এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার মত আমি

    su
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১০ | ১৩৯৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ২৩ আগস্ট ২০১১ ২১:৫২436203
  • :)

    ইদিকে কাল আমাদের বাড়ি পুলুশ পড়েছিল।
  • su | 68.83.66.78 | ২৩ আগস্ট ২০১১ ২১:৫৩436204
  • !!! কেন !
  • Nina | 12.149.39.84 | ২৩ আগস্ট ২০১১ ২২:০২436205
  • সেকি রে সু, তবে যে কাল আমি ফোনালুম আর বাহুতো ফোন ধল্ল---আমি তো থ'! ইকিরে মা মেয়ে বাড়ীতে বিনা ফোনে?!
    আজ সন্ধ্যেবেলা কার সীট দিতে আসব--আর সোহাগকে চটকাতে--বেউ নিয়ে যেতে
  • su | 68.83.66.78 | ২৩ আগস্ট ২০১১ ২২:২০436206
  • ওতো রবিবারের ঘটনা....মিতা দি'র সাথে কথা বলছিলাম।অক্সিজেন দিলে ....তাড়াতাড়ি এসো! :)
  • Nina | 12.149.39.84 | ২৩ আগস্ট ২০১১ ২২:৪৭436207
  • সু, নতুন বাড়ীর নাম্বার ঠিকানা তো হুতো কাল দেবে বলেছিল---কিন্তু রোজই তো আজ হয়ে যায় তাই আর দেয়া হয়ে ওঠেনি তার---তা তুই কি একটু "আজ" দিবি??
  • su | 68.83.66.78 | ২৩ আগস্ট ২০১১ ২৩:০৫436208
  • Fox Meadow appartment,4D sherman path,Maple Shade....আর কিছু জানি না!
  • Nina | 12.149.39.84 | ২৩ আগস্ট ২০১১ ২৩:১২436209
  • ব্যাস --সবটাই জানিস--দেখা হবে
  • byaang | 122.172.231.119 | ২৪ আগস্ট ২০১১ ০৭:৪০436210
  • কী কান্ড! অনাহারে কাঁদে কেন বাপু?!! ঘরে কি কিছুই নেই? নীনাদি, তুমি গিয়ে একটু সরেজমিনে দেখে ব্যবস্থাপত্র করে দিয়ে এস তো প্লিজ? :-O
  • Lama | 117.194.245.159 | ২৪ আগস্ট ২০১১ ০৭:৫৬436211
  • এখন আর কাঁদছে না। নিজের ছোট পাশবালিশ বগলদাবা করে ঘুমোতে চলে গেছে
  • byaang | 122.172.231.119 | ২৪ আগস্ট ২০১১ ০৮:২৭436213
  • লামা, তুমিই বা ক্যামোন জেঠু হে! চাট্টি নারকেলনাড়ু, সন্দেশ, বিস্কুট এসব ভরে দিতে পার নি ওদের বোঁচকায়? খিদেয় কাঁদছে শুনেই মনখারাপ লাগছে।
  • su | 68.83.66.78 | ২৪ আগস্ট ২০১১ ১৯:২৪436214
  • হা হা হা হা,..... কি অবস্থা....ক্ষিধেয় কাঁদলে তো ঠিক ই ছিল; মনোযোগ আকর্ষনের জন্য আর সময় কাটাবার জন্য এইসব কাণ্ড হচ্ছে!!

    কাল নীনা দি'রা এসে ভীষণ সুন্দর একটা car seat দিয়ে গেছে; যেটা আবার অবাক হবার মত সোহাগের pram এর সাথে color match করে গেছে!
  • kd | 59.93.161.163 | ২৪ আগস্ট ২০১১ ২০:৪৭436215
  • সুকন্যা, কথা শুনছো না যে বড়ো! :)
    যত দেরী করবে তত ভুলে যাবে।

    রেফ: ১৭০৭৮ পাতার ২১শে আগস্ট ৮:৪৩ PM এর পোস্ট।
  • pi | 72.83.74.17 | ২৪ আগস্ট ২০১১ ২০:৪৯436216
  • কার সিট এসে গেছে যখন, আর কি চিন্তা। ওটা বগলদাবা করে চালাও পানসি এদিক পানে ....:)

    নিনাদিরাও চলে আসো না।
  • su | 68.83.66.78 | ২৪ আগস্ট ২০১১ ২১:১৩436217
  • শুনছি কথা....কিন্তু কথা হচ্ছে আমার ল্যাপি'র আদ্ধেক চাবি কাজ করে না! :E তাই লেখার গতি নেই!আস্তে আস্তে এগুচ্ছে!
  • su | 68.46.95.16 | ০৭ ডিসেম্বর ২০১১ ০৫:২৪436218
  • pi আমার k board এসে গেছে! আশা করি এবার আবার আগের মত থাকতে পারবো ।
  • pi | 128.231.22.133 | ০৭ ডিসেম্বর ২০১১ ০৫:৫০436219
  • চমৎকার ! ধরে ফেলো মাউসটা এবার !
    আর, জ্জয়গ্গুরু , না না, জ্জয়প্পীড় বলে টইতে টাইপানো শুরু করে দাও। :)
  • su | 78.224.201.112 | ১৬ মে ২০১৩ ০৩:০৯436220
  • আজ থেকে ঠিক তিন বছর আগে আমরা মা মেয়ে দুজন কে প্রথম বার দেখলাম। আমার কি অনুভুতি হয়েছিল আমি তা বলতে পারবো,কিন্তু আমার খুব কৌতুহল হয়েছিলো আমার মেয়ের শারীরিক ভঙ্গি দেখে। ও কি ভাবলো আমায় দেখে ! কেনো ও ওর মা কে প্রথম দেখে এমন করলো!
    আজ অমি বুঝলম।
    ঠিক আছে .... আগে তো প্রথম দর্শন বর্ণনা করি...
    মা বিছানায়.... হাফ ঘুমন্ত,হাফ জাগন্ত... সদ্য বাবা খবর দিল যে আমরা মেয়ের মা বাবা হয়েছি।আমি সমস্ত চুড়ি- ক্লিপ-টিপ-রান্নাবাটি-সলোয়ার কামিজ-ঘাগরা-লিপ্স্টিক বিক্রেতাদের একজন কাষ্টমার বাড়াতে পেড়ে নতুন গর্বিত মা মনেমনে লিস্ট বানাতে বানাতে ঘুমিয়ে পড়লাম। চোখ মেলে দেখি আমার পাষে একট ছোট্টো পোটলা...আর এরপরে ই যেটা দেখে আমার কৌতুহল হয়েছিল...ডান হাত মুঠো করে কানের পাশ দিয়ে মাথার ওপরে তোলা...আর ঐ হাফ মিলিমিটার মুখটাকে ০ এর মত করে রাখা।ভীশন কৌতুহল....
    ২৫ শে বৈশাখ উপলক্ষে এখনে আগামী শনিবার একটি অনুশ্ঠান হবে। আমার মেয়ে নাচবে।উদ্যোক্তারা ফুলে ফুলে ঢলে ঢলে না করে দিয়েছে.... ৯টা বাচ্চা নাচবে... এই গানের সাথে। উনারা আর রিস্ক নিতে পারছেন না। তই স্পেশাল অনুরোধ যাতে অন্য গান ঠিক করি। মেয়ে নিয়ে বসলাম।
    "আয় তবে সহচরী" নাচবি?
    "ওটা তো শ্রেয়সী দিদি পুজোতে নেচে ফেলেছে!!"(ভবিষ্যতের facebook customer এখনের custamer এক পোশাক পড়ে দুটো অনুশ্ঠানে চলে গেছিলো ... সে ছবি এলবাম এ দেবে ই না
    ভবিষ্যত ...)
    মেয়ের বাবা কে ফোন করলাম। বাবা বলল ওটা চিন্তা করতে করতেই বাড়ি ফিরবে, as if আমাকে assure করল যে সিগনালে গুরুচন্ডালি'র ভাটের পাতা না উল্টে গীতবিতান খুলবে।
    যাই হোক... সত্যি ই বাড়ি ফিরে মেয়ের বাবা চমক দিল "মেঘের কোলে রোদ হেসেছে"...
    দারুন ... you tube থেকে গান plex হয়ে সোজা বড় পর্দায়।
    মেয়ে প্রথমে শুনল। নাচ টা দেখল। কিন্তু নিজে নাচলো না। তাড়াতাড়ি রেজোয়না কে screen এ নিয়ে এলাম।শুধু গলা।আর কিছু still ছবি। ব্যস..all set
    পর্দায় সবুজ নৌকা.... পাতা দিয়ে তৈরী....মেয়ে কে নৌকার নাচের মুদ্রা শেখাতে গিয়ে একটু বোধ হয় বেশীই উচ্ছাস দেখিয়ে ফেলেছিলাম। screen. এর দিকে মেয়ে কে তাকাতে বলে বললম " ঐদেখ, কেয়া পাতার নৌকো"... গণ্ডগোল এর শুরু ওখান থেকে ই। " no mamma,this is not কেয়া পাতার নৌকো... নৌকা তো ভক্তরামের, বাবা বলেছে। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরী।and that is not greeM((n পারে না বলতে)and বাবা বলেছে ভক্তরামের নৌকো red color এর।
    কোনোমতে প্রসঙ্গ পাল্টেবোঝালাম যে ভক্তরামের নৌকা red আর কেয়ার নৌকো সবুজ।
    এর পরের লাইন ...মাখবো গায়ে ফুলের রেণু
    "মাআআআআ... গায়ে তো cetaphil আর avino মাখে,ফুলের রেণু is dirtyতুমি ই তো মিত এর সাথে পার্কে খেলার সময় বলেছিলে pollen আছে। ফুল ধরবে না।তখন ই আমার চোখে ভেসে উঠলো মেয়েকে প্রথম দেখার ছবি।

    নাচ এর practice এর যবনিকা পতন...

    "মা, আজ আমাদের ছুটি বলছে, ছুটি কি! "
    অমি যে ন্যাড়া নই তা প্রমাণ করতেই বোধ হয় বারবার বেলতলায় যাই।ছুটী মানে হলো...কাজ শেষ হলে যেমন আমরা ... এইটুকুই বলতে পারলাম মেয়ে কে। মেয়ে এক লাফে শাড়ি পড়া অবস্থায় একটা চেয়ার এর উপর দাড়িয়ে চুল গুলো কে সামনে এনে বিচিত্র ভঙ্গিতে মাথা চুল নাড়াতে নাড়াতে বলল.... " maamaa,see অমি কেমন করতে পারি আজ আমদের ছুটি
    like loosen up my my babies এর মতো.... যেমন TV তে করে আর তুমি zumba class এ কর!! ( ref:- pussycat dolls এর loosen up..... ভাগ্যিস আমার মেয়ে পুরো লাইন টা স্প্ষ্ট বুঝতে পারে না এখনো
    হ্যাপ্পি বার্থ ডে আমার চাঁদের কণা সোহাগ সোনা কে.... প্রথম যে প্রতিবাদী রূপ মা কে দেখিয়েছিলে... সারা জীবন যাতে সেই রূপ দেখিয়ে যেতে পারো... অনেক অদর আর আরো অনেক অদর আর আশীর্বাদ এর অপেক্ষায়
  • su | 78.224.201.112 | ১৬ মে ২০১৩ ০৩:১২436221
  • শাড়ী পরা ... অনেকদিন পর তো ...টাইপো ঃ(
  • kk | 78.47.250.76 | ১৬ মে ২০১৩ ০৩:৫০436222
  • সোহাগকে জন্মদিনে অনেক শুভেচ্ছা, বেলুন, রকিং হর্স আর একটা মস্ত ট্রিপ্‌ল চকোলেট কেক।
  • su | 151.0.11.30 | ১৬ মে ২০১৩ ০৩:৫৯436224
  • অসংখ্য ধন্যবাদ kk ! সবগুলো গিফট সোহাগ কে দিয়ে দিলাম :)
  • aranya | 154.160.226.53 | ১৬ মে ২০১৩ ০৪:০৬436225
  • আমি খবর পেলাম 'মেঘের কোলে'-ই ফাইনাল, প্র্যাকটিস চলছে, কিন্তু কেয়াপাতার নৌকো এলেই হোহাগ এখনো ফিসফিস করে ভক্তরামের শক্ত নৌকো-কে স্মরণ করছে :-)
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ০৪:১০436226
  • সোহাগকে এত্ত এত্ত আদর !
  • Ishan | 60.82.180.165 | ১৬ মে ২০১৩ ০৭:২৯436227
  • সোহাগকে হ্যাপ্পি বাড্ডে।
  • byaang | 132.167.111.24 | ১৬ মে ২০১৩ ০৮:০১436228
  • হ্যাপ্পি বাড্ডে সোহাগসোনা। অনেক অনেক আদর নিও।
  • siki | 132.177.155.19 | ১৬ মে ২০১৩ ০৮:১৪436229
  • ওম্মা। সোহাগের জন্মদিন বুঝি আজ? হ্যাবাড্ডি হ্যাবাড্ডি।
  • Lama | 127.194.231.76 | ১৬ মে ২০১৩ ০৮:৫২436230
  • প্রথম জন্মদিনে ঃ)

  • nina | 78.34.162.175 | ১৬ মে ২০১৩ ১০:২৭436231
  • হোহাগরানীকে এক আকাশ ভর্তী আদর
    এক স্যুটকেস ভর্তী চকোলেট
    আর নিনাদি আর অমিতদার আশীর্ব্বাদ--
    বড্ড মন কেমন করছে ----কেকটা র জন্য--ঃ-)
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ মে ২০১৩ ১০:৩৮436232
  • হোহাগকে অনেক আদর :-)
  • | 24.97.70.145 | ১৬ মে ২০১৩ ১০:৫৫436233
  • শুভ জন্মদিন সোহাগ। সুকন্যার মত আমিও বলি প্রতিবাদ করার অভ্যেস সারাজীবন বজায় রেখো।
  • san | 69.144.58.2 | ১৬ মে ২০১৩ ১১:৪৪436235
  • সোহাগকে অনেক আদর ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন