এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভারতীয় সিনেমা নায়কেরা

    Cam
    সিনেমা | ২৬ জুন ২০০৮ | ৭৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cam | 131.95.121.107 | ২৬ জুন ২০০৮ ১৯:৪১400991
  • যারা জানেন তারা লিখুন তো দেখি!
    কী বিশ্রী বিশ্রী অর্ধবানরের মতন চেহারার সব নায়ক ভারতীয় সিনেমায়, কেন এমন? ভারতে কি সুঠাম আর সুন্দর বুদ্ধিদীপ্ত চেহারার ভালো অভিনেতা পাওয়া যায় না?
    এইসব শালুক শাহরুখ, ম্যাদামারা অভিষেক- ছি ছি!
  • h | 125.18.104.1 | ২৬ জুন ২০০৮ ১৯:৫৮401093
  • আমি এখনো সিনেমায় নামি নি। নামলেই এই সমস্যা মিটে যাবে।
  • shaluk | 168.26.191.117 | ২৬ জুন ২০০৮ ২০:০৫401104
  • শালুক শাহরুখ মানে কি? শাহরুখ শালুক ফুলের মতন? এতে করে শালুক ফুলকে যে প্রচন্ড অপমানটা করা হল কেউ ভেবে দেখছে? ফুল বলে কি মানুষ নয় ??

    উপরওয়ালা এর বিচার ঠিকই করবেন।
  • cam | 131.95.121.107 | ২৬ জুন ২০০৮ ২০:০৬401115
  • তবে আর দেরি ক্যানো? নাইম্যা পড়েন।
    তবে নামার আগে একটা জম্পেশ প্রবন্ধ নামান আগে। "উপমহাদেশের পুরুষসৌন্দর্য্য-একটি পোস্টকলোনিয়াল সংশয় বা দোটানার কাহিনি"
    :-)))
  • cam | 131.95.121.107 | ২৬ জুন ২০০৮ ২০:০৭401126
  • ফুলের নাম তো শাপলা-শালুক হলো ঐ শাপলার মূলটুল জাতীয় আরকি!
  • kallol | 122.167.81.79 | ২৬ জুন ২০০৮ ২১:০৬401137
  • ভারতীয় ফিল্ম মানে কি শুধু বম্বে ? আমার দৌড় ঐ বম্বে আর বাংলা। কেউ কি তামিল, তলেগু, মালায়লী, কন্নড়, মারাঠী, গুজরাতী, ভোজপুরী, অহমিয়া ফিল্মের নায়কদের কথা লিখবে?
    তবে আমাদের কিশোর কালে শশীকাপুর বড় মিষ্টি দেখতে ছিলো। আর খুব হেব্বি লাগতো রাজকুমারকে। আরেকজনকে দেখতে ছিলো দারুন - ফিরোজ খান। বিটকেলে লাগতো দুজনকে, দুটো-ই বাঙ্গালী, বিশ্বজিত আর জয় মুখার্জি। শাম্মী আর জিতেন্দ্র নেচেই পয়সা উসুল। তবে নাচ যদি বলো তো সে যব যব ফুল খিলেঁ আর হাসিনা মান যায়েগী তে শশী কাপুরের নাচ। তবে যে যাই বলো আমার কিন্তু দারা সিংকেও বেশ লাগতো।
    ওদিকে কাকে ছেড়ে কাকে ধরবো! আমার একটু ব্যথা ছিলো ওয়াহিদায়। এদিকে আশা পারেখ - ও: শুধু চেয়ে থাকলেই মরে যেতাম। মীনা কুমারীকে কেমন বড়দি বড়দি লাগতো। ববিতা বা সাধনা - ঠিক আছে গোছের। শর্মিলা চুলবুলি (আরাধনার আগে)। আরাধনার পরে কেমন ডিগনিফায়েড হয়ে গেলো। তবে জান কবুল দুজনের জন্য - না: ওদের মধ্যে কোন একজনকে বাছা সম্ভব নয় - জিনাত আর মমতাজ।
    আমাদের টালিগঞ্জে তো মাধবী, সাবিত্রী আর হ্যাঁ, মৌসুমী। আমার আবার সু স্কোয়ারের কাউকেই তেমন লাগতো না।
    শুভেন্দুকে বড্ডো ভালো লাগতো। আর অবনীশ - কোমল গান্ধারে ছিলো, ফাটাফাটি।
  • shyamal | 64.47.121.98 | ২৬ জুন ২০০৮ ২১:২৮401148
  • স্কুল জীবনে বাড়ির থেকে সিনেমা দেখার যথেষ্ট বাধা ছিল। আমার বাবা , মা সিনেমা দেখত বছরে একটি,দুটি।
    মনে আছে বালিকাবধু(বাংলা) রিলিজ করার পর সবাই গেল আমাকে নিয়ে গেল না। প্রচন্ড রাগ হয়েছিল।
    যদিও এটা শুধু নায়কদের থ্রেড, কল্লোল সেটা ভেঙে দিয়েছে। হায়ার সেকেন্ডারির পর দেখলাম আরাধনা। ব্যস ঐ যে রূপ তেরা মস্তানা দেখে শর্মিলাতে ফিদা হলাম, এখনও বুড়ি শর্মিলাকে দেখে ভাল লাগে। তারপরে ড্রিম গার্ল আর আরো পরে শ্রী দেবী।
    বাংলায় শুধু অপর্ণা সেন।

    ছেলেদের মধ্যে : অ্যাকটিং করতে পারলেই হল। দেখতে কেমন তা দিয়ে আমি কি করব?
  • Binary | 198.169.6.69 | ২৬ জুন ২০০৮ ২২:৪৩401159
  • ছোটো বেলার এক বন্ধু উবাচ, ' স্টার অনেক, যথা : কুমার গৌরব, ঋষি কাপুর, রাজেশ খন্না, জিতেন্দ্র, কমল হাসান ইত্যাদি। সুপার স্টার খান কয়েক, যথা ধর্মিন্দর, মিঠুন ইত্যাদি। তব্বে মেগাস্টার এ-এ-একটইইই --- অমিতাভ বচ্চন (চ্চ-এর ওপর জোড় দিয়ে)।'

    তাকে একবার জিগাইছিলাম, 'তুই, বচ্চনের সওদাগর(অমিতাভের একদম প্রথম দিকের সিনেমা) দেখেছিস ?' সে ক্ষার খেয়ে বললে, 'গুরু-র কোনো বই, জিগাইবিনা দেখেছি কিনা, জিগাইবি ক'বার দেখেছিস ?'

    সে ব্যাটা, অমিতাভের সিনেমা রাত থেকে লাইন দিয়ে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেতো, পুলিশের ডান্ডা খেয়ে।
  • I | 59.93.203.129 | ২৬ জুন ২০০৮ ২২:৪৪401170
  • কল্লোলদা আর শ্যামলদাকে বেজায় রেগে হোঁতকা জরিমানা কল্লাম-যথাক্রমে আশা পারেখ আর শর্মিলার জন্যে।
    একই সঙ্গে ওয়াহিদা আর আশা পারেখ? বাঙালীর দাড়িওলা ছেলের মুখে এই কথা! ছ্যা !!
  • kallol | 122.167.81.79 | ২৬ জুন ২০০৮ ২২:৫১400992
  • আহা, চটো কেন! আশা পারেখ, শর্মিলা, ওয়াহিদা কি কারোর একার?
    দাড়িওয়ালা হবার পর এট্টুস আন্তর্জাতিক হয়েছিলুম। তা সে তো এই টইয়ে আঁটবে না।
  • arjo | 168.26.215.54 | ২৬ জুন ২০০৮ ২২:৫৮401003
  • অন্যান্য টইতে চোখ রাখুন বুঝতেই পারবেন আমি সিনিমায় নামলে কেন এই টই খুলতে হত না। এর থেকে বেশি আর নিজের সম্বন্ধে কি বলব বলুন।

    আর নায়কদের দেখতে ভালো না মন্দ তা দিয়ে আর আমি কি করব! শুধু দু একটি কথা - সারা ভারতে কয়েকজন নায়কের কথাই বলা যায় যেমন রজনীকান্ত, আর বলিউডে শাম্মি কাপুর আর বাংলায় সুখেন দাস। এঁয়াদের অরিজিনাল কাজের জন্য। শাম্মি কাপুরই প্রথম ব্রেক ডান্স নিয়ে আসেন (অবশ্য ঘাড়ের), বিশ্বাস না হয় কাশ্মীর কি কলি সিনেমার "তারিফ করু মেয় উনকি ...." দেখে নিন। রজনী না থাকলে জানতামই না বন্দুকের গুলিকে লাইটার হিসেবে ব্যবহার করা যায়। আর সুখেন দাস, ইনি হলেন একমাত্র হিরো যাঁর কথা শুনে মনে হয় এই বোধহয় ভালোবাসবেন কিন্তু তারপরই কেলান। ভিলেন কনফিউসড হয়ে মার খেত। প্রথম স্ট্র্যাটেজিক হিরো।

    তবে আশা পেরেক (আমরা বরাবর পেরেক ই বলেছি)???
  • cam | 131.95.121.107 | ২৬ জুন ২০০৮ ২৩:০৯401025
  • এটি শুধু নায়ক বিষয়ে থ্রেড- নায়িকা সংবাদ দিতে নিতে চাইলে পাশের থ্রেডে ঢালুন প্লীজ।
    পোস্টকলোনিয়াল সংশয় গুলাইয়া দিবেন না।
  • Binary | 198.169.6.69 | ২৬ জুন ২০০৮ ২৩:০৯401014
  • সুখেন দাশের নাম অ্যাকচুয়ালি ছিলো 'মাস্টার সুখেন' চিরকাল :)

    দেব আনন্দ আর রাজেশ খন্নার টাইম ডিফারেন্স ছিলো ১০ মিনিট। দেব, ঘাড় বাঁদিকে কাত, সর্বদা -- ছটা বাজতে পাঁচ মিনিট, আর রাজেশ খন্নার ডানদিকে, মানে ছটা বেজে পাঁচ মিনিট।
  • cam | 131.95.121.107 | ২৬ জুন ২০০৮ ২৩:১২401036
  • আর এইসব জিৎ দের কথা কেউ কন- বাপরে কত জিৎ!
    বিশ্ব,চিরণ,প্রসেন...উফ
  • tania | 65.115.93.98 | ২৬ জুন ২০০৮ ২৩:২১401047
  • গুলশন কুমার ভাই কিষেণ কুমারকে হিরো বানিয়ে ফিলিম বানালেন। আমার এক বন্ধু সে সিনেমা দেখে এসে নিশ্চিন্তে বলল, 'যাক, একটা জিনিস খুঁজে পাওয়া গেল।' আমরা জিগালাম, 'কি রে?' সে বলল 'মিসিং লিঙ্ক। মানুষের সঙ্গে বাঁদরের'।
  • arjo | 168.26.215.54 | ২৬ জুন ২০০৮ ২৩:৩১401058
  • তীর্থং দার এই ডায়লগটা ঝাড়ার লোভ সামলানো গেল না। আর এক নায়ক নবীন নিশ্চল সম্বন্ধে তীর্থং দা বলেছিল

    "'নবীন নিশ্চল মানে যিনি চেহারায় নবীন এবং অভিনয়ে নিশ্চল ছিলেন"" - এতো ভালো ডেফিনিশন আগে শুনিনি।
  • shyamal | 64.47.121.98 | ২৬ জুন ২০০৮ ২৩:৩৪401069
  • সবথেকে ঝুল দেখতে নায়ক কে? আমার দেখার মধ্যে মনে হয় জীতেন্দ্রর ছেলে তুষাআআর কাপুর। বাবা না থাকলে নিশ্চয় চান্স পেতনা।
    আর অভিষেক বচ্চন সিনেমায় আসার পর প্রথম পাঁচ বছর পুরো স্টিফ। এখন অনেক স্বাভাবিক হয়েছে ঘষতে ঘষতে।
  • Blank | 170.153.62.251 | ২৬ জুন ২০০৮ ২৩:৪৪401080
  • কেউ শেফালী খানের কতা কেন বলচে না?
  • Arpan | 122.252.231.206 | ২৬ জুন ২০০৮ ২৩:৪৮401091
  • কল্লোলদা, রাজকুমার, যাকে বীরাপ্পান অপহরণ করেছিল, তিনি হিন্দি সিনেমা করতেন নাকি?
  • arjo | 168.26.215.54 | ২৬ জুন ২০০৮ ২৩:৪৯401094
  • আরে না না ইনি হলে ব্রিগেডিয়ার রাজকুমার।
  • Arpan | 122.252.231.206 | ২৬ জুন ২০০৮ ২৩:৫৯401095
  • অ, তেনার কথা তো ভুলেই গেছিলাম। :)
  • I | 218.248.70.235 | ২৭ জুন ২০০৮ ০০:০৮401096
  • সেই যে, যাঁকে নিয়ে গুরুদেব কবিতা লিখেছিলেন-অয় মাদর , শাহজাদা ফিরদৌস...?
  • kallol | 122.167.81.79 | ২৭ জুন ২০০৮ ০০:২৫401097
  • অ্যাই, রাজকুমার নিয়ে একদম এয়ার্কি দেবে না। গুরু কি ডায়লগ দিতো। ""এ ছুরি হ্যায়, বচ্চোঁকি খিলোনা নহি। হাথ কাট যায়েঁ তো খুন নিকলেগা।"" ও: ওয়ক্ত-এ যতবার এই সিনটা আসতো আমরা - ফিনসে, ফিনসে বলে রিল ঘুরিয়ে দেখতাম (শুধু প্রদীপ হলেই এটা করা যেত)। গুরু শেষ বয়সে এসে কেমন সব টক্কর নিলো - নাসির, নানা, আর শেষ পর্যন্ত সেই পুরোনো খার দিলীপকুমার।
  • Ishan | 12.163.39.254 | ২৭ জুন ২০০৮ ০০:৩৭401098
  • আমার কাকে ভাল্লাগে?

    অজয় দেবগন। সঞ্জয় দত্ত। আর দা গ্রেট বিগ বি।

    শাররুক একদম নোনো। সলমন নিয়ে নিউট্রাল ছিলাম। কিন্তু বৌ পছন্দ করেনা বলে এখন আমিও দেখতে পারিনা।
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ০০:৪৬401099
  • কোন খলনায়কের যেন ডায়ালোগ ছিলো ?

    'উসকো লিকুইড অক্সিজেন মে ডুবা দো, লিকুইড উসকো জিনে নেহী দেগা, অক্সিজেন উসকো মরনে নেহী দেগা'
  • arjo | 168.26.215.54 | ২৭ জুন ২০০৮ ০০:৪৯401101
  • কিঁউ জিসকে দোনোহি পসন্দ কা চিজ থা। সোনা অউর মোনা কে সাথ শোনা।
  • Ishan | 12.163.39.254 | ২৭ জুন ২০০৮ ০০:৪৯401100
  • এটা শিওর ঢপ।

    এবং আমার কি বুদ্ধি।
  • Binary | 198.169.6.69 | ২৭ জুন ২০০৮ ০০:৫৫401102
  • হ্যা হ্যা হ্যা, সেনমায় পেরথম সিমিলিটা মনে নেই বুঝি ?

    ছ-ছ টা গুলি খেয়ে, তারপর দুই মাইল দৌড়ে, প্রেমিকার মাথায় রক্ত দিয়ে সিন্দুর পড়িয়ে দিলো, হিরো, তারপর ফেডাআউট, নেক্সট সিনে, পটল ক্ষেত থেকে হিরো টুকুস করে একটা পটল ছিঁড়ে নিলো ।
  • shyamal | 64.47.121.98 | ২৭ জুন ২০০৮ ০০:৫৯401103
  • অ্যাকটিং বললে সঞ্জীবকুমার জবাব নেই। অনেক ভাল ভাল ছবি (যেমন মৌসম, কোশিশ, আন্ধি) করলেও এই মুহুর্তে মনে আসছে হাওয়া কে সাথ সাথ (সীতা আউর গীতা) আর আঙ্গুর (কেয়া, তুম মুঝে [গলা নামিয়ে] নাঙ্গা দেখা?)।

    সীতা আউর গীতা কিন্তু আসলে ঘুনে খাওয়া, হেডনিস্ট উচ্চবর্গীয় ভারতীয় সমাজে নারীর শোষণের আর সেই স্থান থেকে উত্তরণের এক আখ্যান এবং একই সঙ্গে ভারতের শ্রেনীবিভক্ত সমাজের প্রতি এক সাবলিমিনাল চপেটাঘাত। (না: তাও ন্যাড়ার মত ভাল হলনা)
  • cam | 131.95.121.107 | ২৭ জুন ২০০৮ ০১:০১401106
  • আপনি মাইকেল মুরকে নিয়ে খুলুন না একটা শ্যামল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন