এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 890112.162.564523.249 | ০১ নভেম্বর ২০১৯ ২০:৪৫388009
  • ডিসিদা, মোহিত চৌহানকে চিনবেন। সিল্ক রূট বলে একটা গ্রুপ ছিল মনে আছে? মোহিত ঐ গ্রুপের লীড সিঙ্গার ছিলেন। অসাধারণ গায়ক।

    এলেবেলেদা, আতিফ আসলাম আমার খুব প্রিয়। কেকে এক অন্য ধরনের গায়ক, একজন গায়কের এত ধৈর্য, গানটাকে আসতে দেন, এবং ধীরে সুস্থে ধরেন। বিশাল দাদলানিকে নিয়ে আমি অতটাও উৎসাহী নই। এছাড়া অমিত ত্রিবেদি, পাপনের কাজ ভালো লেগেছে। অন্কিত তিওয়ারি অত্যন্ত সুগায়ক। বেনি দয়াল খুবই ইন্টারেস্টিং। রহাত খুবই ভালো, কিন্তু নুসরাতের ধারে কাছেও নন।
  • sm | 124512.101.89900.39 | ০১ নভেম্বর ২০১৯ ২০:৫১388011
  • তুলনা চলছে,বিরিয়ানির সঙ্গে পান্তা ভাতের।
    একদিকে বসান ;কিশোর,রফি, মান্না,লতা, আশা আর অন্য দিকে বসান কুমার শানু,উদিত নারায়ণ, সোনু নিগম,মুন্না আজিজ অলকা ও অনুরাধা পুডোয়াল।
    এবার এদের কণ্ঠস্বর,সুর নিক্ষেপ,শ্বাস প্রশ্বাসের প্রয়োগ,মুড়কি,এর তুলনা করুন।
    এঁরা প্রত্যেকেই পুরনো শিল্পীদের রিমেক করেছেন ও বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে থাকেন।
    এঁদের নিজের মুখেই শুনুন কতোটা রেসপেক্ট করেন পূর্বজদের ও ভাবুন কতোটা পারফর্ম করতে পেরেছেন শতাংশের হিসেবে।
    লাগা চুনরী মে দাগ - অন্তত তিন জন গেয়েছেন।
    রফির -বড়ি দের ভাই,লতার- ইয়ে জিন্দেগি উসিকী, আশার -সালাম এ ইশক শুনুন।তফাৎ বুঝুন।
    ৭০-৮০ আর ৯০দশকের তফাৎ বোঝা যাবে।
    বর্তমান প্রজন্মের কথা তো ছেড়েই দিলাম।
    এনারাও বেশির ভাগ রিমেক করেন ওই কিশোর,রফি,লতা বা আশার গান।
    কেন?নব্বই এর দশকের কুমার শানু বা উদিত নারায়ণ দের নয় কেন?
    তার মানে বর্তমান প্রজন্মও ২০ বছর এর পুরোনো গান গুলো বেশি না গেয়ে,টপকে ৪০ -৫০ বছর এর পুরোনো গান গুলোকে আঁকড়ে ধরছে। এই ব্যাপার গুলি বিস্মৃত হলে তো চলবে না।
    আবার অন্য দিকে ৫০ এর দশকে কে সি দে,কে এল সায়গল,কানন দেবী, নূরজাহান এর রিমেক ও বেশি হচ্ছে না।যে নস্টালজিয়ার গাঁজা খুরি দিয়ে চালিয়ে দেবো।
  • lcm | 237812.68.124512.225 | ০১ নভেম্বর ২০১৯ ২০:৫১388010
  • অথচ দেখো - ২০০ বছর আগের কম্পোজিশন (১৮১০ সালে সৃষ্ট, ১৮৬৭ সালে প্রকাশ স্রষ্টার মৃত্যুর ৪০ বছর পরে) --- ডিসি এটা শুনেছে শুধু তাই নয়, উচ্চারণও করতে পারে - সাধে কি কেষ্ট মুখার্জির ডায়ালগ ছিল - সুর দে সুর ---
  • dc | 237812.69.453412.8 | ০১ নভেম্বর ২০১৯ ২১:০৩388012
  • হ্যাঁ পাপনের গান শুনেছি কোক স্টুডিওতে, বেশ ভালো। ইন ফ্যাক্ট কোক স্টুডিও পাকিস্তান তো আমার খুব ভাল্লাগে।
  • S | 236712.158.670112.95 | ০১ নভেম্বর ২০১৯ ২১:০৫388013
  • কুমার শানু,উদিত নারায়ণ, অলকা, অনুরাধা পুডোয়াল মুলত ৯০এ গান গেয়েছেন। সোনু এখনও গায়, এবং অসাধারণ গায়। পারলে "কহি মুঝমে কহি" টা শুনে নেবেন।

    নব্বই এর দশকের কুমার শানু বা উদিত নারায়ণএর গানের রিমেক করা শুরু হয়ে গেছে অনেকদিন হল। কিশোর,রফি,লতা বা আশার গানএর আর রিমেক তৈরী করা হয়্না সেভাবে। ১৫-২০ বছর আগে খুব হয়েছে। এখন খুব সামান্যই হয়। রিইউজ করা হয় সিনেমায় ঐ টাইমলাইনটা ধরতে।
  • sm | 236712.158.565612.115 | ০১ নভেম্বর ২০১৯ ২১:১৪388014
  • একদম বাজে কথা লেখা হচ্ছে।যে কোন রিয়েলিটি শো তে সবচে বেশি কিশোর,রফি আশা লতার গান গাওয়া হয় ।
    রিমেক এদেরই বেশি হচ্ছে।
    এঁদের মধ্যে আর ডির রিমেক সবচে বেশি,তার পর বাপ্পীর ও এলপির।
    কিন্তু পঞ্চাশ এর দশকের রিমেক কেন বেশি হচ্ছে না, তার কোন নস্টালজিক উত্তর পাওয়া গেলো না।
  • lcm | 237812.68.344512.251 | ০১ নভেম্বর ২০১৯ ২১:২২388015
  • সে কি! রোদ্দুর রায়-এর কথা কেউ বলল না এখনও। যখন লোকজন আক্ষেপ করে যে --

    সুর-তাল হীনতায় কে গাহিতে চায় হে, কে গাহিতে চায়...

    আমি তাদেরকে রোদ্দুর রায় শুনতে বলি, এসবের উর্দ্ধে - মোক্ষসংগীত ।
  • Atoz | 237812.69.4545.143 | ০১ নভেম্বর ২০১৯ ২১:৩২388016
  • এই মোক্ষসঙ্গীত আজও আমার শোনা হয় নাই।
    মোক্ষলাভের ইচ্ছা হইলে তবে শুনিবো। ঃ-)
  • S | 236712.158.670112.167 | ০১ নভেম্বর ২০১৯ ২২:০০388017
  • ৫০এর দশকে যিনি যুবক ছিলেন তাঁর এখন কত বয়স? তাছাড়া, সেইসময়ের গানে ডান্স বীট পওয়া মুশকিল। ফলে রিমিক্স কম হয়েছে। যেসব গানগুলো নিয়ে রিমিক্স হয়, সেই গানগুলোর মান যে খুব দারুন একথা বলা যায়্না।

    রিমেক আর রিয়েলিটি শো আলাদা। অন্তত হিন্দি চ্যানেলের রিয়েলিটি শোতে এখন নতুন গানই মুলত গাওয়া হয়।
  • শিবাংশু | ০১ নভেম্বর ২০১৯ ২২:০৪388019
  • @S
    "@শিবাংশুবাবুকে
    আপনি অবশ্যই আমার থেকে সঙ্গীতের ব্যাপারে অনেক অনেক বেশি জানেন। আমি একেবারে ইলিটারেট। তবুও বলি আপনার বক্তব্যের প্রথম ৫-৬টি বাক্যে যথেস্শ্ট এলিটিজমের গন্ধ আছে। একটু খেয়াল রাখবেন।"

    প্রথমত, আপনার এই মন্তব্যটিতে বেশ আমোদ পেলুম। এই টইটিতে গান নিয়ে সব চেয়ে বেশি আলোচনা/ মতামত প্রকাশ করার পর আপনি নিজেকে 'ইলিটারেট' সাব্যস্ত করলেন। অথচ আমার বাক্যে এলিটিজম খুঁজে পেয়ে সতর্ক করেও দিলেন। এটা লিটারেসি না ইল্লিটারেসি? না বাঙালির চিরন্তন বাইনারি বাই?

    দ্বিতীয়ত, 'আক্রমণ' প্রসঙ্গ। আপনাকে আমি যতোটুকু 'জানি', সেটা আপনার এই আলোচনার প্রসঙ্গে মাত্র। হয়তো আপনার সঙ্গে আমার 'এলিট' মানসিকতা কোথাও কোথাও মেলেনা। যেমন আমি অঙ্ক বুঝিনা। কোনও অঙ্কবিশারদ যদি আমাকে অঙ্কের টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝাতে কিছু গভীর আলোচনার সাহায্য নেন তবে আমি এই যুক্তিতে তাঁকে 'এলিটিস্ট বলে বাতিল করে পারি । রাজা রামমোহন এই ভাবটিকেই উদ্দেশ করে বোধ হয় 'শেষের সেদিন কী ভয়ঙ্কর' বলেছিলেন।

    এবার যদি 'আক্রমণ' আর 'আলোচনা'র তফাত বলতে প্রলুব্ধ হই, তবে আপনি গান ছেড়ে ভাষাতত্ত্বের এলিটিজমের দায়ে আমাকে অভিযুক্ত করবেন। সেটা খুবই ভয়ানক হবে। এটাকেই অমিত বৈঠকখানার 'তর্কে' চটে লাল' হওয়া বাঙালিদের প্রসঙ্গে উল্লেখ করেছেন।

    তার থেকে আর সময় নষ্ট না করে দু'চারটে গানই শুনি না হয়। তাই ভালো। :-)

    @এলেবেলে,
    "এখানেই দেখুন কিছুক্ষণ আগে নতুন প্রজন্মের মোহিত চৌহান কিংবা বিশাল দাদলানি বা ধরুন কেকে বা কৈলাশ খের-এর উল্লেখ করেছি।"

    এই গায়কদের গান আমি নিয়মিত শুনে থাকি। সমস্যাটা কোথায় জানেন, একজন সার্থক প্লেব্যাক গায়ক হবার জন্য যে বহুমুখী গায়নক্ষমতা লাগে তা এঁদের নেই। কম্পোজাররা এঁদের কথা ভেবে বিশেষ ধরনের গান তৈরি করেন। তাঁরা যথাসাধ্য পরিবেশন করেন।দশ-বিশটা গান জনপ্রিয়ও হয়ে যায়। কিন্তু এঁরা কেউই কমপ্লিট প্লেব্যাক সিঙ্গার ন'ন। গত কুড়ি-পঁচিশ বছরে প্লেব্যাক গানে দুজন ভার্সাটাইল গায়কের নামই মনে পড়ে; সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। সব থেকে বড়ো কথা এঁরা দুজন আজকের প্রচলিত পন্থায় বিপুল যান্ত্রিক সাহায্য না নিয়েও যে কোনও গানকে শোনার যোগ্য করে তুলতে পারেন।

    একটা গল্প বলি। আমার এক আত্মীয় অন্য পেশায় রয়েছেন কিন্তু পেশাদারি স্প্যানিশ গিটার শিল্পী। বম্বেতে ছিলেন বহুদিন। নানা গায়কের গানে সঙ্গত করতেন। তাঁর কাছে শোনা। একবার একজন অপ্রশিক্ষিত, কিন্তু ধনশালী চিকিৎসকের ইচ্ছে হয় কিছু প্রিয় গানের অ্যালবাম রেকর্ড করবেন। স্টুডিও, অ্যারেঞ্জার, কলাকুশলী, যন্ত্রপাতি কোনও কিছুতেই কার্পণ্য নেই। গানের রাশ অডিও শুনে তিনি নিরাশ হয়ে বললেন, 'আমার গান করাই উচিত নয়।' অ্যারেঞ্জার তাঁকে আশ্বাস দেন। শেষে সেই সব গান যন্ত্রে ঝেড়েপুঁছে যে ফাইন্যাল সিডি'টি তাঁকে দেওয়া হয় সেটি শুনে ডাক্তারবাবু বলেন এ গান তো আমার গাওয়া নয়। এ কার গলা?

    লতাজির গানে 'সানুনাসিকতা' নিয়ে কেউ অভিযোগ করছিলেন দেখলুম। পঞ্চাশ-ষাটের দশকে আমাদের রেকর্ডিং ব্যবস্থা কী ছিলো সেটা ভাবলে অবাক হতে হয়। পুরুষ গায়কদের স্কেল-ডি থেকে ডি-শার্প গানের সঙ্গে স্কেল মিলিয়ে লতাজি-আশাজি কীভাবে একের পর এক গানে স্ফূর্তি সঞ্চার করে গেছেন ঐ পর্যায়ের যান্ত্রিক বাধ্যতার মধ্যে, ভাবা যায়না। কণ্ঠসম্পদ আর তৈয়ারি কোন পর্যায়ে গেলে অমন 'আদায়' হতে পারে সেটা বুঝতে পারা একটু প্রস্তুতি দাবি করে। তবেই তাঁদের প্রতি সুবিচার করা যাবে।
    :-)
  • S | 236712.158.670112.167 | ০১ নভেম্বর ২০১৯ ২২:০৭388020
  • মেলডি আর সুর-তাল আলাদা। লেনার্ড কোহেনের গান মেলডিয়াস নয়, কিন্তু তাঁর গওয়া হ্যালিলিউয়া অত্যন্ত জনপ্রিয়। ওয়ান অব দ্য বেস্ট রেন্ডিশান।
  • sm | 124512.101.780112.71 | ০১ নভেম্বর ২০১৯ ২২:২৮388021
  • জেফ বাকলে র ভার্সন এর কাছে বাচ্চা ছেলে।
  • lcm | 237812.69.4534.139 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৩০388022
  • কোহেন শুনতে হলে - এভরিবডি নোজ --- আস্‌লি কোহেন
  • r2h | 236712.158.786712.105 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৩৬388023
  • গত কিছু বছরের হিন্দি গানে পীযুষ মিশ্রের লিরিক ভালো লেগেছে।
  • sm | 124512.101.780112.173 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৪১388024
  • তাহলে কি খাড়াইলো পঞ্চাশ এর দশকের রিমেক হবে না কারণ উহাতে ড্যান্স বিট পাওয়া মুশকিল আর উহা বর্তমান আর্টিস্ট গণ ভালো করে শোনেন নাই।
    কেন?বাজারে কি ইউ টিউব নাই?
    লোকজন তো বড়ে গুলাম আলি, ফৈয়জ খান,পারভিন সুলতানা, পারলুশকার, যোশিজি,মেহদী হাসান, শুনে ফাটিয়ে দিচ্ছে। সায়গল সাব বা তালাত মামুদ ও শুনছে। তো,নস্টালজিয়া কাজ করছে না কেন?
    পুনশ্চ, মেহদী হাসান প্রথম স্টেজ শো তে দুটি তালাত মামুদের হিন্দি সিনেমার গজল গেয়ে,এমন বিখ্যাত হয়ে গেলেন যে,আর পিছনে ফিরে তাকান নি।
    উলটো দিকে লতা বা হরিহরন হলেন মেহদী হাসান এর আরডে ন্ট ফ্যান।
    সঙ্গীত বোঝা কি ছেলে খেলা !
  • S | 236712.158.780112.24 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৪৮388025
  • উফ। আরো লিখতে হবে?

    ৫০এর দশকের গান সকলেই শুনেছে। কিন্তু সেই যুগের গান নিয়ে নস্টালজিয়া করে এমন লোক এখন নেই, বা থাকলেও তাঁরা মার্কেটের অংশ নয়। এইযে আপনারা লতা-কিশোর-আশা-রফি-মুকেশ নিয়ে লাফালাফি করেন, সেইটাকে বাজার করেই রিমিক্সের ব্যবসা হয়।

    আর এখানে আলোচনাটা ক্লাসিকাল মিউজিক নিয়ে নয়, বলিউড নিয়ে হচ্ছে।
  • এলেবেলে | 236712.158.565612.49 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৫২388027
  • @শিবাংশুবাবু, আমি তো বলেইছি এই নতুন প্রজন্মের গান আমি শুনি, কিন্তু শুনি বেছেবুছে। এঁদের সীমাবদ্ধতাই ওই বাছবিচারের কারণ। এঁদের বেশিরভাগেরই ওই ভ্যারিয়েশন নেই যা আগের প্রজন্মের গায়ক-গায়িকাদের ছিল। সেটাকে 'লোকগীতি থেকে ভক্তিগীতি গাওয়ার দক্ষতা' বলে ছোট আমি অন্তত করতে চাই না।

    আশা আর ডি-র সুরে দ্য বার্নিং ট্রেনে একটা গান গেয়েছিলেন। সেটা এখানে দিলাম যাতে প্রমাণ করা যায় তাঁর গলার অসামান্য রেঞ্জ এবং দক্ষতা।


    হ্যাঁ, আমি যদিও আপনার সঙ্গীতবোধের কণিকামাত্রও অধিকারী নই তবুও সোনু-শ্রেয়া আমার প্রিয় শিল্পীদের মধ্যে পড়েন। সোনু তাঁর কেরিয়ারের প্রথম দিকে লতার সঙ্গে 'খামোশিয়াঁ গুনগুনানে লাগে' গেয়েছিলেন। কোথাও মনে হয়নি তিনি লতার সঙ্গে সম্ভবত জীবনের প্রথম ডুয়েটটি গাইছেন। আমার নিজস্ব ধারণা এই রেঞ্জ ছিল এস পি বালসুব্র্যহ্মণ্যমেরও। তাঁরও একটা প্রিয় (আমার কানে) গান থাকুক এখানে।

  • S | 236712.158.780112.24 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৫২388026
  • আর সেভেন্টিজের বলিউড নিয়ে সবকিছু বলতে গেলে সেখানে অনেক অনেক ফ্যাক্টর আসবে। কেন সেভেন্টিজের বহু খাজা সিনেমাকেও লোকে দারুন দারুন করে সেটার অন্য কারণ আছে। আমি প্রতি বছর নিয়ম করে একবার পুরো শোলে সিনেমাটা দেখি। এর কারণ নিস্চই সিনেমাটিক কোয়ালিটি নয়। অত লিখতে পারবোনা।
  • lcm | 237812.69.4534.141 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৫৩388028
  • ঠিক, বাজার কখনও শূণ্য থাকে না - উত্তমকুমার চলে গেলে পোসেনজিত আসে, আরডি চলে গেলে অনু মালিক আসে, বুদ্ধবাবু গেলে মমতাদিদি আসে - কিন্তু একেবারে শূণ্য থাকে না। পৃথিবীর কোনোকিছুই শূণ্য থাকে না।
  • S | 236712.158.780112.24 | ০১ নভেম্বর ২০১৯ ২২:৫৯388030
  • আবার অনু মালিক চলে গিয়ে শংকর এহ্শান লয় আসেন। বপ্পি লাহিড়ি চলে গিয়ে এ আর রহমান আসেন। ৭০-৮০এর দশকেও লোকে আরডিকে নিয়ে এমন কথাই বলত।
  • sm | 124512.101.89900.39 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০০388031
  • তাহলে কি বুঝা গেলো?পঞ্চাশের দশকে হিন্দি ফিল্মি গান সব ক্ল্যাসিকাল গান হতো।আর ওগুলো শোনার লোকজন সব মরে গেছে।
    আর সত্তর আশির দশকে যারা যুবক ছিলো;এখন যাদের বয়স ষাট -সত্তর বছর,তারা রিমেক গুলো শুনে ট্যাঙ্গো ট্যাঙ্গো নাচছে?
    আর তাদেরকে কেন্দ্র করেই বলিউড ব্যবসা করছে?
    হা হা।
    দুই, কোহেন এর হ্যালেলুয়া তে সেল্ফ টর্চার এর আকুতি ধরাই পড়ে নি।
    যেটাই এই গানের ইন্টারজেকশন!
  • এলেবেলে | 236712.158.565612.49 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০১388032
  • সবই তো বুঝলাম কিন্তু যিনি টই খুললেন তিনি গেলেন কোথা? তাঁর বক্তব্যও শুনি।
  • sm | 124512.101.89900.39 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০৫388033
  • বাপ্পী লাহিড়ী এলেবেলে মিউজিশিয়ান লয় কিন্তু!
    চলতে চলতে,প্যার মাঙা হ্যায় তু হি সে,মঞ্জিলে আপনি ,মা না হো তুম, পাগে ঘুংরু,জিমি জিমি বাপির সৃষ্টি!
    শঙ্কর এহেশন এরম কিছু কলজয় করা সুর সৃষ্টি করে দেখাক।
    দুই,এ আর রেহমান হলো ব্যতিক্রম।অগাধ প্রতিভা।সম্ভবত ইলাইয়া রাজার সমকক্ষ।
  • lcm | 237812.68.6745.160 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০৭388035
  • ঐ যে সিডি পাওয়া যায় না, বেস্ট ফিফটি ফিল্ম সংগ্‌স্‌ অফ্‌ দ্য ডিকেড - বেস্ট অফ্‌ ফিফটিজ, সিক্সটিজ, সেভেন্টিজ... এরকম একদম অধুনাকাল পর্যন্ত।
    তো, একজন মারাঠি কোলিগ বলছিল - ইনি সংগীতবোদ্ধা, শাশ্ত্রীয় সংগীত চর্চাও করেন, এবং ফিল্ম সংগীতের ভক্ত, ভক্ত বলতে গানের টেকনিক্যাল ব্যাপার স্যাপার বোঝেন - তো, কেনা সিডির সিলেক্শন লিস্ট ওর পছন্দ হয় না বলে, ও আর ওর এক বন্ধু মিলে নিজেরা ফিল্ম গানের লিস্ট বানিয়েছিল - দশক ধরে ধরে। বলল শেষের দুই দশকে( ২০০০-২০২০) তো মুশকিলে পড়েছে, দুই দশকে ১০০টি গান বের করতে পারছে না - ২৫ টি গানও নাকি বের করতে মুশকিল হচ্ছে -
    ওকে বললুম -- এ পৃথিবীতে শূণ্য কিছুই থাকে না।
  • এলেবেলে | 236712.158.565612.49 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০৭388034
  • @এসেম, বাপ্পির একটা সিনেমার কথা উল্লেখ করলেন না? লহু কে দো রং? লোকটা বাজারের পাল্লায় পড়ে বিগড়ে গেল।
  • S | 890112.162.564523.195 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:০৮388036
  • বড়ে গুলাম আলি, ফৈয়জ খান,পারভিন সুলতানা, পারলুশকার, যোশিজি,মেহদী হাসান, তলাত এঁরা সবাই ক্লাসিকাল সিঙ্গার হিসাবেই পরিচিত। কিশোর-রফি-লতা-আশার সঙ্গে গোলাবেন না।

    সত্তর-আশির দশকের রিমিক্স করা বন্ধ হয়ে গেছে বহুদিন হল। এগুলো মুলত ৯০এর শেষের দিকে এবং ২০০০এর প্রথম দিকে হয়েছে। তখন ট্যান্সো নাচের জন্যই তৈরী করা হত।

    ক্রিস্চিয়ানিটিতে হ্যালোলুইয়া সেল্ফ টর্চার নয় আনন্দের ফ্রেজ।
  • এলেবেলে | 236712.158.565612.49 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:১১388037
  • @এলসিএম, বড্ড দুর্বল জায়গায় আঘাত দিলেন! একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। পার্ক স্ট্রিটের মিউজিক ওয়ার্ল্ড পছন্দমতো সিডি ছেপে (ওঁদের টার্ম) দিত। ২০০২ সালে এক ঘন্টার সিডি পিছু দাম নিত ৩৭৫ টাকা। আমি শিল্পী ধরে ধরে বাংলা ও হিন্দিতে প্রচুর সিডি ছাপিয়েছি! হায়, এখন তো সবই ইউটিউবের জমানা!!
  • S | 890112.162.564523.225 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:১৫388038
  • কোহেন অবশ্যি নিজে ইহুদি।
  • S | 890112.162.564523.225 | ০১ নভেম্বর ২০১৯ ২৩:১৯388039
  • সে ৭০-৮০ দশকের ২৫ টা চুরি না করা ভালো লিরিক্সের সুরের ভালো গান বের করতেও সমস্যায় পড়তে পারেন কেউ কেউ।
  • শিবাংশু | ০১ নভেম্বর ২০১৯ ২৩:২০388041
  • @এলেবেলে,
    এসপি একটা বিস্ময়...
    আর এই গানটা শুধু শোনার জন্য। আলোচনা বাহুল্য বোধ হয়....
    কর্ড-বদলের রাজা সলিল চৌধুরীও হয়তো টুপি খুলে দিতেন আরডি-এসপি'র এই কম্পোজিশনের সামনে....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন