এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৩০৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kali aka kk | 76.114.64.110 | ২৫ অক্টোবর ২০০৯ ০১:১৫422254
  • ওকে, kk ই থাক।

    তেকোনা, তোকে এই নতুন koliও হয়তো চেনেন। তবে আমি চিনি সেই বহুদিন আগে 'বাতাসঘর' থেকে, তখনো বাতাসঘরের গল্প আবাপ তে বেরোয়নি :)।

    অতএব এতদ্বারা সর্ব সাধারণকে জানানো যাইতেছে যে আমি অর্থাৎ আদি কলি অর্থাৎ কৃষ্ণকলি, dd র পন্থা অনুযায়ী আজ হইতে kk নামে পরিচিত হইলাম। শুভ হোক বা না হোক, আমার কে কে মেননের অভিনয় বেশ লাগে, কে কে র গানও ভালো লাগে।
  • Sudip | 78.236.153.102 | ২৫ অক্টোবর ২০০৯ ০২:২২422255
  • আমি কিছু বুঝি না
  • koli | 115.187.37.202 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:২১422256
  • :)---আচ্ছা লিখবো
  • koli | 115.187.37.202 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:৩৫422257
  • কেউ একজনের ব্যথা-------

    মেয়েটি কলকাতার এক উচ্চমাধ্যমিক স্কুলের ইলেভেন এর স্টুডেন্ট,আর ছেলেটি খড়গ্‌পুর আই আই টির স্টুডেন্ট।তাদের আলাপ হয়েছিলো ফ্রেন্ডশিপ ডে'র দিন ইয়াহূ র একটা চ্যাট রুমে............আলাপ ক্রমে বন্ধুত্বের দিকে গড়ায়............ পরবর্তীতে প্রেমে............. তারপর ভালোবাসায়........(কেন জানিনা আমার মনে হয় প্রেম আর ভালোবাসার মধ্যে হয়তো কোনো ডিফারেন্স আছে,কিন্তু কী তা জানিনা) এরপর মেয়েটিকে ছেলেটি মুম্মু বলে ডাকতো,আর মেয়েটি ছেলেটিকে বুদ্ধু(বোকা) বলে ডাকতো :)... একদিন এক সন্ধ্যায় অনেক সাহস সঞ্চয় করে তারা ঠিক করলো প্রথমবারের মত দুজন দুজনকে দেখবে।।।ছেলেটি ছুটে এলো মেয়েটিকে দেখতে।।।মুম্মু যথারীতি দাঁড়িয়ে ছিলো তার এক খুব কাছের বান্ধবীর সঙ্গে, টিউশন থেকে বেরিয়ে--অবশেষে মুম্মু'র বুদ্ধু এলো লোকাল ট্রেনে ঝুলে ঝুলে এত দূর থেকে ১৫ মিনিট এর জন্যে দেখা করতে--দেখা হলো মায়া পাতার বাইরে দুজন ভালোবাসার মানুষের---সেদিন কোনো কথাই হলো না।।শুধু দুজন মানুষ এক জন আরেকজনের দিকে তাকিয়ে নতুন করে আবার প্রেমে পড়লো----আজ আর লিখতে ইচ্ছে করছে না এই বোরিং ব্যথার গল্প :(
    (কারো নিশ্চয় ই আর পড়ার ও আগ্রহ নেই :) )

    ও হ্যাঁ আমি শুধু ---------------কলি :-)
  • d | 117.195.36.189 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:৪০422259
  • আরে দু দুবার করে প্রেমে পড়েছে, এর মধ্যে আবার "হলেও হতে পারত কী'? এ তো "হয়েই গেছে প্রেম'। :)
    লিখুন লিখুন "হলেও হতে পারত' অংশটাও লিখুন।
  • koli | 115.187.37.202 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:৪০422258
  • সরি এই ব্যথা আসলে দুজনের---
  • koli | 115.187.37.202 | ২৯ নভেম্বর ২০০৯ ১২:০০422260
  • ও আপনি শুনছেন???তাহলে আরেকটু লিখি :-)
    *****************************
    মুম্মু তারপর গটগট করে চান্দ্রেয়ী 'র সঙ্গে বাড়ি ফিরে এলো।আর বুদ্ধু হয়তো সারাটা পথ ভাবতে ভাবতে গেলো (আমি জানিনা যদিও)--যে মুম্মু কত্ত ভালো :) -
    এরপর এরকম মাঝে মাঝে ই তাদের দেখা হতো আর চোখে চোখে ভালোবাসা ও হতো হয়তো (আমি কি জানি?)--সব স্বপ্নে অনেক অনেক রঙ মিশে থাকতো ---যতটা রঙীন হতে পারে তার চেয়ে ও বেশী--হাত ধরে রাস্তায় হাঁটতে ওদের খুব ভালো লাগতো তারপর থেকেই (সব ই যদিও ঐ ১৫-২০ মিনিটের মধ্যে)--দ্বিতীয় বার থেকে চান্দ্রেয়ী তো দেখা করিয়ে দিয়েই চলে যেতো--আর ওরা বকবকম করতে করতে হেঁটেই যেতো--আর ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখতো।যে মেয়েটি অটোতে উঠতে খুব ভয় পেতো সে ফোন করার টাকার জন্য রিক্সা ভাড়া বাঁচিয়ে অটো করে স্কুলে যাতায়াত করতে শুরু করলো!!!(প্রেমে কত্ত কি হত!! এ আর এমন কি?)আর ফোন করতো বুথ থেকে(তখন তো মোবাইল ছিলো না মুম্মু'র)---ইতিমধ্যে ছেলেটি মেয়েটি'র আরো অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছিলো---শুনেছি প্রেমে পড়লে প্রেমিক প্রেমিকা খুব ঝগড়া ও করে।।ওরা দুজন কোনোদিন ঝগড়া করিনি--তাই হয়তো সম্পর্ক টা ব্যথা হয়েই থেকে গেলো---একদিন যথারীতি দুজনের বাড়ীতে জানাজানি হলো---এবং মেয়েটির কপালে অনেক মনোরম মনোরম বাণী জুটলো--যেমন হয় আরকি---প্রেম তাও আবার নেট এর পাতায়!!! এ আবার কি সৃষ্টিছাড়া কান্ড???
  • koli | 115.187.37.202 | ২৯ নভেম্বর ২০০৯ ১২:০২422261
  • একটা টাইপো হলো---------সরিইই "ঝগড়া করেনি " হবে।।আসলে নতুন নতুন লিখছি তো--তাও আবার কারো ব্যথার কথা :(
  • tkn | 122.162.42.174 | ২৯ নভেম্বর ২০০৯ ১২:০৮422262
  • তারপর?
  • Arpan | 216.52.215.232 | ২৯ নভেম্বর ২০০৯ ১২:১১422264
  • না, মনে তো হচ্ছে টাইপো না। :)

    তারপরে?
  • M | 59.93.197.151 | ২৯ নভেম্বর ২০০৯ ১৪:৪৯422265
  • তাপ্পরে, তাপ্পরে------

    আর আমি কোন কলিকে চিনি?
  • koli | 115.187.37.218 | ২৯ নভেম্বর ২০০৯ ১৫:২৪422266
  • হুঁ তারপর---

    আচ্ছা দুখভরি ব্যথা কাহিনী র আগে একটা সুন্দর ব্যপার মনে পড়লো সেটা লিখি---তো ওরা দুজন একদিন এরকম ই হাতে হাত রেখে রাস্তা য় হাঁটছিলো--কথা হচ্ছিলো দুজনের প্রিয় গান নিয়ে--বুদ্ধু বললো ওর প্রিয় গান হলো---chalte chalte mere yeh geet yaad rakhna--kabhi aalbida na kehna.......... আর মেয়েটির প্রিয় গান ছিলো (সে সময়)---jab koi baat bigad jaye..jab koi mushkil padh jaye..tum dena sath mera.. তো সেদিন বুদ্ধু , মুম্মুকে সেই দুটি গান গেয়ে শোনাচ্ছিলো হাঁটতে হাঁটতেই।।আর কি করে যেন একটা অন্ধকার রাস্তায় তারা হাঁটতে শুরু করে দেয়।।।পেছন থেকে একজন বয়স্ক ভদ্রলোক যে ওদের খেয়াল করতে করতে আসছিলেন ওরা তাও খেয়াল করেনি--তখন খেয়াল হলো যখন উনি যা তা বলতে শুরু করেন ওদের দুজনকে।।উনি ভেবেছিলেন দুটো কমবয়সী ছেলেমেয়ে অন্ধকারে না জানি কি করছিলো!!!মেয়েটি তো ভয় পেয়ে সোজা উল্টো দিকে হাঁততে শুরু করে দিলো।।বেচারা ছেলেটি ঐ ভদ্রলোককে বলতে লাগলো।।আঙ্কেলজী হাম লোগ কুছ নেহি কর র‌্যাহে থে সাচ্চি মে।।হাম দোনো তো সির্ফ চল র‌্যাহে থে একসাথ অউর গানা গা র‌্যাহে থে... ভদ্রলোক আরো রেগে গেলেন হিন্দী শুনে।।উনি বললেন আবার হিন্দী তে কথা বলে অবাঙ্গালী সাজা হচ্ছে নাকি?বাংলায় কথা বলো(বেশ ধমকের সঙ্গে হুকুম), কিন্তু ও তো সত্যি ই অবাঙ্গালী ই....
    তারপর ঐ ভদ্রলোক কিছু উল্টোপাল্‌তা ধারণা নিয়ে বকতে বকতে চলে গেলেন--এরপর যা ঘটলো সেটা মেয়েটি অনেকদিন মনে রেখেছে।।হয়তো এখনো মনে রেখেছে।।।বুদ্ধু বললো " মুশকিল ওয়াক্ত মে অ্যায়সে সাথ ছোড়কে নেহি যাতে বাবি" (মুম্মুর অরেকটি নাম বাবি ও ছিলো).... এত গভীর কথা এত সুন্দর করে এর আগে কোনোদিন মেয়েটি বোঝেনি---সেদিন থেকে মুম্মু মনে মনে ঠিক করে নিয়েছিলো যত কঠিন সময় ই আসুক।।ও আর কোনোদিন বুদ্ধুকে ছেড়ে উল্টো দিকে হাঁটতে শুরু করবে না।।।করেও নি আজ ও---
  • sumeru | 117.99.4.40 | ২৯ নভেম্বর ২০০৯ ১৬:৩০422267
  • আমার চান্দ্রেয়ীর জন্যে খুব কষ্ট হল।

    এটাই তো হলেও হতে পারত টাইপ!!
  • koli | 115.187.37.218 | ২৯ নভেম্বর ২০০৯ ১৬:৩৫422268
  • এই রে!!!! এই সম্ভাবনা টি মুম্মু ভেবে দেখেনি মনে হয় :-(
  • ranjan roy | 115.184.68.155 | ২৯ নভেম্বর ২০০৯ ২০:৩৫422269
  • তারপর কী হল? ও কলি? আরে, আমরা অনেকে শুনছি।
    লাস্ট লাইনে তো প্রেম হয়ে গেছে আর টিকে আছেমনে হচ্ছে। "" হলেও হোতে পারতো'' গল্পতো মনে হচ্ছেনা।
    আমি রোজ একটা প্রেমের গল্প শুনতে রাজি আছি।
  • koli | 115.187.39.58 | ২৯ নভেম্বর ২০০৯ ২০:৫১422270
  • ইস----এই হয়ে যাওয়া এবং বয়ে যাওয়া প্রেমটা কে কি করে যে হলেও হতে পারতো তে নিয়ে যাই :-(---দেখছি চেষ্টা করে।।
    রোজ প্রেম এর গল্প?এহেন একগ্যেঁয়ে প্যানপ্যানানি টাইপ নিশ্চই নয় বলুন???
  • koli | 115.187.38.63 | ২৯ নভেম্বর ২০০৯ ২২:৪৭422271
  • **********************

    একদিন ছেলেটি তার বাবা মাকে নিয়ে এলো মেয়েটির বাড়ি।।।অনেক সহজ কঠিন কথাবার্তার পর তাঁরা মেনে নিলেন যে এই দুই জন এর বিয়ে দেওয়া যেতে পারে তবে বছর দুই পর।।।।উল্লেখ্য যে--ততদিনে মেয়েটি কলেজে যেতে শুরু করেছে এবং মেয়েটির একটি মোবাইল ও জুটেছে--আর রিক্সা ভাড়া বাঁচিয়ে ফোন করতে হতো না---তারপর সব ঠিক ছিলো।।।বুদ্ধু আর মুম্মুর প্রেম স্বপ্ন ছাড়িয়ে আস্তে আস্তে বাস্তবের মাটিতে পা রেখে হাঁটতে শুরু করেছে।।।স্বপ্নে আরো নতুন নতুন রঙ ছড়িয়েছে ততদিনে।।।বুদ্ধু আরেকবার এসেছিলো মুম্মুর বাড়ি।।।মেয়েটির মায়ের আহ্বানে---অনেক কিছু ভালো মন্দ করে খাওয়ানো হলো।।।।জামাই আদর যাকে বলে---মেয়েটির গুনগুনানিতে তখন যে গান গুলো আসতো সেগুলো কিছুটা এরকম "" আমার পরাণ যাহা চায় তুমি তাই --তুমি তাই গো''---""এমনি করে যায় যদি দিন যাকনা''---খুব ভালো ছিলো ওরা দুজন---হঠাৎ একদিন সকাল সকাল বুদ্ধুর ফোন এলো মুম্মুর মোবাইলে---কথোপকথন কিঞ্চিৎ এরকম ----
    --ক্যায়সে হো?
    --ম্যায় ঠিক হুঁ বাবি,তুম ক্যায়সে হো?
    --হাম তো ঠিক থে পার তুমহারে কৈ খবর নেহি মিল রাহা থা ইতনে দিন তক?কাঁহা থে বুদ্ধু?

    --হাম ঘর গ্যায়ে থে রে--মাম্মি পাপা মেরে লিয়ে রিশ্তা ঢুন্ড লিয়ে--ল্যাড়কি কি কে ঘর যাঁহা হ্যায় ওয়াঁহা নেটওয়ার্ক নেহি থা ফোন কা,ইসলিয়ে তুঝসে বাত নেহি হো পায়ি।।।হামে মাফ কর দেনা,হাম কুচ নেহি কর সাকে--সব কুচ খতম হো গ্যায়া--হাম নেহি মিল সাকে--হাম জিন্দেগি ভর তুঝসে অ্যায়সা হি পেয়ার করেঙ্গে পার হাম নিএহি মিল সাকতে---সব নে ডিসাইড কর লিয়া--কি তেরে সাথ মেরি শাদী নেহি হো সাকতা---

    মেয়েটির পায়ের তলা থেকে যেন ফ্লোর সরে গেলো!! কি বলছে ও এসব?কি করে হলো?কি এমন হলো?কত্ত প্রশ্ন ভীড় করলো মনে---কিন্তু যে জবাব দেবে তার অবস্থা ও তো এমন ই দিশেহারা--তাই আর জানতে চায়নি--মেয়েটির কি হয়েছিলো এরপর ?

    খুব কেঁদেছিলো,বালিশে মুখ ঢেকে,চোখ ঢেকে এসব তো আছেই যেমন থাকা উচিত।।।আর যা যা হওয়া উচিত---যেমন ছেলেটিকে দোষ দেওয়া---তুমনে মেরে সাথ অ্যায়সা কিয়ুঁ কিয়া?কিয়ুঁ নেহি বাতায়ে কি অ্যায়সা ভি হো সাকতা থা---এসব কিছুই ও বলেনি---ঐটুকু বয়েসে মেয়েটি বুঝে গিয়েছিলো এসব প্রশ্ন এখন করা অবান্তর---সব স্বপ্ন ঐ একটা ফোন কলেই তো টুকরো হয়ে গেছে--আর এসব ঘ্যানঘ্যান করে কি হবে?
  • aranya | 144.160.226.53 | ৩০ নভেম্বর ২০০৯ ০৫:০৬422272
  • কলির লেখা সম্পর্কে - খুব বেশী কষ্ট দেওয়া লেখা গুচ-তে লেখা যাবে না, এরম একটা নিয়ম করা যায় না?
  • Kabir Suman | 122.162.75.93 | ৩০ নভেম্বর ২০০৯ ০৮:৪২422273
  • কলি,

    প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
    হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
    প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
    কান্না চেপে ঘুরেছিলাম, তোমারি পথ দিয়ে ...
  • koli | 115.187.41.111 | ৩০ নভেম্বর ২০০৯ ০৯:০৭422275
  • :-) নিয়ম?করলে কি হবে?জনগন তবু ও তো প্রেমে পড়বে এবং কষ্ট পাবে :-) একটু নাহয় জানলেন,হিহিহি

    ।।।।কবিতা।।।।

    খুব সুন্দর---রাস্তা হয়তো আলাদা কিন্তু কারণ তো এক ই ..........
  • koli | 115.187.41.111 | ৩০ নভেম্বর ২০০৯ ০৯:২৩422276
  • ********************************************************************

    এরপর বুদ্ধু অনেক বার ফোন করেছে মুম্মু কে---মুম্মু কথা ও বেলেছে।।এতদিনের প্রেমের অভ্যাসের সম্পর্ক তো---বুদ্ধু অনেক কৈফিয়ৎ দিয়েছে---বোঝানোর চেষ্টা করেছে যে সব ওর দোষ ছিলো।।।জাতিগত দ্বন্দ্ব,প্রাদেশিকতা,শ্রেণী বৈষম্য এসব এত্ত এত্ত বাঁধা কাটিয়ে ওদের দুজনের প্রেম আকাশে উড়তে পারেনি--এটাই ঘটনা-বাকি সব তুচ্ছ।

    ""হলেও হতে পারতো'' এই ব্যপারটা হয়তো এখান থেকেই শুরু হলো--হলেও হতে পারতো একটি সুন্দর স্ফল প্রেমের গল্প।।।হয়ে গেলো চুড়ান্ত ব্যর্থ প্রেম---যা পরবর্তীতে ওদের দুজনকেই কোনো না কোনোভাবে সমৃদ্ধ করেছে.....

    পথ চলতে চলতে যে কথা গুলো দুজন দুজনকে দিয়েছিলো---সারা জীবন সঙ্গে থাকার কথা,পাষে থাকার কথা... সেই কথাগুলো আজ ও আছে...দূরে থেকে ও---মন এখনো কাছে আছে অন্য রকম ভাবে--হয়তো প্রথম প্রেম বলেই!!! দ্বিতীয় বা তৃতীয় প্রেম হলে কি কষ্ট কম হতো?কি জানি!

    ওরা দুজন এখনো নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছে--খুব ই কম তবুও আছে,

    প্রেম ভেঙ্গে যাওয়ার পর বুদ্ধু ,মুম্মুকে কিছু কথা বলেছিলো---

    "হাম নেহি র‌্যাহেঙ্গে তুমহারে সাথ ,ইসকা মতলব ইয়ে নেহি কি তুম হামেশা দু:খী রহোগে... তুম হামারে ইয়াদ মে হামেশা হাসতে রেহেনা মুম্মু... জব ভি হাম তুমহে ইয়াদ আয়েঙ্গে তুম হামারে সাথ বিতায়ে হুয়ে আচ্ছে আচ্ছে পল ইয়াদ কর লেন, অউর আপনে আপ তুমহারে হোঁঠো পে হাসি আ জায়েগী''

    মুম্মু সেই কথা মনে রেখে এখনো বেশ ভালো আছে,

    নাই বা হলো সফল প্রেম,প্রেম তো রয়েইছে, এই হলেও হতে পারতো নিয়ে এক জীবন যাপন করে নেওয়াই যায়.... এর্পর সফল প্রেম ,নতুন প্রেম জীবনে হয়তো এসেছে কিংবা আরেকটা ব্যর্থ প্রেম ও যদি এসে থাকে.... প্রথম প্রেমের সেই ""হলেও হতে পারতো'' ব্যপারটা চিরকাল থেকে যাবে বুদ্ধু আর মুম্মু'র আগামী সারাজীবন এ---

    --------গল্প এখানেই শেষ :-)----

    শেষে রবীন্দ্রনাথের গানের একটা লাইন লিখতে ইচ্ছে করছে-----"" দেখো সখা--ভুল করে ভালোবেসো না---আমি সুখী হবো বলে ---কাছে এসোনা---তুমি যাহে সুখী হও---তাই ই করো---আমি সুখী হবো বলে---তুমি হেসোনা---''
  • Samik | 122.162.75.93 | ৩০ নভেম্বর ২০০৯ ০৯:৪২422277
  • একটাই প্রশ্ন,

    বুদ্ধু কি তার ... ঐসব ... জাতিগত দ্বন্দ্ব, প্রাদেশিকতা, শ্রেণীবৈষম্য ইত্যাদি বিষয়ে প্রেমে পড়ার বেশ কিছু পরে অবগত হয়েছিল? তার আগে সে কিচ্ছুটি জানত না? স্বর্গে বসে আইআইটি এ¾ট্রান্স পাশ করে আচমকা ধরাধামে খড়গপুরে ল্যান্ড করেছিল?

    সত্যি, কত যে দেবদূত ঘুরে বেড়ায় টেড়ায় মরলোকে ...
  • a | 115.117.144.180 | ৩০ নভেম্বর ২০০৯ ১০:০৯422278
  • শমীক, সমর্থন করলুম না।

    প্রেম, প্রেম ই। আর মুম্মু যখন মেনেই নিয়েছে, তখন আর আমি তুমি বলবার কে? দেবদূত খুজতে বেরোলে তো গা উজাড় হয়ে যাবে!!!

    ঐ কবিতাটাই ১০০% ভাগ ঠিক (খালি সুমন বাবু যদি সাংসদ ন হতেন :) )

  • koli | 115.187.37.87 | ৩০ নভেম্বর ২০০৯ ১২:০৪422279
  • নাহ ওকে তো ওর বাবা মা বলেছিলেন --ছেলের জন্যে ওঁরা সেসবকে উপেক্ষা করতে রাজী,পরে ওনারা ছেলেকে দেওয়া কথা রাখেননি,এই আরকি।তাতে বুদ্ধু'র কিছু করার ছিলোনা তো :-) ।বাবা মা অনেক কষ্ট করে তাকে আই আই টি অবধি পৌঁছে দিয়েছেন তাই বাকি কর্তব্য টুকু নাকি ছেলেকে করতেই হবে---এইসব ইত্যাদি ইত্যাদি--ব্যপার স্যাপার---

    মুম্মু তো বুদ্ধু'র প্রেমে পড়েছিলো---দেবদূতে'র নয় :-)

    :-) হুঁ প্রেম ইজ প্রেম
  • pinaki | 67.43.241.179 | ৩০ নভেম্বর ২০০৯ ১৩:২৭422280
  • অমর প্রেমের অমর শহীদ মুম্মু তোমায় জানাই লালে লাল লাল সেলাম।

    শহীদ কমরেড মুম্মু তোমায় ভুলছি না ভুলবো না।

    (চট্‌চটে/আঠালো) প্রেম আমাদের ভিত্তি। (মহান/স্বর্গীয়) ব্যার্থতা আমাদের ভবিষ্যত।

    দুনিয়ার (ব্যার্থ) প্রেমিক (প্রেমিকা) এক হও।
  • dipu | 207.179.11.216 | ৩০ নভেম্বর ২০০৯ ১৩:৩০422281
  • :-P
  • Samik | 219.64.11.35 | ৩০ নভেম্বর ২০০৯ ১৩:৫৪422282
  • দুনিয়া থেকে আমার একজন ব্যর্থ প্রেমিকা চাই। "এক' হবার ইচ্ছে রাখি।
  • . | 125.18.104.1 | ৩০ নভেম্বর ২০০৯ ১৩:৫৬422283
  • পিনাকীর ডাক শুধু সাকার "ব্যার্থতার" জন্য। অন্যরা সেই ডাক শুনতে পায় নি বলে তারা নিরাকার হয়েই রইল।
  • Samik | 219.64.11.35 | ৩০ নভেম্বর ২০০৯ ১৪:০৯422284
  • আরে হম ভি তো কভি ব্যর্থ প্রেমিক হুয়ে থে। আমার একজন ব্যর্থ প্রেমিকা চাইই চাই, নইলে আমি বেজায় ব্যর্থতায় ভুগব। ভেউ।
  • I | 59.93.195.35 | ৩০ নভেম্বর ২০০৯ ১৪:১৬422286
  • এত প্রেম কেন???????????????????????????????????????????
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন