এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভারতীয় সিনেমা নায়কেরা

    Cam
    সিনেমা | ২৬ জুন ২০০৮ | ৭৯৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.54 | ২৫ জুলাই ২০০৮ ০২:২৬401139
  • আসলে ব্ল্যাংক সত্তরের দশকটাই অমন ছিল। গুরুর এক একটা ঘুষি আসলে সমাজের প্যানপ্যানির মুখে মারা ছিল। ললিত লবঙ্গ লতা নায়কদের কাছে বচ্চন সাব ছিলেন এক যাকে যাকে বলে জ্বলন্ত উদাহরণ। জীবন মানে নায়িকার কোলে মাথা রেখে গান আর কপালে আলতো চুমু নয় আসলে জীবন মানে লড়াই করে বেঁচে থাকা এই প্রত্যয়টার নামই গুরু। ও লর্ড ফরগিভ দোজ পুওর সোল্‌স হু লাইকস আমীর।
  • Arpan | 122.252.231.206 | ২৫ জুলাই ২০০৮ ০৬:৪৭401140
  • আজ্জো তো আমার থেকে সামান্য বড় বলে জানতাম! সত্তর দশকে সে এতসব জেনে সিনিমা দেখত!!
  • Tim | 24.127.39.26 | ২৫ জুলাই ২০০৮ ০৯:৩২401141
  • সত্তর দশকের সিনিমা নব্বইয়ের দশকে দেখতে হয়। তাইলে সব বুঝে বুঝে দেখা যায়।
  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ০৯:৫৭401142
  • আমার জানি কেন মনে হয় - কেউ যদি একটা ভাল স্ক্রিপ্ট নিয়ে নাসির, অমিতাভ আর কামাল হাসানকে নিয়ে একটা ফিল্ম করে। এই যেমন থ্রি কমরেডস-এর ভারতীয়করন। কিংবা তিন কিসিমের ডন কিহাটো। নায়িকা? দরকার নেই। যদি নেহাৎই রাখতে হয়.............. জোহরা সায়গল।
    সত্যি কথা বলতে - সিনেমা (মূলত: হিন্দি সিনেমা) দেখছি ৬৭/৬৮ থেকে। কিন্তু দেখেছি ৫০/৬০-এর সিনেমাও। আমার সৌভগ্য আমি টালিগঞ্জে থাকতাম। তখন প্রদীপ সিনেমায় (হ্যাঁ, জোয়ার আসিতেছে পা তুলিয়া বসুন) পুরোনো হিট ফিল্মগুলো দেখাতো। ওখানেই, দোস্তি, তিসরী মঞ্জিল, তিসরী কসম, সঙ্গম, বরসাত, তিন দেবীয়াঁ, গাইড, আওয়ারা, হামরাজ এরকম বহু ফিল্ম দেখেছি যা আমার জন্মের আগে বা আমার বাল্যকালে মুক্তি পেয়েছে। নায়ক নায়িকা কম দেখিনি। নার্গিস/মিনাকুমারী/নূতন থেকে আশা পারেখ/সাধনা/ববিতা/তনুজা হয়ে মমতাজ/শর্মিলা/হেমা/জিনাত/রাখী থেকে শাবানা/স্মিতা/দিপ্তী/ হয়ে তব্বু/করিনা/মল্লিকা
    কিন্তু রেখার রেঞ্জ কারুর নেই।
    তেমনই দিলীপকুমার/রাজ-শাম্মী-শশী কাপুর/দেবানন্দ/রাজকুমার/রাজেন্দ্রকুমার থেকে জিতেন্দ্র/মনোজকুমার/ধর্মেন্দ্র/সুনীল দত্ত হয়ে রাজেশ খান্না/বিনোদ খান্না/মিঠুন/ হয়ে শাহরুখ/সলমান/আমীর কিন্তু নাসির-অমিতাভ-কামালের ধারেকাছে আসার মত কেউ নেই।
    এরা তিন জনে আলাদা আলাদা রকম তবু এদের মধ্যে এঅকজ কাউকে রাখতে হলে সেটা নাসির। আর একজনই নাসিরের মতই ক্ষমতাবান ছিলেন বলরাজ সাহানী।
  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ১০:০১401143
  • *একজন*
  • quark | 121.242.12.21 | ২৫ জুলাই ২০০৮ ১০:৩৬401144
  • (কলারটা তুলে) আমি স্বচক্ষে দেখেছি "টুনা টুনা 92"
  • S | 202.140.54.29 | ২৫ জুলাই ২০০৮ ১০:৫৩401145
  • অফ্‌ফ্‌, আজ্জো নাম দেবে তবে আমি জানব অমিতা বচ্চনের সিনেমা? নাম তো সবই জানি। কেবল দেখবার ইচ্ছে হয় নি, কী করব? খাপচা খাপচা করে এমন অনেক সিনেমাই তা হলে দেখেছি, কিন্তু ঐ দু একটা সিন দেখার পরে আর ধৈর্য রাখতে পারি নি।

    আমীর খানকে আগে পাত্তা দিই নি। কিন্তু ঐ দিল চাহতা হ্যায়, রং দে বসন্তী আর তারে জমিন পর দেখে, আর কোকাকোলার সিরিজ অ্যাডগুলো দেখে আমি ওর পাখা হয়ে গেছি গিয়া। ভার্সেটাইলিটি আছে, বলতেই হবে। এই ভার্সেটাইলিটিটা অমিতা বচ্চনের নেই।

    আর, পছন্দের নায়িকার ব্যাপারে, কল্লোলদার সাথে ডুয়েলটা এখনও ডিউ রয়েই গেছে :-)
  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ১০:৫৭401146
  • আয় আয় তাল ঠুকে আয়।
  • Arpan | 122.252.231.206 | ২৫ জুলাই ২০০৮ ১১:০৭401147
  • আমিরের সবচেয়ে ভাল কাজ আমার মতে ১৯৪৭: আর্থ।
  • S | 202.140.54.29 | ২৫ জুলাই ২০০৮ ১১:৪৪401149
  • হ্যাঁ, ১৯৪৭ আর্থটা মেনশন করতে ভুলে গেছিলাম। ওটাও পাখা হবার আরেকটা কারণ।
  • umesh | 62.254.196.200 | ২৫ জুলাই ২০০৮ ১২:০৮401150
  • কল্লোলদা, টই টা তো ভারতীয় সিনেমার নায়ক দের নিয়ে, তাহলে বিকাশ রায় আর ছবি বিশ্বাস কি অমিতাভ, নাসির, কমল বলরাজ দের সারি তে বসতে পারবে না?

  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ১৩:০৬401151
  • আমারই ভুল হয়েছে।
    তবে নায়ক বিকাশ রায় বা ছবি বিশ্বাসের চেয়ে সবদিক দিয়েই অনেক এগিয়ে সৌমিত্র, অনিল, উত্তম। শুভেন্দুকেও ধরতে পারো। ওদিকে সাবিত্রী, অপর্ণা, মাধবী, সুপ্রিয়া। এটা আমার মত।

    এদের মধ্যে নাসির, বলরাজ সাহানী আর সৌমিত্র - এদের কোন ম্যানারিজম ছিলো না। অন্যদের কম বেশী।

    একটা মজার তথ্য দেই। কোন একটা বাংলা সিনেমা পত্রিকায় সৌমিত্রের এক সাক্ষাতকারে ওনার পছন্দের অভিনেতাদের (ফিল্ম) নাম বলেন : বলরাজ সাহানী আর নাসির।
    অন্য একটা ইংরাজি সিনেমা পত্রিকায় নাসিরের সাক্ষাতকারে ওনার পছন্দের অভিনেতাদের (ফিল্ম) নাম বলেন : বলরাজ সাহানী আর সৌমিত্র।

    দুটই প্রায় একই সময়ে বের হয়। তখন বলরাজ সাহানী বেঁচে নেই।

  • kallol | 220.226.209.5 | ২৫ জুলাই ২০০৮ ১৩:১৫401152
  • শুনেছি মালায়লী অভিনেতা মামুটি নাকি অসাধারন অভিনয় করেন। অন্য ভাষার ফিল্ম আর কোথায় দেখা হয়।
  • S | 202.140.54.29 | ২৫ জুলাই ২০০৮ ১৩:২৩401153
  • মামুত্তি (mamutti)। উনি বোধ হয় কোনও হিন্দি ফিল্মেও অভিনয় করেছেন।
  • Bratin | 198.45.18.48 | ২৫ জুলাই ২০০৮ ২০:২২401154
  • এই তো বেশ জমে গেছে । প্রথমে বলে নি সৌমিত্র এবং উত্তম দুজনেই আমার প্রিয় অভিনেতা । কিন্তু সৌমিত্র কিছু কিছু রোলে just অসাধরণ আর উত্তম সব রকম রোলে।

    উদাহরন হিসাবে "অগ্রগামি " তে নিজের ছেলে র পিন্ড খেতে বাধ্য অসহায় পিতা । "ঝিন্দের বন্দি" খল নায়ক ভূমিকা য় "ময়ুর বাহন" । "আত ঙ্ক' র অসহায় sir । "সোনার কেল্লা" বা "জয় বাবা ফেলুনাথ " এ ঝক ঝকে বুদ্ধিদীপ্ত অভিনয় । "সাত পাকে বাঁধা" তেও অসাধারন অভিনয় করেন কিন্তু সুচিত্রা জাতীয় পুর ষ্কার পান। এছাড়া সতজ্যিত র সিনেমা গুলো তো আছে ই । আর "তিন ভুব নের পারে" র রোমান্টিক সৌমিত্র কে নিয়ে কোনো কথা হবে না।

    এত বড় অভিনেতা হয়ে ও জন প্রিয়তায় হয়তো উত্তম র থেকে এক টু পিছিয়ে ।

    উত্তম কে নিয়ে পরে লিখ ছি।
  • Blank | 170.153.62.251 | ২৫ জুলাই ২০০৮ ২০:২৪401156
  • উত্তম কে কোনো কালেই সহ্য হয় না। আর ওটা 'অগ্রদানী' না?
  • Bratin | 198.45.18.48 | ২৫ জুলাই ২০০৮ ২০:২৪401155
  • অগ্রদানি হবে।
  • r | 198.96.180.245 | ২৫ জুলাই ২০০৮ ২০:২৭401157
  • প্রমথেশ-দুর্গাদাস-সায়গলকে নিয়ে কেউ কিছু বলল না?
  • Bratin | 198.45.18.48 | ২৫ জুলাই ২০০৮ ২০:৩৭401158
  • অমিতাভ র মিলি নিয়ে কেউ কিছু বল বে কি ? জয়া র অসাধরন অভিনয় আর কিশোরে র দুরন্ত গান।
  • d | 121.245.167.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:০২401160
  • আহা ব্ল্যাংকি উ-কু কেমন লিপিস্টিক কাজল পোত্তো বলত? আমি সেই দেখেই একবার "আমাকেও উত্তমকুমারের মত কাজল পরিয়ে দা আ আ ও' বলে নাকি পেল্লায় চীৎকার জুড়েছিলাম। আর সেই পেটেন্ট "অঁ ', "আঁ ' আর "আসসা '। :)))
  • Tim | 198.82.12.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:০৭401161
  • উ-কু আর সৌ বাদে দিলীপ মুখার্জ্জি বলে একজনকে বেশ স্মার্ট লাগত আমার। খুব বেশি হিরোর রোল করেননি মনে হয়। আর শুভেন্দু। কোনো কথা হবে না।
  • d | 121.245.167.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:১৩401162
  • হ্যাঁ শুভেন্দু, অনিল চ্যাটার্জী আমার ব্যপক লাগত। আর সৌমিত্র ফেলুদা হিসাবে যত স্মার্টই লাগুক না কেন রোম্যান্টিক রোলে যে কি অসহ্য লাগত ..... সে আর কি বলব! সেই তনুজার সাথে কি যেন একটা সিনেমা, বোধহয় "প্রথম কদম ফুল' উফ্‌!! কোমরে হাত দিয়ে কেরম করে দাঁড়ায় আর মুখটাকে এমন করে যে ঠিক মনে হচ্ছিল এক্ষুণি যাওয়া দরকার কিন্তু বাত্তুম বন্ধ থাকলে যেরকম হয় মুখচোখ, হাবভাব।
  • san | 203.187.252.155 | ২৫ জুলাই ২০০৮ ২১:১৫401163
  • কিন্তু ঝিন্দের বন্দীর ময়ূরবাহন? পুরো চাবুকের মত । উফ্‌ফ কোনো কথা হবেনা।
  • san | 203.187.252.155 | ২৫ জুলাই ২০০৮ ২১:১৬401164
  • দু ছোটবেলায় হাঁস ছিলো? না সজারু?
  • san | 203.187.252.155 | ২৫ জুলাই ২০০৮ ২১:১৮401165
  • সরি :-(
  • umesh | 62.254.196.200 | ২৫ জুলাই ২০০৮ ২১:২০401166
  • পার্থ (মু:) নিয়ে কিছু বললে না?
    লোক টা কি করে সুযোগ পেয়েছিলো, বাবা, কাকা কেউ ছিলো? অভিষেক কে দেখলেই আমার পার্থর কথা মনে পড়ে যায়।
  • Tim | 198.82.12.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:২৩401167
  • অয়ন বন্দ্যো:। প্রথমদিকে বেশ ভালো-ই লাগতো।
    আলোচনায় খালি বাংলা আর হিন্দীই আসছে। অন্য ভাষার সিনেমা যাঁরা দেখেছেন, লিখুন।
  • d | 121.245.167.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:২৪401168
  • রজনীকান্ত্‌। কোনো কতা হবে না। গুরুরও গুরু।
  • Du | 67.111.229.98 | ২৫ জুলাই ২০০৮ ২১:৩১401169
  • আমার তো শংকরভরণম এর সেই বয়স্ক হিরোকেও দারুন লাগতো।

    দেখতে সুন্দর , প্রকাশ ঝা-এর গোল (নাকি হিপ হিপ হুররে) না কি একটা সিনেমা হয়েছিল খেলা আর টিন এজ ছেলের টীচারকে নিয়ে অবসেশন নিয়ে, সেই টিনেজ হিরোকে দেখেছিলাম , পশ্চিমী ধাঁচের চেহারা যদিও।

  • r | 125.18.17.16 | ২৫ জুলাই ২০০৮ ২১:৩৪401171
  • রবীন মজুমদার, রবীন মজুমদার- কোনো কথা হবে না। জীঁবঁন এঁতঁ ছোঁটোঁ কেঁনেঁ- আজকালকার ছেলেছোগরারা কি তার মর্ম বুঝবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন