এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাধাপ্রসাদ গুপ্ত ওরফে শাঁটুলবাবু

    ন্যাড়া লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ আগস্ট ২০১৯ | ২০২১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বেঙ্গলী | 237812.68.454512.192 | ১২ আগস্ট ২০১৯ ০৮:২৫384516
  • ওহো, তাই তো, একদম ভুলে গেসলাম। থ্যাঙ্কু স্যানদি।
    মজলিশে ক্রিকেট নিয়েও কয়েকটা ভালো গল্প ছিল। ক্রিকেট, ট্রাভেল, ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কলকাতার আর্বান এলিট সংসর্গ।
  • সিএস | 236712.158.782323.39 | ১২ আগস্ট ২০১৯ ০৮:৫৮384517
  • কিন্তু ম্যহফিল তো কুদরত ঘরানার না বলেই মনে হয়। ওটি তো আত্মজীবনী, শুরুই হয়েছে এই বলে যে ওনাকে আত্মজীবনী লিখতে বলেছে বন্ধুরা, সত্তর বছর হয়ে গেলে সেরকম লেখা যায় ইত্যাদি। এবং ছোটবেলা থেকে বড় বড় লোকেদের দেখেছেন; চার বছর বয়সে, গুরুদেবকে, রবিবাবু ব'লে কোলে উঠে আবৃত্তি শুনেছিলেন। ফলে আত্মজীবনীটিতে তো 'আমি' একটু বেশী আছে, গপ্প একটু বেশী আছে, গানের টেকনিক্যালিটি বা গায়কীর বিশেষত্ব কম - এরকমই মনে হয়।
  • abcd | 237812.69.453412.98 | ১২ আগস্ট ২০১৯ ০৯:৪২384518
  • আবার ব্যাক টু রাধাপ্রসাদ গুপ্ত। ওনার লেখাগুলো কিন্তু আগে চলে আসা লেখাদের থেকে অল্প একটু আলাদা, অসম্ভব কিছু বুদ্ধিদীপ্ত উইট, কিছু জ্ঞান, আর কিছু অ্যানেকডোটের অতি চমৎকার মিশেল। তারমাঝে থাকে কিছু নতুন ভাবনা আর সেইসঙ্গে কিছু বইয়ের খবর। পাঠকের ইন্টারেস্টে একটা ছোট্ট টোকা মেরেই প্রসঙ্গান্তর। ভাবটা অনেকটা 'এবার পাঠক খুঁটে খান' যদি ইচ্ছে হয়। আজকালকার ইন্টারনেট যুগে এসব বইপত্র পাওয়া সোজা হয়ে যাওয়ায় শাঁটুলবাবু আরও হাত্তালির হকদার হয়ে পড়েন। নীশ সেগমেন্টের লেখক হয়েও রাধাপ্রসাদবাবু আরও কিছুকাল ব্যাট করবেন।
  • | 236712.158.566712.173 | ১২ আগস্ট ২০১৯ ০৯:৪৮384519
  • ও এবিসিডি কেমন আছো? দিনকাল কেমন কাটছে?
  • অর্জুন | 236712.158.676712.214 | ১২ আগস্ট ২০১৯ ২২:২৫384520
  • @b আমাকে লিখতে বলার জন্যে ধন্যবাদ। প্রথমেই বলি আমি লেখক নই। লিখি মাত্র তাও সামান্য। কিন্তু এখানে আমি লিখতে ভরসা পাইনা তার প্রধান কারণ যারা আমার কমেন্টেই এমন রিঅ্যাক্ট করছে তারা লেখা দিলে যে কি করবে! আর সত্যিই কথা বলতে যুজতে পারার শঠে শঠাং ক্ষমতা থাকলেও That's not what my life is meant for after all! এখানে কিছু সংখ্যক মানুষ (সংখ্যাটা কত আমি জানিনা!) আমার দেওয়া তথ্যে নিজেদের ব্যক্তিগত সমস্যা অনুভব করতে শুরু করেন। যখন দেখে নিজেদের পরিচিত 'নিক' এ দিতে পারবেনা তখন নানারকম 'নিক' ব্যবহার করে। এদের এসব করার খুল্লে আম অধিকার আছে মনে করার একটাই কারণ এখানে তাদের অস্তিত্বের duration & longevity অনেককালের অন্তত আমার চাইতে অনেক বেশী এবং এরা কোনো না কোনোভাবে অ্যাডমিনের হয়ত খুব কাছের, পরিচিত। এটাকে বন্ধ করা তো দূরের কথা কেউ কেউ আবার এটাকে সাপোর্ট করতে বিশেষ উৎসাহী। It happened in this টই itself.

    যখন দেখে ব্যাঙ্গোক্তিতে কাজে দিচ্ছে না তখন আসল রূপ ধারণ করে। গালাগালি এবং রিডিকিউল।

    এখানে অধিকাংশের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই তাই জাস্ট কমেন্ট অপছন্দের জন্যে কারোকে এভাবে আক্রমণ করা যে যায়, it seems appalling to me.

    কেউ হয়ত হিউমারাস কোনো মন্তব্য করল আমাকে, সঙ্গে সঙ্গে ২-৩ জন উঠে লেগে পড়েন সেই কমেন্টের হিউমরটা নষ্ট করে তারা এতক্ষণ যে ট্রোল করার স্পেসটা খুঁজছিল ওই হিউমারাস মন্তব্যটাকে নিজেদের হাতিয়ার করে কনভারসেশনের পুরো মেজাজটা নষ্ট করে দেওয়া।

    এর কারণ আমি জানিনা।
  • | 237812.68.454512.192 | ১২ আগস্ট ২০১৯ ২২:৩৩384521
  • অর্জুন, নতুন নতুন নিক নাম থেকে আক্রমন করা গুরুর এক প্রাচীন ব্যাধি। যখন যুক্তি ফুরিয়ে যায় তখন এরা
    " মেঘনাদ" হয়ে ওঠেন। বেস্ট হল বাংলা ইগনোর করা
  • র২হ | 236712.158.566712.205 | ১২ আগস্ট ২০১৯ ২২:৩৫384522
  • অর্জুন, এখানে কোন অ্যাডমিন নেই।

    ফলত, সেন্সরশিপও নেই, যে যা খুশি লিখতে পারে, যে কোন নামে, আটকানোর কোন পদ্ধতিও নেই, লেখা এবং কাউন্টার করা পুরোটাই ব্যক্তিগত শুভবুদ্ধি ইত্যাদির ওপর। অ্যাডমিনের কাছের লোক প্রসঙ্গ এলো বলে বললাম।

    কে যেন একজন অর্জুনকে নিতান্ত রুচিহীনভাবে বিদ্রূপ করেছেন একাধিকবার, সেগুলি নিন্দার্হ, আশা করি সংযত হবেন। না হলে আর আড্ডা কি করে হবে।

    এই আলোচনায় এসব লিখে তাল কাটার ইচ্ছে ছিল না, কিন্তু অ্যাডমিন দেখে হাত নিশপিশ।
  • র২হ | 237812.68.454512.54 | ১২ আগস্ট ২০১৯ ২২:৩৮384523
  • যুক্তি ওরে যুক্তি কোথায় পাবি/ আপনি প্রভু থাউকা কথার পরে/ মুক্তকচ্ছ ফেরে।

    ওসব কথা থাক।
  • | 237812.68.454512.192 | ১২ আগস্ট ২০১৯ ২২:৪৪384524
  • ইয়েস ২০০৬ থেকে এখানে লেখার সুবাদে বলতে পারি যেহেতু আডমিন নেই তাই তার
    " কাছের লোক" ও নেই।
    হুতো ধন্যযোগ
  • র২হ | 237812.68.454512.192 | ১২ আগস্ট ২০১৯ ২২:৫৯384526
  • ওয়েলকাম ব্রতীনদা!
  • agantuk | 237812.68.234512.112 | ১২ আগস্ট ২০১৯ ২৩:০৬384527
  • যাঁরা ক্যালিফোর্নিয়াতে, বা নিদেন পক্ষে বে এরিয়াতে থাকেন, তাঁরা শীলা ধারের বই পাবলিক লাইব্রেরিতে পাবেন। হিয়ার'স সামওআন, এবং কুকিং অফ মিউসিক, দুইই আছে। (আপনার লোকাল লাইব্রেরিতে না মিললে লিংক+ দিয়ে আনিয়ে নিতে পারবেন।)
  • অর্জুন | 236712.158.786712.215 | ১৩ আগস্ট ২০১৯ ০০:৩৫384528
  • শীলা ধরের "Here's Someone I'd Like You to Meet" আর Raga'n josh দুটোই খুব সুখপাঠ্য বই। শীলা ধারের এক অনন্যা ব্যক্তিত্ব। ইণ্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের জগত নিয়ে আলোচনা করলে শীলা ধার এক অপরিহার্য নাম।

    ওর সম্পর্কে শোনা বেশ কিছু গল্প আমার ঝুলিতে আছে। যাইহোক আলোচনাটা বেশ ভাল এগোচ্ছে। চালিয়ে যান

    'কুদরৎ...' একটি অসাধারণ বই। ওই রকম বই খুঁজে পাওয়া ভার! তবে লেখাটা একটু পড়লেই বোঝা যায় কুমারপ্রসাদ বাবু কি উন্নাসিক মানুষ ছিলেন! তবে তাতে কি এসে যায় !
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৯ ০১:০৭384529
  • ওহে আগন্তুক, লিঙ্ক+ আজকাল বড্ড পয়সা চাইছে। ইন্টারলাইব্রেরি লোনের স্বর্ণযুগ আজ গতায়ু। তবে শীলা ধারের বইদুটি আমার সংগ্রহে আছে। খাদ্যের-বিনিময়-ধার প্রকল্পে বইগুলো লোকালি ধার দিতে পারি।
  • অর্জুন | 237812.69.563412.93 | ১৩ আগস্ট ২০১৯ ০১:১৪384530
  • @ব'র
    ডতেঃ১১ আউগ ২০১৯ -- ১২ঃ০৮ এ করা

    "রামতনু লাড়িহী এবং ততকালীন বঙ্গসমাজ"
    মতো শোনাচ্ছে"

    উক্তিতে বলি এখানে কোনো একটা টইতে একজন ব্রাহ্মসমাজ সম্পর্কে বিশেষ করে তার ইতিহাস ও তার বিলুপ্তিপ্রায় দশার কারণ জানতে চাওয়ায় আমি ঐ বিষয়ে কিছু জানাতে থাকি তখন একজন বিশেষ 'গুরুজন' এমন খিল্লি শুরু করল সাঙ্গ পাঙ্গ সমেত এবং কিছুকাল পরে বড়াই করে আবার বললেন যে আমাকে অপমান করতে তার ভারী আমোদ হয় যে পুরো আলোচনাটা নষ্ট হয়ে গেল।

    'অ্যাডমিন দেখে হাত নিশপিশ' করলে ঐ সময়েও করা উচিত ছিল @
  • অর্জুন | 237812.69.563412.93 | ১৩ আগস্ট ২০১৯ ০১:২৫384531
  • @ন্যাড়া বাবু নমিতা দেবীদয়ালের 'মিউজিক' রুম খুব ভাল বই। এই বিনয় ঘোষ সম্পর্কে আমি কিচ্ছু জানিনা। ওর বই খুব ইনফ্লুয়েনশিয়াল । ওর সম্পর্কে জানতে চাই তবে সেটা এই বৈঠকি মেজাজ নষ্ট করলে দরকার নেই।
  • | 237812.69.453412.188 | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫৪384532
  • গুরু তে লোকজন বিভিন্ন টাইম জোনে আছেন। তাদের ভাটানোর সময় ও আলাদা আলাদা। কাজেই আপনার ওপর কোন আক্রমণ হলেই হুতো ঝাঁপিয়ে পড়বে এই আশা রা একটু বেশী নয় কি?

    এ ব্যাপারে আর কিছু লিখে এমন সুন্দর আলোচনা বরবাদ করতে পারবো না।দরকার হলপ আলাদা টই খুলুন
  • | 237812.68.454512.228 | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০২384533
  • ন্যাড়া দা কপসি স্যান কে ধন্যবাদ এমন সুন্দর সুন্দর বই র নাম সাজেস্ট জরার জন্যে। একটাই চাপ আমি তোমাদের মতো গান বা অন্য কোন বাদ্যযন্ত্র শিখিনি তাই গ্রামার টা খুব কাঁচা
  • | 237812.69.453412.188 | ১৩ আগস্ট ২০১৯ ০৭:১৮384534
  • / কেসি
  • sm | 236712.158.565612.19 | ১৩ আগস্ট ২০১৯ ০৮:০৭384535
  • অর্জুন,এই বিশেষ গুরুজন টি কে?
    কেনই বা এরকম খিল্লী করতে ঝাঁপিয়ে পড়ছে?
  • Ela | 237812.69.453412.26 | ১৩ আগস্ট ২০১৯ ০৯:০০384537
  • অর্জুন, নাম করেই বলুন না। সমকালীন ব্রাহ্মসমাজ উক্তিটি আমার। উদ্দেশ্য নিছক পা-টানা। অ্যাডমিন কে জানি না, তাদের কাছের বা দূরের কোনও লোকই নই। টিকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না, অতএব দল পাকাবার প্রশ্নও নেই।

    আপনাকে অশালীন ভাষায় যে বা যারা আক্রমণ করেছে, তাদের স্বভাবই তাই। আমার পা-টানার কারণ আপনার লেখায় সময়-সময় একটু বেশি আমি-আমি ভাব। আপনি অনেক কিছু জানেন, সেই নিয়ে লিখুন না, পড়ে আমিও কিছু জনতে পারি। কিন্তু ঐ আমি-আমি দেখলে যে আবারও পা টানব না, সে কথা দিতে পারি না। আপনি কেন, অন্য কেউ করলেও পা টানব।

    তবে আমাকে যা বলার সরাসরি বললে ভাল হয়।
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৯ ০৯:২৮384538
  • বিনয় ঘোষ মার্ক্সিস্ট ও সমাজতত্বের চর্চা করতেন। চর্চা এইজন্যে বলছি যে ওনার বোধহয় আ্যকাডেমিক ট্রেনিং ছিলনা। "মেট্রোপলিটন মন, মধ্যবিত্ত বিদ্রোহ" বোধহয় সবচেয়ে বিখ্যাত কাজ। বাংলার বিদ্বৎসমাজ-ও বড় কাজ। প্রামাণ্য কাজ আছে বিদ্যাসাগরকে নিয়ে। আমার প্রিয় হল দুখন্ডে কলকাতার ইতিবৃত্ত যেখানে উনি হিকির ডাইরির অনুবাদ করেছেন। এছাড়া কালপেঁচা ছদ্মনামে রম্যরচনা সমগ্র। ব্যাস, এই আমার বিনয় ঘোষ পড়ার পরিধি। এর বেশি জানতে চাইলে গুরুর গুরুজন যথা খনু, abcd, দ, ওমনাথ, র২হ, ঈশেন - প্রমুখদের শুধোন।
  • b | 236712.158.676712.226 | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৫২384540
  • ন্যাড়াবাবুর লিস্টিতে আমার নাম নেই দেখে ভারি দুক্ষু পেলাম।
  • অর্জুন | 237812.69.563412.93 | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৫২384539
  • আমি আপনার কথা একেবারেই বলিনি। 'সমকালীন ব্রাহ্মসমাজ শব্দটা একেবারেই খারাপ নয়। কিন্তু তার আগে যিনি কমেন্ট করেছেন তার চটুল উক্তিতে রস ঢালতেই যে করেছেন সে নিয়ে এখানে কারো সন্দেহ নেই।

    আমি আমিী। আমি ভীষণ flamboyant এবং vivacious চরিত্র and may be quite strange। আমি কারো জন্যে বদলাতে বাধ্য নই। আমার কোন ব্যাপারটা আপনার ভাল লাগল বা লাগল না সেটা মনে করে আমি কমেন্ট লিখব না। আমি আপনাকেও নির্দেশ করছি না, আমার মতামত অনুযায়ী কিছু করতে।

    আর আপনার গায়ে ফস্কা পড়ল কেন? জানিয়ে রাখি আপনাকে আমি 'গুরুজন' ভাবিনা। আপনার উপস্থিতি আমি সাম্প্রতিক দেখছি।

    আমার মত সরাসরি কথা খুব কম লোকে এখানে বলে। কিন্তু আপনার মতামত মত চলতে আমি বাধ্য নই, আর চলবও না।

    ' কিন্তু ঐ আমি-আমি দেখলে যে আবারও পা টানব না' করবেন। এর পরে আমিত্ব আরো বাড়াব ।
  • অর্জুন | 237812.69.563412.93 | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৫২384541
  • ওপরের কমেন্ট @Ela কে।
  • অর্জুন | 237812.69.563412.93 | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৫৮384542
  • আরেকজনের পা ধরে টানাটা বোধহয় খুব একটা বাহাদুরি নেই। এটা অনেকটা মব লিঞ্চিং র মত।
  • | 236712.158.786712.67 | ১৩ আগস্ট ২০১৯ ১০:০৪384544
  • এলা কে মেজো করে ক!!
  • | 236712.158.566712.173 | ১৩ আগস্ট ২০১৯ ১০:০৪384543
  • তাছাড়া অতো ঘনঘন পা টানলে পরে যাবে তো!!
  • | 236712.158.786712.67 | ১৩ আগস্ট ২০১৯ ১০:০৫384545
  • / পড়ে
  • T | 124512.101.89900.123 | ১৩ আগস্ট ২০১৯ ১০:০৭384546
  • যাব্বাবা আমি তো ন্যাড়াদার বক্তব্যে ডিট্টো দিয়েচি। :))

    আপনার আভিজাত্য কৌলীন্য জাহির যথেষ্ট কৌতুকের লেগেছিল তাইই।

    ঃ)
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৯ ১০:০৮384548
  • b-বাবু চন্ডাল ছেড়ে গুরু হতে চান দেখে হতাশ হলাম। সত্যি বলতে আপনার কথা মনে হয়েছিল, কেননা আপনার পরামর্শে কার্পেট সাহেব কিনে এখন মহানন্দে পড়ছি আর আপনাকে স্মরণ করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন