এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিভিন্ন ভালো মদ (এবং বিভিন্ন ভালো মাতাল) -১

    goraaraayer shishhya
    অন্যান্য | ১১ ডিসেম্বর ২০০৯ | ১৩৩৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:৩৮425006
  • এই সেদিন, গুরুদোঙ্মার যাওয়ার দিন। সে এক কেচ্ছা পুরো। শ্যালদা থেকে ট্রেন। দিদির বানানো নতুন ট্রেন। নাম ধাম জিজ্ঞাসা করে লজ্জা দেবেননি। সব ই ঝাপসা। কি এক স্‌সুউপপার্‌র ফ্‌ফাআস্‌ট্‌স্‌ট যেনো।
    তো যাগগে, সেসব টেকনিকাল ব্যপার স্যপার জেনে লাভটাই বা কি। ও তো নেটেও মেলে। তা এখন হয়েছে কি, শ্যালদা থেকে ট্রেন, আর গোলে বসে ঠেক মার্বো না, তাই কি হয় ! ঐ স্টেশনের পাশেই ঠেক খানা। চল্লিশ টাকায় স্মার্নফ দেয়। খেলে নেশা হয়, বেশী খেলে অ্যালার্জী হয়। অচেনা লোকজন তার সাথে চিকেন ভাজা অর্ডার করে, আর চেনা লোকেরা বাইরের দোকান থেকে ডিম ভাজা আনায়। তো এই আর কি, ভালো জায়গা বেশ, একটু ফ্যানের তলায় বসবেন আর কি। থাক, আর ভ্যান্তারা মারবো না, গপ্প লেখার নিয়ম মেনেই পুরো অ্যাম্বিয়েন্স টাই বলে দিয়েছি, নইলে এসব থোড়াই লিখতুম ...
    তো সেখান অনেক কিছু গিলে টিলে, সাড়ে ৯ টা নাগাদ মনে হলো এবারে স্টেশন যাওয়া উচিৎ। যতই হোক, দশটায় ট্রেন। ব্যাস, বিল টিল চুকিয়ে চল্লুম আমরা ট্রেন ধর্তে। বাপ আবার হেব্বি সাবধানী, ক্যাপ্তেন র‌্যাটসের থেকে টিকিট ও চেয়ে নিলো। জানা গেলো, S1 এ যেতে হবে, সে কত্ত দুর।
    যাই হোগ্গে স্টশনে গিয়ে, ঘোলাটে চোখে বুঝলুম ১০ টায় জে ট্রেন ছারবে, তার কি যেন একটা অন্য নাম। সে তো দিদির ট্রেনে হতেই পারে। আজ যা গীতাঞ্জলি, কাল তা মহীনের ঘোড়াগুলি। সব সমান। ব্যাগ নিয়ে পরিষ্কার সবাই ট্রেনে উঠলাম। সুন্দর করে সীট দেখে বসলুম সবাই, কিন্তু কি চাপ !!! একদল লোক কেমন শান্ত ভাবে দাবী জানালো যে ঐ সীট গুলো ওদের। একদম পয়সা দিয়ে কাটা টিকিট নাকি। আমি গেলুম ঘেবড়ে, শালা একে সব ঝাপসা, তায় সীট নেই !!! বলে কি।
  • Blank | 170.153.65.102 | ১৭ ডিসেম্বর ২০০৯ ১৯:৫২425007
  • জনগন, সেই ছানার কথা কি মনে পরে? সেই যে শিকাগো র ছানা। সেও আছে সাথে। পরিষ্কার চিল্লমেল্লি শুরু কল্লো সে, কচি বয়সে যা হয় আর কি। রক্ত গরম ...
    তা বাপ ছেলেটি বুদ্ধিমান, টুক করে ট্রেন থেকে নেমে পরেছিলো। যতই শালা মাল খেয়ে ম্যানহোলে গিয়ে ঢুকুক, মাথায় বুদ্ধি আছে কিন্তু। ট্রেন থেকে নেমে রিসার্ভেসন লিস্টি দেখতে গেছে। হঠাৎ ই বেগুনী মুখ করে এসে বলে সবাই নামো, সবাই নামো। ট্রেনের নাম্বার মিলছে না। এটা পুরো অন্য ট্রেন।
    ব্যাস, সবার মুখ যেনো ওল্ড মঙ্কের কালো গেলাস (আমার টা গিনেসের মতন, এক অদ্ভুত প্রশান্তির ছায়া)। নজ্জা নজ্জা মুখ করে, সবাইকে সরি টরি বলে, আমরা নাম শুরু করলাম। মাতাল বিদেয় কর্তে পেরে সবাই বেশ খুশী। আমরাই শুধু দুখী ...
    ট্রেন থেকে নামলুম আর, ট্রেন টাও ছারলো। পরিষ্কার দেখছি, ট্রেন চলে যাচ্ছে, সত্যি ই যাচ্ছে। ছানাটা তো দুম করে পরে গেলো প্ল্যাটফর্মে। কোন দিকে ট্রেন যায়, কোন দিকে নামতে হয়, সেসব মাল এর গেলাসে গুলে গেছিলো আরকি।
    এমনি সময় হঠাৎ, হঠাৎই, টিপুর মাল খাওয়া মাথায় বুদ্ধির বাল্ব ভেসে উঠলো (বুদ্ধি মালের চেয়ে হাল্কা, hence proved)। টিপু বলে উঠলো, ওরে আর তো কোনো ট্রেন নেই যাওয়ার। অন্তত আজ রাত্তিরে আর নেই। তো এতেই উঠি, তারপর যেখানে চেকার নামিয়ে দেবে, নেমে যাবো না হয়। আর যা আছে পেটে, তাতে চেকার রা দু ঘা দিলেও তো তখন টের পাবো না।
    ব্যাস অম্নি সবার মধ্যে আবার উৎসাহের সঞ্চার। সোনালী স্কচের মতন, নরম সব উৎসাহ। ট্রেনের পেছনে দৌড়। সামনে যা দরজা পরে, তাই দিয়ে ওঠা। ভারী ব্যাগ নিয়ে কোনো মতে টাল সামলে (সত্যি ভয় পেয়েছিলুম মাইরি, যারে কয় রানিং ট্রেন)। কোনো মতে জড়ো হয়ে বাথরুমের সামনে দাঁড়ানো। চেকারের অপেক্ষায়।
    একটু বাদে চেকার এলেন, হাসি মুখে। আমরা এক ভয়ানক ট্র্যাজিক সিনিমার নায়কের মতন বল্লুম, দাদা পয়সা দিয়ে টিকিট কে একি জ্বালা। আমাদের সিট নেই !!! আমরা না হয় মাতাল, তাই বলে এমনি অনাথ করা আমাদের? এ কি বাজে রেসিজম !!
    চেকার ভদ্রলোক বল্লেন টিকিট খানি দেখি।
    র‌্যাট্‌স বার করে দিলো টিকিটের চোতা।
    একগাল হেসে চেকার বলে, এতো আপনাদের ফেরার টিকিট। আসার ট্রেনের, যাওয়ার ট্রেনের কই !!!
    তারপার আর কি!! শালা মাতাল ছেলে পিলের দল। ব্যাগ থেকে বেরোলো নতুন টিকিট। আমাদের কামরা s6 সেখানে তখনো ফাঁকা আমাদের বসার জায়গা। মাতাল সব ছেলে পিলে, খাটিয়ে মারলো পুরো। কেউ শালা এদের সাথে বেড়াতে যায় ....

    (ওপরের ঘটনাটি পুরো তা সিকোয়েন্সিয়াল নয়। প্যারালাল সব ব্যপার। ছানার পরে যাওয়, টিপুর বুদ্ধি, ট্রেন থেকে নেমে ফের ওঠা, সব ই খুব অল্প সময়ে প্রায় প্যারালালি ঘটেছে)
  • aka | 168.26.215.13 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২০:১০425008
  • :))
  • Bratin | 117.194.99.113 | ১৭ ডিসেম্বর ২০০৯ ২১:১০425009
  • আমাদের প্রোজেক্ট পার্টি বোলার্স ডেন এ । এক জন সিনিয়ার ম্যানেজার প্রচুর টেনেছেন। তিনি ছাড়া আর সব্বাই নিশ্চিত তিনি পুরো আউট। গম্ভীর মুখে কিছুই হয় নি এমন একটা ভাব করে, রেঁস্তোয়া থেকে বেড়িয়ে নিজের গাড়ির চাবি দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লরি স্টার্ট করার চেষ্টা করছিলেন অনেকক্ষন ধরে সবার প্রবল বাঁধা সত্বে ও। শেষে লোকজন ধরে অন্য একটা গাড়ি তে করে তাকে বাড়ি পৌঁছে দিল।
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৭425010
  • আমার ইছা করে সবার সাথে all time কথা বলতে, কিন্তি কেউ আমার সাথে কথা বলে না। সমীইক, ব্রতিন,অক,ট,রাজি্‌দ্‌বপ,পর্থ.........
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৮425011
  • AX পার্থ
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৯425012
  • শমীক
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৩425013
  • এক বোতল votkaa তে কটা কান্‌চা লন্‌কা কেটে দেবো। যদি কেউ বলে্‌ত পারেন.......
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৪425014
  • কাচা লকা
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৪424881
  • লংকা
  • Mmu | 78.236.153.102 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৫424882
  • বলতে
  • nyara | 209.131.62.144 | ১৮ ডিসেম্বর ২০০৯ ০৪:০০424883
  • ফাইনাল ইয়ারে গোয়ায় ইন্ডাস্ট্রিয়াল টুর। ষোলটি কচি-টাইপের দামড়া ছেলে। কিসব হাবিজাবি নাগপুর, পুনে-ফুনে ঘুরে গোয়ায় রাত্তিরে পৌঁছেই দল করে মাল কেনা হল। আমি, রাজীব আর ঋত চাঁদা তুলে একটা ৭৫০ রাম নিলাম। ঠিক হল আজ আধ বোতল, কাল বাকিটা। খেয়ে বীচে বসতেই হাওয়া-টাওয়ায় নেশা টঙে চড়ে গেল। আমার আবছা যা মনে আছে জিৎ, যাকে কস্মিনকালেও কেউ গান গাইতে শোনেনি, সে ফাটা রেকর্ডের মতন 'এই সাগরের কত রূপ দেখেছি' লাইনটা একনাগাড়ে গেয়ে গেল। তারপরে রাজীব আর ঋত আমাকে কাকুতি-মিনতি করছে যে বাকি আধ বোতলটাও আজই হয়ে যাক। আমি বললাম যে তোরা খাবি খা, আমি আর খাব না। কিন্তু শালারা মাতাল। মাতালদের এথিক্স খুব প্রবল হয়, সবাই জানে। কাজেই আমার ভাগটা খেয়ে ফেলতেও পারছে না। আর ঠিক কি করে আধ বোতলের ১/৩ অংশ রেখে দেওয়া যায়, বিশেষত: মাতাল অবস্থায়, সেটা ওদের পক্ষে বুঝে ওঠা তখন অসম্ভব। তার ওপর দোষের মধ্যে আমি বলেছি যে, 'আমারটাও তোরা খেয়ে নিতে পারিস"। তাতে ওদের ধারণা হয়েছে যে আমি অভিমান করে ও কথা বলেছি। তারপর কতক্ষণ মনে নেই, অন্তত: ঘন্টাখানেক হবে রাজীব আর ঋত আমার একবার পায়ে পড়ছে, "গুরু রেগে যেওনা", একবার ঘ্যানঘ্যান করছে, "চল না, খাই", একবার খিস্তি করছে - আর ব্যাকগ্রাউন্ডে চলেছে "এই সাগরের কত ঢেউ দেখেছি"। কিছুক্ষণ পরে আমি বোর হয়ে, "ধুর বাল" বলে ঘরে চলে গেলাম।

    পরেরদিন দেখলাম রাজীব আর ঋত হাসিমুখে খোঁড়াচ্ছে। হাসিমুখ, কারণ বোতল শেষ করেছে। খোঁড়াচ্ছে, কেননা বীচ থেকে হোটেল অব্দি নাকি হামাগুড়ি দিয়ে এসেছে। আর অন্যদিকে কৌশিক, অনিন্দ্যদের (মাল খায় না) মুখ গোমড়া। প্রচুর নাকি বমি পরিস্কার হয়েছে মাঝ রাত্তিরে।

    বাকি গোয়াটা আমরা কাজু আর পাম ফেনি খেয়ে কাটালাম।

    এছাড়া গোয়া থেকে একটা ওয়াইন এনেছিলাম। দেহাতি কলকাত্তাইয়া মাল আমরা কবে ওয়াইন শুঁকেছি। কী করে ওয়াইন খেতে হয়, কোন ধারণা বা গাইডেন্স ছিল না। কাজেই জীবনের প্রথম ওয়াইন খেয়েছিলাম স্পিরিটের মতন জল দিয়ে ডাইলুট করে।।
  • debu | 72.130.151.116 | ২১ ডিসেম্বর ২০০৯ ০৭:৫৯424884
  • beer আর ভদ্‌কা র কোনো সট এর রেসিপি জানা আছে?
  • debu | 72.130.151.116 | ২১ ডিসেম্বর ২০০৯ ১২:১৩424886
  • খুব সম্ভত বোম্বে মেল ই হবে , চাঁপা champa স্টেসনে নামবো , office এর ৪ জন, first class এর কুপ বূক করা হোয়েছে, ট্রেন ছারলো ,বোতোল খোলা হোলো,প্রায় ১ ঘটা পরে হঠাৎ দরজায় নক! নক!, বোতল সরিএ ফেলা হলো,ভাবলাম টিটি ,দরজা খুলে দেখি RPF
    ।।।
    চলবে।।
  • db | 59.94.77.145 | ২১ ডিসেম্বর ২০০৯ ২০:১০424887
  • মাতালের কথায় মনে পড়ল - আমাদের পাড়ায় এক জাত মতাল ছিল। রোজ সন্ধ্যা হলেই সে নেশায় টঙ হয়ে রাস্তার ওপরে দাঁড়িয়ে বিভিন্ন প্রকারের মাতলামি করত। একদিন ব্যপারটা একেবারে চরমে গিয়ে দাঁড়াল। সেদিন মাতালটা নেশার ঘোরে বেহুঁস হয়ে একেবারে নর্দমায় পড় গড়াগড়ি খেতে লাগল। তাই দেখে পাড়ার অনেক জড়ো হয়ে পরামর্শ করতে লাগল একে নিয়ে কি করা যায়। এমন ভাবে পড়ে থ্‌কতে তো দেওয়া যায়না।
    অবশে্‌ষ স্থির হল যে আগে ওর মাথায় জল ঢেলে ওর জ্ঞান ফেরাতে হবে। যেই না মাথায় জল ঢলার কথা কানে যাওয়া বেহুঁস মাতল অমনি বলে উঠ্‌ল - ও মশায়রা, দয়া করে জল ঢেলে নেশাতকে মাটি করে দেবেন না দাদা। পয়্‌হা দিয়ে করা নেশা আমার ............

  • debu | 72.130.151.116 | ২৬ ডিসেম্বর ২০০৯ ০৫:১১424888
  • Aquinas Cabernet রেড ওআইনে কোথয় পাওয়া যেতে পারে?
  • aami | 203.212.239.53 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১২:০৯424889
  • আমি
  • b | 59.96.107.129 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০424890
  • টেণেসির গ্‌ন্‌ধ নিএ কোনো ক্‌ঠ হ্বেন
  • baps | 203.199.41.181 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৫424892
  • b তো টেনেই আছে মনে হয়।
  • SB | 114.31.249.105 | ১২ জানুয়ারি ২০১০ ২০:৫৪424894
  • মাতালে গল্পে শক্তি চট্টোপাধ্যায় অনুপস্থিত কেন?

    হিমানিশ গোস্বামীর শক্তির সঙ্গে ঝোলাঝুলি থেকে কেউ কোট করুক, সেই হাওড়া থেকে নেমন্তন্ন খেয়ে ফেরার সময়ে 'বোতলের মধ্যে ঢুকে' যাওয়ার ফলে নেমন্তন্ন বাড়ির ঠিকানা হাড়িয়ে ফেলা, তারপার হন্টন সহযোগে হাওড়া ব্রীজে ব্রেকডাউন হয়ে পড়ে থাকা দোতলা বাস দেখে, 'কি মজা, ভালুক ভাজা' বলে উল্লাস, তারপরে পকেটের বোতল থেকে কয়েক ফোঁটা ঢালার পরেই দোতলা বাসের ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়া, তারপর সেই দোতলা বাসে করেই গভীর রাত্রে পুরো পারা জাগিয়ে একা একা নিজের বাড়িতে ফেরা .......
  • Shibanshu | 115.117.230.145 | ১২ জানুয়ারি ২০১০ ২১:৫০424895
  • শক্তি, মদ্য ও চাইবাসা বিষয়ক বেশ কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা এই অধমের আছে, পরে লিখবো।

    তবে বিভিন্ন কোহলের প্রভাবসৌন্দর্য আমি যেমন বুঝি তার কিছু প্রসঙ্গ...

    ভদকা হচ্ছে নীরব সুন্দরী, অন্তর্মুখী, যেকোনও রঙের শাড়িতেই মানায় তাকে... নিজেকে প্রকট করে তোলার কোনও প্রয়াস করেনা সে। হুইস্কির সৌন্দর্য অহংকারী, মজিয়ে রাখে, কিন্তু ভুলতে দেয়না সেই রাণী.... এদিক ওদিক তাকানো মানা...
    রাম ঘোড়া, কবি, বিশ্বহিন্দু ও আমাদের বিহারি হোলি খেলতে যাবার আগে উপযুক্ত মানসিক ( শারীরিকও বটে)প্রস্তুতির জন্য অনিবার্য। ওয়াইন, তা সে পোর্ট, বোর্দো, ফরাসি থেকে বারামতি,যাই হোক না কেন, স্বাস্থ্যসচেতন বড়োসাহেব ও নেকু সুন্দরীদের জন্য তৈরি হয়। তবে বনেদি সুরাসুন্দরীদের শাড়ি হিসেবে বেশ মানায় তাকে, লালটি... সাদাটি...

    জিন দগ্‌ধশরীরে ফুলের ঘ্রাণের মতো ছড়িয়ে যায় গ্রীষ্মের সন্ধ্যায়( যাঁরা সত্যিকারের গ্রীষ্ম দেখেছেন, তাঁরা জানেন) আর শীতল ভল্লুক, সেতো ঝোলের আলু... বিয়ে করা বৌয়ের মতো, সঙ্গে আছে, রোমাঞ্চ আশা করলে পাপ হবে। আমি সিংভূমের লোক... মৌয়ার রাজধানী.... কিন্তু মৌয়া কলকাতার কবিদের জন্যই তুলে রাখি... অতোটা sub-altern হওয়া যায়না।

  • Samik | 219.64.11.35 | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:২৩424896
  • জানে ভি দো ইয়ারোঁ সিনেমায় একটা লম্বা মাতালের সিকোয়েন্স ছিল, সতীশ শাহের ডেডবডি-ওলা কফিন নিয়ে ওম পুরীর সেই অভিনয় !!
  • Lama | 117.194.224.99 | ১৮ মার্চ ২০১০ ০০:৫১424897
  • আরে, এই টইটা এতদিন আমার চোখে পড়ে নি কেন?

    তাহলে মাতালের গল্প বলি:

    এই কাহিনীর সমস্ত চরিত্র বাস্তব। বাস্তবের সঙ্গে যা কিছু সাদৃশ্য রয়েছে, তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

    আমার এবং আমার বন্ধুদের কারোরই যখন বিয়ে হয় নি, তখন আমরা আমাদের বন্ধু সিদ্ধার্থ ঘোষালের (যার মা বাবা দুর্গাপুরে থাকতেন, ঘোষাল একটা বিশাল বাড়িতে একা থাকত) বাড়িতে প্রায় প্রতিদিন সন্ধ্যায় জমায়েত হতাম। কিঞ্চিৎ সুরাপান সহযোগে সান্ধ্য আড্ডার পর দোকান থেকে আনা রুটি তড়কা খেয়ে আবার বোতল খুলতাম। রাত যত গভীর হতে থাকত, নেশার তীব্রতা অনুসারে আমরা এক এক করে খাট, সোফা, মেঝে ইত্যাদির ওপর ঘুমিয়ে পড়তাম।

    একদিন, মাঝরাতে গৃহকর্তা ঘোষালের কাছে প্রকৃতির ডাক আসে। ঘুম এবং নেশার ঘোরে ঘোষাল ভূমিশয্যা ছেড়ে উঠে দাঁড়ায় এবং বাথরুমের দিকে রওনা দেয়। বাথরুমে যাবার জন্য ছ পা হেঁটে ডানদিকে বাঁক নিয়ে আবার চার পা মত হেঁটে যেতে হত। ভুল করে একটা বাঁক বেশী নিয়ে ফেলে। পদক্ষেপের হিসেবেও বোধ করি কিছু ভুল করে ফেলেছিল। ফলত: যেখানটায় এসে উপনীত হয় সেখানে কমোডের বদলে ছিল প্রাণেশ কুন্ডুর মুন্ডু।

    কয়েক সেকেন্ড পর প্রাণেশের জড়ানো গলার, "কি? কি? গরম, ভেজা, ঝাল...' ইত্যাদি চিৎকারে আমার ঘুম ভাঙ্গে।

    তারপর কি হইল জানে শ্যামলাল।
  • kaatakutu | 69.137.86.240 | ১৮ মার্চ ২০১০ ০৮:১৮424898
  • খুব পুরনো একটা মাতালের জোক ছাড়লাম।

    এক ভদ্রলোক বারে গিয়ে এক পেগ হুইস্কি নিয়েছেন, তখন পাশের টেবিলের
    দুই মাতালের কথপোকথন।

    প্রথম মাতাল: আরে ইয়ার তেরেকো বহুত প্যাহেচান ওয়ালা লাগরাহা হ্যায়
    দ্বিতীয় মাতাল: কামাল হ্যায় ইয়ার, মেরেকোভি তেরেকো বহুত প্যাহেচান ওয়ালা লাগরাহা হ্যায়।
    প্রথম মাতাল: তু র‌্যাহাতে হেয় কিধার?
    দ্বিতীয় মাতাল: ম্যায় তো পেডার রোড মে র‌্যাহ্যাতে হুঁ।
    প্রথম মাতাল: কামাল হ্যায় ইয়ার, ম্যায় ভি পেডার রোড মে র‌্যাহ্যাতে হুঁ।
    দ্বিতীয় মাতাল: তু ভি পেডার রোড মে র‌্যাহাতে হ্যায়? কোনসা বিল্ডিং মে?
    প্রথম মাতাল: ম্যায় তো রুপ মহল মে র‌্যাহ্যাতা হুঁ।
    দ্বিতীয় মাতাল: কামাল হ্যায় ইয়ার, ম্যায় ভি রুপমহল মে র‌্যাহ্যাতু হুঁ।
    প্রথম মাতাল: সাচ? কোন সা ফ্যাল্ট মে?
    দিতীয় মাতাল: ম্যায় তো ৪২৫ মে র‌্যাহ্যাতা উঁ
    প্রথম মাতাল: কামাল হ্যায় ইয়ার, ম্যায় ভি ৪২৫ মে র‌্যাহ্যাতা হুঁ

    ভদ্রলোক মাতালদের এই কথপকথনে খনিকটা বিস্মিত হয়ে ওয়েটার কে ডেকে জিগ্গেস করলেন, "ইয়ে কেয়া হ্যায়? ইয়ে দোনো একি বিল্ডিং মে অউর একি ফ্যাল্ট পে র‌্যাহ্যাতে হ্যায়, অউর এক দুসরে কো নেহি প্যাহেচান্তে হ্যায়?

    ওয়েটার নে বোলা, 'সাব আপ আপনা দারু পিয়ো, অউর উন লোগোকো আপনা দারু পিনে দো। ইয়ে দোনো বাপ, বেটা হ্যায়, হর রোজ দারু পিতে হ্যায়, অউর এহি বকওয়াস করতে হ্যায়'
  • Nina | 66.240.33.38 | ১৮ মার্চ ২০১০ ১৯:২৯424899
  • Shibanshu
    এক ঘর :))
    মাতালকরা লেখা!
  • kaatakutu | 65.82.131.225 | ১৮ মার্চ ২০১০ ২০:২৬424900
  • তাহলে আর এক পেগ হোয়ে যাক!!

    রাত ৩টে নাগাদ এক মদের দোকানের মালিকের বাড়ীতে ফোন:

    মাতাল: সাব, আপ কি ইয়ে দারু কা দুকান কিতনে বাজে খুলেগি?
    মালিক: শালে বেওড়া, and hang up the phone

    মাতাল: (কিছুক্ষন পরে ) সাব, এগেন হ্যালো। আপ কি ইয়ে দারু ক দুকান কিতনে বাজে খুলেগি?

    মালিক:( প্রচন্ড রেগে) শলে বেওড়া। দারু পিনেকা ইতনা শখ হ্যায় তো, আপনে ঘর মে কিঁউ নেহি দারু খরিদ কে রাখতে?

    মাতাল: ম্যায় ঝুটা নেহি বলুঙ্গা সাব। জীন্দেগী মে পহলী বার দারু পিয়া, অউর তেরে দুকান মে বন্ধ পড়া হুঁ, ওহীঁসে ফোন কররাহা হুঁ।

    আপ কি ইয়ে দারু ক দুকান কিতনে বাজে খুলেগি? মেরেকো ঘর জানা হ্যায়।

  • Lama | 203.99.212.53 | ১৯ মার্চ ২০১০ ১৯:৫১424901
  • ভিড়ের বাসে মাতাল। অত্যধিক মাতলামির পর স্বাস্থ্যবান যাত্রী কর্তৃক মাতাল বহিষ্কৃত।

    বাসের পাদানীতে মাতালের আক্ষেপ: "বাস থেকে নামিয়ে দিল, ভদ্রতা জানে না। কুমিল্লা কি ময়মনসিংহের লোক হবে হয়তো, কোন কালচার নেই।'

    উপবিষ্ট লামার মর্মপীড়া কারণ তার পিতৃকূল কুমিল্লা ও মাতৃকূল ময়মনসিংহের
  • Samik | 219.64.11.35 | ১৯ মার্চ ২০১০ ২০:২৪424903
  • লামা কোথায় উপবিষ্ট ছিল? সীটে না পাদানিতে? :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন