এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ:প:বু:ভু:-৮

    Manish
    নাটক | ০৭ এপ্রিল ২০১০ | ৩২৭১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১৩:৪৭441794
  • এছড়াও পশ্চিম বঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি খুব ভালো। বুজ্জোয়া কাগজ বলেছে। অতএব এক্সপিরিয়েন্স যাই বলুক না কেন, চোখ বুজে সিপিএমকে ভোট দিন।
  • le p | 125.18.104.1 | ১২ মে ২০১০ ১৩:৪৮441795
  • সর্বভারতীয় স্তরে প্রায় সব রাজ্যেই যে পাঁচ বছর অন্তর অন্তর সরকার "পরিবর্তন" হয়- সেই "তুলনামূলক" আলোচনা চলবে?
  • Rajdeep | 202.79.203.59 | ১২ মে ২০১০ ১৩:৫২441797
  • এটাও বোঝা এল

    তিনো-নকু-সুসি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে (জমিতে , আকাশে নয়) , রাজারহাটে ট্রান্সফর্মার-খুঁটি পুঁততে বাধা দিচ্ছে , রেলমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে কয়লার ওয়াগনের কোটা কমাচ্ছেন

    অতএব তিনোমুলকে ভোট দিন ;-)
  • Power | 125.18.104.1 | ১২ মে ২০১০ ১৩:৫৩441798
  • "The late Mrinal Banerjee, who was power minister for two terms, tried his best to augment capacity to meet the rising demand, but a clique of powerful bureaucrats scuttled his every move. He knocked on the party headquarters at Alimuddin Street, but the bureaucrats lobbied the chief minister.

    "Now, when the anger against blackouts is spilling on to the streets, his plans are being dug out of dusty piles of files. Banerjee did not live his grim prediction come true.

    There was a comprehensive plan in 2006 to jack up generation, revamp feeder lines and segregate distribution. But the government waited the next three years. If Banerjee’s plans had been actualized, Bengal would have at least trebled its generation capacity.

    Keeping in view the rising domestic and commercial demand, a state level ‘perspective power planning committee’ was set up on February 14, 2005, under Banerjee to recommend short term and long term measures to boost generation, transmission and distribution.

    The panel pegged the demand growth at 4.24% in urban Bengal, and 3% in Kolkata alone. It factored in the increased use of air-conditioners, refrigerators, televisions and washing machines and estimated the growth at 4% in parts of the city. Accordingly, it recommended capacity addition of 8131MW over a period of four years — 2008-09 to 2011-12.

    Some of them — like CESC’s New Cossipore plant, augmentation of Bakreswar thermal plant and Purulia pumped storage — have been commissioned. But the state lags way behind in a host of projects (public and private) planned between 2009 and 2011, which taken together would have added 4,200MW."

  • lcm | 69.236.172.194 | ১২ মে ২০১০ ১৩:৫৫441799
  • ... do it now...
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১৩:৫৮441800
  • এই শক্তিশালী আমলারা কারা এবং এঁরা বাধা দিয়েছিলেন কেন? সেই কোশ্চেনটার উত্তর কখনো জানা যাবে? শঙ্কর সেনের আমলেও এরকমই কিছু ব্যাপার শোনা গেছিলো।
  • bb | 125.16.17.152 | ১২ মে ২০১০ ১৪:০৫441801
  • এনারাই তো পরে তৃণমূলে যোগ দিয়ে শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী হবেন।
    উদা সুলতান সিং, দেবব্রত থেকে আজকের জাটুয়া, প্রশ্ন অবশ্য এদেরকে কেন এই ভাবে ছাড় দেওয়া হয়েছে?
  • Ishan | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১৪:০৭441802
  • ফ্যাক্ট:
    ১। কেন্দ্রীয় চক্রান্তের কথা আর মন্ত্রীরাও বলছেন না।
    ২। কাটোয়া ছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কোথাও বাধা দেওয়া হয়নি।
    ৩। মন্ত্রীর সিদ্ধান্তকে নাকচ করতে পারেন এরকম আমলা ভারতের কোনো অঙ্গরাজ্যে আছেন বলে জনা যায়না (যদিনা এঁরা আরও উচ্চতর মন্ত্রীর দ্বারা ব্যাকড হন)।

    পোশ্নো:
    গত দশ বছরে মোটামুটি চালু পরিকাঠামোকে কারা ভোগে পাঠালো? অনেক স্লোগান শোনা গেল, এই উত্তরটা জানা গেলনা। যাবেওনা। ওর চেয়ে স্লোগান দেওয়া সোজা। :)
  • Arijit | 61.95.144.122 | ১২ মে ২০১০ ১৪:১২441804
  • দশ বছর না কত বছর জানি না, তবে কারা-র সঙ্গে কেন-ও আছে। অল্প বুদ্ধি থাকলেও কেউ নিজের পায়ে কুড়ুল মারে না - যদি না ওই নাক কেটে যাত্রাভঙ্গের গল্প থাকে।
  • Rajdeep | 202.79.203.59 | ১২ মে ২০১০ ১৪:২০441805
  • স্লোগান কি শুধু সিপিয়েমের একার ? সবাই দেয়

    এই সিঙ্গুরেই কত স্লোগান শুনলুম কৃষিভিত্তিক-শ্রমনিবিড় শিল্প , দাও ফিরে সে অরন্য ইত্যাদি

    আর হ্যাঁ , হরিপুরে পরমাণু বিদ্যুতেও কারা যেন সব বাধা দিয়েছে !
  • Rajdeep | 61.12.12.83 | ১২ মে ২০১০ ১৪:২৩441806
  • তবে আমি ঠিক করেছি আগামী বছর তৃণমূলকেই ভোট দেব। আমারো আর ভালো লাগছে না।
  • Ishan | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১৪:২৮441807
  • হরিপুরে কোনোমতেই ২০১০ এ উৎপাদন শুরু হবার কথা ছিলনা।
  • PT | 198.96.180.245 | ১২ মে ২০১০ ১৪:২৯441808
  • আমি তো অনেকদিন থেকে তৃণমূলকেই দিচ্ছি।
  • Rajdeep | 202.79.203.59 | ১২ মে ২০১০ ১৪:৩১441810
  • নামচোরকে এবার কেলিয়ে পাট করতে হবে দেখছি :-()

    ড্যামড্যাম দাওয়াইই দস্তুর !
  • Ishan | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১৪:৩১441809
  • আর স্লোগান সবাই দেয়। কিন্তু শুধু স্লোগানে চিঁড়ে ভেজেনা।

    গত দশ বছরে সব ভোগে গেল কিকরে, তার দায় না নিয়ে, শুধু কেন্দ্রীয় চক্রান্ত আর কনস্পিরেসি থিয়োরি নিয়ে স্লোগান দিয়ে চললে পাড়ার কাক-পক্ষীও বিশ্বাস করবেনা।
  • Update | 125.18.17.16 | ১২ মে ২০১০ ১৭:২২441811
  • Name:AryaMail:Country:

    IPAddress:203.91.201.56Date:12May2010 -- 02:31PM

    লোকজন ভয় পাইয়ে দিচ্ছে, আমি পরের week এ পুনে শিফট করছি, সেখানে কি জল আর বিদ্যুতের অবস্থা কোলকাতার চেয়েও খারাপ?

    Name:PTMail:Country:

    IPAddress:198.96.180.245Date:12May2010 -- 02:34PM

    সবসময় সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে সমস্যাটাকে দেখবেন। তাহলে আর তেষ্টাও পাবে না, গরমও লাগবে না।

    Name:RajdeepMail:Country:

    IPAddress:202.79.203.59Date:12May2010 -- 02:36PM

    রাজারহাটে ভোগে গেছে তো অতো হল্লার কি আছে ;-)সব ইলাকাই কি ওরকম নাকি!

    আমাদের এলাকায় এসে বাসা বাঁধেন কমরেড - জল-বিদ্যুত- রাস্তা বেশ ভালই তো, তা নয় কো ঐ খুদে-আরাবুলদের পাড়ায় গ্যাছেন !

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:12May2010 -- 02:53PM

    এই পোস্টিংগুলো আমার নয়।

    IPAddress:198.96.180.245Date:12May2010 -- 02:29PM

    IPAddress:198.96.180.245Date:12May2010 -- 02:34PM

    আমার IPAddress:203.110.247.221.

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:12May2010 -- 02:55PM

    আমার IPAddress:203.110.247.221.
    :২৯ আর ২:৩৪ এর পোস্টিংগুলো আমার নয়।

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:12May2010 -- 03:02PM

    :২৯ PM আর ২:৩৪ PM -এর পোস্টিং আমার নয়। আমার IPaddress203.110.247.221.

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.247.221Date:12May2010 -- 03:04PM

    এতবার একই পোস্টিং যাওয়ার কথা ছিলনা। কম্পু কিছু গোল পাকিয়েছে। দু:খিত।

    Name:SBMail:Country:

    IPAddress:114.31.249.105Date:12May2010 -- 03:22PM

    ওরেব্বাবা রাজারহাটে জল নেই নাকি? এককালে তো পুরো জায়গাটাই জলা ছিল, কি দিন্‌কাল!!

    Name:IshanMail:Country:

    IPAddress:125.18.17.16Date:12May2010 -- 03:37PM

    রাজপ্রাসাদ থেকে এক ফরাসী রানী একবার বলেছিলেন, এ মা ওরা রুটি পায়না নাকি? :)

    Name:hutoMail:Country:

    IPAddress:203.99.212.54Date:12May2010 -- 04:32PM

    কোলা খাও। গোল কোরোনা। আরো অনেকজায়গায় জল নেই- সময় করে লিং দিয়ে দোব খন।
  • aka | 168.26.215.13 | ১২ মে ২০১০ ১৮:২৬441812
  • সাম্রাজ্যবাদী দেশে সিক্স সিগমা প্রসেসের উদাহরণ দেয় লোকে জলের কল, ইলেকট্রিসিটি, হাসপাতালের প্রসেস।

    কলকাতাতেও এই উদাহরণগুলোই ব্যবহার হবে শুধু উল্টো কারণে। মানে কেমন হওয়া উচিত নয় সেই উদাহরণ।

    এর ওপর আবার ৩০০১, আফ্রিকা, হু'র রিপোর্ট, সাম্রাজ্যবাদী কনস্পিরেসি, কেন্দ্রীয় চক্রান্ত, পরিশেষে গ্লোবালাইজেশন ও তারসাথে শ্রেণীদৃষ্টিভঙ্গী। পার্টির এমন হিতৈষীরা আখেরে ক্ষতিই করছে। বিমানবাবু জানলে মনে হয় খুব দু:খ পাবেন। মানে যা করছেন পার্টির সাথে কথা টথা বলে করছেন তো? সামনে আবার ভোট। নাকি এটাও কনস্পিরেসি।
  • SB | 114.31.249.105 | ১২ মে ২০১০ ১৮:৫৮441813
  • ও রাজারহাট জলা জায়গা ছিলনা? :-) বেশ, তবে তাই, হাজার হোক সততার প্রতিক বলে কতা
  • Du | 65.124.26.7 | ১২ মে ২০১০ ১৯:৪৮441815
  • বিজলী, সড়ক পানীর জন্য কংগ্রেসকে ভোট দিন। :)
  • pi | 72.83.210.50 | ১২ মে ২০১০ ২১:১২441816
  • কালকে এই খবরটার লিংক দিয়েছিলাম।
    http://www.telegraphindia.com/1100417/jsp/calcutta/story_12348983.jsp
    এটা নিয়েও কিছু বলা যাবে না ? বল্লে অন্ধ বিরোধিতা হবে ?
  • SB | 114.31.249.105 | ১২ মে ২০১০ ২১:১৮441817
  • ছোটবেলা থেকেই তো দেখছি ওয়াগন ব্রেকারদের রমরমা, কম পক্ষে ৫০-৬০ বছর ধরে এসব চলছে। সিপিএমের বাবারও হিম্মত নেই এসব থামায়, সামান্য ন্যানো করতে পারলো না আর ওয়াগন ব্রেকেজ থামাবে? ইল্লি নাকি?

    তবে এর থেকে অনেক বড় বড় ব্যাপার ঘটছে রোজ রোজ। চাইলে ডিটেলস দিতে পারি। শুনলে অবাক হতে হয়।

    যাউগ্গিয়া, পরিবত্তন করে এসব থামিয়ে দিন, ভগমান আপনাদের মঙ্গল করবেন ;)
  • pi | 72.83.210.50 | ১২ মে ২০১০ ২১:৩৫441818
  • “InanexposeontheblatantlootofcoalfromadumpyardinHazratpur, avillagealongtheBurdwan-Birbhumborder, Metrohadshownhowasectionofthelocalpolicewasinconnivancewiththelooters, whohawktheirdailyhaulintheillegaldumpyardsofBarkolaghat, SahapurandBhimgarh.....

    Theleaderspromisedusthat330localpeoplewouldgetjobsintheminebutlaterwerealisedthatitwasahoaxandtheleadershadtakenmoneyfromthemineauthoritiesanddupedus,”saidSheikhMoti, aresidentofSahapurvillage, around2kmfromthemine.

    WBPDCLofficialsconfirmedtheattemptbythemineauthoritiestostrikeadealwithlocalpoliticiansandclaimedthatthingswentawrywhentheHazratpurpanchayat—aCPMstrongholdsince1977—failedtoreachaconsensusonthe330names.

    “Wehavetriedallpossibleoptionstoruntheminesuccessfully, butnothinghasworked.Thelocaladministrationhasleftusinthelurch, thepoliticalpartieshavefailedtodeliverontheirpromises, andthelootgoeson,”saidanofficialofBengalEMTACoalMinesLtd.

    PowerministerSenechoedthishelplessnessandadmittedthattheadministrationhadfailedtostopthelootingofcoalandsnapthesupplylineoflootedcoaltoillegaldumpyardsintheRanigunj-Asansolbelt.

    কিছুই করার নেই । হুম।

  • bb | 219.64.146.168 | ১২ মে ২০১০ ২১:৫৩441819
  • পাই আপনি মনে হয় সুরজদেও সিং এর ব্যাপারে জানেন না। চন্দ্রশেখেরর স্নেহ ধন্য এই ব্যক্তি বিখ্যাত কয়লা মাফিয়া যিনি ধানবাদের কয়লা ব্যবসা পুরো একাই নিয়ন্ত্রণ করতেন। পুলিশ, প্রশাসন কেউ তার কিছু করতে পারে নি।
  • pi | 72.83.210.50 | ১২ মে ২০১০ ২২:২৫441820
  • Reports reached Kolkata that as the rakes were being loaded with coal at the siding at Hazratpur railway station near Khairashol, over 1,200 people started looting coals. Though apprehending disturbances, policemen led by a DSP and four other officers were posted beforehand they did nothing to stop them. The district magistrate Soumitra Mohan did not want to comment on this.

    সুরজদেও সিং এর ভয়ে ?

    However, since the non-availability of coal for power stations has much to do with the law and order situation in the state, home secretary Ardhendu Sen had to convene a meeting where representative of Bengal Emta, power generation company WBPDCL, IG (Law & Order) and district officials were present.

    But today's incident showed that the writ of the administration is not working at the grass root level.

    A official of the district administration, who did not want to be identified, observed that, "this is not a case of simple law and order where a group of criminals are involved in the lootings. It is a case where a large section of people of the local society is participating in the loot with direct blessings from the political establishment. That's why it is difficult to prevent”.


    চন্দ্রশেখরের 'পলিটিক্যাল এস্টাব্লিশনেন্ট এর কথা বলা হয়েছে ? জানতে চাইছি।
  • SB | 219.64.79.43 | ১২ মে ২০১০ ২৩:৫৮441821
  • ঠিক এই মাফিয়া গোষ্ঠী খুবই সক্রিয় ভাবে পরিবত্তনকামী, আল ইz ওয়েল ;)
  • SC | 128.237.254.93 | ১৩ মে ২০১০ ০০:১১441822
  • পরিবর্তন মানে সবার জন্য সুদিন আসবে, এরাম কথা অতি বড় তৃণও বিশ্বাস করে না মনেহয়।
    যেরাম আপনারাও বিশ্বাস করেন না যে সিপিএম কয়লা মাফিয়ার সাথে পাঙ্গা নিতে পারবে।

    কয়েকটা ঘুঘুর বাসা ভাংতে পারলেই খুশী। নতুন বাসা হলে ২০১৬ তে আবার আপনাদের ভোট দিয়ে জিতায়ে আনবো, কথা দিলাম। :)

    তত্ব হিসেবে খুব খারাপ,জানি, তবে কি আর করা, বুদ্ধ আর মমতার মধ্যে চুস করতে দিলে মানুষের তো এছাড়া আর গতি নেই।
  • SC | 128.237.254.93 | ১৩ মে ২০১০ ০০:১২441824
  • *তঙ্কÄ
  • pi | 72.83.210.50 | ১৩ মে ২০১০ ০০:১২441823
  • আরে , এই অপরিবর্তিত পরিস্থিতিতে এই মাফিয়া গোষ্ঠীর এই well being এর রাz টা জানতে জান্তে চাইছি তো। ঐ 'লোকাল' পলিটিক্যাল এস্টাব্লিশমেন্ট, পুলিশদের এহেন আচরণ, সব ই তো এখনকার কথা, প্রাক-পরিবর্তন কথা।
    পরিবর্তন হলে নাহয় আরো খারাপ হবে,তখন সেই আরো খারাপ নিয়ে পরবর্তী দল কে প্রশ্ন করা যাবে। আপাতত এই খারাপ পরিস্থিতি নিয়ে জবাব যে আপনাদের কাছেই চাইতে হবে। :(
    নাকি এগুলো আদৌ কিছু খারাপ না ? আল ইz ওয়েল ? ;)

  • Du | 65.124.26.7 | ১৩ মে ২০১০ ০০:২৮441826
  • পরিবর্তনের নিয়ে কোন প্রশ্ন নাই আর। তাড়াতাড়ি আসুক পরিবর্তন।

    এইবার বলেন, কোন লেবেলের পরিবর্তন আনা উচিত? কম্পিটিশনের বাজার যখন।

    সোনিয়াজীর কং না মমতাদির তৃণ? কারণসহ বললে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন