এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভারতীয় সিনেমা নায়কেরা

    Cam
    সিনেমা | ২৬ জুন ২০০৮ | ৭৯৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • chaaraanaa | 202.140.54.29 | ২৯ জুলাই ২০০৮ ১৩:৫২401049
  • অরিজিৎ,

    আমার কাছে আছে। বাঘিনী কি সমরেশ বসুর কাহিনি?

    অনুপকুমার বললেই একদিকে "নিমন্ত্রণ', অন্যদিকে "দাদার কীর্তি' মনে পড়ে। নিমন্ত্রণ কজনা দেখেছে?
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৮ ১৪:০৪401050
  • আমায় মেলে পাঠ্যে দাও না গানগুলো। অনুপকুমারের আরেকটা ছিলো ঠগিনী - সেটাও সন্ধ্যা রায়।
  • kallol | 220.226.209.5 | ২৯ জুলাই ২০০৮ ১৪:১৮401051
  • যা: কেউ অনুপকুমারের আসল কাজটার কথাই বল্লো না।
    পলাতক - জীবনপুরের পথিক রে ভাই/কোন দেশেই সাকিন নাই..........
  • kallol | 220.226.209.5 | ২৯ জুলাই ২০০৮ ১৪:২২401052
  • উৎপল দত্তের একটা ফাটাফাটি ফিল্ম মনে পড়ে গেল - রাজেন তরফদারের "পালঙ্ক"। বাংলাদেশের রজ্জাকও ছিলো।
  • S | 202.140.54.29 | ২৯ জুলাই ২০০৮ ১৪:২৭401053
  • অরিজিৎ, বাড়ির কম্পুতে আছে সব। পাঠিয়ে দেব আজ সন্ধ্যেয়।

    "জীবনপুরের পথিক রে ভাই' চাই? তাও আছে।

    ঠগিনীর গান কী?

    উৎপল দত্তের আরেকটা মেমোরেবল : ফরিয়াদ।
  • Div0 | 203.187.134.12 | ২৯ জুলাই ২০০৮ ১৪:২৮401054
  • কল্লোলদা' উৎপলবাবুকে নিয়ে আরো কিছু লিখুন। আব্দার কল্লুম। আচ্ছা ছবি বিশ্বাস, পাহাড়ী সান্যাল'কে নিয়েও লিখুন। এবং পুরনো দিনের ছায়াছবির খলনায়ক বিকাশ রায়।

    "ইউনিকোড ভার্সানে বাংলায় মতামত কেন দেয়া যায় না -- পোতিক্কিয়াশীল মামু জবাব চাই জবাব দাও"
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৮ ১৪:৪৫401055
  • ঠগিনীর গান মনে নাই - সিনেমাটা ভালো - মানে গপ্পোটা ভালো। বনফুল মনে হয়।
  • ab | 116.193.130.152 | ২৯ জুলাই ২০০৮ ১৫:৪০401056
  • "জীবনপুরের পথিক রে ভাই"... নিমন্ত্রণ সিনেমার গান... অনুপকুমার... আংটি চাটুয্যের ভাই...
  • kallol | 220.226.209.5 | ২৯ জুলাই ২০০৮ ১৫:৪৪401057
  • আহা, তাই তো পাহাড়ী সান্যাল। দ্যাখো, নামটাই করা হয় নি। শুনেছি সাংঘাতিক ঠুমরী গাইতেন। এই মানুষটাও under rated। শুধু স্নেহশীল পিতাই করে গেলেন। নায়ক হিসাবে কোন ফিল্ম আমার দেখা হয় নি।
    উৎপল দত্তের কিছু ব্যক্তিগত স্মৃতি আছে। সেগুলো সুখের তো নয়ই, বেশ ঝামেলারই। একটার উল্লেখ আছে "বধ্যভূমি, কারাগার....."এ। সেসব থাক।
    ছবি বিশ্বাসকে নিয়ে দুটো গল্প শুনেছি। একটা বিজন ভট্টাচার্যের রিহার্সেলের ঘরে ঋত্বিক ঘটকের মুখে। উনি শংকরের "কত অজানারে" তুলছিলেন। সাহেব ব্যারিস্টারের ভূমিকায় ছবি বাবু। ফিল্মটা শেষ করতে পারেননি। অনেক পরে ওনার কোন একটা জন্মদিনে নন্দন ৩এ রাশ দেখিয়েছিলো। তো একটা শট ছিলো হাইকোর্টের টানা বারান্দা দিয়ে উনি হেঁটে আসছেন। লো অ্যাঙ্গেল শট, মানে ক্যামেরা তলা থেকে ওনাকে ধরবে (দীওয়ার-এ অমিতাভ বচ্চনের গুদামে গুন্ডা পেটানোর দৃশ্য মনে আছে?)। সেটা কথা নয়, কথা হলো একটা রেঞ্জে এসে ক্যামেরা শুধু মুখটা ধরবে। মানে পর্দা জুড়ে মুখটাই থাকবে, যেন সামনে তাকিয়ে হাঁটছেন, কিন্তু ডিপ ফোকাসে ছাদের নক্সা দেখা যাবে।
    এটা করতে গেলে অভিনেতাকে যেটা করতে হবে তা হলো সোজা হয়ে হাঁটতে হাঁটতে যত ক্যামেরার সামনে আসবে ততই লেন্সের দিকে মাথাটা ঝুঁকিয়ে ফ্রেমে মুখটা রেখে যেতে হবে - এক্সপ্রেশন ঠিক রেখে।
    এইটি শোনার পর ছবিবাবু পরিচালককে সেটা করে দেখাতে বলেন। ঋত্বিক নিজে খুব ভালো অভিনেতা ছিলেন। উনি ছবিবাবুকে ক্যামেরায় বসতে বলে গোটা শটটা করে দেখান। ছবিবাবুও এক শটে ওকে করে দেন।
  • ab | 116.193.130.152 | ২৯ জুলাই ২০০৮ ১৫:৪৬401059
  • সরি, একটু ভুল হল...ছবির নাম 'পলাতক"...
  • kallol | 220.226.209.5 | ২৯ জুলাই ২০০৮ ১৬:২১401060
  • পরের গল্পটা শোনা সুব্রত মিত্রের কাছে। উনি তখন এস.আর.এফ.টি.আই-তে।
    জলসাঘরের একটা শট। ছবিবাবু বারন্দায় না ছাদে বসে আছেন। একটা ব্যান্ডপার্টির দল যাচ্ছে ঝম্পর ঝম্পর করতে করতে।। ওনার হাত ছড়ির মাথায়। তালে তালে আঙ্গুল ঠুকছেন ছড়ির মাথায়। তা, ছবিবাবু নাকি ভয়ানক তালকানা ছিলেন। কিছুতেই তালে আঙ্গুল পড়ে না। সে এক হুলুস্থুলু কান্ডো। জমিদার বিশ্বম্ভর বাবু তালকানা এতো হতে পারে না। শেষে ছবিবাবু নাকি বলেছিলেন - মিস্টার রায় এ আমার দ্বারা হবে না। সত্যজিত বাবু বলেছিলেন - হয়ে গেছে। তারপর এডিটে বসে অরিজিনাল সাউন্ডট্র্যাক অফ করে পরে নেওয়া ব্যান্ডপার্টির শটের সাউন্ডট্র্যাকের সাথে সাথে ফ্রেম কেটে কেটে শটটা বানানো হয়েছিলো। অফ বিটে ব্যান্ডপার্টির শট - বিট বিটে আঙ্গুল ঠোকার শট।

  • S | 202.140.54.29 | ২৯ জুলাই ২০০৮ ১৬:৫৪401061
  • হুঁ, এইটা শোনা। ছবি বিশ্বাস ভয়ানক তালকানা ছিলেন।

    পাহাড়ী সান্যালের গান নিয়ে বেশ কিছু পাতা লেখা আছে কুদ্‌রত রঙ্গীবিরঙ্গীতে।
  • MM | 24.70.95.205 | ২৯ জুলাই ২০০৮ ২১:০৮401062
  • "বাঘিনী" সমরেশ বসু র লেখা। "অপরিচিত" সৌমিত্র,উত্তম,অপর্ণা,উৎপল দত্ত, বিকাশ রায় অভিনীত, দেখেছেন কি?

    অনিল চ্যাটার্জী? ওনার গলার স্বর আর কথা বলার styleটা খুব ভালো লাগে। তপন সিন্‌হার "এক যে ছিল দেশ" এ কি দারুন অভিনয়। এই সিনেমাটা online পাওয়া গেলে, please link দেবেন কেউ?
  • subha | 128.252.20.65 | ২৯ জুলাই ২০০৮ ২১:১৮401063
  • পলাতক সত্যি কটা অসাধারন সিনেমা।।তার সঙ্গে ঐ গান--" আহারে বিধিরে তোর লিল বোঝ দায়--" মনে জেনো ঝিলিক তুলে দেয়
  • d | 121.245.161.78 | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৯401064
  • মাননীয় ডিভ0 সমীপেষু,

    আমি নিতান্তই মুখ্যুসুখ্যু মানুষ। ভাল ছিনেমা ফিনেমা বুzইই না। রুচিটুচিও, দেখতেই পাচ্ছেন, খুবই নীচুস্তরের। কাজেই আমার মন্তব্য নিয়ে ফালতু সময় নষ্ট করে কি করবেন! আর "অফ বিট', "লেবার'? --- হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা। "অপদস্থ সাবিত' ? মাইরী??

  • Div0 | 203.187.134.12 | ৩০ জুলাই ২০০৮ ১০:২৩401065
  • শ্রী "দ",

    আপনার লে: প: পোস্টটাকে পাতি ইগনোর মারিলাম। জেনেরিক মন্তব্য লিখে আওয়াজ খেলেই ঝাঁ* জ্বলবে এ আর আশ্চয্যি কি!
  • Sudipta | 122.169.150.209 | ৩০ জুলাই ২০০৮ ১৭:৩৯401066
  • কল্লোলদা,
    পাহাড়ী সান্যাল-এর একটি ছবিতে নায়কের ভূমিকায় দেখেছিলাম 'বিদ্যাপতি'; ছবিতে উনি নাম ভূমিকায় ছিলেন; ছবিতে দু-একটি পদ গীত হয়েছিল, যেমন
    'আজু রজনী হাম ভাগে পোহায়ঁনু
    পেখনু পিয়া মুখচন্দা'
    বা
    'ই ভরা বাদর মাহ ভাদর
    শূনো মন্দির মোর'
    কন্ঠস্বর শুনে মনে হয়েছিল এটা ওনার নিজের গলা, মিলটা পেয়েছিলাম সেই পরশপাথর ছবিতে একটি গানের শেষে একটি ছোট্টো গলার কাজ ছিল, যেটা ওনার নিজের করা তা থেকে (সেই 'আমি দেখে এলাম তারে, এক-ই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, তারে ধরি ধরি ধরি ধরি, ধরিতে নারি' ঠিক এর পরেই ছিল সেই অংশটা ) আর কমললতা ছবিতে-ও একটি গানে ওনার গাওয়া কিছুটা অংশ আছে।
    যদি কার-ও কাছে পাহাড়ী সান্যাল-এর ঠুংরি বা কীর্তনের কোনো কালেকশন থাকে একটু পাঠিয়ে দেবেন অনুগ্রহ করে
    sudipta.bhattacharya83 এট gmail এ অথবা লিংক দিলেও চলবে। at বাংলায় লিখব কি করে?
  • Sudipta | 122.169.150.209 | ৩০ জুলাই ২০০৮ ১৭:৪৩401067
  • এই সেদিন বিকাশ রায়ের একটি অসাধারণ অভিনয় দেখলাম, আরোগ্য নিকেতন-এ। অবশ্য-ই ছবির গপ্প আসল উপন্যাস থেকে বহুদূরাস্ত, কিন্তু অভিনয় বেশ ভালো। প্রসঙ্গত: ছায়া দেবীর একটি ছোটোবেলায় দেখা সিনেমার কথা মনে পড়ল। পদী পিসির বর্মী বাক্স, ছুটি ছুটি তে দেখেছিলাম :-)

    আচ্ছা নায়িকাদের নিয়েও কিছু লিখুন না সবাই মিলে, আরো কিছু জানতে পারি তাইলে।
  • Sudipta | 122.169.150.209 | ৩০ জুলাই ২০০৮ ১৭:৫৩401068
  • উৎপল দত্তের পালঙ্ক মনে রাখার মত সিনেমা। ঠগিনী-তে হেমন্ত মুখার্জীর যৌবনসরসীনীরে গান-টা ছিল যদ্দূর মনে হয়। আর সেই সন্ধ্যারায়ের লিপে একটা গান ছিল হারমোনিয়াম বাজিয়ে, আরতি-র গাওয়া মনে হয়, সেই চিন্ময় খাটের ওপর বসে জলভরা সন্দেশ গিলছে আর হ্যাংলা-র মত সন্ধ্যা রায়ের রূপসুধা পান করছে ;-)
    পাশে উৎপল দত্ত জাজিমে বসে আছেন। ঠিক ঠাক বলছি কি? কে জানে! অনুপ কুমার সন্ধ্যা রায়ের সেরা সিনেমা দেখেছি পলাতক, জাস্ট কোনো কথা হবে না :-)
  • kanti | 125.20.11.34 | ৩০ জুলাই ২০০৮ ১৭:৫৯401070
  • সৌমিত্র লেক টেম্পল রোডে কবে থাকতেন?আমি খুব ভাল করে জানি ,৩, লেক টেম্পল রোডে সত্যজিত রায় বহুদিন বাস কোরেছেন।নিজের চোখে দেখা।ঐ রাস্তার অন্য প্রান্তে এক হোস্টেলে থাকতাম।
  • kanti | 125.20.11.34 | ৩০ জুলাই ২০০৮ ১৮:০৪401071
  • সময়টা১৯৬৭-৬৮।
  • kanti | 125.20.11.34 | ৩০ জুলাই ২০০৮ ১৮:০৬401072
  • ভুল লিখলাম। ১৯৫৭-৫৮।
  • kallol | 220.226.209.5 | ৩০ জুলাই ২০০৮ ১৮:২১401073
  • দুটো-ই ঠিক। সত্যজিতবাবু বিশপ লেফ্রয়ে চলে যাবার পর ওখানে সৌমিত্র থাকতেন। পরে সৌমিত্র গল্ফগ্রীনে চলে যান।
  • d | 59.161.45.233 | ৩০ জুলাই ২০০৮ ২২:০৬401074
  • আমাদের সময়ে রাস্তার মোড়ে আওয়াজ দেওয়া পাবলিকরাও ঠিক এই ডিভ0র ভাষায়ই কথা বলত। ঘুরে দাঁড়ালেই ঠিক এরকমই করত।
    না: বিশেষ বদলায় নি।
  • chaaraanaa | 202.140.54.29 | ৩১ জুলাই ২০০৮ ১৩:১৭401075
  • আমি দময়ন্তীর প্রতিবাদের ধরণের আর ভাষার প্রতিবাদ জানালাম।
  • kallol | 220.226.209.5 | ৩১ জুলাই ২০০৮ ১৬:৪২401076
  • এতো বাদ-প্রতিবাদে একটা গপ্পো মনে পড়ে গেলো। ইন্দ্রপুরীর ক্যান্টিনের ম্যানেজারের কাছে।
    তখন বোধহয় চিড়িয়াখানা না নায়কের এডিটিং চলছে। ওদিকে সেটে অড্ডা চলছে সুচিত্রা, বিকাশ রায় আরো কে কে সব। কে যেন বলে ফেলেছেন সত্যজিতবাবু কাজের ব্যাপারে খুব সিরিয়াস। কখনো কাজ ফেলে কোথাও যান না। বাজি হয় বিকাশ রায় আর সুচিত্রায়। সুচিত্রা বলেন ওকে কাজ থেকে উঠিয়ে নিয়ে আসবো।
    এবার সুচিত্রা নিজে উঠে এডিটিং রুমে গিয়ে ওনাকে চায়ের নেমন্তন্ন করে আসেন। সত্যজিত ওনাকে বলেন আপনি যান আমি আসছি। ঘন্টাখানেক বাদে সত্যজিত যান চা খেতে।
    সুচিত্রা দাবী করেন উনি বাজি জিতেছিলেন। সত্যজিতবাবু সব শুনে নাকি মুচকি হেসেছিলেন।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৮ ১৭:০৬401077
  • সুচিত্রা না সুপ্রিয়া? এট্টুস ফাজলামি কত্তে ইচ্ছে হচ্ছিলো, কাটাইয়ে দিলুম।
  • kallol | 220.226.209.5 | ৩১ জুলাই ২০০৮ ১৭:৪১401078
  • না: এটি চিত্রার চিত্তির; প্রিয়ার পাকামী নয়।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৮ ১৭:৫৪401079
  • কিন্তু চিড়িয়াখানা আর নায়ক-এ চিত্রা কোথায়?
  • kallol | 220.226.209.5 | ৩১ জুলাই ২০০৮ ১৮:১৫401081
  • চিড়িয়াখানা বা নায়কে চিত্রা বা প্রিয়া কোনটাই নেই।
    অরিজিতটা প্রায় সীতা কার বাপ হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন