এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জীবনে প্রথম চুমু খাবার এক্সপেরিয়েন্স নিয়ে লিখুন,একদম লজ্জা না করে:-)

    jay
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০০৯ | ৯৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বেঙ্গলী | 237812.69.563412.99 | ১২ আগস্ট ২০১৯ ১৩:২৬431292
  • গভর্নমেন্টকে চুমু খাচ্ছেন ভাবলাম প্রথমে।
  • cb | 237812.68.345623.184 | ১৩ আগস্ট ২০১৯ ১৫:৪৭431293
  • বোতীনদা ফাটিয়ে দিয়েছিল এই টইতে। তবে পুরোটা বলে নি। আরও হয়েছিল কিছু :)
  • | 236712.158.565612.163 | ১৩ আগস্ট ২০১৯ ২০:০০431294
  • b | 237812.68.454512.192 | ১৩ আগস্ট ২০১৯ ২১:০৯431295
  • হ্যাঁ, গুরু একেবারে থমকে চমকে ব্যোমকে গেছিলো ২ টো সময়ে। এক ব্রতীনের এই কনফেশান। আরেকটাসময়, "যার কর্ম তারি সাজে অন্য লোকে লাঠি বাজে" এই প্রবাদ কোথা থেকে এলো , আতোজের এই সরল গোলগাল প্রশ্নের জবাবে সিকি একেবারে অরিজিনাল টেকস্ট কপি করে দিয়েছিলো। বহু, বহুক্ষণ ভাটে কোনো পোস্ট পড়ে নি। তারপর লোকে ব্যোমকে গিয়ে আপেল, মারুতি গাড়ি এসবের বাজার দর নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিলো।
  • বেঙ্গলী | 237812.68.454512.228 | ১৩ আগস্ট ২০১৯ ২১:৫১431296
  • তারই দাবী নিয়ে সেদিন রাত্রে
    গুরুর সাইটে,
    কোন গাছে কোন কুঁড়িরা ফোটেনি-
    কোন অঙ্কুর মাথাও তোলেনি-
    প্রজাপতি যতো আরও একদিন গুটিপোকা হয়ে ছিলো....
  • | 236712.158.786712.167 | ১৪ আগস্ট ২০১৯ ১৯:১৩431297
  • ইয়ে মানে এই টই টাকে ডুবিয়ে দেওয়া ই ভালো।
  • বেঙ্গলী | 236712.158.786712.7 | ১৪ আগস্ট ২০১৯ ২২:৪৫431298
  • চাগিয়ে তুললেও হয়। আরো লোকজন যদি নিজের নিজের অভিজ্ঞতা লেখেন তো।
  • রঞ্জন | 236712.158.566712.141 | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৪২431299
  • সবার কপাল ব্রতীনের মত নয় ।
    আমার ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল। বড় করে হাঁ করলে চোয়াল লক হয়ে যায় । বন্ধ না হলে নাল গড়ায়, কথা বলতে পারি না । 'একবার ভিলাইয়ের ডেন্টিস্টও ঘাবড়ে গিয়েছিল। শেষে বাবার বন্ধুস্থ্যানীয় এক বড়-হাঁ ভদ্রলোক আমাকে গালে হাত দিয়ে লক খোলার কায়দাটা শিখিয়ে দিলেন। তারপর আর কোন সমস্যা নেই । নিজেই ঠিক করে নিই।

    কিন্তু প্রথম চুমু? সেএক ক্যাডাভারাস ব্যাপার।
    নাইন পেরিয়ে টেনে উঠেছি, হালকা গোঁফের রেখা। গরমের ছুটির এক দুপুরে পার্কসার্কাসের ভাড়াবাড়ির ছাদে পড়শি দিদির হাতে ফার্স্ট লেসন। ঝাঁ ঝাঁ গরম, চিলেকোঠার ছায়া, প্রথম বার ডিও ব্যবহার করার মত মাদক অনুভূতি। কিন্তু শুরু হতে না হতেই কান্ড, চোয়াল লক হয়ে গেছে।
    মেয়েটি ভয় পেয়ে গেল। এ কী রে !
    শেষে হতাশ হয়ে মাথায় আলতো চাঁটি মেরে বলল --আতাক্যালানে কোথাকার! যা ঘরে যা!
  • একক | 237812.69.563412.123 | ১৪ আগস্ট ২০১৯ ২৩:৪৬431300
  • এতো বড় হাঁ করতেই বা হয় কেন ? রঞ্জনদা রাহু না উল্টোদিকের লোকেরা সূর্য্যসম বা সূর্যমুখী ? :(
  • হাঁহাঁ | 236712.158.786712.23 | ১৫ আগস্ট ২০১৯ ০০:১৮431302
  • বড় হাঁ করে? চুমু?
  • adhora chumu | 236712.158.8978.159 | ১৫ আগস্ট ২০১৯ ০০:৩৩431303
  • কত চুমু খেলাম কে জানে, তবে আজও মনে হয় প্রথম চুমু খাওয়া হয়নি - এমন নয় যে কেউ কথা দিয়েছিল।
    কেন মনে হয় কে জানে!
  • Amit | 236712.158.23.211 | ১৫ আগস্ট ২০১৯ ০৫:২৪431304
  • বেচারা রঞ্জন-দা, কত কি হওয়ার সম্ভাবনা ছিল এর থেকে। অত বড়ো হা করতে গিয়ে সব কেচে গেলো। আন্টি ক্লাইম্যাক্স।

    :) :)
  • dc | 236712.158.676712.56 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:০৩431305
  • সত্যি রঞ্জনদা, চুমু খেতে গিয়ে অতো বড়ো হাঁ করতেই বা হয় কেন?
  • বেঙ্গলী | 236712.158.676712.56 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৪১431306
  • এই তো। কী সুন্দর আলোচনা এগিয়ে এসেছে এখানে। রঞ্জনদা বোধ হয় নিজেকে চুমু খেতে দেখে অবাক হয়ে হাঁ হয়ে গিয়েছিলেন। অবাক হয়ে গেলে এরম হয়। আমার একবার হয়েছিল। সামনের মানুষটি চেয়ে চেয়ে হঠাৎ ওষ্ঠাধরলকড হয়ে যাওয়ায় অবাক হয়ে উল্টে পড়েছিলাম। তাল সামলাতে পেরে অন্যজনও। তারপর কুমড়োগড়ান, অপ্রস্তুত, ক্যাও।
  • বেঙ্গলী | 236712.158.566712.141 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৪২431307
  • তাল সামলাতে না পেরে *
  • | 236712.158.786712.163 | ১৫ আগস্ট ২০১৯ ০৮:৫৬431308
  • কেমন আছেন রনজন দা? ( এইোঁ লিখতে ভুলে গেছি গো!!)
  • Amit | 236712.158.23.211 | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৩৪431309
  • রঞ্জন দা এখন বসে বসে ভাবছেন কেন এসব লিখতে গেলাম। এই চ্যাংড়া র দল হাত ধুয়ে পেছনে পড়ে গেছে ।

    :):)
  • | 237812.68.454512.144 | ১৫ আগস্ট ২০১৯ ০৯:৫২431310
  • আরে অমিত বাবু রনজন দা ফিট লোক৷ বয়েস যতোই হোক মনের দিক থেকে চির যুবক
  • Amit | 236712.158.23.215 | ১৫ আগস্ট ২০১৯ ১০:৩৫431311
  • বেঙ্গলি র উল্টে পড়ার গল্প টা শুনে আমার ও একটা ঘটনা বলতে ইচ্ছে হলো। কিস্যু রোমান্টিক নয় যদিও, সবার কপাল কি আর রঞ্জনদা বা ব এর মতো হয় :(

    তখন হয়তো ক্লাস ১১ কি ১২ হবে, কলেজ স্কোয়ারে এর মোড়ে টিউশন এ যাচ্ছি। রাস্তা পুরো যাচ্ছেতাই ভিড়ভাড়। উল্টোদিক থেকে একটা খুবই সুন্দর দেখতে মেয়ে হেটে আসছে, একবার চোখ পড়াতে আর চোখ সরাতে পারছি না। তার দিকে আমি হা করে তাকাতে তাকাতে রাস্তায় হাটতে গিয়ে একটা কিছুতে পা স্লিপ করে একেবারে মেয়েটার ঘাড়ে, এক্কেরে বিশ্রী ব্যাপার।

    আর সঙ্গে সঙ্গে আশে পাশে লোক এসে আমাকে উদোম পেটানোর জন্যে রেডি, জাস্ট কলার টা ধরেছে, কোন শালা বলে কলকাতার লোক বিপদে হেলপ করে না। ভাগ্যিস সেই মেয়েটাই উঠে তাড়াতাড়ি ওদেরকে বলে ছেড়ে দিতে, যে আমি ইচ্ছে করে পড়িনি। তারপর আমার দিকে মুচকি হেসে চলে গেলো।

    কি যে বুকে বেজেছিল সেই হাসিটা, এতো বছর বাদেও দিব্যি মনে আছে। হায়, আর কোনোদিন দেখা হলো না।
  • বেঙ্গলী | 237812.69.453412.170 | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪৭431313
  • এর কাছাকাছি একটা আমার হয়েছিল, সেখানেও হাসি ছিল, তবে রোমান্টিকতা ঋণাত্মক। সার্কুলার রোডের পাশ দিয়ে যাচ্ছি, এক্সাইড মোড়ের একটু আগে। ফুটপাথে ইঁটগুলো একটু এলোমেলো হয়ে আছে। সাথে হনুমান ছিল, সে হঠাৎ বললো, দ্যাখ ওই বাসের জানলার মেয়েটা অনেকটা আমাদের অমুকের মতো দেখতে না? আমি চলন্ত বাসে কোন মেয়ে, কার কথা বললি এইসব বলতে বলতে একটা ইঁটে হোঁচট খেয়ে সামনের রেলিং ধরে কোনোভাবে সামলালাম। এক বয়স্ক মানুষ সামনে দাঁড়িয়ে গম্ভীরভাবে 'রাস্তাঘাটে ওরকম মেয়ে দেখতে যেও না, তোমাদের কম বয়স, এরকমই হবে' জ্ঞানটি দিয়ে আবার স্বচ্ছন্দে চলে গেলেন। হনুমান খৌয়া খৌয়া করে হাসতে লাগলো।
  • কঃ | 237812.69.563412.69 | ১৫ আগস্ট ২০১৯ ১৭:১৫431315
  • অমিতেরটা হহপাপ্রে তে যাবে।
  • রঞ্জন | 237812.69.563412.123 | ১৫ আগস্ট ২০১৯ ১৭:১৫431314
  • ব্রতীন,
    ভাল আছি গো!
    ঠিক ধরেছ। ভাবলাম এমন টই ডুবে যাচ্ছে , একটু ধরতাই দিই।
    দেখ ঘুড়ি হাওয়া পেয়ে তরতর করে ওপরে উঠছে।ঃ)))

    অমিত,
    নো চিন্তা। আমার এমন সব ছড়ানোর গল্প পোচ্চুর। ছত্তিশগড়ে যে মেয়েটিকে নিয়ে কলেজের ক্লাস কেটে লাইব্রেরিতে যেতাম, শেষে তার বিয়েতে আমাকে লুচি ও পোলাও পরিবেশন করতে হল।
    কিছু লোক জন্মায় গুছিয়ে ছড়াতে।
    'আমি রব নিস্ফলের হতাশের দলে গোছের' কেস আর কি !
  • | 236712.158.566712.143 | ১৫ আগস্ট ২০১৯ ১৮:৩৭431316
  • অমিত বাবু আর বেঙ্গলী বহুত খুব
  • বেঙ্গলী | 237812.69.563412.233 | ১৫ আগস্ট ২০১৯ ২১:১৭431317
  • নিন, অনেকে খুচরো রান করে দিয়েছে, এবার ব্রতীনবাবু আরেকবার দুগ্গা বলে সিরিজটাকে সামনে নিয়ে চলুন দিকি।
  • | 237812.69.563412.233 | ১৫ আগস্ট ২০১৯ ২১:৩২431318
  • " আমার বলার কিছু ছিল না, নাগো; চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে"
  • | 236712.158.676712.56 | ১৫ আগস্ট ২০১৯ ২১:৫৭431319
  • তবে একটা কথা না বললে সত্যের অপলাপ হবে। আমার এই প্রথম কিস টার কথা আমি
    " বুদ্ধি করে " স্ত্রী কে বলেছি বিবাহের কিছুদিনের মধ্যেই। তারপর থেকে তিনি আমার পিসতুতো বোন টিকে খুব " সুনজর" দেখেন না
  • বেঙ্গলী | 236712.158.566712.143 | ১৫ আগস্ট ২০১৯ ২২:২৩431320
  • স্বাভাবিক। কিন্তু আত্মীয় হিসেবে দেখা তো হবেই। আপনার সাথে কথাও হবে। এহেন পরিস্থিতিতে স্ত্রীকে প্রথমেই সব কিছু জানিয়ে দেওয়া কিন্তু বুদ্ধি, সাহস, সততা সবেরই পরাকাষ্ঠা মশাই। থামস আপ।
  • cb | 236712.158.9007812.177 | ১৬ আগস্ট ২০১৯ ১০:১৫431321
  • লুরু, অটো, চমৎকার লেগেছিল। ৩ মিনিটের অটো রাইডে ২ মিনিট+ ওতেই ব্যস্ত ছিলাম। মহিলাটি খুব সম্ভবত হতভম্ব হয়ে গেছিলেন, কি হল বুঝতে বুঝতেই অটো রাইড শেষ। এখন অবশ্য কড়া শাসনে রেখে তার শোধ তুলে নিচ্ছেন।
  • | 236712.158.786712.149 | ১৬ আগস্ট ২০১৯ ১০:২৫431322
  • সিবি ওয়েল ডান!!
  • Amit | 236712.158.23.215 | ১৬ আগস্ট ২০১৯ ১১:০৫431324
  • ওফফ। কি হিংসে হচ্ছে সবাইকে কি আর বলবো। আমি তো বিয়ের আগে হোক আর পরে, এই কড়া শাসন থেকে বেরোতেই পারলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন