এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৩২১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.196.142 | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৯:১৭422354
  • দীপ,
    আমি কতো দিন বসেছিলাম এই কথাটা জানার জন্য,তুই আমায় কেমন ভাবে বলবি এ নিয়ে কত কল্পনা করেছিলাম আর শেষে কিনা আরেকজন কে দিয়ে বলালি?

    কাগজটা ছিঁড়ে কুঁচি করে ফেলে বিন্নি।
    মনের আবেগ সমস্ত যুক্তিবোধকে দুরে ঠেলে দিচ্ছে। ভীষন কান্না পাচ্ছে বিন্নির, ও দীপ তুই এত কাওয়ার্ড যে নিজে মুখে একবার বলতে পারলিনা।

    আচ্ছা এমনতো নয়, ও যা ভাবছে আসলে তা নয়,আসলে দীপ ওকে একটু ও ভালোবাসেনা।ওকে নিয়ে ওরা মজা করছে নাতো।ভালোবাসা পেয়েছে জেনে যদি হঠাৎ করে জানা যায় সেটা সত্যি নয় তাহলে সেটা যে কি কষ্টের কি অপমানের তা বোধহয় নিজের না ঘটলে ফিল করা যায় না।

    দীপ,
    রানার কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি। আমি জানিনা তুই জানিস কিনা। তবে আমি তোকে বন্ধু মনে করেছিলাম।আর জানতাম যে যা বলার সেটা তুই ই আমায় বলবি।যাক বাদ দে।আমাদের বন্ধুত্বের এখানেই শেষ।দেখিস আবার কোনো সিলি মিসটেক করিস না যেন।

    বিন্নি।

    দীপের পাঠানো একটা বোমা ফিরে এলো।

    বিন্নি,
    Thank you for your straight letter. কিন্তু তুই ভুল ভেবেছিস।হ্যাঁ I am sure of that.তোর চিঠি পাবার পর রানার কাছে গিয়ে ওর লেখা চিঠির ডিটেইলস নিউজটা পেলাম।কিন্তু তুই বিশ্বাস করিস বা না করিস ওর চিঠিটা কমপ্লিট ওর নিজের লেখা।হ্যাঁ কলেজে হয়তো তোকে নিয়ে বাওয়াল ফেস করতে হয়েছে।কিন্তু যদি তুই রানার লেখা পড়ে যা ভেবেছিস তা সত্যি হতো তাহলে I must dare to propose you thatতোকে ওয়ান ইয়ার ধরে চিঠি লিখছি একগাদা করে আর তুই রানার একটা চিঠি পড়েই আমার থেকে বেশী বিশ্বাস করলি এটা জেনেই দু:খ পেলাম।তোকে একা মিট করতে বলেছিলাম বলে ভাবলি যে তোকে প্রোপোজ করবো নাকি? হাউ ফানি।আমি ভেবেছিলাম যে তুই আমায় বিশ্বাস করিস।তুই যদি আরো আগে আমাকে বলতিস তাহলে আরো আগেই আমি যোগাযোগ রাখতাম না।silly mistake মানে black mailing এর কথা বলছিস তো।যদি বলিস সব চিঠি ফেরত ও পেয়ে যাবি।কিন্তু আশা করতে পারিকি বাড়ীর অ্যাড্রেস জানিস বলে কোনো wrong step নিবিনা?যাক যখন বিশ্বাস করতে পারিসনি তখন এটাই শেষ চিঠি।আমি এইরকম ঠুনকো বন্ধুত্ব রাখতে রাজী নই।

    দীপ

    পু: তোর দিকে আমি বন্ধুত্বের হাত ই বাড়াতে চেয়েছিলাম।অন্য কিছু নয়।তুই যোগাযোগ না রাখিস কিন্তু অ্যাটলিষ্ট উল্টো পাল্টা কিছু রং অ্যাজাম্পশান করে অন্যের বিশ্বাসটা ভেঙ্গে দিয়ে এরকম না করলেই ভালো করতিস।যাক লাষ্ট লেটার যখন হেজিয়ে লাভ নেই।

    তোর যদি কোনোদিন কোনো দরকার হয়, তাহলে এককালের বন্ধু হিসাবে আসতে হেজিটেট বা ডিলে করিস না।
    আসি।

    বিন্নি দড়াম করে মাটিতে বসে পরলো। হে ভগবান, আমি এখন নিজেকে কোথায় লুকো ই, কি ভেবেছিলাম।দীপ এত আঘাত করতে তুই পারিস।আমার তোকে কষ্ট দিয়ে দুমড়ে মুচড়ে দেখতে ইচ্ছে করতো, কিন্তু সেটা নিজের দিকে আসলে কেমন লাগবে কখন ও ভেবে দেখিনিতো।দীপ তুই আমায় ব্ল্যাকমেল করবি, এতো আমার স্বপ্নেও আসেনা।

    কলেজে গিয়ে কিছুতেই মন লাগাতে পারছেনা বিন্নি। শেষে রাস্তায় বেরিয়ে পড়লো, রূপ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? আমার কিছু জিনিস কেনার আছে।বিন্নির উত্তর। রাস্তায় বেরিয়ে প্রথমে 8B বাস স্ট্যান্ডের দিকে গেলো, তারপর APC কলেজের দিকে, তারপর উদ্দেশ্যবিহীন ভাবে এদিকে সেদিকে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না।হঠাৎ দেখে পিছনে রূপ, কি হয়েছে তোর? ম্লান হাসে বিন্নি, কই কিছু নাতো।

    এদিকে বাড়ীতে সম্বন্ধ দেখা শুরু হয়ে গেছিলো, বাবার ইচ্ছে নয় বিন্নি পড়াশুনা করে চাকরি করুক।বাবার মনে হয়, বিন্নি খুব নরম মেয়ে ও বাইরের জগতের সাথে যুঝতে পারবে না। যদি টিচারি করে অন্য কথা না হলে বিয়ে করে ঘর সংসার করুক।এতদিন বিন্নি নানা বাহানায় কাটিয়ে দিচ্ছিলো। সেদিন বাড়ী ফিরে বললো মা আমার সাম্বন্ধ দেখো, বিয়ে করবো।মা খুব খুশী, যাক এতদিনে তোর মতি ফিরলো, শুধু শুধু সেধে আসা ভালো সম্বন্ধ গুলো পায়ে ঠেললি। যাক তোর বাবাকে বলি।
  • M | 59.93.172.87 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৩৩422355
  • বিন্নি ভীষন শান্ত হয়ে গেছে।বাড়ীর লোকেরা দেখছে ও ঠিক সময় মতো পড়তে বসছে, কলেজ যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সবাই খুব নিশ্চিন্ত,এবার নিজেদের দায়িত্ব টা সেরে ফেলি।
    টুকরো টুকরো কথা কানে আসে বিন্নির।
    শেষ যারা দেখে গেলো তারা এখন ও এগোতে চায়। ছেলেটা প্রাইভেট ফার্মে কাজ করে তাই ভাবছি।তবে ছেলেটা সৎ বলেই মনে হলো আর ভালো বংশ।নিজের মনেই হেসে ফেলে বিন্নি, এরা কোন যুগে বাস করছে কে জানে।
    এটাই দেখো, মেয়ের যখন মতি হয়েছে, যা খেয়ালী মেয়ে তোমার। সুখ কপালে থাকলে এখানেও হবে। আর সুখ। বিন্নির চোখ ফেটে জল বেরিয়ে আসে। আর কদিন বাদেই ইংলিশ নিউ ইয়ার।

    অনেক ভেবে বিন্নি একটা কার্ড কিনলো আর্চিস থেকে, আর একটা ছোট্ট চিরকুটে ক'লাইন লিখলো যার মর্মার্থ অনেকটা এরকম:

    নতুন বছরে ভালো থাকিস।আমার চিঠিগুলো ফেরত দিতে হবে না। তোর কলেজের পাশেই তো গঙ্গা, ফেলে দিস। আমি তোকে ব্ল্যাকমেল করবি বলে ভাববো কি করে মনে হলো?আর আমি তোর চিঠির অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলাম।ভালো ই হলো।ভালো থাকিস।

    বিন্নি ভাবে নিশ্চয় উত্তর আসবে কিন্তু কোনো উত্তর নেই।

    খুব হীন লাগে নিজেকে।এতো ছোট কেন নিজেকে করছে ও।আবার লিখলো, তোকে একটা চিঠি পাঠিয়েছিলাম।উত্তর আশা করেছিলাম।

    এবার প্রায় জানুয়ারীর শেষের দিকে একসঙ্গে দুটো কার্ড আর একটা চিঠি আসে, যেগুলোর তারিখ দেখে বিন্নি বোঝে এগুলো পোষ্টের গন্ডোগোলে কোথাও আটকে ছিলো। ততদিনে বিন্নির বিয়ের দিন পাকা হয়ে গেছে।
  • aishik | 122.166.17.203 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৩৭422356
  • লেখাটা পড়ে এক্টা অদ্ভুত ভালো খারাপ আনন্দ-কষ্ট হচ্ছে
  • M | 59.93.204.1 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১১:৪০422357
  • তুমি বাপু এই ভাঙ্গাচোরা তে কি করছো কও দিকি? কি গড়ার কথা ভাবছিলে যে।বম্মার কথা শোনো বাপু, বয়সের অভিগ্গতা বলে কতা, এসব পড়োনি একন।

    আর ইকি লোকে কিসব কতা কয়, এটা তো হলেও হতে পারতো, মানে যা হয়েও হলো না আর কি, তেমন কিছু।কি জ্বালা বাবা।
  • M | 59.93.204.1 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১২:৩২422358
  • প্রথম কার্ড, মানে যেটা আগে পোষ্ট করা হয়েছিলো,সেটা এমন:

    When iT
    (একটা বাচ্চাদের হাতে আঁকা শাইনিং সুর্য)

    (রামধনু)
    comes to friends
    (দুটো হার্টের মাঝখানে)
    I think

    it's true


    প্রজাপতি আর দুটো লাল গোলাপ।কিউট একটা কার্ড।
    ভিতরে বাঁপাশে লেখা

    "Let us hope that in this year,our earth coincides with the heavens"

    আর ডান দিকে

    To Binni,

    THAT I LUCKED OUT CAUSE I GOT YOU!

    HAPPY NEW YEAR

    DEEP


    আরেকটা কার্ড এরকম:
    একটা রেকট্যাঙ্গেল ফুল পাতার ফ্রেমের মধ্যে লেখা

    Because You Are
    SPECIAL
    may this........

    ভিতরে একটা ছোট্ট চিরকুটে লেখা

    please wait for my letter for some more days.Sorry for deley.As I am very busy now for some reason which I will clearyfy you in my next letter. Already received your beautiful new yr card, Thanks!!!! for not forgotten me in new yr also. If possible & time permits please send me A joy full letter.
    বিন্নি আনন্দে পাগল হয়ে যায়।চিঠিটা, না কে যেন আসছে,উপস!
  • M | 59.93.204.1 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৩:১২422359
  • খাম খুলতেই আবার একটা ছোট বেলায় যেমন হাতে পয়সার ব্যাগ বানানো হতো তেমন একটা কাগুজে ব্যাগ বেরিয়ে এলো যার উপরে পিঙ্ক কালিতে লেখা

    যদি 1 microsec এর জন্যেও কোনোদিন আমাকে বন্ধু মনে করিস তাহলে ছেঁড়ার আগে পুরোটা পড়িস।আমার লাষ্ট রিকোয়েষ্ট(এটা আবার একটা বক্স করে দেওয়া) হয়তো ফাইনাল ও। বিশ্বাস কর আগের মতো এমন কিছু লিখিনি যা পড়ে তুই বিন্দু মাত্র দু:খ পাবি।

    ভিতরে লেখা:

    বিন্নি,
    তোর প্রথম চিঠিটা পাওয়ার পর যে কি মনের অবস্থা হয়েছিলো তা তুই কিন্তু বুঝতে চেষ্টা করিসনি। আমি জানি আমার ঐ চিঠি পাওয়ার পর তোর বোঝাও সম্ভব হয়নি। বিশ্বাস কর কি ভীষন দু:খ পেয়েছিলাম।যবে থেকে ভাবছিলাম যে তোকে বুঝতে পারছি তারপর তুই এমন একটা চিঠি দিলি যে কি বলবো।তুই সবই লিখেছিলি রানার চিঠি পড়ে, এমন কিছু হয়তো ছিলো যা থেকে ঐ চিঠি লিখেছিলি কিন্তু তুই কেন যে লাষ্ট লাইনটা লিখতে গেলি যে কোনো "Silly mistake" করিসনা।ঐ লাইনটাই যেন মাথার রক্ত গরম করে দিলো।জানি এমন কিছু লিখেছি যা তুই কোনোদিন ও ক্ষমা করতে পারবি না কিন্তু আমি তোর জায়গায় থাকলে ঐ লাষ্ট লাইনটাও লিখতাম না।তোর সেকেন্ড লেটার টা পাওয়ার পর থেকেই আর বই ধরতে পারিনি জানিস।এদিকে sem শুরু হবে।তুই আমায় আর একটু ও বিশ্বাস করিসনা তাই, তা না হলে আরো কিছু মনটা হাল্কা করে বলতে পারতাম।যাক আমাদের রিলেশনটা ভাঙ্গার জন্য যে দায়ী থাকুক না কেন(ধরে নে আমি ই) তোর সাথে কিন্তু আগে থেকেই কন্ডিশন ছিলো যে তুই সেটা ফেবিকল দিয়েই হোক আর যা দিয়েই হোক জোড়া লাগাবি।যদি পারিস এমন একটা চিঠি দিস এইসব চিঠির আগে থেকে আবার শুরু করে, যদি চাস সেম টা ভালো দি।
    কিন্তু এমন কিছু লিখিস না যাতে সেমটাতে বসতে পারলাম না।আগে হলে দাবী ই করতাম। এরকম ভাবে চাইলে কিন্তু কেউ ARCH RIVAL কে বা চরম ঘৃনার পাত্রকেও ফেরায় না।
  • SB | 114.31.249.105 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৩৮422360
  • এখনো একটা ক্ষীন চান্স আছে :-)
  • M | 59.93.223.150 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:৩০422361
  • :)

  • bablee | 170.148.215.156 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:৪১422362
  • সে কি করে হবে? বিয়ের দিন পক হয়ে গেল যে !!
  • bablee | 170.148.215.156 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:৪২422364
  • ধুস্‌স্‌স !

    *** পাকা
  • rokeyaa | 203.110.246.230 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:৪৯422365
  • হবে-র দিকে রেট একে চার, হবে না-তে একে সাড়ে তিন! যেটায় ইচ্ছে ধরুন :)
  • SB | 59.93.203.217 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২৩:০০422366
  • একে চার ধরলাম :-)
  • koli | 115.187.41.81 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩422367
  • হলেই ভলো হতো---বিন্নি আর দীপন দুজন'ই খুব ভালো--তবু হবেনা?
  • M | 59.93.223.150 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭422368
  • তাহলে দীপ ও এতো কষ্ট পেয়েছে। বিন্নির ভীষন কষ্ট হচ্ছিলো। না দীপ আর কখন ও কষ্ট দেবো না তোকে।ঠিক , দেখিস।ফেবিকল কিরে ফেবি কুইক দিয়ে ভাঙ্গা জুড়ে দেবো।ফিক করে হেসে ফেলে বিন্নি।এদিকে বাড়ী থেকে ওর বিয়ের ডেট ঠিক করা হয়ে গেছে।কি করা যায়? কিছু একটা করা খুব দরকার।এদিকে দীপ আবার যাদবপুরের ম্যানেজমেন্ট কোর্সের খোঁজটা নিয়ে রাখতে বলেছে।কলেজে ঢুকেই আজ বিন্নির অনেকদিন পর ক্লাস করার ইচ্ছেটা ফিরে এলো।রূপ এসে বললো, হাই আজ যে খুশ লাগছো এতো কি আনন্দ হলো তোমার? এই রূপ যদুর ক্যাম্পাসে যেতে হবে।যাবি আমার সাথে? না বাবা না, তুমি জানোনা যেখানেই যাই এই এস এফ আই এর চামচা গুলো পিছু ধাওয়া করবে,হাও বোরিং।ফ্যাট! করলে করবে, তাতে তোর কি আর আমার কি? না না হেবি বাওয়াল খাচ্ছি হোস্টেলে(যাচ্চলে তুই ও)। তুই ভয় পাচ্ছিস? ছি:, ফ্যাচ করে হেসে ফেলে বিন্নি।এই জন্যই মেয়েদের থেকে দুরে থাকতে হয় জানোতো, চল।চল,লাফাতে লাফাতে বিন্নি চলছিলো আর বকবক করেই যাচ্ছে। কিন্তু তুমি ম্যানেজমেন্ট পড়বে কি?দাঁড়া, আগে তো এটা শেষ করি।তো কার জন্য? হ্যায় কোহী! স্পেশাল কেউ, উঁ, এখন ও তো জানিনা।বিন্নি আজ খুব হ্যাপী লাগছে তোমাকে।
    উঁ।
    কেয়া ইয়ার?
    কি?
    আজ খুব উদাস আছো, অন্যমনস্ক।
    থাক থাক , তোকে আর কঠিন বাংলা বলতে হবে না।

    বিন্নি সমস্ত ডিটেইলস দীপ কে জানালো আর দীপ বলেছিলো ৩/৪ বইমেলায় এলে দেখা হবে, দুজনে মিলে খুব করে নতুন বই এর গন্ধ নেওয়া হবে।বিন্নি জানিয়ে দিলো ৪ তারিখ ও যাবে আর দীপের কথা মতো আনন্দ পাবলিশার্সের সামনে থাকবে।

    ৪ তারিখ আর আসতেই চাইছে না।এদিকে বাড়ীতে শাড়ী গয়না নিয়ে বিরাট আলোচনা চলছে।নেমন্তন্যের প্ল্যান চলছে আর বিন্নি বিন্দাস।

    কত স্বপ্ন ভীর করে আছে, দীপ, একট ছোট্ট ঘরে তুই আর আমি থাকবো, এত্ত ঘেঁষাঘেঁষি করে থাকতে হবে যে তোর দুরে থাকার চান্স ই থাকবে না।আর আর হ্যাঁ তোকে আমি কারোর সাথে ভাগ করবোনা কিন্তু, শুধু তুই আর আমি থাকবো, আর আর , না আর ভাবতে পারছে না।

    বন্ধুরাও বইমেলায় যাবে, কায়দা করে পাশ কাটালো বিন্নি,এদিকে বাড়ীতে বললো যে বন্ধুদের সাথেই যাবে।

    বইমেলাটা ভীষন প্রিয় জায়গা বিন্নির, আনন্দ পাবলিশার্সের সামনে নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌছে গেছে।একদল ছেলে গিটার বাজিয়ে গান করছে আর একপাশে এক উঠতি আর্টিস্ট আঁকছে।বিন্নি দাঁড়িয়ে আছে, এদিকে সময় চলে যাচ্ছে।দেখতে দেখতে রোদ পড়ে গেলো,কি হলো? দীপ, তুই কি আসবি না?কেঁপে ওঠে বিন্নি।সব আলো জ্বলে গেলো, ও একাই দাঁড়িয়ে রয়েছে ভুতের মতো।তারপর বাড়ী ফিরে যাওয়া,কেমন এক ঘোরে বিন্নি বাড়ী ফিরে গেলো।

    মা ওকে দেখেই বললো, কি রে এতক্ষন লাগিয়ে দিলি।
    একটু দেরী হলো মা।
    আয় তোর গয়না গুলো দেখে যা।
    আ: মা, খুব ক্লান্ত আমি, তাছাড়া তুমি দেখেছো তো।তবেই হবে।
    বিন্নি শোন, মা কেমন একটু ভয় পাওয়া গলায় বলছে মনে হলো, কি হয়েছে মা? মনে হয় তোর পড়াটা ছেড়ে দিতে হবে।
    বেশ তো মা।অদ্ভুত শান্ত গলায় বললো ও।(জীবনটাই বাদ দিয়ে দিয়েছে ও জীবন থেকে , পড়াশুনা তো তুচ্ছ জিনিস)
    আমি খুব ক্লান্ত মা, একটু বিশ্রাম নেবো। আর হ্যাঁ শোনো তোমার লিষ্টিতে দীপ আছে তো? ওকে কিন্তু মা গিয়ে কার্ড দিয়ে আসবে।

    দু ফোঁটা জল পড়লো কি?মনের ক্ষতটাতে হাত বুলিয়ে দেখে না আর সেটা নেই আজ, শুধু একটা দাগ রয়ে গেছে,আলতো চাপ দেয়,একটা মিঠে চিন চিনে ব্যাথায় ওকে ছেয়ে ফেলে।
  • SB | 59.93.203.217 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:০৬422369
  • আবার চাপ হয়ে গেল :-(
  • kallol | 115.184.97.226 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০০:৩৭422370
  • ছেলেগুলো গাধা জানতাম - এতো গাধাস্য গাধা।
  • Nina | 68.45.145.174 | ০৪ ডিসেম্বর ২০০৯ ০৬:৩৬422371
  • আহারে, আবার দীপের কি হল কে জানে। আসতে পারলনা---আমার চিন্তা হচ্ছে। বিন্নি একটু খবর নিলনা, কেন আসতে পারলনা ছেলেটা?!
  • M | 59.93.165.162 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১০:২৫422372
  • :(
  • aishik | 122.166.17.203 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১০:৪৯422373
  • আরে না, দীপের না আসতে পারার অনেক কারন থাকতে পারে,সেটা মেয়ে গুলো বুঝবে না। আর বোঝানোর সুযোগ ও দেবে না।
  • kallol | 220.226.209.2 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:০৪422375
  • অনেককাল আগে গৌকিশোর ঘোষের উপন্যাস প্রেম নেই-তে এমনই ঘটেছিলো। শমিমের আসার কথা ছিলো কলেজ স্ট্রিটে, ১৬ আগস্ট ১৯৪৬। শমিম পারে নি। শমিমকে আর কেউ দেখেও নি।
    কিন্তু এটা মোটেও সেরকম নয়। সেদিন হয়তো সহবাগের প্রথম ৪০০ হবে, তাই...........
  • M | 59.93.165.162 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:০৮422376
  • কল্লোল দা, বিন্নি বোধহয় আজ ও কারন জানতে চায়, কি কি কারন হতে পারে? এনি গেসানো?
  • kallol | 220.226.209.2 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:৪৭422377
  • বিন্নি,
    তোর কাছে, একজন পুরুষ হয়ে, সমস্ত পুরুষদের তরফে ক্ষমাই চাইতে পারি মাত্র। কিন্তু তাতেও কেউ বলতেই পারে - তুমি *ন্ডু সমগ্র পুরুষদের হয়ে বলার কে!!!
    সত্যিই কেউ নই। তবু যদি সম্ভব হতো, তোর কাছে ক্ষমা চেয়ে নিতাম।
    দীপকে আমি চিনি। খুব চেনা আমার। বোধহয় বিন্নিকেও।
    একজন বিন্নি একজন রানার (ক্রিকেটিয় অর্থেও) প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হয়েছিলো। সেই বিন্নির সময় আজও বড় সুখের নয়। যদিও আজও তারা ........
    যে মানুষ একটা লাইন পড়ে - বন্ধুকে এরকম লিখতে পারে, সে মানুষের সাথে সারা জীবন? না, বিন্নি আফশোস রাখিস না। শুধু কষ্টটা রেখে দিস। এই ছোট-বড়-মাঝারী কষ্টগুলো-ই মানুষের মনুষ্যত্বকে ধরে রাখে, অন্য উচ্চতায় নিয়ে যায়।
    আরও এক দীপ ঠিক অমনই অস্বীকার করেছিলো আরও এক বিন্নিকে। সেই বিন্নিকে আমি একটা গোটা শ্রাবণজোড়া বর্ষা হয়ে ঝরে যেতে দেখেছি।
    আসলে পুরুষ বড় ভীতু। তার সারাক্ষণ হেরে যাবার ভয়। যার যোনি থেকে সে আজ ""আমি"", যার স্তন তাকে ললন করেছে বলেই আজ ""সে"", তার কাছে হেরে যাবার ভয় জন্মদাগের মতো বয়ে বেড়াতে হয় তাকে।
    আর হ্যাঁ, বিন্নিরে, জানিস হয়তো, তবু মনে হলো বলে দেই - সব কথা, সব গান সবার জন্য নয়।
    ভালো থাকিস।

  • M | 59.93.165.162 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:৫৩422378
  • :).....:(
  • aishik | 122.166.17.203 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১২422379
  • এখেনে আম্রা কারোর দোষ ধর্তে আসি নি, গল্পো শুন্তে আর আড্ডা দিতে এসেছি। বিন্নি কষ্ট চেপে না রেখে বলে দাও মন ভালো হবে, আর এতো দিন পরে .....দীপ সেদিন কেনো আসে নি সেই উত্তর টাও হয়তো পেয়ে যাবে।

    হয়তো দীপ ও পড়ছে, তার কথাটাও শোনা যাবে না হয় পরে।
  • Bishorgo | 122.172.15.168 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১৩422380
  • বিন্নি কি হল? গল্পটা কি শেষ হয়ে গেল এখানেই?
  • deepan | 131.151.102.250 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৭422381
  • প্রেমের গল্পে আমায় ভিলেন বানিয়ে দেওয়াটা কি ঠিক হল? আমারও তো একটা ভার্সান থাকতে পারে।
  • kallol | 220.226.209.2 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩422382
  • হোক হোক। যতোদিন বাঁচি ততোদিন শিখি।
  • . | 198.96.180.245 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৯422383
  • এই গল্পটা শুনেই কবি লিখেছিলেন- জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে ধূপ জ্বেলে দিও।
  • aishik | 122.166.17.203 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩422384
  • পারো কে? কোন কবি?
  • M | 59.93.174.17 | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:১৭422386
  • কিসব লোকজন দ্যাখো!আর গপ্প কি শ্যাষ হয়রে পাগলা,কিন্তু এখানে না লিখলে কন্টি নষ্ট আর লিখলে পয়েনওয়ালারা আমারে ব-----প করে বকে দেবে।

    আর বাপু কে দীপনের দোষ ধত্তে গেলো শুনি? ঐতো দীপন রয়চে, ওরে শুধাও না।এই দীপন, এই দীপন বলে ফেলো না বাবা, আমি বিন্নিরে ঢাক ঢোল বাইজে শুন্নে দে আসি।

    বম্মার মতো বয়সে আসো দেখবা ঐ কতায় কতায় মাথা গরম তোমাদের কমে গ্যাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন