এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৬:০০444657
  • @d

    আপনার অফিসের ছেলেটি কি গত বছর e-return submit করেছিলো না সরাসরি Income Tax office গিয়ে manual return submit করেছিলো।কারন একবার e-return submit করলে I.T.Dept insist করে ঐ ভাবেই return submit করতে। উনাকে বলুন নিকটতম Income Tax ward/circle গিয়ে Assessing Officer এর সঙ্গে যোগাযোগ করতে। আমার মনে হচ্ছে উনার কেসটা as simple as the word "simple'
  • shrabani | 124.30.233.86 | ০১ এপ্রিল ২০১১ ১৬:০৪444658
  • আমরাও। নয়ডার অফিসে জলভাত ব্যাপার। আমি তো সেটাই সোজা করে লিখেছিলাম, কেউ বুঝলনা।
    আমাদের অফিসে তো আমরা স্যালারী ছাড়া ইনকাম ফ্রম অন্য সোর্সও অফিসেই সাবমিট করে দিই, এবং সব কাটাকুটি ওতেই হয়ে যায়। সমস্যা হয় যখন কেউ বেশী দুনম্বরী করতে যায় অথবা সময় মত অফিসে ডিটেলস দেয়না, বেশী কেটে যায় বা কম কেটে যায়। সেগুলো তখন খেয়াল করে ফাইন্যাল রিটার্ণে দেখাতে হয়, নাহলে খুব সোজা, সব ফর্ম ১৬ দেখে টুকে দাও।
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৬:১২444659
  • আরে কন কি।

    আমি তো আপনার লেখা বুঝতে পেরেছিলাম।
    আর সেটাকেই একটু রং চড়িয়ে লিখে দিলাম।:-)
  • Arijit | 115.249.42.177 | ০১ এপ্রিল ২০১১ ১৬:১৩444660
  • ইনকাম ট্যাক্সের ব্যাপার তো - সিম্পলকেও ঘুরিয়ে পেঁচিয়ে একসা করে।

    আমার ২০০৮-২০০৯-এর রিটার্ন (ই-)ফাইল করার মাস আষ্টেক পর ব্যাঙ্গালোরের আইটি আপিস থেকে নোটিশ এলো যে আমায় আরো ট্যাক্সো দিতে হবে। ভালো করে ঘেঁটে দেখি যে মক্কেলকে ফাইল করতে দিয়েছিলাম তিনি আমার মেডিকেল ইনস্যুরেন্সের ১৫০০০ রিটার্নে রাখেননি। সেটা বাদ দিয়ে কি করে যে শেষটা মিলিয়েছিলো সেটা রহস্য। একই সাথে সুমনার নামেও নোটিশ এলো - সেটা ভালো করে মিলিয়ে দেখি সেই মক্কেল F না করে M করে রেখেছেন - সেটাও যে কিভাবে মিললো, সে এক রহস্য।

    যাই হোক - লুরুর আপিসে ফোং করতে ওরা বল্ল বিশেষ কিছু না, তুমি একটা চিঠি লেখো - কারেকশন বলে - তার সাথে সব ডকুমেন্ট দিয়ে আমাদের পাঠিয়ে দাও। দিলুম।

    এইবার, কিছুদিন আগে, ময়ূর ভবন থেকে শো-কজ নোটিশ এলো - এক শুক্রবার - যে তার পরের মঙ্গলবার আমাকে ময়ূর ভবনে দেখা করে জানাতে হবে কেন আমি ট্যাক্সো দিই নাই। নিজে যেতে না পারলে যেন রিপ্রেজেন্টেটিভ পাঠাই বা চিঠি পাঠাই। তো আমি ফের সমস্ত ডকুমেন্ট যোগাড় করে আগের চিঠির কপিশুদ্ধু ক্যুরিয়ার করলুম।

    সোমবার ব্যাঙ্গালোরে ফের ফোং করলুম - ওরা বল্ল যে হ্যাঁ, তোমার চিঠি তো আমরা পেয়েছি, আর আমরা রি-অ্যাসেস করছি। ময়ূর ভবন থেকে তোমার কাছে তো কিছু যাবার কথা নয়, কারণ ই-ফাইলের সঙ্গে ওদের কোনোই সম্পক্কো নেই। আমি আবার ময়ূর ভবনে ফোং করলাম - সে মক্কেল ইংরিজী বোঝে না - কাজেই পরশুবাবুর টিপ্‌সটা ইস্তেমাল করা গেলো না। হিন্দি বলার অব্যেসও চলে গেছে - তাও কোনোরকমে বোঝানো গেলো - বেশ আশাহত হয়ে বল্ল যে আচ্ছা ঠিক আছে। যা বুঝলুম সেটা হল যেহেতু আমার প্যান দিল্লী থেকে ইস্যু হয়েছিলো, ওয়ার্ড/সার্কল এখনো ওখেনে রয়ে গেছে - ওরা সেই সুত্রে চিঠি পাঠিয়ে দিয়েছে, আমি ই-ফাইল করেছি কিনা সে ব্যাপারে কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেনি।

    আমার ধারণা প্যানিক করিয়ে কিছু হস্তগত করা যায় কিনা সেরকম আইডিয়াও থেকে থাকতে পারে।
  • d | 14.96.206.61 | ০১ এপ্রিল ২০১১ ১৭:৩১444661
  • হ্যাঁ বলে দিলাম ছেলেটিকে। হ্যাঁ ও ই-রিটার্ণই দিয়েছিল।

    এইবারে যেটা শুনে পুরো অবা-আ-আ-ক হয়ে গেলাম, সেটা হল, ছেলেটা নাকি তার বাবার চেনা ট্যাক্স কনসালট্যান্টকে দিয়ে দেওয়াত। সেই ভদ্রলোক ই-রিটার্ণই দিচ্ছিলেন গত বছর দুই তিন হল। কিন্তু তিনি নাকি এর জন্য ওর কাছ থেকে ১৫০০/- টাকা করে ফী নিতেন। ভাবা যায়!!! এই ০৯-১০ বছরে ও ভেবেছিল অন্য কাউকে দিয়ে সস্তায় করাবে, কারণ অফিসে তো বোধহয় এক ছোকরা এসে ১৫০ কি ২০০ টাকায় করে দেয়। তাই করতে গিয়ে ভুলে গেছে।

    কিন্তু এরকম ট্যাক্স কনসালট্যান্ট হওয়া তো ব্যপক লাভজনক!
  • Arijit | 115.249.42.177 | ০১ এপ্রিল ২০১১ ১৭:৫৬444662
  • এই আপিসে যে এসে করে দেয় বাই এনি চান্স তার নাম পরাগ কিনা খোঁজ নাও তো। এই লোকটি আমাদের আপিস, তোমাদের টেকনোর আপিসে অনেক লোকের রিটার্ন ফাইল করে। ঘটনা হল এরও রেকর্ড এই রকমই। ২০০৮-০৯ ফিনান্সিয়াল ইয়ারের রিটার্ন (মানে যেটা ২০০৯-এ ফাইল হয়েছে) এ করেছিলো। ওর দাবি অনুযায়ী ও নাকি ভেরিফিকেশন ফর্ম পাঠিয়েছিলো ব্যাঙ্গালোরে (সই আমি করে দিয়েছিলাম)। কিন্তু আগস্ট অবধি কোনো অ্যাকনলেজমেন্ট না আসায় আমি এখান থেকে অপ্পনকে পাঠিয়েছিলাম, ও লোকালি পোস্ট করেছিলো - তার ঠিক তিনদিনের মাথায় অ্যাকনলেজমেন্ট এসে গেছিলো। আর এই ওই আগে লেখা গোলমালগুলোও করেছিলো। শুধু আমার নয়, আপিসের অনেকেই শেষ অবধি নিজেরা ভেরিফিকেশনটা পোস্ট করেছিলো।

    পরের বার আর একে ভরসা করিনি, নিজে করেছি।
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৭:৩৬444663
  • Income Tax Ward / Circle খুঁজে পেতে হলে:

    http://www.tin-nsdl.com/aocode.asp
  • xyz | 207.46.55.27 | ০৬ জুলাই ২০১১ ১৭:৫৪444664
  • field তা mandatory নয় না দিলেও ITR V generationএর সময় fill up করে দেয়
  • mu | 115.113.42.99 | ০৬ জুলাই ২০১১ ১৮:১৯444665
  • প্রথম বার যদি কেউ tax return করতে চায় ও online করতে চায় কি করতে হবে কেউ একটু বলবেন Please
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৮:২২444667
  • xyz ঠিক।

    mu, আপনি কি স্যালারিড এমপ্লয়ি? ফর্ম ১৬ পেয়ে গেছেন?
  • mu | 115.113.42.99 | ০৬ জুলাই ২০১১ ১৮:২৯444668
  • পেয়েছি ।।। মানে last কয়েক বছর ধরেই পাচ্ছি। "0" return করতে হবে বলে ল্যাদ এ করা হয়নি। এখন office যে করে তাকে বলতে সে খুব অবাক হয়ে গেল, তাই র কি যদি online করা যায়।
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৮:৩৮444669
  • ১। এইখানে গিয়ে রেজিস্টার করুন।

    https://incometaxindiaefiling.gov.in/portal/register.do?screen=registerPage1

    ২। নিচের লিং থেকে এক্সেল ফাইল নামান (জেনেরালি ITR-1)

    https://incometaxindiaefiling.gov.in/portal/individual_huf.do

    ৩। এক্সেল ফাইলের সব ডেটা মোটামুটি ফর্ম ১৬ থেকেই ভরতে হবে। ডেটা এϾট্র হয়ে গেলে ভ্যালিডেট করে xml ফাইল জেনারেট করুন। বাটন ইত্যাদি ওই ফাইলেই দেওয়া আছে।

    ৪। xml ফাইল সাইটে লগ-ইন করে আপলোড করুন।

    ৫। কিছুদিন পরে ITR V জেনারেট করে আপনাকে মেল করে দেবে। সেইটা প্রিন্ট আউট নিয়ে সাইন করে লুরুর ঠিকানায় পোস্ট করে দিন। অর্ডিনারি পোস্ট।

    ব্যস।
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৮:৩৯444670
  • ১ - ৪ স্টেপগুলো ৩১শে জুলাইয়ের মধ্যে করতে হবে।
  • mu | 115.113.42.99 | ০৬ জুলাই ২০১১ ১৮:৪৬444671
  • @Arpan ধন্যবাদ , এই মুহুর্তে হাতের কাছে form 16 টা নেই। কাল office এসে প্রথম কাজ।
  • Arpan | 202.91.136.71 | ০৬ জুলাই ২০১১ ১৮:৪৮444672
  • আগে রেজিস্টার করে দেখুন। অনেক সময় ওতেই ঝামেলা হয়। তাহলে ওদের কলসেন্টারে ফোন করতে হবে।
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৯:০৫444673
  • আমার আছে দেবনাথ দা। ৫০০ টাকা দিলেই কাজ শেষ। কোন চাপ নেই।
  • Manish | 59.90.135.107 | ০৬ জুলাই ২০১১ ১৯:১৩444674
  • @ mu

    যদিও অর্পন আপনাকে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে , তবুও কত গুলো বিষয় জানাতে ইচ্ছে করছে।

    ১) ধরেই নেওয়া যায় আপনার PAN CARD আছে। PAN No. ছাড়া Return submit করা যায় না।

    ২)যাদের salary Income taxable limit এর নিচে তাদের ক্ষেত্রে কো: থেকে issue করা হয় Form 16 A। তা দিয়ে nil return submit করা যায়। আবার নও করতে পারেন। না করলে কিছু কিছু ক্ষেত্রে
    আপনি benefit পাবেন না।bb এ ব্যাপারে আগে লিখেছিলো কোন benefit গুলো পাবেন না।
    ৩) আপনার f.y. 2010-11 salary যদি taxable হয় এবং co. থেকে পুরো i.tax কেটে থাকে আর নতুন করে আপনার আর কোনো tax liability না থাকে তবে আপনি 31 st Mar'12 মধ্যে return জমা দিতে পারেন।
  • aka | 168.26.215.13 | ০৬ জুলাই ২০১১ ১৯:১৪444675
  • সেই দেবনাথ দা এখনো কাজ করেন। উনি রিটায়ার করেন নি? অমায়িক লোক।
  • Bratin | 122.248.183.1 | ০৬ জুলাই ২০১১ ১৯:১৬444676
  • আরে রিটায়ার করবেন কি হে, ওনার ব্যবসা যাকে বলে মোনোটোনিক্যালি ইনক্রিসিং ফাংশান :-))
  • Arpan | 112.133.206.18 | ০৬ জুলাই ২০১১ ১৯:৪২444679
  • ৫০০!! বাপ রে, লোকজনের কত টাকা! :(

    ডি: মস্করা মাত্র
  • Arpan | 112.133.206.18 | ০৬ জুলাই ২০১১ ১৯:৫১444680
  • প্রশ্ন:

    ১। ফাইল কী করে ডিজিটালি সাইন করে? পয়সা দিয়ে সিগনেচার কিনতে হয়?

    ২। ফর্ম 12BA টা কী কাজে লাগে?
  • mu | 115.113.42.99 | ০৭ জুলাই ২০১১ ১৬:১৯444681
  • চেস্টা চলছে, ধন্যবাদ সবাই কে।
  • kumudini | 122.160.159.184 | ০৭ জুলাই ২০১১ ১৬:৪৫444682
  • একটা কথা-

    কেউ যদি তার income from other sources যেমন consultancy ই:, আপিসেই সাবমিটিয়ে দেয়,তবে আপিসই হিসেব টিসেব করে সব ট্যাকসো কেটে নেবে,রাইট?তালে রিটার্ন ভরা বেশ সোজা হয়ে যাবে।আমার এই থিওরী কি ঠিক?

    অ্যাকাউন্টসে জিগাতেই পারি,কিন্তু নতুন আপিস,তাই লজ্জা লজ্জা কচ্ছে,ভাববে এটাও জানিনা।
  • Arpan | 202.91.136.71 | ০৭ জুলাই ২০১১ ১৭:১৪444683
  • ফর্ম ১৬-এ দেখো সেগুলো অফিস এন্টার করেছে কিনা ট্যাক্সেবল ইনকাম বাকেটে।

    না হলে তোমাকে ট্যাক্সো দিতে হবে পকেট থেকে।
  • siki | 122.177.11.185 | ১৬ মার্চ ২০১২ ১২:৫৮444684
  • তুলে দিলাম।
  • siki | 122.177.11.185 | ১৬ মার্চ ২০১২ ১৩:০৬444685
  • যেটা হল মূলত,

    ছেলেদের, মেয়েদের আর বয়স্ক নাগরিকদের জন্য আয়কর ছাড়ের উর্ধ্বসীমা এতদিন আলাদা আলাদা ছিল। এইবার সবার এক হয়ে গেল। দু লাখ পর্যন্ত আয়করে ছাড়।

    দুই থেকে পাঁচ দশ পার্সেন্ট, এটা বোধ হয় আগের মতই রয়েছে।

    পাঁচ থেকে দশ লাখ কুড়ি পার্সেন্ট। এটা বোধ হয় আগে পাঁচ থেকে আট লাখ ছিল।

    বাকি পড়ে লিখছি।
  • siki | 122.177.11.185 | ১৬ মার্চ ২০১২ ১৩:১০444686
  • 80C খাতে যে ইনভেস্টমেন্ট ইত্যাদি জমা হত, এলাইসি, পিএফ, হাউসিং লোনের প্রিন্সিপল, এগুলো মনে হচ্ছে অপরিবর্তিতই রয়ে গেছে। এক লাখ। এইটা খুব বাজে হয়েছে, যদি অপরিবর্তিতই থেকে থাকে।

    হাউসিং লোনের ইন্টারেস্টেও ছাড় আরও বাড়ানো যেত, সেটা বাড়ায় নি।
  • Toba Tek Singh | 131.241.218.132 | ০২ জুলাই ২০১২ ১৭:১৯444687
  • কেউ আমাকে একটু বোঝাবে যে পে-স্লিপ থেকে কী করে ট্যাক্সেবল স্যালারি বের করতে হয়?

    আমার আগের দোকান তো এখনো টিডিএস জমা করেনি, ফর্ম ১৬-ও পাবো বলে মনে হচ্ছে না (শুধু আমার নয়, প্রায় ৩৫০ এক্স-এমপ্লয়ীর এই অবস্থা)। বিজনেস স্ট্যান্ডার্ডে একটা আর্টিকল বেরিয়েছিলো এরকম একটা কেস নিয়ে - http://www.business-standard.com/india/storypage.php?autono=442142 - সেখানে বলছে পে-স্লিপ দিয়ে রিটার্ন ফাইল করতে।

    দুই নং কোশ্চেন হল হোম লোনের ইন্টারেস্টটা কি housing tax না কি বলে পাতাটা আছে, সেখানে দিয়ে দিলেই হবে?
  • প্পন | 214.138.240.254 | ০২ জুলাই ২০১২ ১৮:৫৪444688
  • আমাদের দোকানে তো একটা পেরোলের সফটওয়্যার আছে, সেইখানে দেখিয়ে দেয়।

    তুমি বরম একটা ট্যাক্স কনসাল্ট্যান্টকে ধর।
  • bb | 127.195.168.173 | ০২ জুলাই ২০১২ ১৯:৩২444690
  • @TTK ফর্মুলা এই। এইবার আপনার ইনভেস্টমেন্ট (PFনিয়ে) আর ট্যাক্স ব্র্যাকেট জানলেই পারবেন আঁক কষতে।
    1. Gross salary
    a) Salary as per provisions contained in sec.17(1)
    b) Value of perquisites under section 17(2) ( as per Form No.12BA, wherever applicable )
    c) Profits in lieu of salary under section 17(3) ( as per Form No.12BA wherever applicable )
    d) Total

    2. Less: Allowance to the extent exempt under section 10

    3. Balance(1-2)

    4. Deductions:
    (a) Entertainment allowance
    (b) Tax on Employment

    5. Aggregate of 4(a) and (b)

    6. Income chargeable under the head 'salaries'(3-5)

    7. Add: Any other Income reported by the employee

    8. Gross total income (6+7)

    9. Deductions under chapter VI-AGross Amount Deductible Amount

    A) sections 80C, 80CCC and 80CCD
    a) section 80C
    i) Employee Provident Fund
    (b) section 80CCC
    (c) section 80CCD

    B) other sections (for e.g. 80E, 80G etc.) under chapter VIA

    Note : 1. Aggregate amount deductible under section 80C shall not exceed one lakh rupees
    2. Aggregate amount deductible under the three sections i.e 80C, 80CCC and 80CCD shall not exceed one lakh rupees

    10. Aggregate of deductible amount under Chapter VIA

    11. Total Income(8-10)

    12. Tax on total income

    14. Tax payable (12+13)

    13. Education Cess @ 3% (on tax computed at S.No 12)

    16. Tax Payable (14-15)

    15. Less: Relief under sec 89(attach details)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন