এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ০৯:৪৬444691
  • এই ফর্মুলা তো আমিও জানি। তবে মুশকিলগুলো অন্য জায়গায় -

    (১) গত এপ্রিল থেকে আগস্টের ফর্ম ১৬ নাই, শুধু পে-স্লিপ আছে। আগস্টের (মানে যে মাসে ১৯ দিন কাজ করে ছেড়েছিলাম) মাইনেও পাইনি, পে-স্লিপও না। শুধু একটা "পাবো" বলে চিঠি পেয়েছি। আর পে-স্লিপে অত ডিটেইলস থাকে না।
    (২) স্ট্যান্ডার্ড ডিডাকশন কী ওই চার মাসের গ্রস স্যালারি থেকেও বাদ যাবে? এখনকার দোকানের ফর্ম ১৬-এ (সেপ্টেম্বর থেকে মার্চের খতিয়ান) তো ওসব বাদটাদ দিয়ে হিসেব করেছে।
    (৩) 80C/80CC ইত্যাদি এক লাখের সেভিংস-এর ক্ষেত্রেও একই প্রশ্ন।
  • bb | 69.161.139.16 | ০৩ জুলাই ২০১২ ১০:৫৮444692
  • @TTK এটা মনীশ আমার থেকে ভাল বলতে পারবেন। তবু আমি চেষ্টা করছি
    ১) ফর্ম ১৬ না পেলে আপনার ইনক্যাম ট্যাক্স (যা আগের কোম্পানী স্যালারি থেকে কেটেছে ) তা জমা পড়েছে কিনা তার প্রমাণ নেই। সেক্ষেত্র আপনাকে ট্যাক্স আবার জমা দিতে হবে।
    ২) Standard deduction এক বারই পাবেন, এই কোম্পানী এই সুযোগ নিলে আর দরকার নেই।
    ৩) সেভিংসেও একই ব্যাপার
    ৪) আপনি Gross Annual Salary বার করুণ আগের আর এই কোম্পানী মিলিয়ে।
    ৫) এর থেকে PT বাদ দিলে Net Annual Salary হবে
    ৬) এর পর STD Deduction করুন আর সব investment, PF, HRAএর ১০০,০০০ টাকা বাদ দিন। এইটা হল Net Taxable Salary
    ৭) এইটার ওপর ট্যাক্স ক্যালকুলেট করুন based on tax slab। এইটা হবে আপনার Total Tax Payable
    ৮) এই বার এই দোকানের Tax Deducted as source বাদ দিন।
    ৯) এই বার আপনি যেটা পাবেন সেটা আগের দোকানের Form 16 এর Tax Deducted at Source এর সঙ্গে মেলা উচিত।
    ১০) যদি সেই Form 16 না পান, তাহলে আপনাকে সম পরিমাণ ট্যাক্স চালান ভরে জমা করতে হবে।
    ১১) সেই চালানের reference ট্যাক্স submission formএ উল্লেখ করতে হবে।

    এর বেশী আমি জানি না। অন্যেরা বলতে পারবেন
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ১১:০২444693
  • টিডিএস জমা পড়েনি সেটা তো 26AS থেকেই দেখা যাচ্ছে। কিন্তু আগের পোস্টের লিঙ্ক থেকে বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন ১৯২, ২০১, ২০৫ অনুযায়ী টিডিএস কাটার পর দায়িত্ব পুরোপুরি এমপ্লয়ারের। এমপ্লয়ীকে ফের ট্যাক্স দেওয়ার কথা বলা যাবে না। এবং টিডিএস যে কাটা হয়েছে তার প্রমাণ পে-স্লিপ।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৩ জুলাই ২০১২ ১২:১১444694
  • আর ৩১শে জুলাইয়ের পরে রিটার্ন ফাইল করলে কত পেনাল্টি দিতে হয়?
  • a | 135.16.135.194 | ০৩ জুলাই ২০১২ ১৩:৪৩444695
  • আমার স্বল্প বুদ্ধিতে যা মনে হয়, সেটা হল টিডিএস আগের কোম্পানিতে যা কেটেছে সেটা পে স্লিপ অনুযায়ী জমা দেওয়া যাবে। কিন্তু, চালান নং লাগবে
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১১:০২444696
  • TTS

    প্রথমে আপনার লাস্ট পোস্টের ব্যাপারে লিখিঃ

    যদি কোনো Tax Liability না থাকে তবে (মানে যদি f.y. ২০১১-১২ সব Tax জমা দিয়ে থাকেন) ৩১/০৩/১৩ মধ্যে Return সাবমিট করা যাবে তাতে কোনো পেনাল্টি দিতে হবে না।
    উল্টোটা হলে ১/৪/১২ থেকে পেনাল্টি দিতে হবে @ ১৮% p.a.

    আপনার আগের পোস্টটি বেশ ঝামেলার আছে।

    কারন 26AS দেখাচ্ছে tax জমা পরেনি, তাই আপনি Returnএ ঐ কেটে নেওয়া tax দেখাতে পারবেন না।কারন আপনার PAN উল্লেখ করলে জমা পরা tax কিছু নেই দেখাবে । আপনার পুরানো দোকানের ব্যাপারে লিখ্লাম। দোকানটা কি disolution হয়ে গেছে, একটু খবর নিন। দোকান বেচে থাকলে বিরাট বাশ খেয়ে যাবে,
    পরে আবার লিখছি।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১১:১৭444697
  • সেই দোকান বিক্রি হয়ে গেছে। শুনেছি নিয়ম অনুযায়ী টিডিএস জমা করতে ওরা বাধ্য, নয়তো সব জেলে যাবে। টিডিএস যেহেতু পেনাল্টিসহ জমা করা যায় তাই এখনো করেনি। পিএফটা আগে জমা দিয়েছে।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১১:১৮444698
  • বাঁশটা কে খাবে? আমরা না দোকানের ম্যানেজমেন্ট?

    বিজনেস স্ট্যান্ডার্ডের যে লিঙ্কটা দিলাম, সেখানে কিন্তু এমপ্লয়ীর পক্ষেই বলেছে।
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১১:৩৪444699
  • বাঁশটা ঐ পুরোনো দোকান খাবে। আপনি ও কলিগরা মিলে Income Tax অফিসে সত্বর যোগাযোগ করুন,ওরা আপনাদের Written Complain Lodge করতে বলবে copy of Pay Slip attach করে। অনুরোধ, করছি একটু তাড়াতাড়ি action নিন। কারন এটা f.y.2012-13। আর আপনাদের কেস f.y.2011-12।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১১:৩৮444701
  • ওকে। এইটা আমিও অনেকদিন ধরে বলছি, কিন্তু কেউই সময় করে গিয়ে উঠতে পারছে না। যেতে হলে একটা গ্রুপে যাওয়া ভালো। কলকাতার কোন অফিসে যেতে হবে সেটা জানেন?
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১১:৪৫444702
  • আমি Jamshedpur নিবাসি, তাই একটু পরে খবর নিয়ে লিখছি।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুলাই ২০১২ ১১:৪৬444703
  • বাম্বুভিলা

    মল্লিকবাজার থেকে শ্যালদার রাস্তায় পড়ে - ডানদিকে
  • dukhe | 212.54.74.119 | ০৪ জুলাই ২০১২ ১১:৪৭444704
  • আর বাঁশ !
    আমার বাবার বেলায় পোস্টাপিস ট্যাক্স কেটেছে, TDS সাট্টিফিকেটও দিয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্সে জমা দেয়নি। IT Dept বাবাকে ডিমান্ড নোটিস পাঠিয়েছে। এই নিয়ে চিঠিচাপাটি চলছে আজ চার বছর । শেষমেষ IT Dept পোস্টাপিসকে একটা চিঠি দিয়েছে। কিন্তু কুটোটি নড়েনি। বাবা পাওনা রিফান্ডও পায়নি। পোস্টাপিস প্রতি বছরই ট্যাক্স কাটে আর জমা দেয় না।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুলাই ২০১২ ১১:৪৯444706
  • রিটার্ন বা রিফান্ডের কাজকম্মো ওখান থেকেই হয় , নিশ্চিন্তে চলে যাও
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১১:৪৯444705
  • ব্যাম্বু ভিলা নয় - ওটা ইন্ডিভিজুয়ালের জন্যে। এটা মনে হয় কোম্পানি ট্যাক্স যেখানে দেখে সেখানে জানাতে হবে।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১১:৫১444707
  • ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন ২০৫-এ পরিষ্কার লেখা আছে যে টিডিএস একবার কাটা হওয়ার পর যে কেটেছে তার দায়িত্ব। যার টিডিএস কেটেছে তার কাছে চাওয়া যাবে না।
  • নেতাই | 131.241.98.225 | ০৪ জুলাই ২০১২ ১২:০৭444708
  • ব্যাম্বু ভিলা????
    ভালো রেখেছে নামটা। :)
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১২:০৮444709
  • আরেকজন ভুক্তভোগী ব্যাম্বুভিলায় গিয়ে সব জানিয়েছিলো। যে টিডিএস কাটা হয়েছে, ফর্ম ১৬ দেয়নি। ওরা কোনো হেল্প করতে পারবে কিনা, বা যারা হেল্প করতে পারবে তাদের খোঁজ দিতে পারবে কিনা। তাতে ব্যাম্বুভিলার অ্যাসেসিং অফিসার উপদেশ দিয়েছিলো পোনুদাকে চিঠি লিখতে। এখন মনে হয় চিঠিটা মনুদাকে লিখতে হবে।
  • rajdeep | 230.227.106.153 | ০৪ জুলাই ২০১২ ১২:০৯444710
  • ইয়েস ... তবে ঐ বাড়ির পাশে একটা পুরোনো দোকান আছে , এ ক্লাস মাটন চাপ আর নান বানায়

    সব দুঃখু ভুলে যাবে ;-)
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১২:১৭444712
  • দুখে,

    Individual আর company assessment এক ভাবে হয় না।Individual এর ক্ষেত্রে সঠীক সময়ে assessment হয় কিন্তু company এর ক্ষেত্রে অনেকদেরী করে হয়। আমাদের দোকানের ২০০৮-০৯ এর assesment চলছে।

    আপনার বাবা Return submit করেছে TDS Certificate উল্লেখ করে। কিন্তু যেহেতু tax জমা পড়েনি (যেটা উনি জানতেন না এবং না জানাটাই স্বাভাবিক আমাদের সকলের পক্ষে) তাই demand notice পেয়েছে।

    অজ্জিতের ব্যপারটা একটু অন্য। 26AS থেকে ও আগেই জেনে নিয়েছে যে tax জমা পরেনি। Return Submit করার আগেই তাই action নিচ্ছে।
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১২:২৮444713
  • একদম সঠীক,tax কাটার এক মাসের মধ্যে জমা দিতেই হবে tax deductorকে।। এ ক্ষেত্রে deducteeএর কোনো দায় নেই। I.T.AUTHORITY র এতই ক্ষমতা আছে যে Bank Account cease করে tax সাথে penalty amount কেটে নিতে পারে। company কিচ্ছু করতে পারবে না শুধু কেস করা ছাড়া,
  • dukhe | 132.160.114.85 | ০৪ জুলাই ২০১২ ১৩:১৫444714
  • হায়, এই দায় নেই বলে সত্যিই যদি deductee ডিমান্ড নোটিসের বদলে পাওনা রিফান্ড পেত!
    এখনো অবধি বাবা পোস্টাল ডিপার্টমেন্ট আর আই টি কে বিভিন্ন লেভেলে অজস্র চিঠি দিয়েছে, কাগজেও চিঠি বেরিয়েছে, কিন্তু ফল শূন্য।
    এখন মনু আর পোনুই যা বাকি।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১৩:৪০444715
  • দুখে - শুনেছি রিফান্ড সংক্রান্ত অনেক কেস গ্রিভান্স সেলে তুলে দেওয়ার পর খুব তাড়াতাড়ি মিটে গেছে।

    http://pgportal.gov.in/Grievance.aspx
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১৩:৪২444716
  • দুখে,

    Govt.Org. এভাবে tax ফাকী দিয়েছে ভাবা যায় না। তার উপর আবার TDS Certificate issue করেছে। আমি অবাক হচ্ছি কারন TDS Certificate এ Tax Deposit Chalan No. সঙ্গে Date of Payment উল্লেখ করতে হয়। এ ক্ষেত্রে কি সেটাও জালি ব্যাপার।
  • PM | 131.241.218.132 | ০৪ জুলাই ২০১২ ১৩:৫১444717
  • আমি ট্যক্স নিয়ে এক্টা হাফ সোল খেয়ে বোসে আছি। এই সংক্রান্ত বিদ্যোত্জনেরা বা ভুক্তোভোগীর একটু সাহায্য করলে করলে উপকার হয়। প্রথমে ইন্ফরমেসন-

    ১। আমি গত ১২ জুন'১১ থেকে ১২ এপ্রিল'১২ পর্য্যন্ত দুবাইতে ছিলাম।
    ২। জুলাই থেকে আমার দেশের মাইনে দুবাইএর একাউন্ট-এ জমা পড়তে থাকে। তা ছাড়া দুবাই-এর মাইনেও ঐ একাউন্ট-এই জ্মা পড়ে।
    ৩। দেশে জুন পর্য্যন্ত মাইনের জন্য ( এপ্রিল-জুন) TDS কাটে।
    ৪। দুবাই-এ পার্সোনাল ট্যক্স না থাকায় ওখানে আমার কোনো ট্যাক্স কাটে নি। মানে জুলাই থেকে আমার কোনো ট্যাক্স কাটে নি।
    ৫। ফর্ম-১৬ তে দেখাচ্ছে যে -
    a) আমার মোট রোজগার = ৩ মাসের দেশের মাইনে।
    b) মোট দেয় ট্যাক্স = ৩ মাসের দেশের রোজগারের ওপোর ট্যাক্স ,
    c )ট্যক্স কাটা হয়েছে = ৪ মাসের TDS ,
    d)প্রাপ্য ট্যক্স রিফান্ড= ৪৫০০০ ( ১ মাসের TDS )

    আমার প্রশ্ন হলো এই ফর্ম ১৬-র ওপোর ভরসা করে কি আমি রিটার্ন ফাইল করতে পারি? আমাকে কয়েক্জন বলছে যে রিটার্ন-এ আমার পুরো দেশি মাইনে রোজগার হিসেবে দেখাতে হবে যেহেতু ঐ আর্থিক বছরে আমি ২ মাসের বেশী দেশে ছিলাম। এটা নাকি নতুন রুল। আমি ১৮২ দিনের ওপোর বিদেশে থাকলে ট্যক্স দিতে হয় না এই রুল টাই জানতাম।
    আপনারা কেউ কিছু জানেন এই ব্যাপারে? জানালে খুব উপকার হয়।
  • dukhe | 212.54.74.119 | ০৪ জুলাই ২০১২ ১৪:১০444718
  • টোবাকে একটা থ্যাঙ্কু। দেখি একবার IT Ombudsman কে লিখব, তাতেও না হলে এটা করে দেখব।
    মণীশ, আমার ধারণা ট্যাক্স জমা দেবার নতুন সিস্টেমে পোস্টাপিস ধাতস্থ হয়নি। কীসব সিডি টিডি বানিয়ে বোধহয় ITকে জমা দিতে হয়। কিন্তু কারো কোন গা নেই।
    চালান নম্বরটা বাবাকে জিজ্ঞেস করতে হবে। আমি এখন টাচে নেই।
  • Manish | 127.241.229.6 | ০৪ জুলাই ২০১২ ১৪:৫২444719
  • PM,
    আপনার প্রশ্নটা আর একটু খোলসা করে লিখ্তে পারবেন। কারন দেশী কোং যখন TAX কেটেছে তিন মাসের মাইনের উপর তখন ওরা TDS Certificate দেবে আর যা দিয়ে আপনি Return submit করতে পারবেন। বিদেশে যদি tax কেটে না থাকে আর সেটাই যদি রুল হয় সে দেশের, তবে আপনি রুলের কপি নিয়ে রাখুন আপনার কাছে ।

    আমি Bhutanএ Deputation এ ছিলাম ১৯৯৩-১৯৯৬। আর ভুটান ইন্কাম ট্যাস্ক কাটাতাম, যা অতি নগন্য ছিলো ভারতের তুলনায়। আমার দোকান ভারতীয় tax কেটেছিলো প্রথম বছর আমার মাইনের থেকে। যা double Taxation। আমি challange করে ছিলাম ঐ গ্রাউন্ডে। আর সংগে Bhutan I.T. Deduction certificate জমা দিয়েছিলাম। পুরো টাকা (Indian TDS) ফেরত পেয়েছিলাম আমার দোকান থেকে। আর পরবর্তি বছরে আর tax কাটেনি।
  • bb | 24.96.6.54 | ০৪ জুলাই ২০১২ ১৫:৪৭444720
  • @PM- ১৮২দিনের বেশী না থাকলে IT return দিতে হবে না।

    BTW আপনার দোকানে একটা চাকরী হবে, এক মাসের TDS ৪৫০০০, ব্যাপরে কি ব্যপক মাইনে ঃ)
  • siki | 132.177.223.56 | ১০ জুলাই ২০১৩ ২১:১১444721
  • ট্যাক্স টাইম, আবার টই তুললাম তাই।

    একটা ফান্ডা চাই। হিসেব কষে দেখলাম, ইনকাম ট্যাক্সে আমার কিছু টাকা দেবার আছে। মানে সারা বছরে একটু কম টাকা কেটেছে। সেই টাকাটা আমাকে দিতে হবে।

    এখন প্রশ্ন, কী করে দেব?

    https://incometaxindiaefiling.gov.in/e-Filing/ এই লিংকে দেখলাম ই-পে ট্যাক্স বলে একটা ব্যাপার আছে। সেখানে বোধ হয় অ্যামাউন্টটা পে করে দেওয়া যায়।

    যদি দিই, আমাকে কি প্রুফ দিতে হবে? কী ভাবে প্রুফ দেব? ITR-Vএর সঙ্গে কি কোনও স্ক্রিনশট ইত্যাদি পাঠাতে হবে? নাকি ইনকাম ট্যাক্স সরাসরি জেনে যাবে যে আমার এই প্যান নাম্বারের আগেইনস্টে এত টাকা জমা পড়েছে ডেফার্ড ট্যাক্স পেমেন্ট হিসেবে?
  • প্রচার | 69.93.254.80 | ১০ জুলাই ২০১৩ ২১:৪৫444723
  • @সিকি

    অনেক ব্যাঙ্কেই আইটির জন্য টাকা জমা নেয় । একটা ফর্ম ভর্তি করে ওদের দিলেই ওরা টাকাটা পাঠিয়ে রিসিট দিয়ে দেয় ।
    আমাকে আই ডি জানালে আমি ফর্মটা স্ক্যান করে পাঠাতে পারি ।

    অন্য কোন ডকুমেন্ট লাগে না ।

    আটি রিটার্ন ফর্ম ভরার সময় মোট ট্যাক্সে ওই এক্সট্রা ট্যাক্স দেখিয়ে কি ভাবে জমা দেওয়া হয়েছে তা লিখে দিলেই হল ।

    আর কিছু জানার থাকলে বললে যতটুকু যা জানি জানাতে পারি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন