এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৩৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.4 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১০435903
  • সুতো, টইটারে তুলে গেলাম, গপ্পো শোনালে না তো আর? হুতো কি একনো ভয় দেখাচ্ছে? :)
  • su | 117.194.225.188 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০৩435904
  • না, না!! কাল বই মেলা'র কিছু ঘটনা... খুব আনন্দ করে ভীষণ ক্লান্ত হয়ে ছিলাম, সারাদিন বিশ্রাম করলাম... অনেকে অনেক রকম feedback দিয়েছে; but, i am sure আমার চোখ যা যা দেখেছে....গোপন গোপন সব দৃশ্য... সেগুলো ই share করছি আগে। এরপর রঞ্জন দা'র লিষ্ট :-

  • a | 115.117.143.85 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১২435905
  • এই সু এর লেখা পড়বার জন্যে বার বার ঘুরে ফিরে আসি, চালিয়ে যান প্লীজ
  • su | 117.194.225.188 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৩435906
  • দৃশ্য ১ :- একজন ভদ্রলোক ঝোলা ব্যাগ হাতে "হাম্বা" "হাম্বা" বলে চেঁচাচ্ছেন আর ঐ ডাক শুনে টপাটপ লোক ও জুটে যাচ্ছে ; আর ভদ্রলোক ঝোলা ব্যাগ থেকে কি যেন বার করছেন আর লোকে টাকা দিয়ে নিয়ে নিচ্ছেন!! সামনে গিয়ে দেখলাম উনি "গুরু"র অন্যতম kd , মানে কাব্লি দা !!
  • pi | 72.83.210.50 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৮435907
  • সু , এ গল্পগুলো গুলো ঐ বইমেলা অভিযানের টইটাতে লিখবে ?
  • su | 117.194.225.188 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৪435908
  • ঠিক আছে! :)
  • a | 59.161.124.204 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৩435909
  • ১) এই টইটা কি নিজে নিজে আপ-ডাউন করছে না আমি সামান্য লাল চোখে ভুল দেখছি?

    ২) যেখানে হোক, সু লিখে ফেলো
  • su | 117.194.233.126 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০435910
  • আমি ভীষণ দু:খিত; সময় মত লিখতে না পারার জন্য। ঘরে guest এসেছে, তাই ঠিক হয়ে উঠছে না!
  • su | 117.194.234.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৩435911
  • বাকি দৃশ্যগুলো "বইমেলা অভিযান " এ....
  • su | 117.194.235.208 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৯435913
  • রঞ্জন দা, অসংখ্য ধন্যবাদ! আমার কথাগুলি মনযোগ দিয়ে শোনার জন্য! :)

    বস ও লেপের নীচে চউমিন !!
    আমার আগের লেখাতে ই লিখেছিলাম যে আমি কত্তবড় ফাঁকিবাজ। সেরকম ই এক শনিবার এর ঘটনা। আমার বর এর যেহেতু শনিবার অফিস ছুটি, আমি ও শনিবার বেরুতাম না (এখনো ও )!! আমার প্রথম অফিস এর ঘটনা। সেই শনিবার আমার নিরীহ বস বললো যে আমার সাথে যাবে কয়েকজন client এর কাছে। আমার তো মাথা গরম হয়ে গেল। বলে দিলাম যে আজ আমি ছুটি নিচ্ছি; পেট ব্যথা, জ্বর ... ঠিক আছে, কোনো সমস্যা নেই; আমরা বাইরে থেকে খাবার আনালাম চাউমিন; আমাদের এক বন্ধুকে ও ডাকলাম; ঘরে তুমুল আড্ডা; হঠাৎ bell বাজলো ; আমার বর দরজা খুলে তো থ !! আমার বস আমাকে দেখতে এসেছে ফল হাতে !! আমাদের সব খাবার লেপের নিচে !! কিন্তু গন্ধ তো চাপা দেওয়া যাচ্ছে না। একটু পরেই সব তো বুঝল ই, বলল "আমার ও ক্ষিধে পেয়েছে; আরো কিছু খাবার order করে দাও ; আমি ই খাওয়াবো !! " আমরা ও order করে দিলাম নানা কিছু .... একসাথে গল্প করতে করতে খেলাম। আর কোনোদিন ও শনিবার আমার সাথে কাজ রাখে নি! :)
  • Samik | 219.64.11.35 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:১১435914
  • এইসব পড়ে-শুনে আমি মনে মনে সু-এর একটা চেহারা কল্পনা করে নিচ্ছি বেশ ... অনেকটা টমক্যাটের মত, বেশ বখাটে বাঁদর টাইপের একটা বেড়াল, লেপের নিচে চাউমিন চাপা দিয়ে ড্যাবড্যাব করে চেয়ে আছে পাড়ার মস্তান হুলোটার দিকে। :-)
  • SB | 114.31.249.105 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৫435915
  • এইধরনের ফাঁকির একটা টেকনিকাল টার্ম আছে, "গুবলু" .... আশা করি সু সেটা জানেন ;-)
  • su | 117.194.235.208 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৫435916
  • আমার x বস আর একটা নাম ও বলতেন ACR- Adviced Complete Rest !
  • su | 117.194.235.208 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৭435917
  • SB'র কি আমার ই মত profession!
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৮435918
  • এই প্রজাতির বসেদের কোথায় পাওয়া যায়?
  • Tim | 198.82.24.38 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৮435919
  • বস নয়, বশ।
    অক্ষ'র পোশ্নের উত্তর : চাকরি চলে যাওয়াদের লিস্টে! :-)
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৯435920
  • মানে এই বসেদের চাকরি চলে যায়? নাকি চাকরি চলে গেলে এইরকম বস পাওয়া যায়? নাকি এইরকম বসে পেলে তবেই চাকরি চলে যায়?
  • Tim | 198.82.24.38 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:০২435921
  • বসেদেরই চাকরি যায়। গিয়ে অন্য চাকরি হয়, যে আপিসে সুতোদি নাই।
  • a x | 143.111.109.1 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৪435922
  • ক্ষী ক্ষান্ড!
  • su | 117.194.232.4 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৩435925
  • না, না ! অঙ্ক টা আরো জটিল ; মাসের শেষে হিসাব মেলাবার জন্য আমাদের পুরো team কে ই নানা কিছু করতে হয়!! অনেক কিছু সহ্য ও করতে হয় । আমাকে যদি সহ্য করে থাকে ও এর পেছনে ও অনেক খেলা (! ) থাকে!! ব্যস, আমি ও পুরো ব্যাপারটা কে খেলা হিসাবে ই দেখি !!! তাই বোধহয় টিকে আছি! :)
  • su | 117.194.232.4 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৬435926
  • আরেকটা মজার ও সত্যি গল্প বলি; আমাদের এক কলিগের ; ওকে punishment transfer করা হল শিলিগুড়ি। বেচারা বউ বাচ্চা কে ফেলে গেছে। স্বাভাবিক ভাবে ই মন টেকে না। পুজার আগে এক working day তে তিনি কলকাতা'র রাস্তায় পুরো পরিবার সহ পুজার বাজার করছেন; আর দু ধাপ উঁচু বস তখন কলকাতয় এসে আর একজন কলিগের সাথে ঐ area তেই কাজ করছেন। হঠাৎ মুখোমুখি !!! boss কলিগের নাম ধরে ডাকছেন, কলিগ তো উত্তর দিচ্ছে না! এমন ভাব যে চেনে ও না! আর স্বাভাবিক ভাবে ই boss এর মাথা গরম; বাচ্চা আর বউ ও অবাক; বাচ্চা টা বলছে, ও বাবা, তোমার নাম ধরে কথা বলছে, আর এই uncle কে তো আমি ও চিনি; একটা party তে দেখা ও হয়েছিল! এইবার কলিগ ঘাবড়ে গিয়ে যেটা করল তা হল বাচ্চা আর বউ কে ও চেনে না বলে ওখান থেকে সরে এলো!!! এরপর অবশ্য office এর ঘটনা খুব একটা সুখকর হয় নি!
  • SB | 114.31.249.105 | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১১435927
  • সু, আমার ওই প্রফেশন নয় ঠিকই, কিন্তু ব্যাপার স্যাপার অল্পসল্প জানি।

    এই প্রফেশনের সবথেকে ইন্টারেস্টিং গল্পগুলো ডাক্তারদের গিফ্‌টএর লোভ নিয়ে শুনেছি। আপনার স্টকে কিছু থাকলে ছারুন না .... দারুন লাগছে এই টই টা, জমিয়ে দিয়েছেন!
  • su | 117.194.233.49 | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৬435928
  • ঈশ্‌ এই টই টা কি নীচে চলে গেছিল! কারো কোনো গল্প নেই!!

    রঞ্জন দা'র লিস্টের ৩ নম্বর গল্প :-

    আগে ই বলেছিলাম যে বাবা কেমন গোয়েন্দা হয়ে আমাদের নজরদারি করত; তা, বাবা প্রায় ই ওদের বাড়ি যায়, গল্প ও করে, নালিশ ও করে; আর আমার result এর অবনতি দেখে তো বাবার মাথা গরম। বাবা একবার গেছে ওদের বাড়ি আমার জঘন্য resultএর পর .... এ কথা সে কথা'র পর বাবা ওকে ও সমান দায়ী করছে আমার খারাপ result এর জন্য। হঠাৎ ওর মা বলে উঠলেন "দেখুন, রাস্তা ঘাটে চোর , ডাকাত, পকেটমার তো থাকবে ই, কিন্তু নিজ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তো নিজের ই, তাই না!! " কি সাঙ্ঘাতিক situation!! আর আমি এখন প্রিয় বউমা হয়ে weekend এ একসাথে ঘোরাঘুরি, শপিং ... সব চালাচ্ছি! :)
  • su | 117.194.235.14 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৪435929
  • আমার ট্রেন জার্নির কিছু স্মৃতি :

    তখন আমার বর শিকাগো তে। বছরের শেষ; আমি একা; ভাবলাম বোনের বাড়ি যাই। নাগপুরের টিকিট কাটলাম, ট্রেন এর নাম টা একদম ই না শোনা। শেষ মুহুর্তের প্ল্যান,তাই, যাতে ই টিকিট পেয়েছি,কেটে নিয়েছি। ওখান থেকে ও বারবার জিগ্গেস করছে টাইম ঠিক দেখেছি কি না, সময় মত যাতে স্টেশন চলে যাই (ঘইট্যা লগ্নে আমার ট্রেন আর প্লেন ধরার অনেক ঘটনা আছে) ... তা, আমি ওকে নিশ্চিন্ত করলাম যে আমি সময় মত ই যাচ্ছি; অফিস থেকে এসে সব জিনিসপত্র গুছিয়ে রাত সাড়ে আটটায় ট্যাক্সি তে চাপলাম। ট্রেন ছাড়বে রাত সাড়ে এগারটায়।আমি তো খুব আনন্দে। এই প্রথম হাতে এতো সময়। বোনের মেয়ের জন্য নানা গিফট নানা সাইজ এর বাক্সে। সবচেয়ে বড় বাক্স টা লম্বায় ছিল ৫ ফুট;যাক, মাঝ রাস্তা পেরিয়েছি বাড়ি থেকে,এমন সময় বোনের বরের ফোন। আমি কোচ নম্বর,সিট নম্বর এসব যাতে ওকে দিয়ে দিই; আমি ওকে সব বললাম, কিন্তু বেচারা ঐ টাইমে যে কোনো ট্রেন ছাড়বে তা ও কোথাও দেখতে পাচ্ছে না; আমি ওকে গম্ভীর হয়ে বললাম,টিকিট তো আমার হাতে, আর ট্রেন টা অত নামী ট্রেন ও নয়, চিন্তা কোরো না, পৌঁছে যাবো; এদিকে আবার ISD; নানা প্রশ্ন; কোথায় আছি,... আর কত সময়... হঠাৎ ও প্রশ্ন করলো, ট্রেন এর টাইম টা পড়ে আমাকে শোনাও তো! আমি বিরক্ত হয় ওকে শুনিয়ে পড়লাম ২১:১৫, মানে সাড়ে এগারটা!! ততক্ষণে আমি ও বুঝে গেছি যে কি হয়ে গেল। ড্রাইভার কে বললাম যে আবার বাড়ির দিকে চল; বলে ই মাথায় এল ; আচ্ছা, গিয়ে দেখি না স্টেশন। যদি কোনো কারণে ট্রেন দেরীতে ছাড়ে। ততক্ষণে ঘড়িতে ২১:২০। গেলাম স্টেশন। ভেতরে ঢুকতে দেয় না চেকার! কি ব্যাপার! না, আমার সাথে এতো বাক্স, তা ও নানা সাইজ এর যে ওর সন্দেহ হচ্ছে!!! চেক করতে হবে ! আমি টিকিট দেখিয়ে বললাম, দেখুন, এমনিতে ই আমি লেট, ট্রেন টা আছে কি না একটু খুঁজে দিন; পরে দেখা যাবে এসব। টিকিট টা দেখে ভদ্রলোক নিশ্চিন্ত হয়ে বল্লেন, ট্রেন এখন অনেক দুর চলে গেছে। আমাকে আর পাত্তা দিল না। আমি ও এক সাইডে দাঁড়িয়ে ভাবছি কিভাবে নাগপুর যাওয়া যায়। কুলি কে বললাম, আর কি ট্রেন আছে বল। ও একটা প্ল্যাটফর্ম এর দিকে আঙ্গুল দেখিয়ে বলল ওটা যাবে আর ৭ মিনিট পর। আমি কুলি কে নিয়ে চুপচাপ একটা কামরায় চেপে বসলাম। সব বাক্স গুছিয়ে কুলিকে ছেড়ে দিলাম! ট্রেন ছাড়ল। চেকার এসে টিকিট চাইল।আমি অন্য ট্রেন এর টিকিট দেখালাম। চেকার আমাকে বলল, এটা তো অন্য ট্রেন এর টিকিট। আমি বললাম, জানি। ট্রেন মিস করেছি; এতো জিনিস নিয়ে এত রাতে তো আর বাড়ি যাওয়া যায় না। শুনলাম যে এই ট্রেন টা ও নাগপুর যায়। আর আমি রেল কে তো টাকা দিয়েছি ই। সব শুনে ভদ্রলোক বললেন, আপনি আমার সিটে বসেছেন। আমি উনাকে বললাম তাহলে তো খুব ভাল হল। আপনি তো ঘুরে ঘুরে টিকিট ই দেখবেন, আমাকে রাতে সিট নিয়ে আর সমস্যা পেতে হবে না। ভদ্রলোক আর কিছু বলেন নি , রাতে আর আসেন ও নি; আমাকে ৬০৫ টাকা ফাইন দিতে হয়েছিল, ব্যস!! বোনদের সাথে বছরের শেষ আর শুরু দারুন কাটিয়ে কলকাতা ফিরলাম।
  • M | 59.93.176.246 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০১435930
  • উ: কত অপেক্ষা করালে এ এ এ !

    আমিও এসব করি,হামেশাই ভুলে যাই, তাত্থেকেও মারাত্মক যে অনেক সময় কালার দেখেই বাসে উঠে পড়ি, এইভাবে একবার সাতের বদলে থ্রী এ তে চেপে বসেছিলুম, আর শেষে কন্ডাক্টরকে কি ধমকে নেমে এলুম, শেষে যখন নামলাম তখন দেখি সে মিন মিন করে বলছে, আপনি তো জানতে চাননি।আসলে যখন আমি বলছিলাম তখন সে ঝড়ের মুখে সে কিছুই বলতে পারেনি।:P
  • shrabani | 124.124.86.102 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২435931
  • কলকাতার অনেকেরই ট্রেন বিভ্রাটের একটা কমন গল্প হল পুরী আর জগন্নাথ এক্সপ্রেস!
  • Samik | 219.64.11.35 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৪435932
  • আরে এটা আমার হয়েছিল। তবে জগন্নাথও নয়, পুরী মিস করে আল্টিমেটলি ত্রিবান্দ্রাম এক্সপ্রেসে করে ভুবনেশ্বর পৌঁছেছিলাম।

    সে এক গল্প। লিখেছিলাম বোধ হয়।
  • su | 117.194.230.153 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭435933
  • হারিয়ে আর যাবো কোথায়! কণ্বমুণির আশ্রম ও তো বুক্‌ড!! এর মধ্যে বই মেলা থেকে আসার পর থেকে ই আমাদের বাড়িতে পশু-পাখিপ্রেম উথলে উথলে পড়ছে, আর আমি মোছার বৃথা চেষ্টা করে যাচ্ছি!! পড়শু রাতে জিগ্গেস করলাম "এতো ই যখন পছন্দ, বাড়িতে একটু জায়গা বার করে একটা খাঁচা কিনে আনবো সামনে দেখার জন্য! " দীর্ঘশ্বাস ফেলে উত্তর এলো
    " আমার তো রেখা কে ও পছন্দ,মনীষা কৈরালা কে ও পছন্দ,সোনম কাপুর কে ও পছন্দ, আর বৃন্দা কারাত কে ও পছন্দ!! "
    বাঙাল রা বলে থাকি একটা কথা " খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়,..... "; ভাবুন, কিভাবে আছি !!!
  • Samik | 122.162.75.156 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭435936
  • কিংবা পাক্ষিক।

    ক্ষিক :-)
  • Samik | 122.162.75.156 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭435934
  • কী পাশবিক !! :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন