এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৬৭৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 78.236.153.102 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০১:৩০427130
  • না না kd, samik এর কথায় কিছু মনে করি না আমি। তবুও samik যা বলল কিছু তো লিখতে হয়, তাই।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৯:৪২427131
  • কিছু মিথ ভাঙা দরকার।

    কম্পিউটার প্রসঙ্গে কিছু আপত্তি ছিলো ঠিকই, কারণ সেই সময় জিনিসটা এখানে নতুন - লোকজনের খুব একটা আইডিয়া ছিলো না। ফলে একটা বিভ্রান্তি ছিলো - শুধু সিপিএমের মধ্যে নয়, সমস্ত লেভেলে - ইভেন কংগ্রেসী ট্রেড ইউনিয়নেও। কিন্তু ওই সময়েই সল্লেক স্টেডিয়ামে সিপিএমের দ্বাদশ পার্টি কংগ্রেস হয় - সেখানে একটা টেক এগজিবিশনও ছিলো। বিই কলেজের স্টল ছিলো একটা - সেখানে অন্য অনেক ডিপার্টমেন্টের পাশাপাশি কম্প সায়েন্স ডিপার্টমেন্টও ছিলো - এবং কি করে "জব রিপ্লেসমেন্ট' এবং "রিট্রেইনিং' সাথে রেখে কম্পিউটারকে ভালোভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে একটা ভালো প্রোজেক্ট করেছিলো। সেটা ৮৫-৮৬ সাল, আমি স্কুলে পড়ি - দিদির সাথে গেছিলুম (দিদি ওই স্টলে ছিলো)। বেশ কিছু বড় বড় লোকজন (যেমন জ্যোতিবাবু) আগ্রহ নিয়ে দেখতে এসেছিলেন, এবং ব্যাপারটা জেনে বুঝে ইমপ্রেসড হয়েছিলেন। মোদ্দা ব্যাপারটা হল কম্পিউটার ব্যবহার হলেও "জব রিপ্লেসমেন্ট'-এর দিকটা দেখার দরকার ছিলো। এগুলো নিয়ে আলোচনা হতে হতে প্রথম খটকাগুলো কেটে যায়। অথচ মিডিয়া এবং কিছু জনতা এখনও সেই মিথ আঁকড়ে বসে আছে - যে সিপিএম ঢুকতে দেয়নি ইত্যাদি। বুল শিট।

    এবং আরো মজার কথা হল সেই সময়েই অনেক কংগ্রেসী জনতাও "জব রিপ্লেসমেন্ট' বা "রিট্রেইনিং'-কে উড়িয়ে দিয়েছিলো, এবং চাকরি যাওয়া নিয়ে লড়ে গেসলো। আবাপ সেটা লেখেনি বলে শমীক বা ব্রতীন সেগুলো জানে না।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৯427132
  • বাই দ্য ওয়ে - বুদ্ধবাবু এবং দেবেশদা-দের কারেন্ট আইটি পলিসিকে (যেটা কিনা ঘটনাচক্রে গোটা দেশের পলিসির সাথে অ্যালাইনড) আমি সমর্থন করি না। তার কারণ অবশ্য অন্য - বেসিক্যালি এই পলিসিটা খুব বেশি রকম শর্ট টার্ম। কোনো লং টার্ম ভিশন নেই। আজ চলছে, পাঁচ বছর পর কি হবে কেউ জানে না। দুর্ভাগ্যক্রমে ন্যাসকম এটাকেই তুলে ধরছে - এবং সকলে খাচ্ছে।

    আর রঞ্জনদা - ম্মু-য়ের দু:খ ভাঙানোর কিছু নেই। উনিও এক চোখে দেখেন।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৩427133
  • সিপিএমের দ্বাদশ পার্টি কংগ্রেসের টেক এক্সিবিটের বিই কলেজের স্টল থেকে কম্পু ইত্যাদি জ্যোতি বসু দেখে শুনে, বোঝেন এবং ইম্প্রেসড হন? বামফ্রন্ট সরকারের কোনো সায়েন্স এবং টেক বিষয়ে অ্যাডভাইসারি কমিটি নেই/ছিলনা?
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:০৫427134
  • প:বঙ্গে গ্র্যাজুয়েট লেভেল প্রথম কম্প সায়েন্স কোর্স শুরু হয় খড়গপুরে - সম্ভবত: ৭৮ সালে। যাদবপুরে ৮০ কিংবা ৮১ সালে সালে। বিই কলেজে ৮২ সালে। কাজেই এগুলো নিয়ে কেউই খুব একটা জানতো না। ৮৩ সালে জয়েন্টের পর বিই কলেজে আন্দোলনও চলছিলো এটা নিয়ে - ভয়ে অনেকে ভর্তি হচ্ছিলো না। অথচ তার দু এক বছরের মধ্যেই আউটলুক পাল্টাতে শুরু করে। কেন বলোতো?

    আমি বলতে চাইছি যে পার্টির মধ্যে একটা ড্রাইভ ছিলো এটা নিয়ে এগোনোর। দ্বাদশ পার্টি কংগ্রেসে বিই কলেজের স্টল - ৮৫-৮৬ সাল - এর পরেও কি বলে দিতে হয় যে সেখানে কারা ছিলো?
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:০৯427135
  • দুই - সায়েন্স অ্যাণ্ড টেক অ্যাডভাইজরি কমিটি তখন ছিলো কিনা জানি না, স্পেশ্যালি গোটা কনসেপ্টটাই যখন সদ্য শুরু হয়েছে। পরে অবশ্য ছিলো - যদিও তারা কতটা কার্যকরী সেটা নিয়ে সন্দেহ আছে, বিশেষ করে তারা যেভাবে মা:স: কে টানার কথা ভেবেছিলো...
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:০৯427136
  • অক্ষদাকে, অ্যাডভাইসারি কমিটি ছিল এবং আছেও। মুশকিল হল এনারা পার্টির মুখ হিসেবে সংবাদপত্রে বা টিভিতে আসেননা। আন্দাজে বলছিনা। দায়িত্ব নিয়ে বলছি।
  • bitoshok | 69.180.128.132 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:১২427137
  • বুদ্ধ্ববাবুরে এর মধ্যে না টানাই ভালো। উনি আদপে কোন সাবজেক্ট টা ঠিকঠাক বোঝেন সেটাই বড় প্রশ্ন। ইনক্লুডিং 'আ মরি বাংলা ভাষা'।

    আমি বরং দেবেশ বাবুর পলিসি শুনতে আগ্রহী।

  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:১৫427138
  • সেটাও ঠিক। এখনাকার কম্প রিলেটেড অ্যাডভাইজরি কমিটির লোকজনকে চিনি। ইনফ্যাক্ট আমিও একটা দুটো কাজে থেকেছি। এখন যেমন খুব জোরালো ওপেন সোর্স ড্রাইভ চলছে। প:ব: ভারতের বাকি রাজ্যগুলোর মধ্যে বেশ ওপর দিকে এই ব্যাপারে। প্রথম মনে হয় কেরালা এটা করে। কিন্তু কাগজে এটা নিয়ে কিসুই পাবে না। বরং যখন মা:স: কে ডাকা হয়েছিলো তখন কাগজে বিরাট লেখা বেরিয়েছিলো। কিছু মিডিয়া হাউজ বরং ওপেন সোর্স ড্রাইভটা নিয়ে ক্ষুব্ধ;-)
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:১৯427140
  • বীতশোক

    পলিসিটা বেসিক্যালি ন্যাসকমের কনসাল্টেন্সী এবং বিপিও অ্যাপ্রোচই। গোটা ভারতেই এদুটোকে মিরাকিউরল হিসেবে দেখা হয়। অ্যাডিশনাল যেটা আছে সেটা হল ওপেন সোর্সের প্রতি কমিটমেন্ট - এই অংশটুকুকে আমি পুরোপুরি সমর্থন করি - শুধু একটা জায়গা বাদ দিয়ে - ফ্রী সফটওয়্যার মুভমেন্টকেও একটা "শুধু আম্রিকাবিরোধী' চেহারা দেওয়ার চেষ্টাটা হজম হয় না:-)
  • bitoshok | 69.180.128.132 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:১৯427141
  • @kc : এডভাইসরি কমিটির আউটপুট কি? আমি ব্যক্তিগত ভাবে দু-এক জনকে চিনি। একাডেমিশিয়ান হিসেবে আমি তাঁদের শ্রদ্ধা করি।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:২১427142
  • কেসি, পার্টির মুখ হিসেবে যদি নাও আসে সংবাদপত্রে বা টিভিতে, তাঁদের "অ্যাডভাইস" কি পার্টির কানে পৌঁছয়?
  • aka | 24.42.203.194 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:২৬427143
  • ওপেন সোর্স ড্রাইভ কি ওপেন সোর্স প্রোমোট করা? তার সাথে রাজ্যের উন্নয়নের পলিসি কিভাবে জড়িত? একটু বিশদে জানতে চাই, কোথায় পাওয়া যাবে? বা অজ্জিত সংক্ষেপে বুইয়ে দিলে আরও ভালো।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:২৬427144
  • ওপেন সোর্সটা পৌঁছেছে তো দেখাই যাচ্ছে। কনসাল্টেন্সী/বিপিও পলিসি নিয়ে সেভাবে কেউ সরব হয়েছে বলে জানি না। হওয়ার কথাও নয়...
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩১427145
  • বীতশোককে, এই দ্যাখেন আউট্‌পুট নিয়ে কথা বালতে গেলে আর একটা টই হয়ে যাবে, আর আমি যেহেতু ঐ কমিটির কেউ নই টাই ভুলভাল বকবার চান্সও বেশী, বুদ্ধবাবুর মতই, :-)
    আক্ষদাকে, অ্যাডভাইসারি কমিটির কথা পার্টির লেভেলে এমনি্‌ক হায়েস্ট লেভেলেও আলোচোনা হয়, পার্টিটা এখনও অতটা খারাপ হয়ে যায়নি, বিভিন্ন কোল্যাটারাল ড্যামেজ হলেও, :)))

  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৩427146
  • প্রচুর বুনাম্ভুল
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬427148
  • তাহলে সংবাদপত্রে বা টিভিতে পার্টির মুখ হিসেবে অন্য কেউ এলেও পার্টির বাণী হিসেবে আলাদা কিছু আসে?

    আর আলোচনা হয় বলে আহ্লাদিত কেন হতে হবে বুঝলাম না। ইমপ্লিমেন্ট হয় কিনা সেটাই তো প্রশ্ন। অ্যাডভাইসারি কমিটি আছে যখন তখন তো তাদের কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ, শুধু আলোচনাই করার কথা না!
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬427147
  • শুধু প্রোমোট করা নয় - বিভিন্ন জায়গায় ইউজ করাও। মা:স:-এর সাথে যে চুক্তি হয়েছিলো তাতে মা:স: প্রচুর টাকা চেয়েছিলো - সেটা মনে হয় নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হয়েছে (করা হবে শুনেছিলাম)। সরকারি অফিসে ব্যবহার হবে। স্কুলশিক্ষায় ব্যবহার হবে - যেমন আইসিটি ক্লাসগুলোতে। এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। লোকাল ছোট সফটওয়্যার কোম্পানিগুলোকে ইনসেন্টিভ দেওয়ার কথা ছিলো। বেশ কিছু ই-গভর্ন্যান্স সফটওয়্যার এভাবে তৈরী হবে/হচ্ছে। কাঁচড়াপাড়ার সিভিক বডির প্রোজেক্টটার কথা মনে হয় আগে বলেছিলাম - ওই প্রোটোটাইপ সাকসেসফুল হলে ওরকম আরো করা হবে। মা:স:-র ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটা পুরো কমপ্যাটিবল হচ্ছিলো না বলে ওদের বলা হলে ওরা অনেক টাকা চেয়েছিলো (ইন্টেলের কি একটা দোহাই দিয়ে) - সেটা যেমন একটা ছোট কোম্পানি করে দিয়েছে...

    অনেক ক্ষেত্রেই ব্যথা আছে, তবে চলছে। এগোনো যাবে আশা করি, তবে ২০১১-র পর কি হবে সেটা...
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৯427149
  • আর এটাই তো অবাক লাগল শুনে, অরিজিতের কথা থেকে মনে হল, ঐ প্রথম বিই কলেজের দেওয়া স্টল থেকে দেখে শুনে বুঝে জ্যোতি বাবু ইম্প্রেসড হলেন। এই কাজটা অ্যাডভাইসারি কমিটির থ্রু তে হয়নি কেন? বিজ্ঞান ও প্রযুক্তির একটা গোটা দপ্তর আছে তো?
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৪০427151
  • ইয়েচুরির মাথায় অবধি ফ্রী সফটওয়্যার মুভমেন্ট ঢোকানো গেছে মানে গুরুত্ব তো দেয়ই;-)

    তবে আমি শুধু এই একটা টেক কমিটির কথাই বেশি জানি।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৪৩427152
  • ওরে বাবা - জ্যোতিবাবু ওই "প্রথম' ইমপ্রেসড হলেন বলিনি। ওই প্রোজেক্টটা প্রথম, এবং সেটাতে ইমপ্রেসড হয়েছিলেন। বক্তব্যটা হল পার্টির মধ্যে অনেক কিছু নিয়েই বিতর্ক আছে/ছিলো। এটা নিয়েও ছিলো। এবং সেটা স্বাভাবিক - কেন সেটা আগে লিখেছি (টাইমলাইন দ্যাখো)। বিতর্ক থেকেই ড্রাইভটা এসেছিলো যার ফলে পার্টি কংগ্রেসেও এই এগজিবিশনটা হয়। এবার কিলিয়ার হল?
  • kc | 213.132.250.2 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৪৬427153
  • এই দ্যাখেন, আহ্লাদের কী দেখলেন? আমি রাগব না কিন্তু,
    অ্যাডভাইসারি কমিটি ছাড়াও আরো কমিটিও আছে তো নাকি? সব দেখে তারপরে 'পরিবর্তিত অবস্থায়' একটা মাঝামাঝি রাস্তা, পার্টি নেওয়ার চেষ্টা করে, আর এই কন্টিনিউয়াস প্রসেসে ভুলটুল হয়, হয়েছেও।
  • a x | 99.165.171.94 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৪৬427154
  • অ তুমি লিখলে "ব্যপারটা জেনে বুঝে ইমপ্রেসড হলেন" পড়ে মনে হল এই প্রথম কেউ বোঝালো বুঝি ওনাকে।

    যাইহোক, সেই সময়কার ঐ কমিটিতে কে কে ছিলেন?
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৫২427155
  • ব্যাপার = প্রোজেক্ট

    সেই সময়ে কে ছিলেন বা আদৌ কেউ ছিলেন কিনা কি করে জানবো? এই রেকর্ড কোথায় থাকে?

    আরো পরের খবর জানি - আমরা যখন কলেজ থেকে সদ্য পাশ করেছি তখন প্রোফেসর পালচৌধুরি ছিলেন, শংকর সেন ছিলেন - ফর্মালি কমিটিতে ছিলেন কিনা জানি না, তবে জড়িত তো ছিলেনই। ইনফ্যাক্ট এই আইটি পলিসির শুরুর পিছনে প্রোফেসর পালচৌধুরির ইনপুট ছিলো প্রচুর (শুনেছি)।
  • Arpan | 216.52.215.232 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৫৫427156
  • অরিজিতকে দুটি কথা লেখার আছে।

    ১) অশি বা সত্তরের দশক নিজের চোখে দেখিনি। মানে দেখেছি, কিন্তু খুবই ছোট ছিলাম। তবে গুরুর এক প্রবীণ ভাটুরের সাথে ব্যক্তিগত আলপচারিতার সময় তিনি বলেছিলেন ওই সময়ে যাঁরা কম্পিউটারাইজেশনের সক্রিয় বিরোধিতা করেছিলেন, তাঁরা অনেকেই সন্ধেবেলা কম্পিউটারের পাঠ নিতেন। এখন এটাকে কী বলব? দ্বিচারিতা, না দূরদর্শিতা?

    ২) আশির দশকে যেতে হবে না। নব্বইয়ের মাঝামাঝি। দক্ষিণের একটি নামকরা আইটি সংস্থা প:বঙ্গে এসেছিল পূর্ব ভারতে তাদের সংস্থার সম্প্রসারণের জন্য। তদ্দিনে প:বঙ্গের নয়া শিল্পনীতি ঘোষিত হয়ে গেছে। সোমনাথবাবু যার কান্ডারী এবং জ্যোতিবাবু সবকিছু দেখে, বুঝে, শুনে যাকে বলে বেশ ইম্প্রেসড। তখন সেক্টর ফাইভ বা রাজরহাটে জমিও এত দুÖপ্রাপ্য ছিল না। সংস্থাটি বছর দেড়েক অপেক্ষা করে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী রাজ্যে গিয়ে ডেভেলপমেন্ট সেন্টার খোলে। তারপরে হুগলী দিয়ে অনেক জল বয়ে গেছে। বেঙ্গালুরুতে সংস্থাটির সদর দপ্তরে প:বঙ্গে বিনিয়োগের আবেদন-নিবেদন জানিয়ে রাজ্য সরকার দূত পাঠায়। কাগজে হেডলাইন হয়। কিন্তু চিঁড়ে আর ভেজে না। অথচ ৯৫-৯৬-তে ওই সংস্থাটি এ রাজ্যে এলে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের ভাবমূর্তি পাল্টে যেত। কী বলব এটাকে? দূরদর্শিতার অভাব?
  • saikat | 202.54.74.119 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১৫427157
  • ঐতিহাসিক ভুল।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১৮427158
  • (১) খুব প্রাসঙ্গিক হল কি? আমি কিন্তু বলিনি যে বিরোধিতা বা বিতর্ক ছিলো না। ছিলো, এবং তার পিছনে কিছু ভ্যালিড কারণও ছিলো - বেসিক্যালি কেউই খুব একটা কিছু জানতেন না। এবং এটা ছিলো বলেই রিলেটিভলি অল্পবয়সী জেনারেশনের মধ্যে যারা জিনিসটা বুঝতো তারা এগিয়েছিলো। "সক্রিয় বিরোধিতা' টিঁকে থাকলে ৮২ সালের বিই কলেজের আন্দোলনটা চলতো।

    এই প্রসঙ্গেই - বিভিন্ন ব্যাঙ্কে এই নিয়ে বেশি চেঁচামেচি করেছিলো বয়স্ক কর্মীরা - তার একটা বড় কারণ নতুন জিনিস শেখা। এটা শুধু প:বঙ্গে নয়, ১৯৯৭ সালে দিল্লীর ব্যাঙ্কেও ছিলো।

    এবং এই প্রসঙ্গেই - ৯৫-৯৬-৯৭ সালে আমি আরসিসি আর সিএসআই তে ক্লাস নিতাম - সেখানেও দৃশ্যটা একই। কয়েকজন পঞ্চাশোর্ধ ভদ্রলোক নিমের পাঁচন গিলে ক্লাস করতেন। এটা সিপিএমের দোষ বলে মনে হয় না। তোমার হয় কি?

    (২) রেড টেপিজম নিয়ে আমি কোনো কথা বলি নাই। সেটা আছে, এবং ২০১১-র পরেও থাকবে। সিপিএম বলে নয়, রাদার বাঙালী বলে।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২১427159
  • দিল্লীর ব্যাঙ্কের কথাটা শুধু আমার কথা নয় - আমি তো একটা ব্যাঙ্কে দেখেছি। টিসিএসের যারা বিভিন্ন ব্যাঙ্কে এসবিএসএস ইমপ্লিমেন্ট করতে যেত, তারাই এসে এগুলো বলতো।
  • Samik | 122.162.75.125 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২৭427160
  • আপাতত বুলশিটই বলি। :-)
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৩৯427162
  • একটা জিনিস জানার আগ্রহ রইলো - আজ যদি রোবোট দিয়ে প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং কোডিং করানোর কনসেপ্ট শুরু হয় তখন আমাদের প্রো:ম্যা: এবং আইটি গাইজদের দল কি করবে।

    ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন