এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বঙ্গলিপি.অর্গ (bongolipi.org)

    Sambit
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০০৯ | ৯৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sambit | 67.88.241.3 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৫:৪৯408506
  • let's take this offline. ফিক্স করে বাগ রিপোর্ট আপডেট করে দেব কয়েকদিনের মধ্যে।
  • Binary | 70.64.8.206 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৮:১৫408507
  • ন্যাড়ার কল দারুণ কাজ কচ্ছে। আর দুএকটা ভাল ফন্ট চাই।
  • d | 117.195.36.200 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:৫৭408508
  • বা: দারুণ হয়েছে।

    আচ্ছা এটায় বাংলাপ্লেনে লিখে ইউনিকোডে ট্র্যান্সলিটারেট করা যাবে? আমি বাংলাপ্লেনে লিখে ফন্টটা বদলে সোলেইমানলিপি করতে সেটা রোমানে চলে এলো।

    গুচ'র জার এডিটারে বাংলাপ্লেন থেকে ইউনিকোদে নিয়ে ফেলা যায়। কিছু জিনিষ ভুলভাল আসে, সেতুকু সারিয়ে নেওয়া যায়। অর্পণের ওপেন অফিসের প্লাগইনেও বাংলাপ্লেনের কি-লেআউট ব্যবহার করে ইউনিকোডে লেখা যায়। সেই সুবিধেটা এই এডিটারে পেলে খুব ভাল হয়।

    এখন তাড়াহুড়োতে বেশী ঘেঁটে দেখতে পারলাম না। পরে ভাল করে দেখে লিখছি।
  • Blank | 59.93.205.118 | ৩১ জানুয়ারি ২০০৯ ১১:২৬408509
  • বাহ সুন্দর বেশ হয়েছে জিনিসটা। পরে আরো ঘেঁটে দেখবো, কিন্তু জিনিসটা ব্যপক লাগছে
  • Binary | 70.64.8.206 | ৩১ জানুয়ারি ২০০৯ ২২:৪৯408510
  • দুটো সিম্পিল প্রশ্ন ছিলো।
    ১) ন্যাড়াকে, আইটিএক্স ফন্ট ড্রপডাউন লিস্টে দেখচ্ছে না, কি করে আনব ?
    ২) এটা অর্পনকে, ওপেনাফিস বাংলা ইনস্টল করেছি, কিন্তুক, সোলাইমান লিপিতে টাইপ করলে জাঙ্ক দেখাচ্ছে। আরকি ফন্ট ইনস্টল কত্তে হবে ?
  • Arpan | 122.252.231.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০৪408511
  • ১। সোলেইমানলিপিতে লিখতে গেলে আগে ইউনিকোড মোড সিলেক্ট করতে হবে। ওপরের মেনু অথবা টুলবারে গিয়ে।

    ২। তারো আগে দেখে নাও সোলেইমানলিপি ফন্ট ইন্সটল হয়েছে কিনা। প্লাগইনটা অ্যাড করার পরে একবার কম্পু রিস্টার্ট করতে হয় ফন্টটা ঠিকমত ইন্সটলিত হতে। অথবা ম্যানুয়ালি আরেকবার ফন্ট ফোল্ডারে ঢুকে ইন্সটল করে নাও।
  • nyara | 64.105.168.210 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৪408512
  • বাইনরিদা, ইনস্টলারের ফন্ট ইনস্টল করে দেওয়ার কথা।

    ১। তোমার ফন্ট ফোল্ডারে দেখ itxBeng আছে কিনা। যদি না থাকে তাহলে bongolipi.org-এর ডাউনলোড পাতা (http://bongolipi.org/drupal/node/16) থেকে ফন্ট প্যাকেজ ডাউনলোড করে ফন্টটা ইনস্টল করে নাও। ইনস্টল কি করে করতে হবে, পাতাতেই লেখা আছে। তারপরে এডিটর রিস্টার্ট করে দেখ।

    ২। যদি ফন্ট ফোল্ডারে ফন্ট থাকে, কিন্তু এডিটরের ফন্ট ড্রপডাউনে itxBeng দেখতে না পাও, তাহলে ঘাপলা কি আমি জনিনা। আরেকটু গবেষণা করতে হবে। জানাও।
  • Binary | 70.64.8.206 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০০408513
  • ন্যাড়া আর অর্পন, সোলাইমানলিপি আর আইটিএক্স, দুটো ফন্ট-ই উইন্ডোজ-এ ছিলো, কিন্ত আরএকবার দুটো-ই ইনস্টল করলাম, এখন আর কোনো প্রবালেম নেই।

    থ্যাঙ্কু।
  • Sambit | 67.88.241.3 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৮408514
  • বীতশোক, ফন্ট চেঞ্জে স্পেস ইত্যাদি হাওয়া হয়ে যাওয়ার বাগ ফিক্স হয়েছে। পরের অফিশিয়াল রিলিজের জন্যে অপেক্ষা করতে পারেন। অথবা, bongolipi.org-এর Editor->Download সেকশন থেকে আনঅফিশিয়াল রিলিজ ব্যবহার করে দেখতে পারেন। নিজ দায়িত্বে। :)
  • bitoshok | 128.101.220.108 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৯408516
  • করে দেখলাম। ঠিক আছে। ধন্যবাদ। itxbeng -এর ক্ষেত্রে '। ' -ম্যাপিং টা কি ঠিক আছে?
  • Sambit | 67.88.241.3 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০২:২৪408517
  • itxBeng যদি ব্যবহার করেন গুচ scheme দিয়ে তাহলে '।'-র জন্যে '|' (pipe) ব্যবহার করতে হবে। Editor->Help সেকশনের প্রাইমারের লেখা আছে। কেলোটা banglaplain-এর নন-স্ট্যান্ডার্ড কী-ম্যাপিং ইমপ্লিমেন্টেশনে কুফল।
  • Ishan | 12.217.30.133 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:০৬408518
  • ন্যাড়াদা, গুছিয়ে লিখছি এডিটরে। প্রায় সব ঠিকঠাক। গোটা দুই সমস্যা খালি চোখে পড়ল।

    ১। "জ্ঞা' লেখা যাচ্ছেনা।
    ২। "ত্ব' লিখতে গেলে tb লিখতে হচ্ছে। সেটা ঠিকই আছে। কিন্তু tw লিখলে কাজ করছেনা।

    আর ইয়ে, মানে, একটা সার্চ ঢোকানো যায় কি?
  • bitoshok | 75.72.245.81 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১408519
  • 'জ্ঞা' লেখা যাচ্ছে। j`N[space][backspace]aa-এই ভাবে লিখতে হবে। w তে আমি 'য়' পাচ্ছি।
  • Sambit | 64.105.168.210 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৬408520
  • রাইট, 'জ্ঞা' লেখা যাচ্ছে না। বীতশোকের ওয়ার্ক অ্যারাউন্ড দেখে আমি মুগ্‌ধ। 'জ্ঞা'-ট ফিক্স করেছি (অন্য কিছু ব্রেক করল কিনা কে জানে!)। নতুন বিল্ড তুলে দেব।

    ওই w-র চক্করটা আমি ইচ্ছে করেই কাটিয়ে দিয়েছি। গুচ-তে w কন্টেক্সট সেন্সিটিভ। কখন য় হয়, কখনও ব হয়। প্রথমত: কনফিউজিং, দ্বিতীয়ত: আমার ইমপ্লিমেটেশনে ওটা করা একটু অসুবিধে।

    সার্চ করব বলে প্ল্যান ছিল। কিন্তু দেরী হয়ে যাচ্ছে বলে কাটিয়ে দিয়েছি। পরের মেজর রিলিজে করে দেব।
  • Sambit | 64.105.168.210 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:২৩408521
  • ঈশান, নতুন আন অফিশিয়াল রিলিজে 'জ্ঞা' ফিক্সড। এখানে পাবে:

    http://bongolipi.org/drupal/node/16
  • shrabani | 124.30.233.104 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪০408522
  • আমি সব যুক্তাক্ষর ট্রাই করছিলাম। সংশ্লিষ্ট(sa`mshlishhTa) লিখলে একটা অদ্ভুত মতন দেখতে হচ্ছে।
  • shrabani | 124.30.233.104 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৮408523
  • কিন্তু এমনিতে দারুন! গুরুর বাংলা এডিটরে যেসব সমস্যা আসে তা প্রায় সবই উধাও।
  • d | 117.195.43.203 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৩408524
  • ১। "অশ্লীল' লেখা যাচ্ছে না। মানে "ল'টা গিয়ে "অ'এর নীচে জমা হচ্ছে আর কিরকম যেন দীর্ঘ ঊ এর মত দেখতে লাগছে। আসলে শ'য় ল'য় লিখলেই ল গিয়ে আগের বর্ণের পায়ে পড়ছে।

    ২। "ম্লান' লিখলেও কিরকম যেন দেখাচ্ছে। ম'এর ঠিক নীচে ল'টা আসছে না।

    ৩। "গার্হস্থ্য বা যেকোন হ'য় রেফ্‌ লিখতে গেলেই r এর আগে ` দিয়ে নিতে হবে। নাহলে ওটা "ড়' হয়ে যাবে।

    ৪। এখানেও হ'এর সাথে ণ দেওয়া যাচ্ছে না।
  • Somnath | 117.194.198.91 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৮408525
  • এইবারে বর্ণপরিচয় কাজে লাগবে। ওটা দেখে দেখে সব যুক্তাক্ষর লেখো। তারপর কিছু বাড়তি তিনাক্ষর (ইংরিজি স্পেসিফিক) , যেমন split লেখা যাচ্ছে? ইত্যাদি।

    আমি এখনো নামাই নি। বইমেলার পরে নামাবো।
  • nyara | 67.88.241.3 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৫৯408527
  • সবাইকে ধন্যবাদ। ট্রাই করে বাগগুলো ধরার জন্যে।

    ১। সংশ্লিষ্ট, অশ্লীল আর ম্লানে প্রায় একই ইশু। ল-ফলা ঠিক জায়গায় পড়ছে না। শ-য়ে ল-য়ের শ-টাও বোধহয় বদলাতে হবে।

    ২। হ-য়ে রেফের ইশুটা কিছু করার নেই। ওটা গুরুচন্ডালী/বাংলালাইভ স্কিমের গন্ডগোল। কন্টেক্সট সেন্সিটিভ টাইপিং স্কিম। অ্যাপ্লিকেশনের পক্ষে বোঝার কোন উপায় নেই (ডিকশনারি কনসাল্ট না করে), ইউজার কখন ড় লিখতে চায় আর কখন র্হ লিখতে চায়।

    ৩। হ-ণ দেখছি।

    ফিক্সগুলো সোজা। আজই করে দেওয়া সম্ভব। চেষ্ট করব।
  • Ishan | 12.217.30.133 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৫408528
  • ধুত্তেরি। কতো খুঁজেপেতে আধঘন্টা ধরে উবুন্টুতে জেডিকে ৫ নামালাম। এখন বলছে চলবেনা।

    ও ন্যাড়াদা, একটা ওপেন জেডিকে ৬ না কি একটা সহজে নামানোর অপশন দিচ্ছে, নামিয়ে নেবো? নাকি সান থেকেই নামাতে হবে?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৯408529
  • জাভা কোন ভার্সনটা দরকার? পুরো জেডিকে না জেআরই হলেই চলবে? ন্যাড়াদার প্রোটোটাইপ ভার্সনটা তো আমার ম্যাকে হুড়হুড় করে চলে গেসলো - জাভা 1.5 ছিলো মনে হয় ওটাতে।
  • Ishan | 12.217.30.133 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩408530
  • সাইটেই সাবধানবাণী আছে। আমি সেই দেখে আর এগোলাম না।
  • nyara | 64.105.168.210 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৪408531
  • ইউবান্টু হলে 1.6 লাগবে। সানের মালেই টেস্টেড। openjava যেটা ইউবান্টুর সঙ্গে আসে, সেটায় অন্য জাভা প্রোগ্রাম চালাতে গিয়ে মাঝে মঝে প্রবলেম পেয়েছি। কাজেই সানেই গ্যারান্টি।

    ইউবান্টু ছাড়া অন্য প্ল্যাটফর্মে 1.5-এ চলা উচিত। ইউবান্টুতে Java 1.5-এ একটা ফন্ট লোডিং বাগ আছে। তাই চলবে না।
  • nyara | 64.105.168.210 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৮408532
  • আজকের স্ন্যাপশট রিলিজে (আন অফিশিয়াল) সকালের বাগ গুলো ফিক্স হয়েছে। পাওয়া যাবে:

    http://bongolipi.org/drupal/node/16
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৭408533
  • ন্যাড়াদা, আনন্দবাজার বা আকাদেমি একটা নতুন অক্ষর ব্যবহার করে z-এর উচ্চারণ বোঝাবার জন্য। বর্গীয় জ-এর নিচে একটা ফুটকি। হিন্দির অনুকরণে। আপনার সফটওয়্যারে এই অক্ষরগুলো ইনকর্পোরেট করা যাবে?

    এই রকম আরেকটা অক্ষরের নিচেও ফুটকি দিয়ে হিন্দিতে উচ্চারণের পার্থক্য বোঝানো যায়, গ। উদাহরণ: গম্‌ (দূ:খ), গাজিয়াবাদ (গ আর জ, দুটোর নিচেই ফুটকি)।

    করা যাবে?
  • nyara | 67.88.241.3 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২৩408534
  • সিকি, এটা মূলত: ফন্টের ব্যাপার। ওরকম glyph থাকতে হবে ফন্টে। এখনও অব্দি আমি কোন বাংলা ফন্টে ঐ glyph দেখিনি। অবশ্য দুটো glyph জুড়ে কিছু কিছু ফন্টে এটা করা যাবে। তবে, ঐ নতুন মৌলিক বর্ণ স্ট্যান্ডার্ডাইজড না হলে সাপোর্ট করা মুশকিল।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৯408535
  • আচ্ছা - ইউজারের দিক থেকে নয়, তবে ডেভেলপারের দিক থেকে দু চারটে প্রবলেম পেলুম -

    (১) জেপেগ আর্কিটেকচার ডায়াগ্রামটা খুললে দূরদর্শনের লাল-নীল কালার চার্টের মতন একটা কিছু দেখছি।
    (২) পিডিএফ ফাইলটা কোরাপ্ট বলছে।
    (৩) ডিজাইন ডকটাও কোরাপ্ট বলছে।
    (৪) dia-র ছবিটায় মনে হয় কিছু নাই - ৪কেবি সাইজ বলছে।

    একমাত্র পোস্টস্ক্রিপ্ট ফাইলটা খুলতে পেরেছি।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৩408536
  • একলিপ্স দিয়ে প্রথমে চেক-আউট হচ্ছিলো না, এখন হয়েছে। ext দিয়ে হবে না, বিল্ট-ইন extssh দিয়ে করলে ধাঁ করে হয়ে যাবে।
  • nyara | 64.105.168.210 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৭408538
  • অরিজিত, তোমার মেশিনে কিছু ঘাপলা আছে। আমি CVS Browse থেকে সব কটা ফাইলই ডাউনলোড করে খুলতে পারলাম। জেপেগ তো ব্রাউজারেই দেখতে পেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন