এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৬৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:০৮444591
  • আমার দোকানের কথা বলছি না। হ্যাঁ আমার দোকান কেটেছে। ফর্ম সিক্সটিনেও তারা এপ্রিল টু মার্চের হিসেবই দেখাবে।

    আমার প্রশ্ন হল, এটা ভ্যালিড কিনা। এইভাবে মার্চের স্যালারি, যেটা অ্যাকচুয়েলি এপ্রিলে দেওয়া হচ্ছে, তাতে আগের বিত্তবর্ষের জন্য ট্যাক্স কেটে নেওয়া যায় কিনা।

    নাকি এ ব্যাপারে নির্দিষ্ট কোনও রুলই নেই?

    ইন ফ্যাক্ট, এখানে ভাটানো সকলেই প্রাইভেটে কাজ করে। তাই সবার এক্সপিরিয়েন্সই এক হবে। রঞ্জনদারটা কি সরকারি? সরকারি কেউ আছেন?
  • Arpan | 204.138.240.254 | ০১ এপ্রিল ২০১০ ১৪:১২444592
  • সে না হয় বলবেন।

    কিন্তু তুমি কপিরাইটারদের মত বাংলা লিখো না। বিত্তবর্ষ আবার কী হে, আর্থিক বছর। :-)
  • santanu | 82.112.6.2 | ০১ এপ্রিল ২০১০ ১৪:১৭444593
  • আমি বহুদিন সরকারী চাকরি করেছি, সেখানে ও এপ্রিল টু মার্চ।

    অ্যাডভান্স ট্যাক্ষ এর কনসেপ্টে এটা হয়, মনে হয়।
  • Arpan | 204.138.240.254 | ০১ এপ্রিল ২০১০ ১৪:২২444594
  • এইবার আমার ফান্ডায় টান পড়েছে।

    অ্যাডভান্সড ট্যাক্ষোর গল্পটা কী? কাদের দিতে হয়? দিলে কী সুবিধে হয়? না দিলে কী হয়?
  • Arpan | 204.138.240.254 | ০১ এপ্রিল ২০১০ ১৪:২৩444595
  • অ্যাল!

    * অ্যাডভান্স
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৩১444596
  • আর্থিক বছরের থেকে বিত্তবর্ষ লেখা সোজা। :-্‌

    এইবার বলি কোশ্চেনটা ক্যানো এল।

    গেঁড়ির আপিসে (কেসচা, ওদের মাইনে সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক থেকে ইস্যু হয়) মাইনে দেওয়া হয় মাসের শেষ ওয়ার্কিং ডে-তে। তিরিশ, একতিরিশ ইত্যাদি। কেবল মার্চের মাইনেটা পায় এপ্রিলের পাঁচ তারিখে। আবার এপ্রিলের তিরিশে এপ্রিলের মাইনেটা পায়।

    ওরা ফর্ম সিক্সটিনে দেখায় মার্চ টু ফেব্রুয়ারির হিসেব। মার্চের স্যালারিতে ওদের কোনও ট্যাক্স কাটা হয় না। মার্চে ওরা সদাসর্বদা ফুল স্যালারি পায়। এপ্রিলে ওরা যে ইনভেস্টমেন্ট প্রোজেকশন করে, সেই হিসেব ধরে, এবং বছরের মধ্যিখানে কোনও মাইনে বাড়ার কেস হলে (প্রমোশন, ডিএ বেড়ে যাওয়া ইত্যাদি) তখন নতুন করে হিসেব করে ওদের মান্থলি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা হয় ফেব্রুয়ারি পর্যন্ত। যা ট্যাক্স কাটার ফেব পর্যন্ত কাটে। মার্চে কোনও ট্যাক্স কাটে না, আর যেহেতু মার্চের টাকাটা অ্যাকচুয়েলি এপ্রিলে আসছে, তাই মার্চের টাকাটা ওদের সেই ফি:ই:-এর ফর্ম সিক্সটিনে উল্লিখিত থাকে না।

    এবং এটা নাকি নতুন কোনও কেস নয়। গত এক দশক ধরেই এইভাবেই করে আসছে। আমি কালকে জানলাম, এবং জেনে, আমার মন বলছে, জিনিসটা ঠিক লজিকাল হচ্ছে না। তাই এখানে প্রশ্নটা পাড়লাম। আমাদের কেসে কী হয়, মানে প্রাইভেটে, ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা হয় মার্চ পর্যন্ত, যদি কোনও কারণে আমি যা ইনভেস্ট করব বলে ডিক্লেয়ার করেছিলাম বছরের গোড়ায়, ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত তার চেয়ে কম ইনভেস্টমেন্ট দেখাই, তাহলে রি-ক্যালকুলেট করে বাড়তি ট্যাক্স লায়াবিলিটিটা মার্চের স্যালারি থেকে কেটে নেওয়া হয়। যদি আমি আশি হাজার ডিক্লেয়ার করে ফেব্রুয়ারিতে দেখাই যে অ্যাকচুয়েলি এক লাখ ইনভেস্ট করেছি, তা হলে রিক্যালকুলেট করে মার্চের স্যালারি আমার বেড়ে যায়, মানে ট্যাক্স কম কাটা হয়, বা কাটাই হয় না, অ্যাজ অ্যাপ্লিকেব্‌ল।

    ওদের সরকারিতে কী হয়, মার্চের স্যালারিতে কোনও অ্যাডজাস্টমেন্ট হয় না, যদি ফেব্রুয়ারির আঠাশে দেখা যায় যে সে কম ইনভেস্ট করেছে, ট্যাক্স লায়াবিলিটি বেশি, তা হলে ওদেরকেই বাকি টাকার চালান ভরে নিয়ারেস্ট ব্যাঙ্কে জমা করে দিয়ে আসতে হয়। ইন এনি কেস, মার্চের স্যালারি থেকে ট্যাক্স কাটা হয় না। এবং সেটা ইনটেনশনালি মার্চের একতিরিশে দেওয়া হয় না।

    ব্যাপারটা আমার সামহাউ হজম হচ্ছে না। বিদ্বজ্জনেরা মতামত দিন।
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৩৪444597
  • সেকেন প্যারাটা একটু গুছিয়ে লিখলে, ওদের ফর্ম সিক্সটিনে এপ্রিল টু মার্চই দেখায়, কিন্তু যেহেতু মার্চে কোনও স্যালারি আসে না, আর এপ্রিলে দুটো স্যালারি আসে, তাই এফেক্টিভলি ওরা যেটা দেখায়, তাতে আগের ফি:ই:-এর মার্চের স্যালারি থেকে এই ফি:ই:-এর ফেব্রুয়ারি পর্যন্ত স্যালারি দেখানো থাকে। মানে, কোন মাসের স্যালারি সেটা দ্যাখে না, কোন মাসে আমি পেয়েছি, সেটা দ্যাখে।
  • Arijit | 121.242.15.238 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৩৭444598
  • খুবই লজিক্যাল। কারণ সরকারি আপিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট (যদি থাকে) সরকারি স্টাইলেই কাজ করে। তুমি কম ইনভেস্ট করে থাকলে তার হিসেবের দায় সরকার নেবে কেন? প্রতি মাসের টিডিএসটা যে ব্যাঙ্কে দিয়ে আসতে হয় না তাজ্জন্যে কোথায় খুশি হবে, তা না - প্যাসাল পাড়তাসে ;-)
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৪১444599
  • ইয়ার্কি অ্যাপার্ট :-) কম ইনভেস্টমেন্টের কেসটা যদি বাদও দাও, এটা কি লজিকাল যে আমার এ বছরের মার্চের স্যালারি, যেহেতু অমি এপ্রিলে পেয়েছি, তাই সেটা এবছরের ফর্ম সিক্সটিনে দেখানোর দরকার নেই?
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৪২444601
  • রাসচাকে দেখে কিন্তু কেসচার কেতা, স্পেশালি সে¾ট্রাল সেক্রেটরিয়েট মিনিস্ট্রির কেতা সম্বন্ধে আইডিয়া করতে যেও না।
  • Arijit | 121.242.15.238 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৪৪444602
  • সব সচা-ই এক - ময়ূর ভবনের বাথরুমে স্ট্যাক করা ফাইল তার প্রমাণ। খোদ মিনিস্ট্রি আপিসগুলো হয়তো বেশি কেতার হতে পারে - মন্ত্রী আসে বলে কথা।
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৪:৫০444603
  • না, ময়ূর ভবনও আর সে ময়ূর ভবন নেই। তবু যতটুকু অসৌন্দর্য, সেটার মূল কারণ, সেখানে পাবলিক ডিলিং হয়। মিনিস্ট্রির আপিসে তো পাবলিক ডিলিং হয় না, সেখানকার কেতা সত্যিই আলাদা।
  • Manish | 117.241.228.15 | ০১ এপ্রিল ২০১০ ১৫:২০444604
  • শমীক,

    বারো মাসের salaryর উপরেই তো tax কাটছে আর Form 16 এ এই বারো মাসের income ই দেখানো হচ্ছে আর এতে তো কোনো ভুল নেই।।আমাদের দোকানে কিছু বছর আগে পর্য্যন্ত Mar to Febsalary উপর tax কাটা হতো আর সেইমতো form 16 issue করা হতো। তারজন্য January থেকে Feb mid পর্য্যন্ত নোটিশ দিয়ে আমরা actual investment এর ডকুমেন্ট দেখাতে বলতাম। তাতে করে কোনো tax adjustment এর প্রয়োজন হলে feb এর salary যেটা Mar এ দেওয়া হোতো, তার থেকে করা যায়।
  • Manish | 117.241.228.15 | ০১ এপ্রিল ২০১০ ১৫:৪৮444605
  • শমীকের প্রথম প্রশ্ন:
    Individual এর ক্ষেত্রে tax জমা দিতে হয় cash basis এ অর্থাৎ যে cash/bank এর সাহায্যে আমরা যে income(salary & other income) এবং expenditure(investment,loan repayment etc) করে থাকি সেই আর্থিক বছরে । এই আর্থিক বছরের আয়/ব্যয় হতে পরে pertain to earlier/future years কিন্তু ঘটতে হবে এই আর্থিক বছরেই

    companyএর ক্ষেত্রে সেটা হয়ে যায় Marcantile basis অর্থাৎ এই আর্থিক বছর সংক্রান্ত সমস্ত আয়ব্যয়।যেমন, নানা provision,s/Drs.,s/Crs etc।এই আয় ব্যয় হয়তো ঘটবে অন্য বছরে কিন্তু ধরতে হবে এই বছরেই।
  • Manish | 117.241.228.15 | ০১ এপ্রিল ২০১০ ১৬:০১444606
  • ব্যাপারটা বোধহয় পুরো ঘেটে দিয়েছি।

    সরলভাবে মোদ্দা কথা হলো 1st April থেকে 31st March পর্য্যন্ত আমার account যত টাকা ঢুকেছে তার উপর tax calculate করতে হবে।কোন বছরের income এখানে প্রোযোয্য নয় অর্থাত এই বছরেরই income হতে হবে এমন কোনো কথা নেই।
  • Samik | 219.64.11.35 | ০১ এপ্রিল ২০১০ ১৭:৪৪444607
  • গুড। এই কথাটা আমার জাস্ট জানা ছিল না। তার মানে আমার মার্চের স্যালারি যখন এপ্রিলে ঢুকছে, অতএব, আমি ফর্ম সিক্সটিনে সেটা না-দেখাতেই পারি।

    এটা মাথায় খেলে নি। থ্যাংকু মনীশ।
  • Manish | 117.241.229.199 | ০৮ এপ্রিল ২০১০ ১৫:৪৯444608
  • মনে হলো এটা জরুরী তাই তুলে দিলাম।

    As per RBI Circular - DPSS.CO.CHD.No. 1832/01.07.05/2009-10 dated 22nd
    February 2010.

    Prohibiting alterations / corrections on cheques :

    No changes / corrections should be carried out on the cheques (other than
    for date validation purposes, if required). For any change in the payee’s
    name, courtesy amount (amount in figures) or legal amount (amount in
    words), etc., fresh cheque forms should be used by customers. This would
    help banks to identify and control fraudulent alterations.

    on the basis of the above guidelines bank can return cheques
    which have any alteration in the

    Payee Name
    Amount in numbers
    Amount in words

    The only alteration which is allowed is the alteration in the date with
    countersignature by account holder/s.


  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১৪:০২444609
  • তুললাম।

    ইনকাম ট্যাক্সের জুরিসডিকশন কি করে পাল্টায়? মানে আমি যখন দিল্লীতে ছিলুম, তখন আইটিও-র কত নং ওয়ার্ড/সার্কল ছিলো। তাপ্পর আমি আট বছর এখানে ছিলুম না। ফিরে এসে প্যান কার্ডের জন্যে অ্যাপ্লাই করলুম কলকাতার ঠিকানা দিয়ে - সেটা পেয়েও গেছি। গতবছর ট্যাক্স রিটার্ন ফাইল করলুম কলকাতার ঠিকানা দিয়ে (যদিও ই-ফাইল)। কিন্তু ইনকাম ট্যাক্সোর সাইটে know your PAN-এ গেলে আমার ওয়ার্ড/সার্কল এখনো সেই আইটিও দিল্লী দেখায়।
  • Samik | 219.64.11.35 | ১১ মে ২০১০ ১৪:১১444610
  • আমারো এক কেস। ভুবনেশ্বরে বানানো প্যন কার্ড। কিন্তু যবে থেকে অনলাইন চালু হয়েছে, যখনই দেখি আইটিও দিল্লি দেখায়। আমি অবশ্য জমা দিই ঐ ময়ূর ভবনেই, তবে সেটা আইটিও দিল্লি ওয়ার্ড সার্কেলে পড়ে না। ওটা আলাদা সার্কেল।
  • nyara | 122.172.194.230 | ২১ জুলাই ২০১০ ২০:২০444613
  • দুটি প্রশ্ন:

    ১। এই জুরিসডিকশনের গল্পটা কী? আমার একটি প্যান কার্ড আছে । তার জুরিসডিকশন কোথায় জানব কী করে? সেটা যদি ব্যাঙ্গালোর ছাড়া অন্য কোন জায়গা হয়, তাহলে কি ব্যাঙ্গালোরে ট্যাক্স জমা দেওয়া যাবে না? অন্যত্র কী করে ট্যাক্স জমা দেয়?

    ২। অনলাইন ট্যাক্স প্রিপেরেশন সাইট, যেমন http://taxspanner.com/, ব্যবহার করা সম্বন্ধে লোকজনের কী মতামত ।
  • Samik | 122.162.75.99 | ২১ জুলাই ২০১০ ২৩:২৪444614
  • ন্যাড়াদা,

    জুরিসডিকশন দিয়ে কিস্যু এসে যায় না, তবে ইনকাম ট্যাক্স থেকে পয়সা ফেরত পাবার থাকলে অনেক কিছু এসে যায়।

    আমার প্যান কার্ড ভুবনেশ্বরে বানানো, থাকি উত্তর প্রদেশে, জমা করি নিউ দিল্লিতে। সাত বছর আগে ভুবনেশ্বরের শেষবারের ট্যাক্স দিল্লিতে এসে জমা করেছিলাম, কিছু ফেরত পাবার ছিল, সেটা ভুবনেশ্বর হয়ে আসতে আসতে দু বছর মাত্র লেগেছিল।
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০০:৫০444615
  • জুরিসডিকশন দিয়ে কিচ্ছু যায় আসে না।

    আর তুমি যদি অনলাইনে (গভ: সাইটে, কোন অনলাইন ট্যাক্স প্রিপারেশন সাইট নয়) ফাইল রিটার্ন কর, তাহলে তো কিস্যু যাবে আসবে না। যদি কিছু ফেরত পাবার থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেই অ্যাকাউন্ট নাম্বার তোমাকে অনলাইন ফাইল করার সময়ই মেনশন করতে হবে।

    গভ: সাইটে রিটার্ন ফাইল করার স্টেপগুলো এইরকম:

    ১) এক্সেল ফাইল ডাউনলোড কর।

    ২) ফর্ম-১৬ থেকে ভ্যালুগুলো ধরে ধরে এক্ষেলে বসিয়ে দাও। ৩০ মিনিটের বেশি কোনমতেই লাগবে না। যদি প্রথমবার কর তাহলে উইকেন্ডে আমাকে বা শমীককে জানিও। পরেরবার থেকে দেখবে তুমি বাকিদের জ্ঞানদান করছ।

    ৩) এক্ষেল ফাইলটাতে সব কিছু ভ্যালিডেট করে একটা এক্সএমএল ফাইল জেনারেট করবে।

    ৪) গভ: সাইটে লগঅন করে তোমার অ্যাকাউন্টে যাবে। এক্সএমএল ফাইলটা আপলোড করে দেবে। আপলোড করা মাত্রই ওরা তোমার জন্য একটা ITR V ফর্ম পিডিএফে বানিয়ে দেবে। পিডিএফ ফাইলটা তোমার অ্যাকাউন্টে লগঅন করলেই দেখতে পাবে, অথবা নামিয়ে ডেস্কটপেও রেখে দিতে পারো। ব্যস তোমার ইলেকট্রনিক ফাইলিং কমপ্লিট।

    ৫) ইলেকট্রনিক ফাইল করার ১২০ দিনের মধ্যে ওই ITR V ফর্মের প্রিন্টআউটে সাইন করে লুরুর আইটি অফিসে পাঠিয়ে দেবে। ওরা কিছুদিনের মধ্যে তোমাকে মেল করে জানিয়ে দেবে পেয়ে গেছে কিনা। আর হ্যাঁ, নর্মাল পোস্টে পাঠাতে হবে। সময় লাগবে তিন থেকে ম্যাক্স চারদিন।

    গতবার থেকে এইভাবেই আমি ফাইল করে আসছি। মাত্র পাঁচটাকায় (স্ট্যাম্পের খরচ) কাজ শেষ। ফালতু কেন আগডুম বাগডুম সাইটকে পয়সা দেবে?

    এনি প্রশ্ন?
  • aka | 168.26.215.13 | ২২ জুলাই ২০১০ ০০:৫৬444616
  • তা এত কিছু না করে এক্সেলটা একটা ওয়েব ফর্ম করে দিলেই তো পারে। অবশ্যি কেই বা করবে?
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০১:০৬444617
  • বাজে বোকো না। ITR V ফর্ম যেইটা অনলাইন জেনারেট হয় সেইটাতে কোন আইপি দিয়ে সাবমিট হল ছাপার অক্ষরে লেখা থাকে।

    আর ডিজিটাল সিগনেচার এক্সমেলে বসালে পোস্টেও পাঠাতে হয় না।

    ভেবেছটা কী? :-)
  • Samik | 122.162.75.99 | ২২ জুলাই ২০১০ ০১:০৮444619
  • প্রায় তার কাছাকাছি একটা ফিচার আছে তো। এক্ষেল শীটে ভরলে বাকি ক্যালকুলেশন নিজেই করে নেয়। তারপরে একটা এক্সেমেল ফাইল জেনারেট করে দেয়। সেটা আপলোড করতে হয়। এখন তোমার যদি ডিজিটাল সিগনেচার বানানো থাকে, তা হলে অনলাইনেই পুরো ব্যাপারটা হয়ে যাবে, কোথাও কিছু পাঠানোর দরকার নেই। কিন্তু প্রচুর গুগুল খুঁজেও একটা ডিজিটাল সিগনেচার বানাতে পারলাম না। অথচ সাইট আছে প্রচুর।
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০১:০৮444618
  • মানে তোমার আইডিয়াটা আমারো মনে এসেছে। ইউকেতে ওইভাবেই রিটার্ন ভরতাম।

    কিন্তু কেপাবিলিটি নিয়ে কথা হবে নাকো।
  • Suvajit | 59.177.196.191 | ২২ জুলাই ২০১০ ০১:১৩444620
  • ন্যাড়াদা taxplanner ভালো সাইট। আমি ট্যাক্স ফাইল করলাম, মোটামুটি সব কেসই হ্যান্ডেল করতে পারে। প্লাস কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন, ওরা বলে দেবে কি করতে হবে।
    অপ্পন: একটু জটিল ফাইলিং কেস হলে সোজা আইটির সরকারী সাইটে ফাইলিং-য়ে সমস্যা আছে।
    যেমন আমার কেসে, আমি ১৮২ দিনের কম ভারতে কাজ করেছি, আমার দুটো ফর্ম ১৬ ছিলো, আমার বিমা, লগ্নি এসব তথ্য ফর্ম ১৬য় ছিলো না আলাদা করে ভরতে হয়েছে, আমি বছরে আদ্দেক বাড়ীভাড়া পেয়েছি আর বাকী আদ্দেক সেই বাড়ীতেই থেকেছি (এই কেসটা taxplanner ও সরাসরি হ্যান্ডেল করতে পারে নি), তাছাড়া আমার ক্যাপিটাল গেন ইত্যাদিও আছে।
    আর একটা কথা, ট্যাক্স দেবার থাকলেও সরাসরি সরকারী সাইটে গিয়ে নেট ব্যাঙ্কিং করে চালান কাটা যেতে পারে। সেই ই-চালান নম্বর রিটার্ণ ফাইল করার সময় দিয়ে দিতে হবে। চালানে অ্যাসেসমেন্ট ইয়ার হবে ২০১০-১১ (এই ভুলটা আমি করেছিলাম, নিজের ফান্ডা লাগিয়ে ওটা ২০০৯-১০ সিলেক্ট করেছিলাম)
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০১:২০444621
  • ১। দুটো ফর্ম ১৬-এর ডেটা ভরাই যায়। স্যালারি অ্যাড করার বাটন আছে।

    ২। বিমা, লগ্নি, ক্যাপিটাল গেন ইত্যাদি সব ডেটাই ভরা যায়।

    ৩। আদ্দেক বাড়িভাড়া হলে কোন সমস্যা নেই। Annual letable value/ rent received or receivable আর The amount of rent which cannot be realized এই দুটো আলাদা ফিল্ড ভরার জন্য দেয় তো। বছরে কত রেন্ট পেলে সেইটাই ভরতে হয়।
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০১:২৬444623
  • একটা কথা লিখতে ভুলে গেছি। কোন ডেটা তোমার ফর্ম-১৬-এ না থাকলেও ওই এক্ষেলে অ্যাড করাই যায়। তারপর "Calculate Tax" বাটন টিপলেই তোমার নেট পেয়েবল ট্যাক্স অ্যামাউন্ট আপডেট হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন