এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৩০৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • koli | 115.187.41.8 | ০৪ ডিসেম্বর ২০০৯ ২১:২০422387
  • :-(
  • SB | 59.93.199.87 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫৯422388
  • হলনি হলনি :-(
  • M | 59.93.241.238 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৮:০১422389
  • এই তোমাদের নিয়ে আর পারা যায় না, সব কি হতেই হবে?আর না হয়ে কি খারাপ হলো শুনি?আমি মেয়েটাকে বললাম আমি লিখে দিয়েছি আর লোকজন এসব বলছে। কল্লোলদার কথা শুনে ঝরঝর করে খানিক কাঁদলো, তাপ্পর বললো, কি করে উনি জানলেন?আমি কইলাম রোদে জলে তৈরী হওয়া মানুষরে!বলে কিনা জানো দীপ এখন একজন বড় এক্সিকিউটিভ অফিসার। সুখের সংসার ওর। আর সেতো আমার ই বা কি কম সুখ।কিন্তু দীপ সত্যি একটু ভীতু মনে হয়।আমার মনে হলো ও আমায় একটু ভয় পাচ্ছে।তবে আমার মনে হওয়া এটা।
    আমি মেয়েটাকে চিনি, কিছু কম ঝড় ওর উপর দিয়ে যায়নি।বললাম তোর কি খবর। ঝলমল করে হেসে বললো ভালৈ তো। আমি যাকে বিয়ে করলাম সে সাধারন, সংসারের নিয়মে, কিন্তু তাকে ভালো ভাবে বুঝলে দেখবে সে অন্যরকম।সৎ, সাহসী, আলভোলা আর সত্যিকে সহজ ভাবে ফেস করতে পারে।আর মাথা সোজা করে যুদ্ধ করতে জানে।চোখের দিকে তাকিয়ে কথা কইতে জানে।আমায় বললো আমাদের তো হারানোর কিছু নেই রে পাগলী, চল লড়াইটাই করি,আমায় যুদ্ধক্ষেত্রে সময় বেশী দিতে হবে, তোকে অত সময় দিতে পারবো না হয়তো।আর ভালোবাসা কেড়ে নেবার ক্ষমতা ওর আছে।
    সেকিরে তুই কিছু বললি না?
    আমি ওর চুল গুলো নেড়ে চেড়ে দিলাম।আসলে আমরা কেউ তো মাথা নামাতে শিখিনি।

    তবে যদি শ্রীকান্তের মতো অত দরদ দিয়ে গাওয়ার ক্ষমতা থাকতো তো এই গানটা শুনিয়ে দিতাম,

    সকাল আমার গেলো মিছে বিকেল যে যায় তারি পিছে গো--
    রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি।।
    মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
    ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
    ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে---
    দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি।।

    আমি ডুবতে রাজি আছি।

    তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
    আমি ডুবতে রাজি আছি।

    জল ভরা চোখে তাকিয়ে আমায় বললো কল্লোলদাকে বলে দিও উনি ঠিক ই বলেছেন।আমি আফশোস রাখিনি।কষ্টটা আছে।
  • Bishorgo | 122.172.3.40 | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭422390
  • খুব ভালো লাগল M তোমার বিন্নির গল্প।

    পড়তে পড়তে মনে হল আমিও তো জানি এরকম দুই জনের গল্প। বলি?
  • koli | 115.187.41.81 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১০:১৩422391
  • বিসর্গ, বলুন,নিশ্চই বলুন
  • Bishoro | 122.172.5.227 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১১:৫১422392
  • এ গল্পে আছে এক হলেও হতে পারত প্রেমের গল্প আর এক সত্যিকারের ব্যর্থ প্রেমের গল্প। অথবা সত্যি প্রেমের ব্যর্থ পরিনতি।

    গল্প শুরু হয় অতি সাধারণ সব বৈপরীত্যে ভরা উপাদান দিয়ে। উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার, বাংলা মিডিয়ামের সাথে ইংলিশ মিডিয়ামের, কলকাতা ইউনিভার্সিটির সাথে যাদবপুর ইউনিভার্সিটির, জেনারাল স্ট্রিমের সাথে ইঞ্জিনীয়ারিঙ্গের। মেয়েটা উত্তর কলকাতা, বাংলা মিডিয়াম, কলকাতা ইউনিভার্সিটি, জেনারাল স্ট্রিম। ছেলেটা ছাত্রমহলে ভারি জনপ্রিয় ফেস্ট-করিয়ে হিসাবে। মেয়েটাও সবে শুয়োপোকার রোয়া (দুটো চন্দ্রবিন্দু চেষ্টা করেও লাগিয়ে উঠতে পারলাম না) ঝরিয়ে ডানা মেলে উড়তে শিখছে। কলেজের দাদা-দিদিদের হাত ধরে আজ স্প্রিং ফেস্ট, কাল সংস্কৃতি-তে হাতেখড়ি হচ্ছিল আর কেমন করে যেন মাঝে মাঝে কয়েকটা ইভেন্টে প্রাইজ জুটেও যাচ্ছিল। মেয়েটা কুতার্কিক বলে পরিচিত ছিল মা এবং স্কুলের দিদিমনিদের কাছে। ছেলেটা ছিল তুখোড় ডিবেটর, অত্যন্ত মেধাবী। এবার বরং ওদের দুটো নাম দেওয়া যাক। ধরা যাক পূর্ণা আর অন্তু। প্রাথমিক পরিচয়ের পালা শেষ আপাতত।

    আসল গল্পে আসি এবার। অন্তুর চারপাশে সবসময় প্রচুর বন্ধুর ভীড়, তাদের ছাড়িয়ে কিভাবে যেন মাঝে মাঝে তার চোখ পড়ে যায় একটা শ্যামলা ছোট্ট-খাট্টো মেয়ের উপর। মেয়েটা টেনশন করছে, অনর্গল বকবক করে যাচ্ছে নিজের বন্ধুদের সথে, কখনো বা রেগে গিয়ে ঝগড়াও করছে তাদের সাথে। সেন্টার স্টেজের চড়া আলো, সংগঠকদের ভীষণ ব্যস্ততা, কয়েকশ' ছেলে-মেয়ের গা-ছাড়া গুল্‌তানি, হাততালি আর "ওরে নেমে আয়" ধিক্কারের মধ্যে যখনই চোখ পড়ত মেয়েটার দিকে একটা ঠান্ডা আরাম ছড়িয়ে যেত শরীরে। ঐ যে জগজিৎ গেয়েছেন "জিন্দেগী ধুপ, তুম ঘনী সায়া"।

    আর মেয়েটা?

  • pi | 72.83.98.106 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১২:১৩422393
  • ro`nyaa :)

    তবে, বিসর্গ প্রাণপণে চন্দ্রবিন্দু লাগানোর চেষ্টা করছেন ভাবতেই .. :)

    যাহোক, মেয়েটা ?
  • M | 59.93.206.50 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৯:১৭422394
  • আম্মো শুনছি।
  • koli | 115.187.40.102 | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৩422395
  • একি!!!
  • one | 24.42.203.194 | ০৬ ডিসেম্বর ২০০৯ ১০:২১422397
  • কি ব্যপার????????????????
  • Bishorgo | 122.172.166.90 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:১৩422398
  • লিখছি লিখছি। এই ফিরলুম অফিস থেকে।
  • Bishorgo | 122.172.166.90 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:১১422399
  • মেয়েটা ছিল এলোমেলো কিন্তু ডাকাবুকো। সবে ফার্স্ট ইয়ার। সে জানতে পারত না, মোটা কাঁচের (শিখে গেছি পাই-ভাই) চশমার আড়ালে এক জোড়া চোখ তাকে খুঁজে বেড়ায়। পূর্ণা আসলে ভাবতেই পারে না, কেউ ওকেও খুঁজতে পারে। মাসে দুই-তিন বার ওরা মুখোমুখি হয়, বিভিন্ন কলেজে , অথবা USIS বা BCLয়ে। পূর্ণা জানে অন্তুকে দেখলেই ওর চোখের পাতা ভারি হয়ে নেমে আসে, গলার নিচে কি যেন আটকে আসে। কিন্তু তার বেশি কিছু ভাবতে বা চাইতে পূর্ণার সাহস হয় না। পূর্ণা কিছুতেই বুঝতে দিতে চায় না অন্তুকে, তাই সহজ হতে চায় অন্তুর সামনে। অন্তুর সামনে অবলীলায় আড্ডা মারে পর্ণব-সব্যসাচীদের সঙ্গে, কিন্তু নিজেকে হাজার শাসন করেও, নিজেকে হাজার সাহস দিয়েও কথা বলে উঠতে পারে না অন্তুর সাথে।

    অন্তু বা পূর্ণা কেউই নিজেদের এই অকারণ লজ্জা বা অতি সতর্কতা অতিক্রম করে উঠতে পারে না। নিজেদের এই ক্যাবলামির পিছনে যুক্তিও খুঁজে পায় না। পরে অবশ্য এই বোকামির মূল্য ওদের দুজনকেই দিতে হয়েছিল।
  • M | 59.93.197.205 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:১৭422400
  • তাপ্পর।
  • pinaki | 67.43.241.179 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:২০422401
  • এই পর্নব ক্যারেকটারটিও ফেস্ট কাঁপানো ক্যারেকটার কি? ক্যুইজ বা ডিবেট বা স্কিট - ঐ জাতীয়? আমাদের কলেজবেলার শুরুর দিকে এরকম নামের একটি ফেস্ট কাঁপানো ক্যারেকটারের কিছু পারফরমেন্স দেখেছি। তাই জানতে চাইলাম।
  • Bishorgo | 122.172.166.90 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৬422402
  • হ্যাঁ পিনাকী, তবে তোমার থেকে বড়। এই গল্পে শীলা দত্তও আছে। সেও তোমার থেকে বড়ই ছিল। :D

    ওরে বাবা এত লোকজন এই গল্প পড়ছে!! আমি তো ভাবছি বড্ড বোরিং হচ্ছে লেখাটা। এবার একটু ক্যাওড়ামি করা যাক।
  • pinaki | 67.43.241.179 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৩422403
  • হ্যাঁ, আমার থেকে বড় তো জানি। কিন্তু আপুনি আমারে চেনেন মনে হচ্ছে? শীলা দত্ত তো আমাদের ডিপার্টমেন্ট সিনিয়র। এককালের হার্ট থ্রব। :-)
  • Bishorgo | 122.172.166.90 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৪৬422404
  • তোমারে কেনো চিনবু নি পিনুবাবা! বাস্কেট্‌বল কোর্টে বসে বিড়ি চাইতে সবার থেকে, আর তোমার লড়িয়ে খ্যাপা হাবভাব দেখে আমরা বলতুম "এ খোকা বড় হয়ে এস ইউ সি আই করবে"।
    ভূগোল বইয়ে পড় নাই "এই সুবৃহৎ পৃথিবী কমলালেবুর ন্যায় গোলাকৃতি এবং ক্ষুদ্র"?
  • pinaki | 67.43.241.179 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:০৯422405
  • জয় গুরু।
  • pinaki | 67.43.241.179 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪422406
  • তবে ছোটোবেলার গোপন কথা কিচু ফাঁস করে দিয়েন না যেন। ;-)
  • Bishorgo | 122.172.166.90 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮422408
  • খোকা, তোর ছোটোবেলা ভালো কোরে দেখার আগেই যে আমারে ছোঁ মেরে নিয়ে গেলো টিসিএসয়ে। গোপন কথাগুনো জানার আগেই।
  • Bishorgo | 122.172.166.90 | ০৭ ডিসেম্বর ২০০৯ ০০:৩৪422409
  • কেটে গেছে কয়েক মাস। চলে গেছে ক্যালিডোনিয়া আর পুজো। হঠাৎ একদিন মেকানিক্যালের দেবারতি আর রাজীব জানতে চাইল "পূর্ণাকে চিনিস?" অন্তুর পাল্টা প্রশ্নের উত্তরে দেবারতি বলল, পুজোর ছুটিতে অজন্তা-ইলোরা বেড়াতে গিয়ে পূর্ণার সাথে আলাপ হয়েছে। পূর্ণাই দেবারতির থেকে জানতে চেয়েছে, দেবারতি অন্তুকে চেনে কিনা। অন্তুর মনে হয় ওর সব পাওয়া হয়ে গেছে, আর তো কিছু চাইবার থাকতে পারে না। গত কয়েক মাসের দোলাচল শান্ত হয়ে যায়। হেমন্তের বিকেলের যাদবপুর ক্যাম্পাস বড় মায়াবী, মুচকি হাসে অন্তুর দিকে তাকিয়ে। রাজীবরা মিলনদা থেকে চেঁচিয়ে ডাকে অন্তুকে। দেবারতির চোখ এড়ায় না অন্তুর এই হঠাৎ ভালো লাগা। দেবারতি প্রশ্রয়ের হাসি হাসে, বলে "পূর্ণাকে কিছু বলতে হবে তো বল?" অন্তু ঘাড় নাড়ে, "না" বলে। আড্ডায় রাত হয়ে যায়, হোস্টেলে একবার ঢুঁ মেরে, থানা থেকে S19 য়ে ওঠে অন্তু। (যাদবপুর পুলিশ থানা বাসস্টপ, অযদুপুরিদের জন্য জানাই)

    পিছনের সিটের দিকে এগিয়ে যেতেই অন্তু চমকে ওঠে, স্থির হয়ে যায় এই অদ্ভুত সমাপতনে। পূর্ণা বসে আছে, অন্তুকে দেখতে পায় নি, মন দিয়ে কিছু পড়ছে। অন্তু দ্রুত চোখ বুলিয়ে নেয় চারিদিকে, আর কোনো চেনা মুখ আছে কিনা বাসে। না নিশ্চিন্ত, কেউ চেনা নেই। কিন্তু পূর্ণার কলেজ তো নর্থে, বাড়িও তো ওদিকেই, ও এত রাতে এদিকে কোথায় এসেছিল? অনেক প্রশ্ন ভীড় করে মনে, দ্বিধা কাটিয়ে অন্তু এগিয়ে যায়। পূর্ণার পাশে গিয়ে দাঁড়ায়, পূর্ণা টের পায় না। অন্তুও ঘাবড়ে যায়, বুঝতে পারে না এবার কি করণীয় । প্রেমের ঠাকুর ফিকফিক হাসে দুই আনাড়ির বোকামো দেখে। বোধহয় তাঁর দয়াও হয়, তাই অন্তু দেখে পূর্ণার কোলের বইটা অন্তুর খুব চেনা, এস এস শাস্ত্রীর নিউম্যারিকাল আন্যালিসিস। অন্তু ভেসে যাওয়া খড়্‌কুটোর মত আঁকড়ে ধরে এস এস শাস্ত্রীকে। বলে "বুঝিয়ে দেব? খুব সোজা কিন্তু!" পূর্ণা চমকে ওঠে, ভাসা ভাসা অবাক চোখে তাকিয়ে বলে "তুমি!"। আলোঝিকমিক ঢাকুরিয়াতে থেমে যায় সময়।

  • aishik | 122.166.17.203 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪422410
  • তাপ্পর....তাপ্পর
  • M | 59.93.211.237 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৪422411
  • :P
    তাপ্পর
  • a | 59.161.112.189 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৫:৩০422412
  • নাজুক নাজুক
  • Bishorgo | 122.172.36.71 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৬:১৩422413
  • ওরা দুজনেই দুজনের কাছে ধরা দিতে চাইলেও, কেউ একে অপরের কাছে ধরা পড়তে চায় না। তাই অন্তু বলে ''আমি তো বাড়ি ফিরছি সল্ট লেকে, কিন্তু তুমি এখানে?''। পূর্ণা নিজের সাথে প্রাণপণ লড়াই করে স্বাভাবিক থাকার, বলে "পিসতুতো বোনের জন্মদিনে এসেছিলাম বিজয়গড়, এখন বাড়ি ফিরছি''। দুজনেই আবার কথা খুঁজে মরে, বুঝতে পারে না আর কি বলা যায়!

    রাতের বাইপাসের হাওয়া অন্তুর কানে ফিশফিশিয়ে যায় ''রোজ রোজ কিন্তু ওকে পাশের সিটে পাবি না।'' অন্তু তাই এই অলৌকিক সময়ের প্রতিটা গুঁড়ো কুড়িয়ে নিতে চায়। আর অনেক ভেবে খুঁজে পায় কথা চালিয়ে যাওয়ার সেই অমোঘ কিউ -- ট্র্যানসেন্ডেন্টল ইকুয়েশন্স!

    বাইপাস কানেক্টর থেকে চিংড়িহাটা কত সময়ই বা লাগে রাতের বাইপাসে! কিন্তু অন্তু ততক্ষনে অন্তত পাঁচটা ইকুয়েশনের রুট নামিয়ে ফেলেছে। কিছু ক্লান্ত মানুষ আর দুইপাশের ভেড়ীগুলো ভারি আমোদ পায় দুই বিদ্বান গাধার এই অপচেষ্টা দেখে। পূর্ণার কিন্তু খুব ভালো লাগে অন্তুর এই অঙ্ক বোঝাতে এগিয়ে আসা। এক রসিক যুবক বলে ওঠে "ও বিদ্যাসাগরদাদা, ও সরস্বতীদিদি, ঠিক স্টপেজে নামবেন কিন্তু, ভুলে গেলে আর ফিরতি বাস পাবেন না ''। অন্তু জীবনে খুব কম এরকম আওয়াজ খেয়েছে, কান গরম হয়ে যায়, পূর্ণার উপর রাগ হয়। কন্ডাক্টরসাহেব বলেন সবাইকে ফাল্গুনী-তে নেমে যেতে হবে। ফাল্গুনী থেকে লাবণীর মোড় ওরা পাশাপাশি হেঁটে আসে। অন্তু ভাবে, ওকে কি আরেকটু এগিয়ে দেব? পূর্ণা গুনতে থাকে, সাত পা ছাড়িয়ে আরো কটা বেশি পা হাঁট্‌লাম ওর সাথে।

  • Bishorgo | 122.172.36.71 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৬:১৭422414
  • বানান ভুল করছি খুব। একটু ক্ষমাঘেন্না করে দেবেন কত্তারা।
  • SB | 114.31.249.105 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৩০422415
  • একঘর হচ্ছে :-)
  • aishik | 122.166.17.203 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৭:০২422416
  • আরে কাকা, জমিয়ে দিলে দেখছি ।
  • Bishorgo | 122.172.36.71 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৭:১৫422417
  • আচ্ছা গল্পটা কি খুব শম্বুক্‌গতিতে এগোচ্ছে না? লুরুর ভাষায় "স্বল্প স্পীড মারি''?? নাকি সমস্ত ডিটেল চাই?

    বেশি ডিটেল নেই অবশ্য। বোকাদুটো যে ধরা পড়ার ভয় পেত। আর যতটুকু পেত, ততটুকুই খুব দামি সম্পদের মত লুকিয়ে রাখার চেষ্টা করত।
  • a | 59.161.112.189 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৮:২১422419
  • নানা, একদম ঠিক ইস্পীড। তা উল্টোডাঙ্গাঅবধি কি এগিয়ে দেওয়া যেত না? রাত হয়ে গেছে কি না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন