এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • মান্না দে : কাল ,আজ চিরদিনের........

    Bratin
    গান | ২১ ডিসেম্বর ২০০৯ | ১৩৩২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.203.167 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:০২423347
  • @দুখে
    পুরাতন কথা নিত্য নতুন সাজে
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৪423349
  • প্রতিদিনকার চলিত বাংলা নয় তো, তাই অতটা গদ গদ লাগে না RNT স্যারের গান। আর পুরো গানটা বেশ ভালো ই।
    অবশ্যি স্যার ও পোচ্চুর চ্যাটচ্যটে গান লিখে গেছে। 'ওলো সই, ওলো সই'
    মনে হয় যাস্ট পেছনে গিয়ে ক্যাঁত করে লাথি মারি
  • M | 59.93.203.167 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৪423348
  • নূতন/নুতন
  • Samik | 122.162.75.54 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৭423350
  • খারাপ লাগে তো বলি নি। আমারো মান্না দে খুব ফেভারিট। কিন্তু ঐ অন্ধ ভক্ত বলতে চাই না।

    লিরিক্‌সে যাবো না। সেটা মান্না দে-র হাতে নেই, কিন্তু এমন বেশ কিছু গান আছে, মান্না দে-র গলাতেই, ভালো লাগে নাই। গানগুলান চলেও নাই। একটা মনে পড়ছে, কফি হাউস আর ছোটো বোন হিট হবার পরে সুপর্ণকান্তি ঘোষের সুরে তিনি আরেকটা গান গেয়েছিলেন, সেই কোন সালের যেন, ষোলোই আগস্ট ফুটবল খেলা দেখতে গিয়ে স্ট্যাম্পিড হয়ে কতজন মারা গেলেন? (আবার মমতা ব্যানার্জি মনে পড়ে গেল), সেই স্মৃতিতে লেখা গান : খেলা ফুটবল খেলা। এক দীর্ঘ ঝাঁটজ্বালানি গান।

    আরো একটা গান শুনেছিলাম। আগাপাস্তলা মনে নেই। একবারই শোনা জীবনে : শেষদিকের লাইনগুলো ছিল এই রকম : বড্ড ঘুম পাচ্ছে। যদি ঘুমিয়ে পড়ি, প্লিজ ডেকে দেবেন, ডেকে দেবেন, বড্ড ঘুম পাচ্ছে। ... অনেকদিন আগে শোনা।

    আবার তেমনি একটা গান, মস্তির গান, ব্যাপক লেগেছিল, কিন্তু ঐ একবারই শোনা, আগাপাস্তলা মনে নেই, কেবল দুটো লাইন মনে আছে :

    হায় কী যে করি,
    রাস্তাতে ঘুরি
    কুকুর এসে দিয়ে যায় চেটে
    এই নেশারই ঝোঁকে
    দেখি লাল চোখে
    মনুমেন্টটা আমার চেয়েও বেঁটে।

    সুরটা হাল্কা হাল্কা মনে আছে। সেই ক্লাস সিক্সে পড়ার সময়ে শোনা। তার আগেও শুনি নি, পরেও না।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৯423351
  • চন্দ্রবিন্দু বা ভূমি র কিছু কিছু গান বেশ ভালো লাগে।

    'তোমার জন্যে চিন্তা হয়,তুমি তো প্রীতি জিন্টা নয় ' শুনে ব্যাপক লেগেছিল । মানে ক্যাওড়ামি করে বললে ও বেশ চাঁচাছোলা বক্তব্য।

    আর 'তুমি ই আমার সি পি এম তুমি ও আমার এ টি এম' শুনে ও ও বেশ মজা লেগেছিল
  • Samik | 122.162.75.54 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১০423352
  • হিন্দি / বাংলা গানের কথাই যদি বলো,

    সুপার ডুপার হিট একটা গানের আমি বাংলা অনুবাদ করতে গেছিলাম। করতে গিয়ে দেখলাম সেটা বাংলা পদাবলী কীর্তন হয়ে যাচ্ছে। অথচ হিন্দিতে শোনার সময়ে কিচ্ছু মনে হয় নি।

    অবশ্য হিন্দিটাও অনুবাদ ছিল। তামিল থেকে। কোন গান বলেন তো?

    রোজা জানেমন্‌
    তু হি মেরা দিল
    তুঝ বিন তরসে নয়না
    দিল সে ন জাতি হ্যায়
    য়াদেঁ তেরি
    ক্যায়সে তুঝ বিন জিনা
    আঁখোঁ মে তু হ্যায়
    আঁসুয়োঁ মে তু হ্যায়
    আঁখেঁ বন্ধ কর দুঁ তো
    মন মে ভি তু হ্যায়
    খাবোঁ মে তু। শ্বাসোঁ মে তু
    রোওওওওওজাআআ
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১১423353
  • মান্না দের গানের সাথে খুব ছোট্টবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটকাকুর একটা রেকর্ড প্লেয়ার ছিল। মাঝে মাঝে ছুটির দিনে বেজে উঠতো - 'ও কোকিলা তোরে শুধাই রে'। অথবা 'এই কূলে আমি আর ঐ কূলে তুমি'। এখনো কানে বাজে ঐ রেকর্ডের আওয়াজ। ঐ রেকর্ড প্লেয়ারেই প্রথম শুনি অখিলবন্ধুর 'ও দয়াল বিচার করো', বা গণসঙ্গীত 'ওরা আমাদের গান গাইতে দেয় না'। আমাদের বাড়ীর প্রায় সকলে মান্না দে-র প্রবল ভক্ত। লিরিক ইগনোর করলে আমিও প্রায় সেরকমই। শুনি নি - এরকম গান খুঁজে পাওয়া মুশকিল। বাড়তি যেটা - সেটা হল, আমার কাছে মান্নার গানে বড্ড ছোটবেলা ছোটবেলা গন্ধ।
  • Samik | 122.162.75.54 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪423354
  • ওগো, তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি

    ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে কতই খেলা

    আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্বর্ণবীণ

    কাহারবা নয়, দাদরা বাজাও ...
  • lcm | 69.236.168.108 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১৬423355
  • অন্ধকারের অন্তরেতে অশ্রুবাদল ঝরে...
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮423357
  • একজ্যাক্টলি । তোমাদের বাড়ীতেও ছিল নাকি রেকর্ডটা? :-)

    'তোমার শেষ বিচারের আশায়' টা আমার ছোটকাকার খুব প্রিয় ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে খালি ঐটা বাজাতো। :-)
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১৯423359
  • সমিক (নাকি শমীক) কে বল্লাম।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:১৯423358
  • ১। হয়তো তোমার ই জন্য
    ২। যখন কেউ আমাকে পাগল বলে
    ৩। আবার হবে তো দেখা
  • pi | 72.83.210.50 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:২১423360
  • এই একটা জিনিস আমিও দেখেছি। হিন্দি বাংলা অনুবাদ ঠিক না। কিন্তু এক ই সুরে হিন্দি আর বাংলা গানে শুধু ভাষার জন্য গানের মুডটাই কেমন বদলে যায়।
    গানটা ভালো লাগা না লাগাও।
    আকাশ কেন ডাকে আমার কোনোদিন ও ভালো লাগেনি, অথচ , ইয়ে শাম মস্তানি ভালো লাগে, আর ডি র সুরের অনেক গানের বেলায় ই এরকম হয়েছে।
    আবার সলিল চৌধুরীর গানগুলি এর ব্যতিক্রম। হিন্দি , বাংলা দুটো দুরকম, দুটৈ ভালো , ইত্যাদি। যদিও, ও সাজনা র অ্যামবিয়েন্স ঠিক না যেয়ো না তে পাইনা।
    এস ডি র গানগুলোর আবার সুর এক হলেও , এস ডি র নিজে গাওয়া গানটা সব দিক দিয়েই, শুধু ওনার নিজের গাওয়ার জন্য ই, একদম অন্য একটা গান হয়ে যায়।
    মন দিল না বঁধু শুনলে সেভাবে মনেই হয় না, এই গানটার ই একটা হিন্দি আছে। জানে ক্যয়া তুনে কহি , একদম এক সুর ( মুসিক অ্যারেঞ্জমেন্ট ও এক ই বোধহয়), অথচ কিরকম ভীষণভাবে একটা আলাদা, অন্য গান।
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:২৩423361
  • শমীকের গানটা ছিল -
    হায় হায় হরি
    বল কী যে করি
    একটুখানি মাল পড়লে পেটে
    এই নেশার ঝোঁকে
    দেখি যে লাল চোখে
    মনুমেন্টটা আমার চেয়েও বেঁটে ।

    কিন্তু ব্ল্যাংকবাবুর উত্তরে ঘেঁটে গেলাম । 'চলিত বাংলা নয় তো' -এটা, যদ্দূর জানি, গৌরীপ্রসন্ন এবং অন্যদের লিরিকের বিরুদ্ধে একটা অভিযোগ । যে ভাষায় আমরা কথা বলি না, সেই ভাষায় কেন গান হবে এবং সুমন এসে বাংলা গানকে এই অন্ধকার থেকে তুলে আনলেন ইত্যাদি । তাহলে কি রবিবাবুর গানে চলিত বাংলা না হওয়াটা গুণ হিসেবে ধরা উচিত হচ্ছে ? আর সব মিলিয়েই গানটা (বা গানের কথাটা) ভালো কেন ? তুমি আমার কাছে সুখ না পেলে অন্য কোথাও যাও, আমি তোমার বিরহ নিয়েই জীবনটা কাটিয়ে দেব - এটা কি একটা আধুনিক চিন্তা? অন্য কেউ লিখলে কি এটা আধুনিক বলে ধরা হত?
  • Arpan | 216.52.215.232 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩১423362
  • শমীক, আক্ষরিক অনুবাদ করলে হ্যাঁ পদাবলীর মতই শোনাচ্ছে বটে। কিন্তু সেইজন্যই তো ধারালো লিরিক এনে ফেলতে হবে।
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩২423363
  • এই গানটার কথাতো সত্যিই খাজা। তবু আরও কিছুটা আগের যুগের বলে দাদু একটু ডিসকাউন্ট পাবেন।
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৫423364
  • আধুনিক বলেই তো মনে হয় বেশ :-)
    তুমি যেখানে ইচ্ছে যাও, চড়ে খাও
  • saikat | 202.54.74.119 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৬423365
  • মান্না দে বল্লেই আমার 'এই কূলে আমি, আর ঐ কূলে তুমি' মনে পড়ে আর ঐ গানটিকে ভাল লাগে না, কথার জন্যাই। এই বাংলা আধুনিক গান ব্যাপারটা, যেটা বাংলা গানের স্বর্ণযুগ তৈরী করেছে, তার গুটিকয়েক বাদ দিয়ে বাকি আর ভাল লাগে না। এর মধ্যে প্রথমে থাকবেন সতীনাথ !!!
    even অখিলবন্ধু ঘোষ। 'ও দয়াল' আর পায়রার গানটা ছাড়া আরগুলো ভাল লাগে না। শুনতে গিয়ে কেমন ঘুমিয়ে পড়ি।
  • Arpan | 216.52.215.232 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৭423366
  • যাক, এই ঘুমিয়ে পড়ার কেসটা তালে আমার একার নয়! বেশ সংকোচ বোধ করতাম অ্যাদ্দিন।
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৫423368
  • অ্যাকচুয়ালি একটা ম্যাপিংঅএর চেষ্টা করছি । 'হয়তো কিছুই নাহি পাব' বলে একটা গানে এইসব আছে -
    ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি
    আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি
    তোমারই আশাতে তবু ওগো কিছু নাহি চাবো ।

    অনেকটা 'আর কিছু নাহি চাই গো' কেস । বুঝতে চেষ্টা করছি কোনটা আধুনিক (যদি আদৌ একটাও হয়)।

    তেমনি ধরুন একটা গানে আছে -
    মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়
    বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় ।

    এসব কি আধুনিক চিন্তাভাবনা না আদ্যিকালের সখীপনা ? আমার কি তাহলে এইটা বেশী ভালো লাগা উচিত -
    হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
    হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
    বন্ধু কী খবর বল
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৯423369
  • উচিৎ বলে কিস্যু নাই। ভাল লাগলেই হলো, না লাগলেও হলো।

  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৪423370
  • না, কতটা অনাধুনিক হয়ে পড়েছি সেটাই বোঝার চেষ্টা করছিলাম । এ বয়সে শোধরানোর আশা করে লাভ নেই ।
  • Arpan | 216.52.215.232 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫423371
  • কিন্তু জানলাম না তিনটেই দুখের ভালো লাগে কিনা।
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৬423372
  • গ্যাদগ্যাদে হওয়ার সাথে আধুনিক হওয়ার কি সম্পোক্কো !!!!
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৭423373
  • আদ্দিকালের লোক আদ্দিকালের মত লিরিক লিখলে সেটা কম সমালোচিত হবে। কিন্তু সত্তর আশির দশকে বসে কেউ যদি বিশ তিরিশের দশকের ভাবনা-চিন্তা-প্রকাশভঙ্গিতে আটকে থাকে - সে বেশী সমালোচিত হবে। এটা তো স্বাভাবিক।

    আর গানের তো কথা ছাড়াও সুর, গলা - এগুলো ম্যাটার করে। অনেক সময় অনেক গান সেই দিয়েই আকর্ষণ করতে পারে। লিরিকের দুর্বলতাটা বাকীগুলো দিয়ে ঢাকা পড়ে যায়। কিন্তু বাজে, ন্যাকা ন্যাকা লিরিককে বাজে ন্যাকা ন্যাকা বলতে অসুবিধে কোথায়? বাজে লিরিক দাদু লিখলেও বাজে, শিলাজিৎ লিখলেও বাজে, পুলক বাবু লিখলেও বাজে। সিম্পল।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:০২423375
  • কিন্তু আরেক টা ব্যাপার আছে । সেটা হল কালের কষ্ঠি পাথরে পরীক্ষা দেওয়া। আমি মান্না দে র সময় র না হলে ও তার গান ভালোবাসি। আজ যাকে আমরা আধুনিক বলছি। সে টা কি ২০ বছর পরে কেউ শুনবে? তার আবেদন কি চিরন্তন?
  • saikat | 202.54.74.119 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:০২423374
  • কেউ ভেবে নিতে পারে যে ভুল বলছি, কিন্তু এটা মনে হয় যে রবি ঠাকুরের গানগুলো কবিতা ও গান। কিন্তু বাংলা আধুনিক গানগুলো - অধিকাংশই - শুধুই গান। বোঝাতে পারলাম ?

    আর পিনাকীর সাথে দ্বিমত। বিশ তিরিশের দশকের পরিপ্রেক্ষিতেও অনেক গানই ন্যাকা। তখনকার লোকে কি অত ন্যাকা ছিল নাকি ?:-)
  • Arpan | 216.52.215.232 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৪423376
  • "তোমাকে চাই' বা 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' এখন লোকে শোনে না?
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬423377
  • @arpan, 'আমার পরাণ যাহা চায়', 'হয়তো কিছুই নাহি পাব', 'পুরানো সেই দিনের কথা' ভালো লাগে । 'হঠাৎ রাস্তায়' খারাপ বলব না, মোটামুটি লাগে - মানে কানে এলে রেডিও বন্ধ করে দেব না, আবার নিজে থেকে চালিয়ে শুনতেও যাব না ।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৮423379
  • এখন নয় । মানে আরো বছর কুড়ি পরে । সেটাই বলছি। সব গান নয়। কিন্তু কিছু কিছু গান নিশ্চয় ই ভালো। এখন সিনেমা র বাংলা গানের কথা বেশ 'ভালগার' হয়ে গেছে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন