এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ আই সি টি ই

    shyamal
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০০৮ | ৬০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৫০404462
  • পুরো কথাটা হল All India Council for Technical Education। এরা একটি সরকারী সংস্থা যারা কিনা হঠাৎ করে (১৯৮৭ থেকে বোধ হয়) ভারতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার তদারকি করার জার (tzar) হয়েছে।

    যেমন প: বঙ্গে এখন গোটা পঞ্চান্ন বেসরকরী ইঞ্জিনিয়ারিং কলেজ। এরা প্রায় সবাই WBUT নামক প:বঙ্গ সরকারের একটি ইউনিভার্সিটির আওতায় পড়ে। আর এদের তদারকি করে এ আই সি টি ই।

    যাদবপুর, শিবপুরের কিছু বুড়ো, অবসরপ্রাপ্ত অধ্যাপক এই সুযোগে করে খাচ্ছেন। এনারা অনেকেই বামপন্থী মতাবলম্বী। নামী প্রফেসর হলেও গণতন্ত্র বোঝার ব্যাপারে গাধা।

    কি রকম? এনারা ঠিক করেন বেসরকারী কলেজ -- যা কিনা একজন বা এক শিল্প গোষ্ঠি -- চালু করেছে, সেখানে টিউশন কত হবে। এখন বোধ হয় সেটা ৪৪০০০ টাকা বছরে।

    (আরো আসছে)
  • siki | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৮ ১৬:৫৭404477
  • বেসরকারি শুধু নয়, এখন জলপাইগুরি বা কল্যাণীর মত সরকারি কলেজগুলোও এই ইউনির আন্ডারে। জলপাইগুড়ির সাট্টিফিকেট আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেয় না।

    এই কমন ব্যাপারটাকরার পেছনেও কিছু কারণ আছে। পুরোটাই বাজে মতলব নয়।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:০১404488
  • কেউ ঠিক করলেন ইঞ্জিনিয়ারিং কলেজ খুলবেন। তিনি একটি পরিষেবা বিক্রি করছেন , ছাত্ররা বা তাদের বাবামা সেই পরিষেবা কিনছেন। একটা তফাৎ আছে। এই ছাত্রদের নেওয়া হয় জয়েন্ট এ¾ট্রান্সের মাধ্যমে।
    এখন সংস্থা যদি ভাল পড়ান যাতে ছেলেরা ইঞ্জিনিয়ারিং পাশ করেই চাকরী পায় তবে তাঁরা সার্থক ও ক্রেতা খুশী। কিন্তু এর মাঝে এ আই সি টি ই নামক বাস্তুঘুঘু নাক গলিয়ে বলছে তোমাদের ফি ৪৪০০০ এর বেশি করতে পারবেনা।
    কলেজ চালাতে কত খরচ সে ব্যাপারে এই প্রফেসরদের কোন ক্লু নেই। কিন্তু হিটলারের মত ব্যবহার।

    আমর মত হল , ঠিক আছে , ডোনেশন নেওয়া ব্যান করা হয়েছে, ভাল কথা। কিন্তু একটি সংস্থা শিক্ষা দেওয়ার জন্য কত টাকা চার্জ করবে , এটা সম্পুর্ণ সংস্থাটির অধিকারে থাকা উচিৎ। এ আই সি টি ই বা WBUT যদি বলে আমরা ঠিক করব কোর্স মেটিরিয়াল বা প্রশ্নপত্র -- সেটা লেজিটিমেট। আজ এই কলেজগুলোর প্রশ্নপত্র তৈরী করে WBUT। তাতে মান নেমে না যাওয়ার ব্যবস্থা থাকে।

    কিন্তু কলেজের অর্থনৈতিক দিকে নাক গলানো , আমার মতে, শয়তানী।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:০৭404499
  • আম্রিকাতে কি কোন গাইডলাইন নাই কত ফি হতে পারে সে ব্যাপারে? নাকি একটা ইউনি ১০০০০ ডলার, আরেকটা ইউনি চাইলে ২৫০০০ ডলার করতে পারে?

    ইউকে-তে তো গাইডলাইন আছে - টপ-আপ ফি সংক্রান্ত। ইচ্ছেমতন কেউ করতে পারে না।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:১৩404510
  • শুধু তাই নয়, এ আই সি টি ই ঠিক করে হস্টেলে খাবারের মেনু কি হবে। ল্যাব কত বড় হবে। কলেজের এরিয়া কমপক্ষে কতটা হবে। কোন বছর কি পড়ানো হবে।

    সবচেয়ে বড় হল, অধ্যাপকদের মাইনে কত হবে। যেন ওনাদের পিতৃদেবের প্রতিষ্ঠান। কিছুতেই ওনারা বাজারকে ঠিক করতে দেবেন না এইগুলো।
    কলকাতায় যাওয়ার পর একটি বেসরকারী কলেজে পড়িয়েছিলাম কদিন। ২০০২-০৩ এ। এটা অবশ্য এ আই সি টি ই বা WBUT এর অন্তর্গত ছিলনা। এই কলেজের প্রতিষ্ঠাতা বলতেন, দেখুন ঐ টাকা নিলে ( তখন বছরে টিউশন বাঁধা ছিল ৩২০০০ টাকা) আমার ভাল পরিষেবা দেওয়া সম্ভব হবেনা। তিনি নিতেন বছরে ৯০০০০ টাকা।
    তাও বিহার, আসাম , দিল্লি, প: বঙ্গ থেকে অনেক ছেলেমেয়ে পড়তে আসত কম্পিউটার সায়েন্স। তাদের মধ্যে প্রায় সবাই পাশ করে চাকরি পেত। এ আই সি টি ই র বদমায়েশী ছাড়াই।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:১৯404521
  • আমেরিকাতে বুশ বা ওবামারও বলার ক্ষমতা নেই হার্ভাড, স্ট্যানফোর্ড, এম আই টি তে কত টিউশন বা ফি হবে। বলতে গেলে সবাই হাসবে।
    এ জন্যই এই ইউনিভার্সিটিগুলো বিশ্ববিখ্যাত।
    ধরো তুমি নিউ জার্সিতে থাক। স্টেট ইউনিভার্সিটি রাটগার্সে অ্যাডমিশন পেলে থাকা খাওয়া সহ দিতে হবে ১৪০০০ ডলারের কম।
    কিন্তু একই রাজ্যে প্রিন্সটনে চান্স পেলে খরচা হল বছরে ৪৮০০০ ডলার। অবশ্য ইউনিভার্সিটি বাবামার আয় দেখে এর চেয়ে কম নেয়। তাও অনেকেরই বছরে ২৫০০০ ডলার দিতে হয়।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২০404532
  • এইতো মুশকিল - ফালতু দাবিদাওয়া করা। হোস্টেলের মেনু ঠিক করে হেড কুক আর মেস ম্যানেজার। আমি হোস্টেলে থেকেছি, কাজেই জানি।

    বাকিগুলোও মনে হচ্ছে নেহাত বাজে দাবি। AICTE রেকমেণ্ড করতে পারে, ঠিক করতে পারে না। কলেজগুলোর সেট-আপ ঠিক কিনা সেটাও ওরা ইনস্পেক্ট করে ভেরিফাই করে - যে ল্যাবে ২৫টা সান আছে বলেছে, আদৌ আছে কিনা।

    একগুচ্ছ মনগড়া কথা লিখে কি লাভ হয়? আর সব ব্যাপারে পরমব্রহ্মকে ডেকে আনা...উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২৬404543
  • অরিজিত , তুমি বোধ হয় বি ই কলেজের। আমি বলছি ছোট নতুন বেসরকারি কলেজ প্রসঙ্গে। বি ই বা যাদবপুরের ব্যাপারে খুব সম্ভব এ আই সি টি ইর খবরদারি করার সাহস নেই।
    আমি শুনেছি কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে এক সময় খাবারের মেনু ইন্সপেকশনে এসেছিল এরা। ২০০২-০৩ নাগাদ।
  • siki | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:২৯404554
  • এলে ভালোই করেছিল। জলুর মেসে যা খাওয়াতো!
  • shrabani | 124.30.233.102 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৩২404463
  • তার জন্যেই কি এই প্রাইভেট কলেজের মেনু এত ভাল? আমার প্রতিবেশীর ছেলে (বাঙালী) গতবছরেই গেছে হলদিয়া কলেজে। আমরা প্রথমে ওর খাওয়াদাওয়া নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ও খুব খুশী। ওর নাকি দারুন লাগছে ওখানকার রান্না খাবার।
  • Arijit | 61.95.144.123 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৪404468
  • হুঁ। তখনও আসা উচিত ছিলো - ৭০০ টাকা মেস ডিউজ দেবার পর যদি রেগুলার সয়াবীনের ঘ্যাঁট হয় তাইলে অবশ্যই ইনস্পেকশনে আসা উচিত। আর এটাকে "মেনু ঠিক করা' বলতে পারছি না। যে অ্যামাউন্টের মেস ডিউজ নেওয়া হয়, সেই অনুপাতে ভালো খাবার দেওয়া হচ্ছে কিনা সেটা অবশ্যই কারো দেখা উচিত।

    অফস্টেড যে ইউকের সমস্ত স্কুল/নার্সারী/ডে-কেয়ার ইনস্পেক্ট করে - কি বলবেন? সেখানে শুধু কারিকুলাম নয়, টিচিং/চাইল্ড কেয়ার স্ট্যান্ডার্ড, খাবার, এবং টয়লেট অবধি সব ইনস্পেক্ট করা হয়, এবং অফস্টেডের সাইটে প্রতিটা রিপোর্ট আছে। আমি তো এটাকে বিরাট প্লাসপয়েন্ট মনে করি।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৩৯404469
  • http://www.aicte.ernet.in/download/privateselffinancing.pdf

    এইখানে বলা আছে, কটা প্রফেসর রাখতে হবে, তাদের মাইনে কত হবে, রেইজ কত হবে , কদিন ক্লাস হবে , প্রফেসরদের কোয়ালিফিকেশন কি হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো রেকমেন্ড করা নয়, ডিরেকটিভ। করতেই হবে।

    এগুলো ভাল কি খারাপ সেটা দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। আজকে যদি প্যান্টালুনে গিয়ে কোন সরকারী লোক বলে , তোমরা এই প্যান্টের জন্য এই দাম নেবে, ঐ শার্ট হবে এই দাম, সালোয়র কামিজ এই দাম। কর্মচারীদের হবে এই মাইনে, এই রেইজ। এই সাইজের দোকানে এতোগুলো কর্মচারী রাখতে পারবে। তবে কি সেই সরকারী লোকের পশ্চাদ্দেশে পদাঘাত করা অন্যায় হবে?
  • shrabani | 124.30.233.102 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৪৪404470
  • শুধু হলদিয়া না আরো দু চারটে কলেজের ফিডব্যাক হল বাংলার প্রাইভেট কলেজের পড়াশুনা যাই হোক খাওয়াদাওয়া নামী দামী কলেজের থেকে ভাল। ব্রেবোর্ণ হস্টেলের মেয়েরা তো প্রায়ই দেখতাম খাওয়ার নিয়ে কিছু না কিছু প্রতিবাদ করছে।

    আর ট্যুইশন ঠিক না করলে এইসব ব্যবসাদাররা তো যা খুশী নেবে। মাঝখান থেকে দেখা যাবে বাকিসব সুযোগ সুবিধা টীচার ইত্যাদি সব একই রয়ে গেছে শুধু ফীজটাই বেশী। দিল্লীর প্রাইভেট স্কুলগুলো তো দেখছি!

    (তবে এই AICTE সত্যি কি করে? বামপন্থী, গণতন্ত্র গাধা...?)
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৪৫404471
  • ঠিক কথা। যদি কোন কলেজ ভাল না পড়ায়, ভাল খেতে না দেয়, প্রফেসরদের কম মাইনে দেয় , তবে তার সমাধান কি?
    যারা বাজার অর্থনীতিতে বিশ্বাসী তারা বলে, খুব সহজ। কতদিন ঐ ভাবে চলবে? যেই লোকে জানতে পারবে পড়াশোনা হয়না, ওখান থেকে কেউ চাকরি পায়না, সেখানে ছাত্ররা যাবেনা। যদি বাজারদরের চেয়ে কম মাইনে দেয়, কোন প্রফেসর সেখানে পড়াবেনা। যদি ভাল খেতে না দেয় অথচ বেশি পয়সা নেয়, ছাত্ররা হস্টেলে না থেকে নিজেরা ফ্ল্যাট ভাড়া করে মেস করে থাকবে। এটা সব বেসরকারি কলেজে লিগ্যাল।

    মুশকিল হল এ আই সি টি ইর কর্তারা বাজার বানান করতেও শেখেননি।
  • Blank | 203.99.212.224 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৫৫404472
  • ব্যাস, হয়ে গেল।
    কলেজে কেমন পড়াশোনা হয়, তার সাথে কলেজের ক্যাম্পাসিং এর কি সম্পর্ক ?
    পড়াবার অজস্র লোক পাওয়া যাবে, না পাওয়া গেলে পড়ানো হবে না। তাতে কি শ্যামল বাবুর ধারনা কলেজে ছাত্র রা ভর্তি হবে না?
    শ্যামল বাবুর এক ফোঁটাও আইডিয়া নেই কলেজ গুলো সম্পর্কে। বরং AICTE যা যা নিয়ম বানিয়েছে তা কড়া ভাবে প্রয়োগ করলে কলেজ গুলো বাধ্য হবে ঠিক ঠাক টীচার খুঁজতে।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৭:৫৮404473
  • শ্রাবণী,

    বেসরকারী স্কুল, কলেজে টিউশন যদি ঠিক করে সরকার তবে সরকার কেন আলু, পটল, মাছ, মাংস, শাড়ি, শার্টের দাম, উইপ্রো ইনফোসিসে কত মাইনে দেওয়া হবে -- সব ঠিক করবে না? তাহলে বাড়ির দাম, ফ্ল্যাটের ভাড়া সবই সরকারের ঠিক করা উচিৎ?

    ব্যবসাদার স্কুল যদি বেশি টিউশন নেয়, আপনি ছেলেমেয়েকে অন্য স্কুলে পড়ান, যেখানে টিউশন কম। কিন্তু কোন বেসরকারী প্রতিষ্ঠান কত চার্জ করবে সেটা ঠিক করার দায় শুধু তাদের।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ১৮:০৭404474
  • ব্ল্যাংক ও অন্যরা,
    আপনারা বুঝতে পারছেন কি, যে আপনারা ডিকটেটর হওয়ার চেষ্টা করছেন?
    ব্ল্যাঙ্কের কথাপ্রসঙ্গে বলি, ধরলাম কলেজে পড়াশোনা হয়না তবুও কিছু ছেলেমেয়ে পড়তে আসছে। জেনে বা না জেনে। তাতে আপনার গাত্রদাহ হচ্ছে কেন? আমরা সবাই জানি কোন কলেজ ভাল আর কোনটা খারাপ। সেটা জেনে বা না জেনে যদি কেউ খারাপ কলেজে ভর্তি হয় , তো আপনি তাকে বাধা দেওয়ার কে?
    আর কলেজে পড়াশোনা না হয়েও যদি ক্যাম্পাসিং হয় আর ছাত্র ছাত্রীরা চাকরি পায়, তবে আপনার কি প্রব্লেম? সেই কোম্পানিরা মনে করেছে এই ছাত্রছাত্রীদের নিলে তাদের লাভ আছে।
  • Blank | 203.99.212.224 | ২৭ নভেম্বর ২০০৮ ১৮:১৪404475
  • জয়েন্ট দিয়ে যখন কাউন্সেলিং হয়, তখন খুব কম ছাত্র ছাত্রীর আর তাদের বাবা মার আইডিয়া থাকে কলেজ গুলোর ফ্যাকাল্টির ব্যপারে। ঝাঁ চকচকে বাড়ি আর পাতা জোড়া ad। ক্রমশ চোখ ফোটে যখন সেমিস্টার ধরে ক্লাশ হয় না। কিছু সাবজেক্ট পুরো পুরি বাদ পরে যায়।
    আর কলেজ গুলো কাউন্সেলিং এর সময়ে গালভরা আশ্বাস দেয় যে কিভাবে তারা ইনফ্রা স্ট্রাকচার ডেভলেপ করছে। পরিচিত একটা কলেজ জানি, যাদের ক্লাস শুরু হয়েছিল ভাড়া বাড়ির একতলায়। যদিও তারা গাল ভরা কথা বলে ছেলে ভর্তি করেছে। আর এখনো করে চলেছে। এগুলোর ওপর কড়া হাতে আইন প্রয়োগ করা উচিৎ।
  • siki | 122.162.85.205 | ২৭ নভেম্বর ২০০৮ ২১:১৯404476
  • ও শ্যামলবাবু,
    সরকার আলু পটল মাছ মাংসের দাম ঠিক করে দেয় না কে বলল আপনাকে? মান্ডিতে রেটগুলো সরকারই নিয়ন্ত্রণ করে। অবশ্যই সেটা বাজারের ডিম্যান্ড সাপ্লাইয়ের দিকে নজর রেখে, যাতে ক্রেতারও বেশি ক্ষতি না হয়, বিক্রেতারও না হয়।

    আর ইয়ে, প্যান্টালুনের কেসে অন্যায় হবে কিনা বলতে পারছি না, রুল জানা নেই, তবে সরকার ঐসবের দামেও হস্তক্ষেপ করলে অ্যাজ আ কনজিউমার আমি কিন্তু খুব খুশি হতাম। প্যান্টালুন ওয়েস্টসাইডে গিয়ে জামাকাপড়ের দাম শুনে আমার তো ওখানকার ম্যানেজারগুলোকেই প্যান্ট খুলে পাছায় লাথি মারতে ইচ্ছে করে। সেম কোয়ালিটির মাল লাজপত নগর কি সরোজিনী নগরে ওয়ান থার্ড দামে বিক্কিরি হয়, শালাদের ব্র্যান্ডের নাম প্যান্টালুন বলে তাদের গলা কাটার মহান অধিকার জন্মে গেছে, নাকি?

    কিছু ট্যাঁশ বড়লোক আছে, যারা বাচ্চার ওপর রেগে গেলেও ইংরেজিতে বকে দেয়, এসি ছাড়া ঘরে লুঙ্গিও পরতে পারে না, তারা খুব রেগুলার যায় ওয়েস্টসাইডে। সুখের কথা এদের সংখ্যাটা খুব বেশি নয়।
  • siki | 122.162.85.205 | ২৭ নভেম্বর ২০০৮ ২১:২০404478
  • ইঞ্জিনীয়ারিংয়ের পড়াশোনা ব্যাপারটাকে বাজারের মধ্যে না-ই টেনে আনলেন। হকের শিক্ষাতেও কনজিউমারিজম থাবা বসালে খুব খারাপ হয়ে যাবে।
  • san | 123.201.53.144 | ২৭ নভেম্বর ২০০৮ ২১:৩৬404479
  • মাইরি, লোকে নিজের পয়সায় বেশি দাম দিয়ে ওয়েস্টসাইডের জিনিস কিনবে, তাতে এত বাঁকা কথার কি আছে ? ওয়েস্টসাইডের ইচ্ছে , তারা বেশি দামে জিনিস বিক্কিরি করবে, এতেই বা লাথি মারার কি আছে? কেউ তো কাউকে ওখান থেকেই কিনতে বাধ্য করছেনা। কি চাপ।
  • bb | 117.195.169.126 | ২৭ নভেম্বর ২০০৮ ২৩:৩৩404480
  • শ্যামল, বাজার যদি সব সত্যিই ঠিক করে দিতে পারতো, তাহলে আপনার কথিত স্বর্গ রাজ্য আমেরিকাতে capitalize profit and socialize loss কেন করতে হচ্ছে? বাজার চাইছে বলে AIG, CITI কে যেতে দিলেই হোত।
    বাজার কেউ যে লাগাম পরানোর দরকার আছে আজ সেটা প্রমানিত।
  • shyamal | 24.119.209.40 | ২৭ নভেম্বর ২০০৮ ২৩:৫৩404481
  • বাজারের দরকার কি? ইউনিভার্সিটিতে ফিজিক্সের লেকচারারেরা ঢোকেন মাসে দশ হাজার মাইনে নিয়ে। আজ হইতে সরকারের পক্ষ হইতে আমি ঘোষণা করিলাম , ইনফোসিস, উইপ্রো, টি সি এস , আই বি এম, গুগল কেহ যদি এϾট্র লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে মাসে ১০০০০ এর বেশী দেয় তাহার সি ই ওর দশ বছরের জেল হইবে। কারণ এরা কোনক্রমেই লেকচারারের চেয়ে বেশী কোয়ালিফায়েড নয়।
  • Blank | 59.93.193.56 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:০১404482
  • হে হে, জেল হওয়ার দরকার নেই। এϾট্র লেভেলে আজকাল অনেক ক্ষেত্রেই ওর চেয়ে বেশী মোটেই পায় না :)

    যাকগে , AICTE মনে হয় মিনিমাম স্যলারি আর মিনিমাম কোয়ালিফিকেশানের নিয়ম টা দেয়। ওটা কড়া আইন করে দেওয়া উচিৎ
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:০৪404483
  • শমিক সর্বৈব ভুল। ভারতে আজ কোথাও খোলা বাজারে সরকার পাইকারী বা খুচরো বাজারে দাম নির্ধারন করেনা। তবে দেশটা কমিউনিষ্ট হয়ে যেত। সরকার চাষীদের থেকে কিছু চাল , গম নির্দিষ্ট দামে কেনে তার পর সেটা র‌্যাশন দোকানের মাধ্যমে বিক্রি করে। রেশন দোকানে না গেলে সব জিনিষের দাম খোলা বাজার ঠিক করে।
  • pi | 69.251.184.3 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:০৯404484
  • 'বাধ্য' করা মানেই ধরে-বেঁধে করানো এমন তো নয়। মার্কেটিং, অ্যাডভারটাইসিং ইত্যাদি subtle উপায়ে বাধ্য করানো ও চাপ বই কি ।
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:১৬404485
  • ব্ল্যাঙ্ক, বুঝলাম যে AICTE র উচিৎ মিনিমাম স্যালারি এনফোর্স করা। ভাল কথা। তবে সেটা শুধু ইঞ্জিনিয়ারিংএর প্রফেসরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? তাঁরা বা আপনি আমি যে কাজের লোক রাখি তাদেরও মিনিমাম স্যালারি এনফোর্স করা হোক। ঘন্টায় কুড়ি টাকা। দিনে তিন ঘন্টা কাজ করলে মাসে ১৮০০ দিন।
    নয়তো বলব এটা সুবিধাবাদ, দ্বিচারীতা।
  • Blank | 59.93.193.56 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৪১404486
  • মিনিমাম স্যলারি ও কোয়ালিফিকেশান।
    আর কি মুশকিল all india council for technical education যেটুকু ক্ষমতা সেটুকুই তো করবে, আর যেটুকু করা ওদের দায়িঙ্কÄ। সেটা করেছে বলে ওদের সমালোচনা করবো কেন?
    আর অন্য কেউ করছে না, কিন্তু AICTE কেন করছে, সেটা যদি তর্ক হয়, তো আলাদা। কিন্তু তার জন্য AICTE র সমালোচনা করবো কেন?
  • ranjan roy | 122.168.26.146 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৫১404487
  • শ্যামলের কথা বুঝতে পারছি না।

    এক, এ আই সি টি ই==== সর্বভারতীয় প্রতিষ্ঠান। এদের"" মিনিমাম'' গাইডলাইন সারা ভারতের জন্যে। প্রত্যেক স্টেটেই এদের স্টেট বডি আছে তদারকি করার জন্যে। এর মধ্যে শ্যামল বামরাজনীতির শয়তানি, কমুনিজম কোত্থেকে আমদানি করলেন।।
    দুই, সর্বত্র কিছু অসৎ লোক সমস্ত রাজ্যে দু' নম্বরি সংস্থা খাড়া করে লোককে বোকা বানাচ্ছে। সেখানে এ আই সি টি ই মনিটর করে ওদের অ্যাপ্রুভড্‌ কলেজের লিস্ট জারি করছে ""নকল হইতে সাবধান'' স্টাইলে। সেটা কি খারাপ?
    তিন, শ্যামল অন্য সূতোয় এবং এখানেও ""ডারউইনিজম্‌'' আনছেন। যে বোকা সে ঠকবেই, তাকে বাঁচানোর বৃথা চেষ্টা না করে "বাজারের'' হাতে ছেড়ে দেয়া হোক।
    বোকাদের টিকে থাকার অধিকার নেই!
    চার, শিক্ষার বা স্বাস্থ্যপরিষেবার সঙ্গে শ্যামল বাজারে আলু-পটল কেনার তুলনা করছেন? তাহলে সুরক্ষা--আইন-শৃংখলা এগুলোকেও বাজারের হাতে ছাড়বেন না কি?
    কারণ, আপনার আগের বক্তব্য থেকে আসছে
    বাজারের চোখে ক্রাইম বলে কিছু নেই। আছে শুধু সাপ্লাই-ডিমান্ড- খেল-খিলাড়ি।
  • Blank | 59.93.193.56 | ২৮ নভেম্বর ২০০৮ ০০:৫৩404489
  • রঞ্জন দার কথায় টেবিল চাপড়ালুম। যদিও আমার ধারনা শ্যমল দা অন্য কিছু বলতে চাইছেন, যা আমি বা আমরা ধরতে পারছি না। তাই কি শ্যমল দা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন