এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • মান্না দে : কাল ,আজ চিরদিনের........

    Bratin
    গান | ২১ ডিসেম্বর ২০০৯ | ১৩৩২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:১২423380
  • হ্যাঁ, সে তো আছেই। :-) তবু আমি সেগুলোকে একটু ডিসকাউন্ট দিতে রাজী আছি। ফিউড্যাল সোসাইটির বেসের উপর দাঁড়িয়ে ব্রিটিশের ডাইরেক্ট কলোনিতে ওর চেয়ে বেশী আধুনিকতা আশা করাটা একটু বাড়াবাড়ি হয়তো। কিন্তু সত্তর আশির সখিপনাগুলো নিতে অসুবিধে হয়। আর দাদু তো শুধু প্রেমের গান লিখেছে - এমন নয়। অনেক রকম লিখেছে। কিন্তু সত্তর, আশি জুড়ে এই মালগুলো গ্যাদগ্যাদে প্রেম ছাড়া আর প্রায় কিচ্ছু লেখে নি। লিখলেও হাতে গোণা।
  • Arpan | 216.52.215.232 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪423382
  • বুঝলাম না। ওই গানগুলির বয়স তো কুড়ি বছরের বেশি হয়ে গেছে। :-)

    আর গানের কথা একটু-আধটু ভালগার হলে ক্ষতি কী? কবিতা-নাটক-সাহিত্যে চলতি ভাষা মুখের কথা উঠে আসতে পারে। গানে কেন আসবে না?

    ডি: বাংলা সিনেমার গানের কথার কোয়ালিটি নিয়ে কোন দাবি নাই।
  • pinaki | 131.151.102.250 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:১৪423381
  • সৈকতকে বল্লাম।
  • saikat | 202.54.74.119 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:১৬423383
  • আসলে আমি এই বাংলা গানে 'আধুনিক' তকমাটা বুঝতে পারি না। এ কী রবি ঠাকুরের গানের থেকে আলাদা করার জন্য করা হয়েছিল? নাকি রেকর্ড কোম্পানীর মাথা থেকে বেরিয়েছিল? আধুনিক-টা কিসে ?
  • saikat | 202.54.74.119 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:১৮423384
  • @pinaki-কে,

    বাংলা কবিতায় তো আধুনিকতা একই সময়ে এল, তাহলে বাংলা গানে এল না কেন? কে বলবে?
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:২০423385
  • ম্যাথামেটিক্যাল Defn

    আধুনিক = S - { রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, অতুলপ্রসাদ, } :-))
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭423386
  • গান খামোখা কবিতা হতে যাবেই বা কেন? তাহলে কবিতাকেও তো ছোটগল্প হতে হয় । :)
  • Partho | 202.177.144.3 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৬:০৩423387
  • ছোটোবেলায় বাড়ীতে পুরনো গালার রেকর্ডে দেখেছি লেখা ছিল- আধুনিক বাঙ্গালা গান-কথা - শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর !
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৬:০৪423388
  • গান কবিতা তো মোটামুটি পাশাপাশি ই হাঁটে
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৬:১১423390
  • আহা সে তো কৃত্তিবাস কাশীরামের কবিতায়ও বিস্তর গল্প আছে । বন্দা সমরে বন্দী হইল কিংবা বুঁদির কেল্লাতেও ।
  • Blank | 170.153.65.102 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৬:১৮423391
  • তাই নিয়ে কত রামায়ন গান ও হয়
  • Samik | 122.162.75.29 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৭:০৫423392
  • রবীন্দ্রনাথ যখন গান লিখছিলেন, তখন সমসাময়িক পোচ্চুর লোক বলেছিলেন, এ গান আবার গান নাকি? এ তো ক্যাওড়ামো! রক্ষণশীলতার চূড়ান্তে পৌঁছে "তোমার আনন্দ ঐ এল দ্বারে' গানে "বুকের আঁচলখানি' পাল্টে করে দেওয়া হয় "মুখের আঁচলখানি', কলকাতার এক নামজাদা গার্লস স্কুলে।

    প্রত্যেকেই তার সমসময়ে আধুনিক। হেমন্ত প্রথম যুগে গাইলেন "লিখিনু যে লিপিখানি প্রিয়তমারে / সঞ্চিত কত আশা কত মধু ভালবাসা', সেই হেমন্তই শেষের দিকে গাইলেন "আমার গানের স্বরলিপি লেখা রবে / পান্থ পাখির কূজন কাকলি ঘিরে / আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো'। হেমন্ত মুখোর কথা উঠলে দুটো গানেরই কথা উঠবে। দুটোই আজও হিট। লোকে শুনতে ভালোবাসে।

    আমাদের সময়ে আসি। একদিন সুমন লিখছে, "এক মুহূর্তে ফিরিয়ে দিলে সহজ চোখের তাকিয়ে থাকা / ঐ তো তোমার চোখে আমার সদ্য লেখা পদ্য রাখা / পদ্যটাতে সুর ছোঁয়ালে, গান হবে কি, দুজনে মিলে'। সেই একই সময়ে অন্য কেউ লিরিক লিখছেন "যৌবনের কোকিল ডাকে, কুহু কুহু কুহু / সারা অঙ্গ করছে আমার উহু, উহু, উহু', কিংবা "তোমার ঠোঁট দুখানা কমলালেবুর কোয়া'। তিনটে লিরিকই তথাকথিত আধুনিক। কিন্তু কেমিস্ট্রি যে জিনিসটা হয়, কথা, সুর, গায়কী আর সুরানুষঙ্গ মিলিয়ে, সেটা কোথায় উপস্থিত, আর কোথায় অনুপস্থিত, রসিক লোক সহজেই বুঝবে।

    মান্না দে-তে ফিরে আসি। এই কূলে আমি আর ঐ কূলে তুমি, খুব খারাপ না লাগলেও তেমন আহামরি কিছু গান নয়। সুরের কোনো ভেরিয়েশন নেই। হয় তো মিউজিক অ্যারেঞ্জিং যুতসই ছিল না। কিন্তু এরও আগের যুগের গান, মান্না দেরই গাওয়া, কতদূরে আর নিয়ে যাবে বলো, শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, মান্না যখন ওপরের দিকে সুর চড়িয়ে গান, "সমুখে বন্ধ দ্বার'।

    কেমিস্ট্রিটা ঠিকঠাক ম্যাচ করে যায়।
  • dukhe | 122.160.114.84 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৭:২১423393
  • আধুনিকতা মানে শুধু সমসময় বোধহয় নয় । আধুনিকতা একটা কোয়ালিটি । যখন বলা হয় রবিবাবুর গানকে কিংবা মহাভারতকে আজও আধুনিক লাগে, সম্ভবত: সেই কোয়ালিটির দিকেই ইঙ্গিত করা হয় ।
    আর মান্নার - আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ - আহা !
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৭:২৬423394
  • বাহ। শামীক সুন্দর বুঝিয়েছে ব্যাপার টা। আধুনিকতা সত্যি ই সময়ের গন্ডী তে থেমে থাকা নয়। বরং বহতা নদী র মতো ই সাবলীল আর স্বাভাবিক তার গতি-প্রকৃতি। আর পরিবর্তন তো বটেই।

    সুমনের ভাষায়

    'আজকে যে শিস দিয়ে গান গায়,
    কোন গান শুনবে যে কাল সে
    .....
    চোখ থেকে খুলে নিয়ে চশমা
    ভুলে যাবে চোখে আছে চালশে'
  • aka | 24.42.203.194 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৯:০১423395
  • আধুনিক ভাষা আর কলকাতার কালেজের ভাষা যে এক হয়ে গেল কমরেড। "তোমার জন্য চিন্তা হয় তুমি তো প্রীতি জিন্টা নয়" এই ধারালো জিনিষ একেবারে কলকাতার নিজস্ব।
  • Bratin | 125.18.17.16 | ২১ ডিসেম্বর ২০০৯ ১৯:০৫423396
  • কি মুশকিল!! সেটা কে তো ভালো বললাম....
  • dukhe | 117.194.230.69 | ২১ ডিসেম্বর ২০০৯ ২০:৩৫423397
  • কবিতায় যে টেকনিকগুলো পুরোনো হয়ে গেছে, চন্দ্রবিন্দু সেগুলোকে গানের লিরিকে লাগায় ।
  • m | 173.26.17.106 | ২১ ডিসেম্বর ২০০৯ ২২:১৯423398
  • মান্নাদের আমি 'প্রায়' অন্ধ ভক্ত- তবে চিরকালীন অপছন্দের গান এর তালিকায় আমায় একটু জায়গা দাও এর কাছাকাছি 'তুমি আর আমি আর আমাদের সন্তান' টাকেও রাখবো।
  • Bratin | 117.194.96.79 | ২১ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮423399
  • শেষের গান টা কেমন যেন যৌথ পরিবারের বিপক্ষে :-))। বরং ঐ একই ক্যাসেট এ পরের গান টা দারুন 'মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়'
  • aka | 24.42.203.194 | ২১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪423401
  • কফি হাউস ছোটবেলায় যখন শুনি তখন খুব আধুনিক লেগেছিল। হ্যাঁ তখন বারান্দায় রোদ্দুর ছিল না, প্রীতি জিন্টা এবং ওনাকে নিয়ে চিন্তা টিন্তাও ছিল না, এমনকি পেট কাটি চাঁদিয়ালও ছিল না। আজকাল এই চমক দেওয়া গানও ক্লিশে লাগে। কিন্তু কফি হাউস দিব্যি লাগে। মনে হয় ছোটবেলার ভালো লাগাটার জন্যই।
  • PT | 203.110.246.23 | ২২ ডিসেম্বর ২০০৯ ০৯:০৯423402
  • মুক্তির মন্দির সোপান তলে--এটা আবার হয়ত অন্য অর্থে আধুনিক। এটি নাকি প্রথম বাংলা গান যাতে খ্যামটা ইত্যাদি প্রচলিত সুরের প্রভাব থেকে বেরিয়ে এসে পাশ্চাত্য ঢং-এর সুরবিন্যাসের প্রয়োগ করা হয়।
  • Bratin | 125.18.17.16 | ২২ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪423403
  • তিনমুর্তি সিনেমা তে টেনিদা অর্থাৎ চিন্ময়ের লিপে ' ভারত আমার ভারতবর্ষ' আমার বেশ পছন্দের গান
  • Bratin | 125.18.17.16 | ২২ ডিসেম্বর ২০০৯ ১০:৪৮423404
  • /চারমুর্তি :-))
  • Sayantan | 125.22.97.34 | ২২ ডিসেম্বর ২০০৯ ১১:৪৩423405
  • এই গানগুলো একদম প্রথমের সারিতে রাখবো -

    "কাশ্মীরেও নয় শিলংয়েও নয়'
    "চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে'
    "একদিন দল বেঁধে কজনে মিলে'
    "শাওন রাতে যদি'
    "স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা'

    ছোটবেলায় শোনা গানগুলো আজও বাজলে মন কেমন করে। বুড়ো হচ্ছি বোধহয়। টোট্যালি আনকুল স্টাফ! তবুও।
  • Manish | 117.241.228.175 | ২২ ডিসেম্বর ২০০৯ ১২:০৩423406
  • ফুলেশ্বরীর একটা পছন্দের গান যেটার শুরু 'আহা বেশ বেশ' এর পর থেকে। liric অনেকটা এই রকম (অনেক ভুল থাকতে পারে):
    "তবু মাঝে, মাঝেমন যেতে চায় ফিরে ফিরে।
    আকাশ যেথায় নীলিমায় নীল
    তরু মর্মরে বিশ্বনিখীল
    জেগে ওঠে গান
    বেজে ওঠে প্রানে উদাসির বাশী ডাকে
    কলসিটি নিয়ে কাখে
    পল্লীর মেয়ে জল নিতে যায়
    ছায়া ঘেরা পথ দিয়ে
    শুধু রুপকথা কী এ
    তবু এই কথা আমার পরানে সোনার চেয়েও দামী এইখানে এসে আমি
    আমার আমীরে খুজে যাই ফিরেফিরে
    ছায়ায় মায়ায় শুধুই জরানো সেই অতীতের তীরে চলো চলে যাই একবার ফিরেফিরে
    চলো চলে যাই একবার ফিরেফিরে
  • Bratin | 125.18.17.16 | ২২ ডিসেম্বর ২০০৯ ১২:১৪423407
  • আরেক টা

    ১। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা

  • saikat | 202.54.74.119 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৪:২৯423408
  • কিন্তু রাত জাগা চোখদুটো কবিতা কেন? ঘুম হয় নি বলে রাগী রাগী চোখ এবং রাগী কবিতা নাকি ঘুম পাচ্ছে বলে ঢুলু ঢুলু চোখ এবং সেই রকম এলায়িত কবিতা ? :-)

    ডি: আমি গানটা শুনিনি।
  • dukhe | 122.160.114.84 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৫:০৮423409
  • সৈকতকে আলোয় নিয়ে আসি ।
    রাতজাগা দুটি চোখ যেন দুটি কবিতা
    লিখেছিল যাবার বেলায় অশ্রু ঝরানো লিপিকা ।

    কিলিয়ার?

    ঠিকঠাক যায়গায় যতিচিহ্ন না হলেই গোলমাল । সুভাষ মুখুজ্জের একটা সাক্ষাৎকার ছিল, সে রেকর্ডিং থেকে ডিকোড করা খুবই কঠিন । একটা নমুনা -
    "তখন (পজ) আমাদের এক বন্ধু ছিল রবি (পজ)..ইন্দ্রনাথের গান গাইত ।"
  • Bratin | 125.18.17.16 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৫:০৯423410
  • :-)))

    রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে যাবার বেলায়, অশ্র ভরানো লিপিকায়, কখনো বুঝি নি আমি কি আশা নিয়ে, বেদনা সাগর তীর ছিলে দাঁড়িয়ে

    ইত্যাদি ইত্যাদি
  • Rajdeep | 125.22.62.70 | ২২ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৭423412
  • কোন একটা কাগজ বা ম্যাগাজিনে ( নামটা কিছুতেই মনে পড়ল না) পাঠকের ভোটে বাংলায় সর্বকালের সেরা প্রেমের গান হিসেবে নির্বাচিত হয়েছিল ""হয়তো তোমারই জন্য"

    ঐ গানের ""হয় তো" - এই টানেই পাগলা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন