এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গলিপি.অর্গ (bongolipi.org)

    Sambit
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০০৯ | ৯৭২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪০408539
  • চেক-আউটে গোলমাল হচ্চে? বার দুই চেক-আউট করে দেখলুম তো। ফেডোরায় করে দেখে বলছি।
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬408540
  • মেশিনের ঘাপলা না জানলার ঘাপলা জানি না, তবে জেপেগ ছবি আর ওডিটি ডকু - দুটোই দেখতে পাচ্ছি - ফেডোরায় নতুন চেক-আউট করে।
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২408541
  • বা রে বা - সিগউইন দিয়ে চেক-আউট করলুম, দিব্যি ঠিক আছে। TortoiseSVN আর একলিপ্স দিয়ে করলে ওগুলো খোলা যায় না। সম্ভবত: প্যারামিটারগুলো (ওই z3) ইত্যাদি নিচ্ছে না বলে।
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩১408542
  • একটা বাগ (?) রিপোর্ট করছি।

    বাংলাপ্লেনে আ + ম + ই লিখে "আমি' শব্দটি লিখলাম। এইবার ব্যাকস্পেস চাপলাম। তারপরে আবার ম লিখতে গেলাম। তাতে java.lang.ArrayIndexOutOfBoundsException এরর আসছে।
  • nyara | 67.88.241.3 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৬408543
  • এই বাগটা আমি জানি। তবে খুবই লো প্রায়োরিটি। রেসিডুয়াল এ-কার বা ই-কার থাকলে এটা হয়। ম-এর সঙ্গে ই-কার-টা পুঁছে দিলে কোন গোলমাল থাকে না।
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০১408544
  • বাগ - ২

    ম-এ জ-এ, ম-এ স-এ, ম-এ ট-এ যুক্তাক্ষর দেখাচ্ছে কেন?

    (এরকম আরো থাকতে পারে)
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১১408545
  • শব্দের শুরুতে র -এর পর জ লিখলে "র্জ" না লিখে "রজ" দেখাচ্ছে। এইটা জানি না ভেবেচিন্তে করা হয়েছে কিনা!

    র-এর পরে ম লিখলে (শব্দের শুরুতে) কিন্তু যুক্তাক্ষর দেখাচ্ছে।
  • d | 117.195.34.126 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৩408546
  • ম'য় ট বা ক'য় ট বা ক'য় ত ইত্যাদিতে যুক্তাক্ষর দেখানো মনে ঠিকই আছে। তুমি নিশ্চয় লুপ্ত "অ'টা লিখছ না, তাই জুড়ে যাচ্ছে। ঈশানের কলে এরকম সবকটা জুড়ে যায় না বটে, কিন্তু ভাষারীতি অনুযায়ী সেটা ঠিক নয়। হয় ম'য় হসন্ত দিয়ে ট আসাছিৎ, নয়ত জুড়ে যাওয়া উচিৎ।
  • d | 117.195.34.126 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৪408547
  • *দেখানো মনে হয়
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২০408549
  • কেন জুড়ে যাওয়া উচিৎ? ম-এ ট-এ যুক্তাক্ষর তো ভাষারীতি অনুযায়ী কখনোই অনুমোদিত নয়। না এপার বাংলায়, না ওপারে।

    আর ক-এ ত-এর জন্য আমি তো কিছু লিখিনি!
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৫408550
  • অনুমোদিত যুক্তাক্ষর কী কী হতে পারে বর্ণপরিচয় খুললেই দেখা যায়। যদিও বিদেশী ভাষার শব্দ সাপোর্ট করার জন্য নতুন কিছু যুক্তাক্ষর অ্যাড হয়েছে পরে, যেমন ফ্ল বা ভ্ল। ঈশানের কলে তো ভুল কিছু দেখি না।

    অভ্রর ডকুমেন্টেশনের যে লিংকটা ইউনিকোড শেখানোর টইটাতে দিয়েছি সেখানেও দেখা যেতে পারে পুরো লিস্টটায় কী কী থাকা উচিত।
  • d | 117.195.34.126 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৪408551
  • আমি যতটুকু জানি, বাংলায় আমরা যখন বলি ম তখন আসলে সেটা ম্‌+অ=ম। এখানে অটা লুপ্ত থাকে। সে ম'য় ট'য় জড়িয়ে কোন শব্দ থাকুক বা না থাকুক ঐ লুপ্ত অ'এর অস্তিত্ব স্বীকার করলে লজিক্যালি ম-এর পরে অ না দিয়েই ট দিলে জুড়ে যাওয়া উচিৎ। ঈশানের কলে জুড়ে দেয় না কিন্তু ম-এর সাথে হসন্ত লাগিয়ে দেয়।

    কাজেই আমার ধারণা যখন কম্পুকে শেখানোর চেষ্টা হয়, তখন ঐ লুপ্ত অ না থাকলে জুড়ে দিতে শেখানোটা সহজও হয় আর ম্‌+অ=ম কাজেই "অ' না থাকলে জুড়ে দাও -- এটা লজিক্যালও মনে হয়। ধর যদি ক'য় ট নেই। তাহলে আমি এরকম বলতে পারি:
    "লোকটা একটা অ্যাক্টো করে দেখালো' । এবারে এটা কম্পুকে শেখাতে গেলে ঐ লুপ্ত অ লজিক মেনেই যেতে হবে তাই না? অবশ্য এই দ্বিতীয়টা ফন্ট লিখিয়েরা, মানে ঈশান, ন্যাড়াদা ইত্যাদি কনফার্ম করতে পারবে।
  • Arpan | 122.252.231.12 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:৩৯408552
  • তিনটে জিনিস বলার আছে। আমি যা বুঝি।

    ১। প্রথমটা লুপ্ত অ নিয়ে। যখন আমরা ক বলি তখন সেটি ক্‌+অ। অ-টি লেখার সময় আমরা ইউজ করি না। তাই লুপ্ত। কিন্তু যখন অ্যাক্টো বলি, তখন উচ্চারণরীতি অনুযায়ী ক আর ট-এর মাঝে কোন অ থাকে না। কাজেই ক আর ট পাশাপাশি বসলে (মানে উচ্চারিত হলে) হয় সেই কম্বিনেশনটির জন্য যুক্তাক্ষর ইউজ হবে অথবা যাদের জন্য যুক্তাক্ষর নেই সেইখানে বর্ণদুটির মাঝে হসন্ত বসবে। এইখানেই স্ট্যান্ডার্ডাইজেশনের প্রশ্নটি চলে আসে।

    ২। কম্পুতে যেকোন দুটো ব্যঞ্জনবর্ণ পাশাপাশি জুড়ে দেওয়ার মত গ্লিফ পাওয়া যায় বলেই প্রচলিত বা অকাদেমিসিদ্ধ বানানরীতির বাইরে বেরিয়ে পড়ব, এইটা হওয়া উচিৎ নয়। কোন স্কুলের ছাত্র যদি ম আর ট পাশাপাশি বসিয়ে নতুন যুক্তাক্ষর বানিয়ে লেখে তার জন্য কি সে নম্বর পাবে? এইবার কলকাতায় গিয়ে দেখলাম হল্‌দিরামের দোকানে হিন্দি আর বাংলায় দোকানের নাম লিখতে গিয়ে ল আর দ-এর যুক্তাক্ষর ইউজ করেছে। হিন্দিতে আমার কোন আইডিয়া নেই এই, যুক্তাক্ষরের ব্যবহার হয়ত ভ্যালিড, কিন্তু বাংলায় নয়। মানে এখনো পর্যন্ত নয়। ওই মাঝে হসন্ত বসিয়েই কাজ চালাতে হবে।

    ৩। ন্যাড়াদা বা ঈশান সেই অর্থে ফন্ট লিখিয়ে নন। এরা কেউ ফন্টের গ্লিফ ডিজাইন করেননি। যেইটা করেছেন প্রচলিত গ্লিফ ব্যবহার করে কম্পুতে ফোনেটিক্যালি সহজে বাংলা লেখার কাজটি করেছেন।
  • nyara | 64.105.168.210 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৫408553
  • অর্পণের লজিকটাই পুরো ভুলভাল। আমি ভাষারীতিতে কোন কোন বর্ণ যুক্ত হতে পারে এই নিয়ে যে কোন নিয়ম আছে, তাই জানিনা। থাকলেও, এবং আমি জানলেও, সেগুলো এনফোর্স করার প্রশ্নই ওঠে না। এডিটর গ্রামারপুলিশ নয়। নয়তো এরপরে আসবে, অমুক বানান অসিদ্ধ, কেন এডিটরে লেখা যাচ্ছে।

    পুরো ইমপ্লিমেন্টেশনটাই কমন সেন্স অ্যাপ্রোচে করা। কোন শব্দই রেফ-ওলা অক্ষর দিয়ে শুরু হতে পারে না। তাই ওটা রাখা হয়নি। কিন্তু সেটাও ভুল। কেউ ইচ্ছে করলে সেটাও লিখতে পারা উচিত। আমি মনে করি ওটা বাগ। কিন্তু খুবই লো প্রায়োরিটি।
  • Arpan | 122.252.231.12 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১০408554
  • হতে পারে লজিক ভুলভাল। কেন যদিও বোঝা গেল না।

    তবে এই পর্যন্ত যতগুলি বাংলা লেখার এডিটর/সফটওয়্যার দেখেছি তাতে যা-ইচ্ছে-তাই যুক্তাক্ষর লেখা যায় না। বাংলালাইভ, পরবাস অক্ষর বা অভ্র বাদ দিলেও বাকি যেগুলি আছে সবার কথাই বলছি।

    যাগ্গে, কাটিয়ে দিন। যে লিখবে সে তার যা প্রয়োজন সেই অনুযায়ীই লিখবে।
  • Arpan | 122.252.231.12 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১১408555
  • ** বাকি যেগুলি দেখেছি
  • Somnath | 117.194.196.135 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৮408556
  • আমি অপ্পনের সাথে আছি।

    একটা অ্যামেচার প্রচেষ্টা নামাবো, মোটামুটি বাংলা অক্ষর লিখতে পারলেই কাজ চলে যাবে এই অ্যাপ্রোচ হলে ন্যাড়াদা সঠিক আর আমারও কিছু বলার নেই। কথা তখনই আসে যখন স্ট্যাণ্ডার্ডাইজেশনের প্রশ্ন আসছে। যে কাজটা ইউনিকোড ফোরামগুলো রিলিজিয়াসলি করতে চাইছে। সারা পৃথিবীর লোকের ইউজ করার জন্যে একটা স্ট্যাণ্ডার্ড বাংলা প্ল্যাটফর্ম বানাতে হলে বাংলা ভাষারীতি জানিনা বললে চলবে কি করে? মানে, চলবে। তবে, তখন ভাষারীতি জানা একটা লোককে কনসাল্ট্যান্ট রাখতে হবে এই আর কি।

    বাংলা বানান ইত্যাদি জিনিসপত্র অ্যাকাডেমী প্রভৃতি কিছু জায়গার কল্যাণে ওয়েল ডিফাইন্ড। আপনি যদি বাংলা স্পেল চেকার নামাতে পারেন সে তো অবশ্যই প্রচণ্ড ভালো কথা। না পারলেও, যে কোনো অক্ষর গায়ে গায়ে জুড়ে যেতে পারে গোছের ওপেননেস রাখলে সেটা বাংলা এডিটর হবে না, অন্য কিছু হবে। এই ধরুন "নতুন বাংলা অক্ষর আঁকার কল' বা "এক্সপেরিমেন্ট উইথ বাংলা লেটারস' জাতীয় কিছু। খেলাধুলোর জন্যে তার প্রচুর গুরুত্ব থাকবে, কিন্তু সিরিয়াস কাজে সেটা ইউজ করা একটু চাপ হবে। যাকে নন-স্ট্যাণ্ডার্ড বলে ডিফাইন করা হয় আর কি।

    সেলসিয়াসটেক এর বাংলা কী রিং দেখো। বাংলালাইভ যেটা ইউজ করে। মামুর চেয়ে অনেক বেটার। অনলাইন ডেমো ও তো ছিল।
  • nyara | 64.105.168.210 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৫408557
  • সবচেয়ে বড়কথা ভাষারীতি টেকনিকালি স্ট্যান্ডার্ড নয়। গাইডলাইন।

    তাও যদি স্ট্যান্ডার্ড বলেই ধরে নিই, ভাষার স্ট্যান্ডার্ডাইজেশনের মানে এই নয় যে, এর বাইরে কিছু লিখতে দেব না। স্ট্যান্ডার্ডাইজেশনের মানে এই হল মান্য ব্যাপার। মান্যতা ব্যাপারকে বেশিদূর টানলে, বিশেষ করে ভাষার ব্যাপারে, সেটা গেস্টাপোগিরি হয়ে যায়।

    দুনম্বর এই সিরিয়াস আর ছেলেখেলার আলোচনা বালখিল্য ব্যাপার। কোনটা সিরিয়াস আর কোনটা ছেলেখেলা সেটার জন্যে আবার অকাদেমি করতে হবে। সিরিয়াস কাজের ব্যাপারে একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক ম-য়ে ট মান্য ভাষারীতি নয়। কাজেই অমুক এডিটর ওটা লিখতে দেয়না। ভাল কথা। এইবার আমি যদি একটা সিরিয়াস প্রবন্ধ লিখতে চাই যেখানে মান্য ভাষারীতি নিয়ে আলোচনা করতে চাই, কোন যুক্তাক্ষর মান্য নয় - এই নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু অমুক এডিটরে আমি ম-য়ে ট লিখতেই পারছিনা। এটা একটা উদাহরণ। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়।
  • lcm | 69.236.160.147 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩১408558
  • বোঝো! আরে বাবা, ইংরেজি কি বোর্ডে বাংলা লিখছ, তার ওপরে আবার যুক্তাক্ষর। কিসের এত স্ট্যান্ডার্ড?
    হসন্ত বা রেফ অক্ষরের চিহ্ন ইংরেজি কিবোর্ডে নেই, এখানে underscore দিলে হসন্ত হয়। অন্য সফটওয়ারে অন্য কিছু দিলে হয়। আমি চাই যে বাংলা সফটওয়্যারই খুলি না কেন, হসন্ত টাইপ করতে গেলে একটা ইউনিক কি স্ট্রোক থাকবে। ঠিক যেমন, ওয়ার্ড, নোটপ্যাড, ভিআই.. যে এডিটরই খুলি না কেন, কি বোর্ডে underscore টাইপ করলে এডিটরে '_' লেখা ফুটে ওঠে। বাংলা কিবোর্ড ছাড়া এই স্ট্যান্ডার্ড বানানো তো মুশকিল।
    আর বাংলা ফোনেটিক্স টাইপিং-এর স্ট্যান্ডার্ড তো একটা ঘাঁটা ব্যাপার। যেমন, "জ্ঞ' - এখানে j`N দিলে হয়। আমি তো ভাবছিলাম গ-এর সাথে ঞ লাগিয়ে দেবো, 'বিশেষজ্ঞ' শব্দের মধ্যে যে এক পিস "জ' লুকিয়ে আছে কি করে জানব, উচ্চারণ শুনে তো বোঝার যো নেই। বা, "ক্ষ' , কোনো বাংলা সফটওয়্যারে ক+খ+ষ+... ইত্যাদি, এখানে জাস্ট একটা x টাইপ করলেই হয়ে গেল 'ক্ষ'-র মত একটা যুক্তাক্ষর।

    আর ইউনিকোড তো শুধু ডকুমেন্ট পোর্টেবিলিটি-র সল্যুশন। ঠিক আছে পৃথিবী শুদ্ধু সবাই মেনে নিল যে হসন্ত হল ইউনিকোড 09F2 বা হোয়াটএভার - http://unicode.org/charts/PDF/U0980.pdf, কিন্তু কি স্ট্রোক ম্যাপিং তো সফটওয়্যারের ইচ্ছের ওপর। যে সফটওয়্যার ব্যবহার হচ্ছে সেখানে কোন কিবোর্ড ইউস করলে হসন্ত তৈরী হবে তার স্ট্যান্ডার্ড কে বানাবে? বাংলায় কিবোর্ড তো নেই। ইউনিকোডে একটাই সুবিধে যে ডকুমেন্টের ইউনিকোড ভার্শান নিয়ে অন্য ইউনিকোড সাপোর্টেড সফটওয়্যারে ফেললে পড়া যাবে।

  • shyamal | 72.24.214.129 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৫৪408560
  • এল সি এম,

    তুমি যেটা চাইছ, স্ট্যান্ডার্ড বাংলা কি বোর্ড -- সেটা হতে পারেনা। কারণ ইউরোপিয়ান ভাষাগুলো লিনিয়ার আর ভারতীয় ভাষারা ফোনেটিক।
    বাংলায় কি বোর্ড করতে গেলে প্রতিটি সিম্বল আর যুক্তাক্ষরের জন্য একটা ইউনিক কি থাকতে হবে। তাহলে কি বোর্ডে কয়েকশো কি থাকতে হবে। সেটা হলেও সুবিধা নেই। আমরা ষ এর পর ট লিখে ষ্ট করতে অভ্যস্ত। এখন যদি তিনশো কিয়ের মধ্যে ষ্ট এর কি খুঁজতে হয় সেটা সুবিধাজনক হবেনা।
    স্ট্যান্ডার্ড বেরোনোর আগে নানাবিধ এডিটার চলুক না। ঠাকুর কইয়া গেসেন, যত মত তত পথ। কোন কমিটি করে স্ট্যান্ডার্ড তৈরী করায় লাভের চেয়ে ক্ষতি অনেক বেশী। তার চেয়ে ঢের বেশী ভাল হল অনেক রকম এডিটার বাজারে আসুক। লোকে যেটা বেশি নেবে, সেটাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে।
    যেমন টিসিপি-আইপি বনাম ও এস আই যুদ্ধে প্রথম জন জয়ী হল।
  • bitoshok | 75.72.245.81 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৫৫408561
  • প্রতিটা সিম্বল আর যুক্তাক্ষরের জন্য আলাদা কি লাগবে কেন? মানে ওটা ছাপাখানার যুগে লাগতো, ডেস্কটপ পাব্লিকেশনের যুগে সেটা অপ্রয়োজনীয়। ঐ ষ এর ট লিখলে ষ্ট হবে ওটাই ঠিক আছে। আমার তো মনে হয় লিপিকার দের ঐ বিশেষ যুক্তাক্ষর গুলোর জন্য বিশেষ সিম্বল সেগুলো-ও ঝেড়ে ফেলা যেতে পারে। যেমন 'জ্ঞ', 'ক্র' ইত্যাদি।
  • lcm | 69.236.160.147 | ০৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৫৬408562
  • না, আমি আড়াইশোটা কি-ওয়ালা কিবোর্ডের কথা বলি নি। কিবোর্ড ম্যাপিং এর স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলছিলাম। টাইপ তো করতে হয়ে ইংরেজি qwerty কিবোর্ডে। তো , সেখানে কোন্‌ কি প্রেস করলে কি বাংলা অক্ষর ফুটে উঠবে তার স্ট্যান্ডার্ড কে করবে? বিশেষ করে, যে চিহ্ন গুলো ফোনেটিক্যালি ম্যাপ করা যায় না, যেমন চন্দ্রবিন্দু বা হসন্ত। এক এক বাংলা সফটওয়্যারে এক এক রকম কি প্রেস করলে এই অক্ষরগুলো আসে।
  • Sambit | 64.105.168.210 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৬408563
  • বঙ্গলিপি এডিটরে ইউনিকোড সাপোর্ট যোগ করা হয়েছে। কিছু ক্যাভিয়াট-সহ। যদি কেউ টেস্ট করে দেখতে পারেন, খুব ভাল হয়। কারণ, উইন্ডোজে আমার পক্ষে খুব খুঁটিয়ে টেস্ট করা সম্ভব নয়।

    পাওয়া যাবে: বঙ্গলিপি ডাউনলোড সেকশনের আনফিশিয়াল রিলিজে:

    http://bongolipi.org/drupal/node/16
  • bitoshok | 128.101.220.108 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৩২408564
  • সম্বিত, আপনার প্রোগ্রামে কোন পিডিএফ লাইব্রেরি ব্যবহার করেছেন?
  • Sambit | 64.105.168.210 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৪৪408565
  • iText - সেখানে indic সাপোর্টের খামতি জানার জন্যে এইটা দেখুন:

    http://itext.ugent.be/library/question.php?id=741
  • d | 117.195.39.97 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৬408566
  • ইউনিকোড ভার্সান নামিয়ে টুকটাক লিখলাম। প্রাথমিক পর্যবেক্ষণ

    ১। দাঁড়ি বা ফুলস্টপ নিচ্ছে না কিছুতেই। অন্যান্য যতিচিহ্‌ন্‌গুলো মোটামুটি কাজ করছে। কিন্তু ফুলস্টপ নিচ্ছেই না।

    ২। "অ্যা', "ৎ' এদিটারে বেশ সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু সেইটে কপি করে জিমেলে পেস্ট করলে চৌকো বাক্স হয়ে যাচ্ছে।

    ৩। এইটা আমি কিছু গড়বড় করেছি কিনা জানি না। এটা ঠিক শো-স্টপার নয়, তবু লিখে দিই। ইউনিকোড থেকে ইংরিজিতে গিয়ে আবার ইউনি-বাংলায় ফিরতে চাইলে ভীষণ ঝামেলা হচ্ছে। একটা শব্দ লিখে ফিরতে দিচ্ছে না, স্পেস দিয়ে আরেকটা কিছু ইংরিজিতে রেখে তবে আস যাচ্ছে। পরে অবশ্য অবাঞ্ছিত অংশটা মুছে দিলেও চলবে। আবার কোনরকম যতিচিহ্ন ব্যবহার করলেই লাফিয়ে ইংরিজিতে ফেরত চলে যাচ্ছে।
  • Sambit | 64.105.168.210 | ১৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩০408567
  • ১। দাঁড়ির জন্যে '' (pipe) ব্যভার করুন। বাংলাপ্লেন ফন্ট একটা নন-স্ট্যান্ডার্ড ম্যাপিং করেছে দাঁড়ির, ফলে ঐট অন্য কোন ফন্টে ইমপ্লিমেন্ট করা কঠিন, এবং নন-স্ট্যান্ডার্ড হবে।

    ২। ওটা খুব সম্ভবত: আপনার ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড ফন্টের খামতি। সেট চেঞ্জ করে দেখুন। যেমন আমার ফায়ারফক্সে জিমেল করে পেস্ট করলে ৎ ও অ্যা ঠিকই দেখাচ্ছে।

    ৩। খুব ভাল বুঝতে পারিনি। একটা ইউজকেস দিন।
  • Sambit | 64.105.168.210 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৭408568
  • আলোচনার জন্যে একটা ইয়াহু গ্রুপস খোলা হয়েছে। উৎসাহী যে কেউ যোগ দিতে পারেন। মূলত: ঠিক করা দরকার যে কী করলে ডিজিটালি বাংলা লেখা ব্যাপারটা আর ব্যাপক হয়। প্রচুর লোকের এই ব্যাপারে চিন্তাভাবনা আছে। সেগুলো এক জায়গায় জড়ো করে জানা প্রয়োজন যে সীমিত পরিকাঠামোয় কী করব আমরা, আগে কোনটা আর পরে কোনটা ইত্যাদি।

    যোগ দিন: http://groups.yahoo.com/group/bongolipi/

    যোগ দিতে গেলে ইয়াহুর অ্যাড্রেস থাকা বাধ্যতামূলক নয়।
  • Arijit | 61.95.144.123 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১০408569
  • হুঁ - এটা নিয়ে ইনিশিয়াল উৎসাহটা ধামাচাপা পড়ে গেছে। যা হয় আর কি। আমি গ্রুপের একটা মেল পেয়েছি, কিন্তু আমার এই গোটা কনসেপ্টটা ভিজুয়ালাইজ করতে অসুবিধা হচ্ছে। ডকুমেন্টগুলো দেখার পরেও:-(
  • d | 117.195.42.194 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ২২:২৯408571
  • ইয়াহুগ্রুপের জন্য দাবী:

    ১। বেশ কিছু পুরানো দাবীর মধ্যে একটা হল টইপত্তরেও যাতে ইউনিকোডে পোস্টানো যায়। তাহলে আরো কিছু লোক বিভিন্ন আলোচনায় অংশ নিতে পারেন।

    ২। ঈশানের লেখা একটা ইউনিকোড ট্যু বাংলাপ্লেইন কনভার্টার আছে। সেটায় সমস্যা হল কনভার্ট করলে বাংলিশ ফর্মে আসে বটে, কিন্তু তার থেকে সমস্ত "য়' বাদ চলে যায়। "জায়গা' হয়ে যায় "জাগা' ইত্যাদি।
    তো, এইটা যদি আরেকটু ফাইন টিউন করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন