এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হলেও হতে পারতো প্রেম

    M
    অন্যান্য | ০৬ সেপ্টেম্বর ২০০৯ | ১১৩৯৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৬:৫৬422154
  • এ:, যা তা!

    ১। জি-টকটা কথার কথা। আমি রাত চারটে অবধি জি টকাই কিন্তু যাদের সঙ্গে টকাই তাদের কাউকেই 'কামনা' করি না, 'প্রেমাতে' চাই না, চুম্মাচাটি নাথিং। জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল কথাই। একটা টপিকে ঠিক না দান দিতে পারলে ফ্রকের দোষ দেওয়ার মত হয়ে গেল তো এটা!!! বাদ্দাও জিটক (শমীক, চাপ নেই আর)। বাকি বক্তব্যটা বুঝলেই হল
    এত ক্যাটাগরাইজ করার কিই বা আছে। বন্ধু বন্ধুই, প্রেম প্রেমই, যৌনতা যৌনতাই আর এই সবের মাঝে যদি এক একটা সম্পর্ক গুঁজে গিয়ে থাকে, যথা বন্ধুত্বও না প্রেমও না - মাঝামাঝি, বা প্রেমও যৌনতাও না শুধু, মাঝামাঝি- তবে তারে কয় কনফিউশন। এবং এর জন্যও কবি লিখেছেন বইকি
    ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে / সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে..
    যাদের অমন অবস্থা, তারা সবাই সন্ধ্যে হলে গেট্টুগেদার করুক

    অ্যান্ড পিনাকি :-), তেকোনা তখন ছোতো ছিল তো, তাই কামনা আর প্রেমের তফাৎ বুঝতনা। দোষ দিতে নেই অমন করে, ছি: :-)। তখনকার তেকোনা এখনকার পিনাকির থেকে ঢের ছোটো এটা ভুল্লে চলে??
  • dipu | 207.179.11.216 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:০৩422155
  • শেষ লাইনটা আমার হেবি পছন্দ হইচে।
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৪422156
  • ট,
    যা বলেছেন :-)
    ওদিকে আবার ভিকি আমার ঠোনা খাওয়াটাও লিপিবদ্ধ করে ফেলেছে। কালে কালে আমি একটা কেউকেটাই হয়ে উঠব শুধু উল্লিখিত এবং খিল্লিত হতে হতে
    :-)))))
  • vikram | 193.120.76.238 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৮422157
  • লিখিত খিল্লি কেন উল্লিখিত হবে?
    প্রস্ফুটিত হবে দিল্লি পরিস্ফুট ভবে?
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫২422159
  • উল্লেখে উৎসাহী দিল্লাগী জেনে
    কেউ শুধু প্রতিবেশী কেউ মুখ চেনে :-)
  • Samik | 8.4.8.12 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫২422158
  • এই নিয়ে একটা নাতিদীর্ঘ প্রবন্ধ লিখব ভেবেছিলাম। কিন্তু এখন অমি বেজায় বিজি।
  • vikram | 193.120.76.238 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৫422160
  • উল্লিখিত হলো লিখিত খিল্লি
    সড়াৎ করে আয় বিলাই, বিল্লি
    লেজের আগা তুলে কেমন ইল্লি -
    দিল্লি দূর অস্ত।কোথায় দিল্লি!
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০১422161
  • খিল্লির প্রয়োজনে বিল্লিকে খোঁজা
    দিল্লী দুরস্ত তবু পথ গেছে সোজা
    ইল্লির ধামাধরে লেজটি কেলান্ত
    কবি কোথা ওৎ পেতে বিল্লী কি জানত?
  • vikram | 193.120.76.238 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৮:২০422162
  • আজ্ঞে, দেখুন, আমার প্রেমিক ইন্দ্রকাকু
    ভাগ্যে লেখা আড়াল থেকে মারবে চাকু
    যতই চেঁচাই শহীদ মিনার ঐ উপরে
    আকাশচারী ইন্দ্রকাকুর স্বয়ংবরে
    হেই মেনকা, দোহাই রে তোর, করিসনি ছক
    শাপ খেয়েছেন ইন্দ্রকাকু, সহস্রভগ
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৮422164
  • বিল্লি ছেড়ে মন্দাক্রান্তা!! হায়
    চোখের জলে দিল্লি ভেসে যায় :-)
    মেনকা তো হোর্ডিং পথে আসে
    ইন্দ্রকাকুর রকম দেখে হাসে
    কাকিমা আর মিতালীর হাত ধরে
    কাকু এখন পুজোর বাজার ঘোরে
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২০:৫৯422165
  • টু বি মোর প্রিসাইজ:

    বাজারচলতি যে নেকুপুষু রোম্যান্টিক 'প্রেম' নামক ব্যাপারটা, যা কি না বিভাস, সৌরভ, মৌ, তেকোনা বা আমরা সকলেই কচি বয়েসে করে থাকি, করতে চাই বা করেছি বলে ভাবি, সেগুলো সবই আসলে যৌন নিরাপত্তাহীনতায় ভোগা, নানান সামাজিক টানাপোড়েনে খানিক বিচ্ছিন্ন এবং নিজের বহুগামী যৌন আকাঙ্খাকে সৎ ও স্পষ্টভাবে সহজে বুঝতে/বলতে না পারা/না শেখা অক্ষম মানুষের অসহায় আর্তনাদ।

    দাড়িদাদু সেই কবে হরিদাসীকে দিয়ে বলিয়েছিলেন:

    দাড়িদাদু: ""হরিদাসী, আমি তোমারে ভালোবাসি""।
    হরিদাসী: ""ভালোবাসা না বাল, সবই ****র তাল""।
  • a x | 143.111.22.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:২১422166
  • ধুর অতি বাজে সরলীকরণ। যৌন নিরাপত্তা পাওয়া দেশে কি লোকে প্রেমে পড়েনা? প্রেমের মধ্যে কি কম্প্যানিয়ানশিপ বলে কিছু নেই? একটা ভালো সিনেমা দেখলে আলোচনা করতে চাওয়া, বই পড়লে, বা কোনো ঘটনাতে উত্তেজিত হলে তক্ষুণি কথা বলতে চাওয়া তাই নিয়ে। বেশি বয়সে অনেকের ক্ষেত্রে যখন যৌন আকাঙ্খা গুলো স্তিমিত হয়ে আসে, লোকে প্রেমে পড়েনা? এবার কে তাকে কি নামে ডাকবে সেটা আলাদা।

    এমনও তো হয়, শুতে ভালো, পড়তে ভালো, আমাকেও যথেষ্ট পাত্তা দেয়, কিন্তু একদিন আমার আর তাকে ভালো লাগেনা। আগে লাগত। কেন লাগেনা?

    যে আমাকে কিছু উত্তেজনা দিতে পারে, তার প্রেমেই তো পড়ি। সেই উত্তেজনাটা মানসিকও হতেই পারে। যৌনতাটা তো আছেই। আর যখন মানুষ নিজের সেক্সুয়ালিটির সাথে ভালো করেই পরিচিত হয়, জানতে পারে কি চায়, কি চায়না, তখনও তো প্রেমে পড়ে! যৌন ব্যপার স্যাপার নিয়ে অপরাধবোধ তো ছোটবেলায় হতে পারে।

    "যে সমাজ মানুষকে প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন করছে" - মানে আগে পরে, ভিনদেশে, সব দেশে, সব কালেই তো লোকে প্রেমে পড়েছে। বিচ্ছিন্ন বেশি করে হচ্ছে বলে কি বেশি করে প্রেমে পড়ছে?

    প্রেম নিয়ে বিরক্তি জাগতেই পারে, কেননা কানের কাছে চোখের সামনে সারাদিন পপ মিউজিক, পপ সাহিত্য, পপ সিনেমা, সবেতেই খালি প্রেম প্রেম প্রেম, আই লাভ ইউ। জিনিসটাকে ঘেঁতিয়ে ঘেঁতিয়ে বমি পাইয়ে দিল। এখানেও টইতে হাজারটা প্রেমের কবিতা দেখলে এরকম মনে হয়। কিন্তু সে কি প্রেমের দোষ?
  • sinfaut | 117.194.202.14 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:২৬422167
  • ক।

    বেশি টাইপাতে ভালো লাগে না বলে লিখিনি। অক্ষ অনেক ভালো করে লিখে দিয়েছে।
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩০422168
  • পিনাকী,
    এই আলোচনাটায় খুব মজা পাচ্ছি, ভালো লাগছে, এটা সত্যি। আরো পাতার পর পাতা এই নিয়ে টু বি অর নট টু বি প্রিসাইজ বহু বক্তব্য নামাতেও পারি। কিন্তু তার আগে একটা অনুরোধ। ঐ যে লিখেছেন "প্রেম নামক ব্যাপারটা, যা কিনা বিভাস, সৌরভ, মৌ, তেকোনা ও আমরা সবাই" ওখানে হয় আরো দু চারটে নাম (মানে চেনা পরিচিত বা কোনো অনু এক্সপিরিয়েন্সের টানে উঠে এসেছেন) লেখা হোক অথবা বিভাস, মৌ, সৌরভ অবধিই থাক। কারণ ও তিনজন আদৌ মানুষ না খরগোশ তা আপনি জানেন না, তবে তেকোনা জলজ্যান্ত একটা মানুষ। তার প্রেম (সে যার প্রতিই হোক) আদৌ দেখলেই ভালো লাগে, কথা বললেই দিন ভালো যায় মার্কা নিছক জোলো ট্যালট্যালে প্রেম ছিল না যৌন নিরাপত্তাহীনতায় ভোগা অথবা নিজের বহুগামী যৌন আকাঙ্খাকে সৎ ও সহজ/স্পষ্ট ভাবে বুঝতে না পারার অক্ষমতাজনিত আর্তনাদ ছিল, সেটা নিয়ে এত জোরালো বক্তব্য রাখাটা কেমন যেন কানে লাগল "তেকোনার"। লেখা চর্চিত/আলোচিত হওয়াটা খুব ভালো লাগার, সেই লেখার রেফাতে লেখক হিসেবে উল্লিখিত হওয়া খুব সম্মানেরও। কিন্তু "তেকোনা"র যৌন সচেতনতা অবধি??
    আলোচনা যতক্ষন কোনো কনসেপ্ট নিয়ে চলছে ততক্ষণ সেটা ফার্স্টপার্সেনে না হওয়াই ভালো। ওতে বক্তব্য বেল্টের নিচে চলে যায় অনেক সময়।

    আর একটা কথা, আমি জিটকে "কেমন আছো" দেখলেই ভালোলাগার কথা বলিনি। "কারুর" বলা "কেমন আছ"বলেছিলাম। ঐ "কারুর"টি স্পেশাল হতেই পারে। আপনার মেয়ের সঙ্গে কথা বলতে ভালো লাগলে সেটার আর এক নাম আছে "স্নেহ"। সে ভালোলাগা স্নেহজনিত ভালোলাগাই। এবং বাকি যা যা সম্পর্ককে বলেছেন তারও নাম আছে বইকি।

    ক-এর সঙ্গে কথা ভলে খ-এর যদি ভালো লাগে তাতে ক মনে করতেই পারে সে খ-এর প্রেমে পড়েছে। অথচ তার হয়ত ভালো লাগে শুতে গ-এর সঙ্গে। এবার সে কোনটাকে প্রেম বলবে তা সেই ঠিক করুক। তরকারীতে একটা লঙ্কা দিলেই আমার হেঁচকি ওঠে মানেই তো আর তরকারীটা ঝালকাটা নয়? ওটা আমার জিভের বক্তব্য মাত্র।
  • a x | 143.111.22.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৩৬422169
  • আম্মো একটু ক্লিয়ার করে যাই। পিনাকী যেটাকে প্রেম বলছে, মানে ঐ ইম্পার্ট্যান্স পাওয়া, যৌন নিরপত্তাহীনতা জনিত ইত্যাদি ইত্যাদি, সেটাও প্রেম হতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু সেটা-ই- প্রেম না :-)
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪১422171
  • এই কথাটাই সকাল থেকে বলে চলেছি। কিন্তু কে শোনে :-(
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪১422170
  • কম্প্যানিয়নশিপটা কম্প্যানিয়নশিপই। সেটা খামোখা প্রেম হতে যাবে কেন? (মানে চালু অর্থে)। সেভাবে ডিফাইন করলে তো সব কম্প্যানিয়নশিপই প্রেম। মানে যে যে সম্পর্ক বা বন্ধুত্ব থেকে আমি উত্তেজনা পাই আর কি। কারুর সাথে কবিতা নিয়ে আলোচনা করে, কারুর সাথে রাজনীতি আলোচনা করে, কারুর স্রেফ পিছনে লেগে, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে সেটা প্রেমের আর একপিস ডেফিনিশন হল। এর আগে আমরা পেয়েছিলাম শুদুমাত্র অপোজিট সেক্সের সাথে যে সম্পর্কের বেলায় সেটা বন্ধুত্বও বলা যায় না, আবার যৌন চাহিদাও ঠিক বোঝা যাচ্ছে না - সেটাকে প্রেম বলা হবে। মানে স্যনের বক্তব্য অনুযায়ী। তুমি আর একটা নতুন ডেফিনিশন দিলে। আবার তেকোনাদির মতে প্রেম হল গিয়ে ঐ বিষ্টিতে ভিজতে ইচ্ছে হওয়া টওয়া টাইপের একটা 'রিমঝিম' ব্যাপার।

    আর এসবের বাইরে আমি একটা অন্য কথা বলেছি। সেটা হল বাজারচলতি 'প্রেম' আসলে বুঝতে বা বলতে পারা/না পারা যৌন আকাঙ্খা। তার সাথে কম্প্যানিয়নশিপ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ঐ সেক্সুয়াল ড্রাইভটা থাকতেই হবে। ইন ফ্যাক্ট কচি বয়েসে যেগুলোকে আমরা দারুণ 'অন্য কিচু' বলে ভাবি - সেগুলো আসলে প্রজেক্টেড যৌন ভালোলাগা।
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৪422172
  • আরে কি আশ্চর্য! ওটা গল্পের তেকোনা। মানে গল্পটা 'আমি' বয়ানে লেখা তাই। পার্সোনালি নিয়ে ফেল্লে চলবেক নাই।:-)
  • arjo | 168.26.215.13 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪৬422173
  • বাওয়া শিলাজিত সেই কবেই বলে গেছে প্রেম = x মানে একটা চলরাশি। চাই কি একটা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন ও বানিয়ে ফেলা যায়। :)
  • a x | 143.111.22.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৭422175
  • পিনাকী কি জানেন অ্যাসেক্সুয়ালিটিই আমার সেক্সুয়ালিটি এমন দাবী করেন বহু লোক এ জগতে? :-) মানে আমি, তুমি তাদের সাথে একমত নাই হতে পারি, আমি তো অতি অবশ্যই নই, ভাবতেই পারিনা প্রায়, (যেমন ঐ বৃষ্টিতে ভেজা রিমঝিম প্রেমও আমার জন্য নয়) কিন্তু তেনারাও আছেন, তেনারাও প্রেমে পড়েন।

    বন্ধু/ভাই/বোন/ছেলে/মেয়ে সবার সাথেই কম্প্যানিয়ানশিপ হতে পারে। প্রেমিকের সাথে হওয়াটা আমার কাছে জরুরী। তার সাথে যৌনতাও আমার কাছে জরুরী। বিরোধ কোথায়?
  • d | 117.195.34.104 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:০১422176
  • হ অক্ষদা 9.21 এ এইডা হাচা কথা কইসে।
  • dd | 122.167.45.75 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৫422177
  • আরে, এ তো ভয়ানক আশ্চর্য্যের ব্যাপার।

    অ্যাতো বড় গুরুত্বপুর্ণ ব্যাপার অথচ আমার এ বিষয়ে একটাও থিওরী নেই।
  • dipu | 59.164.190.117 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:০৮422178
  • :-))))
  • a x | 143.111.22.23 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:১০422179
  • আরে ডিডিদা, বললে বিশ্বাস করবেন না, আমি এইমাত্তর লিখতে যাচ্ছিলাম যে এই প্রেম নিয়ে ডিডির একপিস থিওরি নামলেই একেবারে সোনায় সোহাগা! বোমারু বিমান ছেড়ে প্রেম নিয়ে একটু লিখুন তো!
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:১৮422180
  • পিনাকি :-) ওক্কে :-)

    ডিডিদা, ঐ টইতে আপনার জন্য চাট্টি কথা রেখেছি। আর এখানে গালে হাত দিয়ে বসে আছি থিওরিটার জন্য (অবশ্য এখন আর এসব শিখে কিই বা হবে :-( তবু)
  • dd | 122.167.9.13 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫422182
  • না, মানে। এই বর বউ সম্পর্কটা খুব পার্সোনাল।

    পিথিবীর বাকী সব, সব সম্পক্কো শেয়ার করা যায়। মা/বাবা/ভাই/বোন।সেজোশ্বশুর/ভাইপো।
    স্বচ্ছন্দে কইতে পারেন "আমার বস ঠিকই, কিন্তু য্যানো আমার নিজেরই বড়দা। এম্নি।" বা "আমার ছোটো পিসী তো আমার মায়ের মতনই একজন। হুবহু"

    কিন্তু যদি বলেন "উনি শুধু আমার প্রতিবেশীনি ই নন, একেবারে য্যানো আমার নিজেরই বউ"। তাইলে ক্যাচাল হবে।

    তাই পেমের আঠাটা বাকী অন্য সম্পক্কের সাথে তুলনা করা যায় না। ভাঙাপেম, পুরোনো পেমিকা,এসব হয় কিন্তু ছেঁড়া ভাই,বা বিচুর্ণ ভাসুর এম্নি তো শুনি নি। প্রাক্তন ছেলে ও নয়।

    তাইলে পেম একেবারে ইজিকাল্টু সেক্ষ না হলেও একটা পোর্শন তো রয়েছেই। বিরোধও নেই, তক্কো ও নই। কতো পার্সেন্ট সেক্ষ থাকলে কতোটা পেম? সে নিজের নিজের ব্যাপার।
  • san | 123.201.53.4 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৫422181
  • ইয়ে আমি এক খান যে জন আছে মাঝখানে টাইপ উদাহরণ দিচ্ছিলাম মানে এই নয় আমি 'শুধুমাত্র' ওটাকেই প্রেম বলি। রাদার, ওটাকেও বলি। বা নামহীন সম্পর্কও বলতে পারি । মোটমাট যৌন চাহিদা না থাকলে প্রেম হয়না এটা আমার খুব বাজে দাবি লাগছে। ব্যস। বাকি অক্ষদি বলে দিয়েছে।
  • pinaki | 67.43.241.179 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:২৯422183
  • অক্ষদা, তুমি বলেছ - ""বন্ধু/ভাই/বোন/ছেলে/মেয়ে সবার সাথেই কম্প্যানিয়নশিপ হতে পারে। প্রেমিকের সাথে হওয়াটা আমার কাছে জরুরী। যৌনতাটাও আমার কাছে জরুরী। বিরোধ কোথায়?""

    এভাবে তো আমিও ভাবি। কিন্তু কারুর কাছ যৌন ভালোলাগা শেয়ার করার জন্য কম্প্যানিয়নশিপ জরুরী নাও তো হতে পারে। তাহলে "যৌন ভালোলাগা + কম্প্যানিয়নশিপ = প্রেম' বলে যে ক্যাটেগরিটা আমরা তৈরী করছি, সেটার আদৌ দরকার আছে কি? অনেকের সাথেই আমার কম্প্যানিয়নশিপ আছে। তার মধ্যে একজনের/কয়েকজনের প্রতি যৌন আকর্ষণ/শেয়ারিং আছে - এভাবে বললেই তো ল্যাঠা চুকে যায়, তাই না? কে আমার প্রেমিক, আর কে নয়, এই নিয়ে সূক্ষ্ম, চুলচেরা বিশ্লেষণটা তাহলে আর করতে হয় না। বা ক' পোয়া যৌন আকর্ষণ এবং ক' ছটাক কম্প্যানিয়নশিপ থাকতে হবে একটা সম্পর্ককে 'প্রেম' হয়ে উঠতে গেলে - সেটাও মাপার দরকার পড়ে না।

    ভেবে দেখো, একটা এমন সমাজে, যেখানে তোমার বহুমাত্রিক যৌন ভালোলাগা নিয়ে কোনওরকম ট্যাবু ছাড়া ভাবার এবং সৎভাবে প্রকাশ করার স্বাধীনতা রয়েছে সেখানে তোমাকে আদৌ কোনও সম্পর্ককে 'প্রেম' বলে ডিফাইন করার দরকার পড়বে কি?

    রিমঝিম, টুংটাং, ওগুলো বাদ দাও। বাকীটা নিয়ে বলো।
  • tkn | 122.162.42.156 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৩422184
  • আমরা সবাইইই তাই বলছি, কিন্তু ডিডিদার মতো করে কেউউউউউউউ বলে নি। মিত্তি করে বলেছেন :-)

    তবে ইয়ে, ডিডিদা, প্রেম নিয়ে থিওরি তো। যে সব প্রেমিকা বৌ হয় নি বা প্রেমিক বর হয় নি তাদের কি প্রেম ছিল না?? ভাঙা প্রেম আর ভাঙা বে দুটোই তো হয়, কিন্তু সব বিয়ে প্রেম হলেও হতে পারে অথচ সব প্রেম যে বিয়ে হয় না। যদি ঐ বৌ-এর জায়গায় প্রেমিকা বা প্রেমিক বসিয়ে নি তো কি ভুল হোগা? মানে আমার সেজকাকীমার ভাই ঠিক আমার প্রেমিকের মত, বা ছোটোবৌদির বোন একদম আমার প্রেমিকার মত তো বলা যায় না :-)

    আম্মো তো ওটাই বলছি। প্রেমে যৌনতা থাকে, থাকতেই পারে, কিন্তু যৌন ক্ষিদে পেল বলেই প্রেমাতে শুরু কল্লুম তাক করে এটা হয় না
  • h | 61.95.144.10 | ০৯ সেপ্টেম্বর ২০০৯ ২২:৩৪422186
  • ডু উই রিয়েলি হ্যাভ টু গো অন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন