এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এটম বোমা বিষ্ফোরণ-কমিউনিস্ট পার্টীর রিএকশন

    tatin
    অন্যান্য | ১১ এপ্রিল ২০১০ | ৬০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ১৩ এপ্রিল ২০১০ ১৬:২৭450079
  • এখন ইয়ান কারশ'র লেখা ইয়া গোব্দা হিটলারের জীবনী পড়ছি। আজকের কমন সেন্স দিয়ে ১৯১৮ থেকে ১৯৪৫ সালের জার্মানির ইতিহাস ব্যাখ্যা করা দু:সাধ্য। স্রেফ বিপন্ন বিস্ময় ছাড়া আর কিছ্‌হুই থাকে না। দুর্ভাগ্যজনকভাবে সহজ ডিডাকশন, কমন সেন্স ইত্যাদিও স্থানকালপরিস্থিতিনির্ভর। কবি বহুদিন আগেই বলেছেন- "Men make their own history, but they do not make it as they please; they do not make it under self-selected circumstances, but under circumstances existing already, given and transmitted from the past. The tradition of all dead generations weighs like a nightmare on the brains of the living."। অতএব ১৯৪৫-কে বুঝতে হলে ১৯৪৫-এ যেতে হবে।

    সে কি আর টইপত্তরে খাবলা মেরে হয়? ;-)
  • Arijit | 61.95.144.122 | ১৩ এপ্রিল ২০১০ ১৬:৩৪450080
  • রাইটো।
  • stoic | 160.103.2.224 | ১৩ এপ্রিল ২০১০ ১৬:৩৫450081
  • ক।
  • Arijit | 61.95.144.122 | ১৩ এপ্রিল ২০১০ ১৬:৪০450082
  • একটা কোশ্চেন - শঙ্খচিল কোন সালে লেখা? হঠাৎ মনে হল...
  • saikat | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০১০ ১৯:৩৯450083
  • এই টইটা পড়তে গিয়ে মনে হল, বাংলা ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছিল, ঐ ১৯৫০-৫১ সাল নাগাদই যেখানে একটি চরিত্র অনেকটা এ রকম বলেছিল - "বিপ্লব করে আর কী করবে, সেও তো শেষ পর্যন্ত দাঁড়াবে গিয়ে স্তালিন-বুখারিন-ট্রটস্কির-র মধ্যে খুনোখুনিতে আর সোভিয়েট বোমা মেরে আমেরিকা-কে উড়িয়ে দেবে নাকি আমেরিকা সোভিয়েট-কে।"

    দু-চারজন ছাড়া এরকম কথা তো কমই বলা হত তখন, লেখা হত আরও কম। হয়ত abstract humanitariasm বলে খোরাক হওয়ার চিন্তায় অথবা মাথায় 'ইতিহাস' ভার করে থাকার জন্য।
  • saikat | 202.54.74.119 | ১৩ এপ্রিল ২০১০ ১৯:৪০450084
  • * ইতিহাস ভার 'হয়ে' থাকার জন্য।
  • Du | 65.124.26.7 | ১৩ এপ্রিল ২০১০ ২০:৪৪450085
  • ডেড ম্যান ওয়াকিং - জঘন্য, নৃশংস অপরাধ - একেবারে মৃত্যুদন্ডের 'উপযুক্ত' - কিন্তু তার পরেও ঐ দন্ড নিজেদেরকেই রক্তাক্ত করে দিয়ে যায়। খুনই মনে হয় ওটাকেও।

    শেষে তাও বলি, সবসময় উত্তর থাকে না। মহিলা শুধু চিৎকার করেছিলেন বলে তাকে চার তলা থেকে ফেলে দিলো ডাকাতেরা। অথচ ওনার মুখ চেপে ধরেও তো আটকানো যেত। অন্য মানুষের প্রাণ এত সস্তা এত হাল্কা ভাবার থেকে রোখার জন্য নিজের প্রাণের ভয়টা সুতোর অপর প্রান্তে বেঁধে দেবার চেয়ে বেশি আর কি করা যায়?
  • pi | 128.231.22.89 | ১৫ এপ্রিল ২০১০ ০১:৫৩450086
  • পিনাকীদা, ঐ উত্তরে আরো প্রশ্ন জাগলো। কিন্তু দুদিন পরে করবো।
  • lcm | 128.48.7.179 | ১৫ এপ্রিল ২০১০ ০৪:৫৯450087
  • ডেড ম্যান ওয়াকিং - নসরৎ ফতে আলি খান-এর গলা, আহা।
    যা! এটা তো সিনেমার থ্রেড নয়, কি করে গান শুনতে হয় সেই থ্রেডও নয়। যাক্‌গে....
  • kallol | 115.184.8.72 | ১৫ এপ্রিল ২০১০ ১০:০৩450089
  • শঙ্খচিল ১৯৭৫এ লেখা। সেটা বোধহয় হিরোশিমার ৩০ বছর।
    প্রথম গানটা সর্বসমক্ষে গাওয়া হয়, চারণদল নামে একটি নাটক দলের নকসাল আন্দোলনের আত্মসমীক্ষা নিয়ে একটা নাটকের (আত্মজিজ্ঞাসা) আগে, মাস সিঙ্গার্সের (হেমাঙ্গদা পরিচালিত গানের দল) অনুষ্ঠানে, মুক্তাঙ্গন মঞ্চে। হেমাঙ্গদা নিজেই গেয়েছেলেন।
  • kallol | 115.184.8.72 | ১৫ এপ্রিল ২০১০ ১০:০৬450090
  • না। তথ্যে অল্প ভুল। গানটা তৈরী হয় ১৯৭৫এ। কিন্তু প্রথম জনসমক্ষে গাওয়া হয়, চারণদলের ""আত্মজিজ্ঞাসা"" নাটকটির আগে। কিন্তু সেটা ১৯৭৮ সাল।
  • kallol | 115.184.8.72 | ১৫ এপ্রিল ২০১০ ১০:০৯450091
  • ভয় দেখিয়ে অপরাধ থেকে নিবৃত্ত করা যদি এতই সহজ হতো, তাহলে ঐ ডাকাতেরা মহিলাকে ওভাবে ছুঁড়ে ফেলে দিতো না। তার মাত্র বছর তিনেক আগেই বহু ঢাক ঢোল পিটিয়ে ধনঞ্জয়ের ফাঁসী হয়েছে।
  • PT | 203.110.246.230 | ১৫ এপ্রিল ২০১০ ১০:১৩450092
  • যখন একটি গান্ধীবাদী দল পরমাণু বোমার সপক্ষে সওয়াল করে, পরমাণু বোমা বানিয়ে নিজেকে শক্তিধর করার প্রয়োজন অনুভব করে, তখন শুধু শুধু কমিউনিস্টদের ল্যাজ ধরে টানাটানি করা কেন? ইতিহাস নতুন করে লেখা যায় না কিন্তু এমন তো হতেই পারে যে আমেরিকা ব্যবহার না করলে সোভিয়েত সহ অন্যন্য দেশ পরমাণু বোমা বানানোর কথা ভাবত না?
  • Arijit | 61.95.144.122 | ১৬ এপ্রিল ২০১০ ১১:২৩450093
  • থ্যাঙ্কু কল্লোলদা।
  • pi | 128.231.22.133 | ১৯ নভেম্বর ২০১১ ০২:২৪450094
  • এটা আবার তোলা যায় :

    The Communist position on the Bomb was a continuaiton of this attitude. In 1945 , after the dropping of the Bomb on Hiroshima , they supported the use of this weapon of mass destruction
  • . | 116.218.246.117 | ০৪ জুন ২০১৩ ২০:২৯450095
  • ranjan roy | 24.99.101.207 | ০৫ জুন ২০১৩ ১৬:৩৩450096
  • প্রকাশ কারাত পিবিতে মৃত্যুদন্ডের বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়েছেন।
    পরিবর্তনই সত্যঃ)))।
  • কল্লোল | 111.63.129.222 | ০৫ জুন ২০১৩ ২১:৫৮450097
  • কম্যুনিষ্ট পার্টির দিক থেকে ঠিকই আছে। আমেরিকা তখন সোভিয়েৎএর মিত্রশক্তি। জাপান ফ্যাসীবাদী জোটে সোভিয়েৎএর শত্রু। তাই জাপানীদের মাথায় বোম পড়লে বিশ্বের প্রলেতারিয়েৎএর মঙ্গল। হাইজেনবার্গ যদি ওপেনহাইমারের আগে বোমটা বানিয়ে ওটা আমেরিকা কি বৃটেনের ঘাড়ে ফেলতো (সোভিয়েৎএর ঘাড়ে হলে তো কথাই নেই), তবে তাতে বিশ্বের প্রলেতারিয়েৎএর অমঙ্গল হতো। তখন সেটাকে তুমুল বিরোধীতা করে চাট্টি গান, চোদ্দটি নাটক ও গোটা দশেক সিনিমা হয়ে যেতো।
  • কল্লোল | 111.63.129.222 | ০৫ জুন ২০১৩ ২২:০০450098
  • ওটা পোকাস-বুদ্দ কিচাইন। লে, এবার বল ধনঞ্জয়ের সোমোয় বুদ্দর বৌএর রাস্তায় নামা ভুল ছিলো - ক্ষীই আত্তোসমালোচোনা!!!
  • PT | 213.110.243.21 | ০৬ জুন ২০১৩ ১৯:৪৫450100
  • আলটিমেট সামাজ-বিপ্লবঃ সিপিএমেকে গাল দেওয়া!!
  • কল্লোল | 125.242.165.54 | ০৬ জুন ২০১৩ ২০:৩১450101
  • হেঃ। গাল খাবার মতো কাজ করলে গাল খাবে।
  • PT | 213.110.246.230 | ০৬ জুন ২০১৩ ২২:৩৯450102
  • গাল যে খাবেই সেতো predecided। সেটা চারু বাবুর প্রশিক্ষণের হ্যাংওভার। ক্ষমতায় থাকলেও-না থাকলেও। বাকি সব তার মধ্যে ফিট করিয়ে নেওয়ার ব্যাপার। এ তো গত ৩-৪ বছর ধরেই দেখছি।
  • | 190.215.31.241 | ০৭ জুন ২০১৩ ০২:২৫450103
  • আহা!! কমু দের এই কীর্তি টা তো জানা ছিল না। ব্রেশ ব্রেশ।ঃ))
  • কল্লোল | 125.242.231.226 | ০৭ জুন ২০১৩ ০৫:৪৬450104
  • কিন্তু, গাল তো চারুবাবুও খেয়েছেন। আমরাই গাল দিয়েছি, তার বালখিল্যতার জন্য।
    তবে এই ব্যাপারে সিপিয়েম ও সিপিআইএমএল(লিবারেশন) একদম এক জায়গায়।
    সিপিআইএমএল(লিবারেশন) একদিন সুন্দর সকালে ঠিক করলো নির্বাচনে অংশ নিতে হবে। ভালো। কিন্তু তাহলে ৬৭ থেকে যে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ভুল ছিলো, সেটা স্বীকার করতে হয়। সে ব্যাপারে হিনিঃ।
    আজকে সিপিএম হঠাৎ ঠিক করে ফেললো, তারা মৃত্যুদন্ডের বিরোধী। তা ভালো। এতোদিন যে তারা সমর্থন করে এলেন, তা নিয়ে কোন ভুল স্বীকার? আশ্চর্য হিনিঃ।
    তাই বলছিলুম গাল খাবার মতো কাজ করলে গাল খেতে হবে - সে চারু, পোকাস, বুদ্দ যেই হোক।
  • PT | 213.110.246.230 | ০৭ জুন ২০১৩ ০৭:৪৩450105
  • মৃত্যুদন্ড সমর্থন করলে গাল খাবে নাকি না করলে খাবে? সমর্থন করলে গাল খাবে কারণ তারা সমর্থন করছে বলে আর না করলেও খাবে কেননা এতদিন সমর্থন করেছে বলে!! এর মধ্যে জটিলতা কিছু নেই তো-কারণ দলটার নাম তো সিপিএম!!
  • কল্লোল | 116.76.41.252 | ০৭ জুন ২০১৩ ১০:৪২450106
  • এট্টু বুঝতে গোল হলো যে। তা মাকুদের অমন হয়, আমরা কিচু মনে করি না। আহা অবোদ, কি নিয়ে গাল খেলো সেটাও বলে দিতে হয়। গাল দিলুম আগের সমর্থনের স্ট্যান্ডটা যে ভুল ছেলো, সেটা স্বীকার না করায়।
  • PT | 213.110.243.21 | ০৮ জুন ২০১৩ ০০:৩৯450107
  • রাজনীতিতে time-frame বলেও তো একটা ব্যাপার আছে। আগের সব কিছুই যে "ভুল" ছিল সেটা নাও হতে পারে। মানুষ, সমাজ ইত্যাদির দাবী অনুযায়ী কোন রাজনৈতিক দল তার দলীয় অবস্থান বদলাতেই পারে।

    চারু বাবুকে যারা গাল দিয়েছিল চারু বাবুর বালখিল্যতার জন্য তারা নিজেদের রাজনৈতিক বালখিল্যতার (মানে চারু বাবুর সংসর্গে আসার) জন্য নিজেদের গাল দিয়েছে তো? তাও তো সেই মানুষটা নিজের বিশ্বাসের জন্য জেলে মরেছেন (বা খুন হয়েছেন)। যারা নিজেদের রাজনৈতিক পন্ডিত মনে করে এবং বিশ্ব সংসারের সকল রাজনৈতিক দলের সমালোচনা করে তারা চারু বাবুর মৃত্যুর চল্লিশ বছর বাদে -"সিপিএম যাক, যে আসে ক্ষমতায় আসুক"-এই জাতীয় বালখিল্যতর রাজনৈতিক অবস্থান নেয় কি করে?
  • কল্লোল | 116.66.179.52 | ০৮ জুন ২০১৩ ১৩:৩৬450108
  • যখন আমরা চারু মজুমদারের বিরোধীতা করেছি, তখন শুধু চারু মজুমদার নয়, গোটা সিপিআইএমএলএর তৎকালীন লাইনেরই সমালোচনা করেছি। নিজেদের কজের সমালোচনাও করেছি, যাকে আত্মসমালোচনা বলে।
    কারাগার, বধ্যভূমি ও স্মৃতিকথকতায় বহু জায়গায় তার উল্লেখ আছে। একদল ঘরছাড়া সিপিএম বন্ধু তখন (৭২-৭৭) আমাদের সাথে রাসবিহারী-কেওড়াতলায় একসাথে আড্ডা মারতো। তাদের সাথে বহুবহুবার এ নিয়ে কথা হয়েছে। ঐ রাসবিহারী-কেওড়াতলা অঞ্চলে ৭৭এর পরে জেল থেকে বেরিয়ে প্রথম যে কাজটা আমরা করেছিলাম, সেটা ঐ এলাকার মানুষের কাছে নিজেদের ভুল স্বীকার করে নেওয়া।
    সিপিএম যাক যে কোন মূল্যে - এটা নিয়ে বহু শব্দ খরচ করেছি। এখনো মনে করি ঠিকই করেছি।
  • lisa | 214.28.113.180 | ০৮ জুন ২০১৩ ১৩:৫০450109
  • PT দলীয় আনুগত্য থেকে গরুর রচনা লিখে কী লাভ? বরং এখ্ন পরমাণু অস্ত্র ও বিদ্যুত নিয়ে কি লাইন বলুন।
  • PT | 213.110.243.21 | ০৮ জুন ২০১৩ ১৩:৫৭450111
  • কল্লোলদা
    চারুবাবুকে জিগালে তিনিও বলতেন যে তিনি ঠিকই করেছেন - কিংবা ভুল করেছেন-সেটা সময় কালের ওপরে নির্ভর করত। সিপিএমও তাদের বহুবিধ কাজ নিয়ে ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করাটা তোমার নিজের কাছে ঠিক কাজ মনে হলে অন্যদের সেটা নিয়ে আওয়াজ দিচ্ছ কেন?

    সিপিএমের প্রতি তোমার বিদ্বেষ এবং ঘৃণা-যা কিনা সুস্থ রাজনৈতিক বিরোধীতা নয়-সেটা তোমার লেখা থেকে খুব সহজেই প্রকাশ পায়। যেমন কিনা যাদের নামগুলো বিকৃত করে লিখে তুমি নিজের ঘৃণা প্রকাশ করেছ ("পোকাস-বুদ্দ কিচাইন") তার থেকে "বুদ্দর বৌ"-ও রেহাই পাননি। এটা বোধহয় তোমার ঘৃণা-বিদ্বেষের আল্টিমেট প্রকাশ। এই শব্দগুলোকে দয়া করে ঠাট্টা বলে চালানোর চেষ্টা কোরোনা।

    lisa
    পরমাণু অস্ত্র আর বিদ্যুত নিয়ে আপনার গরুর রচনাটা একটু শুনে নিই আগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন