এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • বাড়ি থেকে পালিয়ে কিম্বা তাড়িয়ে...

    pi
    সিনেমা | ২৩ এপ্রিল ২০১০ | ৩৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৪449567
  • একবার আমাদের বাড়ির বিভীষণ পত্নী এরকম রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আগে হলে পেছনে পেছনে ছুটে অনুনয় বিনয় করে ফিরিয়ে আনতে যেতাম। কিন্তু ততদিনে ছেলে জন্মে গেছে, ছেলে ট্যাঁকে সেসব করতে বড্ড পরিশ্রম বলে কাটিয়ে দিলাম। আমি আর ছেলে বিভিন্ন সুখ দু:খের গল্প করছি। তখন ছেলের বছর তিনেক বয়স। ঘন্টা দেড়েক হয়ে গেল, শীতকাল, ভাবছি বেরব কিনা। এমন সময় দরজায় খুট করে শব্দ, তাকিয়ে দেখি সাদা কাপড়ে সর্বাঙ্গ ঢাকা অশরীরি আত্মার মতন দেখতে কেউ একটা ঢুকল সাথে মুখে অপার্থিব শব্দ। ছেলে হতভম্বের মতন খানিক দেখে বলল ""মামি ভুতের মতন সেজেছিস কেন""? সেই থেকে বিভীষণ পত্নী আর রাগ হলে বাড়ি থেকে বেরয় না। শীতকালে তো কখনই নয়।
  • Samik | 219.64.11.35 | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৪449568
  • উরেবাবা! বিভীষন নামতা পহে থেকে খ্যাখ্যা করে হেসে যাচ্ছি, থামতে পারছি না।

    ভাগ্যিস গেঁড়ি গুরু পড়ে না।
  • Samik | 219.64.11.35 | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৫449569
  • *** নামটা পড়ে ***

    হাসতে গিয়ে টাইপো হয়ে গেছিল।
  • a x | 143.111.22.23 | ২৩ এপ্রিল ২০১০ ২১:১৫449570
  • আমি তো উল্টে ছুতো খুঁজি বেরিয়ে যাবার। বেরোলেই গাড়ি নিয়ে সোজা ল্যাব। ল্যাবে এসেই কম্পু।

    আহ্‌ কি শান্তি, ট্যাঁ, ফ্যাঁ কেউ নেই।
  • a x | 143.111.22.23 | ২৩ এপ্রিল ২০১০ ২১:১৬449571
  • আর ল্যাবে ঢোকার পথে ভালো ভালো খাবারও কিনে আনি। পুরো পিকনিক।

    ব্যাং, ঐ সার্কাসের গপ্পটাকে বলছিলাম তারাপদর গপ্পর মত :-)
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২১:২০449572
  • আমি বাড়ি থেকে পালিয়ে খালি পায়ে থানায় যাওয়ারটা পড়েছি। সার্কাসটা এখনো পড়ি নি।

    তবে, পিকনিকের কথাটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। বিভীষণ বাড়ি ছেড়ে গেলেই আমি একগাদা ভালোমন্দ খাবার আনিয়ে খাই, রান্নাও করতে হয় না।
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২১:২৪449573
  • বিভীষণ আগেও প্রচুর ছড়িয়েছে। বাড়ি ছেড়ে চলে তো যায়, কিন্তু কি করে আবার ঢুকবে সেটা থিকমত ভেবে উঠতে পারে না। একবার দুইদিন নিরুদ্দেশ থেকে, ময়লা জামাকাপড়ে কালিঝুলি মেখে, রোব্বার দুপুর দুটোয় ফিরলো হাতে এক কিলো কাঁচা ট্যাংরা মাছ নিয়ে। বললো "খুব সস্তায় পাওয়া যাচ্ছিলো, তাই নিয়ে এলাম"।
  • Lama | 203.99.212.53 | ২৩ এপ্রিল ২০১০ ২১:৩৭449575
  • আমি যখন গৃহত্যাগ করি তখন মোবাইলটা নিতে ভুলি না। দু ঘন্টার মধ্যে ফোন এসে যায়, তখন ফিরে যাই
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২১:৩৭449574
  • আমিও একবার টাইট দিয়েছিলাম। খুব ঝগড়া করে গাড়ি থেকে নেমে গিয়ে হাঁটতে শুরু করলাম ওয়ান ওয়ে রাস্তার উল্টো মুখে। ঘন্টাখানেক হাঁটার পরে মাথা ঠান্ডা হোলো, ফোন করে বললাম, "আমাকে এসে নিয়ে যাও"।
    "কোথায় আছো?"
    মাথায় দুর্বুদ্ধি গজালো, বললাম, "বুঝতে পারছি না, অটো-ওয়ালাকে বলেছিলাম বানেরঘাটা রোড যাব, কিন্তু এখন মনে হচ্ছে ও আমাকে ঘুরপথে মালেশ্বরম নিয়ে এসেছে"।
    "এক্ষুনি অটো থেকে নেমে যাও, আমি নিতে আসছি"।
    আমি একটা অটো নিয়ে বাড়ি চলে এলাম। তিনি মালেশ্বরম গিয়ে আমাকে খুঁজতে ফোন করলেন, বললাম, 'আরেকটা ভালো অটো পেয়ে সেটা নিয়ে বাড়ি এসে গেছি। তোমার ফোনের নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই জানাতে পারি নি।"
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২১:৩৮449577
  • দুই ঘন্টার মধ্যে ফোনে ঠিক কি আসে, সেটা তো বললি না?
  • Lama | 203.99.212.53 | ২৩ এপ্রিল ২০১০ ২১:৪১449578
  • পাল্টা গৃহত্যাগের হুমকি
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২১:৪৫449579
  • আমিও তাই ভাবছিলাম। :-)
  • a x | 143.111.22.23 | ২৩ এপ্রিল ২০১০ ২২:২৭449580
  • ব্যাং কি নির্মম!

    আরে আমি অতিথির তারাপদর কথা বলে যাচ্ছি সেই থেকে!
  • Du | 65.124.26.7 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৩৬449581
  • :) কি অবস্থা। তারাপদর পেটেন্ট গ্যাছে। আমি তো তারাপদ বলতে ওকেই বুঝতাম, আর ইনি তারাপদ রায়।
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৪১449582
  • নির্মমতার কি হোলো? বরং বলতে পারো বুনো ওল, বাঘা তেঁতুল, কুকুর-মুগুর ইত্যাদি, প্রভৃতি।
  • dd | 122.172.190.28 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৫০449583
  • আমার ..... আমার না.... খুব ইসসে করে... বাড়ী থেগে পালিয়ে হিমালয়ে কোনো এক প্রত্যন্ত গুহায়, প্রকৃতির কোলে এক চিরখোকা, আকাশ মিশেছে অলকনন্দায়, মেঘ মিলেছে সবুজে ঢাকা উপত্যকায়, হাজারো প্রজাপতি হু হু করে উড়ে যায় অসীমের,কোনো বিষন্ন,এক অভ্রান্ত,যেনো ...
    খুব,আমি,

    আর আমি মেঘে,কুয়াসায়, কবিতায় ....

    অ্যাবং সিংগল মল্টে .. বুঁদ হয়ে আছি। একটি পাতাও নড়ে না, না।

    থম থম কচ্ছে সুপারনোভা, স্ট্যাচু।

  • san | 115.117.219.87 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৫৩449584
  • সবই তো বুঝলাম, কিন্তু ভালো ভালো খাবার আনিয়ে খাবার জন্য আয়োজন করে ঝগড়ার কী প্রয়োজন ???? ঝগড়া করো রে, কোনো একজন বাড়ি থেকে বেরোও রে, পরিশ্রমের চূড়ান্ত।

    এতকিছু না করেও তো ভালো খাবার আনিয়ে পিকনিক করা যায় !
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৫৬449585
  • স্যান, ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেলে, মনটা ভালো রাখার জন্য ভালোমন্দ খাওয়াটা বেজায় জরুরি হয়ে পড়ে।
  • Paramita | 202.3.120.9 | ২৩ এপ্রিল ২০১০ ২২:৫৯449586
  • কিন্তু পাই? সে যে কিছু একটা বলতে চেয়েছিল?
  • Arpan | 122.252.231.12 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:০৫449589
  • যাক, নিশ্চিন্ত হলুম। আমি একা নই। আমরা একা নই।
  • san | 115.117.219.87 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:০৫449588
  • ভালোমন্দ খাওয়া সর্বদাই জীবনের প্রথম জরুরি কাজ। ঝগড়া অর নো ঝগড়া :-)))))
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১১449590
  • স্যান, সে কি শুধু ঝগড়া হলে তবে ভালোমন্দ আনিয়ে খাই ভাবছিস? বিভীষণের যখন জন্ডিস হয়েছিল, তখন তো তার ননভেজ মানা, তেল-মশলা মানা, প্রেসার কুকারে তার ভাত-সব্জি সেদ্ধ বসিয়ে দিয়ে, নিজের জন্য রান্নার ঝামেলা না গিয়ে বিরিয়ানি আনিয়ে খেতাম রোজ। তখন তো অসুখ হয়েছে বলে একদিনও ঝগড়া করি নি।
  • san | 115.117.219.87 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১৪449591
  • একজনের জন্ডিসে আরেকজনের বিরিয়ানি ! ব্যাংদির মনে দয়া মায়া বলে কিছু নাই !!!!!

  • san | 115.117.219.87 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১৬449592
  • আমরা কেউ কখনও রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই না। যে যার ঘরে বসে ল্যাদ খাই। অত পরিশ্রম কে করবে ! ফাগল !
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১৭449594
  • এক্ষুনি না তুইই বললি "ভালোমন্দ খাওয়া সর্বদাই জীবনের প্রথম জরুরি কাজ"! এখন আবার খাওয়ার মধ্যে দয়ামায়া টানা ক্যানো!!
  • Du | 65.124.26.7 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১৭449593
  • :)) কি নিষ্ঠুর মাইয়ামানুষ !
  • san | 115.117.219.87 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৫449595
  • আমি বাকস্তব্ধ !
  • byaang | 122.172.54.39 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৭449596
  • যাই, এট্টু বাসি পায়েস খেয়ে আসি।
  • Du | 65.124.26.7 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৮449597
  • ছোটবেলায় পুরোপুরি পালানোর সাহস ছিলো না। সেই বাচ্চাদের চোখ ফুটো করে দেওয়ার গল্প তখন পড়া হয়ে গেছে। তাও রাগ করে বেরোলেই দিম্মা ছুটতো পেছনে।
    শুধু একবারই রাস্তায় রাগ হয়েছিল, মা হকারের সাথে কিছু কেনাকাটা করতে করতে জোরে হেঁটে পম্পিদের বাড়িতে চুপচাপ বসে ছিলাম। ওরাও বোঝেনি। শেষে অনেক পরে মা বেচারী এসেছিল ওদের বাড়িতেও।
  • d | 115.117.222.138 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৪449599
  • হ্যাঁ: স্যান ভারী ইয়ে। কোনও একটা ইসে নেই। এদিকে অত খাইখাই করে, ওদিকে আমি কটা স্থলপদ্ম আর রক্তজবা ময়দার গোলায় ডুবিয়ে পকোড়া বানিয়ে খেয়েছিলাম বলে কত্ত ইয়ে করেছিল।
    হুঁ:

    না না ওর কথা একদম ধোরো না।

    আমাকেও ছোটবেলায় পুলিশের ভয় দেখানো হত। আমার ছোড়দাদু বলতেন পুলিশে ধরে লালবাড়ীতে নিয়ে বন্দী করে রেখে লালচিড়া খাওয়াবে। এমনকি ট্র্যাফিক পুলিশ দেখিয়েও ধরিয়ে দেবে বলত। আর আমি ভায়ও পেতাম। তো ঐ ক্লাস ফোরে পড়ার সময় একবার এইসব বলতে গিয়ে উল্টো কেস খেয়ে গেছিলেন। সে এক কান্ড! তারপর থেকে আমাকে আর কোনওদিন ভয় দেখাতে যান নি।
    সত্যি বলতে কি ..... ভদ্রলোক আমাকে একটু এড়িয়েই চলতেন। :p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন