এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক(৩)

    raatri
    অন্যান্য | ২৬ ডিসেম্বর ২০০৯ | ৩৯২৬২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 179.237.46.178 | ০৭ জুন ২০১৪ ০৪:২৪440821
  • আমি ভারি ইমপ্রেসড :)
  • aranya | 78.38.243.218 | ০৮ জুন ২০১৪ ১১:১০440822
  • ট্যালেন্টেড বাচ্চা, ভাষা না বুঝলেও বেশ লাগল গান দুটো :-)
  • aranya | 78.38.243.218 | ০৮ জুন ২০১৪ ১১:১৩440823
  • জাস্ট ন মাস নতুন ভাষা শিখে তাতে গান লেখা -সত্যি দারুণ ব্যাপার
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ২৩:৩৭440824
  • -- বাবা, আরেকটা গল্প বলো।
    -- আমি আর পারছি না, এবার তুই বল।
    -- '...'
    -- কি হল? বল। তুই গল্প বল। আমি আর বলব না।
    -- আচ্ছা, একটা ছাগল ছিল।
    -- তারপর?
    -- একটা বাঘ ছিল।
    -- বেশ। তারপর?
    -- বাঘটা এসে ছাগলটাকে খেয়ে নিল। গল্প শেষ। হি হি হি হি।
  • | 60.82.180.165 | ১০ জুন ২০১৪ ১৮:২৯440825
  • খুব সুন্দর দিৎসা। যাকে বলে ফাটাফাটিঃ)
  • de | 69.185.236.53 | ১০ জুন ২০১৪ ১৮:৪৬440826
  • টিনটিন আর দিৎসা দুজনেরই গান খুব ভাল্লাগলো --

    টিনটিন কি সুরে গাইলো -- ওকে ভালো করে ট্রেনিং দিও মিঠু - গলাটা ভারী মিঠে।
  • | 60.82.180.165 | ১০ জুন ২০১৪ ২৩:২৭440827
  • দে,থ্যাংকিউ। এইবার রবীন্দ্রজয়ন্তীতে টিনটিন এই গানটা গেয়েছে। বাবা সেটার ভিডিও ফেসবুকে আপলোড করায় ছেলে খুবই অসন্তুষ্ট( গানের কথায় একটু গন্ডগোল হয়েছিলো) সেই 'খারাপ' গান কিছুতেই এখানে দিতে দিলো না। এইটা অনুষ্ঠানের দিন সকালে রেকর্ড করেছিলামঃ)
  • mrinmoy | 213.147.88.194 | ১১ জুন ২০১৪ ০২:৩২440828
  • শিব্রামের একটা গল্প ছিলো না শিশুরা একএকটি জ্যাঠামশাই :)
  • ঈশান | ১১ জুন ২০১৪ ২১:১১440829
  • দিৎসার গানের একটা অনুবাদ পাওয়া যায়না?
  • aka | 34.96.239.132 | ১১ জুন ২০১৪ ২২:০৫440831
  • টিনটিন ও দিৎসার গান দুইই খুব ভালো।

    সুইডিশ ভাষায় গান লিখে গেয়েও দিল। আর আমি এখনও বাংলায় একটা লিখে উঠতে পারলাম না, গাওয়া তো দুরের কথা।
  • তাপস দাশ | ১২ জুন ২০১৪ ০০:০৭440832
  • টিনটিনএর গানের লিংক আমি দেখতে পাচ্ছি না কেন? মানে লিংক খুলছে না এমন নয়, লিঙ্কটাই অনুপস্থিত, খালি সাদা স্পেস
  • ঈশান | ১২ জুন ২০১৪ ০০:২৮440833
  • তাপস ভুল পোস্ট দেখছে। ভিডো আরো উপরে আছে।
  • তাপস দাশ | ১২ জুন ২০১৪ ০০:৩০440834
  • ভুবনজোড়া আসনখানি দেখতে পাচ্ছি । ঐটাই কি মিঠু রেফার করেছে পরে?
  • | 60.82.180.165 | ১২ জুন ২০১৪ ০২:৫৯440835
  • আজ সকালের ঘটনা।
    গ্রীক মিথোলজি নিয়ে কথা হচ্ছে। কথা হতে হতে হঠাৎ তিনি উত্তেজিত-এখন ওরা থাকলে কি হত ভাবো?
    কি হতো? আমিও সমান আগ্রহী
    সবাই ভাবতো ওদের ADHD আছে।
    অ্যাঁ! সেকি?
    আরে এত হাইপার অ্যাক্টিভ, তারপর এতো কম অ্যাটেনশান স্প্যান, এক সঙ্গে এত কিছু করছে..
    (হঠাৎ আমার দিকে তাকিয়ে) ওরকম তাকিয়ে থাকতে হবে না,আমি আবার বুঝিয়ে দিচ্ছি কেমন?
    ...
  • Abhyu | 179.237.46.178 | ১২ জুন ২০১৪ ০৩:৪৫440836
  • অ্যাঁ?
  • aranya | 154.160.226.53 | ১২ জুন ২০১৪ ০৫:৪৮440837
  • খুব স্মার্ট ছেলে টিনটিন + টু কিউট :-)
  • raatri | 24.99.97.2 | ০৮ জুলাই ২০১৪ ২০:৫৫440838
  • আমি শুনেছি ছোটোবেলায় মাকে জিগ্যেস করেছিলাম-'তুমি মাইনে কবে পাবে,মা?'
    মা বলেছিলেন-'ক্যানো?কিছু চাই?কী চাই?'
    অনেকখানি কুণ্ঠা নিয়ে বলেছিলাম-'পেনের কালি প্রায় ফুরিয়ে এসেছে।'
    মা-'ওমা!!বলবি তো!সে তো কিনতেই হবে।তার সঙ্গে মাইনের কি সম্পর্ক?'

    আর আমার ছেলে কেমন অবলীলায় কাল বলল-'একটা ম্যাচ ও কি আমরা ব্রাজিলে গিয়ে দেখতে পারি না?জাস্ট একটা!!প্লীজ,প্লীজ!"

    ক্ষী দিনকাল!!
  • সে | 203.108.233.65 | ০৮ জুলাই ২০১৪ ২২:৩৭440839
  • "দিনকাল" নয়।
  • Abhyu | 183.200.128.42 | ০৭ আগস্ট ২০১৪ ২০:২৪440840
  • name: a x mail: country:

    IP Address : 86.31.217.192 (*) Date:07 Aug 2014 -- 05:46 PM

    (ওখানে আর লিখ্লাম না)
    ডিডি, না না দাদু তো ঘোর কংগ্রেসী ছিল। তারপর আমার বড়মামা একদিন "কমুনিস্টের বাড়িতে জলও খেতে নেই" বলে দুম করে আমাদের বাড়ি থেকে বেড়িয়ে গেছিল ঃ-) - যদিও সে প্রতিজ্ঞা খুব বেশিদিন টেঁকে নি। আর এখনের কাজিন টাজিন সবাই মনে হয় বিজেপি। জিগাই না ভয়ে।

    আর বুঁচিরে নিয়া চিন্তা নাই। টেক্সাসই তাকে বড় করবে। তাকে মায়া অ্যাঞ্জেলুর কথা বলছি কাল, একটাই প্রশ্ন করল, মায়া অ্যাঞ্জেলু কেমন দেখতে ছিল। রাগের চোটে পুরো রাস্তা আর কথাই বলিনি। তার জীবনে একটাই অ্যাম্বিশন, বড় হয়ে মেকাপ আর্টিস্ট হবে। তবে সেটা হতে হলেও যে স্কুল পাশ করতে হবে শুনে খুব মুষড়ে পড়েছে।

    name: Ishan mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:07 Aug 2014 -- 08:15 PM

    ওদিকে আমাচ্ছেলের এখন রুবিক কিউবের উৎপাত দূর হয়েছে। সময় কমানোর প্র্যাকটিস নাকি আর্বার কদিন পরে শুরু হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আগ্রহও গেছে। সব শেষ। এখন লেটেস্ট চলছে বাংলা সিরিয়াল। সকালে উঠে টিভি চালিয়ে দেখতে বসছে। কেউ কোনো শব্দ করলে আবার বিরক্তও হচ্ছে।
  • Update | 138.192.7.51 | ১৮ আগস্ট ২০১৪ ২৩:৩৭440842
  • name: kiki mail: country:

    IP Address : 127.194.66.27 (*) Date:18 Aug 2014 -- 08:07 PM

    আজ ছেলে চাপের চোটে বাঙলা বই খুলে আমার চাপ নামিয়ে দিলো। আজ জিগিয়েছে পরপুরুষের মানে কি!! আমি যেই বললুম বিয়ে হয়ে গেলে মেয়েদের বরেরা ছাড়া অন্যরা পর্পুরুষ হয়, তখন জিগালো তাহলে সেও আমার পরপুরুষ কিনা !!! অসম্ভব!!! হাঁও মাও!!!

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.146.23 (*) Date:18 Aug 2014 -- 08:17 PM

    কিকির কেসটা একটা গল্পে পড়েছিলাম, বাণী বসু নাকি নবনীতার লেখা। ঐ রকম, বাচ্চা মেয়ে হোম টিউটরকে জিজ্ঞেস করেছে "বারবণিতা" মানে কী। কোনও গল্পের বইতে পড়েছে আর কি। টিউটরও প্রচণ্ড তোৎলে হেঁচে কেশে বুঝিয়েছে, য মেয়ে ঘরের বাইরে থাকে, তাকে বারবণিতা বলে।

    খানিক বাদে মেয়েটির দিদি কলেজ টিউশন সেরে বাড়িতে ঢুকেছে, বাচ্চা মেয়েটি সগৌরবে বাড়িকে জানান দিল, ঐ যে, বারবণিতা এসে গেছে।

    name: Arpan mail: country:

    IP Address : 125.118.152.244 (*) Date:18 Aug 2014 -- 08:11 PM

    আমাদেরও আজকাল এসব অসম্ভব কোশ্ন শুনতে হচ্ছে।

    লেটেস্ট হল - ইফ টাইম ইজ মানি, দেন মানি ইজ অলসো টাইম?

    name: kiki mail: country:

    IP Address : 127.194.66.27 (*) Date:18 Aug 2014 -- 08:29 PM

    হ্যাঁ, এই পরশুই নবনীতার পরীক্ষা পরছিলাম, মনে হলো আমার কথা ভেবেই লিখেছেন। ছেলে শান্তিনিকেতন গিয়ে দোকানদারের সাথে দোস্তি পাতিয়ে একতারা বাজানো শিখে এলো। তারপর সারাদিন পিড়িং পিড়িং। একজন মাথায় করে ভায়োলিনের একটা বাংলা সংস্করন নিয়ে যাচ্ছিলো, তার কাছে থেকে সেটা কিনে, গল্প গুজব করে তাও শিখে নিলো, তারপর তার তার(স্ট্রিং ) ছিঁড়ে শান্তি। জীবে প্রেমের চোটে তো আমার সংসারের প্রতি প্রেম ছুটে যাচ্ছে( আদেও ছিলো কি!!)। এদানিং তার লাস্ট আনা গাপ্পি আর মলিরা তেড়ে বাচ্চা পেরে চলেছে( কি অসুব্য, আর কোন কাজ নেই) ভাইয়ের অ্যাকোরিয়ামে তারা ছিলো, সেখানে বাচ্চা পেরে পেরে অস্থির করে দিয়েছে, এখন তার কিছু আমার বাড়ীতে। ভাই একটা গামলা করে একশোটা বাচ্চা সামলে সুমলে তুলে রেখেছে, এদিকে তার প্ল্যান্টেড অ্যাকোতে রোজ ব্রাশ দিয়ে নাকি সব গাছের সব পাতা মুচ্ছে। মিনা তো দেখি রেগে গর্গর করছে, সেদিন বললো , জানো দিদি, সেদিন পটির বালতি, যেটা কিনা ফ্লাশের অসাধ্য কাজ গুলো করে সেটা খুঁজে পাচ্ছি না, দেখি, তোমার ভাই ঐ মার্বেলের টেবিলের উপর তাকে তুলে তাতে মাছের বাচ্চা ছাড়ছে। কাজেই ভাগ্নে মদন ও দাবী জানিয়েছে তার একটা গামলা চাই বাচ্চাদের জন্য, সাথে এটাও যোগ করেছে, মাম্মামের তো ন্যাচারাল হ্যাবিট্যাটে রয়েছে, তাই সেভাবে বাচ্চা কে ওরা খাচ্ছে না, আমার তো তা নয়। উফ!

    name: kiki mail: country:

    IP Address : 127.194.66.27 (*) Date:18 Aug 2014 -- 08:19 PM

    এদিকে ছেলের বাঙলা টিচার(মহায়, আপনারা যতই বিশ্বসংসার নিয়ে মাথা ঘামান না কেন আর আমায় দুচ্ছাই করুন না কেন , আমি বলবই) উফ! যেই তাকে বাঙলা পড়াতে যায় সেই অসুস্থ হয়ে পরে, শেষে একজন ম্যামকে পেলাম বাড়ীর কাছে, আর চোখ বুঁজে ছিলাম, কারন আর কাউকে পাওয়া সম্ভব নয়। এদিকে তিনি ছেলের নামে আর ছেলে তার নামে নিত্য নালিশ ঠুকেই চলেছে আর আমি কান বন্ধ করে রেখেছি। আজ খাতা খুলে তাজ্জব! ছেলের বানানের নমুনা আর ম্যামের ও তাই, আমাহেন মানুষ ও খাবি খাচ্ছে, তারুপর ম্যামের ভাষার ভঙ্গি, সেটা বাঙলা না হিন্দি না উর্দু , কি যে শেখাচ্ছেন তার থৈ খুঁজে পেলাম না। স্কুলের ম্যাম তো হাল ছেড়ে দিয়েছেন, PTM এ গেলে আমরা কেবল নানারকম গল্প গুজব করি, ছেলের পড়া বাদ্দিয়ে। দু একটা নমুনা, বাড়ীর ম্যামেরঃ সর্ব্ববেশ মানে সারা শরীর। ছেলে ১৪ বানান লিখেছে চোদ্য, তাতেও এই বড় একটা রাইট। আর ছেলে টোটাল কুল।এমন তাপউত্তাপবিহীন জীব কি করে হয় আমার আজ ও অজানা। এবার কলসি দড়ি নিয়ে ঘাটে যাওয়ার বন্দোবস্ত করি গিয়ে।

    name: byaang mail: country:

    IP Address : 132.166.89.61 (*) Date:18 Aug 2014 -- 08:31 PM

    কিকি, দুঃখু কোরো না।
    কাল ছেলেকে জিগালুম, "পুরাতনের বিপরীত কী?"
    ছেলে বলল "পুরাতন মানে কী?"
    আমি কটমট করে চেয়ে বললুম, "এমন থাপ্পড় পড়বে না গালে! সাহেবগিরি ঘুচিয়ে দেব থাবড়িয়ে।"
    ছেলে খানিকক্ষণ অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে জিগাল, "পুরাতন মানে কি পুরানো?"
    বললুম, "হুঁ"
    সে বলল, "নতুন"
    আমি বলাম, "সে তো পুরানোর বিপরীত নতুন। পুরাতনটা ভালো বাংলা, তার বিপরীত কী হবে?"
    ছেলে ভারি শান্ত গলায় বলল, "নুরাতন"
  • pinaki | 90.254.154.99 | ০২ নভেম্বর ২০১৪ ১৫:২৫440843
  • iframe width="560" height="315" src="// frameborder="0" allowfullscreen/iframe
  • pinaki | 90.254.154.99 | ০২ নভেম্বর ২০১৪ ১৫:২৭440844
  • যাঃ ঘেঁটে গেল।

    আরেকবার ট্রাই।

    গতকাল এখানে দিওয়ালির ফাংশনে।

  • Abhyu | 85.137.11.211 | ০২ নভেম্বর ২০১৪ ১৮:০৮440845
  • খুব ভালো (কিন্তু দেখতে গেলে বলল সেফটি মোড অফ করে দেখতে হবে)
  • Arpan | 125.118.50.243 | ০২ নভেম্বর ২০১৪ ২০:৩৬440846
  • শিশুঃ মা, ওই ছেলেটির নাম পরাজিত কেন?

    মাঃ শ্‌শ্‌শ্‌শ, ওরম বলে না! ওর নাম পারিজাত। পা-রি-জা-ত। মনে থাকবে?

    শিশুঃ ওকে, মনে থাকবে। পারোজিত। তুমি জানো আমাদের ক্লাসে দলজিত বলে একটা গার্ল পড়ে?
  • Tim | 12.133.60.144 | ০২ নভেম্বর ২০১৪ ২০:৪১440847
  • ঃ-)
  • pinaki | 90.254.154.99 | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫১440848
  • অর্পন, ঃ-)

    আর একবার দিলাম, অভ্যু দেখো তো এবারেও সেফটি অফ করতে বলছে কিনা।

  • Abhyu | 85.137.11.211 | ০২ নভেম্বর ২০১৪ ২০:৫৫440849
  • না এখন আর বলছে না। তবে এতোদিনে নিশ্চয় আরো কিছু রেকর্ড করেছো, সেগুলোও তুলে দাও।
  • Arpan | 125.118.50.243 | ০২ নভেম্বর ২০১৪ ২১:৩২440850
  • দিয়ার জন্য ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ।
  • pinaki | 90.254.154.99 | ০২ নভেম্বর ২০১৪ ২১:৪৬440851
  • না, এর মধ্যে আর রেকর্ড করি নি। গতো একমাস ধরে তো দিন রাত এই গানই চলছে। এবার বলেছি আর লেট ইট গো শুনলে বাড়ী ছেড়ে চলে যাবো। ঃ-)
  • Abhyu | 85.137.11.211 | ০২ নভেম্বর ২০১৪ ২১:৪৮440853
  • মানে লেট হিম গো আরকি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন