এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arnab | 12.47.205.126 | ২২ জুলাই ২০১০ ০৩:১১444624
  • আমার একটা প্রশ্ন রয়েছে। আমি ২০০৭-২০০৮ এর (Assesment Yr 2008-2009) রিটার্ন ফাইল করিনি। ২০০৭ এ ইউ এস এ তে চলে আসি। ২০১১ তে দেশে ফিরে কি রিটার্ন ফাইল করতে পারবো? লাস্ট ৩ বছর ইউ এস এ তে রিটার্ন ফাইল করেছি। ২০০৭/২০০৮/২০০৯ এর W2 রয়েছে। কতো টাকা জরিমানা দিতে হবে?
  • nyara | 203.110.238.16 | ২২ জুলাই ২০১০ ০৯:০৯444625
  • শমীক, অর্পণ, শুভজিত - থ্যানকু।

    আমার এবারের ট্যাক্স বেশ স্ট্রেট ফরোয়ার্ড। অর্পণের অ্যালগো ফলো করেই হওয়া উচিত। দা ওনলি ঘাপলা হল, আমি ১৮২ দিনের বেশি দেশে থেকেছি, ফর দা ট্যাক্স ইয়ার। তার জন্যে কোন কমপ্লিকেশন আসবে কিনা সে কি এক্ষেল দিয়ে বোঝা যাবে?
  • Arpan | 122.252.231.10 | ২২ জুলাই ২০১০ ০৯:২৬444626
  • আসা তো উচিত নয়। এক্ষেলের জেনেরাল ট্যাবে "রেসিডেনশিয়াল স্টেটাস' ফিল্ডটা ঠিক করে পপুলেট কোরো। তালেই হবে।
  • nyara | 203.110.238.16 | ২২ জুলাই ২০১০ ০৯:৩৯444627
  • সরি, '১৮২ দিনের কম থেকেছি'।

    এনিওয়ে, করে দেখি। এতই যখন বললে ঐ এক্ষেল-টেক্ষেলের লিংকগুলোও দিয়ে দাও।
  • Arpan | 216.52.215.232 | ২২ জুলাই ২০১০ ১০:২২444629
  • * কার্ড
  • Arpan | 216.52.215.232 | ২২ জুলাই ২০১০ ১০:২২444628
  • https://incometaxindiaefiling.gov.in/portal/individual_huf.do

    তার আগে বল তুমি এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছ কিনা? ধরে নিচ্ছি তোমার প্যান পার্ড হয়ে গেছে।
  • rabaahuta | 203.99.212.54 | ২২ জুলাই ২০১০ ১১:৫৪444630
  • ট্যাক্সস্প্যানারে গিয়ে ই-ফাইল বাই ইমেল থেকে একটা ফর্মে পৌঁছলাম।
    তো সেখানে একটা ফিল্ড আছে Deductions not declared in Form 16

    এদিকে, আমার ১৬নং এ, আমার হোমলোনের ইন্টারেস্ট টা ঢোকানো নেই।
    তো, ঐ ফিল্ড এ একটা জায়গা আছে, Additional Investments/Savings not declared in Form 16 (80C)

    তো, হোমলোনের ইন্টারেস্ট কি ঐ, ইনভেস্টমেন্ট বা সেভিং এর মধ্যে ঢোকানো যায়?
  • rabaahuta | 203.99.212.54 | ২২ জুলাই ২০১০ ১২:৪৬444631
  • না: যায় না। দেখে নিয়েছি।
  • Arpan | 204.138.240.254 | ২২ জুলাই ২০১০ ১৩:০৭444634
  • ধুত্তেরি,

    সেখানে।
  • Arpan | 204.138.240.254 | ২২ জুলাই ২০১০ ১৩:০৭444632
  • যায় না। ওটা তো প্রপার্টি থেকে আয় এই সংক্রান্ত মডিউলে আসবে। ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখানে নেগেটিভ হিসাবে ক্যালকুলেট হবে।
  • d | 14.96.207.204 | ৩১ মার্চ ২০১১ ১৫:০৯444635
  • রিটার্ণ জমা দিতে ভুলে গেলে কী হয়? কেউ ধর বরাবরই নিয়মিত জমা দিয়েছে। কিন্তু এইবছ রিটার্ণ দিতে ভুলে গেছে। এদিকে আজকেই লাস্ট ডেট তো। সেক্ষেত্রে কী করণীয়?

  • Arijit | 115.249.42.177 | ৩১ মার্চ ২০১১ ১৫:১১444636
  • আজ কোথায় লাস্ট ডেট? স্যালারীড লোকজনের ফর্ম ১৬ ছাড়া রিটার্ন হবে কি করে? আজ লাস্ট ডেট হল অ্যাডভান্স রিটার্নের - যারা ব্যবসা ট্যাবসা করে তাদের জন্যে সম্ভবত:।
  • d | 14.96.207.204 | ৩১ মার্চ ২০১১ ১৫:২৪444637
  • হ্যাঁ ফর্ম-১৬ নিয়ে (মানে ট্যাক্স যদি তোমার কোং কেটে জমা দিয়ে থাকে) ২০০৯-১০ ফাইনানশিয়াল ইয়ারের জন্য রিটার্ণ জমা করার আজই শেষ দিন। এরপরে বোধহয় ফাইন লাগে।
  • Arijit | 115.249.42.177 | ৩১ মার্চ ২০১১ ১৫:২৭444638
  • ও, আগের বছরের। না, সেটা জানি না। তবে এখনও করতে পারো তো - কতক্ষণ আর লাগে? ই-ফাইল করে দিলেই তো হবে। ভেরিফিকেশনটা কাল পোস্ট করে দিও।
  • d | 14.96.207.204 | ৩১ মার্চ ২০১১ ১৫:৫৭444639
  • আহা সে নাহয় দেওয়া গেল। কিন্তু কথা হল, না দিলে কী হয়? কাল থেকে আর অনলাইন দেওয়া যাবে না?
  • Arijit | 115.249.42.177 | ৩১ মার্চ ২০১১ ১৬:০৬444640
  • নো আইডিয়া। গেট আইডিয়া।
  • shrabani | 124.30.233.86 | ৩১ মার্চ ২০১১ ১৬:৩৮444641
  • যদি দেওয়া নেওয়ার ঘরে জিরো হয় তাহলে কোনো ইস্যু নেই পরেও ফাইল করতে পারো, যখন হোক করতে পারো! তবে যদি পাওয়ার থাকে তাহলে ভুলে যাও,কিস্যু পাবেনা। আর যদি দেওয়ার থাকে তো হেভি ফাইন, পার মান্থ বেসিসে বোধহয়, একটু কনফার্ম করো রেটটা!
  • siki | 122.162.75.130 | ৩১ মার্চ ২০১১ ২১:৫৩444642
  • দময়ন্তী, ২০০৯-১০ এর আজ শেষ দিন? বোধ হয় না। সেটা ছিল মোস্ট প্রবাবলি ৩১ জুলাই বা ৩১ আগস্ট। তারপরে এমনিতেই ফাইন লাগে।

    ৩১ মার্চের যেটা দেখাচ্ছে, সেটা বোধ হয় সেল্ফ এমপ্লয়েডদের জন্য বা কোম্পানিদের জন্য। যারা আমার কাছ থেকে ট্যাক্স কেটেছে কিন্তু সরকারকে জমা করে নি।

    আমি তো জুন মাসে ফর্ম ১৬ না পাওয়া পর্যন্ত রিটার্ন দাখিল করতেই পারব না।
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৩:০৫444643
  • কি বলেন এ নিয়ে দু পয়সা দিয়েই দিই।
  • d | 14.99.23.202 | ০১ এপ্রিল ২০১১ ১৩:২১444645
  • হ্যাঁ প্লীজ। আমি মনে মনে আপনার কথাই ভাবছিলাম। সেই যে বলেছিলেন হোম লোন নিয়ে ফান্ডা দেবেন।সেই থেকেই ভাবছিলাম।

    যে কোন একবছরের রিটার্ণ জমা না দিলে কী হয়? তার পরের বছর দিতে গেলে কী অনলাইনে আটকাবে?
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩১444646
  • 31st March,2011 হলো return জমা দেওয়ার last date for Individual for the financial year 2009-10 (assessment year 2010-11)

    Business class এর জন্য 31st March,2011 হলো Advance Tax জমা দেওয়ার last Date for Financial Year 2010-11 (A.Y. 2011-12)

    Individual যদি F.Y. 2009-10 এর I.Tax জমা না দেয়, তবে Penal Int. দিতে হবে @ 18% p.a.

    যদি Return for f.y.2009-10 জমা না দিয়ে থাকেন এবং আপনার tax liability শূন্য হয়, তবে no issue , আপনার কিচ্ছু হবে না। যদি notice পান , তখন form 16 দেখালেই হবে।এবং পরের বছরের return সচ্ছন্দে জমা দিতে পারেন।
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৩:৩৭444647
  • আপনি যদি self employeed হন সেক্ষত্রে আপনাকে self assessment করে tax জমা দিতে হবে।
  • d | 14.99.23.202 | ০১ এপ্রিল ২০১১ ১৩:৪৫444648
  • অফিস থেকে তো ট্যাক্স কেটেকুটে নিয়ে জমাও করেছে। আর কোন সোর্স অব ইনকাম না থাকলে ট্যাক্স লায়াবিলিতি আসে কোত্থেকে?

    কেস যেটা হয়েছে, আমার অফিসের একটি ছেলে কাল হঠাৎ জানতে পারে যাকে রিটার্ণ দিতে দিয়েছিল, সে কোনওকারণে ওরটা মিস করেছে। তখন ছেলেটি Taxsmile নামে একটা ওয়েবসাইটের থ্রু রিটার্ণ দেওয়ার চেষ্টা করে। তাতে ফর্ম-১৬ এর ডেটা জমা করার পরে ওকে বলে ওর নাকি ৯৪০০০/- টাকা ট্যাক্স দিতে হবে। সেটা জমা করলে তবেই রিটার্ণ সাবমিট করতে পারবে। ছেলেটি পেল্লায় ঘাবড়ে যায়। সারা বছর ধরে এত ট্যাক্স কেটেও এত ট্যাক্স ওকে কেন দিতে হবে? ও বেচারা সকলকে ধরে ধরে জিগিয়েও কোনও সদুত্তর পায় নি। আর কে না জানে অফিসের ফাইনান্স ডিপ হল গিয়ে ভগমানের মত। তাঁরা ফোন ধরেন না, মোবাইলের নাম্বার দেন না এবং মেল পড়েন কিনা বোঝা যায় না, তবে উত্তর দেন না।

    এইসব দেখে আমার মনে পড়ল আমিও রিটার্ণ ভর্তি করে রেখেছিলাম কিন্তু সেটা আর অনলাইনে জমা করি নি। কাল এমনিতেও সময় ছিল না। এই এপ্রিল মাসে একবার করে দেখবখনে।

    কিন্তু এই ছেলেটি কিছুতেই অত টাকা ট্যাক্স দেবে না বলছে। তাতেই আমার মনে হল আদৌ রিটার্ণ জমা না করলে কী হবে?

  • bb | 117.195.184.50 | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৬444649
  • এমনিতে রিটার্ন না দিলে কিছু হবে না যদি আপনার ট্যাক্স লায়েবিলিটি নিল হয়। কিন্তু যে যে প্রবলেম হতে পারে আপনার:

    ১) কোনো রকম লোন বা ফাইন্যান্সিয়াল ডিলে আপনার তিন বছরের রিটার্ন আবশ্যিক, তখন মুশকিল হতে পারে।
    ২) অনেক সময় ভিসার জন্য তিন বছরের রিটার্ন চায়, সেক্ষেত্রেও মুশকিল হতে পারে।

    বাকি সব মনীশ বলে দিয়েছেন।
  • Arijit | 115.249.42.177 | ০১ এপ্রিল ২০১১ ১৪:৫৮444650
  • রিটার্ন চায় না ফর্ম ১৬ চায়? মানে ওই (১) নং কোশ্চেনের ব্যাপারে বল্লাম।
  • bb | 117.195.184.50 | ০১ এপ্রিল ২০১১ ১৫:০৭444651
  • @ অরিজিৎ নিয়ম রিটার্ন, অনেক সময় প্রাইভেট ব্যাংক ফর্ম ১৬ নিয়ে চালিয়ে নেয়।
  • Arijit | 115.249.42.177 | ০১ এপ্রিল ২০১১ ১৫:১২444652
  • তো যারা ই-ফাইল করে তাদের ক্ষেত্রে যে কাগজটা সই করে পাঠাতে হয় সেইটা হলেই চলবে, তাই তো?
  • Manish | 59.90.135.107 | ০১ এপ্রিল ২০১১ ১৫:৪০444653
  • @ d

    Form 16 অফিস থেকে দেওয়া হয় শুধুমাত্র salary Income এর জন্য।
    এর বাইরেও আপনার অন্য আয় থাকতে পারে যেমন Interest Earning,.House Rent,Capital gain/loss (share বিক্রি থেকে) ইত্যাদি।
    এবার আপনি যে return Submit করবেন তাতে আপনাকে এই সমস্ত Income/loss দেখাতে হবে।
    আর e-return submit করতে form16 এর কোনো দরকার নেই।

    ৯৪০০০ টাকার যে গল্প ফেদেছে Taxsmile তা সরাসর বকবাশ। মনে রাখবেন কোম্পানি যখন Tax জমা দেয় তা Individual PAN ঊল্লেখ করে জমা দিতে হয় under section 24 Q। সুতরাং আপনি যখন e-return জমা দেবেন তখন আপনার PAN automatically খুজে নেবে আপনার নামে tax জমা পরেছে কিনা।আর system যখন দেখবে উক্ত tax জমা পড়েছে তখন e return accepted হবে।
  • d | 14.96.206.61 | ০১ এপ্রিল ২০১১ ১৫:৫৫444654
  • গুড। তাহলে আমার সমস্যা নেই। আজকাল তো ফর্ম-১৬ তে কত কত তারিখে কত ট্যাক্স জমা দিয়েছে কোম্পানি সেই লিস্টিও দিয়ে দেয়।

    এইজন্যই আমার মনে হয় এই Taxsmile জাতীয় সাইট দিয়ে যেতে নেই।
  • siki | 122.162.75.149 | ০১ এপ্রিল ২০১১ ১৫:৫৮444656
  • আমি তো সোজা আপিসে গিয়ে জমা করে দিই। নিজেই একটা শনিবার ময়ূর ভবনে চলে যাই। পাঁচ মিনিটের কাজ। নেবে, ধপাধপ স্ট্যাম্প মারবে, ফেরত দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন