এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় আয়করের নিয়মসমুহ ফর ডামিজ

    bb
    অন্যান্য | ০৪ মার্চ ২০১০ | ১৪৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১০:৪৫444889
  • রেশমী, এখন দু রকমের ফর্ম হয়, এইমাত্র চেক করে দেখলাম। ITR-1 আর ITR-4S। দ্বিতীয়টা যাদের বিজনেস থেকে ইনকাম তাদের জন্য। প্রথমটা স্যালারিড ক্লাসের জন্য। হোমলোনের ক্যালকুলেশন ওখানেই করার জায়গা আছে।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১০:৪৫444890
  • সেকেন্ড প্রপার্টি নিয়ে সিকি সম্ভবতঃ ঠিক বলেনি। সেল্ফ অক্যুপায়েড না হলেও কি সব লেট আউট না কি দেখিয়ে বেনিফিট ক্লেইম করা যায়, সেও বোধহয় ঐ ITR-2 তে। ITR-2 নেই কে বলল, দিব্য আছে।

    অর্পণ, আগাম থ্যন্কু।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১০:৪৭444892
  • তাই? আমাকে তো কিছুদিন আগে আমাদের অফিসের ফিনান্সের একজনই বলল, ITR-2 ভরতে হবে, ফর্মও দেখাল তো। দেখি চেক করে।
  • Arpan | 125.118.27.137 | ১১ জুলাই ২০১৪ ১০:৫৩444893
  • সরি। রেশমিই ঠিক বলেছে। ITR-2 তো দিব্যি আছে।
  • de | 69.185.236.52 | ১১ জুলাই ২০১৪ ১০:৫৬444895
  • সেজন্য প্রথম প্রপার্টি লোন সম্পূর্ণ হওয়াটা জরুরী? মনে হয় না!
  • সিকি | 131.241.127.1 | ১১ জুলাই ২০১৪ ১০:৫৬444894
  • http://businesstoday.intoday.in/story/can-i-claim-tax-benefit-on-the-second-house/1/8660.html থেকেঃ

    I am availing of tax benefit on my home loan and have recently bought a second house. The EMI for the second loan is more than that for the first one. Can I claim tax benefit on the second house? What is the tax implication of owning two houses?
    —Rajan Ganesh, Chennai

    Yes, you can avail of tax benefit on the second house by claiming it as self-occupied. If you own two houses, you can claim only one as self-occupied, while the other will be considered as let-out property. The notional rent on the second house will be added to your income and will be taxed as per the applicable tax slab. However, you will be allowed to deduct the interest on the home loan from the notional rent. If you want to save tax, invest in your spouse's name if she owns no other residential property. You will also have to pay wealth tax on the second house as only one residential property is exempt from it. To avoid this, you could invest in commercial property.
  • Arpan | 125.118.27.137 | ১১ জুলাই ২০১৪ ১০:৫৭444896
  • কিন্তু যদ্দূর বুঝেছিলাম সেকন্ড প্রপার্টির জন্য ক্লেম করতে গেলে ITR 2 লাগে। পুরনো বছরের জন্য রিফান্ড কি ITR 1-এই হবে না?

    দেখি, এই উইকেন্ডে কিঞ্চিৎ আরেন্ডি করে দেখতে হবে।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১০:৫৮444897
  • রেশমীর কলিগ সম্ভবত এইটা বলেছে। এটা তখন হয় যখন তোমার দুটো হোমলোনের ইএমাই চলছে। তখন দুটোর থেকেই ক্লেম করা যায়, কেবল দ্বিতীয়টাকে বাই ডিফল্ট লেট-আউট ধরে নেওয়া হয়, এবং তাতে স্ট্যান্ডার্ড একটা রেন্ট তুমি পাচ্ছো ধরে নিয়ে সেই বেসিসে তোমার থেকে আবার ট্যাক্স কেটে নেওয়া হয়। এর পরে ওয়েলথ ট্যাক্সও দিতে হয়।

    অপ্পন, আইটিআর টু কোথায় দেখলে? আমি কেন দেখতে পাচ্ছি না?
  • | ১১ জুলাই ২০১৪ ১১:০০444898
  • সেকেন্ড প্রপার্টি ITR-2 তেই। আর প্রথম পুরো পে-ব্যাক না করলেও বোধহয় কিছু ছাড় পাওয়া যায় যদি অন্য শহ্জরে থাকো বা প্রথম প্রপার্টি অন্য কোনও কারণে ব্যবহার না করা যায়।
    তবে বিস্তারিত জানি না।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১১:০০444901
  • https://incometaxindiaefiling.gov.in/

    এইখানে ডানদিকে ডাউনলোড সেকশনে? কিন্তু প্যান নম্বর দিয়ে একবার লগিন করে দ্যাখো, সেখানে আইটিআর টু আর নেই। তোমাকে তো অনলাইনই সাবমিট করতে হবে।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১১:০১444902
  • দ এইটা ঠিক বলেছে। দ্বিতীয় প্রপার্টি অন্য শহরে দেখালে, তখন আর লেট আউটের ক্লজটা লাগে না। একই শহরে হলে, তখন লাগে।
  • সিকি | 135.19.34.86 | ১১ জুলাই ২০১৪ ১১:০৩444903
  • দে, আমি যদ্দূর জানি, একটা মানুষের নামে দুটো হোমলোন চলতে পারে না। লোন স্যাংশন করার আগে ব্যাঙ্কের তরফ থেকে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, সেখানে এইটা দ্যাখে যে কী কী এক্সিস্টিং লোন চলছে।

    আমি ভুলও জানতে পারি, তবে মনে হয় এই রকম কিছু শুনেছিলাম। দ্বিতীয় লোনটা তাই স্পাউস বা ঐ রকম কারুর নামে নিতে হয়, যার অ্যাকাউন্ট থেকে প্রথম লোনের ইএমাই কাটে না।
  • | ১১ জুলাই ২০১৪ ১১:১০444905
  • দেয় মনে হয়, কারণ আমাকে সমানে বিরক্ত করত সেকেন্ড হোমলোন নেবার জন্য। শেষে একদিন বললাম ঠিকাছে নেব ৫% সুদে স্যাংশান করিয়ে দাও। প্রথমদিন ধানাই পানাই করল, দ্বিতীয় দিন ধ্যাঃ সে আবার হয় নাকি? আমি বললাম তো ফোন করেছ কেন? সেদিন বললাম যে! তারপর আর জ্বালায় নি।

    কিন্তু দেবার অপশান না থাকলে আর ম্যাডাম আপনার সেকেন্ড হোমলোনের জন্য ভাল অফার আছে বলে ফোনাত না।
  • de | 69.185.236.52 | ১১ জুলাই ২০১৪ ১১:১১444906
  • আমাদের লোন দুজনের নামেই, কাটে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে। সেকেন্ড প্রপার্টি কিনিনি এখনো - তবে কলকাতায় কথাবার্তা চলছে। সেইজন্য লোনের ক্ষেত্রে সুবিধে কি পাওয়া যাবে তার খোঁজ নিচ্ছিলাম। অন্য শহরে হলে কি লেট আউট বলেই দেখাতে হবে?
  • | ১১ জুলাই ২০১৪ ১১:১৩444907
  • নাঃ অন্য শহরে হলে লেট আউট দেখাতে হয় না তো।
    আমার তো হোমলোন কলকাতায় বলে পু?ণেতে আমি হাউসরেন্টের ছাড় নিই।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১১:১৪444908
  • আমি তো প্যান দিয়ে লগ ইন করেই দেখলাম এইমাত্র।
    ITR 1, 2, 3, 4, 4S, 5, 7 এতগুলো আছে!
  • Arpan | 125.118.27.137 | ১১ জুলাই ২০১৪ ১১:১৫444909
  • সিকি, ব্যাঙ্ক জেনেরালি দিতে চায় না। কিন্তু দুটো হোমলোন দিব্যি হয়।
  • de | 190.149.51.67 | ১১ জুলাই ২০১৪ ১১:১৭444910
  • লেট আউট বা সেল্ফ-অকুপায়েড কোনটাই তো দেখাতে পারবো না কলকাতায়। তাহলে?
  • Arpan | 125.118.27.137 | ১১ জুলাই ২০১৪ ১১:১৮444913
  • হ্যাঁ, ডাউনলোড সেকশনেই দেখেছি। বিস্তারিত পরে চেক করে জানাব।
  • de | 190.149.51.67 | ১১ জুলাই ২০১৪ ১১:১৮444912
  • দুটো হোমলোন হয় - আমার অনেক কলীগেরা নিয়েছে - কি করে, সেটা অবশ্য জিজ্ঞেস করতে হবে!
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১১:২৮444914
  • আমার যা বুঝলাম, যে শহরে থাকছি সেখানে যদি নিজের প্রপর্টি থাকে (সেলফ অক্যুপায়েড) যার জন্য ট্যাক্স বেনিফিট ক্লেইম করছি আর অ্যাডিশনালি সেকন্ড প্রপার্টি যদি থাকে, সে যে যায়গাতেই হোক, যেহেতু সেলফ অক্যুপায়েড নয়, তাই লেট আউট দেখাতেই হবে।

    তবে হোমলোনের ইন্টারেস্ট সব সময়ই রেন্ট বাবদ ইনকামের থেকে বেশি হবে, তাই এ ক্ষেত্রেও বেনিফিটই হবে।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১১:৩২444915
  • অ্যাক্চুয়ালি রেন্টেড না হলেও, নোশনাল রেন্ট দেখানো যায় বোধহয়।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১১:৪২444916
  • হ্যাঁ, দেখলাম, ITR -1 আর 4S ছাড়া অনলাইনে ভরা যাবে না। বাকিগুলো অফলাইনে ভরে আপলোড করতে হবে।
  • সিকি | 131.241.127.1 | ১১ জুলাই ২০১৪ ১১:৪৪444917
  • নোশনাল রেন্ট দেখানো যায়। এর অনেক ভাগ হয়। যেমন দ-এর ক্ষেত্রে। পুণেতে বাড়িভাড়া নিয়ে থাকে, কিন্তু হোমলোন চলছে কলকাতায়। এ ক্ষেত্রে দ বাড়িভাড়া বাবদ এইচারএ-তে ট্যাক্স বেনিফিট ক্লেম করতে পারে, আর কলকাতার বাড়ির হোমলোনের জন্য ট্যাক্স বেনিফিটও ক্লেম করতে পারে। কলকাতা বলে লেট আউট ইত্যাদি বিবেচ্য হবে না, যদি এটা দ-এর একমাত্র প্রপার্টি হয়।

    একসঙ্গে দুটো লোন চললে তবেই লেট আউটের কনসেপ্ট আসে। আদারওয়াইজ, যেখানে খুশি কেনো, সেটা যাদি এক্সিস্টিং একমাত্র হোম লোন হয়, তা হলে পুরোপুরি হোমলোনের নির্ধারিত ছাড় পাবে। সেল্ফ অক্যুপায়েড কি লেট আউট, কেউ দেখবে না।
  • quark | 24.139.199.12 | ১১ জুলাই ২০১৪ ১১:৫৬444918
  • ধরা যাক প্রথম প্রপার্টির জন্যে কোন লোন নাই। দ্বিতীয় প্রপার্টির জন্যে লোন নেওয়া হ'ল। এইবার কী হবে?
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১১:৫৬444919
  • ইশ, এই ইন্টারেস্টে ছাড়টা বাড়িয়ে দু লাখ '১৩-১৪ তে হলে আমার লাভ হত, কারণ আগের বছরগুলোর ইন্টারেস্ট অ্যাড করে দেড় লাখ ছাড়িয়ে গেছে।

    এর পর থেকে তো কমবে, দু লাখের সুবিধা আমার আর পাওয়া হল না ঃ(
  • de | 69.185.236.54 | ১১ জুলাই ২০১৪ ১২:০৭444920
  • নতুন প্রপার্টি কিনলে পরেই আমি এই দু লাখের সুবিধা পাবো - নয়তো নয়! লেট আউট দেখাতে হবে, সেটা বুঝলাম।
  • Reshmi | 129.226.173.2 | ১১ জুলাই ২০১৪ ১২:১৮444921
  • quark, আপনার প্রশ্নের উত্তর তো সিকির 11:44 AM এর পোস্টের লাস্ট প্যারাতেই আছে।
    এক্সিস্টিং একমাত্র হোম লোন হলে পুরোপুরি হোমলোনের নির্ধারিত ছাড় পাওয়া যাবে।
  • cm | 127.247.112.12 | ১১ জুলাই ২০১৪ ১৭:১১444923
  • আপনারা কাল নেতাইবাবুর অঙ্কটা দেখলেন না! লোন ক্লোজ করে দিন, নইলে ডাহা লস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন