এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৩১৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.89 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০১:৩৯422454
  • অ-যাদবপুরীয় বৌদিরা যদুবংশীয় ননদদের প্রেম নিয়ে পোচ্চুর উৎসাহ ভরে পোচ্চুর খুঁটিনাটি খবর রাখে, প্রেমের এক্কেরে প্রথম স্টেজ থেকেই। এইটি আমি খুব দেখিচি। এবং ব্যাপারটার যুগপৎ ভালো ও খারাপ দিক আছে, সেটাও আমি খুব দেখিচি। কিন্তু বলবোনা।
  • bishorgo | 122.172.6.51 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০১:৪১422455
  • খুব বেশি ভুল কর নি। অন্তু থার্ড ইয়ার, কোথাও বলা নেই, শুধু ডিবেট করার জন্য বিখ্যাত, বলা হয়েছে। তা সেই সময়ে কলেজফেস্টে বিখ্যাত হতে গেলে দুই-তিন বছর লেগে যেত।

    আর ওদের প্রেমটা তো হয়ে ওঠে নি, তাই তুমিতেই থেকে গেছিল। তবে অন্তু শেষপর্যন্ত যে ব্যাচমেটের সাথে প্রেম করে, তাকে তুইই বলেছিল। পূর্ণা-ও সেকেন্ড ইয়ারে উঠে যার সাথে প্রেম করবে, তাকে তুই বলবে।
  • a x | 143.111.22.23 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০২:০১422456
  • জুনিয়ার নাহয় সিনিয়ারকে তুমি বলল। সিনিয়ারও জুনিয়ারকে তুমি বলে নাকি যদুপুরে? আমাদের সময় বাবা ... ইত্যাদি
  • rimi | 168.26.215.135 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০২:০৮422457
  • একি রে বাবা? গল্প শেষ না হতেই গল্পের এপিলোগ চলে এল? নাকি গল্পটা শেষ হয়ে গেছে?

    ইয়ে, এইখানে ছোট্টো করে ফুটনোট, অনেক ছেলেপুলেই এখনো ভাবে, "তুই" ডেকে ফেল্লে প্রেমের দফারফা। (আমিও এককালে তাই ভাবতাম)। সেইজন্যে কারুর সঙ্গে কারুর প্রেম করার ইচ্ছে থাকলে সে মরে গেলেও "তুই" বলে না।

    এরই একটা অন্যরকম ভার্সন আছে অন্ধ্রপ্রদেশে। শুনেছি, সেখানে কারুর সঙ্গে কারুর প্রেম করার ইচ্ছে না থাকলে রাখি চাওয়া হয় বা রাখি পরিয়ে দেওয়া হয়। একবার রাখি পরা মানে হয়ে গেল, সারা জেবনের মত প্রেমের দফা শেষ!
  • Du | 65.124.26.7 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০২:১২422458
  • এরা কবেকার? সেই ব্যাচমেটের নামেও কি রেফ ছিল?
    নাকি চরিত্রদের নাম পরিবর্তিত।
  • aka | 168.26.215.13 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০২:২১422459
  • বিসর্গ আগেই বলেছি পোতিক্কিয়াশীলদের ফাঁদে পা দিলে চলবে নি। সমস্ত প্রশ্ন লেখার শেষে তাও ইচ্ছে হলে।
  • pinaki | 131.151.102.250 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৩:২৩422460
  • একখান কূট প্রশ্ন আছিল। মেকানিক্যালের দেবারতি নামের জনৈকার রেফারেন্স এয়েচে। কিন্তু যদুপুরে মেকানিক্যালে মেয়ে!!!! :-o (চোখ গোল গোল স্মাইলি) বল্লে হবে! এমনি এমনি মেকানিক্যাল না নিয়ে ইলেকট্রিক্যাল নিয়েছিলুম....
  • Paramita | 63.82.71.141 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৪:১৪422461
  • অল্টান্নেট ইয়ারে একটি করে মেয়ে থাকে। মানে থাকত। অনেকদিন আগে।
  • nitai | 152.19.192.233 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৪:১৫422462
  • 'শুনেছি, সেখানে কারুর সঙ্গে কারুর প্রেম করার ইচ্ছে না থাকলে রাখি চাওয়া হয় বা রাখি পরিয়ে দেওয়া হয়। একবার রাখি পরা মানে হয়ে গেল, সারা জেবনের মত প্রেমের দফা শেষ!'

    ইয়ে, এই কনসেপ্ট শুধু অন্ধ্রে কেন হবে, এ তো বঙ্গভূমিতেও বেশ চালু। কতজন রাখির দিন ঘাপটি মেরে জ্বর বলে শুয়ে থাকত!
    চারজন বন্ধু যাচ্ছে, হঠাৎ একগুচ্ছ রাখী হাতে এক বান্ধবী চলে এল। যার সাথে অলরেডি ইন্টু-মিন্টু , সে লিটারালি দর দর করে ঘামছে। বাকি তিন্‌জনের হাতে রাখী পড়ল। ছেলেটির মুখে, সারা-সেমিস্টার-ফাকি-মেরে-ব্যাক লিস্টে-নাম-না-থাকার তুল্য বিজয়ীর হাসি।
    অথ্‌চ কবির-'যে রাখী পরানু হৃদয়ে তোমার সে রাখী কভু খুল না' বা 'মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরো রাখী
    তোমার কনক-কন্‌কনে' তে রাখীর অর্থের স্কোপ ঠিক ভ্রাতা-ভগিনী প্রেমে সীমাবদ্ধ নয়। শুধু দাদু না, পুরাকালের সাহিত্য পড়লেই রাখী কে অত বিপজ্জন্‌ক মনে হবে না আর।
  • Du | 65.124.26.7 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৪:২০422464
  • 'রত্ন ও গৌরী' বলে একটা উপন্যাসেও ( অন্নদাশংকর?) রাখী হহপা করে দেয়নি।
  • dipu | 59.164.98.16 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৭:০১422465
  • আমাদের কালে যদুপুর মেকাতে তিন-চাজ্জন মে ছিলো। তারমধ্যে একজন অতিবিখ্যাত।
  • bishorgo | 122.172.19.175 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৮:৪০422466
  • ছ্যা ছ্যা পিনাকী, খরার বছরে জন্মেছিলে নাকি? খরার বছরে যারা জন্মায়, যেখানেই যায় ঊষর মরুভূমি পায়। আমাদের সময় পৃথিবী শস্যশ্যামলা সবুজ ছিল। তোমরা নওলকিশোররা সে রাম ও দেখলে না, সে অযোধ্যাও দেখলে না।

    আর অক্ষদেবী, সময় বদলায়, ঋতুও বদলায়, বিজ্ঞাপনে দেখেন নি?

    দু, সবনামই তো যথাসম্ভব সত্যি নাম দিলাম, ইনক্লুডিং সত্যিকারের ডাক্‌নাম। ব্যাচমেটের নামে শুধু রেফই নয়, রফলাও ছিল। দেখতে হবে কাদের কাদের দাদা বলে আর কাদের কাদের নাম ধরে ডাকে। যাদের যাদের নাম ধরে ডাকে, তাদের থেকে আরো দুই-তিন ব্যাচ এগিয়ে যেতে হবে, পোস্টমর্টেম করতে গেলে। দু, আরেকটা ক্লু! কোন বছরে স্প্রিংফেস্টে শিবা এসেছিল, সেটা জানতে পারলেই কাজ সহজ হয়ে যায়! কিন্তু এত চাপ নেওয়া কি পোষাবে!!

    রিমি, এপিলোগ্‌টা তাড়াতাড়ি এনে ফেল্লুম, রাত জেগে জেগে এত খিল্লি হজম করা আমার কর্ম নয়, শুধু খিল্লি তো নয়, মেয়েদের খিল্লি!! সে যে কি বিষম বস্তু!! :-)

    নিতাই, এমন কেসও দেখেছি যারা নিজেদের প্রেম বন্ধুমহলে জানাজানি না হতে দেওয়ার জন্য আইওয়াশ করতে রাখী পরিয়েছে প্রেমিকের হাতে।
  • Arpan | 122.252.231.12 | ০৯ ডিসেম্বর ২০০৯ ০৯:৫০422467
  • পামিদিকে ক। আমরা ছিলাম গিয়ে কৌরবের বংশ।
  • M | 59.93.170.49 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১০:৪৬422468
  • এই তুই তুমি নিয়ে একটা মজার স্মৃতি ভাইসা আইলো,এক পোলা, তখন আমরা ইলেভেন, একই স্কুল একই ক্লাস, কেবল সে ব্যাটা আলাদা স্ট্রীমের,তুই ই বলতুম,তো তার প্রোপোজের সখ জাইগা উঠলো, তখন একই ক্লাসের ছেলেদের আমরা খোকা জ্ঞানে দেখতাম,রাস্তায় পিছে পিছে চলেছে, খারাপ না, একা যেতে হয় রোজ, এ তার চে ভালো।খালি বললাম আমি তো তোকে বন্ধু জ্ঞানেই দেখতুম, বলছে, না আমি তোকে সেভাবে দেখিনা, দেখতেও পারবো না, এবার থেকে তুমি করে বলবো, কি কেলো, আমি বললাম, মুঝসে নেহি হোগা বেটা,তোকে বিয়া করলেও তুই ই বলবো, ভেবে দ্যাখ,তাপ্পর সে আমার জন্য কি করতে পারে এইসব কিছু বলছিলো,একটা লম্বা হ্যান্ডেলের রেসিং সাইকেল নিয়ে, আমি বললাম সব পারিস? সামনের বাড়ীটা দেখিয়ে বললাম সাইকেল সমেত ছাদে উঠে পর, সে পাগলাটা দেখি সাইকেল নিয়ে পাঁচিলে উঠে পড়লো আর আমিও কুকুরের ভৌ ভৌ শুনে কেটে গেলাম, বলাই বাহুল্য আর কখন সে আমার সাথে কথা কয় নাই।
  • rokeyaa | 203.110.246.230 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১২:০৬422469
  • এইটা অন্য একটা গল্পের শুরু হতে পারে। একটি ছেলে, গত চারবছর ধরে একজনকে প্রোপোজ করতে পারেনি, একই কলেজে যতদিন ছিলো। আজ ফ্লাইটে কোলকাতা থেকে পুনে যাবে শুধু এই কথাটা বলার জন্য। অথচ কলেজে ভর্তির দিন থেকে নকি ব্যথা ছিলো!
  • pepe | 173.59.191.49 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১২:৪৭422470
  • ফোনে বল্লেই তো হত :-o
  • kallol | 220.226.209.2 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৬:০৫422471
  • না, কখোনই হতো না। হতেই পারে না।
  • tkn | 122.162.42.61 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৬:২০422472
  • ব্যাথা টাটানোর জন্য ওয়েট করলে এমন গাঁটগচ্চাই হয়
  • ranjan roy | 115.184.96.188 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৩422473
  • বড়মা, হাসতে হাসতে চেয়ার থেকে ধপাস্‌। বেশ কষ্ট হচ্ছে। আমার কোমরের জন্যে আর ঐ ছেলেটার জন্যে।
  • ranjan roy | 115.184.96.188 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৭:০৮422475
  • হিন্দিবলয়ে শুধু রাখি নয়, সেইছেলেটিকে ভাইয়া (দাদা) বল্লেই কেল্লা ফতে।
    আমার রকীব( প্রেমে প্রতিদ্বন্দ্বী) কে ঘায়েল করার জন্যে যে মেয়েকে আমি (বা আমরা) লাইন মারতাম, তাকে ওস্কাতাম-- যা না, যা! ওমুককে গিয়ে ভাইয়া কালকের ক্লাসনোট দেবেন? বল দেখি।

    বাঙালী মেয়েদের অবশ্যি এতে কিস্‌স্যু যায় আসে না। ওরা অমুকদা, তমুকদা বলে আবার তার গলায় বরমালা দেয়।
    শুনে হিন্দিবলয়ের মেয়েরা নাক কুঁচকে বলে-- ছি রে! ক্যায়সী করতী শালী!

    আরে রাম,রাম! ডিডি বারণ করেছিলো না ছোটদের আড্ডায় নাক না গলাতে?

  • rokeyaa | 203.110.243.21 | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:১৮422476
  • সুখবর! মেয়েটি লাজুক হেসে ঘাড় হেলিয়েছে। পোশ্‌শু ছেলেটি ফিরে হেব্বি খাওয়াবে বল্লো।
  • rimi | 168.26.215.135 | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:২৮422477
  • আমি কিন্তু বিসর্গর গল্পের জন্যে অপেক্ষা করছি। পূর্ণা আর অন্তুর মধ্যে এত সুযোগ সুবিধা থাকা স্বঙ্কেÄও প্রেম কেন হল না সেটা জানতে চাই।
    ফেস্ট করতে খড়প্পুর যাওয়া, দু তিনদিন থাকা, পছন্দের ছেলের সঙ্গে আচমকা হাঁটার সুযোগ পাওয়া - এত প্রিভিলেজ (যতদিন নিজের বাড়িতে ছিলাম আমার নিজের স্বপ্নের বাইরে ছিল এই স্বাধীনতা) !!! তবু কেন প্রেমটা করে উঠতে পারল না??
  • M | 59.93.223.83 | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:৩০422478
  • ই বাবা! রঞ্জনদা, কি কেলো!:P
  • kallol | 115.184.10.230 | ১০ ডিসেম্বর ২০০৯ ০১:৪১422479
  • ওমা:, এতে কেলোর কি! অমুকদা কি দেখতে, য্যানো শশী কাপুর/রাজেশ খান্না(অমিতাভ পর্যন্ত এগোয় নি) - এ তো আকচার হোতো, আমাদের কালে(রঞ্জনের/ডিডির কালেও)।

  • nitai | 152.2.94.245 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৫:৫৪422480
  • 'শুনে হিন্দিবলয়ের মেয়েরা নাক কুঁচকে বলে-- ছি রে! ক্যায়সী করতী শালী!'

    এটা একদম আমার অভিজ্ঞতার সাথে মিলে যায়। 'দাদা'/ 'দিদি' দের সাথে প্রেম পাতানো নিয়ে অবিকল এক ডাইলগ শুনেছি-- ছেলেদের নিয়ে হিন্দি-বলয়ের ছেলে বন্ধুদের কমেন্ট। শুধু বাক্যে লিঙ্গের কারণে যেটুকু পরিবর্তন করার দরকার, সেটুকু। নইলে হুবহু এক।
  • pi | 137.187.178.57 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৭:১৩422481
  • বরকে কত্ত বচ্ছর ধরে দা জুড়ে ডেকে গেলুম, শুনলে তো হিন্দিবলয়বাসিন্দারা পারমানেন্টলি কুঞ্চিতনাসা হয়ে যেতেন।
  • koli | 115.187.39.109 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১০:২৯422482
  • গল্পটা?
  • bishorgo | 122.172.26.111 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২৩:২২422483
  • গল্পটা দুইদিন লিখতে এসে টই খুঁজে না পেয়ে কেটে পড়েছিলাম চুপচাপ।
  • ranjan roy | 115.184.115.235 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭422484
  • পাই,
    কল্লোল ঠিক বলেছে। হায়ার সেকন্ডারি পরীক্ষার একমাস আগে টিউটোরিয়ালে একটি মেয়েকে কাগজে ফর্ম বানিয়ে সো কল্ড রেজিস্ট্রি করেছিলাম।( ছোটবেলা থেকেই একটু রেকটাম-রাইপ)। ওর আর আমার বন্ধুদের থেকে দু'জন করে সাক্ষীর সই শুদ্ধু। আর ওরা এনেছিলো গাঁদাফুলের
    মালা।
    তা মেয়েটি আমাকে বরাবর রঞ্জনদা বলেই ডাকতো, ওই রেজিস্ট্রির(?) আগে এবং পরেও।
    আমার ভাইবৌ বিয়ের পোষাকে রেজিস্ট্রারের সামনেই বন্ধুদের বল্লো-- রজতদা আজকে যা ছড়িয়েছে না!
    হিন্দিওয়ালাদের কথা আলাদা। ওরা-ওরা, আমরা-আমরা। বুদ্ধবাবু কি এমনি এমনি বলেছেন?
    এটা কি জানো যে তেলেগুরা মামাতো বোনকে, এবং মামা-ভাগ্নীকে বিয়ে করে এবং সেটা খুব উঁচুদরের সম্পর্ক ভাবে? বাঙালীরা তো শুধু পাড়াতুতো দাদা--।
  • pi | 72.83.210.50 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০422486
  • বা রঞ্জনদা, চিপিটক মামার কথা ভুলে যাবো !:)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন