এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৪১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • su | 117.194.227.191 | ২৮ জানুয়ারি ২০১০ ১৭:৩৫436292
  • আমার দিল্লী যাওয়া কেন, এই দুনিয়া থেকে চলে গেলে ও যে হুতোর কোনো সমস্যা হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিন্ত। ওর বাড়ির সবাই তখন নানা বাগান ঘুরবে "পদ্মের" সাথে মিলিয়ে ফুল খুঁজতে;ছেলে একবার ভুল করেছিল,আর দেবে না!!! আর samik বলেছে ঠিক ই :- দোকানদার আত্মীয়,আমাদের care taker, ওর পরিবার, আমাদের ঘরের মিনু- এমন অনেকে আছে দাদা'র ব্যথায় সমব্যথী! সেদিন তো মিনু বলে ই দিল... ক'দিন তুমি চেঁচাও নি দাদা'র উপর,আমি ভাবলাম তুমি এখন ভাল হয়ে গেছ!! দাদা ও বোধ হয় তা ই ভেবেছিল!

    care taker সেদিন করুণ মুখ করে বলল "ছোড়দা'র সাথে এমন কোরো না ,সবাই সবটা পারে না;গাড়ী তো চালায়,গাড়ী যে নোংরা,বাইরে থেকে তো বোঝা যায় না!! আর বাইরে টা নোংরা থাকলে ও তোমাদের তো বাইরে থেকে কেউ দেখতে পায় না!

    যাক, আর দু:খ করব না... আমার বোনের মেয়ে'র ভাষা বিভ্রাট নিয়ে কিছু বলবো।
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১৮:০০436293
  • বেথের গপ্পো হহপাপ্রে সুতোয় আছে। তারপরে গপ্পো শেষ। ফুলিস্টপ।
  • su | 117.194.231.245 | ২৮ জানুয়ারি ২০১০ ১৮:০৪436294
  • আমার বোন থাকে নাগপুর... যে society তে ওরা থাকে আর পাঁচটা'র মত সেটা ও একটা mini ভারতবর্ষ। তা, বোনের মেয়ের কথা বলার সময় হয়ে গেছে,আওয়াজ ও বেরোয়, কিন্তু অবোধ্য। বোনরা ভীষণ চিন্তায়; doctor এর কাছে নিয়ে যাওয়া হল; সব শুনে doctor বললেন যে বাচ্চা ভাষা ধরতে পারছে না। যে ভাষা টা বেশী চলে সেটাতে ই কথা বলতে হবে ঘরেও। এবার মা বাবা বাঙাল ভাষা ছেড়ে হিন্দী শুরু করলো,মেয়ে ও কিছুদিনের মধ্যে মুখে খই ফোটাতে শুরু করলো;বোনের মেয়ের বয়স এখন চার; সে চার/পাঁচ টা language মিলিয়ে কথা বলে।আর বোনের হয়েছে সমস্যা।এখন সে মেয়ের সাথে বাংলা বলে,সেদিন ঘুম থেকে মেয়েকে আদর করে তুলতে গেছে "মাম্মা, পাঁচটা বাজে, ওঠো,সব্বাই খেলতে যাচ্ছে"। মেয়ে লাফ দিয়ে উঠে বলল "pastaa !! কউন বানায়া! আপনে ইয়া পাপা নে! ম্যায় আপ দোনোসে বহুত প্যায়ার করতি হু! "

    আর সে নতুন শিখেছে ঘরের সব গোপন কথা বাইরে বলে; বোনকে নানা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়; তা, বোন ওকে শেখাচ্ছে " আমরা তোমাকে কত ভালবাসি; আমি,তোমার বাবা আর তুমি- আমরা তো এক ই ঘরে থাকি, তাই ঘরের কথা আমরা ঘরে ই বলবো, বাইরের কাউ'কে বলবে না...etc etc "। বোনের মেয়ে গম্ভীর মুখে খুব মনযোগ দিয়ে শুনে উত্তর দিল " ঠিক হ্যায় মাম্মা, cow কে ভি বলবো না, dogi কে ভি বলবো না, cat কে ভি বলবো না, monkey কে ভি বলবো না, এরপর আস্ত animal kingdom....
  • Arijit | 61.95.144.122 | ২৮ জানুয়ারি ২০১০ ১৮:২৬436295
  • এত নিরাশ হইতে নাই। ফোকটে কত আমসত্ব পাবে ভাবো দিকি?

    (আমরাও পাই কিনা) ;-)
  • pipi | 141.80.152.168 | ২৮ জানুয়ারি ২০১০ ১৮:৪৬436296
  • এই সুতোর নামটা দেখে ধরতে পারি নি। ভিতরে ঢুকে বুঝলাম ইহা শুধুমাত্র কত্তা গিন্নী দের বৈঠুকি ঠোকাঠুকির আসর। হউক হউক আরো হউক, চার দেয়ালের ঘেরাটোপ ছেড়ে ঘটিবাটির ঠ্যাংঠ্যাং আখাড়ায় মালকোঁচা মেরে নামুক। আর আমার মত কথকিঞ্চিৎ সংখ্যালঘু যারা আছি তারা আয়েস করে বেড়ার বাইরে বসে লবণ সহযোগে তেঁতুলের আচার সম উপভোগ করি:-)
  • su | 117.194.231.245 | ২৮ জানুয়ারি ২০১০ ১৯:১৮436297
  • গত পরশুদিন আমার বোন ওর মেয়ে'র উপর রেগে গিয়ে mother tongue এ স্বগতোক্তি করছিল "মাইয়া ডার উপর এমন মেজাজ গরম হইতাসে, ইচ্ছা করতাসে ....etc etc। " বোনের মেয়ে তো এখন এসব ভাষা ধরতে পারে; মা যে ওকে বকছে এটা ও খুব ভালো বুঝলো; এরপর মারাঠি বাঈ এর কাছ থেকে সদ্য শেখা মারাঠি style এ নিজের মা কে "তুই" সম্বোধন করে ও উত্তর দিল "আব্বে,মুঝে মাঈয়া মত বোল,ম্যা তেরি বেটি হুঁ। krishna কো বোল জাকে যশোদা কো মাঈয়া বোলনে কে লিয়ে! যশোদা krishnaa কে মাঈয়া হ্যাঁ, ম্যা কিসি কি মাঈয়া নেহি বনুঙ্গি,ম্যা girl হুঁ !!
  • pipi | 141.80.152.168 | ২৮ জানুয়ারি ২০১০ ১৯:২২436298
  • সু, এগুলো শিশু টকে লিখুন না।
  • su | 117.194.231.245 | ২৮ জানুয়ারি ২০১০ ১৯:২৭436299
  • o.k. আসলে আমি এখনো খুব একটা সড়গড় নই... তিনদিন হল সবে গুরুচন্ডালি তে ঢুকেছি, খুঁজছি শিশুটক।
  • rabaahuta | 203.99.212.53 | ২৮ জানুয়ারি ২০১০ ২০:৫৩436300
  • বালিকাটি ছিল নিতান্ত পড়ুয়া, আর বালকটি অকালপক্ক, সুপ্তবখাটে, ব্যান্ড অফ ব্রাদার্সবিহনে কোথ্‌থাও যাওয়া আসা করে না। তো, একদা কি করিয়া মিলন হলো দোঁহে, ফুলের আগুন লাগিয়ে দিল, জাগরনে তারে না দেখিতে পাই,খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ, মানে রোমাঞ্চের এক্কেরে পরাকাষ্ঠা। এদিকে সবাই জনে বালিকা কিছু জানেনা শুধু ট্রিগনোমেট্রির কথা বলে ইত্যাদি, তো সেও বখে গেল একদিন, কালক্রমে।
    তবে যতই সার্কাস্টিক হাসুন, সে যুগের আগরতলা ছিল যেন সাক্ষাৎ বৈকুন্ঠ। উত্তর্পূর্বের ৪ ডীগ্রির ঠান্ডাকালে উক্ত বালক বালিকার পাকা চেনা, উত্তাল কুয়াশা, বন্ধবীর করাল পিতার ছ ইঞ্চি দুর দিয়ে সাইকেল চালিয়ে পালিয়ে গেলেও দেখতে পেতেননা। পূর্বোল্লিখিত কলেজটিলা আগরতলার মায়াকানন, তার দ্বারে দ্বারে দ্রুম (ডি: চোরাই উপমা), লেকে লেকে লেক ডিস্ট্রিক্ট, আর ঐ, কিউপিডের দান কুয়াশা।
    আগরতলা ছোট্টো জায়গা, সবাই সবাইকে চেনে, তো গুটি পাঁচ ছয়েক সহ অকাল্পক্ক বালক বালিকা কাপল হিসেবে পরিচিত ছিল শহরে, বলতে নেই তার এক আধ খানা ব্যাতিক্রম বাদে সবাই অ্যালেজেডলি অভিশপ্ত বাল্যপ্রেমকে পাকিয়ে তুলে বিয়ে থা করে সংসারি হয়ে প্রেমের ভুষ্টিনাশ করে ক্ষ্যান্ত দিয়েছে। তো তাদের মধ্যে এই বালক বালিকা ইস্পেশাল ছিল, কারন তারা মোটে পড়াশুনো করত না (উত্তর পাকা চেনা), তো আপামর লোক তাদের সংগে নিজেদের আইডেন্টিফাই করতে পারতো সহজে।
    তো এতে আর নতুন কি? এরকম তো কতই হয়। তা বটে, তবে কিনা জেব্রার প্রিন্টের মত সব প্রাক এবং উত্তর বৈবাহিক দাম্পত্য প্রলাপই স্বীয় কন্টেন্ট মহিমায় স্লাইটলি স্বতন্ত্র।

    তো, বালক বালিকার লাল নীল সংসার চলতো টিউশন কেটে শহর ছেড়ে দুরে, হিতৈষি চক্ষুর আড়ালে, সাইকেল বাহনে সিনিমাসুলভ নদীর ধারে, সিলসিলা সদৃশ সর্ষে খেতের মাঝে, ধানখেতের মধ্যে শ্যালো পাম্পের ধাপিতে টিফিনবাক্সতে ম্যাগীসহ। সদ্যবখাটে বালিকা ততদিনে পুঁথিগত শিক্ষার অসারতা সম্পর্কে সম্পূর্ন ওয়াকিবহাল।
  • sg | 70.43.116.130 | ২৮ জানুয়ারি ২০১০ ২১:৪০435814
  • সু এর লেখা অনবদ্য। সাম্প্রতিক কালে গুরুতে এমন সুন্দর নির্মল হাসি পেয়েছি বলে মনে পরছেনা। যেখানে সবাই নিজেকে বড় দেখাতে চায়,সেখানে নিজেকে নিয়ে এই রসিকতা , সত্যি ওনার লেখাকে আরো আকর্ষনীয় করে তুলেছে ।
    আপনার কাছে আরো লেখা পাব এই আশা থাকল ।
  • Du | 65.124.26.7 | ২৮ জানুয়ারি ২০১০ ২১:৪৭435815
  • চৌমোহানীগুলো কি বাদ থাকতো একেবারেই?
  • Nina | 66.240.33.39 | ২৯ জানুয়ারি ২০১০ ০১:৫১435816
  • সত্যি , সু তোমার কথাগুলো একেবারে দিলটাকে বাগ বাগ করে দেয়। আর সামরুর পোস্টটা তে মনে আরও ফুর্তি , আজ বাড়ী গিয়েই ওর অ্যালবামট হাঁটকাতে হবে--নামটা শোনা শোনা --এই হতভাগা আপিশ পয়সা দেয় বলে মাথা কিনে রেকেচে--দুনিয়া-জাহান blocked এট্টু যে অর্কুট খুলব তার উপায় নেই গা।
    হি হি হি হি ঐ পদ্মফুলের ন্যায় তাদের ছেলে ---ওফ এ যে কি দারুণ কতা---আমার শাউড়ি এখানে এলেন যখন প্রথমবার --বন্ধুর বাড়ী ডিনারের নেমন্ত , দ্যাখেন মেয়েটির বর বাসন মাজছে--- বাড়ী এসে সে কি গজগজ---আমায় ঘুরে ফিরেই বলতে লাগলেন ' ও নিনা, বাবুল যে বড় আদরে মানুষ , ওকে এক গ্লাস জলও কখনো গড়িয়ে খেতে দিইনি, ওকে বাসন মাজিয়োনা, ও ওসব পারবেই না ---ইত্যাদি---আর আমি যেন সেই জন্মে থেকে বাসন মেজে মেজেই বড় হয়েছি! তা সে পদ্মfool আজও বাসন মাজলনা! অদিখ্যেতা করে বলে আমি মেজে দিই, আমি ছেড়ে দিয়ে দেখেছি সে কোনওমতে এঁটোনামটি খন্ডায়---তাকে আবার না মাজলে চলবেই না----আমিও ভাবি করে নি বড্ড আদর দিয়েছে মা আর দিদি, তাই যাকগে আমিই করি--ওমা একদিন আমাদের এক ছেলেমানুষ বন্ধুর নতুন বিয়ে হয়েছে , তাকে বলছে ঘরের যে কাজটি করতে চাওনা সেগুলি স্রেফ নোংরা করে করে রেখ নইলে পর্মানেন্টলি তোমার ঘাড়ে চলে আসবে--দুই শয়তানের সে কি হা হা হাসি--বোঝ!!
    কিন্তু টপ গপ্প হল আমাদের আর এক বন্ধুর--তার শাউড়ির। ঘরের আলোর বাল্বটা গেছে, ছেলে বদলাতে যাচ্ছে, তার মায়ের শশব্যস্ত বাধা--বাপি তুই ছেড়ে দে, রত্না ফিরে এসে করবেখন। ছেলে অবাক, বলে কেন --মা বল্লেন যদি শকটক লাগে, তোকে ছুঁতে হবেনা বাবা!! তাদের দশবছরের মেয়ে আমাদের কছে এই গল্পটা ফাঁস করেছে।
  • rimi | 168.26.215.135 | ২৯ জানুয়ারি ২০১০ ০২:২১435817
  • ইস্‌স বাঙালী শাশুড়ির ছেলে হয়ে জন্মালে কি ভালো হত!!
  • Sibu | 216.239.45.4 | ২৯ জানুয়ারি ২০১০ ০২:২৯435818
  • কে জানে বাবা। আমি তো বাঙালী শাশুড়ির ছেলে হয়েই জন্মেছিলাম। এ সব কথা তো কখনো শুনি নি। কেউ কেউ বোধ হয় এস্পেশাল ছেলে হয়ে জন্মায়। তাদের মায়েরা অম্নি করে প্রোটেকশন দেয়।
  • rimi | 168.26.215.135 | ২৯ জানুয়ারি ২০১০ ০২:৩৬435819
  • উঁহু, তুইই ইস্পেশাল ছেলে ছিলি :-))
  • de | 117.98.150.175 | ২৯ জানুয়ারি ২০১০ ০৭:৫৯435820
  • রিমি আর নীনাদি কে ডিট্টো, সত্যিই বাঙালী শাশুড়ী আর তাদের ছেলে-- এটা একটা দুরন্ত কম্বি, সারা পৃথিবীতে জুড়ি মেলা ভার :)। আমি ঢের ঢের নারীবাদী শাশুড়িদেরো একই আচরণ কত্তে দেখেছি, কেন?? ফ্রয়েডীয় প্রভাব কি বাঙালী মেয়েদের/মায়েদের মধ্যে বেশী :)?
  • pi | 128.231.22.89 | ২৯ জানুয়ারি ২০১০ ০৮:১৬435821
  • এই ওভারপ্রোটেকশনজনিত সিনড্রোমে আমার মা ও ভোগেন বটেক, কিন্তু সে তো ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই !
    চুল-চেরা হিসেব করে দেখলে দাদার চেয়েও বেশি আমার বেলায়।
    তবে তাতে বৌমা বা জামাইয়ের ও খুব বাঁশ হয়েছে এমনটাও তা না, কারণ সেই সব কাজ ই তিনি সম্ভব হলে নিজে করে ফেলতে চেষ্টা করেন, এবং অবশ্য ই বাবাকে এসব ব্যাপারে কোনো উদ্যোগী না হবার জন্য এবং নজর না দেবার জন্য প্রভূত বকা-ঝকা দেন।
    মানে সবচে বেশি বাঁশটা খান আমার বাবা ! :p

  • su | 117.194.226.252 | ২৯ জানুয়ারি ২০১০ ০৮:৩২435822
  • আমার বিয়ের পর আমার একজন মসিশাশুড়ি আমাকে একটা গল্পের মাধ্যমে এত্তো সুন্দর করে "শ্বশুরবাড়ি" বুঝিয়েছিলেন, সেটা ই বলছি :-
    এক সুখী পরিবার... মা-বাবা-ছেলে-মেয়ে। ছেলে'র বিয়ে দিলেন।কিছুদিন পরে মেয়ে'র ও বিয়ে হল। তো, এক প্রতিবেশী জিগ্গেস করলেন মহিলাকে; কি দিদি, কেমন চলছে ছেলে আর মেয়ের নতুন সংসার! মহিলা উত্তর দিলেন " কি আর বলব দিদি, জামাই যে আমার কি ভাল, মেয়ের যা খেয়াল রাখে, মেয়ে যা বলে,তা ই শোনে,etc etc; আর আমার ছেলে!! একটা ভেড়া তৈরী করেছি দিদি,কোনো ব্যক্তিত্ব নেই দিদি, শুধু বৌ এর কথা'য় ওঠে আর বসে!!! "
  • M | 59.93.207.109 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:০৭435823
  • উ: আমিও নিজেকে অনেকক্ষন থামিয়ে রেখে আর না লিখে পাচ্চিনা,

    তো সেই পরের ছেলে ও এমন ধারা ছিলো,এমনকি স্নান করে চটি বাথরুমে ফেলে আসতো, সেই পাবলিক রিসেন্ট বাড়ী ছেড়ে ফ্ল্যাট বাসী হয়েছে, বাড়ী পুরোটাই অফিস হয়ে গেলো। ( হায় সেই ছাদ, আবার ১৪ ই ফেব্রুয়ারী এসে যাচ্ছে )আমরা কয়েকমাসের ব্যবধানে ফ্ল্যাট বাসী হলাম।তার আগে ফ্ল্যাটের লোকেদের অদ্ভুত জীব মনে হতো।সে যাকগে,তো তিনি নাকি আমার দ্বারা অনুপ্রানিত হয়েছেন,কোনো মেড রাখবেন না ঠিক করেছেন।এখন নিজেই রান্না , নিজেই সাফসুতরো,আমার আনন্দে শ্বশুরবাড়ীর লোকজনকে ফোনাতে ব্যাপক ইচ্ছে যাচ্ছে।জেদিন কথা হবে মাম্মাকে শোনাতেই হবে।(খিঁক)
  • de | 59.163.30.5 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৩৭435825
  • দেখি, পাই কি বলে সুতোর পোস্ট পড়ে -- তাপ্পর লিখছি -- তবে মাসীমা এক্ষেপশন পাই :)
  • sumeru | 117.99.47.91 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৪২435826
  • হুতো বেশ বাংলা লিখছে তো।
  • suchetana | 122.172.54.83 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৫১435827
  • আমিও অনেক চেষ্টা করেও লোভ সামলাতে পারলাম না।

    বিয়ের একমাস পরে এক দম্পতি বান্ধব্‌গড় গেলেন হানিমুনে। প্রথম দুইদিন শেয়াল,হরিণ, বুনো মোষ দেখে তৃতীয়দিনে বাচ্চাকাচ্চাসমেত ব্যাঘ্রপরিবারের রোদ পোয়ানো দেখে আনন্দে ফোন করলেন কোলকাতার দুই বাড়িতে। ছেলের মা শিউরে উঠে শুধোলেন ""ওগুলো সব খাঁচার ভিতরে ছিল তো? বাবি যেন বেশি কাছে না যায়, খাঁচায় হাত না দেয়, দেখিস""।

    আরো কয়েকমাস পরে ফোনে নতুন খবর পেয়ে হবু ঠাকুমা ফোন করলেন হবু দিদিমাকে। সংবাদটি দিয়ে বললেন ""তবে বড্ড তাড়াতাড়ি হল, বাবির এখনো বাবা হওয়ার বয়স হয় নি""।

    বাবি তখন ত্রিশ, বাবি তখন ....................
  • su | 117.194.226.252 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৫৬435828
  • আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি......
  • Arpam | 216.52.215.232 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৫৭435829
  • হনিমুনের একমাস পরে বাচ্চাকাচ্চাসমেত দম্পতি হনিমুনে গিয়ে বাঘ দেখলেন পড়ে কেমন চমকে গেছিলাম। সেকেন টাইম পড়ে ক্লিয়ার হল! :-)
  • Arpan | 216.52.215.232 | ২৯ জানুয়ারি ২০১০ ১০:৫৮435830
  • টাইপো, টাইপো, ওটা আমি!
  • suchetana | 122.172.149.215 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:০৪435831
  • অর্পন, এরেই কি কয় রিডিং বিটুইন দা লাইনস? :-)
  • de | 59.163.30.5 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:০৫435832
  • আম্মো ওখানটাতেই হোঁচট খেয়েছিলাম, তবে "বাবা হওয়ার বয়স হয়নি" টা ব্যাপক :)

    হুতোর আগের পোস্ট-টা মিস করে গেসলাম, দারুণ লেখা, আট্টু হোক হুতো -- জালিম দুনিয়ার হাত কুয়াশার আড়াল ছাড়িয়ে পৌঁছানোর গপ্পো হোক :) --
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:০৭435833
  • বাঙ্গালি বহু ভি একদিন শাস বনেগি / তব দেখা যায়গা ইয়ে লোগ ক্যায়সা ক্যায়সা বেওহার করতি হ্যায় :-)

    লেকিন যানে সে পহেলে এক বহোত পুরানি কাঁহাবত

    যব ঘুঁটে পোড়তা হ্যায় তো কোয়ি কোয়ি হাসতা ভি হ্যায় !
  • suchetana | 122.172.149.215 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:০৯435834
  • কি মুশকিল ! আমি তো ""হানিমুনের একমাস পরে বাচ্চাকাচ্চাসমেত দম্পতি ......... "" দেখতে পাচ্ছি না। তোমরা কি করে পেলে এই লাইনটা?
  • sumeru | 117.99.47.91 | ২৯ জানুয়ারি ২০১০ ১১:১২435836
  • কোনটা?
    বাচ্চাটা । তার বাবাটা? কোনটাই বা টাইপো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন