এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৪১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • samran | 117.99.40.170 | ২৬ জানুয়ারি ২০১০ ১২:১২436046
  • আহ! পোড়োবাড়িতে দরজা-জানলা থকবে না ক্যা, থাকে, তবে সেখানে মানুষজন থাকে না বলে আলো থাকেনা না! আর মানুষ না থাকলে তো সেসব বাড়ির দরজা-জানলাও ভেঙ্গে যায় অটো:-)

    ল্যাবে ভুত? তাও কিনা আম্রিকায়? তয় সে মানুষভুত লিচ্চয়!

    ব্রতীনকে আম্মো দুয়ো দিলাম:-) জম্মোদিনের খাওয়া, বেড়ানো ইত্যাদিতে তার মাথা পুরা আউলাইয়া গ্যাসেগা:-(
  • su | 117.194.228.249 | ২৬ জানুয়ারি ২০১০ ১৫:৩২436057
  • ভুত ভুত ভুত... আর নয়!!
    এবার তাড়াতাড়ি অন্য দিক এ যাই...
    আমাদের ভ্রমণ নিয়ে কিছু শুরু করি...
    আমরা,মানে আমি আর আমার বর- আমরা দুজন দুজনকে চিনি নর্সারি থেকে ( সেটা হল innocent চেনা, আর পাকা পাকা চেনা হল class IX থেকে)। তা যেটা বলতে যাচ্ছিলাম;ছোটোবেলা থেকে ই আমরা পড়াশুনা'র ফাঁকি দিয়ে অনেক ঘুরেছি... কিন্তু একটু ঠিকঠাক ভ্রমণ বলতে কলকাতায় এসে শান্তিনিকেতন যাওয়া ... তখন হাতে টাকা পয়সা থাকে না, বাবা যা পাঠায় তার মধ্যে ই যত ফুটানি (! ) ... তো ঠিক তো হল যাওয়া; থাকবো কোথায়! আমার একজন বন্ধু থাকে বর্দ্ধমান হস্টেলে...ওর কাছে রাতটা থাকবো; nextmorning শান্তিনিকেতন... বিকেলে আবার কলকাতা।বর্দ্ধমান গিয়ে বন্ধুর সাথে সারদিন খুব আনন্দ করলাম,এর মধ্যে একটা করুণ খবর শুনলাম যে আমি তো মেয়েদের হস্টেলে বন্ধুর সাথে থাকতে পারবো,কিন্তু ছেলেদের হস্টেলে ও থাকতে পারবে না! কি আর করা, আমি ওকে বললাম যে platform এ থেকে যেতে রাত টা, (পৌষ মাস, ঠান্ডা লাগার যে একটা ব্যাপার থাকতে পারে,আমার মাথাতে ও নেই), সকালে আমি station চলে যাবো। ও বাবা, রাত আটটা'র সময় আমার বন্ধুর কাছে খবর এলো,যেহেতু ও 1st year এর student,তাই ও কোনো guest রাখতে পারবে না! আর ছেলেদের hostel এ ও দিব্যি থাকতে পারবে যে কোনো senior এর guest হিসাবে!! তার মানে আমার
    plan ব্যুমেরাং হয়ে আমার কাছে ই ফিরে এলো!! আমি platform আর ও hostel! যাই হোক, একে ওকে ধরে জানা গেল যে ওখানে এক "পিসিমা'র বাড়ি" বলে এক জায়গা আছে, যারা hostel পায় না initially ওদের উনি থাকতে দেন। গেলাম রাতে;(যারা বর্দ্ধমান পড়েছেন আশা করি অনেকেই ব্যাপারটা'র সাথে পরিচিত) দোতোলায় থাকতে হবে। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিলো... সমস্যা শুরু হল এর পর থেকে। দোতোলার সিঁড়ি বলতে দেখলাম একটা ছোট্টো ঘরের মাঝখান থেকে নব্বই ডিগ্রী angle এ একটা মই রাখা,আর ছাদ কেটে রাখা চারকোনা করে!! আর উঠতে পারলে ই থাকার জায়গা- আমি তখনো পর্যন্ত এরকম খাড়া উঠতে ভয় পেতাম, আমি তো আর ওঠার সাহস পাচ্ছি না; হঠাৎশুনলাম সেই পিসিমা "কালু/ ভুলু" type এর কি একটা নাম এ ডাকলেন... সাথে সাথে আমার সামনে বি-শা-ল size এর কুকুর!!! আমি সারমেয় কে ভুতের মত ই ভয় পাই (পিসিমা কি করে যে বুঝেছিলেন কে জানে) আমি মূহূর্তের মধ্যে দোতোলায়!
    এরপর আর সেরকম অস্বাভাবাবিক কিছু হয় নি... ফেরার সময় শুরু হল আরেক নাটক; সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত,ফেরার জন্য শান্তিনিকেতন station এ বসেছি,ও চাইছিল reservation করতে,আমি confidently বললাম যে আমাদের তো এমনিতে ই টাকা নেই,শুধু শুধু reservation করে টাকা খরচ করতে হবে না কারণ train তো রাত 12টা'য়.... আর এত্তো রাতে কে আর train এ থাকবে!! গভীর রাত হল... কনকনে ঠাণ্ডা...train ও এলো... থামলো ও... কিন্তু মজা শুরু হল এর পর; দরজা খোলা নেই একটা কামরার ও; আমি আবার গর্ব করে ওকে বললাম "দেখলে তো, train এতো খালি যে দরজা পর্যন্ত বন্ধ!! reservation করলে কত টাকা নষ্ট হত! ও বাবা, দরজা তো আর খোলে ই না; এর ই মধ্যে দেখি চার/পাঁচ জন পুলিশ একজনকে কোমরে দড়ি বেঁধে নিয়ে এলো আর কামরার দরজায় জোরে জোরে লাঠির ঘা দিচ্ছে! এরপর একটা দরজা খুললো.... বাপরে!!! ভেতরে আস্ত একটা কুম্ভ মেলা!! পা রাখার জায়গা নেই! প্রচুর সব্জির ঝুড়ি... অসংখ্য মানুষ... আমি বোকার মত দাঁড়িয়ে..এর মধ্যে একজন দয়ালু সব্জি'র ঝুড়ির মালিক আমাদের বসার অনুমতি দিল ওর ঝুড়ির উপর বসতে। আর ওর ঝুড়ি ছিলো train এর washroom এ! এভাবে ই শন্তিনিকেতন থেকে কলকাতা ফিরলাম।
  • Samik | 122.162.75.206 | ২৬ জানুয়ারি ২০১০ ১৫:৩৬436068
  • পাকা পাকা চেনার ওপর কিছু লাইন চাই। :-)
  • a | 59.161.88.217 | ২৬ জানুয়ারি ২০১০ ১৬:৩১436079
  • জ্জীও। বেথে কে ক। হোক হোক পাকা পাকা চেনার কথা।
  • de | 117.98.149.19 | ২৬ জানুয়ারি ২০১০ ১৮:২৮436090
  • পাকা পাকা ছেলেদের শুধু ঐ দিকে লজর :)

    তবে হ্যাঁ সুতো, দারুণ মজা হচ্ছে কিন্তু শুনতে, আমার একবার ভুবনেশ্বর থেকে without reservation ঐরকমই এক্সপিরিয়েন্স আছে :)

    আর পাইরে আর সামরানেরে কই,

    পৃথিবীর সব ল্যাবেই ভুত থাকে বলে আমার ধারণা, অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে এদিকওদিক, এই আমারই কত্তোবার দেখা আছে :), এদেশ, ওদেশ সর্বত্র! তৃপ্ত আত্মারা ল্যাবে থাকে না :)
  • Hukomukho | 198.184.5.252 | ২৬ জানুয়ারি ২০১০ ২২:১২436101
  • শহরের বাড়িতে ভূত আসে না কে বল্ল ? গার্স্টিন প্লেসের আকাশবাণী ভবন, রাইটার্স বিল্ডিং, জিপিও , ন্যাশানাল লাইব্রেরী, হেস্টিংস হাউস, আলিপুর জেল ( যে সেলে চারুবাবু থাকতেন সেখানে নাকি এখনো চুরুটের গন্ধ পাওয়া যায়), আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঠে নাকি এখনো দিব্বি ভূত দেখতে পাওয়া যায়। বছর দশেক আগে আমি আর আমার এক বন্ধু প্ল্যান করেছিলুম ভিক্টোরিয়ার মাঠে রাত কাটাবো বলে, পয়সা জমিয়ে সবে তখন একটা FM2 কিনেছি ইতিউতি ছবিও তুলে বেড়াচ্ছি, বন্ধু মতলব দিল এত কিছু তুললাম ভূতের ছবি তুললে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ বন্ধুর হাতে আলির দোকান থেকে দুমাস আগে কেনা চক্‌চকে FM10 আমিও আমার ক্যামেরার ব্যাগ বাগিয়ে বিকেল ৪:০০ থেকেই ভিক্টোরিয়ার মাঠে ঘন ঘন গোল্ড ফ্লেক ফুঁকছি আর সুন্দরী দেখতে পেলে টেলিলেন্সে চোখ রেখে সাটার মারছি, মতলবটা হল সন্ধ্যে হলেই কোনভাবে দারোয়ান গুলোকে এড়িয়ে ঝোপেঝাড়ে সেঁদিয়ে যাওয়া, তারপরে রাত নামলে আমাদের আর পায় কে? আর তেনাদের দেখা পেলে ফ্ল্যাশ না মেরে ছবি তুললেই হবে , হুঁ হুঁ বাওয়া সাধে কি আর ৪০০ ভরেছি ক্যামেরায়। পরীর মাথায় সুর্য্যাস্ত, পাখির ঝাঁক বেঁধে উড়ে যাওয়া, প্রেমিক প্রেমিকার ঝোপের আড়ালে কিসি এইসব তুলে দিব্বি ম্যানেজ দেওয়া গেল অনেকক্ষণ, এদিক ওদিক পালিয়ে পালিয়ে একটা সময়ে দেখলাম সন্ধে সাতটা আর কেউ কোত্থাও নেই সুধু আমরা দুজন ঝোপের মধ্যে বসে আছি। বুঝলাম প্রথম পর্যায়ে পাস করে গেছি। সেই আনন্দে সবে হাতের ফাঁকে ট্যাপ করে একটা সিগারেট ধরিয়েছি, এমন সময়ে ক্রিং ক্রিং ক্রিং, আমার বন্ধুর থান ইঁট সম নোকিয়া ফোন বেজে উঠল, ওপাশে বন্ধুর সে , তখন সবে, যোগমায়া ফার্স্ট ইয়ারে পড়ছে,

    হ্যাঁ বল।
    ...............
    সেকী , বাবা মা দুজনেই ?
    ............
    বাহ: কখন ফিরবে ?
    ..........................
    আর মালতীদি, সে কোথায় ?
    ......................
    বল কি? দারুণ ব্যাপার তো। আগে বলবে তো ?
    .....................
    ঠিক আছে, ঠিক আছে আমি আধঘন্টার মধ্যে যাচ্ছি ।

    (তারপরে আমার দিকে আড়চোখে তাকিয়ে একটু পিছনে ঘুরে দুহাত দিয়ে ফোনটা একটু ঢেকে গলার স্বর একটু নামিয়ে। )

    না না ও কিছু মনে করবে না।

    ................

    আমার সোনামনা, চুংকুমনা চ্চু::

    ........

    দিলাম তো ?

    .......

    চ্চু:: চ্চু:: চ্চু:: চ্চু:: গিয়ে বাকিটা। এখন রাখি নাহলে দেরি হয়ে যাবে, টা টা বাইই।

    আমার বন্ধু তিনলাফে নন্দনের সামনে রাস্তায়, পেছনে পেছনে আমিও। কি আর করা যাবে দামী ক্যামেরা নিয়ে একা একা এই চঙ্কÄরে রাত কাটালে ভূতের ছবির থেকে নিজের ভূতে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি।

    নেহাত ই ফোনটা এসেছিল তাই নাহলে আমিও সত্যি শহরের ভূতের গপ্পো শোনাতে পারতাম তাও আবার ছবি সহ :)
  • Nina | 66.240.33.47 | ২৭ জানুয়ারি ২০১০ ০১:৪৬436112
  • অরে হুকোমুখো, জব্বর গপ্পটা :-))
    তা আবার একবার চেষ্টা করবে নাকি--ইস্‌স! ভুতের ছবি দেখতে খুব ইচ্ছে করছে।
  • M | 59.93.209.2 | ২৭ জানুয়ারি ২০১০ ০৯:৫০436123
  • হ্যা:
    এ আর এমন কি? আমি তো ভুতেদের সাথেই থাকি। রোজ রাত্তে তারা দরজা ক্যাঁচকোঁচ করে খোলে,ঘট ঘট করে কিসব সরায়। হিস হিস করে আওয়াজ করে। আর আমিও তেনারা জেগে রইলেন বলে নিশ্চিন্তে ঘুমিয়ে পরি।শান্তিপূর্ন সহাবস্থান !
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১০:৫৯436134
  • পাকা পাকা চেনার উপর কিছু লাইন... ঐ সব লাইন দিয়ে কয়েকটা N.H.(national highway) হয়ে যেতে পারে!! BTW, আমি "লা জবাব দিল্লী"র দারুন ভক্ত! আর আমার বরের দৌলতে আমার বর্তমান কর্মক্ষেত্র ও delhi, আর আমি যেহেতু marketing এ আছি,তাই delhi'r দৈনন্দিন জীবন,public transportetc নিয়ে আমার ও প্রচুর গল্প জমছে আর "লা জবাব দিল্লী"র সাথে অনেক কিছু মিলে যায়!!

    আমাদের পাকা পাকা চেনা; আমার বাবা আমদের গতিবিধি নিয়ে কি করতেন, তা একটু বলছি..
    আমরা খুব ছোট্টো আর খু-ব ই সুন্দর একটি শহরে বড় হয়েছি। ভালো'র সাথে সাথে খারাপ দিক টা হল:- সব্বাই সব্বাই কে চেনে (প্রায়) ... আর এর ফলস্বরূপ যেটা হল, আমরা দুজনকে পাকা পাকা চিনতে যত সময় লাগাচ্ছিলাম, আমাদের well wisher (! ) রা তার চাইতে অনেক কম সময়ে আমাদের সম্পর্কের গতি নিয়ে নিজেদের মত করে নানা সিদ্ধান্ত নিয়ে যতটা পারা যায় জটিলতা'র জাল তৈরী করে যাচ্ছিল। এর মাঝে আমার বাবা'র কানে ও নানা কথা ঢুকছিলো,বাবা ও ভীষণ উদ্দমে আমাদের চলাফেরার মাঝে বাধা হয়ে দাঁড়াতে থাকলো... সে অনেক গল্প! এর মধ্যে বাবার একটা habitdevelop করেছিলো,সেটা বলছি; বাবা রাস্তায় যেখানে ই আমার boyfriend (! ) কে দেখত,সাথে সাথে নালিশ করতে ওদের বাড়ি চলে যেত! আর এর চাইতে ও interesting হল তখন কিন্তু আমি নিজের বাড়িতে! আর নালিশ করতে যেতেন ঠিক ই, গিয়ে ওর মা বাবার সাথে গল্প ই করতেন আর এর সাথে ওদের ছেলেকে কোন রাস্তায় দেখেছে,কি রং এর জামা পরেছিল,এগুলি ও বলে আসতেন! আর আমরা ক্লান্ত হয়ে গেছিলাম জামা লুকাতে লুকাতে!! অস্বীকার করার জন্য আর কোনো উপায় আমাদের মাথায় আসত না!
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১১436146
  • আমার সেই boyfriend এখন আমার বাবা'র ভীষণ প্রিয় "জামাই"... শুধু আমাদের বিয়ের সাত বছর পরে ও আমার বাবার ওর "জামাই" এর profession নিয়ে একটু confusion আছে!! ঠিক কি কাজ যে আমার বর করে, আর কিসের জন্য এ যে ওকে চাকরী তে নেয় নানা organisation, দেশে বিদেশে পাঠায়... সেটা বাবা কে আমি আজ ও বোঝাতে পারি নি! ( আমার বর graphic designer... বাবাকে ওর যা কাজ ই দেখাই, বাবার মতামত হচ্ছে এগুলো তো বাড়িতে ই করা যায়(!! ) আর এই ছোটো ছোটো কাজের জন্য officesalary ও দেয়!!! )
  • Samik | 122.162.75.55 | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১২436157
  • ইকী! ইকী!! সু আমার পোতিবেসি নাকি???
  • kc | 213.132.250.2 | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১৮436168
  • ইয়ে, মানে সেই সুন্দর ছোট্ট শহরটা কি নর্থ ইস্টের সেই শহরটা? মানে আগরতলা? হ্যাঁ হলে মনে হয় "" চিনি উহাদের''।
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১২:২০436179
  • হ্যাঁ !!!!!!!!!!!!!
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:০৯436190
  • হ্যাঁ, প্রতিবেশী তো বটে ই , অনেকবার ই আমাদের দেখা হবার কথা হয়ে ও হয় নি আমার বর এর weekend আলস্য'র জন্য!!
    যেমন:- করিম'স...NTPC তে বাঙা লি association এর gettogether...
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:১১436201
  • kc'র detail প্লিজ....
  • Samik | 219.64.11.35 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:২৬436212
  • ওকে, ওকে, এইবার বুঝি চিনতে পারছি। দময়ন্তীর মাধ্যমেই তো আলাপ তোমার সাথে, তাই না?
  • su | 117.194.224.213 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:২৮436223
  • না!! না!! হুতো'র সাথে আমার একটা "সুতো"'র সম্পর্ক আছে! :)
  • Jhiki | 202.167.250.43 | ২৭ জানুয়ারি ২০১০ ১৩:৪৪436234
  • এ 'সুতো' কি যে সুতো, বোঝে কি আনজনে...............
  • rabaahuta | 203.99.212.53 | ২৭ জানুয়ারি ২০১০ ১৪:০৯436245
  • kc, আমি '৯৩মা, আগরতলা, নেতাজী সুভাষ। চেনেন নাকি?
  • Samik | 219.64.11.35 | ২৭ জানুয়ারি ২০১০ ১৪:১৬436247
  • ওহ্‌হ্‌ পাগলা। তুমি হুত্নী? আমি জানতাম হুতো একা, একমেবাদ্বিতীয়ম।

    ল্লেপ্প: সেদিন হুতোকে ফোং করেছিলাম, বলল ল্যাদ খাচ্চি, পিকনিকে যাবো না, ভাবলাম বোধ হয় একা ব্যাচেলর ছেলে, রাত্তিরে দুষ্টু মুভি দেখে টেখে অনেক রাতে বেসামাল হয়ে শুয়েচে।
  • Samik | 219.64.11.35 | ২৭ জানুয়ারি ২০১০ ১৪:১৮436248
  • তা ইয়ে, হুতো যে বলল সে পোঁটলাপুঁটলি বেঁধে দিল্লি ছেড়ে, মানে ইন্দিরাপুরম ছেড়ে পাইল্যেচে, তোমায় ছেড়ে গ্যাচে বুঝি?
  • kc | 213.132.250.2 | ২৭ জানুয়ারি ২০১০ ১৪:২১436249
  • সা-সু, আমি আপনাদের থেকে বেশ অনেকটাই বড়। সামনা সামনি চেনার চান্স একদমই নেই। কিন্তু আগরতলাতে তো সবাই সবাইকে চেনে... ওই রকম। আমরা খুব অল্প দিন ছিলাম, কলেজ টিলাতে থাকতাম। ওখানকার মানুষেরা এত ভাল যে যোগাযোগ রয়ে গেছে আজও।
  • su | 117.194.225.91 | ২৭ জানুয়ারি ২০১০ ১৮:৪৬436250
  • অনেকটা তা ই .... তবে এ মুহূর্তে আমি কলকাতা আছি ছুটিতে; হুতোকে নিয়ে সব্বার এক ই সমস্যা!! এই প্রসঙ্গে একটা মজার ঘটনা (আমার জন্য অপমানজনক) বলি :-
    kd তো ওকে ভেবেছেন class X... আর গোলপার্কের সামনে এক ট্রাফিক পুলিশ কি বলেছে শোনো; ওর তখনো দু/চার - কোনো চাকার ই লাইসেন্স নেই... আমার পেছনে বসে কলকাতা ঘুরে বেরায়(বিয়ের পরের ঘটনা)... তো, একদিন গোলপার্কের ওখানে ও চালাচ্ছে আর আমি পেছনে; ও হঠাৎ করে একটা no entry রাস্তায় ঢুকে গেলো... ব্যস, ট্রাফিক পুলিশ তো ধরেছে;রাস্তার ওপার থেকে হাত দেখাচ্ছে দাঁড়াবার জন্য! ওর লাইসেন্স নেই; আমি তাড়াতাড়ি নেমে সিট change করে ওকে বললাম যে কিছু জানতে চাইলে বলবে যে আমি ই চালাচ্ছিলাম। দুজন ই নীল জিন্স... ওকে রাস্তা'র ওপারে স্কুটার পাহারায় রেখে আমি গেছি পুলিশের কাছে..., বললাম যে ভুল হয়ে গেছে etc etc... তো বেচারা আমার কাছে কিছু চাইতে ও পারছে না আর আমি ও full mask হেলমেটে মুখ ঢেকে রেখেছি। এরপর লোকটা বলল "আপনি যান, মহিলাদের সাথে আমি কথা বলি না!!! ওনাকে পাঠান!! আমি বললাম যে চালাচ্ছিলাম তো আমি, কথা বললে তো আমার সাথে ই বলতে হবে! যাই হোক,ওকে ও হাতের ইশারায় ডাকলো।স্কুটার নিয়ে ও রাস্তা cross করে এলো... এরপর ওকে একটু সাইডে নিয়ে গিয়ে চাইলো (! )...আমার বর বরাবর ই শান্তিপ্রিয় (! ) মানুষ,আমাকে request করল যে আর যাতে ঝামেলা না করি, আমি ও বিরক্ত মুখে কিছু বার করে দিলাম; এরপ পুলিশ ওকে যা বলল সেটা হল "মা কে নিয়ে রাস্তায় বেরুলে একটু সাবধানে চালাতে বলো!!!!"
  • rokeyaa | 203.110.243.221 | ২৭ জানুয়ারি ২০১০ ১৮:৫৬436251
  • মানুষের মিস্টেক হতেই পারে....
  • Samik | 219.64.11.35 | ২৭ জানুয়ারি ২০১০ ১৯:৫৮436252
  • মা... দেখা দে ...
  • su | 117.194.225.91 | ২৭ জানুয়ারি ২০১০ ২০:০৬436253
  • :(
  • a | 59.161.91.123 | ২৭ জানুয়ারি ২০১০ ২০:০৯436254
  • এইটে গোলা হইচে। লগে রহো সু-ম্যাডাম
  • M | 59.93.204.169 | ২৭ জানুয়ারি ২০১০ ২০:৪৮436255
  • হো হো!!!

    আমার কেসটা উল্টে যায়,প্রায়শ:ই আমি ছেলে আর বর বেরোলে তাকে ছেলে মেয়ে নিয়ে ঘুত্তে বেরিয়েছে কিনা এ পোশ্নের জবাব দিতে হয়।
  • de | 117.98.88.176 | ২৭ জানুয়ারি ২০১০ ২০:৫৫436256
  • সুতো, ট্রাফিক পুলিশ ওয়ান-সাইডেড ওপিনিয়ান দিলো :), তোমার মুখ তো হেলমেটে ঢাকা ছিলো বল্লে, হুতোকে দেকেই বলে দিলো?
  • su | 117.194.225.91 | ২৭ জানুয়ারি ২০১০ ২১:১১436258
  • কি আর বলবো, ও হেলমেটের কাঁচ আর আমার চশমা'র আড়ালে আমাকে যতটা দেখেছে,তাতে " মা" তে থেমেছে, পুরো চেহারা দেখলে ওর "ঠাকুমা" ও হয়তো শুনতে হতো!! আর M... ওটা তো complement... আর আমার টা তো অপমান!!! এরকম আরো অজস্র অপমানের stock নিয়ে হেসে হেসে ই জীবন কাটাচ্ছি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন