এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Reshmi | 129.226.173.2 | ০১ আগস্ট ২০১৩ ১৪:১৯444824
  • bb, আমিও আপনি যা লিখেছিলেন সেটাই বুঝেছিলাম। কিন্তু নিজের রিটার্ন ফাইল করতে গিয়ে দেখ্লাম ঐ income from other source (যেটা আমার ক্ষেত্রে bank interest, আর bank থেকে TDS ১০% হিসাবে কাটে, কিন্তু আমাকে তো দিতে হবে ৩০%) ভরার সময় দেখলাম একটা certain amount পর্যন্ত ঐ interest u/s234 কিছু দেখাচ্ছে না। আমার ক্ষেত্রে প্রথমে দেখাল, তারপর ঐ ১০,০০০ বাদ দেবার পর আর দেখাল না।
    সেই হিসাবটাই বোঝার চেষ্টা করছিলাম। Manish এর দেওয়া link থেকে কিছুটা পরিষ্কার হল, যদিও পুরোটা মন দিয়ে পড়িনি।
  • কৃশানু | 177.124.70.1 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৩৭444825
  • জিমেইল নেই। ইয়াহু মেল। আমার কাছে এর আগে মেলে একনোলেজমেন্ট আসে নি। খালি আগের বছরের বাদে।
    একনোলেজমেন্ট কোথাও থেকে ডাউনলোড করা যায় কি?
  • cm | 71.95.189.220 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৩৯444826
  • itr V সই করে পাঠালে তবে তো আসবে অ্যাকনলেজমেন্ট।
  • Reshmi | 129.226.173.2 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৫১444827
  • না, অনলাইন সাবমিট করলেই acknowledgement চলে আসার কথা যে মেইল আইডি রিটার্নে দেওয়া হয়েছে সেখানে।
    না এলে, e filing website এ লগ ইন করে, ওপরে My account এ click করে My Returns / Forms এ গিয়ে সেখান থেকেও ডাউনলোড করে নেওয়া যায়।
  • sch | 132.160.114.140 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৫৩444828
  • রেশমী, ব্যাঙ্ক ইন্টারেস্টের বেলায় কি ১০০০০ বাদ দিয়ে ঢোকাতে হচ্ছে না ও বাই ডিফল্ট এটা করে নিচ্ছে
  • কৃশানু | 177.124.70.1 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৫৬444829
  • কিন্তু আমি তো ই-ফাইল করিনি। তাও হবে? যদি হয়, তো কোন সাইটে? আর পুরনো বছরের গুলো পাব কি?
  • Reshmi | 129.226.173.2 | ০১ আগস্ট ২০১৩ ১৪:৫৭444830
  • বাই ডিফল্ট কিছুই করবে না, আমি বাদ দিয়েই ঢুকিয়েছি, কিন্তু পরে জানলাম actual interest লিখে তারপর 80TT না কি একটা সেকশনে ১০,০০০ বাদ দিলেও ওটা in addition to ১ লাখ সেভিং হিসাবে accept করছে।
  • Reshmi | 129.226.173.2 | ০১ আগস্ট ২০১৩ ১৫:২০444831
  • কৃশানু, ই-ফাইল না করলে আর অনলাইনে কি করে acknowledgement পাওয়া যাবে। ই-ফাইল-এর আগে আমরা তো respective ward এ গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসতাম, আর ঐ acknowledgement এর হার্ড কপির ওপরে স্ট্যাম্প মেরে দিত যেটা যত্ন করে রেখে দিতে হত।
    আমি যতদূর জানি ই-ফাইল না করলে, ই-মেইল এ acknowledgement আসে না, অন্ততঃ আমি কখনো পাই নি। এখন পাঠায় কি না বলতে পারব না।
  • bb | 24.96.112.82 | ০১ আগস্ট ২০১৩ ২০:৩৬444832
  • @Sch আমার বাবা- মাও পেনশন পান, কিন্তু তার সঙ্গে ছাড়ের সম্পর্ক নেই - সিকি একদম সঠিক।
    ১৫০০০ হবে যদি তারা সিনিয়ার সিটিজেন না হন, যদি সিনিয়ার সিটিজেন হন তাহলে লিমিট হবে ২০হাজার।
  • কৃশানু | 213.147.88.10 | ০১ আগস্ট ২০১৩ ২১:১৬444834
  • আচ্ছা, তাহলে একটা ব্যাপার নিশ্চিত হওয়া গেলো। এবার মূল প্রশ্নে ফিরে যাই।
    'আচ্ছা এই আইটিয়ার ফাইভ টা কি নতুন? গত দুবছরের আইটিয়ার ফাইভ খুঁজে পেলাম। সুন্দর দেখতে। তার আগের গুলোর ফরম্যাট অন্য ছিল। তাতে আইটিয়ার ফাইভ লেখা ছিলো না। একনলেজমেন্ট লেখা ছিল। স্ট্যাম্প দেওয়া ছিল। আর এই নতুন গুলোতে যা যা ডিটেলস থাকে একই ডিটেলস। খালি সাদা আর ম্যাড়ম্যাড়ে মতন দেখতে।'

    এই আইটিআর ফাইভ ব্যাপারটা ঠিক কি? দুবছর আগের খালি একনলেজমেন্ট আছে। আর গত দুবছরের আইটিআর ফাইভ আছে। কিন্তু তাতে আবার একনলেজমেন্ট লেখা আছে। উফ, সব গুলিয়ে যাচ্ছে ঃ-(
  • siki | 132.177.27.229 | ০১ আগস্ট ২০১৩ ২২:২২444835
  • কিশানু।

    ট্যাক্সের ডিটেল যখন আপলোড করিস, আইটিআর ওয়ান বা আইটিআর টু, তখন যেটা জেনারেট হয় সেটা হল আইটিআর ফাইভ। এটা এইটুকুর অ্যাকনলেজমেন্ট যে, তুই ট্যাক্সের ডিটেল সাবমিট করেছিস।

    এই আইটিআর ফাইভে নাটশেলে লেখা থকে তোর নাম ঠিকানা এই, প্যান নাম্বার এই, ট্যাক্সেবল স্যালারি এই, আর পেইড ট্যাক্স এই, তোর রিফান্ড এত টাকা হবে (বা হবে না)। এটা তোর তরফ থেকে প্রদত্ত স্টেটমেন্টের অ্যাকনলেজমেন্ট। ইনকাম ট্যাক্স এই তথ্যটা ট্যালি করে দ্যাখে নি এখনও তোর প্যান কার্ডের আগেইনস্টে।

    এই পর্যন্ত ঠিক আছে?

    এইবারে এই আইটিআর ফাইভ পাঠাতে হয় সিপিসি ব্যাঙ্গালোরে। সেখানে তোর পাঠানো ঐ আইটিআর ফাইভের ডেটা কম্পিউটারে ফীড করে দেখা হয় তুই যা লিখেছিস তা সত্যি কিনা, সত্যিই তুই এত টাকা ট্যাক্স জমা করেছিস কিনা, সত্যিই তোর রিফান্ড প্রাপ্য আছে কিনা, ইত্যাদি। এনএসডিএলের তরফে যে ফর্ম 26A ইস্যু করা হয়, তার সাথেই মূলত ম্যাচ করা হয়।

    যদি তোর তথ্যে কোনও ভুলচুক না থাকে, তো তোর আইটিআর ফাইভ অ্যাকসেপ্ট করা হয়, আর তার একটা প্রাপ্তি সংবাদ দেওয়া হয়, যাকে আমরা ফাইনাল অ্যাকনলেজমেন্ট বলছি।

    যদি তথ্যে ভুলচুক থাকেও, তা হলেও প্রাপ্তি সংবাদের সঙ্গে জানানো হয় যে রিটার্ন দাখিলে ভুল আছে। তখন তোকে আবার শুরু থেকে রিভাইজড আইটি রিটার্ন দাখিল করে আবার আইটিআর ফাইভ জেনারেট করে আবার পাঠাতে হবে।

    আর কোনও প্রশ্ন?
  • Reshmi | 192.68.15.85 | ০১ আগস্ট ২০১৩ ২২:৩২444836
  • কৃশানু, হ্যাঁ, ২০১১ -র আগে ITR V ছিল না, তখন শুধু একনলেজমেন্ট লেখা পাতা থাকত, যা তুমি লিখেছ। তথ্য অবশ্য একই থাকত, যা এখন ITR V এ থাকে। তারও অনেক আগে সরল ফর্মেরই আরেকটা কপি করে তাতে স্ট্যাম্প মারিয়ে নিয়ে রাখতে হত একনলেজমেন্ট হিসাবে।
  • Reshmi | 192.68.15.85 | ০১ আগস্ট ২০১৩ ২২:৪০444837
  • আর ঐ ফাইনাল একনলেজমেন্ট অনেক সময়ই পাওয়া যায় না যদি না কোন গরমিল থাকে। আমিই গত বছরের আগের বার পাই নি, তারপর অনলাইনে চেক করে দেখলাম ITR V processed দেখাচ্ছে আর কোন মিসম্যাচ নেই।
  • কৃশানু | 213.147.88.10 | ০১ আগস্ট ২০১৩ ২৩:১০444838
  • অনেকটা নিশ্চিন্ত হলাম। কিন্তু গত বছরের আর তার আগের বছরের আইটিআর ফাইভ আছে। ফাইনাল একনলেজমেন্ট নেই। আমি এজেন্ট দিয়ে করিয়েছি। প্রতিবারই তাই করাই। এবার এজেন্ট নিজেই বোধ হয় সাইটে আপলোড করেছে। মেসেজ আছে। আশা করি একনলেজমেন্ট চলে আসবে।
    কিন্তু গত দুই বছরের যে একনলেজমেন্ট নেই, সেটা খুব জরুরি? কি কাজে লাগে?
    তোমাদের অনেক ধন্যবাদ :-)
  • siki | 132.177.27.229 | ০১ আগস্ট ২০১৩ ২৩:২৫444839
  • আপলোড করালে হয় না। ওটাকে অর্ডিনারি পোস্টে ব্যাঙ্গালোর সিপিসিতে পাঠাতে হয়। তবে অ্যাকনলেজমেন্ট আসে। তোর কাছে আইটিআর ফাইভ আছে, কিন্তু তুই সেটা বাই পোস্ট পাঠাস নি বলে অ্যাকনলেজমেন্টও পাস নি। অইটিআর ফাইভের দাম একমাত্র সিপিসির কাছেই। তুই লোন নিতে গেলে ওটা দেখালে লোন পাবি না। তোকে ফাইনাল অ্যাকনলেজমেন্টের কপি দেখাতে হবে, যেটা তোর কাছে নেই।

    এই অ্যাকনলেজমন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ২০১১র আগে যে স্ট্যাম্প মারা কাগজটা পাওয়া যেত, সরল ফর্মের কপি, সেইটা। সেইটা গত দু বছরের জন্য তোর কাছে নেই।

    বোঝানো গেল?
  • কৃশানু | 213.147.88.10 | ০২ আগস্ট ২০১৩ ০০:৩৩444840
  • একদম :-)
    এবার, গত দুবছরেরটা পাবার বন্দোবস্ত হ্যাজ?
  • siki | 132.177.191.15 | ০২ আগস্ট ২০১৩ ০৮:০৪444841
  • এইটা আমি জানি না। বিবি জানতে পারেন।

    এজেন্টকে জিগিয়ে দেখতে পারিস।
  • কৃশানু | 177.124.70.1 | ০২ আগস্ট ২০১৩ ০৯:২২444842
  • ও সিকি, আমার কাছে এইটে আছে। এটাই মনে হচ্ছে একনোলেজমেন্ট। একটু বল তো?
  • কৃশানু | 177.124.70.1 | ০২ আগস্ট ২০১৩ ০৯:২৩444843
  • এইটেতে সব ভ্য়্লাউ ভরা আছে, তাতে স্ট্যাম্প ও লাগানো আছে। কিন্তু এই জিন্স আছে গত দুই বছরের। তার আগের গুলো আবার অন্য রকম দেখতে। এবার শুনছি নাকি আবার মেল এ আসবে।
  • siki | 132.177.191.15 | ০২ আগস্ট ২০১৩ ০৯:৩৪444845
  • স্ট্যাম্প মারা আছে তো? তা হলে এটাই শেষ। চিন্তার কিছু নেই।

    একটা অ্যাজাম্পশান আছে অবশ্য তোর স্যালারি সম্পর্কে, সেটা আর খোলাপাতায় লিখলাম না, মেলে জানাচ্ছি। :)
  • কৃশানু | 177.124.70.1 | ০২ আগস্ট ২০১৩ ১০:১৭444846
  • আচ্ছা :-)
    krishanu আন্ডারস্কোর tito য়াহু ডট কো ডট ইন এ।
  • siki | 132.177.191.15 | ০২ আগস্ট ২০১৩ ১০:৪৫444847
  • মেল ভেজড্‌।
  • কৃশানু | 177.124.70.1 | ০২ আগস্ট ২০১৩ ১১:০৩444848
  • রিপ্লাই-ও :-)
  • potke | 233.239.147.151 | ০৪ আগস্ট ২০১৩ ১৮:২০444849
  • বইর রয়ালটি কোথায় দেখাতে হবা?
  • সিকি | 131.241.127.1 | ১০ জুলাই ২০১৪ ১২:৪৩444850
  • তুলে দিলাম। যদি কারুর দরকার হয় ...
  • সিকি | 135.19.34.86 | ১০ জুলাই ২০১৪ ১৩:৫১444851
  • হ্যাঁ, লিখেই দিই। সদ্য সদ্য যে নতুন ইনকাম ট্যাক্স নীতি ঘোষিত হল, সেই অনুযায়ী কেমন দাঁড়াবে আপনার ট্যাক্স লায়াবিলিটি।

    ইউজ কেস, শ্রী রাখালচন্দ্র মাতাল। স্যালারিড, বাৎসরিক পে প্যাকেজ বারো লাখ টাকা। একটি বাড়ি কিনেছেন, নিজেই থাকেন সেখানে (সেল্ফ অক্যুপায়েড) এবং হোমলোন বাবদ সারা বছরে চার লাখ টাকা দেন - সাড়ে তিন লাখ ইন্টারেস্ট, পঞ্চাশ হাজার প্রিন্সিপাল।

    প্রথমেই রাখালববুর গ্রস পে থেকে ন হাজার ছশো টাকা বাদ। কীজন্য? মাসে আটশো টাকা কনভেয়্যান্স অ্যালাওয়েন্স ইন্টু বারো মাস। বারো লাখ মাইনাস ন হাজার ছশো। হল গিয়ে এগারো লক্ষ নব্বই হাজার চারশো।

    এইবারে এইট্টি সি বাদ দেবার পালা। এতে আছে রাখালবাবুর এল আই সি ইত্যাদি ইনভেস্টমেন্ট, পিপিএফ ইত্যাদিতে ইনভেস্টমেন্ট, অফিসে পিএফে পার্সোনাল কন্ট্রিবিউশন পার্টটা, দুটি পর্যন্ত ছেলেমেয়ের স্কুলের টিউশন ফীজ, এবং হোম লোনের প্রিন্সিপাল পার্ট। সব মিলিয়ে এক্সেম্পশন এতদিন ছিল এক লাখ, এইবারে সেটা হয়ে গেল দেড় লাখ টাকা।

    ধরে নিই রাখালচন্দ্র মাতাল সবশুদ্ধ দেড় লাখ টাকা এই সব বাবদ ইনভেস্ট করে ফেলেছেন সারা বছরে। অতএব সরাসরি দেড় লাখ মাইনাস।

    দাঁড়াল দশ লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা।

    এর থেকে আরও ছোটোখাটো কমপোনেন্ট বাদ যায়। এইট্টি ডি বোধ হয়, যাতে ডিপেন্ডেন্ট বাবা মায়ের জন্য মেডিক্লেম পলিসি বাবদ পে করা প্রিমিয়াম অ্যামাউন্ট বাদ যাবে, আর এইট্টি জি তে বোধ হয় কোনও ডোনেশন ইত্যাদিতে বাদ যায়। ওসবেরও একটা আপার লিমিট আছে, তবে রাখালবাবু কোনওদিনই আপার লিমিটের ধারে কাছে পৌঁছতে পারেন না। ধরা যাক, এইট্টি ডি আর জি মিলিয়ে রাখালবাবুর মোট খরচা পাঁচ হাজার টাকা। অতএব এটাও বাদ যাবে।

    দাঁড়াল দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা।

    এইবারে হাউসিং লোনের ইন্টারেস্ট। রাখালবাবু দেন সাড়ে তিন লাখ টাকা, কিন্তু এক্সেম্পশন আগে ছিল দেড় লাখ, সেটা এইবার থেকে হল দু লাখ টাকা, অতএব তিনি মাত্র দু লাখই ক্লেম করতে পারবেন। দু লাখ মাইনাস করে দিন।

    দাঁড়াল আট লাখ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা। এইটা হল আপনার নেট ট্যাক্সেবল ইনকাম। এতে ট্যাক্স ক্যালকুলেট হবে।

    প্রথমে, নতুন নিয়ম অনুযায়ী, আড়াই লাখ পর্যন্ত ট্যাক্স নিল্‌। মাইনাস করে দিন। রইল পাঁচ লাখ পঁচাশি হাজার চারশো।

    আড়াই থেকে পাঁচ লাখ পর্যন্ত ট্যাক্স দশ পার্সেন্ট, মানে আড়াই লাখ টাকার দশ পার্সেন্ট, মানে পঁচিশ হাজার (২৫,০০০) টাকা। বাকি রইল তিন লাখ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা।

    এইবার পরের স্ল্যাব, যা আগের মতই অপরিবর্তিত আছে - পাঁচ থেকে দশ লাখ, এই পাঁচ লাখের জন্য ট্যাক্স কুড়ি পার্সেন্ট। কিন্তু রাখালবাবুর কাছে আছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা। কোই বাত নেহি, এরই কুড়ি পার্সেন্ট রেটে ট্যাক্স যুক্ত হবে। মানে সাতষট্টি হাজার আশি টাকা (৬৭,০৮০)।

    দশ লাখের ওপরে তিরিশ পার্সেন্ট রেটে ট্যাক্স, কিন্তু রাখালবাবুর আর ট্যাক্স দেবার নেই। তাঁর সামগ্রিক ট্যাক্স লায়াবিলিটি হল তা হলে (২৫,০০০ + ৬৭,০৮০) = ৯২,০৮০ টাকা -> বিরানব্বই হাজার আশি টাকা।
  • de | 69.185.236.52 | ১০ জুলাই ২০১৪ ১৪:০০444852
  • বাঃ! দারুণ লিখেচো! সিকি আমাদের ফ্রী ট্যাক্স কনসালট্যান্ট!
  • dc | 132.164.84.235 | ১০ জুলাই ২০১৪ ১৪:৫৬444853
  • 80C তে এতো কম ছাড় কেন দেয় কেজানে। যবে থেকে ইন্কাম ট্যাক্স দিচ্ছি, দেখছি এটা ছিল এক লাখ। এতো দিনে বাড়ালো তো দেড় লাখ, কিন্তু এদ্দিনে ইন্ফ্লেশনও তো বেড়েছে প্রচুর! এটা তিন লাখ করা উচিত। পিপিএফের আপার লিমিটও বাড়ানো উচিত।
  • hechoraam | 121.93.163.126 | ১০ জুলাই ২০১৪ ১৬:২৩444854
  • আচ্ছা একটা সমস্যার কিছু উত্তর দেন দেখি।
    আমি চাকরী করি। আয় পাঁচ লাখের বেশি। ট্যাক্স কম্পানীই কাটে। হাতে ফর্ম ১৬ ধরিয়ে দেয়। আমি রির্টান জমা দিই ইনকাম ট্যাক্স এ। আগের বছর থেকে ব্যাপারটা অন লাইন হয়েছে।যে ব্যাটা আমারটা জমা দেয় সে দিতে পরেনি আর আমাকে জানায়ও নি।
    না আমার থেকে ওরা কিছু পায়, না আমার কিছু ফেরত পাওয়ার আছে। শুধু রির্টান জমা পড়ে নি। এখন আমার কি করার আছে?
  • সিকি | 135.19.34.86 | ১০ জুলাই ২০১৪ ১৬:৪৪444856
  • আপাতত আর কিছু করার দরকার নেই, কারণ আপনার কোনও ট্যাক্স লায়াবিলিটি ছিল না। ভুলে যান, কখনও নোটিস এলে ঐ ফর্ম ১৬-টা হ্যান্ডি রাখবেন, ওটা সাথে নিয়ে দেখা করে আসবেন।

    আর এইবার থেকে কোনও ব্যাটাকে দিয়ে নিজের আইটি রিটার্ন জমা করাবেন না, নিজে বসে যান নিজের ফর্ম ১৬ নিয়ে। খুব সোজা। পনেরো থেকে কুড়ি মিনিটে হয়ে যাবে। সাবমিট করলে একটা আইটিআর ফাইভ জেনরেট হবে, সেটা আপনার মেলেও আসবে। ঐটা প্রিন্ট নিয়ে সই করে ব্যাঙ্গালোরের ঠিকানায় পাঠিয়ে দিন অর্ডিনারি পোস্টে। গল্প সেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন