এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৪১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.197.189 | ২৭ জানুয়ারি ২০১০ ২১:৪২436259
  • উ: কি স্টক হ্যায় রে!

    আরো হোক।
    মাগো!
    পেটে ব্যাথা হয়ে যাচ্ছে।
  • pi | 72.83.210.50 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:৩৫436260
  • শেষবারের কোলকাতার পুজোয়, দাদাদের হাউসিং এর পুজোয়, কোন একজন মাসিমার সাথে বৌদি আমার বরের আলাপ করিয়ে দিএছে। আমি একটু দূরে ভাইঝির সাথে খেলছিলুম। তা, শুনতে পেলুম, মাসিমা বেশ গম্ভীর ভাবে বরের কাছে তঙ্কÄ-তালাশ করছেন টরছেন, কদ্দিন বিয়ে হয়েছে টয়েছে, এইসব। এমনিতে সে কম কথার মানুষ, এইসব প্রশ্নবাণ ধেয়ে এলে তো পালাতে পারলে বাঁচে। তা, খেলতে খেলতে আমি শুনছিলাম, আর মজা ই লাগছিলো বেশ, বেড়ে বিপাকে পড়েছে। কেমন জব্দ ব্যাটা।
    আমার দিকে দেখি বারবার কাতর নয়নে তাকাচ্ছে, আমি য্যানো এখনি ওখানে গিয়ে ওকে রিপ্লেস করি, এমনি একটা অনুরোধ অনুরোধ ভাব।
    বলা বাহুল্য, আমি খেলায় ব্যস্ত, কিছুই বুঝতে পারছি না। :)
    যাগ্গে,যার জন্য কান খাড়া করে অপেক্ষা করছিলাম, একটু বাদেই অবধারিত সেই কোশ্চেনটি এল,তা,ছেলে মেয়ে ক'টি।
    সে মক্কেল শুনি ততোধিক গম্ভীরভাবে উত্তর দিচ্চে, আজ্ঞে,আপাতত একটি। একটিকে নিয়েই ব্যতিব্যস্ত।
    বলে টলে আরো গম্ভীরভাবে আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ঐ যে, খেলছে। ভাইঝি তখন সেই সিনে নেই। প্যান্ডেলের অন্যদিকে, ক্যাপ ফাটাতে ফাটাতে কার পিছন পিছন ছুটছে।
    এভাবে প্রতিশোধ নেবে ভাবিনি। :(
    মাসিমার মুখটি অবশ্য দেখার মত হয়েছিল।
  • Nina | 66.240.33.39 | ২৭ জানুয়ারি ২০১০ ২২:৫৭436261
  • দারুণ !! চলুক চলুক। তবে সু, আমার ও গোড়ায় এই প্রবলেমটা ছিল। যদিও আমি বেশ ফারাকেই আছি বয়সে, কিন্তু সে ভালমানুষের পোর এমন একটি ভাজা মাছ উল্টে খেতে নাজানা কচি কচি মুখ (বাঙালী মায়ের একমাত্র ছেলে, তায় বাড়ীর বেবি, উফ!) তা আমাকে বিয়ের পর থেকেই শুনতে হত, বেশীরভাগ ক্ষেত্রে ওদের বাড়ীর মেয়েদের কাছে, তোমাকে না ওর থেকে বড় লাগে " তারপর ধম্মের কল বাতাসে নড়ল। তার চুলে পাক ধরল (তিরিশ বছর বয়েসেই মাথা হাপ সাদা, হি হ হি ) কি ভগ্যি রঙ করেনা--আর বেশ আমার যত্নে একখানি গোল ভুঁড়ি----ব্যাস এবার আমরা বেড়াতে গেছি, তিনি হোটেলের ঘর বুক করছেন তো করছেনই--আমি বিরক্ত হয়ে গেলাম, দেখিতো---ওমা দেখি সেখানেও নেই(নিশ্চই কোনো খাবারের খোঁজে ততক্ষণ) তা ডেস্কের লোকটি আমায় বল্ল আপনার বাবা ঐ দিকটায় গেলেন---আহা কি আনন্দ আকাশে বাতাসে----ঘুরে এসে ওর বাড়ীতে , আর এখন সব্বাইকে বলি গপ্পটা!!
    তা তোমারো দিন আসছে, অবশ্য যদি ঐ চুল পাকার রোগটা থাকে তোমার হুতোর :)
  • kk | 76.114.64.110 | ২৭ জানুয়ারি ২০১০ ২৩:৩৭436262
  • ও হ্যাঁ আমারও মনে পড়েছে। এই ধরণের একটা গল্প আমারও আছে। তখন আমি বোধহয় বি এস সি থার্ড ইয়ারে পড়ি। কোনো এক কাজিনের বিয়েতে গেছি, ঘর ভর্তি আত্মীয় স্বজন। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এক লতায় পাতায় মাসিমার সাথে দেখা। আমার হাত ধরে ছিলো দিদির মেয়ে শালিখ, তার বয়স ৩-৪ হবে। মাসিমা এক গাল হেসে বললেন 'তোমার মেয়ে বুঝি?' 'আজ্ঞে না, দিদির মেয়ে'। 'ও, ঐ হলো বুঝলে না? মাসিমা আর মা একই'। 'আজ্ঞে হ্যাঁ,তা তো বটেই'। এইবার সিঁড়ি পেরিয়ে ভেতরে ঢুকতেই মেসোমশাইয়ের সাথে দেখা (ঐ মাসিমারই সোয়ামী মেসো আর কি)। তিনি এক গাল হেসে বললেন 'ইটি কে? তোমার বোন?' 'আজ্ঞে না, বোনঝি'। 'ও:, ঐ একই হলো, ক'বছর আগে জন্মালে তো বোনই হত'। 'আজ্ঞে, তা তো বটেই।'
  • su | 117.194.226.246 | ২৮ জানুয়ারি ২০১০ ০৯:৪৬436263
  • খুব মজা লাগছে... কিন্তু আমার দু:খ হল এখন পর্যন্ত complement তো দুরের কথা, স্বাভাবিক কথাটা ও শুনলাম না!! আর Nina, আমার সে কপাল নেই... হুতোর বাবাকে দেখলে ওর বড় দাদা বলে ও চালানো যাবে! এটা ওদের বাড়ির ধাত! আর আমাকে স্বান্তনা দেবে কে... এই তো কয়েকদিন আগের ঘটনা; হুতো আড়াই/তিন বছর বাইরে বাইরে কাটিয়ে এখন কলকাতা এসেছে;তা ওকে নিয়ে আমি আমাদের পরিচিত এক বাড়িতে গেলাম।ওদের দোকান থেকে ই আমরা সব ইলেক্ট্রনিক্স জিনিস কেনাকাটা করি... তা ভাবলাম, এতোদিন বাড়ির বাইরে ছিলাম,ওদের সাথে যোগাযোগ ও করি আর জিনিসগুলোর servicing নিয়ে ও একটু কথা বলে নেবো। তো, ওদের ঘরে ঢোকার সাথে সাথে ই গিন্নী হুতোকে দেখে প্রায় আর্তনাদ (হুতো কে পলকে হারায়!!! আমি একা গেলে ও ভীষণ কষ্ট পায়,তাই সেদিন ওকে আনন্দ দেবার জন্য ই নিয়ে গেছিলাম) "এ মা,তুমি কি ওর একদম খেয়াল রাখ নি!! কি হয়ে গেছে চেহারা! ওর গ্ল্যামার টা ই হারিয়ে গেছে!!" আমি কি আর করব, ব্রহ্মতালু জ্বলছে, মুখে বিষ আসছে... ছোবল দিতে চাইছি,কিন্তু ভদ্রতায় বাধছে;অনেক কষ্টে নিজেকে আটকে হাসি মুখে বললাম "এ জন্য ই তো আবার ও কলকাতায় এলো,তোমাদের মত মানুষদের সান্নিধ্যে এলে আবার স-ব ফিরে পাবে, আর আমি এখন একটু নিশ্চিন্ত হলাম যে ওকে আমার সাথে এখন মানাবে।" ওম্মা, মেয়ে বলে উঠলো খেনখেন করে " কেনো! কেনো! তুমি বিচ্ছিরি বলে ওকে সুন্দর থাকতে দেবে না!!!"
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১০:২৯436264
  • জাস্ট ভাবছি। একজন বাঙালি ঠাকুমা হেলমেট পরে কলকাতার রাজপথে স্কুটার চালাচ্ছে।
  • su | 117.194.226.246 | ২৮ জানুয়ারি ২০১০ ১০:৩৭436265
  • হি হি হি !!! কলকাতা'র রাস্তায় আমার driving আর তার সাথে ট্রাফিক পুলিশের নানা ঘটনা ... ঝুরি ঝুরি; একটা সময় ছিল, অনেক গুলি crossing এ ই আমাকে ছেড়ে ও দিতো, just আমার বোকা বোকা যুক্তি'র হাত থেকে রক্ষা পেতে।
  • su | 117.194.226.246 | ২৮ জানুয়ারি ২০১০ ১১:০৫436266
  • pi, তোমার কথা প্রসঙ্গে আমার বিয়ের পর পর এর কিছু ঘটনা মনে পড়ল। আমার অনেক ছোটো ছোটো "তুতো" ভাই বোন আছে, আমার বিয়ের সময় ওরা চার/পাঁচ/ছয়.... এই সব ঘরের বয়সে ঘোরাফেরা করছে... বৌভাতের পরদিন আমার দিদা ভাইবোনদের জিগ্গেস করলো "জামাই বাবু কে কেমন লাগলো!" নানা মতামতের মধ্যে একটা common পর্য্যবেক্ষণ ছিলো, সেটা হল " জামাইবাবু খুব ই ভাল, অনেক কিছু দেয়,কিন্তু কথা প্রায় বলতে ই পারে না! শুধু হাসি হাসি মুখ করে থাকে,সব কথা বোধ হয় শেখেনি!! বাইরে থাকে তো!!"

    এখনো ওর কথা বলাতে ভীষণ সমস্যা... আমাদের maxcommonfriend.. তাই আমি ই বকরবকর করি; আর ওর কলিগ রা ও আমাদের বাড়ি এলে আমি ই কথা বলি! ও শুধু শ্রোতা আর দর্শক!! কেউ যদি আমাদের বাড়ি আসবে ভাবে,আগে জেনে নেয় আমি থাকবো কি না!! একবার ওর college এর বন্ধু আমাদের বাড়ি আসবে,আমাকে বললো যে আমি বাড়ি থাকবো কি না; "হ্যাঁ" বললাম; কিন্তু একটু পরে ই ওর এক মাসি'র ফোন এলো, আমি পুজা'র shopping করতে বেরিয়ে গেলাম! চার ঘন্টা পরে ঘরে এসে দেখি, আমার বর আর ওর বন্ধু- দুজন এর হাতে দুটো বই.. আর বন্ধু কেমন কান্না কান্না চেহারা করে বসে আছে!! আমাকে দেখে ই সে বেচারা রাগে ফেটে পড়লো! আমি তো অবাক! ও আমাকে আরো অবাক করে বললো, আর কোনোদিন তুই বাড়ি না থাকলে আমাকে ডাকবি না,গত চার ঘন্টা ধরে দুজনে এক ঘরে বসে আছি, আমার সাথে তোর বর শুধু একটা বাক্য ই share করলো, চা খাবো কি না; আমি " না " বললাম; ব্যস,আর কোনো কথা বলে নি, আমার দিকে একটা বই এগিয়ে দিল,নিজে আর একটা বই নিয়ে পড়তে শুরু করল!!!
  • samran | 117.99.27.248 | ২৮ জানুয়ারি ২০১০ ১১:১৪436267
  • ওরে সু,
    হুতো এরপর গুরুর পাতায়ও না নিজেকে পরাধীন, কোনো জায়গা নাই ইত্যাদি ভাবতে শুরু করে:-))

    যারা সুকন্যার লেখা পড়ে হাসছেন তাঁদেরকে বলি, তবুও তো তার মুখে গল্প শোনেন নাই, পেটে খিল আর চোখে পানি। মাস্ট:-))
  • Arpan | 122.252.231.12 | ২৮ জানুয়ারি ২০১০ ১১:১৯436269
  • বাহ। হুতোকে আমার দারুণ পছন্দ হল। :-)
  • Arijit | 61.95.144.122 | ২৮ জানুয়ারি ২০১০ ১১:৩৪436270
  • আমারও। আম্মো প্রায় তাই;-)
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১১:৪৬436271
  • এই হুতোটাকে পাশের পাড়ায় পেয়েও আমার দ্যাখা হল না। এ দুস্কু আমি কোতায় রাখি!
  • de | 59.163.30.4 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:০৭436272
  • বা: হুতো আর সুতো দুটো ই যে কি মিত্তি :), তবে হুতোর ঐ হ্যাবিট আমারো এট্টু এট্টু আছে, lambda -য় না মিল্লে কথা বেরোয় না মুখ দিয়ে !
  • su | 117.194.228.111 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৪১436273
  • ArijiArpan - ঠিক আছে, আমি ভাগ্যে ভীষণ বিশ্বাস করি....

    আরো কয়েকটা ঘটনা share করছি.. আমার বর এর দিনলিপি :
    weekdays :- সকাল সাড়ে ন'টায় নিদ্রাভঙ্গ, চা/ পেপার পর্ব শেষ হবে দশটায়। এরপর হাসি হাসি মুখে জানতে চাইবে দোকানে যেতে হবে কি না; কিন্তু আমাকে এর চাইতে ও হাসি মুখ করে উত্তর দিতে হবে " না,না, এ মা, office যাবে না! office এর আগে দৌড়ঝাঁপ.. ছি:...etc etc।" এরপর স্নান পর্ব শেষ হল লম্বা সময় ধরে... আমাকে প্রসন্ন মনে এমন breakfast বানাতে হবে যেটা সহজপাচ্য, সুখাদ্য আর খাবারের temp থাকবে ওর তড়াহুড়ায় ( !! ) office যাবার সময়ের পক্ষে উপযুক্ত! এরপর আমি ও বেরুলাম... [ যেহেতু marketing এ আছি, রাস্তায় office এর ঘোরাঘুরির পাশাপাশি নিজের সংসারের স-ব প্রয়োগনীয় জিনিস office এর ব্যাগে ঢোকাতে থাকি! একবার আমার boss আমাকে শিয়ালদায় দেখেছে ভীষণ ভারী bag নিয়ে কোনোমতে হাঁটছি; আমাকে lift দিলেন, গাড়িতে হঠাৎ পচা গন্ধ পেয়ে উনি "মিঠাই" এর গলি তে গাড়ি ঢুকিয়ে আমার bag খুলতে request করলেন... বৈঠকখানা বাজারের ত্রিপুরার বিখ্যাত শিদল, মাছ,সব্জি, মশলা etc বেরুলো, আর সব্বার নিচে আমার office এর কিছু কাগজপত্র; ভদ্রলোক রাগে হতভম্ব হয়ে আমাকে suggest করেছিলেন, next দিন থেকে যাতে office এর জিনিস আরো কম নিয়ে বেরুই, ব্যাগ টায় তাহলে আরো সংসারের জিনিস ঢুকবে!! ] যাই হোক, বাড়ি ফিরলাম, উনি ও ফিরবেন, কিন্তু কখন সেটা জিগ্গেস না করলে এ সংসারে সেতার/সরোদের আবেশ। আর জিগ্যেস করলে ই অবোধ্য বাংলা ব্যান্ড! আচ্ছা, office কে বিশাল বিপদের হাত থেকে উদ্ধার করে দশটা/এগারটা বা তার ও পর বাড়ি এলো, হেসে দরজা খুলতে হবে, তারপর direct ডিনারে গেলে তাল কেটে যাবে ; এক কাপ চা,সাথে গুরুচান্ডালি'র নানা খবর, planning,mail চেক করা... ভীষণ খুশি খুশি মুখ করে সঙ্গী হতে হবে, এরপর ও যখন টের পাবে যে ওর গুরুচন্ডালি'র প্যাঁচা চশমা পরে বেরিয়েছে খাদ্যের সন্ধানে বাঁদুড়,চামচিকা ওদের কে সাথে করে... তখন খাবার গরম করা শুরু করা যেতে পারে এবং
    সবচাইতে আবাক লাগে আমার এ সব ই ও করে প্রায় নীরবে আর হাসি মুখে!!

    weekend :-
    a.m আর দেখা হবে না, directp.m. দিয়ে দিন শুরু, নানা খবর, মতামত,বিতর্ক এসবে ঠান্ডা মাথায় অংশগ্রহণ করে breakfast (weekday'র থেকে আলাদা) শেষ হল। এবার বাজারে যখন পশুপাখিদের আসার সময়, তখন আমার কাছে প্রশ্ন আসে ভীষণ serious সংসারি চেহারার মুখ থেকে; "বাজার লাগবে না!!" আমাকে তার চাইতে ও serious মুখ করে উত্তর দিতে হবে " এ বাবা, এই রোদে! কোনো দরকার নেই ।" আর কথাগুলো inlaws দের শুনিয়ে বললে একটু pointgain করার chance থাকে সংসারের খেলায়, কারণ ওদের কথা অনুযায়ী ওদের "পদ্মফুলের মত ছেলে যাকে একটু প্রতিকূল পরিবেশের মধ্যে পাঠালে ই পায়ের নীচ দিয়ে ঠান্ডা ঢুকবে আর মাথার উপর দিয়ে গরম !!!" আর তাই সেই পদ্মফুল আমার মত গোবর কে খুঁজে নিয়ে সুখে সংসার করছে!

    আমার ভূমিকা যদি একটু ও পাল্টায়, আমি যদি সংসারে ওর প্যাঁচার মত মুখ আর আওয়াজ করি তাহলে আমার নীরব বর একটা line বলে ই একটু উঁচু স্বর এ " আমি পরাধীন!!"
  • rabaahuta | 203.99.212.54 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৫৯436274
  • অপপ্রচারে ধরাধাম পরিপুন্ন হয়ে গেল এক্কেরে। আসলে আমি স্থিতধী, শান্তিময়, শিল্পপ্রিয় লোক। সংসার হলাহলে একটু দিশাহারা আরকি, তাও স্লাইটলি, অল্প।
    মালকোষ আর ভৈরবের তফাত বুঝিনা সেই আমি যে এই ভদ্রমহিলাকে ইম্প্রেস করার জন্যে বছরের পর বছর ডোভারলেনে সারারাত ঝিমোলাম, সে কথা কেউ বললনা। সাধে কি আর কবি বলেন জমানা জালিম।
    হা হতোস্মি।

    (পতন ও মূর্ছা)
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:০৩436275
  • ভাগ্যিস স্বর্ণালী এ পাড়ায় ঢোকে না!
  • su | 117.194.228.111 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:০৫436276
  • বা: হুতো, গুরুচান্ডালি'র ভরসা পেয়ে direct "ভদ্রমহিলা " !!!
  • rabaahuta | 203.99.212.54 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:০৯436277
  • অকল্মাষ কবিবর আতপ তপ্ত করোটিরে
    ঠান্ডা করে দ্রাক্ষাসবে কলস্বিনী নির্ঝরের তীরে
    প্রঙ্কÄলিত হুতাশন দাউদাউ জবর জঠরে
    কেন্টাকি দোকানীরা রেখেছে মুর্গী ভাজা করে
    কবিপত্নী বারম্বার বলেছেন অম্লতিক্ত স্বরে
    তাড়াতাড়ি বাড়ি ফিরো ভ্রমিও না আদাড়ে পাদাড়ে
    ত্যাজিয়া অলীক নাট্য, দেখে এসো শকুলের কিলো আজ কত টাকা করে
  • Arpan | 122.252.231.12 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:১২436278
  • সিরিয়াসলি, পিছিয়ে পড়তে গিয়ে ভেবে দেখলাম। ঘরের কোণ আলো করে ফুটে থাকা একটি নিষ্পাপ ফুল যাকে ধারণ করে আছে বন্য ক্যাকটাসের টব; গিফট হিসেবে আমারো দারুণ পছন্দ।

    কিন্তু, হায়, স্বাধীনতার বিনিময়ে কে আর চেয়েছে হলাহল? কবে, কোথা চিরস্থির এ জীবন নদে!
  • su | 117.194.228.111 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:১৮436280
  • fyi আমার পাওয়া কাঁটাগাছে কোনো ফুল ছিল না! ( স্বাভাবিক ভাবে ই, হয় তো ফুল থাকলে একটু দাম বেশি হত!! )
  • Arijit | 61.95.144.122 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:২৪436282
  • গাছ চিনতে হয়। ফুল থাকলেই কি দাম বাড়ে? অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্‌স। হুতোভায়া দুষ্কু পেও না - এনারা একই ছাঁচে ঢালা;-)
  • dipu | 61.12.12.83 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:২৪436281
  • "পতন ও মূর্ছা' টেকনিক্যালি ইনকারেক্ট। "মূর্ছা ও পতন' হওয়া উচিত।
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৩৪436283
  • আমার বউ য্যামন, কথায় কথায়, প্রতি মুহূর্তে তুলনা টানে, কবিতার বরকে দ্যাখ, শনিবার পুউরো নিজেহাতে ঘরের রান্না করে, বউকে রান্নাঘরে ঢুকতে পজ্জন্ত দ্যায় না, আর্‌তির বরকে দ্যাখ, অফিস থেকে ফিরেই ক্যামোন বাচ্চাটাকে সামলায়, আরতি সারাদিনও পায়ের ওপোর পা তুলে বোস্‌থাকে, সন্ধ্যের পর বর এলেও তাইই থাকে। সব সামলায় ওর বর। প্রীতির বরকে আজ দেখলাম নিজের হাতে সমস্ত বাজার করে ফিরছে, দু হাতে ঠাসা ব্যাগ নিয়ে। আর তোকে? তিন্টে জিনিস আনতে বললে দুটো ভুলে আসবে।

    আমি অনেকবার অফার দিয়েছিলাম, তোর যদি আর্‌তি প্রীতি কবিতার বরেদের এত পছন্দ, ওদের সাথে থাকলেই তো পারিস, আমারো তো আর্‌তি প্রীতি এদের খুব পছন্দ।

    তো তাতে ক্যাকটাসে কাঁটা কমে নাই, আরো বাড়িয়াছে। সাধে কি কবি গেয়ে গেছিলেন, ক্যাকটাস, তুমি কেঁদো না? এইজন্যিই সুমন আমার এত প্রিয়।
  • de | 59.163.30.4 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৪২436284
  • উফ! এই টই টা ফাটাফাটি হচ্চে :)
    সুতো,
    তুমিও দুক্কু করোনা (সবাই হুতোরে সান্তোনা দিলো, আমি তোমায় দি), সবসময় পজিটিভ অ্যাঙ্গেল থেকে ভাবো, লোকে তোমায় কত্ত ম্যাচিওরড ভাবে, ভারিক্কী দেখতে হওয়ার অনেক অ্যাডভান্টেজও তো আছে :))। আমার দু:খটা এট্টু বলি, বাচ্চা বাচ্চা ছেলেপুলে অব্দি প্রথমে গ্রুপে এসে "কিসে পড়ো" জিজ্ঞেস করে, এদিকে তাদের অনেকেই পরে আমারই PhD স্টুডেন্ট হবে :((। ছোট দেখতে দিদিমণি হওয়ার চাইতে বেশী দুক্কু আর কিছু নেই, মাঝে একবার চুলগুলো সাদা করবো ভেবেছিলাম ---
  • de | 59.163.30.4 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৪৬436285
  • কিন্তু সুতো, তোমার যা দিনলিপি শুনলাম, তুমি দিল্লী ফিরে গেলে তোমার হুতোরে কে সামলাবে?
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৫০436287
  • কেন? হুতোর সেই দোকানদার আত্মীয় সামলাবে! (নো অফেন্স মেন্ট :০))
  • Samik | 219.64.11.35 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৫০436286
  • আমার আপিসে এমংকি হাঁটুর বয়েসী ছেলেপুলেরা বেশ গেরামভারি স্বরে প্রথম আলাপে জিগ্যেস করে, কবে জয়েন করেছো? আমি বলি, দেড় বছর আগে। তো তারা ভেবে নেয় ফ্রেশার। বেশ রেলা নেবার চেষ্টা ফেষ্টা করে। অচিরেই তারা যখন জানতে পারে আমার আসল এক্ষপিরিয়েন্স লেভেলটা, তখন তাদের রিয়্যাকশনটা দেখতে আমার বেশ লাগে।
  • de | 59.163.30.3 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৫৬436288
  • শমীকের সখের প্রাণ গড়ের মাঠ এক্কেরে!

    কিন্তু তোমার উপর তো রেলা নেওয়ার চেষ্টা করে, আমার যে আরো অনেক কিছু সইতে হয় :) আজ্‌গালকার ছেলেপুলে সব:), সেইজন্যই চুল সাদা করানো নিয়ে সিরিয়াসলি ভাবছি!
  • a | 115.117.138.185 | ২৮ জানুয়ারি ২০১০ ১৪:৪৮436289
  • বেথে দুয়েকটা গপ্পো ছাড়ো না
  • M | 59.93.163.255 | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:৪৯436291
  • দে -র সাথে আমিও একমত, ছোটখাট হবার দু:খু যে কি সে যে না বুজেছে সে আর কি বলবে?

    এইতো সেদিন এক সহযাত্রী ভদ্রলোক ছেলেকে বাছা টাছা টাইপ করে জিগাসা করলো তুমি কোন ক্লাসে পড়ো সোনা? সে প্রায় এখন আমার মাথায় মাথায়,তারপর আমার দিকে যারপরনাই প্রীত দৃষ্টি হেনে জিগাসা করলো আর তুমি?আমি খুব গম্ভীর হয়ে বল্লুম আমি ওর মা, তো তিনি ধপ করে বসে পড়েছিলেন।বাড়ী পৌছালেন কিনা কে জানে!

    ইদিকে ছেলেকে হামেশাই শুনতে হয় ওটাকি তোমার দিদি, কি খ্যাপা ব্যাটা এই নিয়ে।

    আর হ্যাঁ , সুকে অনেক সমবেদনা, কি আর কই, এগুলোই স্বাভাবিক ধরে নাও, তাও তো সু এখন ও বলে নাই যে যখন ঝগড়া পায় তখন প্রহরে প্রহরে ঠেলে ঘুম থেকে তুলে দেয় সারারাত ঢুলতে ঢুলতে বসে থাকতে হয়, আর যেদিন আমাদের গপ্প পায় সেদিন চাঁদ মামা দেখাতে গেলেও এইসান রাগ দেখিয়ে ঘুমিয়ে পরে যে কামড়ে খামচে দিতে ইচ্ছা,নেহাত পরের ছেলে বলে তা আর করা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন