এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিভিন্ন ভালো মদ (এবং বিভিন্ন ভালো মাতাল) -১

    goraaraayer shishhya
    অন্যান্য | ১১ ডিসেম্বর ২০০৯ | ১৩৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 76.247.246.200 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১১:১৮424973
  • আর্য যে কি বলছে হামি কিস্যু বুঝতে নারি। মার্টিনিতে এত বেশি পরিমাণ মইদ্য থাকে, অন্যন্য উপাদানের তুলনায় যে উহার গন্ধ থাকেনা ইহা প্রায় অসম্ভব। ধ্রুপদী মার্টিনিতে তো কোনো মিক্সই থাকেনা। ককটেলে অনেক জ্যুস, বরফ থাকার দরুন গন্ধ কম পাওয়া যায়।
  • kd | 59.93.241.107 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১১:৫০424974
  • অক্ষ@9.22am আর [email protected] শেষ বাক্যদুটির সঙ্গে একমত।

    h, আসলে ককটেল ব্যাপারটা কেমন বালখিল্য মনে হয়, কেমন যেন ফ্রেন্‌চ কুইজিনের মতো। ঠিক 'মাচো' না (পোর্টারহাউসের মতো)।
    (একেবারেই ঠিক না, জাস্ট আমার হ্যাঙ্গআপ)।

    অক্ষ, মার্টিনি 'ড্রাই' মানে 'চিনি কম'। তোমার বক্তব্যটা ইন্ডিরেক্টলি ঠিক, ভারমুথ কম দিলে কম মিস্টি হবে - তবে যদি লাল ভারমুথ ব্যবহার করো। আমি সাদা ব্যবহার করি, ওটা মিস্টি না। তাই একটু আধটু মাপের ভুলচুক করার রুম থাকে। মানে গোটা চারেক পেতে পড়ার পর ওরকম ভুল তো হয়ই, তবে ওইসময় সেটা ধরার মতো পন্ডিত থাকে না।
    (লাল ভারমুথ এমনি এমনি সন্ধ্যেবেলা একটা 'পনি'তে খেতে ভাল লাগতে পারে, পোর্ট বা শেরির মতো, তবে মার্টিনিতে, ন্যা!)।

    ডি, মার্টিনিতে তো জিন - আজকাল কেউ কেউ ভদ্‌কা দিচ্ছে, সাম্যবাদীরা বোধহয় :) এগুলোতে তো মদমদ গন্ধ নেই (শুনেছি কলকাতায় সেইজন্যে দুপুরে ভদকা খাওয়া নিয়ম) আর ভারমুথে তো মশলা মশলা গন্ধ (তাও যদি বেশী পড়ে যায়)।
  • janoiko matal | 59.94.78.120 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২০:২৮424975
  • যত্তো সব ! ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স। কোথায় মাল খাবে তা না খালি ভ্যাজোর ভ্যাজোর করে
  • pnar matal | 59.93.162.169 | ১৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৬424976
  • আমাদের এক ক্লাসমেট পুরুলিয়াতে ঘুরতে গিয়ে মহুয়া খেয়ে একটা পদ্য লিখেছিল (কানু আর বনু অন্য দুজন ক্লাসমেট, বলাই বাহুল্য):

    ওরে কানু
    তোর বনু
    মহুয়া মাতাল
    চরাবে ধেনু

    ...সুতরাং মহুয়া অতি উপাদেও বস্তু, কাব্য প্রতিভা পর্যন্ত বিকশিত করে :)

    ইতি - পাঁড় মাতাল
  • Mmu | 78.236.153.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:০০424977
  • দদারা & বন্ধুরা ভত্‌কার সাথে কি মেলাবো ? খুব ঠান্ডা (-2 deg). । পাতি জিনিষ বোলবেন। যেমন- নুন,কাচালনকা, বিট নুন,গোলমরিচের গুরো ইত্যাদি
  • Mmu | 78.236.153.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:০১424978
  • অপেক্ষায় রইলাম
  • vikram | 86.45.161.254 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৩:১০424979
  • কেডির বক্তব্য যথাযথ। যদিও মার্টিনি ফান্ডামেন্টালি ককটেল, তথাপি বোতলব্‌দ্‌ধ অবস্থায় এবন নীচে নেমেছে যে লোকে ওটাকে ধরে না।

    অর্পনকে বলি, সংগল মল্ট স্কচ, যদিও আমারও প্রিয় - কিন্তু এটিই যে সবচেয়ে ভালো এই হুউজুগ তৈরি হয় বিশ্বযুদ্ধের পর মার্কিন দেশে। অনেকগুলি কারণ আছে, তাদের তুলনামূলক লেভেলও ভিন্ন। যেটুকু অবশ্যই বলা চলে, টু কাট আ লং স্টোরি শর্ট ১) সিংগল মল্ট না হয়ে মিক্সড হলে অনেকেই মনে করতেন ও অনেক মাস্টার ব্রুয়াররা মনে করেন, টেস্ট রিফাইনড হয় ২) স্কচের যে স্লাইট edge টা আছে, যেটা কিনা অনেকের পছন্দ, বহু পণ্ডিত মনে করেন সেটা অ্যাকোয়ায়ার্ড। কারণ স্কচ অনেকটা কম চোলাই করা হয়। এঁদের মতে হুইস্কি আরও অনেক স্মুদ ও ইজি ড্রিংকিং, হবে। এইটা একটা স্কুল অফ থট। ৩) আগের দুটি কারণে এবং স্কুল অফ থটে খুবই পপুলার ছিলো বেশ কিছু আইরিশ হুইস্কি (সব অবশ্যই নয়)। ইন ফ্যাক্ট স্কচের নাম থাক্ললেও মনোপোলি তৈরি হয় নি। হলো, যখন যুদ্ধের বাজারে ইংল্যান্ড মোটামুটিভাবে কোয়ালিটি কনট্রোল রেখে আমের্কিয়ায় ভদ্র হুইস্কির যোগান দিতে লাগলো। এই সময়, লোকাল ধেনো তৈরি করে তার গায়ে যথেচ্ছ ভাবে ''আইরিশ হুইস্কি'' লিখে ঘোড়ার মুত সাপ্লাই হতে থাকে। ভদ্র সমাজে স্কচের প্রাধাণ্য বাড়ে। আইরিশ -দের কোনও লবি অবশ্যই ছিলো না। সব মিলিয়ে সিংগল মল্ট খুবই জেঁকে বসে এবং সেটি খাওয়াকে অত্যন্ত কেতের মনে করা শুরু হয়।

    এইসব ছোটোখাটো ঐতিহাসিক ব্যাপারের দাস মাত্র আমরা। সবই তাঁর ইচ্ছা। প্রভো।

    মার্কেটে, স্পেনে, ইয়াং ছেলেরা নিজেরা নতুন ককটেল বানিয়েছে - কালিমোচো - খারাপ রেড ওয়াইন আর কোকাকোলা মিশিয়ে - অদ্ভুত বাজে খেতে - কিন্তু ইদানীং এর পপুলারিটি এমন যে কিছু পাবে অবধি পাওয়া যাচ্ছে। এই মদের নাম এসেছে কালীমাতা র অপভ্রংশ থেকে - অনুমান করি ককটেলের রঙেউ পরিচয়।
  • Bratin | 117.194.96.141 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৯:১০424980
  • এই বিষয়ে আমার একটি গল্প আছে না বলে থাকা গেল না। আমি,কৌশিক,অনিন্দিতো আর দেবরুপ(শেষ ২ জন কে অর্পন জেনে) বেতলা গেছি দারুন শীতে। সাল টা ১৯৯৮। আমি বিশেষ মদ খাই না। কিন্তু ওখানে গিয়ে বায়না জুড়লাম মহুয়া খেতে ই হবে। তারপরে আমরা চার-মুর্তি সাঁওতাল দের গ্রামের ভেতরে গিয়ে মহুয়া সংগ্রহ করে আনলাম।সঙ্গে আর কিছু ছিল না। অগত্যা অনিন্দিতো র ওয়াটার বোটল। গেষ্ট হাউসে আসার পরে ঐ বীভৎস গন্ধে আমি এক ফোঁটা খেতে পারি নি । কৌশিক ছোট কাপের এক কাপ খেল। কিছু টা দেবরুপ আর কিছু টা দিতো। বাকি টা ফেলা গেল। তারপরে দেখা গেল দিতো র বোতলে এ সাঙ্ঘতিক বাজে গন্ধ। আমাকে এমন খিস্তি মেরেছিল আজ ও মনে আছে :-(((
  • pinaki | 131.151.102.250 | ১৪ ডিসেম্বর ২০০৯ ০৯:২৭424981
  • ব্রতীন কি যদুপুর নাকি?
  • Blank | 170.153.65.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৪424983
  • মহুয়ার গন্ধ আমার খারাপ লাগে নি। মোটামুটি সরস্বতী পুজোর দু একদিন পরে, না ধোয়া ফলের বারকোশ গুলো থেকে যে গন্ধ বের হয়, অনেকটা তেমন গন্ধ। খেলে পেট ভরে, তেমন নেশা হয় না।

  • Blank | 170.153.65.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৬424984
  • আম্রিগান ঐ বাজে টেনেসি হুইস্কি গুলো সাত জম্মে স্মুথ হতে পারে না।
  • Bratin | 117.194.98.90 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৭424985
  • @পিনাকী, না । যদুপুরের ও ই দু জন আমার ISI তে ব্যাচ মেট।
  • Samik | 219.64.11.35 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৮:১৩424986
  • ব্রতীন, ওই লেখো এইভাবে o`i :-)
  • Arpan | 122.163.0.12 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৪424987
  • বাহ, ভিকিদার "এইসব ছোটখাট ঐতিহাসিক ব্যপারের দাস মাত্র আমরা' এই কথাটা বেশ পছন্দ হল।

    আর ব্ল্যাঙ্কির সাথে ক। টেনেসির হুইস্কি যা নিয়ে স্কচের থেকে বেশি আদিখ্যেতা হয় আম্রিকায়, বিশাল বিশাল বোরিং ব্যপার।
  • M | 59.93.220.117 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:২০424988
  • লোকে কি ভাববে ভেবে কাটিয়ে দিচ্ছিলাম,কিন্তু পেট ফেটে যাচ্ছে, কয়েই ফেলি।

    যবে আমি প্রথম মাতাল হলাম:

    এবার ১৩ই ফেব্রুয়ারী পাল্লিনের ভাষায় পরের ব্যাটা বললো,আবার চলে যাবি আবার দীর্ঘ বিরহ,চল কালকের দিনটা সেলিব্রেট করি।

    তো সেদিন আমাদের ভিয়েতনামের বাসা বাড়ীর ছাদে এট্টা ছোট্ট উনান আর কাঠকয়লা মেডকে দিয়ে এনে রাখা হলো।তো সেই পরের ছেলে উনান ধরিয়ে তাতে মুর্গীর ঠ্যাঙ পোড়াচ্ছিলো আর আমি স্যালাদ বানিয়ে আর যা যা লাগে সেগুলো একতলার রান্নাঘর থেকে চারতলার ছাদে তুলছিলাম।মানে মোট বইছিলাম কেবল।আহা কি সেই রাত, ছাদে কেবল উনুন,মুর্গীর ঠ্যাঙ,প্লেট ইত্যাদিরা ছাড়া আমি আর সে,জনগন আকাশে চাঁদ ছিলো কিনা জিজ্ঞাসা করে লজ্জা দিবেননাকো।খেয়ালাই নাই।এবার গপ্পর ফাঁকে ফাঁকে এক বোতল বোর্দো (তাই মনে হয় ছিলো নামটা)উড়ে গেলো।আবার এলো, বেশিটাই দয়াপরবশ হয়ে আমার দিকেই আসছিলো, আর জেবনে প্রথম বার আমি উড়তে শুরু কল্লাম।এ হেন সময় আমার মনে পড়লো রুটিন অনুযায়ী আজ ই বাবা মায়ের সাথে কথা কইবার, কাজেই ল্যাপী এসে গেলো আর আমিও হেডফোন কানে লাগিয়ে নিমগ্ন হলুম আর সে ব্যাটাও বাঁচলো,কারন আমি তখন কেবল ই পোড়ানোর কাজটা নিজে কত্তে চাইছিলুম।এদিকে মারা কি বুঝলো কেজানে , বা আমি কি বলছিলাম মাক্কালীর দিব্বি কিস্যু মনে নাই, পড়ি মরি করে লাইন ছেড়ে দিলো।বাবার জলদ গম্ভীর স্বরটাই কেবল মনে আছে, কাল সকালে সুস্থ হয়ে কথা বলবে। কি কেলো।

    এদিকে আমার ওড়ার সখটা এতটা চেগে উঠলো আমি ছাদ থেকে ল্যাপি সমেত উড়তে চাইছিলাম, তাই দেখে ল্যাপির জন্য না আমার জন্য কে জানে,আমার ঘাড় ধরে টেনে এনে বসিয়ে দেওয়া হলো।আহা, বসে বসেও মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরী হচ্ছিলো।

    তাপ্পর আর কি কি রোমাঞ্চকর আর রোম্যান্টিককর ঘটনা ঘটলো কিস্যু মনে নাই, কারন মাথা পুরো আমার ক®¾ট্রালের বাইরে চলে গেলো, কেবল সকালে একটা ইঁট মাথা নিয়ে উঠলাম আর খালি অ্যা বা বমি যেটাই কচ্ছিলাম তার সাথে সাথেই কালো রক্ত উঠছিলো, আসলে আমার পেটুর ঘার আমার এই বেয়াদপি একদম সহ্য হয়নি।

    কাজেই মনে হয় ওটা শেষ বার ও বটে।

  • shrabani | 124.30.233.102 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৫424989
  • এটা কি ভালো মাতালের গল্প হল?
  • SB | 114.31.249.105 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৫424990
  • মাতাল হওয়ার গল্প? সে না যায় বলা, না যায় ভোলা :)-
  • K | 59.93.90.160 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৮:০৮424991
  • #২৪৫৩;#২৫০৩;#২৪৭৬;#২৪৮২;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৫৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪৩৯; #২৪৬৩;#২৫০৩;#২৪৭২;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৩৮;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৬০;#২৪৯২;#২৪৯৪;#২৫২৭;
  • j | 61.95.144.10 | ১৫ ডিসেম্বর ২০০৯ ১৯:০২424992
  • পরের ছেলে নিজের হয়ে ওঠার বেশ কিছুদিন পরে ঘটনাটি ঘটেছে বলে, তদুপরি নিজের বাপের জলদ গম্ভীর গলাটি মনে হওয়ার মত সেন্স ছিল বলে, এটা কে 'ভালো' মাতাল ই ধরতে হবে।

    অন্তত: পরের ছেলে পরের কাছেই ফিরে যাওয়ার আগে যে ইতস্ত:ত কিছু নিজের বিভিন্ন এবং সম্ভাব্য ছেলের একটি বা কতিপয় প্রস্তাবনা করে দিয়ে যায় নি, এবং বাপের বদলে পুলিশের জলদ গম্ভীর স্বর আর বলদ-ব্যবহার্য ব্যাটনটি যে স্মৃতিতে নেই এই অনেক।

    ভালো করেছে আর খায় নি। এক বোতোল বোর্দো যার সহ্য হয় না, তার মেনলি লাল চা আর লিমকা খেয়ে বাথরুমে গিয়ে চোকে মুকে জলধারা দিয়ে নিজেকে আয়নায় কয়েকবার "স্টেডি স্টেডি" বলা উচিত ছিল। আমাগো জৈবনের, ভিয়েতের নাম নিয়েছে, তাই তেমন করে টুইয়ে দিলাম না।
  • M | 59.93.198.51 | ১৫ ডিসেম্বর ২০০৯ ২০:৫৫424994
  • কি অপমান!:X

    আর পরের ছেলেরা আবার কবে আপন হয়?
    আর বেশী আপন হতে দিচ্ছে কে? ছ্যা:
  • hijabijabijj | 59.94.78.104 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৭424995
  • আচ্ছা গুরু একখান বাংলা চ্যাট খুলতে পারেতো । এট্টু চ্যাটিয়ে সুখ হয় আমার
  • tkn | 122.162.42.125 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:৩১424996
  • আমার পিস্তুতো দাদা তার নিজের দিদির বিয়ের আগের দিন সারাদিন ধরে পরীক্ষা দিয়েছে। MSC চলছিল তার। পরীক্ষা শেষেই বাড়ি ফেরার কথা। ফিরল রাত এগারোটায়। বাড়ি ভর্তি আত্মীয়স্বজনের মধ্যে দিয়ে খুব বীরের মত জুতো খুলতে খুলতেই খেদ্দাও ও বলে এক হাঁক । ছোটোপিসি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে "কি খাবি? খেয়ে শুয়ে পড়গে যা" বলে সামলাতে গেল
    যা যা সকালে বানানো হয়েছিল সব নিয়ে এস
    আনা হল।
    এবার সব বাটিতে করে সাজিয়ে দাও। ততক্ষনে সবাই বুঝে গেছে দাদা খানিক টাল্লি। চটপট বাটিতে করে সবই সাজিয়ে দেওয়া হল।
    এবার ভাত দাও আর একটু
    দেওয়া হল। বেশ চূড়ো করে ভাত সাজিয়ে দাদা একটা গর্ত বানালো ওপরে, তারপর সবগুলো বাটি উপুড় করে ঢেলে এক গাল হেসে ঐ ভাতের পাহাড় চুড়ো থেকে এক খাবলা তুলে খেয়েই "উ:, কি পেট ভরে গেছে" বলে উঠে পড়ল টেবিল থেকে।
    ছোটোপিসি আর সইতে না পেরে "বাঁদর ছেলে!!! দিদির বিয়ে কাল আর আজ উনি মাতলামো করতে করতে বাড়ি ঢুকলেন.... ইত্যাদি"তে চোখে আঁচল আর পাড়া কাঁপানো একসঙ্গে শুরু করছিল। দাদা অল্প ঝুঁকে পড়ে কানের কাছে বেশ জোরে ফিসফিসিয়ে বলল "এ:, রেগে যেও না। আমি মদ খেয়ে মাতাল হয়েছি বলেই তুমি রাগ করে রাগাল হলে চলবে? এত লোকজন বাড়িতে!!"
    ছোটোপিসি কি করেছিল সে গল্প মাতালদের থ্রেডে দিলুম না। ওটা "রাগাল" থ্রেডের জন্য তুলে রাখলুম :-))
  • tkn | 122.162.42.125 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:৪৫424997
  • আর এক মাতালের গল্প। ইনি শ্যামপুকুর স্ট্রীটে থাকতেন আমাদের ছোটোবেলায়। আমার জেঠুর বাড়ির উল্টোদিকেই বাড়ি। বাড়িতে ঢোকার মুখে প্রথমে একটা ছোটো শিবমন্দির তারপর এগিয়ে গিয়ে বাড়িটা। ভদ্রলোক রোজ অনেক রাতে ফিরতেন। আর রাস্তায় কোনো কুকুর দেখলেই একটু দাঁড়িয়ে ছাতাটা এগিয়ে দিতেন একটু তারপরে বেশ গম্ভীর গলায় বলতেন "মারব না রে বাবা। ছাতাটা তোরা খুলতে পারিস কিনা দেখব বলে নিয়ে বেরিয়েছি"। এই কথার বাইরে কখোনো কোনো কথাই ওনাকে বলতে শুনিনি। তবে ও বাড়িতে থাকলে রাতে জানলায় বসে ওনার জন্য অপেক্ষা করাটাও একটা খেলা ছিল আমাদের। ছোড়দা আর আমি তো বাজীও ধরতাম ওনাকে নিয়ে। আজ কুকুর থাকবে কি থাকবে না বা আজ কুকুরকে দেখলে উনি কথা বলবেন কি বলবেন না, এই ধরনের বাজী। এখন এটা লিখতে গিয়ে খেয়াল হল, কখোনো ছাতা হাতে থাকবে কি থাকবে না নিয়ে বাজী ধরিনি আমরা। মাতালের ওপরও কি কনফি :-)))
  • M | 59.93.204.133 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৩424998
  • সে একবার এবং প্রথমবার বাড়ীতে জানিয়ে ভাইয়েরা যখন কান্ড ঘটালো,

    পরের ব্যাটা, আর ভাইদের গ্রুপ ওদের এক বন্ধুর বাড়ী গিয়ে ক্যাচাল পাকালো, আমার সেই ছেলেটির মুখ থেকেই শোনা, সে বেচারী আবার খুব ভালো ছেলে ,কোনো নেশার দ্রব্য এখন ও ছোঁয় না,বললো দিদি কি বলবো সেই এক রাত্রেই আমার সব ইমেজ মাটিতে হতভাগারা মিটিয়ে দিয়েছে।

    ওদের বাড়ীতে কেউ ছিলোনা সেদিন, পাশের কাকার বাড়ীতে অবিশ্যি সবাই ছিলো,তো মাংস রান্না হবে,সব মশলা রেডি, জাম্বু রাঁধছেন,হঠাৎ তিনি নাকি খুন্তি উঠিয়ে জিগাসা কল্লেন, ক্যামন রেঁধেচি বল?আরেকজন , সে পিছন ফিরে বসে ছিলো, সেই অবস্থায় স্যালুট ঠুকে দিয়েছিলো।যখন খেতে শুরু করেছিলো তখন অবশ্য দেখা গেছিলো মশলারা আদি ও অকৃত্রিম ভাবে থালায় বিরাজিত।তাতেও সেই মদ্যপকুল ঘাবরায়নিকো, তারা সবই তো পেটেই যাবে বলে সব একই সঙ্গে খেয়েছিলো, তাপ্পর মাঠ অব্ধি এসে বাড়ীর পথ চিনতে না পেরে, একবার পুকুরে নেমে আর দুবার সেই ভাইটির বাড়ী ঘুরে এসে, সে তখন সমস্ত রান্নাঘরের যত বাসন সব নিয়ে মাজতে বসেছিলো,শেষে মাঠে ঘুমিয়ে পড়েছিলো । সকালে যখন গুটি গুটি বাড়ী ঢুকে বিছানায় যাবে এমন সময় নাকি বাবা মাকে উদ্দেশ্য করে বলেছিলো ভাইকে দেখিয়ে ঐ ড্যাসের বাচ্চাটাকে বলো ওটাকে বাসে তুলে দিয়ে আসুক মানে জাম্বুকে, ভাই পরে বললো আমি সারাদিন ভেবে পেলাম না বাবা ঠিক কাকে গাল দিলো, আমারে না নিজেরে!
  • Rajdeep | 125.22.62.70 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৬:৫০424999
  • গরচা লেনের বিখ্যাত চাট চর্বিভাজা দিয়ে কেউ মাল খেয়েচেন?

    না খেলে একদিন কচি করে টেষ্ট করে আসুন অ-মদ্যপায়ীদেরও ভাল লাগবে , এমনি এমনি খান

    হাজরা ল কলেজ থেকে অ্যালেনবেরি যেতে একটু এগিয়ে বাঁদিকে

  • Binary | 115.117.234.89 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৮:১৭425000
  • মাতালের গপ্প সচ্চেয়ে ভাললছিলো, তারাপদ রায়ের, দুটো মাতাল অনেক্ষণ মাল খাওয়ার পর, একটা মাতাল আরেকজনাকে বলছে, 'আরে: শাল্লা, তুই আর মাল খাসনি, তোকে খুব ঝাপসা লাগছে'।

    ইন্ডাল বেলুড়ের পিকনিকে, বেলুড়ের সলিলদা বাগনানে পিকনিকে গিয়ে সকাল নয়টার সময় মাল খেয়ে সেই যে বাঁশ ঝাড়ের খুঁটি ধরে বসে পড়েছিলেন, সেই বিকেলে সকলে ধরাধরি করে বাসে তুলেছিলো। মাঝখানে, প্রতি আধ ঘন্টায়, খুঁটি ধরে ওঠবোস করেছিলেন, 'মাতাল নই' প্রমান করার চেষ্টায়।

    জনি ওয়াকারের কাছে অন্য কিছু লাগে নাকি ? মানে হুইস্কি হলে। সেই কম্বোপ্যাক, ব্ল্যাক, রেড ইয়োলো।
  • vikram | 193.120.76.238 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৮:৩৯425001
  • জনি ওয়াকার বা শিভাস এগুলো হলো পাইকিরি রেটে তৈরি ভালো হুইস্কি। কিন্তু সবথেকে ভালো হুইস্কি তৈরি হয় ব্রুয়ারি ভিত্তিক, এবং কম।
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:১৭425002
  • বুলু আর সাদা বাদ গেলো
  • aka | 168.26.215.13 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:২১425003
  • শিভাস ভাল্লাগে না, কড়া টাইপ।
  • Binary | 115.117.234.89 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:২৫425005
  • এবারে একটা ব্রুয়ারি স্পেশাল ১-মল্ট কিনেছি, ডিউটি ফ্রী স্টোর থেকে, এখোনো চেখে দেখা হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন