এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১২৩৯৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • koli | 115.187.38.237 | ৩০ নভেম্বর ২০০৯ ১৪:৩৫422287
  • :-) :-) :-) :-) :-) :-) মুম্মু শহীদ হয়ে গেলো!!!!!!!!!!যাক বাঁচা গেলো :-)...... শুধু প্রেমিকা নয় আবার ব্যর্থ প্রেমিকা!!!! এই রে
  • tkn | 122.163.79.6 | ৩০ নভেম্বর ২০০৯ ১৫:০০422288
  • আরে আম্মো তো ব্যর্থ প্রেমিকা। এদ্দিন ধরে হয় আমি ব্যর্থ প্রেমিকা হয়েছি নয় ব্যর্থ প্রেমিক বানিয়েছি...

    আই-এর কি শীতে বসন্ত এসে প্রেম্যালার্জী হইল??
  • Samik | 219.64.11.35 | ৩০ নভেম্বর ২০০৯ ১৫:২২422289
  • আমি স্পিক্‌টি নট। :-X
  • tkn | 122.163.79.6 | ৩০ নভেম্বর ২০০৯ ১৫:৩২422290
  • কিঁউ?
  • M | 59.93.219.100 | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:৪৫422291
  • আম্মো ব্যর্থ প্রেমিকা হবো :D
    হ্যায় কোহী?
  • Arijit | 61.95.144.122 | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:৪৯422292
  • হ্যায় তো বটে - কি চাই? ব্যর্থ প্রেমিক? ;-)
  • M | 59.93.219.100 | ৩০ নভেম্বর ২০০৯ ১৬:৫৬422293
  • নারে বাবা! এট্টা প্রেম হয় যাতে এমন কিছু একটা, আর তাপ্পর সেটা দমাস করে ভেঙ্গে যেতে হবে.... খালি প্রেম শুনতে শুনতে নি®Öপ্রম জেবনটায় ঘেন্না ধরে গেলো।ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স!!!!!!!!!!!!!!!
  • M | 59.93.219.100 | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:২৯422294
  • একটা ডি: দিয়ে যাই, কলিকে, খারাপ পেয়ো না, বড্ড মন খারাপ করে দিয়েছিলে, তাই এট্টু মজা করলুম।
  • dukhe | 122.160.114.84 | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:৩৮422295
  • মেটস্নিকফ বলেছেন - প্রেমে আয়ুবৃদ্ধি হয়, তবে ঘোল আরো উপকারী ।
    প্রেম যদি ঘোল খাইয়ে ছাড়ে তবে তো কথাই নেই ।
  • tkn | 122.161.63.245 | ৩০ নভেম্বর ২০০৯ ১৭:৪৫422297
  • ব্যর্থ প্রেমের অব্যর্থ উপকারিতা :-)
  • koli | 115.187.38.42 | ৩০ নভেম্বর ২০০৯ ১৯:২৭422298
  • :-)

    এমা না না আমি ও তো মজা পেলাম :-)
  • M | 59.93.163.160 | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৬422299
  • ধাঁই!!
    ইকিরে মারলি যে?
    কি ভাবছিস এত?
    উ: মাথায় হাত বোলাতে লাগলো বিন্নি।
    ইস! খুকী কোথাকারে, অত লাগে? এবার চিন্তিত মিষ্টু।
    না, আমার জাড্য এসে গেছিলো তাই হাত বুলিয়েই চলছিলাম, কিন্তু তুই যে বল্লি চিঠি লিখবি, আমিতো রোজ একবার করে মেলবক্স খুলছি।
    মিষ্টু খেপে গিয়ে বল্লো, মাইরী দুই , চার সব অক্ষরের কিছু বলতে ইচ্ছে করে , মেয়ের স্কুলের সামনে যে লাল চিঠি ফেলার সেই যে কি বলে ওগুলো , সেখানে তো ফেলেছিলুম, পরে শুনলাম ওখান থেকে এখন ইঁদুরেরাই নাকি চিঠি -র সদগতি-র কথা ভাবে। পুরো পাঁচপাতা লিখেছিলাম জানিস?
    হ্যা: আমার কপাল আর তোর দুরদর্শিতা। খি খি।
    এবার প্রায় মারপিট লেগে যায় আর কি দুই সখীর, এরা কিন্তু কলেজ পড়ুয়া নয়, রীতিমতো মাঝবয়সী, আগের সেদিন থাকলে দিম্মা বনে যেতো।

    হুম! তোর যেন চিঠি নিয়ে কি একটা গপ্প ছিলো না?

    সেতো সবারই থাকে। তোর নাই?

    হ্যাঁ , কতো কতো। তোর মতো একটা নাকি?

    যাতো , কিসব মনে করিয়ে দিচ্ছিস। পুরানো সেই দিনের কথা বলবো কিরে, হায় ওসেই।।খিঁক।

    চল এবার বাড়ী যাই।

    বাড়ী ফিরে বিন্নি একেবারে একা। মেয়ে গেছে স্কুল ক্যাম্পিং এ।

    ঘর দোরের অবস্থা দ্যাখো। সব গোছাতে বসে, কি করে কিছু কাজ তো দরকার।

    আলমারি গোছাতেই বেরিয়ে পড়লো এক টুকরো অতীত।

    তখন সবে গ্রাজুয়েশন দিয়ে বাড়ীতে বসে আছে। একটা প্রোগ্রামে যাবার। ঋতু রঙ্গ না কি যেন ছিলো, গানের সাথে পাঠ করবে সে। লাল পাড় শাড়ী পরে রেডি।

    এমন সময় চারটে ওরই বয়সী হবে কিম্বা ভাইয়ের বয়সী ছেলে এসে ওদের বাড়ীর ঠিকানা বলে জিজ্ঞাসা করলো এটা কি এই ঠিকানা, কেমন ধ্বক করে উঠলো মনটা, কেন? কি হয়েছে?

    না কাকীমা,(মাকে), আমরা আসলে পিজি থেকে আসছি।
  • M | 59.93.221.74 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:০১422300
  • দ্যাখো! একটা দুখভরি কাহানী হামি ভি শোনাতাম, কেউ শুনলো না।
  • a x | 143.111.22.23 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:০৭422301
  • কি মুশকিল, শুনছি তো। বল বল।
  • Sayantan | 159.53.46.141 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:১১422302
  • কি, কি কাহানি? শুনি।
  • m | 173.26.17.106 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:১৮422303
  • দমবন্ধ করে বসে আছি!
  • koli | 115.187.37.100 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:২০422304
  • একি!! আমিও তো শুনছি
  • M | 59.93.221.74 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৩১422305
  • খিঁক
  • M | 59.93.221.74 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪০422306
  • পিজি! কেন?
    না আপনার ছেলের কি এই নাম?
    হ্যাঁ , কেন?
    না ঘাবরাবেননা, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, ওর বাবাকে অফিসে খবর দেওয়া হয়েছে, উনিও এসে যাবেন।

    তড়িঘড়ি বিন্নি মাকে নিয়ে ওদের ই আনা ট্যাক্সিতে উঠলো গিয়ে..........

    কিছুদিন পর প্রায় মাসখানেক পর, একটা চিঠি এলো,

    কাকীমা, আমরা ছুটিতে বাড়ী চলে গেছিলাম।আর খোঁজ নেওয়া হয়নি, আপনার ছেলে কেমন আছে?

    ইতি
    দীপন।

    মা বললো, দ্যাখ বিন্নি চিঠি টার একটা উত্তর দিয়ে দিস তো।

    বিন্নির উত্তর:

    দীপন,
    ভাই এখন ভালো আছে, ও ডিফেন্স এ জয়েন করার ছিলো, অলরেডি চলে গেছে।আমি মাধ্যমিক ৯০।বড় হবো নিশ্চয়।
    দিদি।

    পু: তোমাদের চার জনের মধ্যে , একজন ছিলো লম্বা আর চশমা পরা, একজন কোঁকড়া চুল আর ছটফটে একজন, আর ছোট হাইটের আরেকজন। তুমি কোনজন?
  • M | 59.93.221.74 | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৭422308
  • দীপনের উত্তর :

    আরে আমিও তো মাধ্যমিক ৯০, আর তোমার অবজারভেশান তো খুব ভালো।আমার বন্ধুরা যথাক্রমে --- ,---, ---
    আমি এখন শিবপুরে মেটালার্জি নিয়ে পড়ছি।সেকেন্ড ইয়ার।
    আমার প্রিয় গায়ক কিশোর।
    এবার তোমার নাম আর ডিটেলস জানাবে।

    বিন্নির উত্তর:

    আমি ,হুম,একটা ধাঁধা দিলাম, এটা আমার নাম নয়, কিন্তু এখানেই আমার নাম আছে, আর আমি পাশ গ্রাজুয়েশান কমপ্লিট করেছি , রেজাল্ট বেরোয়নি, আমি তোমাদের মতো অত পড়াশুনায় ভালো নই,আমার প্রিয় গায়ক :সুমন।আমি গল্পের বই ভালোবাসি, আর আমি খেতে একদম ভালোবাসিনা।
    আর আমরা যখন এক ইয়ারের তখন তো আমরা বন্ধু হতেই পারি।আর তাহলে তুমি কেন? তুই কেন নয়?
    আর চশমা পরা ছেলেটাকি তুমি?

    এদিকে বিন্নি মনে মনে ঠাকুরকে ডাকছে, হে ভগবান ঐটা যেন দীপন না হয়।

    এদিকে চিঠি আসলেই মা , বাবার সামনে সেটা খুলে পড়ে শোনাতে হয়।ডাকে আসছে, লুকিয়ে রাখার জো নেই, যদিও তখন ও প্রয়োজন ও ছিলো না। কিন্তু হায় রে ভাগ্য সে প্রয়োজন খুব শিগ্গিরি দেখা দেবে কে জানতো আর তখন ও চিঠি সবার সামনেই পড়তে হবে।

  • koli | 115.187.37.100 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:১৭422309
  • এই ১৯ মিনিটে কতবার যে রিফ্রেশ করলাম :-(।।আচ্ছা কাল সকালে এসে আবার করবো
  • M | 59.93.221.74 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:২৭422310
  • এদিকে ভাইয়ের চিঠি ও আসছে, আগে ভাইয়ের সাথেই ঝগড়া, মারামারি আবার সব গল্প গাছা ছিলো, গলার কাছে কি একটা আটকে যায় ভাইয়ের চিঠি এলে, ওকে ছেড়ে একটা দিন ও কাটতে চায় না, এদিকে ভাই আসবে সেই ছয়মাস পরে।
    ভাইয়ের একটা চিঠি উঁকি মারছে লেটার বক্সে, তুলে নিয়েই পোষ্ট কার্ডের সামনে একটা ছবি,ধু ধু মাঠ, রুখা জমি, কয়েকটা নারকেল গাছ, আর একটা টেবিলে অনেকগুলো জলের গ্লাস।
    পিছনে লেখা, দিদি, এই আমাদের গ্লামারাস এয়ারফোর্স স্টেশন,এখানেই আমরা ফিজিকাল ট্রেনিং নিচ্ছি,ভীষন এক কষ্ট মোচড় দিয়ে ওঠে, ভাইটা একটুও কষ্ট সহ্য করতে পারেনা।আর দ্যাখো, খুব পড়াশুনায় ভালো ছিলো , কিন্তু হায়ার সেকেন্ডারীতে কি যে হলো, আর বাবা ও বলে দিলো, তোমার বাপের জমিদারী নেই,ভাই ও কিছু কম জেদী নয়, চলে গেলো।

    ওকি আর একটা খাম উঁকি মারছে না?
    এ যে ডিমড ইউনিভার্সিটির খাম।তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখে মা ঘুমাচ্ছে, আর বাইরে পিয়ারা গাছের তলায় বসে চিঠিটা খোলে।

    My dear friend Binni,
    নামটা বোধহয় ঠিক ই বললাম ,নারে?
    তবে এজন্য যদি তুই আমাকে খুব বুদ্ধিমান ভাবিস ভুল করবি,ধাঁধা আমার একটা প্রিয় জিনিস।
    তোর বন্ধুকে আইডেন্টিফাই করতে তোর ভুল হয়েছে, (গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়)আমি হলাম তোমার চোখে ছটফটে ছেলেটা, কিন্তু আমি খুব ছটফট করছিলাম কি?
    আচ্ছা তুই কিন্তু তোর বায়োডাটা কমপ্লিট করিসনি, আমি কিছুটা গেস করছি,
    ১।এমনি ভাইয়ের সাথে ঝগড়া করলেও ভাইকে খুব ভালোবাসিস।
    ২।কান্নাকাটি বেশ ভালো করতে পারিস,(ঝগড়া কতটা করতে পারিস জানিনা, তবে ইন জেনারেল মেয়েরা ঝগরুটেই হয়)
    ৩।গ্রাজুয়েশান বোধহয় বি এ , কারন চিঠিটা বেশ ভালৈ লিখেছিস।

    তুই কেমন করে ভাবলি যে আমার তোর সাথে বন্ধুত্ব করতে আপত্তি থাকবে?দ্যাখ, আমি হলাম মেটালার্জি ডিপার্টমেন্টের ছেলে, যখন বন্ড ফরমেশান করি তখন স্ট্রং ই করি মেটালের মতো।

    আর চিঠির উত্তর ফেলে না রেখে তাড়াতাড়ি দিবি।দ্যাখো আমি তোমার নির্দেশ মতো পরীক্ষার মধ্যেই উত্তর দিলাম আর তোর তো কোনো কাজ ই নেই।
    আমার মতো লম্বা চিঠি দিবি যাতে অনেকদিন ধরে পড়তে পারি, তোর আরেকটা চিঠি না আসা পর্যন্ত্য।

    আর কি? শেষ করছি।
    "দেখা হবে তোমার আমার"
    ইতি বন্ধু দীপন।
  • Du | 65.124.26.7 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:২৯422311
  • শুন্যস্থান পূর্ন কর :-
    বুদ্ধু আর মুম্মুর মধ্যে হলেও হতে পারতো ---।
    উ: ন্যানো ফ্যাক্টরি
  • tkn | 122.161.63.245 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:৪৫422312
  • :-)))))))))
  • Sayantan | 159.53.46.141 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:৪৬422313
  • বড়ম, আরও অন্তত দু-কিস্তি লিখে তবে ঘুমুতে যাওয়া। দাবি।
  • a x | 143.111.22.23 | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:৫৬422314
  • এই দেখ দু'ও বলল। আমি মুম্মু কাহানি শুরুতে পড়তে গিয়ে ভেবেছিলাম কেউ ইয়ার্কি মারছে :-|। মানে ঐ ন্যানো লাইনেই। তাপ্পর এখানে তো সাক্ষাৎ মুম্মু আছেনই।
  • Bablee | 95.152.123.63 | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:৪৪422315
  • ওফ্‌স,,,,,

    কতোবার এসে এসে দেখে যাচ্ছি, মানুষের কি সময়ের দাম নেই M ??

    :-)
  • M | 59.93.243.247 | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৬422316
  • গরম হাওয়ায় ও কেমন শিরশিরিয়ে উঠলো যেন।বিন্নি অনেকক্ষন চিঠিটায় হাতে নিয়ে বসে রইলো। মনের মধ্যে কি এক কষ্ট, ধ্যুৎ এটা কি হচ্ছে?
    আসলে বিন্নি বয়সেই বড় হয়েছে, মনে খুব একটা ম্যাচিওর্ড হয়নি।হবেই কেমন করে? বড় হয়েছে বাবা, মা আর ভাইয়ের সাথে,পড়াশুনা , কোচিংক্লাস, এসবের বাইরে তেমন ভাবে জীবন দেখে নি,আর মা বাবা ও তো বিন্নিকে সব সময় হাতের তেলোয় করে রেখে দেয়, ভারী নরম মনের মেয়ে, কোথায় কি আঘাত পাবে সইতে পারবে না, অথচ আঘাত না সইলে সেটা সওয়ার ক্ষমতাও আসে না এটা এই অভিবাবকরা কেন যে বোঝে না!তারপর ছেড়ে দেয় সংসারের যুদ্ধক্ষেত্রে, আর তখন মেয়েটা ভাজাভাজা হয়ে যায়।
    বিন্নির বন্ধুরাও বিন্নির মতো ঘরের মেয়ে,কাজেই গন্ডিটাও সীমাবদ্ধ।এর আগে প্রেম টেম নিয়ে প্রচুর গল্প হয়েছে বন্ধুদের মধ্যে, তবে সেসব অত নাড়া দেয় নি মনে।ইনফ্যাক্ট ব্যাপারটা তো বিন্নির রীতিমতো বোরিং লাগে, একটা উটকো ছেলে এসে কয়েকদিন পিছন পিছন ঘুরবে, হাঁ করে তাকিয়ে থাকবে, তারপর একটা চিঠি দেবে বা বলবে আমি তোমাকে ভালোবাসি, তোমার আপত্তি নেই তো? মর জ্বালা, কিসে আপত্তি? আমাকে ভালোবাসো, কেমন করে থাকবে? আর থাকলেই ঘ্যাঁচকলা তোমার কি? আমি কি তোমার মনের মাঝে ঢুকে ছেনি হাতুরি দিয়ে তা ঠিক করতে পারবো? যত্তসব।তারপ ই অমোঘ কোশ্চেন তোমার মত কি? মানে , অ্যাঁ , আমার মত? তুমি ভালোবাসবে কি না? যদি আমায় বলো তুমিও ভালোবাসো তবে বলতেই হয় যে সেটা আমি পাচ্ছি না। তবে এত কথা কাউকে বলেনি ও। বডি ল্যাঙ্গুয়েজে যথষ্ট বুঝিয়েছে যে একদম পছন্দ করছে না।আর তাতেই কাজ হয়েছে। আসলে বিন্নির মনে হয়, রু, মাধবীলতা এরা সত্যি বোধহয় থাকে না।আর বাস্তবে প্রেম বোধহয় এটাই যে চিঠি লেখো রোজ আর দেখা করো আর বকবক করো, হুপস! টোটালি বোরিং।
  • M | 59.93.201.178 | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৯422317
  • অ! তোমরা পচ্ছিলে?আমি এত খুশী হলাম, এত খুশী হলাম যে কমলা লেবু খেতে যাচ্ছি।

    আর সায়ন আমি পোষ্টিয়েই ঘুমুতে চলে গেলুম, তাই.... স্যরি।
  • koli | 115.187.54.53 | ০১ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭422319
  • ""M''

    আপনার লেখা সত্যি ই খুব ভালো লাগছে .....

    একি!!!!!!বুদ্ধু আর মুম্মু ওরা নয়!!!!!!!!!!!!!!!! :-(---

    ইস!!!! এইরকম মিল হবে জানলে ওরা ৭ বছর আগেও এরকম নামে নিজেদের ডাকতো না :-) :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন