এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৬৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 86.2.255.243 | ২৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২427097
  • 'প্রতিদিন' তো খবর টা পুরো পালটে দিয়েছে। কোথাও সামান্যতম আভাস নেয় যে উনি বিরোধী দের ও সমালোচনা করেছেন। ধন্য 'প্রতিদিন'। আমার তো গড় করতে ইচ্ছা হচ্ছে।

    আমার সবচেয়ে পছন্দ হলো, সিপিএম এর স্টালিনীস্ট ঐতিহ্য নিয়ে কথা টা, আর তার সাথে বিরোধী দের আজকের ক্ষমতাশালী ভাবনা। এই একটা প্যারাগ্রাফ গত ২৫ বছরের পশ্চিমবাংলার একদম সঠিক মুল্যায়ন। (আমি ৭৭ থেকে প্রথম কিছু বছর বাদ দিলাম)
    ধন্যবাদ অমর্ত্য সেন।
  • Mmu | 78.236.153.102 | ২৬ ডিসেম্বর ২০০৯ ২০:৩০427098
  • PT দা এটা বিকৃত সংবাদ পরিবেশন কি? যে যার মত সংবাদ পরিবেশন করেছে। যে কোন সময়ি এটা হয়ে থাকে,যেমন মনে করুন কোন একটা গল্প লিখতে গেলে আপনি যে ভবে লিখবেন আমি সে ভাবে হয়তো লিখতে নাও পারতে পারি। বুদ্ধ বাবুর মত সাহিত্য লিখতে সবাই পারবেন কি? তাই লেখার ধরন্টা যার যার নিজস্ব। আর তাছারা এর জন্যই তো আমার এই টই।
    তার চেয়ে এই লিন্‌ক টা দেখুন
    http://www.anandabazar.com/26raj6.htm
    উত্তর দেবেন please
  • PT | 203.110.246.23 | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯427099
  • MmU
    আপনি একটা ভুল করে ফেলছেন। অমর্ত্য সেনের বক্তব্য আপনি আপনার ইচ্ছে মত কেটে-ছিঁড়ে ছাপাতে পারেন না। আপনি সেই বক্তব্যের বিরোধীতা (বা সমর্থনে) করে আলাদা প্রবন্ধ লিখতে পারেন।

    অশোক মিত্রের বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে মানুষটি গত ২০-২৫ বছর ধরে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন তাঁর কথায় তত্বই বেশী। তাছাড়া আগেই বলেছি উনি নানাবিধ কারণে আবাপ গোষ্ঠীর কাছের মানুষ।
  • ranjan roy | 115.184.45.63 | ২৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮427100
  • ম্মু,
    দু:খ করার কিছু নেই। সিপিএম এর সমালোচনা করলেই যদি দেশের বাইরে থাকা গ্রাউন্ড রিয়েলিটি না বোঝা লোক হতে হয় তাহলে আজ বঙ্গের অধিকাংশ জনতা দেশের বাইরে থাকে, নয় গ্রাউন্ড রিয়েলিটি বোঝে না।
  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০০:০৩427101
  • সে ত হতেই পারে। বিদেশে বসবাসকারি অসংখ্য অনাবাসী ভারতীয়র কাছে গুজরাতের মোদী একজন আদর্শ জননেতা!!
  • Bratin | 117.194.96.173 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০০:১০427102
  • কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের বুদ্ধ বাবু নন। যে দল কম্প্যুটার প্রবেশ বন্ধের জন্যে এত আন্দোলন করল সেই দলের প্রধান হয়ে যাতে IT তে কলকাতার প্রসার হয় তা নিয়ে কী না করেছেন। (হয়ত ইনফোসিস জমি ও পেয়ে যাবে সুদুর ভবিষ্যতে)( আমি ৯৯ থেকে শুনছি ওরা জমি পেল বলে!!!) তবু ও ......
  • ranjan roy | 115.184.45.63 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০০:৪৭427103
  • তাহলে আজ যে বঙ্গের অধিকাংশ মানুষ সিপিএম এর বিরুদ্ধে ভোট দিচ্ছে তারা সব অনাবাসী?

  • Mmu | 78.236.153.102 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০১:৫৩427104
  • আরে দুখে ,শমিক এরা গেল কোথায়? এখনো কি x-mas মানাচ্ছে নাকি।

  • Mmu | 78.236.153.102 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০৩:২৬427107
  • সংশোধন- চেষ্টা
  • Ardhendu Banerjee | 117.200.81.88 | ২৭ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৩427109
  • ম্মু, মমতা জিতলে আপনি দেশে ফিরে আসবেন, গ্যারান্টি। ফিরে এসে পব-র থুড়ি মমতার উপদেষ্টা হবেন এটাও গ্যারান্টি। আর বিদেশে বসে যা উপার্জন করছেন তার চেয়েও বেশি পাবেন এটা ১০০ ভাগ গ্যারান্টি।
    ইতি,
    মমতার দলদাস
  • a x | 99.165.171.94 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪১427110
  • অর্ধেন্দু বাবু, আপনি এই মুহূর্তে কত পাচ্ছেন? আর কোন কারেন্সিতে পাচ্ছেন একটু জানিয়ে যান তো।
  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:১৪427111
  • ranjan

    আপনি ভালই জানেন যে শতাংশ ভোটের ভিত্তিতে আমাদের দেশে সব কিছু ব্যাখ্যা করা যায় না। ৩০%-এর কাছাকাছি ভোট পেয়ে কংগ্রেস প্রায় ৫৫ বছর দেশ শাসন করেছে। অর্থাৎ বেশীর ভাগ মানুষ বিরুদ্ধে ভোট দেওয়া সত্বেও!! ৭৭ সালে কি প:বঙ্গের ৯০% মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে? তার মানে কি এই যে প:বঙ্গের প্রায় অর্ধেক মানুষ জরুরী অবস্থার সমর্থক ছিলেন? আপনি তো ভালই জানেন যে কত লোক আছে যারা ট্রেড-ইউনিয়ন করার বিরুদ্ধে, কিন্তু আন্দোলনের ফলে যাকিছু পাওয়া যায় সেটা তারা চেটেপুটে উপভোগ করে।

    আপনার ধরে নেওয়ার কোন কারণ নেই যে আমি বা আমার মত মানুষেরা সিপিএমের খারাপ দিক গুলো সম্বন্ধে অবহিত নই। সেই কারণেই সিপিএমের অনেকদিনের সমর্থকদের অনেকে বামফ্রন্টের বিপক্ষে ভোট দিয়েছে। কিন্তু যেটা বিপজ্জনক দিকে যাচ্ছে সেটা হল এই যে আপনার বা আরো কয়েকজনের বক্তব্য দিদির সমর্থকদের কাণে সুধাবর্ষণ করছে। এই একই কারণে সফি-পুততুন্ডুকে তৃণমুল কোল দিয়েছিল। এই একই কারণে অশোক মিত্রের বাছাই করা বক্তব্যকে আবাপ গোষ্ঠী ফলাও করে ছাপে।

    যারা ক্ষমতায় যাওয়ার আগেই ক্যামেরার সামনে, ""এটা কি অমুকের বাপের চ্যানেল"" বলতে পারে তারা কোন ভাবেই সিপিএমের ""ঔদ্ধত্য"" কমানোর ওষুধ নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তৃণমুল বামফ্রন্টের বিকল্প নয়। ২০১১-তে ক্ষমতায় এলেও নয়। যাঁরা এই পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন তাঁরা নি:সন্দেহে মূর্খের স্বর্গে বাস করছেন।
  • Bratin | 117.194.98.52 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:২১427112
  • আমরা মূর্খের স্বর্গে ই বাস করতে চাই । আপনার কোন আপত্তি?? :-))
  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:২৩427113
  • Bratin

    সিপিএমের কম্প্যুটার বিরোধিতা এবং কোথায় কোথায় সেই বিরোধিতা কার্যকরী হয়েছিল যদি একটু বিশদে বলেন।
  • Bratin | 117.194.98.52 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:২৩427114
  • মানে ৩৩ বছর তো চালাকের স্বর্গে রইলাম। just for a change :-))
  • Bratin | 117.194.98.52 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:২৭427115
  • সে কি ? কম্প্যুটার ঢুকলে সাধারন মানুষের চাকরী যাবে । সেই জন্যে ই বিরোধীতা । সাধারন মানুষের ভালো জন্যে ই। তাতে খারাপ কিছু নেই। সুধু কয়েক বছর পরে সেই দলের ই প্রধান IT কোম্পানী ডেকে আনেন আমদের ছেলেদের চাকরী হবে বলে .....
  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১১:৩২427116
  • না না, আরেকটু detail চাই। কত সালে কোন কোন ক্ষেত্রে কম্প্যুটার ব্যাবহারের বিরোধিতা হয়েছিল ইত্যাদি। সেটা ভারতবর্ষের কোথায় কোথায় কার্যকরি হয়েছিল, ইত্যাদি। আমি আসলে এই ব্যাপারটা সম্বন্ধে অবহিত নই (সিরিয়াস)।
  • Bratin | 117.194.99.144 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৩:১৪427118
  • বাম ফ্রন্ট ভুল করেছে এমন কোন বিষয় সমপর্কে কি আপনি অবহিত? যেমন ধরুন প্রাথমিক স্তর থেকে ইংরেজী তুলে দেওয়া।( 'তাঁর' নাতি/নাত্তি রা কিন্তু কনভেন্ট এ শিক্ষিত :-))) পরে সেট ভুল বলে স্বীকার করা। ট্রেড ইঊনিয়ন শুরু করা । যার প্রাথমিক উদ্দেশ্য ভালো ই ছিল। শ্রমিক দের ঐক্যবদ্ধ করা। যাতে তাদের কে প্রাপ্য দাবি থেকে বঞ্চিত না করা যায়। কিন্তু ক্রমে ক্রমে তার এমন শক্তিশালী হয়ে গেল ( কাদের মদত সে ব্যাপারে কিছু না বলাই ভালো !!) যে তারপরে পশ্চিমবঙ্গে কোন শিল্পপতি আসতেই ভয় পেতে শুরু করল।
  • PT | 203.110.246.23 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৬427119
  • ... আগে কম্প্যুটারের বিষয়টা সারি। আপনার কাছ থেকে detail-এর অপেক্ষাতে আছি।
  • ranjan roy | 115.184.14.233 | ২৭ ডিসেম্বর ২০০৯ ১৪:২২427120
  • PT,
    এই প্রথম আপনি সত্যি যেভাবে এই পেজে আলোচনা চলা উচিৎ সেভাবে কথা বল্লেন।অর্থাৎ ভিন্নমতের লোকদের কাদের পয়সায় করে খাচ্ছে সেসব ছেড়ে বিষয়গত আলোচনা।
    আপনার প্রশ্ন ও ফ্র্যাংক অ্যাডমিশন থেকে বুঝতে পারছি -আপনার বয়েস অনেক কম।
    প্রথমেই বলি--- ঠিকই বলেছেন অশোক মিত্র থেকে আমার মতন আজীবন বামপন্থী হরিদাস পাল রঞ্জনের বামসরকারের সমালোচনা দিদিপন্থীদের কানে মধুবর্ষণ করছে।
    অরিজিৎ-ব্ল্যাংকি ও আরো অনেকবন্ধুদের এটাই আপত্তি।
    এটা তাৎকালিক ব্যাপার। মমতার হাত ধরে বঙ্গের আর্থ-রাজনৈতিক বিকাশ হবে এমন কোন দিবাস্বপ্ন আমি দেখি না। কিন্তু জরুরী অবস্থার সময় সিপিএম এর রাজনৈতিক অবস্থান কি বিজেপির উৎথানে সহায়তা করেনি? পারমাণবিক চুক্তির প্রশ্নে সিপিএম এর মনমোহন বিরোধী অবস্থান কি বিজেপির কানে মধু বর্ষণ করেনি? তবু আমি সিপিএম সমর্থক অরিজিৎ এর মত ভাবি যে দীর্ঘকালীন পরিপ্রেক্ষিতে সিপিএম ওই দুটি প্রশ্নে ঠিক স্ট্যান্ড নিয়েছিল।
    নন্দীগ্রামের পর অশোক মিত্র লিখেছিলেন যে "তুমি আর নেই সে তুমি''। আশংকা প্রকাশ করেছিলেন যে এভাবে চলতে থাকলে লোকে ""বামফ্রন্টের বিকল্প আরো ভাল বামফ্রন্ট'' এই শ্লোগানে বিশ্বাস হারিয়ে সিপিএম এর বিরুদ্ধে নেগেটিভ ভোটিং না করে। সেই ভয় সত্যি হতে চলেছে। অনেকেই দিদিসমর্থক হয়ে নয়, সিপিএম এর বর্তমান রূপের বিরোধী হয়ে ভোট দিয়েছে।
    একই ভাবে ভবিষ্যতেও পাশা ওল্টাবে। এইজন্যেই কেরালার উদাহরণ দিয়েছিলাম।
    আমি বস্তুবাদী, অবতারবাদে বিশ্বাস করিনা। তা সে দিদি-অবতারই হোন কি দাদা-অবতার।
    কাজেই আমি দলের নীতি, প্রোগ্রাম এগুলো নিয়ে আলোচনায় বেশি আগ্রহী।ইতিহাসে ব্যক্তির ভূমিকা অস্বীকার না করেও বলছি সেটুকু লিমিটেড বাই দ্য পলিটিকাল ভিশন অব দ্য পার্টি।
    অকর্মণ্য নেতৃত্বের হাতে ভালো প্রোগ্রামও বাজে ভাবে ইমপ্লিমেন্ট হবে, ভালো নেতৃত্ব হলে ভালো ভাবে।
    কিন্তু নীতি বা প্রোগ্রাম যদি ভুল হয়, তাহলে নেতা ভালো কি মন্দ, ব্রহ্মচারী কি ব্যাভিচারী,--এসব অবান্তর হয়ে যায়।
    কজেই আত্মসমীক্ষা প্রয়োজন, কমরেড।
    কেন দলে দলে পুরনো পার্টি সমর্থকেরা দল ছাড়ছেন বা নিস্ক্রিয় হয়ে পড়ছেন--সেটা ভাবার দরকার নেই? তাহলে কাদের নিয়ে লড়বেন?
    ২০১১তে মমতা আসছে ধরে নিয়ে হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন? সবাইকে বেইমান বলে ভাগ্যকেঅভিসম্পাত দেবেন?
    তই বলেছিলাম শিশির বাজোরিয়ার মতন লোকদের আলিমুদ্দিন থেকে তাড়ান।
    জি-টিভির প্লে-উইন জুয়ো বন্ধ করান, তাতে একটা ২৪ঘন্টা চ্যানেল আপনাদের হাত থেকে চলে যাক না, জনতার মধ্যে বিশ্বাস ফিরে আসাটা ঢের দরকারি।

    এবার বামদলের কম্পিউটার বিরোধী অবস্থান:
    ষাটের দশকের মাঝামাঝি সময়ে আমরা কম্পিউটার বলতাম না, বলতাম অটোমেশন। তখন বলা হত আমাদের দেশে বাড়তি বেকারসংখ্যার দিকে তাকিয়ে শ্রমনিবিড় টেকনোলজি গ্রহণ করা উচিৎ, যন্ত্রনিবিড়(labour intensive/ capital intensive)
    নয়,-- যাতে একটা মেশিন হাজার মজদুর্কে বেরোজগার করে।
    ১৯৬৫ থেকে ১৯৮০ অব্দি সিপিএমের যেকোন লেবার পলিসি/ ট্রেড ইউনিয়ন দলিল দেখুন। এই নিয়ে তখন উৎপল দত্ত থেকে শুরু করে অনেকে অটোমেশন বিরোধী নাটক/ পথনটিকা লিখেছেন। হাওড়ায় গেস্টকীন উইলিয়ামস এর ফ্যাক্টরি গেটের সামনে ১৯৬৬ কি ১৯৬৭ তে আমি নিজে ওনাকে তিনজন অভিনেতা নিয়ে অমনি এক পথনাটিকা করতে দেখেছি।
    তখন বহু ফ্যাক্টরিতে কম্পিউটার বা মজ্‌দুরদের রিপ্লেস করবে এমননেক মেশিনকে আন্দোলন করে ঢুকতে দেয়া হয়ি্‌ন। কোলকাতায় হংকং ব্যাংকে BEFI ইউনিয়ন অনেকদিন ঢুকতে দেয় নি। তবে সেখানেই প্রথম ঢুকলো।
    ধীরে ধীরে সিপিএম বলতে লাগলো গবেষণা ও এমনি সিলেক্টেড সেগমেন্টেই খালিকমিউটার আসা উচিৎ, অন্যত্র নয়।
    গুরুর পাততেই অরেক সিপিএম সমর্থক বন্ধু , সম্ভবত: শৈবাল, বলেছেন যে যারা একসময় কম্পিউটার বিরোধী ছিল, তারাই এখন সমর্থক হয়ে পড়েছে। হক কথা, কিন্তু শিল্প-মজদুর নীতিতে এই পরিবর্তনের রূপরেখা অনুধাবন করা কি জরুরী নয়?
    আমার ব্যক্তিগত ধারণা রেলের বুকিংয়ে কমিউটারাইজেশনের সুফল সিপিএম এর মধ্যবিত্ত সমর্থকেরা ,(আমার মত), পেয়েছে এবং এইজাতীয় ব্যাপারগুলো সমর্থকদের মাইন্ডসেট বদলাতে কারক তঙ্কÄ হয়েছে।
  • Mmu | 78.236.153.102 | ২৭ ডিসেম্বর ২০০৯ ২০:১৭427121
  • ranjan দা আপনার কথার সঙ্গে মিল রেখেই বলছি, computerএর খেত্রে যেমন চিন্তা ধারা change হোয়েছে,তেমনই স্ট্রাইক,বন্ধের খেত্রেও চিন্তার পরিবর্তন হওয়াটা দরকার। কথায় কথায় স্ট্রাইক/বন্ধ হলে দেশ পিছিয়ে পড়ে । তাই নয় কি। এটা বিরোধীতা বলে ভাববেন না যাস্ট মতামত।
  • Samik | 122.162.75.90 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৮427122
  • পিটি,

    সেই কম্পিউটারবিরোধী আন্দোলনের মিছিলে আমার বাবাও হেঁটেছিল। আশি কি একাশি সাল। কম্পিউটার রুখছি রুখব।

    ভারতবর্ষের কথা তো জানি না, পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছিল তো অবশ্যই। কম্পিউটারাইজেশন রুখে রাজ্যটাকে আমরা যে কতদূর এগিয়ে দিয়েছি, সে তো দেখতেই পাচ্ছি।
  • Samik | 122.162.75.90 | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৩427123
  • মমতার সাপোর্টারের মুখে এসব কথা মানায় না ম্মু! বন্‌ধের কালচার সিপিয়েমের অবদান নো ডাউট, কিন্তু তাকে নার্চার করেছেন কে? আমাদের হাওয়াই চপ্পল দিদি নয়? এখন দু হাজার এগারো আসতে খুব উল্টো সুরে গাওনা গাইলেই কি আর অতীতকে ঝেড়ে ফেলা যায়? মমতাদিদির বেশ কিছু বন্‌ধের সরাসরি ভুক্তভোগী আমিও হয়েছি। তখন তিনি অতি বদমাইশ নেত্রী ছিলেন। এখন অমায়িক বদমাইশ হয়েছেন, এই যা।
  • kd | 59.93.194.103 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৬427124
  • কী বলছো শমীক? উনি তো চিরদিনই অ-মাইক!

  • Samik | 219.64.11.35 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৬427125
  • হ্যাঁ, অ-মাইক হওয়াটা তো নেতা/নেত্রী হবার একটা মাস্ট অ্যান্ড নেসেসারি কন্ডিশন। সুব্রত মুখুজ্জে তো এই কারণেই বড় মাপের নেতা হতে পারলেন না।

    ডি: হি হি হি ...
  • Mmu | 78.236.153.102 | ২৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮427126
  • samik । তখনকার টা তখন, এখন্‌কারটা এখন। তখন বাম্পন্থি নেতারা computerএর বিরোধি ছিলেন, এখন????? আলিমুদ্দিন অফিসে কটা computer একটু নেতাদের জিগ্যাসা করবেন। আমি যাইনি যদিও (যাবার ইচ্ছাও নেই)।
    আর মমতা বদমাইস নেত্রী যদি হয় cpmএর নেতা নেত্রী দের চেয়ে অনেক কম। আর cpmকে সাইজ করতে হলে একমাত্র মমতাই পারবে তা সে বদমাইস বলুন আর যাই বলুন।
  • Mmu | 78.236.153.102 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০০:০৩427127
  • সুব্রত দা অনেক বড় নেতা অবশ্যই। মমতা ব্যানার্জী সুব্রত দার হাতে তৈরি ।একথা মানতে বাধা নেই। মমতা ব্যানার্জীও সেটা অবশ্যই স্বীকার করে।
  • kd | 59.93.198.168 | ২৯ ডিসেম্বর ২০০৯ ০০:১০427129
  • ম্মু, শমীকের ঐ কমেন্টটা সিরিয়াসলি নিও না। ওটা ইনসাইড জোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন