এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হুগলি : বাংলার সেরা জেলা

    Samik
    অন্যান্য | ৩০ ডিসেম্বর ২০০৯ | ২৬৮৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 127.194.104.58 | ০৭ জুলাই ২০১২ ১১:১৪439723
  • ও সব বললে হবে। হুগলী সেরা। কোন কথ হবে না।
  • aka | 85.76.118.96 | ০৭ জুলাই ২০১২ ১১:১৮439724
  • হুগলীর আমেরিকান ভার্সন হল হ্যাগস।
  • | 127.194.104.58 | ০৭ জুলাই ২০১২ ১১:২১439725
  • বটে??
  • aka | 85.76.118.96 | ০৭ জুলাই ২০১২ ১১:২৩439726
  • হুগলি জেলার লোকেদের দেখলে আমেরিকানরা জিজ্ঞেস করে

    হ্যাগস ইজ ইট? বা সংক্ষেপে হ্যাগিজ?
  • | 127.194.104.58 | ০৭ জুলাই ২০১২ ১১:২৮439727
  • আকার সাথে শুনে মনে এল ঃ আমার অনেক দিনের প্রশ্নঃ

    'হ্যগিজ কেন হ্যাগিজ বলে? মানে আমার মতে মুতিস কি আরো যথাযোগ্য নয়?
  • Tim | 138.173.39.81 | ০৭ জুলাই ২০১২ ১১:২৮439728
  • জার্মানীতেও এক হুগলী আছে। নাম বন-হুগলী।
  • aka | 85.76.118.96 | ০৭ জুলাই ২০১২ ১১:২৯439729
  • হাগিস একটা কোম্পানি জেরক্সের মতন, আর বাংলা মতেও হাগিজে হা ও মো দুই করা যায়।
  • প্পন | 122.133.206.25 | ০৭ জুলাই ২০১২ ১৪:২৫439730
  • "আকার সাথে শুনে" এইটা আমি অন্য কিছু পড়ে ফেলেছিলাম। সাধে লোকে আমায় ইসে বলে। ঃ(
  • kabya | 190.151.112.73 | ০৭ জুলাই ২০১২ ২০:৫০439731
  • হুগলী বড় ভালো জেলা। আরে শ্রীরামপুর এ যে প্রথম ছাপা খানা তৈরি হয়।
  • generic letter | 81.182.160.67 | ০৮ জুলাই ২০১২ ০২:৩৯439734
  • হুগলির লোক হুগলিয়ান না হুগলাইট?
  • generic letter | 81.182.160.67 | ০৮ জুলাই ২০১২ ০২:৩৯439733
  • উত্তরপাড়ার জয়্কৃষ্ণ লাইব্রেরি (নাকি) এশিয়ার প্রথম ফ্রি লাইব্রেরি।
  • pi | 82.83.87.188 | ০৮ জুলাই ২০১২ ০৩:১২439735
  • শ্বশুরবাড়ি হুগলির শহরে, বাপের বাড়ি হুগলির বনে। আর কী চাই ?
  • b | 135.20.82.165 | ০৮ জুলাই ২০১২ ১৩:১৯439736
  • আদিসপ্তগ্রাম/সপ্তগ্রাম, যেখানে পিকনিক কত্তে যায় লোকজন, একেবারে ভাগীরথি/সরস্বতীর সংযোগস্থলে প্রায়। সরস্বতীর মজে যাওয়া খাতের অবস্থা এখন ধর্মেন্দ্র-র মত, দেখলে কান্না পায়। হাওড়ার আন্দুলের কাছে ফের ভাগীরথিতে মিশে যাওয়া এই শাখানদীটি, বহুদিন ধরে, প্রধান স্রোত ছিল । সরস্বতীর আশীর্বাদে,সামুদ্রিক বাণিজ্যের দৌলতে ফেঁপে উঠেছিল সপ্তগ্রাম। এতদঞ্চলে তাই বেনেদের ছড়াছড়ি। স্বর্ণঃ অর্থাৎ সোনার বেনে, কাংস্য মানে মেটাল আর গন্ধঃ মশলার বণিক। মোটামুটি চারটে উপাধি/পদবী প্রধানঃ দত্ত, শীল, মল্লিক আর সাধু। (আর কোনো এক দুর্বোধ্য কারণে, অ্যাট লিস্ট আমাদের জেনারেশনে, অধিকাংশ মেয়ের নাম-ই হয় শম্পা নয় সোমা। কোনো বেনে পাড়ায় গিয়ে হাঁক দিলে কমপক্ষে দশ বারোজন সাড়া দেবে।)

    সে যাক। সরস্বতী বুজে এলে পর্তুগীজদের কুঠি সরে আসে আরো দক্ষিণে, সিকিদের বাড়ির কাছে। ব্যান্ডেল গীর্জা একাধারে চার্চ আর কেল্লা হয়ে ওঠে। কেল্লার একদিকে গড়খাই-য়ের ভগ্নাবশেষ এখনো দেখা যায় (কোনো কোনো বেনে বাড়িতে দেখবেন, সহসা টকটকে ফর্সা/কটাচোখ/কটাচুলের প্রাদুর্ভাব। এ-ও পর্তুগীজদের একটি অবদান)। পর্তুগীজদের সাইড বিজিনেস ছেল দাসব্যবসা। একবার একটু বাড়াবাড়ি করে ফেলেঃ শোনা যায় মমতাজমহলের খাস দাসীদের চুরি করে নিয়ে যায়। শাহ্জাহানের আজ্ঞায় সেনাপতি মালিক কাশেম এসে পর্তুগিজদের কুঠি নষ্ট করেন, ব্যান্ডেলের প্রধান বিশপ ফাদার দ্যক্রুজকে বন্দি করে নিয়ে যান দিল্লিতে। সেখানে শাহ্জাহান দ্যক্রুজকে হাতির পায়ের তলায় পিষে মারার হুকুম দিলেও এক অলৌকিক ঘটনায় তিনি বেঁচে যান। শাহজাহান আবার ব্যান্ডেল গির্জে গড়ে তোলার অনুমতি দেন। তবে তাদের বাণিজ্যের স্কেল কমে যায়। জাহাজ যা আসতে থাকে হুগলীর বন্দরে, মোটামুটি সবই মোগল ফৌজদারের তত্ত্বাবধানে। অবশ্য সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপে পর্তুগীজদের-ও স্বর্ণযুগ শেষ।
    ***
    মোগল সৈন্যের গ্যারিসনটি হুগলীর যে অঞ্চলে ছাউনি গাড়ে, তা মোগলটুলি নামে পরিচিত। মালিক কাশেম একটি বাজার স্থাপন করেছিলেন, লোকের মুখে মুখে মল্লিক কাশেম হাট , এখনো লোকজন বাজার করতে যায়। আর তার ঠিক খুব কাছে রয়েছে "সায়রার মোড়"। ফার্সী ভাষায় (এটা কেউ কনফার্ম করলে ভালো হয়), সায়রা মানে টোল ট্যাক্স, মানে ঐ বাজারে জিনিস পত্র বিক্রি করতে গেলে যে ট্যাক্স দিতে হয় আর কি!
    *****
    আর্মেনিয়ান চার্চ আছে চুঁচুড়াতে একটি, ঐ মোগলটুলিতেই। আর্মেনিয়ানরা খুব সম্ভবতঃ তেজারতীর ব্যব্সা করতেন। ১৬৯৫ সালে তৈরীঃ অর্থাৎ তখনো অব্দি হুগলীর রমরমা। চার্নকের নতুন কুঠি (১৬৯২/৯৩) তখনো পাত্তা পয় নি। ধীরে ধীরে তা শক্তিশালী হয়ে ওঠে।
  • Lama | 127.194.244.117 | ০৮ জুলাই ২০১২ ১৪:৪৯439737
  • একটা অপ্রাসঙ্গিক কথা মনে এলঃ

    হুগলীর কোন মেলায় গেলে নিশ্চয় মাইকে এরকম ঘোষণা শুনতে পাব-

    'সায়রার মোড় থেকে এসেছেন সোমা দত্ত ও সোমা শীল। আপনাদের বন্ধু, মোগলটুলির সোমা মল্লিক ও সোমা সাধু আপনাদের জন্য মেলা কমিটির অফিসে অপেক্ষা করছেন'
  • b | 135.20.82.165 | ০৮ জুলাই ২০১২ ২০:৫১439738
  • নিশ্চয়! লামা কি গেসলেন নাকি? (খাঁটি বেনে ভাষা কইলাম)। ইয়ে, চারজনের-ই সোমা সাধু হবার-ও কোনো অসুবিধা নেই, এমনকি এক পাড়াতেও থাকতে পারে। সে এক কেলোর কীত্তি।
    তবে দুঃখের সংগে জানাচ্ছি এই ট্র্যাডিশন ক্রমবিলীয়মান।
  • প্পন | 122.133.206.25 | ০৮ জুলাই ২০১২ ২১:১২439739
  • বেনেদের চেলের লাল চুল, কটা চোখ আমি দেখেছি। আমাদের সাথে যদুতে এক স্যাম্পল পড়ত। বলাই বাহুল্য, যাথাযোগ্য আওয়াজ খেত। ঃ)
  • সিকি | 132.177.2.130 | ০৮ জুলাই ২০১২ ২১:১৫439740
  • এ প্রসঙ্গে আমার হিনী পালন করাই শ্রেয়। :)
  • প্পন | 122.133.206.25 | ০৮ জুলাই ২০১২ ২১:৩৫439741
  • নাঃ, তুমি কি বেনে নাকি? ঃ)
  • সিকি | 132.177.2.130 | ০৮ জুলাই ২০১২ ২১:৪৭439742
  • হলেও কিছু এসে যেত না। :) আমার ঠাউদ্দা হুগলিতে এসেছিলেন নেহাতই চাকরিসূত্রে, তিরিশের দশকে। আমরা প্রাচীন বাসিন্দে নই।

    অবিশ্যি হুগলিতে আমাদের আদি বাড়ি যেটা ঠাউদ্দা কিনেছিলেন, যেখানে এখনো আমার ছোটকাকা থাকেন, সেটা পর্তুগীজদের বানানো বাড়ি।
  • প্পন | 122.133.206.25 | ০৮ জুলাই ২০১২ ২২:২১439744
  • ওরে ফাগোল, হুগলী বাদে হার্মাদেরা আর কোথাও পা রাখেনি নাকি? ঃ)
  • kabya | 190.151.44.245 | ০৮ জুলাই ২০১২ ২৩:০২439745
  • আর এই যে সবাই কলকাতার দুগ্গা পূজো নিয়ে লাফায় আরে আলো র কাজ তো সেই চন্দননগর থেকেই যায় নাকি।

    বল্লে হবে ।।। হু হু বাবা হুগলী ই সেরা জেলা।
  • গান্ধী | 213.110.243.22 | ০৮ জুলাই ২০১২ ২৩:১৭439746
  • আর কোলকাতার প্যান্ডেলগুলো কিনে নিয়ে গিয়ে জগদ্ধাত্রী পুজো করে।
  • kd | 69.93.207.104 | ০৮ জুলাই ২০১২ ২৩:৩২439747
  • ভুলভাল বকতে পারি। কারণ জানি খুব কম।

    শীলেরা যদ্দুর জানি নাপিত। অবিস্যি শূদ্রদের মধ্যে উঁচু জাত - "বামুন ছুঁতে পারে"। দাদার বন্ধু নরদা (মতিলাল শীলের ডিরেক্ট বংশধর - পঞ্চাশের দশকের প্রেসি) তাই তো বলেছিলো।

    আর মল্লিক তো উপাধি - শুধু বেনে হতে যাবে কেন? রঞ্জিতরা তো বদ্যি। বরং আড্ডি, সুর, নিয়োগী (কিছু নিয়োগী আবার বদ্যি বামুনও আছে), কুমার এরা ট্র্যাডিশনালি বেনে। মল্লিক, সরকার, মজুমদার, তালুকদার, চৌধুরি - এ'গুলো উপাধি, পদবী না - তাই বামুন, কায়েত, মুসলমান সকলেরই এই উপাধি থাকতে পারে।। সবচে' আশ্চর্য হয়েছিলুম "খাঁ"ও উপাধি জেনে - চন্নন্নগরের খাঁরা তো বামুন।
    ------------------------------
    গল্প - ১
    নরদার দৌলতে এমন এক অভিজ্ঞতা হয়েছিলো, এখানে তোমরা সবাই আমায় হিংসে করবে। নরদা একবার বন্ধুদের (আমিও ভাগ্যক্রমে সেই দলে পড়ে গিয়েছিলুম) নিয়ে গেলো বৌবাজারের এক বাইজিবাড়ি (ওইপাড়ার বেশীরভাগ বাইজিবাড়ি নাকি ও'দের ভাড়াটে)। পুরোনো দিনের আসবাবে সাজানো ঘর, এমন কিছু বড় না। কিছুক্ষণ পরে ঘরে এলেন এক অবিশ্বাস্য সুন্দরী মহিলা, ঝলমলে পোশাকে - দেখে মনে হ'লো ৮০+, সঙ্গে দু'জন মেয়ে, ওরাও সুন্দরী কিন্তু ওনার কাছে ম্যাড়ম্যাড়ে। উনি আসরের মাঝখানে এসে বসে গান গাইতে শুরু করলেন - পক্কি গানা (ঠুংরি-টুংরি - জানোই তো আমি এ'সব বুঝি না) - একদম একজন কচি মেয়ের গলা - প্রায় দেড় ঘন্টা (মাঝে মাঝে ওই মেয়ে দু'টিও গাইছিলো, ওনাকে ব্রেক দিতে বোধ হয়)। কোথা দিয়ে সময় কেটে গেলো টের পেলুম না। বাড়ি ফেরার পথে এমনকি বিছানায় শুয়ে শুয়ে ওনার গান কানে রিনরিন করে যাচ্ছিলো।

    গল্প - ২
    কলেজে ওই খাঁ বাড়ির এক ছেলে আমাদের পরের ব্যাচ কিন্তু একই হোস্টেলে থাকি, আমাদের থার্ড ইয়ার বোধায়। ছেলেটার নাম-টাম ভুলে গেছি কিন্তু মনে আছে ওর আনা আমার জীবনে প্রথম ও শেষবার দেখা এক পানু - প্রায় মহাভারতের মতে মোটা। অবভিয়াসলি হাই ডিম্যান্ড - সকলের সুবিধার্থে বইটাকে বেশ কিছু টুকরো করা হ'লো। তারপর আর কি - সকলের এ'ঘর ও'ঘর ছোটাছুটি - কার কাছে নেক্স্ট অংশ আছে। কেন, তা আল্লাই জানেন - এরা পানু পড়ছে না পথের পাঁচালি (পোসেনজিত/চিরোনজিতের সিনেমার রীল উল্টোপাল্টা হ'লে কি কেউ ধরতে পারে?)? আমি তো হাতের কাছে যেটা তাই নিতুম (জম্মো-ল্যাদখোর) - রিপিট হ'লেও কি যায় আসে - গপ্পো তো একই।
  • kd | 69.93.207.104 | ০৮ জুলাই ২০১২ ২৩:৪০439748
  • এই তো! পেয়েছি। কাব্য - আমার নাতনীর নাম। যদিও ও লেখে Kavya। মানে ও ঠিক লেখে না, লিখতেই পারে না। একদম মুখ্খু, কিছুতেই লেখাপড়া শিখবে না (হিপোপটেমাস বানানই করতে পারে না আমার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও)।
  • Lama | 127.194.227.86 | ০৯ জুলাই ২০১২ ০৬:২৪439749
  • একটা ঐতিহাসিক উপন্যাসের প্রথম লাইন হতে পারে- "খাঁ বাড়ি খাঁ খাঁ করছে।"
  • kabya | 190.151.112.89 | ০৯ জুলাই ২০১২ ০৮:৩৬439750
  • আরে এই খাঁ র বামুন নাকি।। আমি তো এটা জানতাম না। যদিও ঐ পাড়ার ই বাসিন্দা আমি।

    kd আমাকে একদম নাতনি বানিয়ে দিলে। ঠিক আছে চলবে।

    হে হে হে
  • b | 135.20.82.164 | ০৯ জুলাই ২০১২ ০৯:৪১439751
  • kd

    কিন্তু শীল আমি বেনেও দেখেছি।

    আমার পোস্ট দেখুন, আমি "উপাধি/পদবী" লিখেছি। সুতরাং দত্ত বা মল্লিক অন্য 'কাস্ট' হবার বাধা নেই।

    আমি শুধু ঐ অঞ্চলের জেনেরাল ট্রেন্ডটি বলছি।
    আর খাঁ তো বামুন বটেই। যাদবপুরে মনোরঞ্জন খাঁ ছিলেন সাইন্স ফ্যাকাল্টীর ডীন।
  • S | 139.115.2.75 | ০৯ জুলাই ২০১২ ২৩:৪০439752
  • সেকি এই নকু গুচতে জাত পাত নিয়ে আলুচানা? তাও হুগলীর টইতে?
  • S | 139.115.2.75 | ০৯ জুলাই ২০১২ ২৩:৪১439753
  • তবে খাঁ মনে হয় চকোত্তি টাইপের কিছু কেস হবে।
  • kd | 69.93.203.79 | ১০ জুলাই ২০১২ ০৪:১৬439755
  • কাব্য, কেডির ডি ইজ ফর দাদু। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন