এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভারতীয় সিনেমা নায়কেরা

    Cam
    সিনেমা | ২৬ জুন ২০০৮ | ৭৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 121.245.167.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:৩৯401172
  • :))
    সে তো ফুলন দেবীও। আঁজিঁ সঁবাঁর রঙে রঁঙ মিঁশাতেঁ হঁবেঁ-এঁ। ওঁগোঁ আঁমার প্রিঁয় তোঁমাঁর রঙীন উঁত্তঁরিঁয়ঁ ....
  • d | 121.245.167.10 | ২৫ জুলাই ২০০৮ ২১:৪০401173
  • সরি সরি ওটা "কানন' দেবী' হবে।
    যাচ্ছেতাই ভুল। ধ্যুৎ!
  • r | 125.18.17.16 | ২৫ জুলাই ২০০৮ ২১:৪১401174
  • এয়ার্কি দিও না। কমল দাশগুপ্ত সুর কচ্চেন, প্রণব রায় কতা লিকচেন আর কানন দেবী গাইচেন- আহা!
  • tania | 76.200.154.179 | ২৫ জুলাই ২০০৮ ২৩:৫০401175
  • হেহেহেহেহেহে দমদি কাননে আর ফুলনে ঘেঁটে ঘ :-)
  • pi | 128.231.88.5 | ২৬ জুলাই ২০০৮ ০১:৫৭401177
  • ব্ল্যাংক বাবাজী ঐ ফুলন থুড়ি কানন দেবি স্টাইলে কবার চাপ, চাপ বলে দেখতে পারে তো ! মনটা ভালো হয়ে যাবে :)
  • pi | 128.231.88.4 | ২৬ জুলাই ২০০৮ ০২:০০401178
  • পোস্ট পথ হারাইয়াছে। :(
  • sinfaut | 117.195.197.177 | ২৬ জুলাই ২০০৮ ০৭:৪৫401179
  • উতুদা কে বাজে বলে, জানে তু ভালো বলে। গুরুর উপর আমার আস্থা ক্রমেই হারাইতেছে। উতু বাংলার মাস্ত্রোয়ান্নি বে।
  • kallol | 220.226.209.5 | ২৬ জুলাই ২০০৮ ১০:৪৯401180
  • পার্থকে ঐ একটা ফিল্মেই ভালো লেগেছিলো - বালিকা বধূ। তারপরে আর লম্বা হলো না যে, কি করা।
    একজনের কথা লিখতে ভুলে গেছি কোমল গান্ধারের নায়ক - অবিনাশ ব্যানার্জি। ভদ্রলোক কেন যে আর অভিনয় করলেন না। করলে হিন্দির অনেক আগে বাংলা দিওয়ারের অমিতাভ পেয়ে যেতো (বাংলার মত করে)।
    উত্তমকুমারকে অনেকেরই ভালো লাগে না। যা সব চরিত্র পেয়েছেন, তাতে ভালো না লাগারই কথা। উনিও বোধহয় সচেতন ভাবে ঐ চরিত্রগুলোতেই থাকতে চেয়েছেন। কিন্তু ৬০এর শেষের দিকে বা ৭০ জুড়ে নানা শেডের রোল করেছেন। তখন অনেক পরিনত। এখানে পিঞ্জর উত্তম-অপর্ণা কারে ফেলে কারে রাখি। অপরিচিত, নিশিপদ্ম, ছদ্মবেশী, যদুবংশ, কমললতা.....
    খুব বড় অভিনেতা ছিলেন। ম্যানারিজম ছিলো, কিন্তু কাটাতেও পারতেন - যদুবংশ দেখলে বোঝা যায়।
    আমার ধারনা সুচিত্রা-সুপ্রিয়া না করে যদি আরও বেশী করে মাধবী, সাবিত্রী বা অপর্ণার সাথে অভিনয় করতেন, তাতে আমরা অন্য উত্তম দেখতে পেতাম। সুপ্রিয়া অসাধারণ অভিনেতা, কিন্তু উত্তমের বেলায় এত বেশী অবসেসড থাকতেন যে উত্তমেরও কিছু করার থাকতো না।
    আর দুজন - নায়ক হিসাবে একটা দুটো ফিল্ম করলেও সারাজীবন - হু হু হু ওয়া হা হাহা আর চিমটি কাটা ভিলেনই রয়ে গেলেন (বাংলায়) অজিতেশ আর উৎপল দত্ত। কি প্রচন্ড অপচয়।
  • kallol | 220.226.209.5 | ২৬ জুলাই ২০০৮ ১২:১০400993
  • সীমাবদ্ধ-র বরুণ চন্দও বেশ ছিলেন। ভদ্রলোকের হাইট আর গলাটা সাংঘাতিক ছিলো। এখন কিছু সিরিয়ালে করছেন। এখানে (ব্যাঙ্গালোরে) একটা বাংলা নাটকে বয়স্ক ফেলুদা করছেন।
  • umesh | 86.2.255.217 | ২৬ জুলাই ২০০৮ ১৪:৫২400994
  • আমার তো মনে হয় বাংলা সিনেমার সবচেয়ে under-rated নায়ক হলো বিকাশ রায়।
    উ কু ছিলো মেয়ে দের খুব প্রিয়। বাংলা সিনেমা তো চিরকাল বাঁচিয়ে রেখেছে মেয়েরা। তাই তো উ কু নিজের ইমেজ বদলানোর চেষ্টা করলো না।
    ১০ বছর চেষ্টা চরিত্তির করার পর এখন আমার বৌ মানে যে উ কু এর চেয়ে ভালো অভিনেতা বাংলা তে ছিলো। আগে তো ভাবতেই পারতো না।
  • Bratin | 65.204.123.131 | ২৬ জুলাই ২০০৮ ২০:২৬400995
  • কয়েক টা অন্য রকম চরিত্রে উত্তম কুমার

    ১। "বাঘ বন্দি খেলা " তে খল নায়ক ভুমিকা য় ।
    ২। "মেম সাহেব " র সাংবাদিক ।
    ৩। "গলি থেকে রাজ পথ " পকেট্‌মার উত্তম।
    ৪। "চৌরঙ্গি" র সাটা বোস।
    ৫। "ছদ্ম বেশী' র কমেডিয়ান উত্তম ।
    ৬ "অগ্নিশ্ব র" র আদর্শ বাদি ডাক্তার ।

    আরো অনেক আছে।
  • arjo | 24.214.28.245 | ২৬ জুলাই ২০০৮ ২২:১২400996
  • অর্পণের প্রশ্নটা এই দেখলাম। আরে না না। সবই লেট রিয়ালাইজেশন। দেখেছিলাম ৮০ র দশকে আর বুঝছি এখন :-))। গণ্ডারের মতন ব্যপার আর কি।;)
  • pi | 69.251.184.3 | ২৭ জুলাই ২০০৮ ০৭:৪৮400997
  • আহা, কেউ সঞ্জীব কুমারের কথা বলেনা ক্যানো ?
    আর, রজিত কাপুর ও ।:)

    বরুণ চন্দ তো বলা হয়ে গেছে, ধৃতিমানের মধ্যেও একটা ব্যাপার ছিলো কিন্তু।

    আর, সৌমিত্র আনরোমান্টিক ?
    হয়তো তোমারি জন্য তে আর কাউকে ভাবা যায় ?
  • S | 122.162.84.141 | ২৭ জুলাই ২০০৮ ১৫:৫৪400998
  • উত্তমকুমার আমার অত্যন্ত পছন্দের নায়ক। উত্তমকুমারের ফ্যান কেবল মেয়েরাই ছিল না, এখনও কেবল মেয়েরাই নেই। আর বাংলা সিনেমাকে কেবল মেয়েরাই বাঁচিয়ে রাখে নি।
  • sinfaut | 117.195.198.44 | ২৭ জুলাই ২০০৮ ১৬:০৭400999
  • ধৃতিমানের মধ্যে একটা কেন প্রচুর ব্যাপার ছিল, হেব্বি ব্যাপার ছিল একেবারে। কিন্তু ঐ বরুণ চন্দ কে পোসায় না। একটা বাক্যের শেষটা কেমন ঝুলিয়ে নেকু মতন উচ্চারন করত।
  • d | 121.245.173.115 | ২৭ জুলাই ২০০৮ ২২:৩৫401000
  • আমি সিঁফো'র সাথে একমত হচ্ছি দেখে খুবই অবাক হলাম। :-O
    আমারও বরুণ চন্দকে ভাল্লাগেনা আর ধৃতিমানকে সাংঘাতিক ভাল্লাগে, থুড়ি লাগত।

    আর কোমল গান্ধারের নায়ককেও আমার বড্ড ভাল লাগে। এখনও যতবার দেখি, হাঁ করে খালি ওকেই দেখতে থাকি।
  • Tim | 24.127.39.26 | ২৭ জুলাই ২০০৮ ২৩:৩৫401001
  • উত্তমকুমারের কিছু কিছু ছবি ( এখানে পিঞ্জর, চৌরঙ্গী, কাল তুমি আলেয়া ইত্যাদি) ভালো-ই লাগে। ইন ফ্যাক্ট কাজল পরা রোমান্টিক সিনেমাগুলো বাদে অনেকগুলো-ই ভালো লাগে। ভদ্রলোক অত সীমাবদ্ধতা নিয়ে যা করে গেছেন, কোনো কথা হবে না।
    একটা সিনেমায় (একাধিকও হতে পারে) ধৃতিমান আর উত্তম দুজনেই ছিলেন। ধৃতিমান অল্পবয়সী রেবেল টাইপের চরিত্রে (অনেকটা ""দূরবীনের "" ধ্রুব'র মত চরিত্র) অভিনয় করেছিলেন। নামটা কারুর মনে আছে?
  • Suvajit | 59.154.50.124 | ২৮ জুলাই ২০০৮ ০৮:২৬401002
  • তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যো:, রবি ঘোষ নিয়ে যে কেউ কিছু বললে না? এদের একজনও যদি কোনো পুরোনো সিনেমায় থাকে, আমার কাছে সেটা মাস্ট সি মুভি হয়ে যায়।
  • kallol | 220.226.209.5 | ২৮ জুলাই ২০০৮ ০৯:৫৫401004
  • নায়ক ছেড়ে অভিনেতা দেখলে বাংলা সিনেমা তো খনি।
    তুলসী-ভানু-রবি-জহর শুধু অভিনেতা হিসাবেই সুপার্ব। গীতা দে, বিজন ভট্টাচার্য্য, সন্তোষ দত্ত, হারাধন (নামটা ঠিক লিখলাম তো? হালে যিনি এক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করে পুরষ্কার পেলেন), মনোজ মিত্র আর কামু মুখার্জি।
  • Bratin | 198.45.18.38 | ২৮ জুলাই ২০০৮ ২০:৩২401005
  • "ধন্যি মেয়ে " তে পার্থ কে কেমন লাগে?

    ভানু,তুল সী,জহর কে নিয়ে কোনো কথা হবে না ।

    "পরশ পাথর" বা "সাড়ে চুয়াত্তর " র তুল সী । "আশী তে আসিও না " , "মিস প্রিয়ংবদা", "যমালয়ে জীব ন্ত মানুষ " এ ভানু ।

  • Binary | 198.169.6.69 | ২৮ জুলাই ২০০৮ ২১:৪৫401006
  • বরুন চন্দের ঐ রকম বাচনভঙ্গিটাই-তো অ্যাসেট। বেশী ছবিতে তো কাজ করেনি। আর সীমাবদ্ধ-তে, ঐ সফিস্টিকেশনটাই ওর সেলিং পয়েন্ট ছিলো।

    তবে কলকতা গিয়ে 'চলো-লেট্‌স গো' দেখলাম। এখানেও অবশ্য বরুন চন্দকে একই রকম অভিনয় করতে দেখলাম।
  • Du | 67.111.229.98 | ২৮ জুলাই ২০০৮ ২২:২৩401007
  • দুই পৃথিবী কি টিম ? মনে আসছে মুখে আসছে না।
    ধ্রুব - ঐ বলেই ডাকি আমারও খুব প্রিয় নায়ক।
  • Binary | 198.169.6.69 | ২৮ জুলাই ২০০৮ ২২:৪২401008
  • 'দুই প্‌থিবী' তে ভিক্টর, ধ্‌তিমান নয়, যতদুর মনে হয়।
  • MM | 24.70.95.205 | ২৯ জুলাই ২০০৮ ০০:১৯401009
  • ভারতীয় সিনেমায় সবচেয়ে সুন্দর নায়ক সৌমিত্র। আমি ছোটোবেলায় সৌমিত্র কে বহুবার সামনাসামনি দেখেছি, উনি থাকতেন 3 lake temple roadএ আর আমাদের বাড়ী ছিল ঠিক পরের রাস্তায়,এত বছর কেটে গেল অত সুন্দর পুরুষ এখন পর্যন্ত আর চোখে পরেনি,উনি যে কত সুন্দর দেখতে সিনেমা র পর্দায় কিছু ই বোঝা যায় না।

    হিন্দি সিনেমায় সুন্দর দেখতে নায়ক বিনোদ খান্না আর নয়িকাদের মধ্যে জুহি চাওলা। ঐশ্বর্য্যা হয়ত খুব সুন্দরী তবে কেমন যেন কাঁচের পুতুল মনে হয়, ঋতুপর্ণ র "Rain coat' এই একমাত্র ঐশ্বর্য্যা কে ভাল লেগেছিল,ঐ একবার ই মনে হয়েছিল অভিনয় করতে পারে! আরেকজন বাংলার ঋতুপর্ণা, অপর্ণা সেন আর ঋতুপর্ণ ঘোষের বইতেই ভাল লাগে এ ছড়া সব অতি অভিনয় যেমন তরুন মজুমদারের 'আলো'।

    উত্তমকুমারের রোমান্টিক সিনের মধ্যে সবচেয়ে রোমান্টিক লাগে 'কে প্রথম কাছে এসেছে',উদয়পুর লেকে নৌকাতে উত্তম আর মাধবী :-)।

    সন্ধ্যা রায় ও খুব ভল অভিনেত্রী। হিন্দি তে জয়া ভাদুড়ী; স্বামী,ছেলে ও ছেলের বৌ এর থেকে অনেক ভাল অভিনেত্রী। কি বলেন?
  • arjo | 168.26.215.54 | ২৯ জুলাই ২০০৮ ০১:১৯401010
  • শুনেছি বিশ্ব বা বিশ্বজিতকেও খুব সোন্দর দেখতে ছিল। উনি নাকি আবার সাদা পাঞ্জাবীর নীচে গেঞ্জি পরতেন না, যাতে ফর্সা রঙ ফেটে বেরোয়। :-)

    নায়ক হিসেবে ধৃতিমান তো খুব লিমিটেড। বিশেষ কিছু টাইপের রোল ছাড়া করতে দেখি নি তো।

    ভারতীয় সিনেমায় সব থেকে ভার্সেটাইল নায়ক কমল হাসান আর নাসিরুদ্দিন শাহ।

    আর যাঁদের এইসব ভালো মন্দর নিরিখে মাপাই উচিত নয় তাঁরা হলেন উত্তম কুমার, অমিতাভ বচ্চন। ভগবানের আবার ভালো মন্দ কি?
  • Tim | 198.82.13.63 | ২৯ জুলাই ২০০৮ ০১:৪৮401011
  • দু দি,
    আমার কাছে আছে সিনেমা টা। বাড়ি ফিরে নাম লিখে দেব।
  • Bratin | 65.204.123.131 | ২৯ জুলাই ২০০৮ ০৪:৩৫401012
  • "দুই পৃথিবী' তে ভিক্টর অভিনয় করেছিলেন উত্তমের সাথে ।
  • RATssss | 63.192.82.30 | ২৯ জুলাই ২০০৮ ০৬:৪৩401013
  • এ কী??? কারো পেসেনজিত আর মিঠুন চক্কোত্তিকে ভাল লাগে নি? প্রথম জন বাংলা সিনিমাকে এত সমৃদ্ধ করেছেন যে ঘন্টা খানেক সময় পেলে তার প্রায় সমস্ত সিনিমা একবার করে দেখা হয়ে যায়। :-)
    মিঠুনদাদার হাইপিচ হিন্দি সিনিমা নিয়ে কথা হবে না।
  • subha | 68.184.212.140 | ২৯ জুলাই ২০০৮ ০৭:৩৫401015
  • কল্লোল দা একেবারে ঠিক বলেছেন। নায়ক ছাড়া বাংলা সিনেমা একেবারে খনি--আসল strong অভিনেতা রা কেউই তথাকথিত নায়ক নন। "সাড়ে চুয়াত্তর" এ তুল্‌সী-ভানু, প্রায় সব ছবিতেই সন্তোষ দত্ত(জিনিয়াস লোক), মিস প্রিয়ম্বদায় হরিধন, অসাধারণ। তুলসী দার পরশপাথর ই কম কিসে---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন