এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৬৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 204.138.240.254 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪০427164
  • * আমারো
  • Arpan | 204.138.240.254 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪০427163
  • ১) না আমো মনে হয় হয় না। কিন্তু এইটাকে আমি সিপিয়েমের দোষ বলে লিখেছি তোমার মনে হল কেন?

    ২) এই কেসটা আদৌ রেড টেপিজমের ইস্যু নয়। সরকার থেকে কোন রকম সদিচ্ছা দেখানো হয়নি। অন্তত সেইটাই সংস্থাটির মুখপাত্ররা দাবি করে থাকেন। সেইটা কিছু ভুল বলে আমার মনে হয়নি। শিল্পবন্ধু মুখ্যমন্ত্রী তখন ফি বছর বিদেশ সফরে যেতেন বিনিয়োগ টানতে। এইদিকে পরিষেবা শিল্পের সম্ভাবনা নিয়ে সরকারের কোন ধারণা ছিল না। প্রতিবেশী, একটি পিছিয়ে থাকা রাজ্যের একটি আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রীর যেইটা ছিল।
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪৩427165
  • (১) ঘরপোড়া গরু ইত্যাদি ;-)
    (২) সেটা হতে পারে - সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে হইচইটা এখানে অনেক পরে শুরু হয়েছে। যদিও এই জায়গাতেই এখনকার পলিসি নিয়ে আমার আপত্তি:-)
  • Arijit | 61.95.144.122 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৪৮427166
  • * এসবিএসএস নয়। নামটা মনে পড়েছে - আইএসবিএস *
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:০০427167
  • যদিও সবাই হয়ত জানে, প্রসঙ্গত সল্লেকের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্সটার অনুমোদন পেতে পশ্চিমবঙ্গ সরকার কে দশ বছরের ওপর ঝুলে থাকতে হয়েছিলো। কেন্দ্রর বক্তব্য ছিল এখান থেকে নাকি দেশের বর্ডারটা খুব কাছে!!

    সেই সময়ে একগুচ্ছ প্রকল্প বাতিল হয়ে যায়, অন্যান্য প্রদেশে চলে যায়।
  • Arpan | 216.52.215.232 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:৩০427168
  • এটা কোন সালের কথা? আর এসডিএফ বিল্ডিং কবে নাগাদ হয়? (জাস্ট জানতে চাইছি)
  • Samik | 219.64.11.35 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২427169
  • আমি জানতাম না! বোধ হয় আবাপ লেখে নি বলে। :-)
  • PT | 203.110.246.230 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৮:৫২427170
  • ranjan

    ১। কেউ কাউকে টাকা খাইয়েছেন এমন পোস্টিং আমার আঙুল দিয়ে বেরয়নি। শুধু অশোক মিত্রকে আবাপর সম্পাদকের স্নেহধন্য লিখেছি।

    ২। আমি আপনার থেকে খুব ছোট নই। গত শতব্দীর একই দশকে আমাদের জন্ম। আপনি বোধহয় ৫-৬ পা এগিয়ে।

    ৩। অটোমেশনের বিরুদ্ধে বামেদের অবস্থানের কথা জানব না কেন? সেই কবে ""জন হেনরির"" গানের বঙ্গানুবাদের সঙ্গে শম্ভু ভট্টাচার্যের ব্যালে দেখেছি আর জেনেছি যে ""সাদা সর্দার কাজ চায় আরও"" বলে স্টীম ইঞ্জিনের আমদানির ধান্দা করে।
    (যারা জানেনা পড়ে নিন: http://en.wikipedia.org/wiki/John_Henry_(folklore) আর গানটা শুনে নিন:
    । আমি bratin-এর কাছ থেকে কিছু specific complain-এর অপেক্ষাতে ছিলাম।

    ৪। কিন্তু সমস্যা টা কোথায়? মাপ করবেন-একটু নিজের কথা বলতে হচ্ছে। ৮০-দশকের গোড়ার দিকে বিদেশে গিয়ে যে কম্পু দেখেছিলাম সেটা ব্যবহার করার মত ট্রেনিং আমার ছিলনা। এর কয়েকবছর পরে makintosh-এর ৬ বাই ৬ ইনচি screen-এর কম্পু দেখি যেটা আমার মত মুর্খের রপ্ত করে ব্যবহার করতে খুব বেশী সময় লাগেনি। ১৯৯১ সালে দেশে ফিরি মহারাষ্ট্রের একটি কেন্দ্রীয় সরকারী সংস্থাতে চাকরী নিয়ে। আমরা একডজন scientist একটি মাত্র কম্পু-তে মেস বাড়িতে ভোরের টয়লেটে যাওয়ার মত করে লাইন লাগতাম। এর পরে যে যার নিজের research fund থেকে PC কিনি। এবং ১৯৯৯-২০০০ থেকে আস্তে আস্তে administration-এ PC চালু হতে দেখি। এই সাত
    কাহনের থেকে নিম্নলিখিত অরাজনৈতিক সিদ্ধান্তে আসি:

    ক) ৮০-র দশকের আগের কম্পু ব্যবহার করতে গেলে অতি বিশেষ ভাবে শিক্ষিত হতে হত এবং তাতে প্রাচীন
    কালে সংস্কৃত জানা লোকেদের মত জ্ঞানের ব্যবহার কতিপয় লোকের মধ্যে সীমাবদ্ধ থাকত। এখনকার কম্পু-র এর ব্যবহারোপযোগিতা এতটাই বেড়েছে যে আমার ঠাকুমাকে একমাস ট্রেনিং দিলে তিনিও সামান্য হলেও কম্পু ব্যবহার করতে পারবেন।

    খ) কর্মক্ষেত্রে কম্পু ব্যবহারের ধীর গতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ছিল কেননা মহারাষ্ট্রের ঐ কেন্দ্রীয় সংস্থাতে বামেদের প্রভাব শুন্য ছিল। এবং আমার সংস্থার আরো চল্লিশটি sister সংস্থার ক্ষেত্রে ভারত জুড়ে একই সিদ্ধান্ত কার্যকরী ছিল। কেন্দ্রীয় সরকারের এই নীতিতে বামেদের কতটা contribution ছিল সেটা অবিশ্যি আমার জানা নেই।

    গ) প্রচন্ড বামবিরোধী, মনুদা-চিদুদা-মমতাকে ভোট দেন, অটোমেশনের সমর্থক কিন্তু কম্পু-র জন্য নিজের চাকরিটি খোয়াতে রাজি আছেন এমন কজন আছেন হাত তুলুন!!.... হুম-ম-ম-ম...... দিকচক্রবালে পক্ষীটিকেও দেখা যাছেনা। তাহলে john henry থেকে শুরু করে কেউই অটোমেশানের জন্য নিজের চাকরি বলিদান দিতে রাজী নন। অর্থাৎ অটোমেশনের বিরোধিতার ডান-বাম বলে কিছু নেই-তাইত?

    ঘ) কেন্দ্রীয় সরকারের কর্ম সংকোচনের নীতি অনুযায়ী, টাইপিস্ট, ড্রাফট্‌সম্যান ইত্যাদি সব পোস্টগুলো অদৃশ্য হয়েছে। আমাদের গবেষণাপত্র টাইপ করা থেকে দুরুহ সব
    scheme আঁকা সব কাজই নিজেদের করতে হয়। এই কাজ কম্পু ছাড়া হবে কি করে? এর বামপন্থী-ডানপন্থী বলে কিছু আছে নাকি?

    ঙ) তাহলে কম্পু দুরকমের। একধরন চাকরি খায় আরেক রকম চাকরি সৃস্টি করে? চাকরী সৃস্টি করে এইরকম কম্পু-র পক্ষে কথা বললে অসুবিধেটা কোথায়? দ্বিচারীতাই বা কোথায়?

    চ) আমার বক্তব্য যদি কোন রাজনৈতিক দলের লেবার পলিসির সঙ্গে মিলে যয় আমার কিছু করার নেই। আমার নিজের দেখা জগতের কথা বললাম। কিন্তু microchips বানানোর জন্যে যতটা অটোমেশন দরকার potato chips-এর জন্য ততটা অটোমেশন দরকার আছে কিনা সেটা তো ভারতবর্ষের শিল্পনীতি যেখানে নির্ধারিত হয় সেই কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে!!

  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৯427171
  • যদ্দুর জানি ঘটনাটা সত্তর দশকের শেষের দিক থেকে আশির মাঝামাঝি। এস ডি এফ বিল্ডিং বোধয় আশির শেষের দিকে হয়েছিল, বা নব্বইএর প্রথম দিকে।

    এইচ এম টি, বেল ছারাও আরো কিছু প্রকল্প শুনেছিলাম বাতিল হয়ে যায় ওই জন্যে।
  • Arpan | 122.252.231.12 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:১৮427173
  • ও:! সে তো মুঘল পিরিয়ডের কথা।
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৩১427174
  • তাহলে নব্বইএর মাঝামাঝি হোল গিয়ে ব্রিটিশ আমলের কথা :-)

    খারাপ লোকে (=সিপিএম) বলে যে ওই সংস্থাগুলো লুরুতে চলে যাওয়াতেই নাকি লুরুতে আজ আই টি সফ্‌টওয়ারের এত রমরমা! ট্রেইন্ড ম্যানপাওয়ার ইত্যাদি ...
  • Arpan | 112.133.206.20 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৩427175
  • :-)

    ট্রেইনড ম্যানপাওয়ার কি আর এইচএমটি থেকে আসে? নব্বইয়ের দশকে কর্ণাটকে কতগুলি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল? তার থেকে কতজন ফ্রেশ গ্র্যাজুয়েট বেরোত?

    আর নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে আইটি হাব হিসাবে পুণা, নয়ডা ও হায়দ্রাবাদের উত্থান - সেইটা নিয়ে খারাপ লোকেদের কী বক্তব্য?
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০427176
  • ইপিডাব্লিউ তে একটা রেফারেন্স পেলাম, central discrimination নিয়ে লেখাটা দেখতে পারো: http://www.jstor.org/pss/4377275
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫২427177
  • লেখাটা ১৯৮৭এর, মানে তখনো কেন্দ্র সরকার হলদিয়া আর সল্লেকের clearance দেয়নি।
  • aka | 168.26.215.13 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৭427179
  • বাঙালি জাতি হিসেবে যেকোন নতুন জিনিষ মেনে নিতে লক্ষ বছর সময় নেয়। অথচ ব্যক্তি বাঙালি? কয়েক ঘন্টা মাত্র। এর কারণ কি বিজ্ঞরা বলতে পারবে। আমার একটা মেঠো যুক্তি হল বঙ্গদেশের অসফল বামপন্থার চর্চা যা দান করেছে তাহল অকারণ প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের বিরোধীতা এবং দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে সিআইএ এবং সাম্রাজ্যবাদী শক্তির কালো হাতের ছোঁয়া খোঁজার অক্লান্ত প্রচেষ্টা। একি ২০১১ যাবে? সম্ভব নয়। কমপিউটার বিরোধীতাও ঐ একই জাতীয় চরিত্রেরই প্রকাশ মাত্র।
  • Arpan | 122.252.231.12 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৭427178
  • এবং তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে পরবর্তী কুড়ি বছর। তাই তো?

    না:, এমন গভীর চক্রান্তের কথা সত্যি জানা ছিল না। :-)
  • SB | 114.31.249.105 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:০৪427180
  • কম্প্যুটারকেও বোধয় ওই 'অটোমেশন - এন্টিনেশন' এর আওতায় ফেলা হয়েছিল প্রথমদিকে, ভুল শুধরে ফেলার পরে অনেক দেরী হয়ে গেছে। তবে আমার অরেকটা থিওরী আছে, বাঙ্গালী ব্যবসাবিমুখ, তাই অ¾থ্রপ্রেনরশিপ না গড়ে ওঠাতে প্রাইভেট এন্টারপ্রাইজ এখানে বিশেষ কিছু হয়নি, সে প্রাইভেট ইনজিনিয়ারিং কলেজ থেকে আই টি উদ্যোগ, সবের ক্ষেত্রেই তা খাটে।
  • aka | 168.26.215.13 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:১০427181
  • ব্যবসা বিমুখ কেন? কারণ ব্যবসা করতে ক্যাপিটাল লাগে। আর ক্যাপিটাল বলতে আমরা বুঝি 'দাস ক্যাপিটাল' আর সারপ্লাস। শ্রমিকের রক্ত চুষে মালিকের মুনাফারই আর এক নাম হল ব্যবসা। বাঙালি ( alpha*ইন্টেলেকচুয়াল + (1-alpha)*বামপন্থী) করবে সেই ব্যবসা?
  • Arpan | 122.252.231.12 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২০:১১427182
  • আকা ও শৈবালকে ক। আরো একটা থিওরি আছে। প্র বৈচ-র। খুঁজে পেলেই টুকে দিচ্ছি। :-)
  • SB | 59.93.203.147 | ২৯ ডিসেম্বর ২০০৯ ২৩:৫১427184
  • @Arpan, সুদূরপ্রসারী প্রভাব কেন হবে, মুঘল যুগের প্রভাব ইংরেজ আমলে পরেছিল শুধু! আর ইংরেজ যুগের প্রভাব পো মো যুগে এই যা...
  • Arijit | 61.95.144.122 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৫427185
  • ক্যাপিটাল বা রক্তচোষা ইত্যাদি নয়। বাঙালী ব্যবসাবিমুখ তার বড় কারণ হল বাঙালী সুখী এবং আদুরে নাড়ুগোপাল টাইপ। আম্মো তাই। সেই জন্যে ব্যবসার প্রথম কয়েক বছরের ঝঞ্ঝাটের কথা ভাবলেই গায়ে জ্বর আসে। এখন অনেকে ব্যবসা করছে। কিসের? প্রোমোটারির। কেন? কারণ চারটে মুশকো লোক জোটাতে পারলে প্রোমোটারির চেয়ে সোজা ব্যবসা কিছু নাই।

    কিন্তু রোবোট দিয়ে ম্যাঞ্জারি আর কোডিং নিয়ে কোশ্চেনটার উত্তর কেউ দেয়না কেন?
  • Arpan | 112.133.206.20 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:৫০427186
  • কী উত্তর দেবো? ম্যাঞ্জারি আর কোডিঙের ১০০% অটোমেশন করা গেলে তো প্রথম বিশ্বে করেই ফেলত এতদিনে। করেনি কেন?
  • Arijit | 61.95.144.122 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৫427187
  • আহা - হাইপোথেটিক্যালি ধরো না। এরকম একটা ড্রাইভ শুরু হলে কি করবে?
  • Arpan | 122.252.231.12 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৮427188
  • আর শৈবাল দেখি আমার 29 Dec 2009 -- 07:43 PM-এর পোস্টের কোন উত্তর না দিয়েই চলে গেলেন।

    আর বাঙ্গালির দ্বারা অ¾থ্রপ্রেনারশিপ হবে না একথা সত্যি। কিন্তু ব্যতিক্রম তো আছে। এই ধর সুব্রত বাগচি। তার কোংপানি মাইন্ডট্রি ভারতের সব জায়গায় শাখা খুলে ফেলেছে। ব্যতিক্রম কলকাতা। কেন?
  • Arpan | 122.252.231.12 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:০০427189
  • কী আর হবে! রোবোটিক্স ইলেক্টিভ ছিল ফোর্থ ইয়ারের দুটো সেম।

    ভয় দেখাও কারে? ;-)
  • aka | 24.42.203.194 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১০:৫৪427190
  • রোবোটের প্রশ্নটা খুব সোজা।

    যারা এখন কোডার তারা রোবটের পোগ্রাম লিখবে।

    যারা এখন ম্যাঞ্জার তারা তখন রোবট কোডারদের ম্যাঞ্জার হবে।

    বাকি ঝুপস টুপস একই থাকবে। রোবটের হাত, পা, মাথা ইত্যাদি তৈরির কয়েকটা কারখানা হবে। এইটা এক্সট্রা। এখানে অনেক লোকের চাকরি হবে, অনুসারী শিল্প হবে। যেহেতু রোবটের খুব চাহিদা হবে তাই এখানে যারা কাজ করবে তাদের খুব মাইনে হবে। সেই মাইনের উদ্বৃত্ত অংশ ইকনমিতে ফিরে আসবে। সব মিলিয়ে জিডিপি বেড়ে যাবে, জিনি কোএফিশিয়েন্ট কমবে। সব মিলিয়ে রমরমিয়ে উন্নয়ন।
  • Arijit | 61.95.144.122 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:০২427191
  • রোবট কোডারদের ম্যাঞ্জার মানুষ হলে রোবটগুলো মানবে কেন? সেই টার্মিনেটর কেস হয়ে যাবে না?

    তবে দ্যাখো - রিট্রেইনিং ছাড়া গতি নাই। আর সেখানেই আটকেছিলো ব্যাপারটা। ক্লাস নিতে গিয়ে দেখেছি - অনেকে আগ্রহ নিয়ে জিগ্গেস করতেন, আবার একটা বড় অংশ (মেজরিটি) "কেন যে এসব ঝাঁটের জিনিস করাচ্ছে' মুখ করে বসে থাকতেন...
  • aka | 24.42.203.194 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:০৬427192
  • না না রোবট কোডার মানে যারা রোবটের পোগ্রামিং করবে। খুব শক্ত, এই সেদিন একটা লেগো রোবট কম্পিটিশন দেখে এলুম। মানে ধর ভিবি রোবট আর জাভা রোবট আর সি প্লাস প্লাস রোবটের পোগ্রামিং কি এক হবে? খুব কঠিন কিছু হবে।
  • aka | 24.42.203.194 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:১১427193
  • হ্যাঁ আমার মতন টেকনিকালি চ্যালেঞ্জড জনতার চাকরি যাবে কিন্তু আমার ছেলের জন্য নতুন চাকরি তৈরি হবে। প্রোটেকশনিস্ট স্ট্যান্ড দিয়ে ইনোভেশন আটকানোর চেষ্টায় ক্ষতি বাড়ে। যাদের চাকরি আছে তাদের হয়ত থেকে যায় কিন্তু ইনোভেশন যে নতুন জব তৈরি করতে পারত সেটা ভোগে যায়।
  • Suvajit | 220.227.6.42 | ৩০ ডিসেম্বর ২০০৯ ১১:১৪427196
  • রোবোট দিয়ে কোডিং বলতে যদি ধরে নি অরিজিৎ কোডিং-এর অটোমেশনের কথা বলছে, তা হলে সে তো এখনই প্রচুর আছে। যে কোনো স্ট্যান্ডার্ড আইডিই ১০-২০% কোডিং, ইনক্লুডিং কনফিগারেশন, বিল্ড, ডিপ্লয়মেন্ট অটোমেটিকালি করে দেয়। সেই কোবল যুগের তুলনায় (যখন প্রোগ্রাম কম্পাইল করতে জেসিএল লিখতে হতো) এখন কোডিং / ডেভেলপমেন্টের খাটনি অনেক কমে গেছে। তাতে কোনো ডেভলপারের কোনো অভিযোগ আছে বলে তো জানি না। তারা এখন জটিল বিসনেস রুলসের ওপর জোর দিতে পারছে। নিজেদের স্কিল বাড়িয়ে আরও অনেক ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক শিখএ নিচ্ছে।
    সেরকম ভাবে যদি হাইপথিটিক্যালি সমস্ত কোডিং রোবোট করতে পারে (যা আমার মতে অসম্ভব) তাহলে ডেভলপাররা সম্পূর্ণভাবে ডিসাইনের ওপর কন্সেন্সট্রেট করবে। তাদের ডিসাইনের ওপর স্কিল বাড়াতে হবে।
    এ ভাবেই মানবসম্পদ উন্নয়ন হবে।
    নাহলে তো রোবোটদের সংগে মারামারি করতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন