এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গলিপি.অর্গ (bongolipi.org)

    Sambit
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০০৯ | ৯৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:১৯408493
  • ফ্যানটাস্টিক। থ্যাঙ্কু ন্যাড়া।
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:১৯408437
  • bongolipi.org একটি নতুন ওপেন সোর্স প্রজেক্ট। মূল লক্ষ্য, ইন্টারেনেটে বাংলাভাষার প্রসার। যাতে সহজে বাংলা লেখা ও পড়া যায়। এখন বাংলা লিখতে ও পড়তে গেলে, সাধারণত: আপনাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে বাংলা লিখতে হবে একটি নির্দিষ্ট ফন্ট ব্যবহার করে। ইউনিকোডের কথা মনে রেখেই বলছি, কেননা বাংলা ইউনিকোডকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। bongolipi.org-এর লক্ষ্য যাতে আপনি নিজের পছন্দসই পদ্ধতিতে বাংলা লিখতে পারেন বিভিন্ন ফন্ট ব্যবহার করে।

    আপাতত: bongolipi.org-এ একটি এডিটর আছে, তাতে ITRANS অথবা গুরুচন্ডালি বাংলা লেখার পদ্ধতি ব্যবহার করে বাংলা লেখা যায়। Banglaplain এবং ItxBeng ফন্টের সাপোর্ট আছে। সরাসরি PDF বা HTML-এ এক্সপোর্ট করা যায় অথবা RTF হিসেবে সেভ করা যায়।

    বাকি : http://bongolipi.org
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:২৭408504
  • ন্যাড়াদা, বাগ আছে। পরে লিখছি, এখন মেয়ে জ্বালাচ্ছে।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:২৮408515
  • বাংলা প্লেন ছাড়াও অন্য একটা ফন্ট পাওয়া গেল। আরো একটা দুইটা, এট্টু বাহারে ফন্ট পাওয়া কি খুব চাপের ?জাস্ট জিগাই।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:২৯408526
  • বাইনারিদা, ওপেনাপিসের প্লাগইনটা ট্রাই করেছ? ওটার সাথে সোলেমানলিপি পেয়ে যাবে। ইউনিকোড ফন্টগুলির মধ্যে ওটাই সেরা।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৩৪408548
  • নাতো !! সোলেইমানলিপি ঈশানের এডিটারে চলবে ? বা ন্যাড়ার এই নতুনটাতে ?
  • arjo | 168.26.215.13 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৩৪408537
  • গুচ্ছ হয়েছে। ঐ এডিটরটাকে গুরুতে লাগানো যায় না। বেশ কায়দা করে লেখা যেত।
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৪৮408559
  • নতুন ফন্ট সাপোর্ট এই কলে মোটমুটি সোজা। হপ্তাখানেকের মধ্যে করে ফেলা যাবে। যদি কোন ফীচার রিকোয়েস্ট থাকে তবে প্রজেক্ট পেজে লিখুন বা মেল পাঠান [email protected]
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৫২408570
  • বাইনারিদা, এইটা দেখ। দ্বিতীয়টা। সব এতে লেখা আছে।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=6&porletPage=1

    ন্যাড়াদার প্রোজেক্টটা আমি আগেই দেখেছি। খুব ভাল কাজ হয়েছে। একসময় আমি আর সিকি মিলে এইরকম একটা জিনিস খাড়া করার চেষ্টা করছিলাম। পুরোটা নয়, কিছুটা। নানাকারণে সেটা হয়নি। তো, যে জিনিসগুলি বলার ছিল:

    ১। ছোট্ট একটা বাগ নজরে পড়ল। যে টেক্সটএরিয়াটাতে রোমান হরফে লিখতে হয়, ধর সেইখানে লিখলাম "dinaguli, raataguli"। এইবার দ্বিতীয় শব্দটিকে ফর্ম্যাট চেঞ্জ করে বোল্ডফেস বানিয়ে দিলাম। এখন মালটা দাঁড়াল এইরকম (নিচের বাক্সে) : "dinaguli, <b>raataguli<b>"। কিন্তু ট্রান্সলিটারেট করলে জিনিসটা দেখাচ্ছে (ওপরের বাক্সে) : <b>"দিনগুলি, রাতগুলি'<b>

    ২। আরএফই: বোতাম টিপে ট্রান্সলিটারেট করার বদলে স্ক্রিপ্ট দিয়ে অটো-ট্রান্সলিটারেট করতে হবে। মামুর কলে এখন যেমন হয়।

    ৩। গুরুতে এই জিনিস অ্যাড করা যাবে কিনা সন্দেহ আছে। ঈশানের দাবি অনুযায়ী সব কোড হারিয়ে ফেলেছে। আমাদের উৎসাহ হারিয়ে ফেলার সেটা ছিল একটা কারণ। :)

    এইবার ঘুমুতে গেলাম।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৫৪408438
  • আমার কতকগুলান কতা ছিলো, গুরুর আর ঈশানের এডিটারে, এখানেই কই,

    ঈশনের এডিটারে বাংলাপ্লেন-এ টাইপ করলে, তার্পর সেটার রোমান, 'বাংলা লেখার নতুন কল'-এ নিয়ে এসে পেস্ট করলে, হুবহু হয়না, যেমন য-ফলা, চ, ছ ইত্যাদি।

    বোল্ড, আইটালিক্স ইত্যাদি, 'বাংলা লেখার নতুন কল'-এ আসেনা।

    [email protected] তে মেল পাঠাবো।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৫৭408449
  • ইশানের এডিটরটা এইবার বাতিল করে দিলেই হয়। যে জিনিসগুলির কথা লিখেছ সেইগুলি ওই প্লাগইনটা দিয়ে সবই হয়।

    প্লাগইনটার কিছু নোন ইস্যুজ আছে। কিন্তু এডিটরটার থেকে অনেকগুণ ভাল।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:৫৯408460
  • ও হ্যাঁ, বাংলাপ্লেনের রোমান ট্রান্সলিটারেশন করা যাবে না।
  • arjo | 168.26.215.13 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:০০408482
  • অটোমেটিক হচ্ছে তো। একবার বোতাম টিপলেই হল। তারপর নিজে থেকেই হচ্ছে।
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:০০408471
  • অর্পণ, অনলাইন যে কলটা সেটা জাস্ত ডেমো। ওটার পেছনে খুব বেশি সময় আমি ব্যয় করিনি। পরে দেখতে হবে, ওখানে সময় ব্যয় করা কতটা যুক্তিযুক্ত।

    আপাতত: স্টান্ড-অ্যালোন এডিটরে মনোনিবেশ করেছি।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:০৩408488
  • ন্যাড়াদা, ওকে।

    আজ্জো: ফাফতে হচ্ছে না।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:০৫408489
  • তাইলে ট্রাই করে দেখি, মানে একবার চেষ্টা দিয়েছিলাম, কিন্ত কেন জানিনা, ওটা আমার হোম এক্সপি-তে চলেনি।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:০৬408490
  • ওপেনাফিস আছে? তালে তো প্রবলেম হবার কথা না।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:১২408491
  • মানে ওপেন অফিস, তখন ছিলো না, তাপ্পর ডাউনলোড কত্তে চাইলুম, তো নর্টন কি একটা প্রবলেম দিলো, তাপ্পর বোর হয়ে ছেড়ে দিলুম। আজ আবার ট্রাই কব্ব।
  • bitoshok | 134.84.199.23 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:১৩408492
  • ব্যাপক হয়েছে। opensuse - 11.1 ইনস্টল করলাম। চলছে। feedback কি এখানে দেব - না প্রজেক্টের পাতায়?

    এডিটর টা ইনস্টল করেই দু -একটা জিনিস যা মনে হল :

    ১) সমস্ত ফন্ট ব্যাবহার করা যাচ্ছে না।

    ২) ইংরেজি লেখারও অপশন থাকা উচিত।
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:১৬408494
  • ফীডব্যাক প্রজেক্টের পাতায় দিলেই ভাল, অন্যরা পরে উপকৃত হতে পারে।

    ১। যে বাংলা ফন্ট ব্যবহার করা যায়, ফন্ট ড্রপডাউন লিস্টে তার পাশে [Supported] লেখা থকবে।

    ২। ইংরিজি লেখার কোন আলাদা কায়দা নেই। স্রেফ একটা ইংরিজি ফন্ট সিলেক্ট করে লিখে গেলেই হল।
  • Binary | 198.169.6.69 | ৩১ জানুয়ারি ২০০৯ ০১:২২408495
  • অফিসের মেশিনে, অ্যাডমিন প্রিভ ইত্যাদির চক্করে এডিটার-টা ইনস্টল করা যাচ্ছে না। বাড়ী গিয়ে দেখি।
  • Ishan | 12.163.39.254 | ৩১ জানুয়ারি ২০০৯ ০২:৫৩408496
  • হেবি হয়েছে। সফটওয়্যারের পাতায় লিংক দিয়ে দেব? আপত্তি না থাকলে?

    এ ছাড়াও অনেকগুলো ফিচার আমি বলতে পারি, যেগুলো দরকার:

    ১। ইউনিকোড সাপোর্ট। আভি চাহিয়ে।

    ২। সাপোর্টেড ফন্ট গুলোর টেক্সট সিলেক্ট করে অন্য সাপোর্টেড ফন্টে চলে গেলে অটোমেটিক কনভারসান হয়ে যাবে।

    ৩। কি লে আউট। একটা ইন্টারফেস চাই, যেখানে ইউজার নিজেই কিবোর্ড লে আউট বানিয়ে নিতে পারবে। সেটা ফোনেটিক হবেনা। কিন্তু ইউজার সেটা বানিয়ে নিতে পারবে। টেক্সট ফাইলে লিখেই হোক, বা ইন্টার‌্যাকটিভ।

    এইগুলো হয়ে গেলেই, এটা একটা ফুল ফ্লেজেড এডিটার হয়ে যাবে।

    ও হ্যাঁ, বাংলা ইউনিকোড ফন্টগুলোর অটোমেটিক ডিটেকশন মেকানিজম থাকলে ভালো হয়। মানে, কনফিগারেশনে আপনি লিখে রেখেছেন সোলাইমান লিপি, কাজেই ইউনিকোডে লিখতে গেলে শুধুই সোলাইমানলিপি দিয়ে লিখতে হবে, এটা না হওয়াই ভালো। তবে এটা লো প্রায়োরিটি ফিচার।
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৩:২৩408497
  • ওপেন সোর্স মাল। লিংক, সোর্স যা খুশি দিয়ে দাও। নো আপত্তি। আমি তো জিগেস-টিগেস না করেই গুরুচন্ডালীর নাম, লিংক, সৈকত বন্দোপাধ্যায়ের নাম - সব দিয়ে দিয়েছি।

    তুমি কোন এডিটর দেখছো? ওয়েববেসড না ডাউনলডেবল? (২) নংটা ডাউনলোডেবলে হওয়া উচিত, না হলে বাগ পেয়েছ।

    ইউনিকোড সাপোর্টের অধিকাংশ কাজই করা আছে, কিন্তু কয়েকটা টেকনিকাল জিনিস ভেবে দেখে তারপরে ফাইনাল ইমপ্লিমেন্টেশন করব।
  • Ishan | 12.163.39.254 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৩:২৭408498
  • ওয়েববেসডও আছে নাকি? দেখিনি তো। এখুনি দেখছি।

    দুই নং টা টেস্ট করে দেখলাম, ঠিকই আছে। আমিই ভুলভাল কিছু করেছিলাম।
  • lcm | 128.48.7.222 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৩:৩৬408499
  • বাহ! খাশা হয়েছে। সিম্পল এবং কাজের। Tools->Show Roman অপশনটা ইউসফুল।
  • bitoshok | 134.84.199.23 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৪:২৩408500
  • ফন্ট বদলালে ফর্মাটিং নষ্ট হয়ে যাচ্ছে। সব স্পেস খেয়ে পুরোটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে।

    সম্বিত, আপনি একুশে-অর্গের 'ভাষা' দেখেছেন?
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৪:৫৬408501
  • হ্যাঁ, রাইট। ওটা একটা ওপেন ইশু। রিডমি-তে ঢোকেনি। বেসিকালি, ফন্ট বদলালে স্পেস হাওয়া হয়ে যাচ্ছে। তাইতো?

    ভাষা আমি ইনস্টল করে দেখিনি। তবে ওদের দেখছি একই বাগ আছে। অন্তত: ওয়েবপেজে তাই বলছে।
  • bitoshok | 134.84.199.23 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৫:৩৪408502
  • হ্যাঁ একজ্যাক্টলি তাই হচ্ছে। ভাষা-র ৩১.০৮.০৮ ভার্সন ইনস্টল করে দেখলাম, সেখানে এই সমস্যা টা নেই। আমি একাধিক ফন্ট ট্রাই করে দেখলাম। শুধু সোলাইমান লিপিতে উল্টো জাতের সমস্যা হচ্ছে।
  • bitoshok | 134.84.199.23 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৫:৪৩408505
  • আমার jre ভার্সন 1.6.0_11if that helps
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন