এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঐশিক | 24.140.33.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৪444957
  • শিশু-শিক্ষা প্ল্যান মানে আমি জিগায়ছিলেম চাইল্ড এডুকেশন প্ল্যান নিয়া?
    কমরেড এট্টু করিমস ঘুরে আসেন :P
  • ঐশিক | 24.140.33.186 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৬444958
  • আর ঐটুকুন তো আম্মো জানি,

    কোনটে ভালো কোনটে খারাপ তারপরে এখন মার্কেট মগডালে উঠে বসে আছে এখন করা কি ঠিক হবে?

    এই সব জাইনতে চাই
  • de | 69.185.236.53 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩২444959
  • মার্কেট নিয়ে আমারো একটি অতি বুদ্ধুর মতো জিজ্ঞাসা আছে - কোন শেয়ার ভালো দাম পাচ্ছে দেখলে তাকে বেচে দিয়ে লাভ করা উচিত নাকি লং টার্মে রেখে দিলে ডিভিডেন্ড থেকেই বেশী আয়? সিকি বা প্পন কেউ কি কিছু জানে?
  • সিকি | 126.203.213.174 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৯444960
  • আমার ডিম্যাট অ্যাকাউন্ট নেই। এল আই সি-র বাইরে আমি আজ পর্যন্ত কোনও কিছুতে ইনভেস্ট করি নি। মার্কেট এবং শেয়ার সম্বন্ধে আমি উইলফুলি অজ্ঞ।
  • Arpan | 125.118.13.168 | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫৫444961
  • দে'র প্রশ্নের ওরম এক কথায় উত্তর হয় না। কোন শেয়ার, পোর্টফোলিও ভ্যালু কত, কত লস/গেইনে যাচ্ছে এসব ইনফো জানলে তবে বলা যায় কী করা উচিত। তবে সেসব ছাড়াও দুটো সহজ পন্থা আছে। এক, মানিকন্ট্রোল ডটকম জাতীয় সাইটে গিয়ে দেখা যায় শর্টটার্ম আর লংটার্মে কী অ্যাডভাইস করছে (বাই/সেল/হোল্ড) আর দুই, ডিভিডেন্ট আর স্টক প্রাইজে গেইন এই দুইয়ে মিলে ডেট ফান্ডের থেকে বেশি আয় নেক্সট এক বছরে হচ্ছে কিনা (মানে হবার সম্ভাবনা আছে কিনা), যদি তাই হয় তাহলে স্টক হোল্ড করাই ভালো।

    দ্বিতীয় কথা, এলাইসিতে প্রয়োজনের বাইরে ইনভেস্ট না করাই ভালো। পলিসি প্রোটেকশনের জন্য কিনতে হলে টার্ম পলিসি কিনুন। অনলাইনে সস্তা পড়বে। প্রোটেকশন আর ইনভেস্টমেন্ট একসাথে পাওয়ার লোভে এনডাওমেন্ট পলিসিতে হার্গিস যাবেন না।
  • robu | 122.79.37.7 | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৪444962
  • ক।
  • de | 69.185.236.54 | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩৮444963
  • থ্যাঁকু, প্পন!
  • সিকি | 166.107.33.122 | ০২ মার্চ ২০১৫ ১৯:০৬444964
  • তুলে দিলাম।
  • dc | 132.164.159.23 | ০২ মার্চ ২০১৫ ১৯:২৪444965
  • ধন্যবাদ সিকি।
  • dc | 132.164.159.23 | ০২ মার্চ ২০১৫ ১৯:২৬444967
  • সুকন্যা সমৃদ্ধি স্কিম নামের একটা ভালো অপশান বেরিয়েছে শুনলাম, পিপিএফের মতো। মানে ট্রিপল এক্সেম্পটেড। এবছর ইন্টারেস্ট রেট ৯।১% কিন্তু এটা নাকি পোস্টাপিসে গিয়ে খুলতে হবে, এদিকে পোস্টাপিসে যাওয়া আমি যতোটা সম্ভব এড়াতে চাই। পিপিএফ যেমন স্টেট ব্যাংক থেকে কিনতে পাওয়া যায়, এটার সেরকম কোন অপশান আছে নাকি? কেউ এই স্কিমটার ডিটেল জানেন?
  • dc | 132.164.9.171 | ০৩ মার্চ ২০১৫ ১০:৪২444969
  • অর্পন ধন্যবাদ। স্কিমটার ডিটেলস অনেকটা জেনেছি, এখন অপেক্ষা করছি যদি কোন ব্যাংক থেকে এটা পাওয়া যায়।
  • সিকি | ২০ জুলাই ২০১৫ ১৪:২০444970
  • তুলে রাখলাম।
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:২৯444971
  • তুলে দিলাম।

    name: de

    সিকি কি আছো ধারেপাশে? এবার ট্যাক্স রিটার্নের সময় শুনছি সব অ্যাকাউন্ট ডিটেল আলাদা আলাদা করে দিতে হবে এবং ট্যাক্স নিজে ক্যালকুলেট করে আলাদা করে পে করতে হবে। আমি এখনো শুরু করিনি। তুমি কি জানো ব্যাপারটা কি? কলিগরা খুব আলোচনা করছে দেখলাম!
  • de | 69.185.236.55 | ১১ আগস্ট ২০১৫ ১৬:৩৩444972
  • শুধু তুলে কি হবে - লেখো! তুমি হলে গিয়ে আমাদের ট্যাক্স কনসালট্যান্ট!

    ডিম্যাট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ইঃ সব ডিটেল কি আমাকে দিতে হবে?
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৪১444973
  • অমার ট্যাক্স রিটার্ন ফাইল করে অ্যাকনলেজমেন্ট পেয়ে সমস্ত প্রসেস শেষ হয়ে গেছে। আমায় কিনা অফিস যেতে হয় না তাই এসব আমি কিছুই শুনি নি।

    ক্যালকুলেট নিজেকে করতে হবে না, সে এমনিই করে দেবে। রিটার্ন ফাইল দুভাবে করা যায় জানো নিশ্চয়ই। এক, অনলাইনে ফর্মে ডেটা ভরে, দুই অফলাইনে এক্সেল ডাউনলোড করে, ম্যাক্রো চালিয়ে xml ফাইল জেনারেট করে, সেইটা আপলোড করে।

    দু ক্ষেত্রেই তোমাকে ক্যালকুলেট করে দেবে, তারপ্রে নিজেই ট্যালি করে নেবে তোমার টিডিএস কত গেছে এই বছরে, সেই মত তোমার ট্যাক্স পেয়েবল / রিফান্ডেবল, সেসবও হিসেব করে জানিয়ে দেবে। তোমায় কোনও ক্যালকুলেশন করতে হবে না।

    অ্যাকাউন্ট ডিটেলের ঘাপলাটা হচ্ছে, আগে তোমার রিফান্ড ডিউ হোক বা না হোক তোমাকে অ্যাকাউন্ট ডিটেল ভরতেই হত। কোন ব্যাংক, কোন ব্র্যাঞ্চ এইসব সমেত। সেটা এবারেও আছে, তার সাথে একটা বাড়তি জিনিস জুড়েছে, তোমার কতগুলো সেভিংস অ্যাকাউন্ট আছে। ধরো, তোমার দুতিনখানা সেঃঅ্যাঃ আছে (হিনী দেবার কিছু নেই, অনেকেরই থাকে), কিন্তু তুমি একখানাই দেখাতে চাও। তো, ঐ বাক্সে লিখতে হবে "ওয়ান", তারপরে নিচে সেই অ্যাকাউন্টের ডিটেল ভরতে হবে। তুমি যদি লিখে দাও "টু" বা "থ্রি", আর নিচে কেবল একটামাত্র অয়কাউন্টেরই ডিটেল দাও, তা হলে নেবে না, তিন লিখলে তিনটে অ্যাকাউন্টের ডিটেলই দিতে হবে, তবে অ্যাকসেপ্ট করবে।

    এমনিতে এখন তোমার সব অ্যাকাউন্টই সম্ভবত আধার লিংকড। তবে তিনের জায়গায় এক লিখে একটা ইনফো দিলেও কিচ্ছু বলবে না, চুপচাপ নিয়ে সাবমিট করে দেবে।

    এর পরে আসবে ITR-V। যেটার প্রিন্ট আউট নিয়ে অ্যাদ্দিন ব্যাংগালুরুতে পাঠাতে হত বাই পোস্ট। সেটা এ বছরেও আছে, তবে তুমি চাইলে, সরাসরি ব্যাঙ্কের সাথে লিংক করে (যে ব্যাংকের ইনফো দিয়েছো, প্রেফারেবলি যে ব্যাংক থেকে তোমার ইনকাম ট্যাক্সের টাকা গেছে আর কি - টিসিএস/টিডিএস মারফত) দিতে পারো ইনকাম ট্যক্সের সাইট থেকেই। একটা ওটিপি আসবে তোমর মোবাইলে, সেই ওটিপি ভরে দিলেই ভেরিফাই হয়ে যাবে, তোমার কাছে মেলে অ্যাকনলেজমেন্টও চলে আসবে। কোথাও বাই পোস্ট কিছু পাঠাতে হবে না।
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৪৮444974
  • আমার ডিম্যাট নেই, ওটা নিয়ে অন্য কেউ ফান্ডা দিক, আমি জানি না।

    তবে সৎ নিয়মমতে, তুমি যেখান যেখান থেকে ট্যাক্সেবল পেমেন্ট পাচ্ছো, সেইসমস্তই তোমাকে ডিক্লেয়ার করতে হবে, এফডির সুদ, ডিম্যাটের রিটার্ন, সব। সাধারণত ওগুলো তোমার কাছে ট্যাক্স কেটেই আসে - Form 26AS-এ তার বিবরণ দেওয়া থাকে। সেইগুলো মেনশন করে দিলেই হয়, তবে ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেল দিতে হয় না, কেবল সেঃঅ্যাঃ-এর ডিটেল লাগে।

    আমি যদিও ফিক্সড ডিপোজিটের থেকে বাৎসরিক সুদ পাই, এবং ট্যাক্স কেটেকুটেই পাই, তবুও ওটা রিটার্নে উল্লেখ করি না, যদিও দেখবে কোন খাতে তোমার প্যান নম্বরে কী কী ট্যাক্স জমা হয়েছে, তার পুরো লিস্ট ওখানে দেখানো থাকে, তবুও উল্লেখ করি না। আইটিকাকু কখনও তার জন্য আমাকে বকে নি।
  • de | 24.139.119.171 | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫১444975
  • এই সব গুলোই জানতে চাইছিলাম -

    আমার আগে ডিম্যাট ছিলো না - এখন আছে -

    এছাড়াও এফডির ব্যাপারেও জানতে চাইছিলাম।

    অনেক থ্যাংকু - সিকি!
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ১৬:৫৭444976
  • ওগুলো দেখাতে গেলে, তোমাকে নেট ট্যাক্সেবল ইনকাম rowতে তোমার স্যালারি ছাড়াও তোমার এফডি-র সুদ, ডিম্যাটের রিটার্ন (প্রি-ট্যাক্স ভ্যালু সব) যোগ করে বসাতে হবে। তা হলেই নিজে নিজে ট্যাক্স ক্যালকুলেট করে পুরো অঙ্ক মিলিয়ে দেবে।
  • cm | 116.208.25.215 | ১১ আগস্ট ২০১৫ ১৯:৪০444978
  • আমার আধার নাই। একবার ডেটা হারিয়ে গেছে। দ্বিতীয়বার যদি কেউ ইনসিস্ট করে তাকে গ্যারান্টী দিতে হবে তেমন কিছু হবেনা।
  • cm | 116.208.25.215 | ১১ আগস্ট ২০১৫ ১৯:৪২444979
  • শেষ দিন তো পার নাকি?
  • Arpan | 125.118.150.118 | ১১ আগস্ট ২০১৫ ২০:০৬444980
  • আধার কীসের লাগবে? আমার কোন অ্যাকাউন্টেই আধার লিংক করানো নেই।

    ডিমাট অ্যাকাউন্টে শর্ট টার্ম গেন হলে ট্যাক্সের গল্প আসে, নইলে কীসের চিন্তা? ডিভিডেন্ড যে অ্যাকাউন্টে ঢোকে সেইটা মেনশন করলেই তো হল।

    জমা দেবার শেষ দিন এ মাসের ৩১ তারিখ।
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ২০:৪১444981
  • লুরুর কথা জানি না। দিল্লি এনসিআরে আধার ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টই খুলছে না। এই ফেব্রুয়ারিতেই একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুললাম।
  • Arpan | 125.118.150.118 | ১১ আগস্ট ২০১৫ ২১:০৪444982
  • ও নতুন অ্যাকাউন্ট? আমার দরকার পড়ে নাই। সামান্য কডাই তো ট্যাকা।
  • Arpan | 125.118.150.118 | ১১ আগস্ট ২০১৫ ২১:০৭444983
  • কিন্তু আধার করানো তো ম্যান্ডেটরি না একথা তো সুপ্রিম কোর্টই বলেছে।

    পুরো শিব ঠাকুরের আপন দেশ।
  • Ipocrita compagno | 125.112.74.130 | ১২ আগস্ট ২০১৫ ০৯:৩৮444985
  • যাদের সাতাশটা অ্যাকাউন্ট আর তেচল্লিশটা এফডি তাদের ওসব চিন্তা হয়, আমাগো হয় না :-p

    কিন্তু ইনকাম ট্যাক্সোর ম্যামথটা এক্কেরে আরবী ঘোড়া হয়ে গেছে। দিন সাতেক হল রিটার্ন ফাইল করেছি, এর মধ্যেই রিফান্ডও দিয়ে দিলো।
  • rabahuta | 215.174.22.26 | ০৫ নভেম্বর ২০১৫ ২২:০০444986
  • মনে হচ্ছে ১১-১২র ফর্ম ১৬ ২০১৫ র রিটার্ন হিসেবে তুলে দিয়েছি, উফঃ(

    ছড়িয়ে ছিটিয়ে লাট। ২০১১ - ১২ র রিটার্ন কি করে ফাইল করা যয় কেউ বলবে? আর এই যে ১৫র রিটার্ন বলে ১১-১২র ফর্ম ১৬ বলে ফাইল করে দিলাম ওটা কি হবে? এমনি রিজেক্ট?
  • সিকি | 894512.168.0145.123 | ১৭ জুলাই ২০১৮ ১২:৩১444987
  • তুলে দিলাম। এখানে আলোচনা করুন।
  • sd | 90090012.38.455612.24 | ১৭ জুলাই ২০১৮ ২২:১৫444989
  • Name: সিকি

    IP Address : 132.177.128.177 (*) Date:11 Aug 2015 -- 04:48 PM

    আমার ডিম্যাট নেই, ওটা নিয়ে অন্য কেউ ফান্ডা দিক, আমি জানি না।

    তবে সৎ নিয়মমতে, তুমি যেখান যেখান থেকে ট্যাক্সেবল পেমেন্ট পাচ্ছো, সেইসমস্তই তোমাকে ডিক্লেয়ার করতে হবে, এফডির সুদ, ডিম্যাটের রিটার্ন, সব। সাধারণত ওগুলো তোমার কাছে ট্যাক্স কেটেই আসে - Form 26AS-এ তার বিবরণ দেওয়া থাকে। সেইগুলো মেনশন করে দিলেই হয়, তবে ডিম্যাট অ্যাকাউন্টের ডিটেল দিতে হয় না, কেবল সেঃঅ্যাঃ-এর ডিটেল লাগে।

    আমি যদিও ফিক্সড ডিপোজিটের থেকে বাৎসরিক সুদ পাই, এবং ট্যাক্স কেটেকুটেই পাই, তবুও ওটা রিটার্নে উল্লেখ করি না, যদিও দেখবে কোন খাতে তোমার প্যান নম্বরে কী কী ট্যাক্স জমা হয়েছে, তার পুরো লিস্ট ওখানে দেখানো থাকে, তবুও উল্লেখ করি না। আইটিকাকু কখনও তার জন্য আমাকে বকে নি

    ---
    এটা ঠিক প্রসেস নয় কর্তা, এবং করলে প্রভূত চাপ খাওয়ার সম্ভাবনা, সাথে ফাইন ও

    ধরা যাক আপনি ৩০% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, এবং আপনি এবছরে TDS দিয়েছেন ৫০০০০ টাকা।
    এখন ধরা যাক ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিয়েছে বছরে ১ লক্ষ টাকা এবং ১০% হারে TDS এ কেটে ১০০০০ টাকা জমা করেছে যা কিনা 26AS দেখাও যাচ্ছে ।

    এখন নিয়ম মতন আপনার কর ধার্য হবে ৩০% এর হিসাবে , অর্থাৎ ১ লক্ষ টাকার ওপর ধার্য কর ৩০০০০ টাকা যার ১০০০০ টাকা ব্যাংক অলরেডি জমা করেছে , বাকি ২০০০০ টাকা আপনাকে পে করতে হবে , এবং মুল ইনকামের সাথে ১ লক্ষ টাকা other income হিসাবে দেখাতে হবে। এটা না করলে , এটা compliance এ ফেল করবে এবং পরে জরিমানা সহ এই টাকা আবার জমা করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন