এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 122.79.38.184 | ১১ জুলাই ২০১৪ ২০:২৮444924
  • আচ্ছা , লোন এগেইনস্ট ফিক্সড ডিপোজিট এ ক্ষতি বা লাভ টা বুঝিয়ে বলবেন ধরুন গিয়ে আপনার ১২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আছে ৯ পার্সেন্ট হারে। এবার আপনি ওটা থেকে ৯০ পার্সেন্ট, একুনে ১০ লক্ষ টাকা লোন বা ওভার ড্রাফট পাবেন। সুদের হার হবে স্টেট ব্যাঙ্ক অনুযায়ী ৯।৫ পার্সেন্ট। অর্থাত আপনাকে এফেক্টিভলি ০।৫ শতাংশ সুদ দিতে হচ্ছে।এবার ধীরে ধীরে টাকা শোধ দিন আর সুদের পরিমান কমাতে থাকুন।
  • | ১১ জুলাই ২০১৪ ২১:০২444925
  • ধুস বললাম যে হোমলোন প্রথম ৫ বছরের মধ্যে পুরোটা শোধ করতে না পারলে তার পরে আর আগে আগে শোধ করে খুব কিছু লাভ হয় না। একটুখানি লোন পুরো মেয়াদ অবধি বাঁচিয়ে রেখে ট্যাক্স ছাড় নেওয়াই ভাল। আর কে যেন, পিএম বোধহয় অঙ্ক করে দেখিয়েওছেন সেটা।
  • :-? | 69.160.210.2 | ১১ জুলাই ২০১৪ ২১:১৩444926
  • এই ০।৫% সুদ, বছরে ছয় হাজার টাকা, যা বস্তুত আপনার লস, ফিক্সড ভেঙে ১০ লাখ মিটিয়ে বাকি ২ লাখ ফিক্সড করে রাখলে তো সেই লসটাও হয় না, আর ২ লাখের ৯% করে ইন্টারেস্টের লাভ ও হয়। সেটা করবেন্না কেন?
  • Reshmi | 192.68.188.52 | ১১ জুলাই ২০১৪ ২১:১৭444927
  • এই যে নেতাই এর পোস্টঃ

    name: নেতাই mail: country:

    IP Address : 131.241.98.225 (*) Date:10 Jul 2014 -- 06:14 PM

    হাতে ক্যাস থাকলে লোন মিটিয়ে দেওয়াই লাভ। লোন মেটানোর লোকসান হচ্ছে আপনার হাতে ক্যাস কমে যাবে বা থাকবেনা। হাতে ক্যাস না থাকলে নতুন ইনভেস্টমেন্ট করতে পারবেন না বা করতে অসুবিধা হবে।

    লোন মিটিয়ে দিলে কেমন লাভ-

    মনে করুন আপনার হাতে ক্যাস ১০ লাখ, লোন চলছে ১০ লাখের।

    ১০ লাখ এফডিতে রাখলে-
    বছর শেষে পাবেন ৮৭।৫ হাজার, ট্যাক্স কাটার পর ৬১ হাজার (৩০% স্ল্যাবে আছেন ধরে)।

    ১০ লাখ লোনের জন্য-
    আপনার পকেট থেকে বেরোবে ১লাখ ২০ হাজার(১০।৫% ইন্টারেস্ট ধরে)।
    ইএমাই দেওয়ার ট্যাক্স বাঁচবে ম্যাক্সিমাম ৩৬ হাজার।
    তাই অ্যাকচুয়ালি আপনি দিলেন ৮৪ হাজার।

    তো ১০ লাখ লোন রাখার জন্য আপনার পকেট থেকে আল্টিমেটলি বেরোলো ২৩ হাজার প্লাস আপনার পকেটে ক্যাস ১০ লাখ। যেখানে খুশী ইনভেস্ট করুন। নতুন ফ্যাট বুক করুন। অ্যাপ্রিশিয়েসান ঘরে তুলুন। বা শেয়ারে খাটান। বা এমার্জেন্সির জন্য রাখুন।

    আমার সাজেশান লোন পুরো চুকাবেন না। ওতে বিশাল কিছু লাভ নেই।
  • | ১১ জুলাই ২০১৪ ২১:৩৯444928
  • নাঃ ফিক্সড ভেঙে বা পিপিএফ থেকে লোন নেয় যখন হঠাৎ দরকার পড়ে। কোনও অসুখবিসুখ, ব্যবসায় কোনও প্রয়োজন, বাড়ীর দামের ২০% ডাউনপেমেন্ট ইত্যাদির জন্য। নাহলে পার্সোনাল লোন নিতে হয়, তাতে ইন্টারেস্ট রেট অনেক বেশী।

    এমনি এমনি কেউ সচরাচর ফিক্সড ডিপোজিট বা পিপিএফ থেকে লোন নেয় না।
  • sm | 122.79.37.69 | ১১ জুলাই ২০১৪ ২২:০৬444929
  • ?, আপনাকে জিগাচ্ছি। ধরেন,আপনি ফিক্সড ডিপোজিট করেছিলেন ১২ লক্ষ টাকার, ১০ বছর মেয়াদে ৯ পার্সেন্ট সুদে। অর্থাত ১০ বছর পর আপনার এফেক্টিভ ইন্টারেস্ট প্রায় ১৪ পার্সেন্ট। এবার দশ লক্ষ টাকার লোন শোধ করছেন ৯।৫ শতাংশ ইন্টারেস্ট এ।অর্থাত ০।৫ শতাংশ বেশি হারে। এ পর্য্যন্ত ঠিক আছে?
    ধরুন, আপনি প্রতি বছর শোধ করছেন একলাখ টাকা।
    অর্থাত প্রথম বছর ৯ লক্ষ টাকা, দ্বিতীয় বছর ৮ লক্ষ , তৃতীয় বছর ৭ লক্ষ এই টাকার উপর ৯।৫ পার্সেন্ট সুদ শোধ করছেন।
    আপনি যদি রেকারিং এ এক লক্ষ প্রতি বছর জমাতেন, তাহলে আপনি ৭।৫ শতাংশ হারে সুদ পেতেন।
    অর্থাত ১০ বছর পরে আপনার ফিক্সড ডিপোজিট মাচ্যুর করলে আপনি প্রায় ১৪ শতাংশ হারে সুদ পাবেন, কিন্তু লোন শোধ করার ক্ষেত্রে মূলধনের এমাউন্ট কমার জন্য,আপনাকে এফেক্টিভ সুদ বেশ কিছুটা কম দিতে হচ্ছে ।
  • sm | 122.79.37.69 | ১১ জুলাই ২০১৪ ২২:১২444930
  • তো ১০ লাখ লোন রাখার জন্য আপনার পকেট থেকে আল্টিমেটলি বেরোলো ২৩ হাজার প্লাস আপনার পকেটে ক্যাস ১০ লাখ। যেখানে খুশী ইনভেস্ট করুন। নতুন ফ্যাট বুক করুন। অ্যাপ্রিশিয়েসান ঘরে তুলুন। বা শেয়ারে খাটান। বা এমার্জেন্সির জন্য রাখুন।
    -------
    নেতাই এর এই পোস্ট ঠিক বোঝা গেল না। আপনার পকেটে ১০ লক্ষ কোই ? আপনি তো ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন আর তার সুদ থেকেই তো ই এম আই শোধ করছেন। তাহলে ১০ লক্ষ ইনভেস্ট করবেন কোথায়?
  • | ১২ জুলাই ২০১৪ ১২:৩৫444931
  • এই বছর থেকে ই-ফাইলিঙের আগে আবার মেইল আইডি আর ফোন নং ভ্যালিডেট করাতে হল পিন দিয়ে। দুটোতে আবার আলাদা দুটো পিন পাঠিয়েছে।

    ভাল ভাল।
    এই ডিজিটাইজেশানটা সত্যি খুব কাজের হয়েছে।
  • Reshmi | 192.68.118.252 | ১৩ জুলাই ২০১৪ ১৬:২৩444932
  • অর্পণ, যা বুঝলাম, আমার কেসে ITR-2 ই সাবমিট করতে হবে। ITR-1 এ আগের বছরগুলোর ইন্টারেস্ট বাবদ লস ক্লেম করার প্রভিশন নেই। নেটেও সে রকমই পেলামঃ

    1) ITR-1 SAHAJ (Indian Individual Income Tax Return)-

    Who can use this form?

    Income from Salary/Pension
    Income from one House Property (but excluding those cases where loss is bought forward from previous years)
    Income from Other Sources
    In case when income of spouse or minor child to be clubbed with income of assesses (but do remember that income to be clubbed falls into above income category)

    আবার নতুন করে সব ডেটা ভরতে হচ্ছে ITR-2 তে, এতদিন তো অনলাইন ITR-1 ভরতাম, সব অটোম্যাটিকলি নিয়ে নিত।

    তোমার কাছে অন্যরকম ইনফো থাকলে একটু জানিও প্লিজ।
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ১৯:০৬444934
  • রেশমি, আমার এ বছর কাজে লাগবে না। কারণ গত বছরের ইন্টারেস্ট পার্ট দেড় লাখ ছাড়িয়ে গেছে। কাজেই আগের দু বছরের আনক্লেমড ইন্টারেস্টের ওপর বেনিফিট ক্লেম করার জন্য ওত পেতে বসে থাকতে হবে। তবে আইটিআর-২ ভরতে হবে এই তথ্যটা কাজে লাগবে।

    এনি আইডিয়া, পুরনো আনক্লেমড ইন্টারেস্ট কত বছর অব্দি ক্লেম করা যায়? পাঁচ বছর বা এরকম কোন উইন্ডো আছে?
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ১৯:০৯444935
  • আমি দেখি কোন ট্যাক্স কনসালট্যান্ট ধরতে পারি কিনা, তোমার কোশ্চেনটার জন্য।

    যদ্দূর জানতাম আইটিআর-২ লাগে একাধিক হাউস প্রপার্টির ওপর ক্লেম করতে গেলে। ভুলও জানতে পারি।
  • Reshmi | 192.68.240.145 | ১৩ জুলাই ২০১৪ ২১:৪১444936
  • আমি তো জানি পুরনো ইন্টারেস্ট পুরোটাই ক্লেম করা যায়, পাঁচটা ইক্যুয়াল ইন্স্টলমেন্টে।
  • সিকি | ১৩ জুলাই ২০১৪ ২১:৫১444937
  • হ্যাঁ, পুরোটাই ক্লেম করা যাঅয়, পাঁচটা ইকোয়াল ইনস্টলমেন্টে। মানে অগামী পাঁচ বছর ধরে ২০% করে ক্লেম করতে পারবে।
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ২২:৩৪444938
  • আরে সেটা জানি। কিন্তু দু-তিনটে জিনিস কনফার্ম করার ছিল।

    ১। কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট কম্পোনেন্ট আপার লিমিট ছাড়িয়ে গেলে তার উপরে তো পুরনো ইন্টারেস্ট ক্লেম করা যায় না? মানে দেড় লাখ যদি ঊর্ধ্বসীমা হয় আর সেটা যদি এ বছরের ইন্টারেস্ট দিয়েই ছাড়িয়ে যায় তালে সেটাকে তো আর আগেরটার ২০% জুড়ে পৌনে দু লাখ করা যাবে না। তাই তো?

    ২। ধরা যাক, আগের দুবছর এক আর দুই মোট তিন লাখ ইন্টারেস্ট আনক্লেমড আছে। তালে সেটার ২০% হল গিয়ে ষাট হাজার। এইবার প্রশ্নটা হল যে পাঁচ বছরের উইন্ডোটার কথা বলা হচ্ছে সেটা কি এ বছর থেকেই শুরু করতে হবে নাকি বছর দুয়েক পরেও শুরু করা যায়?

    ৩। ২০%টা কি আপার লিমিট নাকি সুবিধামত সেটা কখনো ৩০% বা ৪০%-ও করা যায়?
  • Reshmi | 192.68.176.248 | ১৩ জুলাই ২০১৪ ২৩:১৮444939
  • এটা পেলামঃ

    The interest deduction u/s 24(b) can be claimed by the assessee after the possession of the house property is taken over. However, the total amount of interest paid on home loan prior to possession of house property as can be claimed as pre-construction interest in 5 equal installments for next 5 years from the end of financial year of possession. Any pre-construction interest is allowed to be deducted in five equal installments within the Rs 1.5 lakh limit i.e. including the current year interest payment on home loan. This can be claimed only after the house is ready and possession is taken over. If the house has been let out, the taxpayer can claim the entire interest component as deduction from the rental income.

    তার মানে যে বছর পজেশন নেওয়া হয়েছে, সেই বছর থেকেই পুরনো ইন্টারেস্ট ক্লেম করতে হবে, পরে করলে হবে না। আর ২০% টাও ফিক্সড।

    আমি বেশ ঘেঁটে আছি ITR-1 না 2 তাই নিয়ে।
    Income from one House Property (but excluding those cases where loss is bought forward from previous years) এটার মানেই ঠিকমত বুঝতে পারছি না। আর ITR-2 নিজে ভরা বেশ ঝামেলার, না ভরতে হলেই বেঁচে যাই।
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ২৩:২৭444940
  • 5 equal installments for next 5 years from the end of financial year of possession

    - তার মানে তো দাঁড়াল যে বছর পজেশন পেলাম তার পরের বছর থেকে, আমি এটা বুঝলাম। কী কনফিউজিং। ঃ(
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ২৩:৩৫444941
  • আর যা বুঝছি প্রি-পজেশন ফেজের ইন্টারেস্টের পুরোটা বেনিফিট পাওয়া কোনভাবেই সম্ভব না, এক যদি না দুটো রিটার্নে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়।

    তাইতো? নাকি আমার হিসেবে ভুল হচ্ছে?
  • Reshmi | 192.68.176.248 | ১৩ জুলাই ২০১৪ ২৩:৪৭444942
  • অর্পণ, এখানে ভালো কোরে বোঝানো আছেঃ

    Instalments Of pre-Construction Interest as per Income Tax Act. Suppose : Person has taken a Loan of 10,00,000 in July 2007 @ 10% and house is completed in Jan ,2010. Year wise Interest is FY 2007-08=60000(July to March) FY 2008-09=80000 FY 2009-10 =70000 then define Pre construction period and how much amount will be allowed u/s 24(b) year wise In above example ,pre construction period is July 2007 to March 2009 and pre construction period Interest is 140000(60000+80000) ,and deduction of the pre construction period is divided in 5 instalments of 28000 (140000/5).and deduction will be allowed from FY 2009-10. so in FY 2009-10 interest allowed will be 70000+28000(ist instalment of pre construction period)=98000 and 28000 will also be allowed in 2010-11,2011-12,2012-13 and 2013-14 as pre construction period interest in addition to normal interest due in given years.
    (http://www.simpletaxindia.net/2010/02/interest-on-pre-construction-house-loan.html)
  • Arpan | 125.118.21.178 | ১৩ জুলাই ২০১৪ ২৩:৫৬444943
  • এই একজাম্পলের মত হায় যদি সরল সবার হিসেব হত। দশ লাখ টাকা আজকাল আর কে লোন নেয়? ঃ)

    একটা যদি লাখ তিরিশেক লোনের হিসেব দেওয়া থাকত!
  • Abhyu | 141.220.183.233 | ১৪ জুলাই ২০১৪ ১৪:৩৩444945
  • এর পরে বোধ হয় মেল করেই জেনে নেওয়া যাবে!
  • su | 228.248.6.153 | ২৯ জুলাই ২০১৪ ১৯:৫৮444946
  • আমি গতবছর (মানে ২০১৩-১৪, যার জন্য় ট্যাক্স ই-ফাইল করছি) প্রাইভেট সেক্টরে ছিলাম, আর এখন সরকারী চাকুরে। এখন এই যে প্রথম পাতায় ফাইলিং স্ট্যাটাস-এ যে এমপ্লয়ার-এর ঘরটা আছে তাতে গতবছরের (বেসরকারী) না এখনকার (সরকারী), কোনটা দিতে হবে কেউ বলতে পারবেন? আমার মনে হচ্ছে এখনকারটা, কারণ বছরের মধ্যেই চাকরি চেঞ্জ তো হতেই পারে, সে ক্ষেত্রে একের বেশি এমপ্লয়ার দেবার কোনো অপশন তো দেখছি না।
  • Arpan | 125.118.75.47 | ২৯ জুলাই ২০১৪ ২০:০১444947
  • এখনকার।

    তবে কাস্টমার কেয়ারে ফোনে করে দেখতে পারেন। ১৮০০ ১৮০ ১৯৬১ - এই নাম্বারে।
  • সিকি | ২৯ জুলাই ২০১৪ ২০:০৮444948
  • এখনকার। আর একাধিক এমপ্লয়ার অ্যাড করর অপশন আছে তো। বছরের মধ্যে কোম্পানি চেঞ্জ আমি প্রচুরবার করেছি।
  • Arpan | 125.118.75.47 | ২৯ জুলাই ২০১৪ ২০:১৪444949
  • আরে ওটা না। যে ড্রপ ডাউনটায় এমপ্লয়ার টাইপ সিলেক্ট করতে হয় ওটার কথা বলছেন।
  • su | 228.248.6.153 | ২৯ জুলাই ২০১৪ ২০:৪৬444950
  • ধন্যবাদ। অর্পন ঠিক ধরেছেন।
  • henchoram | 121.93.163.126 | ৩০ জুলাই ২০১৪ ১৪:৫৪444951
  • গুরুচণ্ডা৯ কে ধন্যবাদ, সাহস দেবার জ্ন্য। এবার আয়্কর নিজেই ভরলাম। মনে হয় ঠিকঠাক-ই হয়েছে।
    আচ্ছা ওখানে তো আগের দু`বছরের রিটার্ন ভরার লিঙ্ক ও রয়েছে। এখন লেট সাবমিসন করে দেব? গালাগাল দেবে না তো ইনকাম ট্যাক্স ?
  • | ৩০ জুলাই ২০১৪ ১৫:০০444952
  • বকবে কেন? মোটা ফাইন করবে তো? :-)
  • henchoram | 121.93.163.126 | ৩০ জুলাই ২০১৪ ১৫:২০444953
  • ট্যাক্স ভরা আছে। জিরো দেনা পাওনা। শুধু এক বছর রিটার্ন ভরা নেই।
  • ঐশিক | 24.140.33.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৩444954
  • এইযে ট্যাক্স-গুরুরা এট্টু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আলুচনা করা যাক, আফনেরা বলেন আমি শুনি

    ৩ বছরের লক পিরিয়ড থাকে শুনলাম, তারপরে কি ওটা আয়করের আওতায় চলে আসে?

    শিশু-শিক্ষা প্ল্যান সম্বন্ধেই বা আফনেরা কি বলে?

    অপ্পান্দা-সিকি আর যারা যারা যা কিছু জানেন-আসেন জমিয়ে বলেন দেখি
  • সিকি | 126.203.220.16 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৩৯444956
  • ঐশিকের শিশু কি শিক্ষা পাবার মত বড় হয়ে গেছে? কনগ্র্যা কনগ্র্যা।

    শিশুশিক্ষার ব্যাপারে - স্কুলে যা ফীজ দাও, তার মধ্যে থেকে শুধু টিউশন ফী কম্পোনেন্টটুকু ক্লেম করতে পারো - ঐ 80Cএর মধ্যেই, যেটা এখন দেড় লাখ হয়েছে।

    SIPতে কোনওটা ৩ বছর, কোনওটা ৫ বছরের লক ইন থাকে। যদ্দূর জানি লং টার্ম ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড় পাওয়া যায়, তবে সেটা ৫ বছরের লকইন না ৩ বছর সেটা মনে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন