এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এ আই সি টি ই

    shyamal
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০০৮ | ৬০২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০৪:৫২404490
  • রঞ্জনদার উত্তরে:
    আমি উচ্চশিক্ষাকে আলু পটলের থেকে অন্যরকম ধরবনা। আমি মনে করি ভারতের মত গরীব দেশে স্কুল শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু কলেজ শিক্ষা, একমাত্র অতি গরীব ছাত্র না হলে ফিনান্স করার দায়িত্ব বাবামার। সবকিছু সরকারের হাতে তুলে দিলে সেটাকেই কমিউনিজম/ সোশ্যালিজ্‌ম বলে।

    সেরকম বেসিক স্বাস্থ্য পরিষেবা সরকার দিক। তার বেশী নয়।

    এবারে আবার দেখা যাক এআইসিটিই কি করে।
    তাদের কোন কলেজকে অ্যাপ্রুভ করার ক্ষমতার দরকার নেই। তারা যদি বিভিন্ন কলেজের শিক্ষার মান, পাশের হার, ল্যাবের মান, টীচার-স্টুডেন্ট রেশিও, ছাত্রদের ক্যাম্পাস থেকে চাকরির হার এই তথ্যগুলো সংগ্রহ করে সাধারণ মানুষকে জানায় আমি পুরো সমর্থন করব। বাবামারা এগুলোই দেখবেন ।
    এই কলেজগুলোর প্রশ্নপত্র WBUT থেকে আসে। কাজেই সেখানে দুনম্বরীর সম্ভাবনা নেই।
    আমর সমস্যাগুলো হল :
    ১) এরা বলতে পারবেনা একটি কলেজে কত টিউশন হবে। এরা কেন প্রধানমন্ত্রী যদি ঠিক করতে চান আমি হলে তাঁকেও সুপ্রীম কোর্টে স্যু করব। ভারতের সংবিধান অনুযায়ী আমি কোন পরিষেবা বিক্রি করলে আমি তার দাম নির্ধারণ করব। এআইসিটিই বা মনমোহন সিং নয়।
    ২) একই কারণে কলেজে বিভিন্ন প্রফেসরকে কত মাইনে দেওয়া হবে, কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে, এআইসিটিই নয়। যেমন বেসরকারী স্কুলে হয়।
    ৩) কজন প্রফেসর রাখবে সেটাও কলেজ ঠিক করবে। যেমন বেসরকারী স্কুলে হয়।
    ৪) প্রফেসরদের রেইজ কত হবে সেটা ঠিক করবে , এআইসিটিই নয়, কলেজ কর্তৃপক্ষ। কারণ তারাই জানে একজন প্রফেসর গত এক বছরে কেমন পারফর্ম করেছে। রেইজ হবে বা হবেনা সম্পুর্ণ পারফরমেন্সের ওপর নির্ভর করে। ফিক্সড পরিমান নয়।

    এক কথায় এআইসিটিই যদি তথ্য সংগ্রহ করে ছাত্রদের বাবামাকে কলেজ সম্পর্কে ডিসিশন নিতে সাহায্য করে, খুব ভাল। কিন্তু তারা কলেজের কর্তাগিরি করছে সেটা আপত্তিকর ও অসাংবিধানিক।
  • aja | 71.106.244.161 | ২৮ নভেম্বর ২০০৮ ০৫:৪০404491
  • আমি ভাবছিলুম ডাক্তারির ব্যাপারটা। এই যে রোগীর চিকিৎসা করতে হলে ডাক্তারদের সরকারী অনুমোদন লাগে। প্রপার রেজিস্ট্রেশন ছাড়া প্রেসকৃপশন লেখা যায় না, এসব কেন? সব বাজারের হাতে ছেড়ে দেওয়া হোক। সরকার শুধু কোন ডাক্তারের হাতে কত রুগী মারা গেছে সেই তথ্য প্রকাশ করুক।

    আর এই যে ফিনান্সিয়াল জগতের বিপর্য্যয় নিয়ে এত রেগুলেশনের কথা হচ্ছে, সে তো একেবারেই অদরকারী। সব ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রস্পেক্টাসেই তো ডিসক্লেইমার থাকে - অতীত পারফরমেন্স ভবিষ্যতের দ্যোতক নহে। এ জেনেই তো লোকে সব সিকিউরিটাইজড পেপারস কিনেছিল। আর ধার নিলে শোধ দিতে হয়, এ তো সকলেই জানত, জেনেই সবাই এই সব টক্সিক মর্টগেজ নিয়েছিল। কি বলছেন? ইনভেস্টরেরা রেটিং এজেন্সির কথা শুনে সব অ্যাসেট কিনেছিল? রেটিং এজেন্সিরা ঢপ দিয়েছিল? বেশ তো, বাজারের হাতে ছেড়ে দিন। এই সব অসৎ এজেন্সিরা লাটে উঠবে আর সৎ এজেন্সিতে বাজার ভরে যাবে।

    ভাবছিলুম সরকার ভোটে নির্বাচিত না করে বাজারের হাতে তুলে দিলে কেমন হয়। ধরুন সরকার কয়েকটি পরিষেবা দেয়। এখন কর্পোরেশনেরা সেই সব পরিষেবা দিক। যে কম ট্যাক্সে বেটার পরিষেবা দেবে সেই টিকে থাকবে।
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০৬:২০404492
  • অনেক ভাবে তর্কের মুখ ঘুরিয়ে দেওয়া যায়। আমি কিন্তু তর্ককে এই থ্রেডে দেশে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও এআইসিটিইর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি। থাকবে কিনা আমার হাতে নয়। আমার 28 Nov 4:52 পোষ্টের চারটি পয়েন্টের সঙ্গে একমত পোষন করেন নাকি করেন না। না করলে কেন?
  • ar | 151.203.245.160 | ২৮ নভেম্বর ২০০৮ ০৭:০৫404493
  • প্রফেসরদের মাইনে ইউজিসি/এইচআরডি গাইডলাইন অনুযায়ী ঠিক হয়। aicte বা wbut এর দায়িত্ব এই ব্যাপারটা ঠিকমতন মানা হচ্ছে কিনা সেইটা দেখা। মাইনে নিয়ে আর কিছু বলার কথা নয়। শ্যামলের সমস্যাটা aicte নিয়ে না wbut নিয়ে? এই দুটির স্ট্রাক্‌চার কিন্তু আলাদা।
  • Ishan | 12.217.27.213 | ২৮ নভেম্বর ২০০৮ ০৭:৪৩404494
  • শ্যামলবাবু কি কোয়ালিটি ক®¾ট্রাল একেবারেই তুলে দিতে চান?
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০৭:৫৬404495
  • ar কে : University Grants Commission তখনই কোন প্রতিষ্ঠানে মাইনে ঠিক করতে পারে যখন তারা UGCর পয়সা নিচ্ছে। বেসরকারী সংস্থায় নয়। কর্নাটকের মনিপাল কলেজে কি UGC মাইনে ঠিক করে?

    ঈশানকে :
    কোয়ালিটি ক®¾ট্রাল থাকবে। যখন প্রশ্নপত্র WBUT তৈরী করছে, তখন ফাঁকি দিয়ে পাশ করার বা করানোর উপায় নেই। আমার 4:52 am. এর পোষ্টে বলেছি আমার উদ্দেশ্য কোয়ালিটি কমানো নয়, সংস্থাকে এআইসিটিইর ডিকটেটরশিপের থেকে স্বাধীনতা দেওয়া। কেন বেসরকারী স্কুলে টিউশন, মাইনে, রেইজ দেওয়ার অধিকার স্কুলের পরিচালকদের আছে অথচ বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচালকদের সেই অধিকার থাকবেনা?
  • aja | 71.106.244.161 | ২৮ নভেম্বর ২০০৮ ০৮:০২404496
  • তর্কের মুখ ঘোরানোর প্রশ্নই নেই। আমার প্রশ্ন হল উচ্চশিক্ষার বেলায় কেন বাজারের হাতেই সব কিছু ছেড়ে দেওয়া ভাল আর ডাক্তারির, ফিনান্সিয়াল মার্কেট বা জেনেরালি সরকারের ক্ষেত্রে নয়। এই মূল প্রশ্নটার উত্তর না পেলে বাকী সব কিছুই সুপারফ্লুয়াস।
  • Ishan | 12.217.27.213 | ২৮ নভেম্বর ২০০৮ ০৮:৪৯404497
  • কোয়ালিটি ক®¾ট্রাল যখন থাকবে, তখন কোয়ালিটি ক®¾ট্রাল এজেন্সিও থাকবে। তারা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক করবে। সারপ্রাইজ চেকিংও করবে। এতে কি আপত্তি আছে?
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:১৪404498
  • একটি ইঞ্জিনিয়ারিং কলেজের কোয়ালিটি কি ভাবে মাপা হবে?
    ১) সেখানে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কেমন করছে?
    ২) ছাত্ররা পাশ করে চাকরি পাচ্ছে কিনা

    কোয়ালিটি যেই মাপুক, প্রধান স্টেকহোল্ডার ছাত্র ও তার অভিভাবক। তাঁদের ৯৯% এর কাছে এই দুটোই গুরুত্বপূর্ণ। এই দুই ব্যাপারে এআইসিটিই যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক করে তো বলার কিছু নেই।

    কেন তারা শিক্ষকের যোগ্যতা, মাইনে, রেইজ নিয়ে ডিকটেট করবে? আমি যদি একজন অংকের অধ্যাপককে খুব কম মাইনে দিয়েও দেখি কলেজে ছাত্ররা ঠিকঠাক অংক শিখছে , সেখানে এআইসিটিই বলার কে যে তুমি ঠিক মাইনে দিচ্ছ না।
    যদি এইগুলো ঠিক করার দায়িত্ব সরকারের হয়, তবে সরকার এও ঠিক করবে কাজের লোকের মিনিমাম মাইনে কত হবে, জমাদারের কত হবে। এই প্রফেসররা যদি একটা মিনিমাম মাইনের বেশী পান, তাঁরাও যখন বাজার যাবেন, সরকারের নিয়ম থাকা উচিৎ তাঁরা শাক ওয়ালির কাছ থেকে দুআঁটি কলমী শাক তিন টাকায় কিনতে পারবেন না, তাদের দিতে হবে দশ টাকা। কেন ? তার কারণ সরকার যদি প্রফেসরের ন্যুনতম চাহিদা দ্যাখে বাজারকে সুপারসিড করে, তবে একই নিয়ম কলমীশাক ওয়ালির প্রতিও প্রযোজ্য হতে হবে।
    নাকি অধ্যাপক মধ্যবিত্ত বলে এক নিয়ম আর শাকওয়ালি গরিব বলে আরেক নিয়ম?

    কেন এই আলাদা নিয়ম? কারণ আমরা মধ্যবিত্ত আর সে জন্য আমরা অন্য মধ্যবিত্তদের স্বার্থ দেখি গরিবের স্বার্থতে লাথি মেরে। বাজার কিন্তু মধ্যবিত্ত, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত দেখেনা। সে দেখে শুধু চাহিদা আর যোগান।
  • Arijit | 61.95.144.123 | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:২১404500
  • সেই পরমব্রহ্ম, সেই বাজার। মাইরি।
  • sinfaut | 165.170.128.65 | ২৮ নভেম্বর ২০০৮ ০৯:২২404501
  • সব পথ এসে মিলে গেল শেষে ....
  • Ishan | 12.217.30.133 | ২৮ নভেম্বর ২০০৮ ১১:১২404502
  • শ্যামল,

    প্রসঙ্গ থেকে কিন্তু আপনিই সরছেন। তবুও ছোটো করে বলি। ঠিকই বলেছেন। মিনিমাম ওয়েজ ঠিক করে দেওয়াটা সরকারের কর্তব্য। জমাদারের। বাড়ির কাজের লোকের। ক্ষেতমজুরদের। মিনিমাম ওয়েজ একটা ঠিক করে দেওয়া আছেও খাতায়-কলমে। সেটা সব জায়গায় মানা হচ্ছে কিনা দেখার জন্য সরকারি এজেন্সিগুলোর আরও সক্রিয় হওয়া উচিত। একইভাবে, শিক্ষার ক্ষেত্রেও নজরদারি থাকা উচিত।

    বাজার, যা দেখছি, কোথাও ই শেষ কথা বলছেনা। প্রফিটের সময় বাজারই ঈশ্বর, আর লসের বেলায় ম্যাও সামলাবে সরকার এই নীতি নিয়ে চলা কিন্তু দ্বিচারিতার চূড়ান্ত। ওর চেয়ে সোসালিজম ভালো। সেখানে অন্তত: এই ভাঁওতাবাজিটা নেই।
  • shyamal | 24.119.209.40 | ২৮ নভেম্বর ২০০৮ ১৮:৫৯404503
  • ঈশান,
    খুব ভাল কথা মিনিমাম ওয়েজ সরকার ঠিক করে দেবে। বর্তমানে একটা মিনিমাম ওয়েজ আছে, বোধ হয় দিনে আশী টাকা।
    কিন্তু পৃথিবীর কোন দেশে সরকার (কমিউনিষ্ট দেশ বাদে) বলে দেয়না এই কাজে এত মিনিমাম ওয়েজ আর ঐ কাজে তার চেয়ে অনেক বেশী। মিনিমাম ওয়েজ একটাই থাকে। তার কম দিয়ে কাজ করানো বেআইনী।
    আমি লিখে দিতে পারি আমার সঙ্গে যে ছেলেটি অংকে এম এস সি পাশ করে কলেজে অংক পড়াচ্ছিল আর ছহাজার পাচ্ছিল, সে মিনিমাম ওয়েজের বেশী পাচ্ছিল। কিন্তু কলেজটি এ আই সি টি ইর অন্তর্গত হলে তাকে অনেক বেশি পয়সা দিতে হত।
    আমার প্রব্লেম হল , এ আই সি টি ই কেন প্রফেসরের মাইনে আর ছাত্রের টিউশন ঠিক করে দেবে? এটা হল পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। যদি মাইনে ঠিক কর তো সেই পয়সা তোমার দিতে হবে। আজ যদি এ আই সি টি ই নিজের পকেট থেকে সব প্রফেসরের মাইনে দেয়, আমার আপত্তি নেই। প: বঙ্গ সরকার তাই করে স্কুলের ক্ষেত্রে। স্কুলগুলো প্রাইভেট। কিন্তু টীচারের মাইনে আসে সরকারি তহবিল থেকে। কিন্তু পয়সা দেবনা, ফুটানি করব এটা চলবেনা।

    আর বাজারের কথায়, এই যে সোশ্যালিষ্ট বেইল আউট চলেছে আমেরিকা , ইউরোপে --- আমি তার পুরো বিপক্ষে। যারা ভুল করেছে বা বদমায়েশি করেছে তাদের তার মাশুল দিতে হবে। তাদের বেইল আউট করাটা সবার পক্ষে ক্ষতিকর।
    বেইল আউট না করলে কি হত? মেরিল, সিটি, এআইজি সবাই চ্যাপটার ইলেভেনে যেত। হয়তো জিএম, ফোর্ডও। তাতে আল্টিমেটলি আমেরিকার উপকার হত।
  • Ishan | 12.217.30.133 | ২৮ নভেম্বর ২০০৮ ২১:২৮404504
  • ১। আপনি বেইল আউটের বিপক্ষে হলে আর কি হবে। পৃথিবীর ডানপন্থী নীতিনির্ধারকরাই এখন ওদিকে ঝুঁকছেন। নইলে নাকি পৃথিবীর সব্বোনাশ হবে।

    ২। ডানপন্থী নীতিনির্ধারকরা যে কারণে বাজারকে সম্পূর্ণ নিজের হাতে ছেড়ে দিতে রাজি নন, সেটা একটা কারণ, যে জন্য শিক্ষাকে পুরো বাজারের হাতে ছাড়া যায়না। বাজারের হাতে ছাড়লে, ভাবুন, ইকনমি ক্র্যাশ করলে শিক্ষার কি হাল হবে। আপনার থিয়োরি মেনে বেইল আউট না করলেও ছড়িয়ে ছিটিয়ে লাট হবে।

    কিরকম? বাজার যতক্ষণ চাঙ্গা ততক্ষণ কলেজগুলো নিজের মতো মাইনে দেবে এবং নেবে। প্রফিট টফিট করবে। যেই ইকনমি ধ্বসে গেল, কলেজগুলো শিক্ষক এবং ছাত্র ছাঁটাই হবে। তেমন-তেমন ঠেলায় পড়লে উঠেও যাবে। তখন হয় বেইল আউট, বা আপনার থিয়োরি অনুযায়ী যারা উঠে যায় তাদের উঠে যেতে দেওয়া হবে। মার্কেট নিজেকে লং টার্মে অটো-কারেক্ট করবে। আর এই "লং টার্ম' এর চক্করে পড়ে কিছু ছেলেপুলে জাস্ট ভোগে চলে যেতে পারবে।

    সরকার এই জিনিসটা হতে দিতে পারেনা। তাই সে টিউশন এবং মাইনে ঠিক করে দেবে। যাতে পুরোটাই প্রফিট ড্রিভন- মার্কেট নির্ভর না হয়ে ওঠে।

    ৩। তার চেয়েও বড় কথা, শিক্ষা, স্বাস্থ্য, এসবকে পুরো বাজারের হাতে ছেড়ে দেওয়া কেন হবে? অজদা যেটা বলেছেন, সেটা আরেকবার বলি। ডাক্তারদের কোনো ডিগ্রি-টিগ্রি দেখা হবেনা, শুধু কজন মানুষ্‌হ মারল এই বছরে, সেই ডেটাটা প্রকাশ করে দিলে সেটা কেমন হবে? উত্তর চাইছি।
  • ms | 203.171.244.227 | ২৮ নভেম্বর ২০০৮ ২২:২১404505
  • ""যদি'' রিসেশন আসে তবে কীন্স্‌ আসতে পারে কিছুক্ষণ ঠেকা দেবার জন্যে, নাহলে সবসময়ের জন্যে ক্লাসিকালে কোনো অসুবিধে নেই তো।
  • ms | 203.171.244.227 | ২৮ নভেম্বর ২০০৮ ২২:২৪404506
  • একটু ভুল হলো, খুব বৈষম্য আর আইনের অভাব থাকলে পরে ক্লাসিকালে অসুবিধে হয় কারণ পারফেক্ট কমপিটিশন থাকে না।
  • ranjan roy | 122.168.202.90 | ২৮ নভেম্বর ২০০৮ ২৩:০৭404507
  • শ্যামল,
    আপনি কি আপনার শেষ পোস্টে প্রথম পোস্টের স্ট্যান্ড থেকে সরে আসেন নি?
    শেষ পোস্টে আপনি বল্লেন--- খবরদারি করলে মাইনে দিতে হবে। খালি খবরদারি সমর্থন যোগ্য নয়। এবং এটাও বল্লেন যে বঙ্গে সরকার যেমন প্রাইভেট সংস্থার শিক্ষকদের মিনিমাম মাইনে ঠিক করে দিচ্ছে, তেমনি ওদের মাইনের বোঝাও সরকার বইছে। তাহলে তো আপনার আপত্তি হওয়ার কথা নয়? অথচ আপনি প্রথম পোস্টে AICTE র নাম করে শুরু করে হঠাৎ বাম সরকার ও শিবপুর-যাদবপুরের বামভাবাপন্ন(?) অবসরপ্রাপ্ত অধ্যাপকদের তুষ্টি করলেন! আবার প্রশ্নপত্র তৈরি করে দিয়ে WBUT স্ট্যান্ডার্ড
    ধরে রাখছে এটাও বল্লেন। তাহলে ঐ WBUT র বিরুদ্ধে আপনার আসল আপত্তির কারণটা কি? AICTEর ব্যপারে আপনার আপত্তি বুঝতে পারচি।
    আমি আলাদা করে WBUT বিরুদ্ধে স্পেসিফিক আপত্তির কারণ জানতে চাইছি।
  • shyamal | 24.119.209.40 | ২৯ নভেম্বর ২০০৮ ০০:৩৬404508
  • রঞ্জনদা,
    West Bengal University of Technology(WBUT) র বিরুদ্ধে আমার কোন গ্রাইপ নেই যদিও এটা বামপন্থী রাজ্য সরকারের প্রতিষ্ঠান।
    আমার সমস্যা হল AICTE র প: বঙ্গ ইউনিটকে নিয়ে । সেখানে শিবপুর, যাদবপুরের কিছু অবসরপ্রাপ্ত অধ্যাপক ভুতের নৃত্য চালাচ্ছেন। যদি শুধু কোর্স কি হবে, সিলেবাস কি হবে এ বিষয়ে এঁদের মতামত চাওয়া হত, আমার কিছু বলর ছিলনা। সে ব্যাপারে এনারা স্পেশালিষ্ট। কিন্তু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কি করে চালাতে হয়, সেটা এই সারাজীবন মাইনে পাওয়া অধ্যাপকদের কারো নেই।
    এনারা বেসিকালি আয়ুব খান, হিটলার বা স্ট্যালিনের পন্থায় প:বঙ্গে ইঞ্জিনিয়ারিং শিক্ষা চালাতে চাইছেন। আওয়ার ওয়ে অর হাইওয়ে।
  • ms | 202.78.232.177 | ৩০ নভেম্বর ২০০৮ ০৭:৩৬404509
  • সব স্টেটের টেক'ইউনিগুলো মিলে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে রুলস-রেগুলেশন-গাইডলাইন্সের একটা স্ট্যান্ডার্ডাইজেশন আনুক তারপর সেন্টারের কাছ থেকে কাউন্সিলের অটোনমির দাবী করা যেতে পারে।
    যদ্দিন না সেটা হচ্ছে তদ্দিন সরকারের দায়িত্ব তো থেকেই যাচ্ছে কারণ এইসব ব্যক্তি'পুঁজির ওপর নির্ভর শিক্ষা'পরিসেবাতে প্রোডাক্ট(এক্ষেত্রে সার্ভিস)শিফটিং (একজন স্টুডেন্ট কয়েক বছর অমুক কলেজে ক্লাস করে বিরক্ত হয়ে তমুক কলেজে ট্রান্সফার নিয়ে চলে গেলো খুব সহজেই, বাকি-কোর্স পড়ার জন্যে), এফেক্টিভ কনসিউমার গ্রিভ্যান্স রিড্রেসাল , ফ্রী'মুভমেন্ট অফ রিলায়েবল ইনফর্মেশন, এই ব্যাপারগুলো তেমনভাবে বোধায় নেই , এ সব হবে হয়তো আস্তে আস্তে, তখন নিশ্চয়ই কাউন্সিল অটোনমাস হবে।
    আর লোকাল কাউন্সিলের রাজনীতি তো থাকবেই, এইপার্টি-ওইপার্টির লড়াই থাকবেই, অটোনমাস হলেও থাকবে, দলবাজি বন্ধ করা যাবে ব'লে মনে হয় না।
  • Arijit | 61.95.144.123 | ০১ ডিসেম্বর ২০০৮ ০৯:২২404511
  • শিক্ষা প্রতিষ্ঠান = ব্যাবসায়িক প্রতিষ্ঠান - এই আইডিয়া হলে কোনো আলোচনা/তর্ক নিষ্ফল।
  • siki | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৯404512
  • এই সব কূটকচালি বাদ দিলেও WBUT হবার ফলে একটা উপকার হয়েছে জলুর মত ইঞ্জিনীয়ারিং কলেজগুলোর। আমাদের আমলে তো ক্যাম্পাসিং হত না। ইন্ডিয়ান আর্মি আর এয়ারফোর্স আসত ,রিটেন টেস্ট নিয়ে চেহারা দেখে ভুলভাল খিস্তি মেরে কাউকেই না নিয়ে চলে যেত। আর আমাদের বারে এসেছিল কলকাতার কোন সুভাষ প্রজেক্টস, টপারকে অফার করেছিল সাড়ে চারহাজার টাকার চাকরি। ৯৯ সালে।

    মোদ্দা কথা, আমাদের কলেজে ক্যাম্পাসিং হত না। প্লেসমেন্ট অফিসার ছিলেন একটি বৃহৎ বাল। এখন তিনি কলেজের প্রিন্সিপাল। এই WBUT হবার ফলে ক্যাম্পাসিংয়ের সুরাহা হল। সব কলেজগুলোর ক্যাম্পাসিং একত্রে কলকাতায় অ্যারেঞ্জ করা হয় বোধ হয় এখন, জলুর ছেলেরাও ঠিকঠাক এনভায়রনমেন্টে কমপিট করতে পারে।
  • san | 220.227.64.98 | ০১ ডিসেম্বর ২০০৮ ১০:৫৯404513
  • অপরপক্ষে, শিক্ষা প্রতিষ্ঠানকে 'ব্যবসায়িক' প্রতিষ্ঠান হিসেবে দেখতে পারলে কিঞ্চিৎ প্রোফেশনালিজম আসত প: বঙ্গের শিক্ষাব্যবস্থায়। ক্রেডিবিলিটিও বাড়ত।সেটাতে আখেরে খারাপ হতনা।

    ব্যবসায়িক প্রতিষ্ঠান খারাপ কেন? :-)
  • san | 220.227.64.98 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০১404514
  • অরিজিতের বোধয় (আরো অনেকেরই) ব্যবসায়িক শুনলেই মনে হয় 'ফোকটে' টাকা বানানোর কল ;-)
  • siki | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০২404515
  • ব্যবসা চলে মাথা দিয়ে, হৃদয় দিয়ে নয়। ব্যাবসা মানেই মুনাফার কথা। লসের কথা নয়।

    শুধু মাথা দিয়ে চললে, শুধু মুনাফার হিসেবে চললে, অনেক ছেলেমেয়ের পড়াশোনা হবে না। সবাই মুনাফা জোগাতে পারে না।
  • siki | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০৩404516
  • আরে, ফোকটে কেন হবে? ব্যবসা মানেই তো টাকা বানানোর প্রফেশন! টাকা ওড়াবার বা চ্যারিটি করার প্রতিষ্ঠান হলে সেটাকে থোড়ি ব্যবসা বলে!

    তাই নিয়ে তো বিরোধ নাই!
  • san | 220.227.64.98 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০৫404517
  • অ, সরকারি প্রতিষ্ঠান আজকাল 'হৃদয়' দিয়ে চলে !!

    জোক অফ দ্য ইয়ার।
  • Arijit | 61.95.144.123 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:০৭404518
  • শিক্ষা প্রতিষ্ঠানকে কোথাওই ব্যবাসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখা হয় বলে মনে হয় না। বিলেতেও। কিন্তু প্রফেশনালিজমের কমতি দেখি নাই।
  • siki | 219.64.11.35 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:১০404519
  • আজ্ঞে, স্যান। হৃদয় দিয়ে না চললে গরীব গুর্বো ছেলেমেয়েগুলোকে নিখরচায় ইঞ্জিনীয়ারিং পড়ানোর মত নিয়ম তৈরি হত না সরকারে। এগুলো মানবিকতা। হৃদয় দিয়েই একদা তৈরি এইসব রুল। ব্যবসায় এই সব রুল হয় তো থাকত না।
  • san | 220.227.64.98 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:১১404520
  • বিলেতের সরকার তো আমাদের রাজ্য চালায় না।

    যারা চালায়, তারা কোন অ-ব্যবসায়িক প্রোজেক্টে প্রোফেশনালিজম দেখিয়েছে আজ অব্দি? কোন দিক দিয়ে ক্রেডিবিলিটি তৈরি করেছে? কিসের ভিত্তিতে আমি বিশ্বাস করব, যে অ-ব্যবসায়িক হয়েও প্রোফেশনাল হওয়া যায় ? মানে আমাদের রাজ্যে ?
  • Arijit | 61.95.144.123 | ০১ ডিসেম্বর ২০০৮ ১১:১৫404522
  • ও। তার মানে আমাদের দেশের জন্যে স্পেশ্যালি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবাসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখতে হবে? এটা কি হাতুড়ে দাওয়াখানা?

    সর্দিজ্বরে ক ওষুধটা কাজ করছে না, কিন্তু পা চুলকানিতে খ ওষুধটা কাজ করে - সুতরাং সর্দিজ্বরে খ ওষুধটা দেওয়া হোক!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন