এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৪০০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৪422087
  • কনভিন্স করে প্রেম??? অসম্ভব। কনভিন্সড হয়ে প্রেমে পড়া?? অসম্ভব

    প্রেম হল একটা... নাহ, বলে লাভ নেই। যে যেমন খুশি পড়ুক, উঠুক, আমার কি?
  • sibu | 66.102.14.1 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৩৫422088
  • আজকের মেয়েরা পরশুরামকে MCP বলে হ্যাটা দেবে। ঠোঁটের সিঁদুর আর য্যা: মানেই হ্যাঁ। আর কিছু দরকার হবে না।

    পামিতা হল মেয়েদের সমাজে পুরুষতন্ত্রের চর :))।
  • Paramita | 63.82.71.141 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪৯422089
  • ওম্মা।

    লিপস্টিক লাগানো নিয়ে কোন প্রামাণ্য নারীবাদী অবস্থান আছে নাকি। হনু বলুক আগে।

    আর যাহ মানেই হ্যাঁ মানেই MCP? আমাদের ক্লাস এইটে বাংলা র‌্যাপিড রিডিং-এ পড়ানো হয়েছিলো(মনে আছে অক্ষ?)। অতএব প্রবল নস্টালজিয়া, ফ্যা ফ্যা শিহরণে ক্লাস ভেসে যাওয়া, সার্থকের ফক্কুড়ি আরো গাদাখানেক কচি কচি সদ্য গোঁফ ওঠা মুখ ও নীল চেকের কম্বি করা জাবর। এই নিয়ে জাস্ট কোন কথা হবে না। হ্যাঁ।
  • Paramita | 63.82.71.141 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৪422091
  • যাহ্‌-মিনস-না এরম পয়েন্টার হলে তবু ভেবে দেখতাম।
  • sibu | 66.102.14.1 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৯422092
  • য্যা:, কি যে বলিস ;)।
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:২২422093
  • এই য্যা:-র মানে কি বোঝার কথা?
  • sibu | 66.102.14.1 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০২:৪১422094
  • তা তো জানি না B-)
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৭:১৮422095
  • শিবুদাকে ফুল সাপোর্ট। আমি তো নিজেই কনভিন্স করে প্রেম কল্লুম পাঁচ বছর। আর তার পর বিয়ে করে বলতে নেই সুখেই আছি আরো পাঁচ বছর। ;-)
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৭:৫১422097
  • সত্যি বলতে প্রেম ব্যাপারটা আসলে একটা বাল। একটা হাইলি ওভাররেটেড ইমোশনাল স্টেট অফ মাইন্ড। গড়পড়তা মানুষ raw সেক্সকে ভালগার মনে করে। তাই তাকে সহনীয় করে তোলার জন্যে তার সাথে চাড্ডি কবিতা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, কিছু ইমেজারি সেঁটে দিয়ে একটা গ্রহণযোগ্য প্যাকেজ বানানো হয়েছে। যাতে সেক্সই করব, কিন্তু করার সময় মনে হবে - আহা দারুণ অন্য কিছু করলাম। সেক্সের ভবনার সাথে যে অপরাধবোধ জড়িয়ে আছে - সেটাও যাতে বেশী অসহনীয় না হয়ে ওঠে। এছাড়া আর একটা বড় ব্যাপার হল ইম্পর্টেন্স পাওয়া। অ্যাডোলেসেন্ট কালে বাবা/মা থেকে যে বিচ্ছিন্নতা আসে, তার একটা রিপ্লেসমেন্ট মানুষ কোনো একটা সম্পর্কের মধ্যে দিয়ে খুঁজে পেতে চায়। অর্থাৎ এমন একজন - যে আমার সবকিছুতে ভালো দেখবে, (মানে মন্দগুলো দেখেও ইগনোর করবে) আর আমাকেই সবচেয়ে বেশী ইম্পর্টেন্স দেবে। ক্রুডলি দেখতে গেলে এই যৌন চাহিদা আর একাকী ইম্পর্টেন্স পাওয়ার অন্য নাম হল প্রেম। ঠিকই আছে। যে সমাজ মানুষকে প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন করছে সেখানে এই একলা ইম্পর্টেন্স পাওয়ার ইচ্ছে জাগার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু বোঝা উচিৎ যে সেটা মানুষের অসহায়তা। কাজেই অসহায় মানুষের আর্তি (যা কিনা প্রেম) কে অযথা গ্লোরিফাই করার কি মানে - সেটা আমার কিলিয়ার নয়। কচি বেলায় না বুঝে এই গ্লোরিফিকেশনের একটা মানে আছে। ধেড়ে বয়েসে এই নিয়ে সিরিয়াস চর্চার কি মানে - সেটা আমি ঠিক বুঝি না। এমনকি আমার তো এটাও মনে হয়, কোনো এক ভবিষ্যৎ হইপথেটিকাল সমাজে যদি মানুষের যৌন নিরাপত্তাহীনতা না থাকে এবং সমাজ থেকে সে পর্যাপ্ত ইম্পর্টেন্স পায়, এই 'প্রেম' নামক ওভারহাইপড কনসেপ্টটা জাস্ট উঠে যাবে।

    (ওফ, পুরো একটা র‌্যাডিকাল প্যারাগ্রাফ। হনুদা দেখলে যারপপরনাই খুশী হবে। ;-) )
  • rimi | 24.42.203.194 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:০৩422098
  • বাপ রে এই টই তো ধাঁ ধাঁ করে এগিয়ে গেছে। এর সঙ্গে তাল রাখা আমার কম্মো নয়।

    অক্ষ, দু:খের বিষয় আমার সাহস থাকলেও কোনো অনুতাপ নেই, তাই "যার জন্যে অনুতাপ করি" টই তে কিছুই লেখার নেই আমার :-(((
  • Ishan | 173.26.17.106 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:১৭422099
  • না:। হনু যা বললে খুশি হবে তা এইরূপ:

    প্রেম মানে আসলে ব্যক্তিগত যৌনতার উপরে একটি টুনটুনিমূলক পালিশ চড়ানো। যে যার সঙ্গে খুশি শুয়ে পড়লে তো সন্তানটা কার তা নির্ধারণ করা যাবেনা, তখন ব্যক্তিগত সম্পত্তির উত্তরাধিকার অনিশ্চিত হয়ে পড়বে। আবার কমিউনিটি জোর করে কাউকে একজনের সঙ্গেই শুতে হবে বলে ফতোয়া জারি করলে সেটা টোটালিটারিয়ান হয়ে যাবে। সেই জন্য একটা টুনটুনিমূলক উপাখ্যান চালু হয়েছে, যার নাম প্রেম। বেসিকালি ফালতু ব্যাপার, যদিও সমাজিক কাঠামোর নির্মানে এর ভূমিকা অনস্বীকার্য। এ নিয়ে অনেক লেখাফেখা আছে, সেই এঙ্গেলস থেকে ফিমেল ইউনাখ পর্যন্ত। জার্মেন গ্রিয়ার টিয়ার পড়া থাকলে এইটা নিয়ে ভালো লেখা উচিত। যদিও আমার চেয়ে সেটা অনেকেই বেশি ভালো পারতে পারে। সমস্ত দিক না ধরে শুধু প্রেম নিয়ে লিখলে আসলে কিছুই বোঝা যাবেনা। আর আমরা যেটা করছি, সেটা আসলে বালখিল্যতার একটা টুনটুনিমূলক আখ্যান লিখছি। সে ঠিকই আছে। তবে লিখতে গেলে একটু পড়াসুনো করতে হবে এই আরকি। :)
  • santanu | 82.112.6.2 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৫422100
  • সকালবেলা অফিস এসে গম্ভীর মুখ করে প্রেম কাহিনী পড়তে পড়তে হঠাৎ ঈশানের লেখায় অট্টহাসি - পাশের তুর্কীর লোকটা ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে দেখল।

    তবে তেকোনা কিন্তু কামাল করে দিয়েছে। বুদ্ধ-মমতা,প্রতিবাদ-প্রতিরোধ, লালগড়-সিঙ্গুর, আর কিছু শক্ত শক্ত প্রবন্ধ ঝেড়ে কাটিয়ে - টই তে প্রেমের বন্যা বইয়ে দিয়েছে।
  • sinfaut | 117.194.193.192 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:২৭422101
  • ১১.৫৯র অক্ষর সাথে একদম একমত। হলে একসঙ্গেই হয়। আলাদা করে প্রেম 'নিবেদন' করার মত কঠিন বোকা বোকা আর প্যারাডক্সিকাল কিছু হয় না। মানে আমি প্রেম নিবেদন করলাম, অর্থাৎ আমার এমনই প্রেম যে সেটা একসাথে থাকা দিয়ে, কথা বলা দিয়ে, এক্সপ্রেশন দিয়ে বোঝাই যাচ্ছেনা। আলাদা করে জীবনবিজ্ঞান বইয়ের ছবির মত মার্ক করতে হচ্ছে, ওগো এসব যা করছি সেগুলোকে প্রেম কয়, আমি তোমার সাথে প্রেম করছি ইত্যাদি ইত্যাদি। ধুর কি বাজে ব্যাপার।
    আমরা তো প্রেম নিবেদন দূরের কথা, বিয়ে করব কিনা সেটা নিয়েও কথাবার্তা বলিনি। তার আগেই কেমন যেন বুঝে গেলাম, দুজনেই।
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৩২422102
  • আচ্ছা, আপনি-ই কি সেই শান্তনু যিনি শান্তিনিকেতনে একটি রিসর্ট করেছেন? যদি তাই হয়, তাহলে আমায় একটু আপনার মেল আই ডি দিতে পারবেন? বা সেখানে যোগযোগের উপায় বাতলাতে পারবেন?
  • pi | 128.231.22.89 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪১422103
  • :D

    কিন্তু পিনাকীদা, তাহলে আর কনভিন্স করার চাপ নিলে ক্যানো ! :)
    তারমানে তখনো কচি ছিলে বলতে চাইছো ! :p
    আর তারপর একাকী ইম্পর্ট্যান্স পেয়ে সুখে আছো মানে তোমার মধ্যেও অসহায়তা ( যার জন্য কিনা সমাজের বিচ্ছিন্নতা সৃষ্টিকারী মনোভাব দায়ী) আছে বলতে চাইছো ? :)
  • santanu | 82.112.6.2 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৪৭422104
  • পিনাকি, এইখানে সব পাবেন,

    হলেও হতে পারত প্রেমের টইতে রিসর্টের ডিটেল!!
  • pi | 128.231.22.89 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৮:৫৯422105
  • মানে কনভিন্স করে 'প্রেম' করার আর কি ! :)
  • ranjan roy | 122.163.170.218 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:২০422106
  • পিনাকী'র বক্তব্যের তীব্র প্রতিবাদ:
    মার্ক্সিস্ট অ্যালিনিয়েশন থিওরির আড়াল নিয়ে প্রেমের মতন এমন বাঁধনভাঙ্গা টাইডাল ওয়েভের মতন অনুভূতিকে বায়োলজি+কালচার এর সরল ডিটার্মিনিস্টিক মডেলে ধরা ঘোর অমার্ক্সীয় কাজ।
    প্রেম বা এইধরণের মানবিক অনুভূতিকে যদি ওমুক গ্ল্যান্ড বা তমুক কেমিক্যাল রিয়াকশনের রেজাল্ট বলা হয় তাহলে কিছু না বলাই ভালো।
    এঙ্গেলস্‌ বোধহয় এমন একটা কিছু বলেছিলেন।:))
    আমার রোমান্টিক মার্ক্সিস্ট মডেল তাই শিবু'র অংক কষে প্রেম বা ম্যানেজারিয়াল ব্যালান্সশীট প্রেমেরও পিতিবাদ।
    কখনও কি ভেবেছেন প্রেমে হাফসোল খেতে ও কি ভাল লাগে?
    "" এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন শ্যাম মধুতে মাখা'' সিনড্রোমকে কীভাবে ব্যাখ্যা করবেন?
    বা "" তোমার পথের কাঁটা করবো চয়ন, যেথা তোমার ধূলার শয়ন''--- অর্থাৎ তেকোনার মৌ!
    ( দময়ন্তীর মাস্টারির প্রভাবে ""কী'' ও ""কি''র সুচিন্তিত প্রয়োগটি লক্ষ্যণীয়)।
  • Bratin | 117.194.97.204 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৫৬422109
  • হ্যাঁ, সত্যি কথা। ঐরকম হিসেব করে কি প্রেমে প্‌ড়া যায়? নাকি কেউ পড়তে পেরেছে? প্রেম শুরু তে হল একটা তাৎক্ষনিক ব্যাপার। স্থান,কাল,পাত্র না ভেবে ভাসিয়ে নিয়ে যওয়া একটা ব্যাপার।অবশ্য রকমফের ও আছে। ধরা যাক।অনেক দিনের বন্ধু; কোন এক সুন্দর সকালে মনে হচ্ছে ন 'সে' 'বন্ধু' র চাইতে ও বেশী কিছু!! ইত্যাদি ইত্যাদি... কিন্তু হিসেব কখন ই নয়......
  • sibu | 71.106.234.63 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:২৩422110
  • আমি শুধু একটি কোইনসিডেন্সের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধর্মাবতার, যৌন সংসর্গের ইচ্ছা কিন্তু হিসেব না করেই হয়। কাজেই ডেলিবারেশনের অভাবের দিক দিয়ে কাম ও গুরুর ভাটুরেদের অধিকাংশের প্রেম একগোত্রের ব্যাপার।

    আমার তো ধারণা ছিল জান্তব ব্যাপার থেকে আমরা যত মানুষী আচরণের দিকে আসি, তত প্রবৃত্তির ভাগ কমে এবং ইন্টেলেকচুয়াল ডেলিবারেশনের ভাগ বাড়ে। ডেলিবারেট ভালবাসা যদি প্রেম না হয়, তো প্রেম একটা জান্তব ব্যাপারই হতে হবে।
  • Paramita | 216.10.193.21 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১০:৪৮422111
  • আমি এমন লোককে জানি যারা প্রচন্ড বেহিসেবী ঘুমোয়। বা বাফার না রেখে কথা বলে। শিবুদার লজিকে তাহলে কি প্রেম, কাম, ঘুম, বাচালপনা - সব সেম সেম জান্তব ব্যাপার। কারণ একটা তো কমন পড়েছে - হিসেব না রাখা।
  • sibu | 71.106.234.63 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০১422112
  • পিনাকীর - গড়পরতা মানুষ র সেক্সকে ভালগার মনে করে, এই অবজার্ভেশনটি কিঞ্চিৎ ভাবাল। গড়পরতা মানুষ কেন এরকম মনে করে? কেনই বা সেক্সের সাথে কবিতা, আড্ডা, ঋতুপন্নো - এইসব মিশিয়ে প্রেম বানালে সেটিকে লোকে স্বর্গীয় ব্যাপার বলে ধরে নেয়?

    আমার হাইপোথিসিস হল যে ব্যাপারটি যত সস্তা, সাধারণ মানুষ সেটিকে তত ভালগার বলে মনে করে। অন্য দিকে কিমতি চীজ যা, তাকে স্বর্গীয় ভাবে অনেক লোক।

    মার্শালিয়ান প্রাইসিং থিওরী মেনে নিলে, কোন বস্তুর দাম হল ইউটিলিটি অফ দি লাস্ট ইউনিট কনজিউমড। এই যেমন জল খেয়ে তেষ্টা মিটে যায় চটপট, তখন আর একটুখানি জলের প্রায় কোন ইউটিলিটি নাই। তাই জল সস্তা। তেমনি, একটি যৌন তৃপ্তির পর আর একটুখানি যৌনতার প্রায় কোন ইউটিলিটি নাই। সুতরাং যৌনতা সস্তা, অর্থাৎ ভালগার। কিন্তু যৌনতার সঙ্গে ইত্যাদি ইত্যাদি মিশিয়ে প্রেম বানালে দুটি অর্গাজমের ফাঁক ঐ সব দিয়ে সহজেই ভর্তি করা যায়। অর্থাৎ, প্রেমের মার্জিনাল ইউটিলিটি খুব ধীরে ধীরে কমে। তাই প্রেমের লাস্ট ইউনিট কনজিউমডের মার্জিনাল ইউটিলিটি বেশ হাই। অর্থাৎ কিনা প্রেম দামী জিনিষ, একেএ, স্বর্গীয়।
  • san | 121.50.4.34 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০২422113
  • সিফো তোর কথাটা ঠিক কিন্তু ই তখনই অ্যাপ্লিকেবল যখন দুজনের মধ্যে অলরেডি একটা বন্ধুত্ব আছে, বা একটা কমন সার্কল আছে যেখানে কথাবার্তা দেখাশুনো ইত্যাদি হয়। অন্তত একটা ইন্টার‌্যাকশনের জায়গা উপস্থিত। যার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে তার সঙ্গে সবসময় সেই টার্মস নাও থাকতে পারে এবং র‌্যান্ডম হঠাৎ একজনের সঙ্গে আগে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা এত এভিডেন্ট হয়ে যাবে যে তার থেকে ব্যথার কথা ডাইরেক্ট বলে দেওয়া সোজা।

    খালি লাস্ট লাইনের সঙ্গে মিলে গেল। আমরাও কেউ কাউকে বাহুল্যবোধে ভালোবাসি টাসি বলে দেখিনি। পরে কোন এক সময় বলে দিলেই হবে :-)
  • sibu | 71.106.234.63 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:০৮422114
  • উপ্‌পস্‌। বাফার না রেখে কথা বলে ফেলেছি। আমার ১০:২৩-এর পোস্টটি ইগনোর করা হোক। কবে যে পোস্ট মোছার ব্যবস্থা চালু হবে।
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩১422115
  • পাইদি,
    সমাজপ্রদত্ত যৌন নিরাপত্তাহীনতা আর বিচ্ছিন্নতা/অসহায়তা থেকে আমার ধারণা আমরা কেউই মুক্ত নই। ঘুরে ফিরে তারই রিফ্লেকশন ঘটে আমাদের চাওয়ার মধ্যে। সমস্যা হল, এটা স্বীকার করার সময় আমরা চাপ খেয়ে যাই। নিজেকে অসহায় ভাবতে আর কার ভালো লাগে? তাই আমরা তখন 'প্রেম' ব্যাপারটাকে একটা স্বর্গীয় মোড়ক লাগানোর জন্য বা something else প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগি। আদারওয়াইজ 'ভালোবাসা' কথাটা ইন জেনারেল একটা পজিটিভ কথা। শুধু 'প্রেম'-এর সম্পর্ক দিয়ে তার স্ট্রেংথ এবং মহত্ব বোঝার খুব একটা দরকার হয় না।

    রঞ্জনদা,

    ইন্টেলেকচুয়াল পালিশটায় আমার আপত্তি নেইকো। মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকলে সেটা প্রয়োগ করবেই। তাতে ক্ষতি নেই। এটা বিবর্তনের নিয়মে আসারই ছিল। এসেছেও। "চলো শুই' কথাটাও মানুষ ঘুরিয়ে পেঁচিয়ে পাঁচবার দাড়িদাদুর নাম নিয়ে বলতে চাইবে। সে বলুক। তাই নিয়ে সাহিত্য করুক। সেটা তো খুবই স্বাভাবিক। কুকুরের দাড়িদাদু নেই। তাই কুকুর সরাসরি 'চলো শুই' বলবে। তো এখানেই মানুষ আর কুকুর আলাদা। ঠিকই আছে। আমার আপত্তি হল 'প্রেম' ব্যাপারটাকে ঐ 'কোনো একজনের সাথে আমার কেমন করে জানি খাপে খাপ মদনার বাপ হইয়া গেল' - আর তাই দিয়ে বোঝা গেল যে প্রেম ব্যাপারটা যেন ঠিক শোয়ার তাগিদ থেকে নয় - কোনও একটা X factor উহার জন্যে দায়ী - এভাবে পোট্রে করায়। আর দ্বিতীয়ত: বেকার মহত্ব আরোপে। যেমন ধরুন, আমরা বলে থাকি - ঐ ছেলেটি প্রেমে পড়েনি, ও আর ভালোবাসার কি বোঝে? অর্থাৎ 'ভালোবাসা' নামক একটি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মহৎ মানবিক গুণ কারুর আছে কি না - সেটা কি দিয়ে বোঝা যাবে? না সেই ছেলেটি নিজের যৌন নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পেরেছে কি না। এরকম আরো অনেক উদা: দেওয়া যায়। পাব্লিকের ক্যালানির ভয়ে আর এগোচ্ছি না।

    (কিন্তু এটা অতীব দু:খের যে এখনো হনুদার দিক থেকে একটা 'চালিয়ে যা' গোছের সমর্থনও পেলাম না। :-( )
  • san | 121.50.4.34 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৩422116
  • বলব কিনা ভাবছিলাম, কিন্তু বলেই ফেলি।

    পিনাকীদার কি ধারণা যারা যৌনতায় অক্ষম বা ফ্রিজিড বা সেক্স ততটা এনজয় করেনা, (সে তাদের সংখ্যা যত কমই হোক না কেন) তারা প্রেমে পড়েনা? প্রেমঘটিত সুখ দু:খের কিছুই পায়না ইত্যাদি?

    সেক্স প্রেমের একটা অংশ আর প্রেম সেক্সের একটা অংশ এইভাবে যদি বলে থাকেন আমি আপত্তি করবনা।কিন্তু প্রেমের সবকটা ডাইমেনশনকে সেক্স দিয়ে কভার করে দেওয়া যায় এই থিওরিটা ক্যামন একটু লাগছে আর কি।
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৪৬422117
  • এই সব কথাগুলো কি সবাই খুব সিরিয়াসলি বলছে? মানে প্রেমের মত একটা রিমঝিম ব্যাপারকে এমন কাগুজে কনসেপ্ট মনে হয় সকলের? তবে এই যে বৃষ্টি হলেই ভিজতে ইচ্ছে করে আর ভিজলেই কারুর কথা মনে পড়ে যাওয়া, বা হঠাৎ কোনো ym-এর বা g-talk-এর পর্দায় কারুর "কেমন আছ" দেখলে একটা হঠাৎ ভালোলাগা বা অর্কুটে কোনো পুরোনো কলেজ প্রেমিকের সঙ্গে দেখা হলে থমকে যাওয়া একটু, এবং নতুন করে খানিক্ষণ সেই ভালোলাগাটা ভেবে এক কাপ কফি বা চায়ে মন দেওয়াগুলো কিছু না?
    যৌনতাকে ভ্যালিডেট করার জন্য প্রেম হয়ত কখোনো কখোনো সত্যি কিন্তু বেশিরভাগই না। অন্তত: সাধারণ গড়পড়তা মেয়েরা বিয়ের আগে পর্য্যন্ত কাউকে জড়িয়ে ধরে আধঘন্টা শোবো, চুমু খাবো ইত্যাদির জন্য কারুর প্রেমে পড়ে না। বরং দুজনে মোটামুটি মনের কাছাকাছি এলে প্রেম না থাকলেও ওটা অনেক সময় হয়ে থাকতে পারে যা দুজনেই মনে রাখে কিন্তু পরে আর কাজে লাগায় না। প্রেম করা আর প্রেমে পড়ার মধ্যে সময়ের তফাৎ আছে। প্রেম করা মানে একটা অনগোয়িং ব্যাপার, চলছে চলবে টাইপ। পড়াটা তাৎক্ষণিক। দুই বন্ধুর মধ্যে রোজ ঝগড়া হচ্ছে আর হতে হতে হঠাৎ দুজনেই রিয়্যালাইজ করল যে তোকে না দেখলে একদম ভালো লাগে না, কাল কেন তুই আমার জন্য ওয়েট করিস নি, ইত্যাদির মধ্যে আসলে একজনের আর একজনকে মিস করা আছে প্রবল এবং প্রেম হয়ে গেল- এটা দেখা যায়। আবার ললিতলবঙ্গলতাসম সুকুমারীটিকে একজন প্রভূত ঝারিপূর্বক একদিন তুলে ফেললেন নিজের খাতায়, সে প্রেমও হয়। সেক্ষেত্রে ঐ ঝারিজনিত প্রেমটিত যৌনইচ্ছা দ্বারা চালিত হয়েছে বলাও যেতে পারে কিন্তু লড়তে লড়তে "এক কদম ভি চল না সকোগে সমঝে"" টাইপ প্রেমে কিন্তু ঐ ইচ্ছাটা তাগিদ নয় মোটেই। একদমই না। প্রেমটা প্রেমই।
    কুসুমের প্রকারভেদ আছে। সে ডিমের মধ্যে আছে আবার গাছে ঝুলন্ত অবস্থাতেও আছে, তাই বলে মনের কুসুম ফোটে না এটা মানা চাপের। আমি জর্দা কিমাম খাইনা বলেই কি আর তা বিক্রি হয় না নাকি তাতে সুগন্ধ নেই??
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৪422118
  • পিনাকি
    প্রেমকে স্বর্গীয় মোড়ক ইত্যাদি দেওয়া হয় কারণ প্রেম পণ্য হতে পারে বিভিন্ন মাধ্যমে। গল্পে, গানে, ছবিতে, বিখ্যাত মানুষের অপ্রকাশিত চিঠিতে। সেক্ষেত্রে হয়ত গ্লোরিফাইড হয়ে থাকে প্রেম নামে একটা কনসেপ্ট। কিন্তু তার মানেই কি এই যে আদৌ কোনো অনুভূতি আসে না যা স্পেশাল? তা যদি হয়ে থাকে তাহলে তা সত্যিই দুর্ভাগ্যজনক। ঝকঝকে রোদলা দিনেও পাহাড়ের চূড়ো না দেখতে পারার মত, বা বরফের শহরে গিয়েও বরফডোবা শহরে চাঁদের আলোর মায়ারঙ দেখতে না পারার মতই প্র্যাকটিক্যালি দুর্ভাগ্যজনক। কারণ প্রেম থাকলে যৌনতা থাকে, প্রেম না থাকলেও যৌনতা আসে, কিন্তু প্রেম আসে কারণ কাউকে শরীরে নেওয়ার জন্য এর থেকে ভালো রাস্তা আর নেই, তা নয়। কখোনো না...
    আর এই জন্যই মানুষ অন্যক্ষেত্রেও প্রেম কথাটা ইউজ করে। আমি তমুকের লেখার প্রেমে পড়ে গেছি মানে নাইদার আমি সেই মানুষটার সঙ্গে শুতে চাইছি নর আমি তার লেখার সঙ্গে শুতে চাইছি। সেই লেখকের লেখার সঙ্গে আমার একটা আত্মীক যোগাযোগ ফিল করছি আমি,সেটাই বক্তব্য এখানে। এবং সেখানেই "প্রেম" একটা অনুভূতি যা আর বাকি সব অনুভূতির মতই স্বতন্ত্র।
  • sibu | 71.106.234.63 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৭422120
  • স্ফূরিতাধরা সুন্দরী রমনী (তেকোনার নেট পার্সোনালিটির কথা বলছি) ওমনি করে সত্যি কিছু মনে করি কিনা, রেটোরিকালি জিজ্ঞেস করলে (পাঠান্তরে সেন্টু দিলে), সেই পজিশনে স্থির হয়ে থাকা মুশকিল হয়। তাই আপাতত: এই তক্কো থেকে রিটায়ার করলুম। তবে লজ্জা পেলুম না। দাড়িদাদু সেই কত্তদিন আগে অর্জুনের মুখ দিয়ে বলে গিয়েছেন - পৌরুষের সে অধৈর্য্য (এখানে দুর্বলতা) তাহারে গৌরব মানি আমি :))।

    তবে সকালে ডেভ ব্যারীর লেখা দেখে কে যেন কেঁদে জেতার কথা কইছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন