এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাত দেখা ও ভাগ্য গননা

    AS
    অন্যান্য | ১১ এপ্রিল ২০০৭ | ৩৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • AS | 65.82.130.9 | ১১ এপ্রিল ২০০৭ ০১:৩০386056
  • আমার এক দুর সম্পর্কিয় মামা নাকি খুব ভালো হাত দেখতে পারতেন। বিদ্যাসাগর মশাই এর দু ভলুয়ুম বই (বর্ন পরিচোয় ১ ২) ও ধারাপাত শেষ করে নিজো বুদ্ধি বলে হাজার, হাজার মাইল দুরে অবস্থিত গ্রহ, নক্ষত্রের গতিবিধির ওপোর কড়া নজর রেখে, বহু লোকের ভাগ্য গননা করে দিতেন। ভকতদের কাছ থেকে প্রনামি হিসেবে, চাল, ডাল, গাঁজা, বিড়ি, কলা, মুলো, চড়, চাপাটি, গলধাক্কা, ইত্যদি প্রাই পেতেন।

    আমি জন্মানোর পরে আমার মা, সেই মামার কাছে বায়্‌না করেন, আমার ভগ্য গননা করার জন্নে। আমার মাথা ভর্তি চুল দেখে মামা বোলেছিলেন, আমার মাথায় নাকি গোবোরে পরিপুর্নো।এমন চুলের উৎপাদন নাকি কেবোল গোবোরের সারেই হয়।

    মামার গননা জে নির্ভেজাল ছিলো, সে বিশয়ে আমার বাড়ির সবাই একমত।

    হাত দেখা, ভাগ্য গননা এ সব কি বুজরুকি, নাকি এর কোনো বাখ্যা আছে?
  • umesh | 65.206.71.3 | ১১ এপ্রিল ২০০৭ ০৯:৩০386079
  • আমার বৌ এর হাত দেখে এক জ্যোতিষী বলেছিলো, "তুমি যে ছেলেটার সাথে প্রেম করছো, তার সাথে তোমার বিয়ে হবে না"। আমি কথা টা শুনে আমার বৌ এর সাথে ১৫ দিনের মধ্যে court marriage করি।

    আমার বৌ এর মতে জ্যোতিষী টা খুব বড়ো ছিলো।
    একটা সময় এর প্রবল জ্যোতিষী বিশ্বাসী আমার বৌ কিন্তু এখন আর জ্যোতিষী তে বিশ্বাস করে না।
  • kd | 66.31.246.203 | ১১ এপ্রিল ২০০৭ ১০:৪০386090
  • তা তোমার বউএর প্রেমিক তখন কী করলো? কানাকাটি, আত্মহত্যা, না তোমায় মার!
  • umesh | 65.206.71.3 | ১১ এপ্রিল ২০০৭ ১৪:৪১386101
  • good Joke হা হা হা হা
  • Z | 61.2.7.233 | ১১ এপ্রিল ২০০৭ ২৩:০১386112
  • আমি অবিশ্যি কোনোদিন জ্যোত্‌শীর ধার মাড়াই নাই। তবে CTVN এ একজন বিকেলের দিকে ঊর্ধ্ববাহু নৃত্য করেন। তা বেশ মজাই লাগে...
  • appan | 80.43.9.171 | ১১ এপ্রিল ২০০৭ ২৩:১১386123
  • আমি জ্যোতিষীদের চিরকাল গালমন্দ করতাম। ছুঁড়ে দিতাম অবজ্ঞার একটুকরো হাসি। তবে বয়স বেড়েছে বলেই কিনা জানিনা গত কয়েকবছর তাঁদের কয়েকজনের কথা মন দিয়ে শুনি। টিভিতে। এনডিটিভি প্রফিট চ্যানেলে। বা সিএনবিসি টিভি ১৮। মিলে গেলে শিস দেই খুশিতে। না মিললে গালমন্দ।
  • Z | 61.2.7.233 | ১১ এপ্রিল ২০০৭ ২৩:২০386134
  • ঐ মার্কেট এনালিস্টরা যদি জানতে না পারে আপনি ওদের জ্যোতিশী বলেছেন, কী ভাববে বলুন তো?
  • AS | 65.82.130.9 | ১২ এপ্রিল ২০০৭ ০১:৩১386145
  • হাজার, হাজার মইল দুরে থাকা সুর্য, চাঁদ, ব্রেহস্পতি, ইত্যাদি, গ্রহর প্রভাব, জতিষীরা হরদম prescribe কোরলেও কোনো জতিষী ইউরেনাস, নেপ্‌চুন, প্লুটোর প্রভাব নিয়ে কোনো মানুষকে prescribe কোরেছে বলে শুনিনি। আপনারা কেউ শুনেছেন?

    ইউরেনাস, নেপ্‌চুন, প্লুটো এই গুলো তো গ্রহ, তাহোলে এর কোনো প্রভাব নেই কেনো মানুষের শরীরে?

    জ্যতিষ শাস্ত্র কি, ইউরেনাস, নেপ্‌চুন, প্লুটো অবিস্কারের পরে আর এগোয়নি?!
  • RATssss | 12.28.138.146 | ১২ এপ্রিল ২০০৭ ০৫:৫৮386156
  • শোনা যায় শেষ তিনটে গ্রহ অনেক দুরে বলে এর কোন প্রভাব পরে না। তবে রাহু - কেতু বস্তুটা কি তা জানবার ইচ্ছা রইল।
    তবে কলেজ জীবনে আমার মতো অনেকেই হাত দেখায় বিশেষ বুৎপত্তি লাভ করে - বিশেষত: মহিলাদের হাত দেখায়... আমি আবার ডান - বাম সব হাত মিলিয়ে মিশিয়ে দেখতাম ... এমন কি কপাল পর্যন্ত দেখতুম। অনেক কম্পিটিশন ছিল।
  • AS | 74.129.113.231 | ১২ এপ্রিল ২০০৭ ০৭:১৫386057
  • দুরত্তের ব্যাপার টা একটু "ইএ" শোনাচ্ছে না!
  • tan | 131.95.121.129 | ১২ এপ্রিল ২০০৭ ০৭:২৯386068
  • আরে বুইলেন না AS,শনির পরে আর কোনো গ্রহের ইয়ে পড়ে না,শনির দৃষ্টিতেই সব সাড়ে বারোটা হয়ে যায়,ওর পরে সব শিল্ডিং হয়ে যায়।:-)))
    নইলে শুধু প্লুটোটুটো কেন,নতুন যে আরো কজন আইরিস টাইরিসেরা আছে,তারা? এক্সট্রা-সোলারও তো কতগুলো মস্ত বড়ো বড়ো পেয়েছে।তাদের তো জলটলও আছে শোনা যায়।
    ওসব কিছুই শনির প্রভাব ভেদ করে আসতে পারে না। লোকে বলে শনির ভয়,সে যে বাকী সবায়ের হাত থেকে বাঁচায়,সেটা বুঝি কিছু নয়?:-)))
    তার উপরে ধরুন রাহু আর কেতু! এরা তো দুটি ছেদবিন্দু! ফিকটিশাস! তবে? আইডিয়াটা দেখুন একবার! এরা হলো চাঁদের অর্বিট আর পৃথিবীর অর্বিট যে দুটি বিন্দুতে ছেদ করে। অর্বিটাল প্লেন দুখানা ৫ ডিগ্রি কোণ করে আছে,বিশ্বেস না হলে ম্যাথের লোকেদের জিগান।

  • DB | 71.138.53.154 | ১২ এপ্রিল ২০০৭ ০৮:৫৭386071
  • শুনেছি অনেকের হাতের রেখা ই নেই
    উঠে গেছে
  • Prantik | 132.186.106.33, 203.101.110.2 | ১২ এপ্রিল ২০০৭ ১৬:৩৭386072
  • য্যা:

    যত্তসব বাজে কথা।
  • Du | 67.111.229.98 | ১২ এপ্রিল ২০০৭ ২০:২৬386073
  • এই বিষয়ে আমার বড়মামা একটি কথা বলেছিলেন - 'বাঁদরদের দেখবি হাত ও পায়ে বহু রেখা রয়েছে। গাছে ঝুলবে ও ফল খাবে লেখার জন্যে এতগুলো লাইন কিভাবে লাগছে বল তো ?':-)
  • AS | 65.82.130.9 | ১৩ এপ্রিল ২০০৭ ০১:২৯386074
  • বিঞ্জানে উচ্চশিক্ষা, মানে পি এইচ ডি করার পর যখন কারোর হাতে আংটি দেখি, দুস্টো গ্রহের থেকে রক্ষা পাবার আশায়, বা আরো টাকা, পয়সা পাবার আশায়। ৪/৫ বছোরের ছেলের/মেয়ের হাতেয় ঠিক একই কারনে সেই বাবা মা যখোন আংটি পরায় একটু অবাক হই। বেশি অবাক লাগে, কোনো কোনো ডাক্তারের আঙুলে আংটি দেখে।

    পলা, গোমেদ, নীলা, এই সব ধারণ কোরলে কি হোতে পারে? আমার মনে হয় those stone either attract some rays or repulse some rays তাতে কি কোরে মানুষের ভাগ্যো ফেরে, কেসটা এখোনো ঠিক বুঝে উঠতে পারলামনা। যেমনি ঠিক বুঝে উঠতে পারলামনা, পৃথীবি তে এতো বড়োলোক থাকা সত্তেও কেনো আমি মধ্যবিত্ত পরিবারে হ্যাংলামো কোরতে জন্মালাম!
  • M | 71.67.115.94 | ২৩ এপ্রিল ২০০৭ ১১:১৭386075
  • জ্যোতিষীদের ব্যাপারটা নাহয় বোঝা যায়। সেটা নির্ভেজাল ব্যাবসা জনিত বিষয়। কিন্তু রত্নধারী ডাক্তার ইনজিনিয়ার বা বিজ্ঞানীদের বাপারটা বোঝা খুউব কঠিন। ভেতরে ভেতরে নিজেদের শিক্ষার সত্যতা নিয়ে তারা কি সন্দিহান?
  • Z | 192.9.200.23, 203.193.130.206 | ২৩ এপ্রিল ২০০৭ ১৩:০৫386076
  • ,
    ব্যাপার টা কি জানেন তো? এরা নিজেরাও জানে আংটি-ফাংটি সব ঢপলিং কেস। তবু সিস্টেমের বাইরে যাওয়ার সাহস নেই। ও বাবা, এতদিন ধরে পরে আছি আংটি খুলে ফেলব,যদি কিছু হয়ে যায় ...
  • M | 71.67.115.94 | ২৩ এপ্রিল ২০০৭ ১৪:৪৫386077
  • আর মজার ব্যাপার হল এটা প্রমাণ করা যাবেনা যে আংটি পরার জন্য কিছু পাল্টায় না। ক্লোন করা মানুষ বা টাইম মেশিন ব্যবহার করলে অবশ্য আলাদা কথা।
  • AS | 65.82.130.9 | ২৩ এপ্রিল ২০০৭ ২১:৫২386078
  • আমোলো! সব যে দেখি এক গোয়ালের গরু। দু, চার পিস হাত দেখা, ও ভাগ্য গনণার সমর্থনে কিছু বলোনা।
  • tan | 131.95.121.129 | ২৩ এপ্রিল ২০০৭ ২২:০০386080
  • দু,কে বললো শুধু গাছে ঝুলবে ও ফল খাবে এই লেখা থাকে?
    অমুক বছরের অমুক তারিখে অমুক ঘটিকায় অমুক তেঁতুলগাছে এক সুন্দরী বাঁদরনীর সঙ্গে এই বাঁদরের দেখা হবে,তারা ফিক ফিক করে হেসে প্রেমে পড়বে,তার এত মিনিট বাদে আরেক গোদা হনুমান এসে খুব ঝগড়া লাগাবে...
    এইসব আতিপাতি লিখতে প্রচুর রেখা লাগে।:-))))
  • DB | 170.213.132.253 | ২৩ এপ্রিল ২০০৭ ২২:১০386081
  • অমিতাভ বচ্‌চ্‌নকে কথা টা জিগ্গাসা কোর্তে হবে।প্রত্যেকি্‌দন ওকে আঙটি চেন্‌জ কর্তে হয়।
    সুন্‌লম বহুত পয়্‌সা ঘুস দিয়েছে ভগবানকে ছেলের বিয়ের জন্য।
    হোঙ্গ শানতি হোঙ্গ #%*
  • M | 71.67.115.94 | ২৪ এপ্রিল ২০০৭ ০২:০৯386082
  • আরে বাবা লক্ষ লক্ষ বছরের ভাঁওতাবাজির সমর্থনে দুচার পিস কেন, দুচার হাজার কথা বলা যায়।
    শুনতে পাই বহু জ্যোতিষি হাত দেখে IIT, JOINT বা সরকারি চাকরির কথাও বলে দেন। আর সব অক্ষরে অক্ষরে সত্যি!
  • AS | 74.129.113.231 | ২৪ এপ্রিল ২০০৭ ০৭:১৯386083
  • M ভাঁওতাবাজি লিখেই তো কেসটা কেঁচিয়ে দিলে! না হোলে তো গপ্পটা বেশ রগরগে হোতো।তোমাদের নিয়ে আর পারিনা বাপু!
  • Prantik | 132.186.106.33, 203.101.110.2 | ২৪ এপ্রিল ২০০৭ ০৯:৩৩386084
  • আরও অনেক ঢপের ব্যবসার মত এই ঢপের, থুড়ি, হস্তরেখা আর গ্রহরত্নের ব্যবসাটা না হয় চলুক। ক্ষতি কি?

    এইতো, আমি জ্যোতিষের পক্ষে বললুম। এবার হয়তো আমার ভাগ্য ফিরবে। দেখি ---
  • M | 71.67.115.94 | ২৪ এপ্রিল ২০০৭ ০৯:৪০386085
  • ওহ ভারি ভুল হয়ে গেছে। পরের edition এ শুধরে নেবখন।
    আচ্ছা, জ্যোতিষের সাথে দেব-দেবীর কি সম্পর্ক? মানে আজকাল জ্যোতিষিরা ঘন ঘন তারাপীঠ যান আর TV তেও দেখানো হত। ওঁদের performance এ আশীর্ব্বাদ টা ঠিক কিভাবে কাজ করে জানলে কাজে দিত।
    নাম নিয়ে একটা গোল বাঁধায় ঝট করে পাল্টে গেছি (আনন্দলোকের মত না)। এখন থেকে আমি Tim

  • Gaza | 71.137.136.13 | ২৪ এপ্রিল ২০০৭ ১১:১৫386086
  • বোম ক্যালি
    কালি কলকত্তা ওঅলি
  • Blank | 203.99.212.224 | ২৪ এপ্রিল ২০০৭ ১৩:১৫386087
  • একটা লিংক দিচ্ছি, একটু ঘেঁটে দেখো,

    http://www.users.globalnet.co.uk/~drakb/sunsign.html

    যে ভদ্রলোক এটা লিখেছেন, তিনি একজন বেশ বড় সড় সাইক্রিয়াটিস্ট।
  • SG | 193.32.3.83 | ২৪ এপ্রিল ২০০৭ ১৩:২৮386088
  • জ্যোতিষীর কাছে কখনো যাই নি তবে হস্তরেখা নিয়ে কয়েক্ট বই পোরে দেখেছি ব্যাপারটা পুরো ঢপের নয়। যেমন হাতে Simian line থাকলে লোকগুলোর মাথায়ে একটু টাল থাকবেই।

    পুনশ্চ: আমার হাতে Simian Line নেই।
  • vikram | 193.52.109.13 | ২৪ এপ্রিল ২০০৭ ১৩:৪৭386089
  • ব্ল্যাংক,
    সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক এতোগুলি ভুল করলেন কেন লেখাটায়? মেথডলজির অপব্যবহারে ভর্তি।

    বিক্রম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন