদামশাইকে নিয়ে গান খাওয়া - অরে ব্যালিস্তার সাহাব খরে খরে করে !
    (দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা )
    ৪) লক্ষ্ণৌয়ের কলেজে এক হিন্দু তরুণের অভিজাত মুসলিম মেয়ে সর্বরীর প্রতি খোলাখুলি প্রেম নিবেদনের ভাষা-- গয়ী জানুয়ারি, আয়ী ফরবরী,
    হায় রাম! লুট গয়ী মেরী সরবরী।
    ১৯৭৭ এর শীতের গোড়ায় উনি ছত্তিশগড়ের রায়পুরে দুর্গা কলেজে গান গাইতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। কিছুই জানতাম না । গান শুনলাম, কলমের জোর টের পেলাম আরও পরে ।
    @ ন্যাড়াবাবু,
    'জুতো হয়েছে' কি 'জুৎসই হয়েছে'র পরিবর্তিত রূপ? জানতে চাইছি।
    বিনয় ঘোষের 'কলকাতা কালচার' এবং 'কালপেঁচার নকশা' কেমন লেগেছে? ওগুলো কি এই জঁরের মধ্যে ধরব না ?
    এই দুটো বইয়ের পিডিএফ কারও কাছে আছে ?
    আমার প্রথম যৌবনের সংগ্রহ ঘটনা চক্রে বহু আগেই নষ্ট এবং ভ্রষ্ট হয়েছে।
  • বেঙ্গলী | 236712.158.566712.165 | ১১ আগস্ট ২০১৯ ১৬:৩০384498
  • "লক্ষ্ণৌয়ের কলেজে এক হিন্দু তরুণের অভিজাত মুসলিম মেয়ে সর্বরীর প্রতি খোলাখুলি প্রেম নিবেদনের ভাষা-- গয়ী জানুয়ারি, আয়ী ফরবরী,
    হায় রাম! লুট গয়ী মেরী সরবরী।"
    ছেলেটিও রইস মুসলমান ছিল। হাতিতে চেপে এসেছিল সেইদিন। কুমারপ্রসাদের 'মজলিশ' বইতে ছিল। শাটুলবাবুর গপ্পোগুলোও এই বইতেই ছিল মনে হচ্ছে। ওই ট্রামলাইনে গল্প করা ইত্যাদি।
  • San | 236712.158.786712.67 | ১১ আগস্ট ২০১৯ ১৮:২২384499
  • ইয়ে না , হাতিতে চড়ে প্রেম নিবেদন করতে আসা ছেলেটির নাম ছিল পরমেশ্বর নাথ সোপোরি।

    এই 'মজলিশ' বইটাতে শীলা ধরের লেখা একটা বইয়ের প্রসঙ্গে ছিল -'হিয়ার ইজ সামওয়ান আই উড লাইক ইউ টু মীট' । এইটা কি ন্যাড়াদা বা অন্য কেউ পড়েছেন ? একটু জানাবেন। আমি খুঁজেছিলাম, পাইনি।

    মেহফিল ভাল লাগেনি , কুদরত রঙ্গিবিরঙ্গী যতবার পড়ি, ভাল লাগে।

    অমিয় সান্যালের স্মৃতির অতলে পড়তেও খুব ভাল লাগে, তবে সেটা ঠিক বৈঠকী আমেজে লেখা নয় তো।
  • San | 236712.158.786712.67 | ১১ আগস্ট ২০১৯ ১৮:২৫384500
  • *প্রসঙ্গ ছিল
  • San | 236712.158.786712.67 | ১১ আগস্ট ২০১৯ ১৮:২৭384501
  • *শীলা ধার
  • | 237812.69.563412.99 | ১১ আগস্ট ২০১৯ ১৯:০৩384502
  • স্যান ইয়ে বলেছে।

    মানে কনফার্মড ঘটি
  • abcd | 236712.158.786712.5 | ১১ আগস্ট ২০১৯ ২১:৫৪384504
  • স্যাণিনি কথিত "হিয়ার ইজ সামওয়ান ..." এখন পাওয়া যায় শীলা ধার'এর রাগা এন জোশ বইতে। একটা বইতে দুটো পার্টে দুটো বই রেখেছে। প্রথম পার্টে "হিয়ার ইজ সামওয়ান ..." আর দ্বিতীয় পার্টে "কুকিং অফ মিউজিক ...." - ব্ল্যাক কাইট পাবলিশার্স। রূপা'র দোকানে পাওয়া যায়।

    ওয়ার্থ।
  • b | 236712.158.786712.5 | ১১ আগস্ট ২০১৯ ২২:২৫384505
  • লিস্টি হচ্চে?
    হাসির অন্তরালে, নলিনীকান্ত সরকার, মিত্র ঘোষ।
    অবশ্য ওনার দাদাঠাকুরও ঠিক জীবনী নয়, বৈঠকি স্টাইলে দাদাঠাকুরের গল্প বলা।
  • San | 236712.158.566712.205 | ১১ আগস্ট ২০১৯ ২২:৪২384506
  • এবিসিডি - অনেক ধন্যবাদ :)
  • | 236712.158.566712.233 | ১১ আগস্ট ২০১৯ ২২:৪৫384507
  • আচ্ছা এবিসিডি স্যান কে স্যানিনি বললো।তার মানে গুরুর পুরোনো লোক।কিন্তু চিনতে পারছি না
  • সিএস | 236712.158.566712.165 | ১১ আগস্ট ২০১৯ ২২:৪৮384508
  • # - বইটা নামিয়ে নিয়েছি।

    উস্তাদ আমজাদ আলির Master on Masters বইটা কেমন ? প্রশংসা পড়েছি, বারোজন বিখ্যাত গায়কদের নিয়ে লেখা, গান ও গপ্প।
  • | 237812.69.453412.38 | ১১ আগস্ট ২০১৯ ২৩:০৮384509
  • kc
  • রঞ্জন | 237812.69.563412.99 | ১১ আগস্ট ২০১৯ ২৩:১৩384510
  • ইয়েস, পরমেশ্বরনাথ ; যে নতুন পাকিস্তান হওয়ার সম্ভাবনায় বুঁদ কিছু মুস্লিম সহপাঠিকে তাদের বাপ-ঠাকুর্দার নাম জিজ্ঞেসর করে (বন্নে খাঁ কালে খাঁ গোছের) বলেছিল--শালে, এইসব নাম নিয়ে ভাবছ পাকিস্তান নিয়ে নেবে?
  • রঞ্জন | 237812.69.563412.99 | ১১ আগস্ট ২০১৯ ২৩:১৫384511
  • এবং সেই ' মাই হার্ট ইজ এ লিটল বার্ড, ড্যান্সিং ফ্রম ট্রিজ টু ট্রি-ই-ই-জ'!
  • | 236712.158.676712.226 | ১১ আগস্ট ২০১৯ ২৩:১৯384512
  • ওহো। তাই বলো
    তাই কেমন চিনি চিনি মনে হচ্ছিল
  • ন্যাড়া | ১২ আগস্ট ২০১৯ ০০:০৬384513
  • ওই abcd যা বললে, শীলা ধার (ধর নয়) পড়া সার্থক। দ্বিতীয়বার পড়তে কেমন লাগবে জানিনা। গানের বই হিসেবে নমিতা দেবীদয়ালের আত্মজৈবনিক উপন্যাস The Music Room রেকো করতে পারি।

    বিনয় ঘোষের লেখা ঠিক এই দলে পড়বে কি? ওনার মেজাজটাই আলাদা। ওনার অন্য বই উপভোগ করে পড়লেও, কালপেঁচা পড়তে কালঘাম ছুটে গেছিল। শেষ করেছিলাম কিনা মনেও নেই। বরং হিমানীশের বাবা পরিমল গোস্বামীর আর রাজশেখরের দাদা শশিশেখর বসুর লেখায় মজলিশি ভাবটা আসে।
  • San | 236712.158.676712.40 | ১২ আগস্ট ২০১৯ ০১:৪৫384515
  • দ্য মিউজিক রুম
    পড়েছি , খুব ভাল লেগেছিল - আপনি বা কেসিদাই রেকো করেছিলেন গুরুতে কয়েক বছর আগে :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন