এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৩৯৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ১১:৩৯436136
  • সোহাগ নামটাই তো খুব কুল।

    আচ্ছা না হয়, একটা পোশাকি নাম দিলাম। শতভিষা।
  • til | 220.253.178.104 | ০৬ জুন ২০১০ ১৬:৩১436137
  • শতভিষা করভৌমিক
    বেশ নাম
    চার syllable এর।
    -
    বাপ মা যা খুশী নাম দিন, সেটা তাঁদের ইচ্ছে, prerogative। আমি একজনের নাম লুচি, অন্য একজনের নাম spanner ও জানি।
    কিন্তু এই সোহাগ নিয়ে কেমন যেন মনে একটু কিন্তু কিন্তু ছেল।
    অনুরাগ, সোহাগ, আদর, রাগ সবই তো এক ধরনের
    দাদুর একটি গল্পের নাম আদরিণী ছিল, হালকা মনে পড়ছে।
    এনিওয়ে, আমি এমনিই বললাম। কোন রেফারেন্স বইপত্তর নেই, গুগলিয়ে দেখলাম, অনেক কষ্টে সোহাগ সেন পেলাম এবং অনেক কসরৎ করে দেখলাম, তিনি she
    btw সোহাগকে অনেক টুসকি দিলাম, বড় হয়ে বাপ জ্যাঠার মত দিলখোলা মানুষ হোক!
  • Sourav | 117.194.195.192 | ০৬ জুন ২০১০ ১৮:৩৬436138
  • আদরিনী দাদুর ছোটগল্প নয়, দাদুর বিশেষ স্নেহধন্য প্রভাত মুখো 'র | আদরিনী নাম না দেয়াই ভালো | এটি ঐ গল্পে একটি হাতির নাম | ঐ গল্পের থেকে ক্লু নিয়ে আমরা স্কুলে আমাদের এক স্থুলাকৃতি বন্ধুকে 'মা আদর' বলে ডাকতাম |
  • .... | 59.164.99.118 | ০৬ জুন ২০১০ ১৮:৪৩436139
  • সংযুক্তা কিংবা সুচেতনা।

    কে একজন সংহতি সাজেস্ট করেছেন। তাহলে প্রগতিও রাখতে হবে।
  • jayanti | 122.173.166.198 | ০৬ জুন ২০১০ ১৯:১৮436140
  • সায়ন,সুকন্যা-দুজনকে আন্তরিক অভিনন্দন,অনেক অনেক ফুল পাঠালাম মনে,মনে। সোহাগ মামণিকে অনেক চুমু দিলাম। ও যেন একজন সত্যিকার মানুষ হয়-এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না।

    শিখরিণী,শরণ্যা-ভেবে দেখতে পারো।
  • Arpan | 122.252.231.10 | ০৬ জুন ২০১০ ১৯:২২436141
  • সুচেতনা, ইলিনা এই নামগুলি না রাখাই ভালো। উচ্চারণ দোষে এই নামগুলি একটু হাল্কা চাপের হয়ে যায়।

    কাল একটা ছেলের ইন্টারভিউ নিলাম। তার নাম লেনিন। চেন্নাইয়ের ছেলে। ভেবে দেখলাম বিচিত্র কী! বর্তমান মুখ্যমন্ত্রীর ছেলের নামই তো খুব কাছাকাছি।
  • Abhyu | 80.221.25.236 | ০৬ জুন ২০১০ ২১:৪২436142
  • শতভিষা খুবই ভালো নাম। তবে আমাদের একজন সিনিয়র ছিল ঐ নামে, তাকে কেউ শতভাষা, কেউ শতভিসা বলত।
  • su | 117.194.234.178 | ০৬ জুন ২০১০ ২২:৪৪436143
  • সব্বাইকে অসংখ্য ধন্যবাদ.... সবার আশীর্বাদ "সোহাগ"কে দিলাম। আচ্ছা, "সঞ্জনা" নাম কেমন!
  • pi | 72.83.210.50 | ০৬ জুন ২০১০ ২৩:৩৬436144
  • সঞ্জনা আমার তো দারুণ লাগে । আমার অক্কুটের নামাবলীতে ছিলো না?
  • rokeyaa | 203.110.246.230 | ০৬ জুন ২০১০ ২৩:৫১436147
  • "লেলিন' ভালোই নাম :)
  • A | 99.183.185.250 | ০৭ জুন ২০১০ ০৪:০০436148
  • আমার অ্যাডিশন- সুমৌলি।

    আচ্ছা এই সুমৌলি (Sumouli) আর প্রিয়ম (Priyam) - এই দুটো নামের মধ্যে আমার খুব কনফিউশন আছে। নাম দুটির সঠিক জেন্ডার কি? আমি দুটো নাম-ই মেয়ে ও ছেলে দের রাখা হয় শুনেছি, দেখেছি।
  • sana | 58.106.143.110 | ০৭ জুন ২০১০ ০৫:৫০436149
  • শশী কাপুরের মেয়ের নাম। ভালো তো।
  • su | 117.194.233.3 | ০৭ জুন ২০১০ ১০:১৬436150
  • pi, তোমার list এ ছিল তো "সঞ্জনা" নাম; আমি ও ভাবছি যে কি করি.... এত্তো সুন্দর সুন্দর নাম সব্বাই দিয়েছে নিজেদের এতো ব্যস্ততার মধ্যে সময় বার করে.... এখন final একটা ঠিক করে নিতে হবে; :)
  • sana | 58.106.143.110 | ০৭ জুন ২০১০ ১০:২৮436151
  • sanjana খুব ই ভালো,কিন্তু, একটু বেশী শোনা।
  • kc | 194.126.37.5 | ০৭ জুন ২০১০ ১০:৩৬436152
  • আমাদের বাড়িতে নাম দেওয়ার একটা অনুষ্ঠান হয়, সেটা বেশ মজার একটু ন্যাকা ন্যাকাও। ছয়টা পছন্দসই নাম বেছে, নামগুলোর প্রতিনিধি হিসেবে ছটা প্রদীপ জ্বালানো হয়, যেটা সবথেকে বেশীক্ষণ ধরে জ্বলে নবজাতকের নাম সেই নামে রাখা হয়। অবশ্য কোনও নাম বেশী পছন্দ হলে সেই প্রদীপে বেশী তেল ঢেলে রিগিংও করা হয়। :)
  • su | 117.194.227.231 | ০৭ জুন ২০১০ ১০:৫৩436153
  • আমাদের বাড়িতে ও এক ই নিয়ম!! কিন্তু কলকতা তে তো কেউ ই নেই! আর মজার কথা হল ... আমরা অনেক সলতে জ্বালিয়েছিলাম; সব সলতে ই সমান ভাবে জ্বলছিল!! শেষে একটা প্রদীপ রেখে বাকীগুলো সরিয়ে দেয়া হয়েছিলো অন্য ঘরে ধোঁয়া'র হাত থেকে বাঁচার জন্য!!
  • sana | 58.106.143.110 | ০৭ জুন ২০১০ ১০:৫৬436154
  • তাহলে আমি 'সিয়োনা' নাম লেখা প্রদীপে বেশী তেল দিয়ে রিগিং করবো,সোহাগের জন্য। নাম টার মানে ভারী সুন্দর,একদম বেশী শোনা নয়,দেশ-বিদেশ কোথাও-ই উচ্চারনে কোনো অসুবিধা হবে না।
  • sana | 58.106.143.110 | ০৭ জুন ২০১০ ১০:৫৯436155
  • ওহো,এটা kc-র post এর পরে লেখা,মাঝে সু বলে দিয়েছে।
  • su | 117.194.227.231 | ০৭ জুন ২০১০ ১১:০৯436156
  • আমার ও তো নাম টা ভীষণ পছন্দ হয়েছে! কিন্তু সোহাগ এর বাবা বাংলা ঘেঁষা নাম চায়!! দেখি "সিয়োনা " কে ই পাকা করা যায় কি না!! :)
  • rabaahuta | 203.99.212.54 | ০৭ জুন ২০১০ ১১:৪২436158
  • শিশুটি বড় হয়ে জানবে, জন্ম থেকেই তার এত্তো গুরুচন্ডালিতুতো শুভাকাঙ্খীরা আছেন।
    কিন্তু মুশকিল হচ্ছে আমরা কাবলীদার কথায় প্রভাবিত হয়ে ওকে মাঝে মাঝেই সরভাজা সরপুরিয়া এইসব ডেকে ফেলছি :-|
  • pi | 72.83.210.50 | ০৭ জুন ২০১০ ১১:৪৭436159
  • সরপুরিয়াটা বেশি মিষ্টি। শুনতে, খেতে।
  • su | 117.194.229.109 | ০৯ জুন ২০১০ ১১:৫৬436160
  • আমাদের মেয়ের নামকরণে সব্বার involvement... অসাধারণ অনুভূতি...

    এতো সুন্দর net পরিবারের একজন হতে পারার আনন্দ ই আলাদা!! যাই হোক, এতো এতো সুন্দর নামের মাঝে "শরণ্যা" নাম ই হতে চলেছে final! "শরণ্যা" 'র জন্য
    অনেক অনেক আশীর্বাদ কাম্য!
  • sana | 58.106.143.110 | ০৯ জুন ২০১০ ১৩:৫৪436161
  • খুব সুন্দর নাম হোলো সোহাগের। আমাদের সবটুকু ভালোবাসা,অনন্ত শুভকামনা সব্‌সময় ওর সংগে রইবে।
  • Samik | 121.242.177.19 | ০৯ জুন ২০১০ ১৪:৩৪436162
  • সুতো মা হয়ে কত্তো ফর্মাল হয়ে গেছে।
  • su | 117.194.236.237 | ০৯ জুন ২০১০ ১৪:৩৫436163
  • :)
  • Samik | 121.242.177.19 | ০৯ জুন ২০১০ ১৪:৫৪436164
  • পোথোম কোম্পানিতে আমাদের একটা ভাট গ্রুপ ছিল। ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ভুবনেশ্বর মিলিয়ে আমরা দিব্যি ভাটাতাম মেলে। একটা করে নিকনেম আর রিলেশনশিপও তৈরি হয়ে গেছিল আমাদের মধ্যে, এবং কখনওই সেটা লজিক মেনটেন করে হত না। আমি ছিলাম ধেড়ে খরগোশ, তথা ধেড়ে খগো, অনুষ্টুপ ছিল খুকি খগো, মনোজবা লা-কুত্তো, সুদীপ্ত চামচিকে, শবনম খোট্টা, অনিন্দ্য ছিল হিপো, সেখান থেকে হোপি ইত্যাদি। সম্পর্কের খাতিরে আমি ছিলাম অঙ্কুরিতার মা, অঙ্কু ছিল আমার মামা, ওর বর শসা মানে সুকান্ত ছিল টুপের বাবা, এই রকম।

    তো, এই সব করতে করতে ভাট যখন খুব জমে উঠেছে, ঠিক হল পরের প্রজন্মের নামও ঠিক করে রাখা হোক। আমাদের কারুরই তখন বিয়ে হয় নি। সেই সময় থেকেই ঠিক হয়েছিল আমার ছানা হলে তার নাম হবে ভূতো। শবনমের ছানার নাম সম্ভবত ঠিক হয়েছিল ধোপা। গেল মাসে অংকু আর সুকান্তও এই এপ্রিল মাসে বাবা-মা হল, ওদের ছানার নামটা যেন কী ঠিক হয়েছিল, এখন মনে পড়ছে না ...
  • Kartuj | 125.20.3.146 | ০৯ জুন ২০১০ ১৬:০০436165
  • অর্থাৎ অক্ষদা প্রদত্ত Date:03 Jun 2010 -- 11:09 PM এ তিনটি নামের সাজুর মধ্যে একটি গৃহীত হইল। শ্রেষ্ঠ নামদাতার জন্যে আকর্ষণীয় পুরস্কারস্বরূপ রইল ____________

    হুতো বা সুতোর মধ্যে কেহ শূন্যস্থান পূরণ কোরো।

  • til | 220.253.178.104 | ০৯ জুন ২০১০ ২১:০৬436166
  • নো কনসোলেশান প্রাইজ?

  • Nina | 64.56.33.254 | ০৯ জুন ২০১০ ২১:৪৬436167
  • খুউব সুন্দর নাম হল। শরণ্যা ! অনেক অনেক অশীর্বাদ ও ভালবাসা জানিয়ে গেলাম।
  • a x | 143.111.22.23 | ০৯ জুন ২০১০ ২১:৫৮436169
  • আরে আগে দেখি নি! আমার কোনো বেস্ট ফেরেন্ড নাই, ছিলনা কোনোকালে, কিছু বন্ধু আছে যারা অনেকদিন সাথে আছে, অনেক রকম দিনের মধ্যে দিয়ে। তেমনই একজনের দুবছর আগে মেয়ে হয়েছে, সেই পুঁটের নাম শরণ্যা, তখন থেকেই নামটা পছন্দ :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন