এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯২৪৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুন ২০১৬ ২২:৫৩440988
  • হ্যা হ্যা হ্যা হ্যা।
  • sinfaut | 11.23.149.18 | ১৩ জুন ২০১৬ ২৩:১৭440989
  • কাল টুকরো টাকরা খেলনাগুলো জড়ো করে বাক্সে ঢোকাতে বলেছি বলে বললো, আমি কী তোমাদের সিন্ডারেলা?
    !!
  • Byaang | 132.172.16.152 | ১৩ জুন ২০১৬ ২৩:২১440990
  • ওরে বাবা রে। হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। এই মেয়েটা না
  • Byaang | 132.172.16.152 | ১৩ জুন ২০১৬ ২৩:২২440991
  • প্পনের কুচোকেও হাইফাইভ। শেষের কমেন্টটির জন্য।
  • sosen | 177.96.35.127 | ১৩ জুন ২০১৬ ২৩:২৭440992
  • ঃ))))
  • T | 24.100.134.41 | ১৭ জুন ২০১৬ ২০:৪৩440993
  • - তারপর ঘোতন...ইশকুলে কি বলল?
    - ইশকুলে?
    - হ্যাঁ।
    - মিস বলেছে, বাড়িতে না পড়তে।
    - বটে!
    - হ্যাঁ, বটেই তো। বাড়ি থেকে পড়ে গেলে ইশকুলে কি শিখব!
  • Abhyu | 85.137.6.220 | ১৭ জুন ২০১৬ ২১:২৪440994
  • বলেছে কিন্তু ঠিকই :)
  • Abhyu | 160.129.103.194 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬440995
  • name: aka mail: country:

    IP Address : 34.96.86.249 (*) Date:01 Sep 2016 -- 05:51 AM

    সারাদিন বাদুড় ঝোলা, আজই গো-লাইভ দিন শেষের হরলিক্স

    দাদাঃ গাম্পু, 'আই হ্যাভ এ ম্যাথ প্রবলেম ফর ইউ'?
    গাম্পুঃ 'হোয়াট ইজ দ্যাট'?
    দাদাঃ 'হোয়াট ইজ এইট মাল্টিপ্লায়েড বাই টেন'?
    গাম্পু (স্মার্টলি)ঃ 'ওয়ান'
    দাদাঃ 'হোয়াট ইজ নাইন্টিনাইন মাল্টিপ্লায়েড বাই টেন থাউজেন্ড্স'?
    গাম্পু (এগেইন ভেরি স্মার্টলি)ঃ 'টেন'
    দাদাঃ 'ওকে, দেন হোয়াট ইজ ৩৬৫ ডিভাইডেড বাই ৩৬৫'?
    গাম্পু (এগেইন স্মার্টলি)ঃ 'ফোর'
    গাম্পুঃ 'দাদা আই হ্যাভ এ ম্যাথ প্রবলেম ফর ইউ' (কেনই বা নিজে সবসময় উত্তর দেবে)
    দাদাঃ 'হোয়াট ইজ দ্যাট'?
    গাম্পুঃ 'হোয়াট ইজ স্টিম লোকোমোটিভ'? (গাম্পুর পছন্দ ট্রেন অতএব নিজের এরিয়ায় নিয়ে এসো আগে)।

    দাদা কুপোকাৎ।
  • Atoz | 161.141.85.8 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৫440996
  • ওঃ কতদিন পর আবার এই টইটা পড়ে মন ভরে গেল। ঃ-)
  • Abhyu | 208.137.20.25 | ২১ অক্টোবর ২০১৬ ০৯:৫১440998
  • name: ম mail: country:

    IP Address : 183.24.110.20 (*) Date:21 Oct 2016 -- 06:26 AM

    আজ ঘোতনের স্কুলে পেরেন্ট-টিচার মিটিং ছিলো। এক মাঝবয়্সী সায়েন্স টিচার খুব গম্ভীর ভাবে জানালেন, এখন ছেলেদের একটু তাড়াতাড়ি ক্লাশ টেষ্ট শেষ করে জমা দিয়ে দিতে বলছি- আসলে খিদে পায়, লকারে যেতে ইচ্ছে করে,পাশে কোন নতুন মেয়ে এসে বসছে, স্ন্যাপচ্যাটে কোনটা পাঠাবো -কত সমস্যা!।টেষ্ট তো সময় মত শেষ করতে হবে! আমার ছানাবড়া চোখের সামনে পাশের চেয়ার থেকে ছেলে দেখলাম, ইউ আর সো অ্যানোয়িং বলে চোখ-মুখের ভঙ্গী পালটে ফেলছে,টিচার মুচকি হেসে যাস্ট কিডিং বলে আরো কিছু রঙ্গ তামাশা করে নিলেন,ঘোতনও তাতে যোগ দিলো।
    আমার চোখের সামনে নাগিনী, অনিতাদি, প্রীতিদির ভেসে উঠলোঃ(

    name: aka mail: country:

    IP Address : 79.73.9.37 (*) Date:21 Oct 2016 -- 07:19 AM

    ম, ঃ)

    সাম্পান ইদানিং ঘোষণা করেছে সে কোন বিয়ে, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে যাবে না। আমরা যখন বললাম আমাদের তো নাতি/নাতনী চাই, বলল, তাহলে ইউ বেটার কাউন্ট অন গাম্পু।

    ওদের এখন রিয়েল ক্লাস হচ্ছে। সে নাকি মানব মানবীর সম্পর্ক।

    name: ম mail: country:

    IP Address : 183.24.110.20 (*) Date:21 Oct 2016 -- 07:43 AM

    আমার অবশ্য নাতি-নাতনী নিয়ে কোনও চিন্তা নেই। ছেলে ২৩-২৪ র পরেই বিয়ে করে নেবে। দু টো অন্তত ছেলে মে হবেঃ)

    name: ম mail: country:

    IP Address : 183.24.110.20 (*) Date:21 Oct 2016 -- 07:42 AM

    এক বন্ধুর ছেলের মন্তব্য ভুলতে পারি না। সে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলাপমেন্টের ক্লাশ করে খুব বিরক্ত হয়ে বাড়িতে মেজাজ ইত্যাদি দেখাচ্ছিলো। তার বাবা অনেক জেরা করে যা জানতে পারেন, তা হলো...রিয়েলি ডিজগাস্টিং, দে ওয়ার টকিং অ্যাবাউট অল কাইন্ড অফ লোমস অ্যান্ড আদার স্টাফঃ)
    তিনিই এখন এক গ্রেড টপকে রোজ টেরি বাগিয়ে স্কুলে যাচ্ছেন!

    name: ম mail: country:

    IP Address : 183.24.110.20 (*) Date:21 Oct 2016 -- 07:52 AM

    কদিন আগে এক বন্ধুকে বলছিলাম, ছেলেটা বড় হয়ে গেলো, এখন মনে হয়,আরেকটা ছোট ভাইবোন থাকলে ভালো হত। পরে বুঝলাম উনি নিজের ঘরে বসে বই পড়ার নামে সবই শুনছিলেন, বিকেলে কোথায় যেন একটা যাচ্ছি,আমাকে বল্লো, আমার কিন্তু মত নেই। আমি আকাশ থেকে পড়েছি, কিসে মত নেই। উত্তর এলো, আরেক টা ভাইবোনে। তুমি তো বলছে, আমার কোনও মতামত থাকলে যেন স্পষ্ট করে বলি!
  • de | 69.185.236.55 | ২১ অক্টোবর ২০১৬ ১২:১৫440999
  • ঃ))))))))

    ক্ষী পোচোন্ডো রিফ্রেশিং এই টইটা!!
  • Abhyu | 107.81.103.68 | ১৭ নভেম্বর ২০১৬ ০৭:৪৭441000
  • name: h mail: country:

    IP Address : 212.142.90.70 (*) Date:17 Nov 2016 -- 07:15 AM

    জাতীয় ও আন্তর্জাতিক নানা সমস‍্যার মধ‍্যে হঠাৎ মেয়ের এক প্রশ্নে ভিরমি খেয়ে মারা যাচ্ছিলাম আরেকটু হলে, আচমকা বলে,"বাবা, আমি কি কামুক?" পরে বুঝলাম মোবাইলে bengali to english dictionary app এ word of the day ছিল কামুক আর তার প্রথম মানেটি দেওয়া আছে 'প্যাসনেট', কিভাবে যে এই সার্জিকাল স্ট্রাইক সামলেছি কোনমতে ভাবা যায় না
  • সিকি | ২২ মার্চ ২০১৭ ০৯:৫৮441001
  • টিনেজ যখন হয় নি, এখানেই লিখে দিই।

    দাদু ঠাম্মা এসেছেন। বাৎসরিক হা হুতাশ চলে হাল্কা স্কেলে - নাতনি বাংলা পড়ে না, শেখে না। নাতনি পাশে বসে অম্লানবদনে এমটিভি দেখছে।

    দাদু নাতনিকে খোঁচাবার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন, আচ্ছা দিদিভাই, তুমি ফুসফুস কাকে বলে জানো?

    নাতনি টিভি থেকে চোখ না সরিয়ে গম্ভীর ভাবে বলল, জানি। ডিও।
  • বোকা | 52.110.171.157 | ২২ মার্চ ২০১৭ ১০:২২441002
  • Arpan | 24.195.238.169 | ২২ মার্চ ২০১৭ ১০:৩৬441003
  • রাতে শুতে যাবার আগে দাঁতটাত মেজে অন্ধকার বারান্দায় ফুলের টবগুলোর দিকে উঁকি মেরে একবার বলা চাই - "সবাই ঘুনু কচ্ছে"।
  • dc | 132.164.226.87 | ২২ মার্চ ২০১৭ ১০:৪৪441004
  • একটা বাচ্ছা তার মাকে জিগ্যেস করেছে, "মা, বাবার সাথে দেখা হওয়ার আগে তোমার কি আর কারুর সাথে চেনাশোনা ছিল?" (প্রশ্নটা ইংরেজিতে করেছে, ডিড ইউ নো এনিওয়ান...) মা অনেকক্ষন খাবি খেয়ে তারপর বলেছে, না কাউকে চিনতাম না, আর চিনলেই বা তোকে বলব কেন? ছেলেটা আরো গম্ভীরভাবে বলেছে, না জেনে রাখা ভালো, ভবিষ্যতে কি হবে তার কোন ঠিক আছে? এই দ্বিতীয় মন্তব্যর মানে কি সেনিয়ে মা আর ঘাঁটায়নি।

    ছেলেটা ক্লাস ওয়ানে পড়ে।
  • | 183.24.110.20 | ৩০ মার্চ ২০১৭ ১০:২৪441005
  • উনি শুতে যাবার আগে চান করতে যান,সারাদিনে সময় পান না। অন্ধকার ঘরে খালি গায়ে ঘুরছেন দেখে বল্লাম,তোমাকে তো পুরো ত্রৈলঙ্গস্বামীর মত দেখাচ্ছে
    সে কে মা? এরকম কারুর নাম হয়? ভেঙে ভেঙে উচ্চারণ করছেন, ত্রৈ- ল-ঙ্গ- স্বামী,সত্যি মামা?
    আরে বলছি তো সত্যি, বিশ্বাস না হলে বাবাকেও জিজ্ঞেস করতে পারো

    সঙ্গে সঙ্গে চীৎকার,বাবান, ওটা কী সত্যি কারো নাম?
    কোনটা?
    ঐ যে ত্রৈলঙ্গ স্বামী
    হ্যাঁ, সত্যি

    আচ্ছা। মেয়েটার কি বাজে নাম।একটা ভালো নাম পায় নি...

    মেয়েদের নাম!!!

    হ্যাঁ, বোঝাই যাচ্ছে, স্বামী মানে বর ,হাজব্যান্ড। ওর বর ওকে ত্রৈলঙ্গ বলে ডাকে।
  • Arpan | 116.77.188.94 | ০২ এপ্রিল ২০১৭ ১৫:৪০441006
  • রোব্বার দুপুরে সবাই মিলে বাইরে চাইনিজ খেতে যাওয়া হয়েছে। টেবিলে গুছিয়ে বসতে না বসতেই তেনার মন্তব্য - "ম্যাও গান গাইছে"। বাস্তবিক খুব মেলো একটা চৈনিক সঙ্গীত চলছিল সাউন্ড সিস্টেমে।

    একটু পরে নিজের সাইডপ্লেট দেখিয়ে খুশি খুশি মুখে "এটা আমির"।

    আহা, প্রফেট জানলে কত খুশিই না হতেন।
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৭ ০৯:৪৯441007
  • নাতনি খাওয়া ফেলে হাঁ করে টিভি দেখছেন। টিভিতে তখন রাজেশ খান্না ঠোঁটের ওপর গোঁপ লাগিয়ে হাজার রাহেঁ মুড় কে দেখি গাইছেন। বয়সোচিত ভারিক্কিপনা দেখাবার জন্য উনি মুখটা খুব অল্প অল্প ফাঁক করে গানে লিপ মেলাচ্ছেন।

    গম্ভীর ভাবে অবজার্ভ করে নাতনির প্রশ্ন তার বাবাকে - আচ্ছা বাবা, যেসব অ্যাডাল্টরা গোঁফ রাখে, তাদের কি মুখের ওপরটা খুব ভারি ভারি হয়ে যায়? মুখ বেশি খুলতে পারে না?

    বাবা করুণ মুখে জানাল, আমি তো কোনওদিন গোঁফ রাখি নি, গোঁফওলা কাউকে পেলে জিজ্ঞেস করে নিস।

    উত্তরটা সন্তোষজনক না হওয়াতে নাতনি এইবারে ফিরল দাদুর দিকে, আচ্ছা দাদু, তুমি যখন অ্যাডাল্ট ছিলে, তোমার কি গোঁফ ছিল?

    দাদু এই প্রশ্নে একেবারে বিষম খেয়ে টেয়ে একশা। অ্যাডাল্ট ছিলাম মানে কী দিদিভাই? এখন আর অ্যাডাল্ট নই?

    নাতনি আনফেজড - না, এখন তো তুমি বুড়ো হয়ে গেছো!

    - ওওও, বুড়ো হলে আর অ্যাডাল্ট থাকে না? তা হলে কারা অ্যাডাল্ট থাকে?

    নাতনি অম্লানবদনে বাবামা-কে দেখিয়ে বলল, এই যে, এরা অ্যাডাল্ট। তুমি আর ঠাম্মা তো বুড়ো।

    এর পরে পাঁচ মিনিটের জন্য খাওয়া বন্ধ ছিল। হাসাহাসির জন্য গানটাও ভালো করে শোনা যায় নি।
  • kumu | 37.56.186.110 | ০৩ এপ্রিল ২০১৭ ১৭:৪৪441009
  • সেই কালো চশমা কি পাওয়া গেছিল?
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৩২441010
  • নাঃ।
  • de | 192.57.106.166 | ০৩ এপ্রিল ২০১৭ ২০:০৪441011
  • ঃ))))
  • Du | 182.58.107.85 | ০৩ এপ্রিল ২০১৭ ২০:১০441012
  • ঃ)) । সবগুলো ই।
  • kumu | 37.56.186.110 | ০৩ এপ্রিল ২০১৭ ২০:২১441013
  • সাঁঝের জন্য,

    আচ্ছা বাবা, যেসব অ্যাডাল্টরা গোঁফ রাখে, তাদের কি মুখের ওপরটা খুব ভারি ভারি হয়ে যায়? মুখ বেশি খুলতে পারে না?

    না।তাঁরা খুবি মুখ খুলতে পারেন,তুচ্ছ জিনিস নিয়ে বিরাট হাঁ করে চ্যাঁচাতেও বেশ পারেন।
  • ফরিদা | ০৩ এপ্রিল ২০১৭ ২১:১৮441014
  • এক রবিবারের বিকেল। আমি আর রেশমী টিভির সামনে। এন এইচ টেন চলছে কোন একটা চ্যানেলে। আমাদের ধেড়েটি এসে টিভির দিকে তাকাল, তারপর আমাদের দিকে তাকিয়ে বলল - “এটা তো অ্যাডাল্ট মুভি, তোমরা কেন দেখছ?”
  • Lama | 213.99.211.133 | ০৪ এপ্রিল ২০১৭ ১৬:৫৩441015
  • বাবা, ওই দেখো দুটো শালিখ।

    তিনটে হলে খুব মজা হত।

    কি এমন মজা হত, বাবা?

    আমরা ওদের রান্নাঘরের চালে বসিয়ে দিতাম, আর ওরা ঝগড়া করত।

    কিন্তু রান্নাঘরের চাল কোথায়?

    আশপাশে এত বাড়ি, একটা করে রান্নাঘর নিশ্চয় আছে।

    আমরা জানব কি করে কোনটা রান্নাঘর?

    বাড়ির লোকদের জিজ্ঞেস করে।

    কিন্তু বাড়িগুলোর তো চাল নেই, শালিখদের বসাতে কোথায়?

    মানে, বাড়িগুলোর যদি চাল থাকত, আর শালিখ যদি একটা বেশি থাকত তাহলে আমরা বাড়ির লোকদের জিজ্ঞেস করে রান্নাঘর চিনে নিয়ে শালিখ তিনটেকে ঝগড়া করতে বসাতাম

    তাহলেও মজা হত না বাবা

    কেন?

    ওরা মনে হয় ঝগড়া করত নাl মানুষ তো আর নয়, যে এমনি এমনি ঝগড়া করবে

    তাও ঠিক। আচ্ছা, যেমন আছে তেমন থাক। চালে বসারও দরকার নেই, ঝগড়া করারও দরকার নেই। আর শালিখ একটা কম হলেই কি এল গেল
  • Rabaahuta | 233.186.161.12 | ২৭ অক্টোবর ২০১৭ ১৩:৪৮441016
  • সোহাগ আমাকে বলেছে, - ইউ আর আ লোন উল্ফ।
    অ্যান্ড আই বিলিভ ইউ লাইক বিইং দ্যাট।
  • Lama | 238912.66.9002312.70 | ০২ নভেম্বর ২০১৮ ২০:২৩441017
  • “জেঠু, তোমার মনে আছে?”

    “কি মনে থাকবে?”

    “সেই যে। ছোটবেলায় তুমি আর আমি কেমন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতাম। কেউ ছিল না আমাদের।“

    “তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন তুমি ছিলে না, আর তুমি যখন এখনকার চেয়েও ছোট ছিলে তখন আমি বড় হয়ে গিয়েছিলাম।“

    “হ্যাঁ, এবার একটু একটু মনে পড়ছে।“

    “কি মনে পড়ছে?”

    “মনে পড়ছে যে ছোটবেলায় আমি অনেক মজার মজার কথা বলতাম। কিন্তু কি বলতাম মনে পড়ছে না। আমি ছোটবেলায় কেমন ছিলাম একটু মনে করিয়ে দেবে, জেঠু?”

    “তুমি ছোটবেলায় খুব মিষ্টি ছিলে। এখনকার মত। আমি তো একদিন অফিস থেকে ফিরে পান্তুয়া ভেবে তোমাকে খেয়ে ফেলতে যাচ্ছিলাম।“

    “ছোটবেলায় তুমি আর আমি কি যেন একটা গান গাইতাম?”

    “নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে।“

    “আর কি খেলতাম?”

    “আমি তোমাকে উঁচু করে ধরতাম, আর তুমি দুহাত দুদিকে ডানার মত ছড়িয়ে ‘পাখি, পাখি’ বলতে।“

    “সবকিছু আমার ছোটবেলাতেই হয়ে গেছে। সেইজন্যই আমার কিছু মনে নেই” (দীর্ঘশ্বাস)

    “সবারই সবকিছু ছোটবেলাতেই হয়ে যায়। আমারও প্রায় সবকিছু ছোটবেলাতেই হয়ে গেছে।“

    “জেঠু, বিগ ব্যাং কি তোমার ছোটবেলায় হয়েছিল?”

    “কি বললে? বিগ ব্যাং?”

    “না না। উইথড্র করলাম।“

    “কেন? বিগ ব্যাং ভাল কথা নয়?”

    “না। তা নয়। আই জাস্ট রিয়ালাইজড দ্যাট আই সেইড সামথিং সিলি”

    (অথ জ্যেষ্ঠ্যতাত ভ্রাতুষ্পুত্রী কথা সমাপ্ত)
  • pi | 785612.40.8967.86 | ০২ নভেম্বর ২০১৮ ২০:৩২441018
  • এটা দারুণ!
  • Du | 237812.58.450112.217 | ০২ নভেম্বর ২০১৮ ২২:৫৫441020
  • ঃ))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন