এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রস্ন।

    Kamalendu Chakrabarti লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ অক্টোবর ২০১৩ | ২৫৯৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kamalendu Chakrabarti | ১৩ অক্টোবর ২০১৩ ১৯:২০621072
  • র‍্যাগিং এর ব্যাপ্তিঃ স্কুল-কলেজের র‍্যাগিং নিয়ে দেশ তোলপাড়। র‍্যাগিং বিরুদ্ধে প্রতিবাদ, আইন, প্রতিবাদ, শাস্তি। কিন্তু কি কেবল স্কুল-কলেজেই র‍্যাগিং হয়? র‍্যাগিং একটি প্রতিনিয়ত বহমান অভ্যাস। অন্তহীন এর ব্যাপ্তি।
  • Kamalendu Chakrabarti | ১৩ অক্টোবর ২০১৩ ১৯:২২621160
  • র‍্যাগিং এর এই বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাস রোধিবে কার সাধ্য?
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ১৯:৫৮621171
  • পরের প্রশ্ন ...¿
  • Kamalendu Chakrabarti | ১৪ অক্টোবর ২০১৩ ০০:০৯621182
  • অফিসে নিরীহ সম্ভুবাবুর হাটা নিয়ে প্রতিদিন হাসিমস্করা, চাপ্রাসির তোতলামি নিয়ে রঙ্গ, নির্মলের মাথার কলপ কে লাগে --বউ না শালী এইসব সহকর্মীদের ব্যবহার তো পুরোপুরি র‍্যাগিং। জোর করে চাঁদা আদায়, সামান্য কাজের জন্য অফিসে হয়রান করা এ সবই তো র‍্যাগিং। নতুন বউ স্বরুর বাড়িতে এলে খেলার আর আচার-অনুষ্ঠানের নামে যা করা হয়, তাও পুরোপুরি র‍্যাগিং। উদাহরণের শেষ নেই। চারিদিকে, প্রতিক্ষণ চলছে র‍্যাগিং।
  • সে | 203.108.233.65 | ১৪ অক্টোবর ২০১৩ ১২:৫১621193
  • এগুনোকে বলে ওয়ার্কপ্লেস বুলিইং। তেমনি আছে সাইবার বুলিইং।
    আমিতো এই সাইটেও বুলিইড হয়েছি কয়েকজনের দ্বারা।
  • র‍্যাগিং | 132.164.197.160 | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:০২621204
  • সম্প্রতি যদুপুরে ঘটে যাওয়া র‍্যাগিংএর সমর্থনে এই সাইটে অনেকের পোষ্টও বেশ চোখে পড়ার মতো। অনেকেই ঘটনাটিকে র‍্যাগিং এর থেকে বুলিইং এর দিকে নিয়ে যাবার চেষ্টা করেছেন। আবার 'হার্ড র‍্যাগিং' নামে নতুন একটি ব্স্তু বাজারে ছাড়ার চেষ্টা করা হয়েছে।
  • cm | 122.79.36.83 | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:৪৩621215
  • সে যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ভালো হয়। আমরা এই ক্ষুদ্র পরিসরে শিখবো কি করে এ ধরণের ব্যবহারের সমাধান /মুখোমুখি হওয়া যায়।
  • সে | 203.108.233.65 | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:৫০621226
  • সমাধান জানি না।
  • sm | 122.79.36.163 | ১৪ অক্টোবর ২০১৩ ১৪:৪৯621237
  • কমলেন্দুবাবু ,রাগ্গিং এর মতই বুল্লি একটি সামাজিক ব্যাধি। কোনো বিকলাঙ্গ ব্যক্তি কে নিয়ে মস্করা বা প্রান্তিক মানুষ কে নিয়ে টিটকিরি ভীষণ ভাবে মর্মভেদী ও এর এফ্ফেচ্ত সুদূরপ্রসারী।অতীতে বহু অঘটন ঘটেছে ও ভবিষ্যতেও ঘটার চান্স আছে। একে শালী জামাইবাবু বা অফিস এর সহকর্মী দের মদ্যে নিরামিষ ঠাট্টা তামাশা ইত্যাদি ঘটনা র সাথে একাসনে বসানোর পার্থ্যক বোঝার maturity নিশ্চয় আছে।
  • কল্লোল | 111.63.150.234 | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:০৫621073
  • কিন্তু ঐন্দ্রিলার কি হলো?
    মিডিয়া (অন্ততঃ আবাপ) তো খোলাখুলিই স্কুল কর্ত্রীপক্ষের দিকে ঝুঁকে। শ্রীমতী হেলেন তো দিব্যি পার পেয়ে যাবেন বলে মনে হচ্ছে।
    তার স্কুলে একজন ছাত্রী, সৌচগারে আটকে রইলো, তার ক্কোন দায় নেই?
  • সে | 203.108.233.65 | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:১৯621084
  • শুধু আবাপ কেন, প্রাক্তনীদের সুরও একইদিকে।
  • cb | 127.194.73.55 | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:০১621095
  • প্রাক্তনীরা গুরুতেও সেই মতই প্রকাশ করেছেন
  • cm | 122.79.37.38 | ১৪ অক্টোবর ২০১৩ ১৯:২৭621106
  • আমি কিছু কমু না।
  • i | 147.157.8.253 | ১৫ অক্টোবর ২০১৩ ০৩:৪৯621117
  • প্রাক্তনী হিসেবে কোনোদিকে ঝুঁকে কথা বলেছি বলে তো মনে পড়ে না।
  • i | 147.157.8.253 | ১৫ অক্টোবর ২০১৩ ০৩:৫২621128
  • কোনোদিকে ঝুঁকে মত ব্যক্ত করেছি-এমন একটি পোস্ট উদ্ধৃত করুন।
  • Kamalendu Chakrabarti | ১৯ অক্টোবর ২০১৩ ০৯:৫৩621150
  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রশ্ন ।
    কমলেন্দু চক্রবর্তী
    র‍্যাগিং এর ব্যাপ্তিঃ
    স্কুল-কলেজের র‍্যাগিং নিয়ে দেশ তোলপাড়। র‍্র‍্যাগিং বিরুদ্ধে প্রতিবাদ, আইন, প্রতিবাদ, শাস্তি। কিন্তু কি কেবল স্কুল-কলেজেই র‍্যাগিং হয়? র‍্যাগিং একটি প্রতিনিয়ত বহমান অভ্যাস। অন্তহীন এর ব্যাপ্তি।র‍্যাগিং এর এই বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাস রোধিবে কার সাধ্য? অফিসে নিরীহ সম্ভুবাবুর হাটা নিয়ে প্রতিদিন হাসিমস্করা, চাপ্রাসির তোতলামি নিয়ে রঙ্গ, নির্মলের মাথার কলপ কে লাগে --বউ না শালী এইসব সহকর্মীদের ব্যবহার তো পুরোপুরি র‍্যাগিং। জোর করে চাঁদা আদায়, সামান্য কাজের জন্য অফিসে হয়রান করা এ সবই তো র‍্যাগিং। নতুন বউ স্বরুর বাড়িতে এলে খেলার আর আচার-অনুষ্ঠানের নামে যা করা হয়, তাও পুরোপুরি র‍্যাগিং। উদাহরণের শেষ নেই। চারিদিকে, প্রতিক্ষণ চলছে র‍্যাগিং।অফিসে নিরীহ সম্ভুবাবুর হাটা নিয়ে প্রতিদিন হাসিমস্করা, চাপ্রাসির তোতলামি নিয়ে রঙ্গ, নির্মলের মাথার কলপ কে লাগে --বউ না শালী এইসব সহকর্মীদের ব্যবহার তো পুরোপুরি র‍্যাগিং। জোর করে চাঁদা আদায়, সামান্য কাজের জন্য অফিসে হয়রান করা এ সবই তো র‍্যাগিং। নতুন বউ স্বরুর বাড়িতে এলে খেলার আর আচার-অনুষ্ঠানের নামে যা করা হয়, তাও পুরোপুরি র‍্যাগিং। উদাহরণের শেষ নেই। চারিদিকে, প্রতিক্ষণ চলছে র‍্যাগিং।
    সমাজের সর্বত্র নানা ভাবে চলে এই র‍্যাগিং। র‍্যাগিং আছে এবং থাকবেই। কারণ মানুষকে হেয় করার হিংস্র প্রবৃত্তি কোনোদিনও নির্মূল হওয়ার নয়। আইন-কানুন বা শাস্তি দিয়ে এ জিনিস বন্ধ করা যাবে না। সমস্ত পৃথিবী এই রোগে কাহিল। এর হাত থেকে মুক্তি পেতে হলে আনতে হবে ভিতরের সুস্থ মনন। কিন্তু কে বা কারা করবে সাহায্য করবে এই মনন গড়তে?
    যারা র‍্যাগিং করেছেঃ
    ক্রাইস্ট চার্চ স্কুলে যারা র‍্যাগিং করেছে তাদের কথা আর কি বলব? যারা র‍্যাগিং এর মত নৃশংস খেলায় মেতে নিজেদের স্কুলের একজন নিচু ক্লাসের নিজের বনের মত শিশুকে হেনস্তা করে, তাদের আর জাই হোক স্কুল ছাত্রী হিসাবে মেনে নেওয়া জায় না। এরা অশিক্ষিত সামাজিক ব্যধিগ্রস্ত। হয় এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হয়, নয়তো জোরদার চিকিৎসা করাতে হয়। এই অপরাধীরা কোনোদিনই কোনও সমাজের কাজে লাগে না। এই সব অপরাধী নিয়ে আমি বেশি কথা বলতেও চাই না।

    র‍্যাগিং জনিত ঐন্দ্রিলার অসুস্থতাঃ
    ঠিক কি ঘটেছিল সেদিন? র‍্যাগিং এর নামে কি কি অত্যাচার করা হয়েছিল ঐন্দ্রিলার উপর, সেটা আমার কাছে স্পষ্ট নয়। সংবাদসুত্রের খবর অনুযায়ী ওকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। কতক্ষণ রাখা হয়েছিল? ওকে কি শারীরিক ভাবে আঘাত করা হয়েছিলো? আঘাত করা হলে শরীরের কোন অংশে চোট লেগেছিল? এসব কথা জানা খুব জরুরি। আরও একটা কথা জানা জরুরি। একদিন-দুদিনের কয়েক ঘণ্টার যদি কেউ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তবে নিশ্চিত ভাবে বলা যায় যে ঐন্দ্রিলা আগে থেকেই মানসিক দুর্বলতার শিকার ছিল আজকের দিনের নানান প্রতিকুলতা সামলানোর মতো মানসিক ও শারীরিক ক্ষমতা তার খুব একটা ছিলনা। আজ না হয় কাল তা ভেঙ্গে পড়তই।
    ঐন্দ্রিলার শরীরে আঘাত লেগে থাকে, তবে সে সঙ্গে সঙ্গে অসুস্থ্য হয়ে পড়ত এবং বারি না গিয়ে হাসপাতালে যেত।

    ঐন্দ্রিলার চিকিৎসাঃ
    যতটুকু জানা গেছে, তাতে কিন্তু একজন চিকিৎসক হিসেবে বেশ গোলমেলে লাগছে। যদি শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার দেখানো হোয়ে থাকে, তবে তিনি ঐন্দ্রিলাকে মানসিক রোগের চিকিৎসকের কাছে পাঠালেন কেন? আঘাত থাকলে শল্য চিকিৎসকের কাছে পাঠাতে পারতেন বা নিজে চিকিৎসা করতে পারতেন। কোনও কোনও ডাক্তারের মতে মানসিক রোগের চিকিৎসকের ঘুমের ওষুধ দেওয়ার আগে শরীরের অভ্যন্তরীণ অবস্থাটা ভালো জাছাই করে নেওয়া উচিত ছিল। এ নিয়ে কিছু বলার নেই, কারণ, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তবে আমার মনে হয় যে শুধু ঘুমের ওষুধের মাত্রা বেশি হওয়ার জন্য, অন্য কোনও শারীরিক অসুবিধা না থাকলে, ঘুমটা শুধু কয়েক ঘণ্টা বেশি হওয়ার চাইতে বেশি কিছু হওয়ার কথা নয়, মৃত্যু কোনও মতেই নয়। তবে একটা কথাও ঠিক যে কিছু ওষুধ অযাচিত প্রতিক্রিয়া হতে পারে। যাকে ডাক্তারি ভাষায় বলে idiosyncrasy. এতে মৃত্যুও হতে পারে।

    ঐন্দ্রিলার শারীরিক পূর্বাবস্থাঃ
    সংবাদমাধ্যমের দ্বারা জানা যায় না যে ঐন্দ্রিলার শারীরিক ও মানসিক গঠন কেমন ছিল। তবে তার যে মুখের ছবিটা দেখা যায়, তাতে চিকিতসক হিসাবে কয়েক্তা কথা মনে হয়। এখানে জানান দরকার যে আমি এমন কোনও পণ্ডিত-ডাক্তার নই – বিধান রায়ের পায়ের নখের নখের যোগ্যও নই যে একটা মুখের ছবি দেখেই বলে দেব কারও শরীর সুস্থ্য বা অসুস্থ্য। তবে, সাহাস কয়েকটা কথা লিখছি। ঐন্দ্রিলার ওজন এবং গঠন বয়স অনুপাতে বেশ কম ছিল। ও প্রায়ই সর্দিকাশিতে ভুগত। পেটের সমস্যা অর নিত্যসঙ্গী ছিল। প্রায়ই ডাক্তার দেখতে হতো এবং ওষুধ খাওয়াতে হতো। ওর খাদ্যাভ্যাস খুব ভাল ছিল না। অরুচি, অনিয়মত পায়খানা পেটে ব্যথা হতো। হয়তো শারীরিক কারণে ওকে স্কুল কামাইও করতে হতো। ওর ছোটবেলায় মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো। ইনজেকসন এবং নেবুলাইজারও হয়তো নিতে হতো। এ সবই আমার অনুমান। কাজেই আমার ভুল হলে সে দায় সম্পূর্ণ আমার।
    ঐন্দ্রিলা মানসিক ভাবে দুর্বল ছিল। ও নিজের জগতের গণ্ডির মধ্যেই ভাল থাকতো। এই গণ্ডীর বাইরের ওর সমস্যা হতো। এমনিতে হাসিখুশি ভাব থাকলেও ও প্রচণ্ড জেদি ছিল। জেদের কাছে বড়দের প্রায়ই হেরে যেতে হতো। ধীরে ধীরে ছোটবেলার এই জেদটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছিলো।
    আগে থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যে ঐন্দ্রিলা অঙ্কে খুব ভালো ছিল না।
    আমার এই বিশ্লেষণের এক্তাই কারণ, ছোটবেলায় অন্যান্য শিশুদের মতো, ওর লালনপালন করা হয় নি। যাকে ইংরাজিতে বলা হয় parenting.

    শেষের কথাঃ
    আমরা প্রায়ই ভুলে যাই যে বাচ্চাকে বয়সে বড় করা, ‘মানুষ করে গড়ে তোলার’ মধ্যে অনেক অনেক ফারাক। শিশুকে গড়ে তুলতে হয়-- ঠিক যেমন একটা মাটির মূর্তি ধাপে ধাপে গড়ে তোলা হয়। মূর্তি গড়তে গেলে একটা বাঁশ-কাঠের কাঠামো তৈরি করতে হয়। তারপর খড়ের ভ্যানা বেঁধে মূর্তির একটা অবয়ব তৈরি করতে হয়। তারপর চড়িয়ে যেতে হয় একটার পর একটা মাটির প্রলেপ। মাটির প্রলেপ দেওয়ার সঙ্গে চলে মূর্তিকে সুন্দর আকার দেওয়ার কাজ। এরপর আসে রঙ দেওয়া। প্রাথমিক দেওয়া পর করতে হয় শেষ রঙের কাজ। তারপর চখ-মুখ-নাক, আঙ্গুল ইত্যাদি সুক্ষ কাজ। পোশাক গয়না ইত্যাদি দিয়ে নির্মাণ হয় একটা মূর্তি।
    এখানেই আসে parenting প্রশ্ন। বলতে বাধ্য হচ্ছি, বেশির ভাগ পিতামাতা (শহর-গ্রাম, শিক্ষিত- অশিক্ষিত, গরিব-বিত্তবান) সঠিক পথ জানেন না। ফলে শিশুরা ভুলভাবে বড় হয়, সঠিক মানুষ হয়ে উথতে পারে না।
    সদ্যজাতকে ভুল এবং ক্ষতিকারক খাবার দিয়ে জীবন শুরু হলে বেঁচে থাকা যায়, কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিক সৌন্দর্য লাভ করতে পারে না। কৌটোর দুধ, কৌটোর খাবার, দুধের বোতল, health-drinks নামে অখাদ্য ক্ষতিকারক জিনিস খাওয়া পুরোপুরি মানুষের স্বভাব পেটে পারে না। শুরু থেকেই শুরু হয়ে যায় ধ্বংসের বীজ রোপণ। আমার বিশ্বাস ঐন্দ্রিলার ক্ষেত্রেও এমনটা হয়েছিল।
    কতগুলো দামি খেলনা, অনেক জামাকাপড়, ভালো ইস্কুলে ভর্তি এসবে কেবল শিশু মানুষ হয় না।
    ঐন্দ্রিলা আমাদের ছোট্ট ভালবাসার মেয়ে ছিল। কিন্তু ওকে আমরা সঠিক পথে চলতে শেখাতে পারিনি। বড়দের ভুলের খেসারৎ দিয়ে হারিয়ে গেলো সে।
    তাই, পিতামাতাদের বলি...
  • Kamalendu Chakrabarti | ১৯ অক্টোবর ২০১৩ ০৯:৫৩621139
  • ঐন্দ্রিলার মৃত্যু কয়েকটি প্রশ্ন ।
    কমলেন্দু চক্রবর্তী
    র‍্যাগিং এর ব্যাপ্তিঃ
    স্কুল-কলেজের র‍্যাগিং নিয়ে দেশ তোলপাড়। র‍্র‍্যাগিং বিরুদ্ধে প্রতিবাদ, আইন, প্রতিবাদ, শাস্তি। কিন্তু কি কেবল স্কুল-কলেজেই র‍্যাগিং হয়? র‍্যাগিং একটি প্রতিনিয়ত বহমান অভ্যাস। অন্তহীন এর ব্যাপ্তি।র‍্যাগিং এর এই বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাস রোধিবে কার সাধ্য? অফিসে নিরীহ সম্ভুবাবুর হাটা নিয়ে প্রতিদিন হাসিমস্করা, চাপ্রাসির তোতলামি নিয়ে রঙ্গ, নির্মলের মাথার কলপ কে লাগে --বউ না শালী এইসব সহকর্মীদের ব্যবহার তো পুরোপুরি র‍্যাগিং। জোর করে চাঁদা আদায়, সামান্য কাজের জন্য অফিসে হয়রান করা এ সবই তো র‍্যাগিং। নতুন বউ স্বরুর বাড়িতে এলে খেলার আর আচার-অনুষ্ঠানের নামে যা করা হয়, তাও পুরোপুরি র‍্যাগিং। উদাহরণের শেষ নেই। চারিদিকে, প্রতিক্ষণ চলছে র‍্যাগিং।অফিসে নিরীহ সম্ভুবাবুর হাটা নিয়ে প্রতিদিন হাসিমস্করা, চাপ্রাসির তোতলামি নিয়ে রঙ্গ, নির্মলের মাথার কলপ কে লাগে --বউ না শালী এইসব সহকর্মীদের ব্যবহার তো পুরোপুরি র‍্যাগিং। জোর করে চাঁদা আদায়, সামান্য কাজের জন্য অফিসে হয়রান করা এ সবই তো র‍্যাগিং। নতুন বউ স্বরুর বাড়িতে এলে খেলার আর আচার-অনুষ্ঠানের নামে যা করা হয়, তাও পুরোপুরি র‍্যাগিং। উদাহরণের শেষ নেই। চারিদিকে, প্রতিক্ষণ চলছে র‍্যাগিং।
    সমাজের সর্বত্র নানা ভাবে চলে এই র‍্যাগিং। র‍্যাগিং আছে এবং থাকবেই। কারণ মানুষকে হেয় করার হিংস্র প্রবৃত্তি কোনোদিনও নির্মূল হওয়ার নয়। আইন-কানুন বা শাস্তি দিয়ে এ জিনিস বন্ধ করা যাবে না। সমস্ত পৃথিবী এই রোগে কাহিল। এর হাত থেকে মুক্তি পেতে হলে আনতে হবে ভিতরের সুস্থ মনন। কিন্তু কে বা কারা করবে সাহায্য করবে এই মনন গড়তে?
    যারা র‍্যাগিং করেছেঃ
    ক্রাইস্ট চার্চ স্কুলে যারা র‍্যাগিং করেছে তাদের কথা আর কি বলব? যারা র‍্যাগিং এর মত নৃশংস খেলায় মেতে নিজেদের স্কুলের একজন নিচু ক্লাসের নিজের বনের মত শিশুকে হেনস্তা করে, তাদের আর জাই হোক স্কুল ছাত্রী হিসাবে মেনে নেওয়া জায় না। এরা অশিক্ষিত সামাজিক ব্যধিগ্রস্ত। হয় এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হয়, নয়তো জোরদার চিকিৎসা করাতে হয়। এই অপরাধীরা কোনোদিনই কোনও সমাজের কাজে লাগে না। এই সব অপরাধী নিয়ে আমি বেশি কথা বলতেও চাই না।

    র‍্যাগিং জনিত ঐন্দ্রিলার অসুস্থতাঃ
    ঠিক কি ঘটেছিল সেদিন? র‍্যাগিং এর নামে কি কি অত্যাচার করা হয়েছিল ঐন্দ্রিলার উপর, সেটা আমার কাছে স্পষ্ট নয়। সংবাদসুত্রের খবর অনুযায়ী ওকে বাথরুমে আটকে রাখা হয়েছিল। কতক্ষণ রাখা হয়েছিল? ওকে কি শারীরিক ভাবে আঘাত করা হয়েছিলো? আঘাত করা হলে শরীরের কোন অংশে চোট লেগেছিল? এসব কথা জানা খুব জরুরি। আরও একটা কথা জানা জরুরি। একদিন-দুদিনের কয়েক ঘণ্টার যদি কেউ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তবে নিশ্চিত ভাবে বলা যায় যে ঐন্দ্রিলা আগে থেকেই মানসিক দুর্বলতার শিকার ছিল আজকের দিনের নানান প্রতিকুলতা সামলানোর মতো মানসিক ও শারীরিক ক্ষমতা তার খুব একটা ছিলনা। আজ না হয় কাল তা ভেঙ্গে পড়তই।
    ঐন্দ্রিলার শরীরে আঘাত লেগে থাকে, তবে সে সঙ্গে সঙ্গে অসুস্থ্য হয়ে পড়ত এবং বারি না গিয়ে হাসপাতালে যেত।

    ঐন্দ্রিলার চিকিৎসাঃ
    যতটুকু জানা গেছে, তাতে কিন্তু একজন চিকিৎসক হিসেবে বেশ গোলমেলে লাগছে। যদি শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার দেখানো হোয়ে থাকে, তবে তিনি ঐন্দ্রিলাকে মানসিক রোগের চিকিৎসকের কাছে পাঠালেন কেন? আঘাত থাকলে শল্য চিকিৎসকের কাছে পাঠাতে পারতেন বা নিজে চিকিৎসা করতে পারতেন। কোনও কোনও ডাক্তারের মতে মানসিক রোগের চিকিৎসকের ঘুমের ওষুধ দেওয়ার আগে শরীরের অভ্যন্তরীণ অবস্থাটা ভালো জাছাই করে নেওয়া উচিত ছিল। এ নিয়ে কিছু বলার নেই, কারণ, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তবে আমার মনে হয় যে শুধু ঘুমের ওষুধের মাত্রা বেশি হওয়ার জন্য, অন্য কোনও শারীরিক অসুবিধা না থাকলে, ঘুমটা শুধু কয়েক ঘণ্টা বেশি হওয়ার চাইতে বেশি কিছু হওয়ার কথা নয়, মৃত্যু কোনও মতেই নয়। তবে একটা কথাও ঠিক যে কিছু ওষুধ অযাচিত প্রতিক্রিয়া হতে পারে। যাকে ডাক্তারি ভাষায় বলে idiosyncrasy. এতে মৃত্যুও হতে পারে।

    ঐন্দ্রিলার শারীরিক পূর্বাবস্থাঃ
    সংবাদমাধ্যমের দ্বারা জানা যায় না যে ঐন্দ্রিলার শারীরিক ও মানসিক গঠন কেমন ছিল। তবে তার যে মুখের ছবিটা দেখা যায়, তাতে চিকিতসক হিসাবে কয়েক্তা কথা মনে হয়। এখানে জানান দরকার যে আমি এমন কোনও পণ্ডিত-ডাক্তার নই – বিধান রায়ের পায়ের নখের নখের যোগ্যও নই যে একটা মুখের ছবি দেখেই বলে দেব কারও শরীর সুস্থ্য বা অসুস্থ্য। তবে, সাহাস কয়েকটা কথা লিখছি। ঐন্দ্রিলার ওজন এবং গঠন বয়স অনুপাতে বেশ কম ছিল। ও প্রায়ই সর্দিকাশিতে ভুগত। পেটের সমস্যা অর নিত্যসঙ্গী ছিল। প্রায়ই ডাক্তার দেখতে হতো এবং ওষুধ খাওয়াতে হতো। ওর খাদ্যাভ্যাস খুব ভাল ছিল না। অরুচি, অনিয়মত পায়খানা পেটে ব্যথা হতো। হয়তো শারীরিক কারণে ওকে স্কুল কামাইও করতে হতো। ওর ছোটবেলায় মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো। ইনজেকসন এবং নেবুলাইজারও হয়তো নিতে হতো। এ সবই আমার অনুমান। কাজেই আমার ভুল হলে সে দায় সম্পূর্ণ আমার।
    ঐন্দ্রিলা মানসিক ভাবে দুর্বল ছিল। ও নিজের জগতের গণ্ডির মধ্যেই ভাল থাকতো। এই গণ্ডীর বাইরের ওর সমস্যা হতো। এমনিতে হাসিখুশি ভাব থাকলেও ও প্রচণ্ড জেদি ছিল। জেদের কাছে বড়দের প্রায়ই হেরে যেতে হতো। ধীরে ধীরে ছোটবেলার এই জেদটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসছিলো।
    আগে থেকে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, যে ঐন্দ্রিলা অঙ্কে খুব ভালো ছিল না।
    আমার এই বিশ্লেষণের এক্তাই কারণ, ছোটবেলায় অন্যান্য শিশুদের মতো, ওর লালনপালন করা হয় নি। যাকে ইংরাজিতে বলা হয় parenting.

    শেষের কথাঃ
    আমরা প্রায়ই ভুলে যাই যে বাচ্চাকে বয়সে বড় করা, ‘মানুষ করে গড়ে তোলার’ মধ্যে অনেক অনেক ফারাক। শিশুকে গড়ে তুলতে হয়-- ঠিক যেমন একটা মাটির মূর্তি ধাপে ধাপে গড়ে তোলা হয়। মূর্তি গড়তে গেলে একটা বাঁশ-কাঠের কাঠামো তৈরি করতে হয়। তারপর খড়ের ভ্যানা বেঁধে মূর্তির একটা অবয়ব তৈরি করতে হয়। তারপর চড়িয়ে যেতে হয় একটার পর একটা মাটির প্রলেপ। মাটির প্রলেপ দেওয়ার সঙ্গে চলে মূর্তিকে সুন্দর আকার দেওয়ার কাজ। এরপর আসে রঙ দেওয়া। প্রাথমিক দেওয়া পর করতে হয় শেষ রঙের কাজ। তারপর চখ-মুখ-নাক, আঙ্গুল ইত্যাদি সুক্ষ কাজ। পোশাক গয়না ইত্যাদি দিয়ে নির্মাণ হয় একটা মূর্তি।
    এখানেই আসে parenting প্রশ্ন। বলতে বাধ্য হচ্ছি, বেশির ভাগ পিতামাতা (শহর-গ্রাম, শিক্ষিত- অশিক্ষিত, গরিব-বিত্তবান) সঠিক পথ জানেন না। ফলে শিশুরা ভুলভাবে বড় হয়, সঠিক মানুষ হয়ে উথতে পারে না।
    সদ্যজাতকে ভুল এবং ক্ষতিকারক খাবার দিয়ে জীবন শুরু হলে বেঁচে থাকা যায়, কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিক সৌন্দর্য লাভ করতে পারে না। কৌটোর দুধ, কৌটোর খাবার, দুধের বোতল, health-drinks নামে অখাদ্য ক্ষতিকারক জিনিস খাওয়া পুরোপুরি মানুষের স্বভাব পেটে পারে না। শুরু থেকেই শুরু হয়ে যায় ধ্বংসের বীজ রোপণ। আমার বিশ্বাস ঐন্দ্রিলার ক্ষেত্রেও এমনটা হয়েছিল।
    কতগুলো দামি খেলনা, অনেক জামাকাপড়, ভালো ইস্কুলে ভর্তি এসবে কেবল শিশু মানুষ হয় না।
    ঐন্দ্রিলা আমাদের ছোট্ট ভালবাসার মেয়ে ছিল। কিন্তু ওকে আমরা সঠিক পথে চলতে শেখাতে পারিনি। বড়দের ভুলের খেসারৎ দিয়ে হারিয়ে গেলো সে।
    তাই, পিতামাতাদের বলি...
  • | ১৯ অক্টোবর ২০১৩ ০৯:৫৮621158
  • মাঝে মাঝে পেট ব্যথা হয় কিনা বা ছোটবেলায় শ্বাসকষ্ট হয় কিনা এগুলো মুখ দেখে বোঝা যায়? :-O
  • π | ১৯ অক্টোবর ২০১৩ ১০:০৮621159
  • ঐন্দ্রিলার শারীরিক পূর্বাবস্থার সব বিশ্লেষণ সংবাদমাধ্যমে ঐন্দ্রিলার ছবি দেখে !! :o

    আর অঙ্কে ভালো ছিলো না, এটাই বা কোথা থেকে পাওয়া গেলে এবং না ভালো হলেই বা কী !
  • cb | 127.194.74.99 | ১৯ অক্টোবর ২০১৩ ১১:২২621161
  • দাবিটা কি কিছুই বুঝতে পারলাম না!!!
  • san | 113.240.234.19 | ১৯ অক্টোবর ২০১৩ ১১:৩০621162
  • অঙ্কে ভালো ছিল না মানে বাজে পেরেন্টিং ? :-o

    আর যদি সেটা না মিন করে থাকেন তো খামোখা এই তথ্যটা উল্লেখ করা কেন ?
  • jhiki | 149.194.251.181 | ১৯ অক্টোবর ২০১৩ ১২:০৯621163
  • অংকে ভালো ছিল না মানে লজিকাল ছিল না। উল্টো দিক থেকে দেখলে ইমোশনাল ছিল।
    এগুলো আমার ঠিক এক্ষুণি মনে হল, কোন পড়াশোনা না করা কথা।
    পুনঃ অংকে ভালো বা খারাপ হওয়ার সাথে অংক পরীক্ষায় পাওয়া নাম্বারের বিশেষ সম্পর্ক নেই।
  • i | 212.159.139.193 | ১৯ অক্টোবর ২০১৩ ১২:১৬621164
  • দেখুন কমলেন্দুবাবু, কে কী লিখবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার, তবু বিনীতভাবে একটি কথা বলি।
    র‌্যাগিং নিয়ে আলোচনা হোক, বুলিং নিয়ে-এই দুর্ভাগ্যজনক ঘটনা র শিকড় সন্ধান হোক।
    কিন্তু ঐন্দ্রিলার মানসিক শারীরিক স্বাস্থ্য এবং তার 'পেরেন্টিং' নিয়ে আলোচনা আমার কিছুটা অনধিকারচর্চা আর শিষ্টাচারবিরোধী বলেই মনে হচ্ছে।
  • শিশুর পিতা | 127.194.207.59 | ১৯ অক্টোবর ২০১৩ ১২:৫৮621165
  • কমলেন্দু চক্রবর্তী কে আপনারা চেনেন না? বারাসতের এক শিশুচিকিৎসক। বর্তমান ডাক্তারকুলের কাছে এক জীবন্ত থ্রেট। একেবারে ব্যক্তিগত ইন্টার‌্যাকশনের সুযোগ হয়েছে দুবার। ফেসবুকে পাবেন। ছেলের নাম প্রচন্ড আনকমন, কপর্দীন্দু চক্রবর্তী, সেটা দিয়ে খুঁজে পাওয়া সহজ। বিভিন্ন লেখা বইয়ের মধ্যে "শিশুর পরিচর্যা, কী করবেন, কেন করবেন" অন্যতম ও বিতর্কিততম। বাকি অন্তত তিনজন ডাক্তার, বিভিন্ন এলাকার, তাকে পরিপূর্ণ পাগল বলে উল্লেখ করেছেন। তবে কথা বললে বেশ কিছু যৌক্তিক দাবি পাওয়া যায়। আমার বাচ্চাকে বোতল ছাড়ানো আর নেস্ট্রাম ইত্যা বেবিফুড না খাওয়ানোর ইনসিস্টিং পরামর্শের জন্য আমি কৃতজ্ঞ। (অধিকাংশই অপ্রয়োজনীয় তথ্য, তবে এঁকে এখানে দেখে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম) পেরেন্টিং ই ওঁর সাবজেক্ট, মূলতঃ।
  • Kamalendu Chakrabarti | ১৯ অক্টোবর ২০১৩ ১৩:২৫621166
  • ÕòÉ ðÅñ à±Ýûþ± ¿úqËðõþ ÷ò
    ë± ßÂ÷ËùKðÅ äÂS•õîÂÇÏ
    ÕòÉ ðÅñ õùËî ձ÷õþ± Ûà±Ëò ÷±Ëûþõþ ðÅñ å±h± •Non human milk — ÕòÉ Îû Îß±Ëò± ðÅñËßÂý× õùËî ä±ý×, Îû÷ò, Îû Îß±Ëò±
    ñõþËíõþ ›¶±íÏõþ ðÅñ, Îû Îß±Ëò± ñõþËòõþ ÎßÂÌËé±õþ ðÅñ, õ±¿hÂËî Æî¿õþ ðÅñ-¿÷¿|î à±õ±õþ • ðÅñ-ö±îÂ, ðÅñ-õþn¿éÂ, ðÅñ-ßÂòËôvÂ', ðÅñ-ü±õÅ,
    ðÅñ-õ±¿ùÇ ý×îÂɱ¿ð—, Îð±ß±Ëòõþ ÎïËß ÎßÂò± ðÅñ-¿÷¿|î ¿úqËðõþ Õ±ý±õþ, ðÅñ Îû ü÷™¦ à±õ±Ëõþõþ ÷Óù ë×ÂÂó±ð±ò •Õ±ý×ü¿S•÷, àÅõ S•Ï÷
    ÎðÝûþ± ¿õ¦Å¨éÂ, Âó±Ëûþü, •ÂÏõþ, Âó¿òõþ, å±ò±, å±ò±õþ Æî¿õþ ¿÷¿©†, ¿÷{¨ÃßÂɱ¿`—, ü÷™¦ ñõþËíõþ ÎýùÄï ¿E‚Âü ý×îÂɱ¿ð ý×îÂɱ¿ð¼
    Ûõ±õþ Îðà± û±ßÂ, ÕòÉ ðÅñ à±Ýûþ± ¿úqËðõþ ¦¤ö±õ ÎßÂ÷ò ýûþ¼ ÕòÉ ðÅñ à±Ýûþ± ¿úqõþ± –
    n Îõ¿úõþö±á ü÷Ëûþý× ßv±¿™LËî Îö±Ëá¼ ôÂËù ß±æßÂË÷Ç ë×ÂÈü±ý ßÂ÷ Âó±ûþ¼
    n Îß±Ëò± ß±Ëæý× ÎîÂ÷ò Õ±¢¶ý Îðà±ûþ ò±¼
    n Îû Îß±Ëò± &õþnQÂóÓíÇ ß±æ ßÂõþ±Ëî ÕËòß ßÂËõþ Îõ±ç±Ëî ýûþ, Û÷ò ßÂÏ âÅøÝ ¿ðËî ýûþ¼
    n ‘üõ ü÷ûþ Ûé± Âó±¿õþ ò±’ – ‘Ýé± Âó±¿õþ ò±’ ö±õ ßÂËõþ¼
    n ¿õò± ß±õþËí öÂûþ Âó±ûþ¼
    n Îù±ßÂæËòõþ üË/ ö±Ëù±ö±Ëõ ¿÷úËî Âó±Ëõþ ò±¼
    n æÏõËòõþ ß¿êÂò Âó¿õþ¿¦šÃ¿î Î÷±ß±¿õù± ßÂõþËî öÂûþ Âó±ûþ¼
    n ü÷ûþ ÷î ü¿êÂß ¿üX±™L ¿òËî Âó±Ëõþ ò±¼
    n Îõ¿úõþö±á ü÷Ëûþý× àÅõ äÅÂÂóä±Âó õ± Îõ¿ú åéÂ-ôÂé ßÂËõþ¼
    n ÕŠËîÂý× ¿õõþ¿M• Îõ±ñ ßÂËõþ¼
    n Âóh±qò±ûþ õ± Îß±Ëò± ß±Ëæý× Îõ¿ú•Âí ÷ò ù±á±Ëî Âó±Ëõþ ò±¼
    n Îß±Ëò± ¿ßÂåÅËîÂý× àÅ¿ú ï±Ëß ò±¼
    n üõ ü÷ûþ ¿ßÂåÅ ò± ¿ßÂåÅ ä±ý× õËù ÕòÉËðõþ ¿õõþM• ßÂËõþ¼
    n Îæð ñõþËù äÂé ßÂËõþ ï±Ë÷ ò±¼
    n Îß±Ëò± ¿ßÂåÅËîÂý× àÅõ Îõ¿ú ÷Ëò±üÑËû±á ßÂõþËî Âó±Ëõþ ò±¼ ôÂËù Âóh±qËò± õÉýî ýûþ¼
    n Îõ¿úõþö±á ü÷ûþ âɱò, âɱò ßÂËõþ¼
    n Õ¿¦šÃõþ÷¿™¦Ë©¨Ãõþ ýûþ¼
    ÕòÉ ðÅñ à±Ýûþ± ¿úqËðõþ ÷ËñÉ –
    n ö±ãÃäÅÂõþ ßÂõþ±õþ ›¶õíî± Îðà± Îðûþ¼
    n Õ±Ëæõ±Ëæ ¿æ¿òü Âà±Ýûþ±õþ ›¶õíî± Îõ¿ú ï±Ëß¼
    n ÕËòß õûþü ÂóûÇ™L éÂɱõËùé õ± ßÂɱÂóüÅù ÎàËî Âó±Ëõþ ò±¼
    n ðÅÐâÇéÂò±õþ ›¶õíî± Îõ¿ú ï±Ëß¼
    n Õü±÷±¿æß ß±æßÂ÷Ç ßÂõþ±õþ ›¶õíî± ï±Ëß¼
    n ¿ßÂËú±õþ ÕÂóõþ±ñÏõþ üy±õò± Îõ¿ú ýûþ¼
    Ûß ßÂï±ûþ õù± û±ûþ, ÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ± ¿úqËðõþ ÷¿™¦©¨Ã ÷±òÅËøõþ ÷Ëî±ý× ýûþ¼ Õ±õþ Ûé± ýûþ ÷±Ëûþõþ ðÅËñõþ ë×ÂÂó±ð±Ëò î±õþ ÷¿™¦©¨Ã
    ÎõËh Ýê±õþ ôÂËù¼ Ûõþ üË/ ß±æ ßÂËõþ ™¦òÉÂó±ò ß±Ëù ÷±Ëûþõþ ü±¿i§ñÉ, úõþÏËõþõþ ë×Âø•Ãî± Õ±õþ ÷÷î±õþ ¦óúǼ Îü æ±Ëò î±õþ ÷± Õ±Ëå¼
    î±ý× æÏõËò üýËæ ðÔìÂÿî±õþ üË/ Û¿áËûþ ÎûËî Âó±Ëõþ¼ Õ±õþ ¿êÂß ë×ÂËOE±é± ýûþ ÕòÉ ðÅñ ÎàËûþ ÎõËh Ýê± ¿úqËðõþ ΕÂËS¼ Û÷ò ßÂÏ
    ÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ± ¿úqõþ±Ý û¿ð üË/ ÕòÉ ðÅñ à±ûþ î±ýËùÝ î±Ëðõþ ÷±ò¿üßÂî±õþ ò±ò±ò ü÷üɱ ï±Ëß¼
    Âó¿õþ¿ú©† -2
    õÅËßÂõþ ðÅñ å±h± ÕòÉ Îß±Ëò± ðÅñ òûþ
    û¿ð ÷± ¿ýËüËõ Õ±Âóò±õþ ÷Ëò Û÷ò ñõþËòõþ Îß±Ëò± ñ±õþò± ï±Ëß Îû ¿úq ÷±Ëûþõþ ðÅñ à±ßÂ, õ± ÎßÂÌËé± Õïõ± õ±ý×Ëõþõþ Îß±Ëò± ðÅñ,
    ¿úqõþ õîÂÇ÷±ò õ± ö¿õøÉËî ÎîÂ÷ò ¿ßÂåÅ ù±ö -•Â¿î ýûþ ò± – îÂËõ õùËî õ±ñÉ ý¿Båà Îû Õ±Âóò±õþ Ûý× ñ±õþí±õþ ôÂËù Îû ßÂÏ ðÓ¿õÇøý
    ü±Ñü±¿õþß Õú±¿™L ýËõ, Îüé± Õ±Âó¿ò ߊò±ËîÂÝ Õ±òËî Âó±õþËåò ò±¼ ¿úqËðõþ ðÅñ õùËî ձ÷õþ± 汿ò ÛßÂé±ý× ðÅñ, Õ±õþ Îüé± ýËBåÃ
    ÷±Ëûþõþ ðÅñ¼ ¦¤±ö±¿õß ö±Ëõý× ›¶ú® ë×ÂêÂËî Âó±Ëõþ ßÂÏ Û÷ò ýûþ ÕòÉ ðÅñ ¿úqËß à±Ýûþ±Ëù· ë×ÂMÃõþé± ÎðÝûþ±õþ Î䩆± ßÂõþ± û±ß¼
    Âó±Âó ýûþ
    ÛßÂæò ë±M•±Ëõþõþ Îùà±ûþ Âó±Âó-ÂóÅËíÉõþ ßÂﱯ Ûà±Ëò Âó±Âó ßÂï±é± õÉõý±õþ ßÂõþ± ýËûþËå ÛßÂé± õ±Ñù± ús ¿ýü±Ëõ, û± ßÂõþËù
    ß±ë×ÂËß ձõþ ôÂù öÅÂáËî Âýûþ ÷±Ëûþõþ ðÅñ å±h± ÕòÉ ðÅñ ¿úqËß à±Ýûþ±Ëù ¿úq ü±õþ± æÏõò ¦¤±ö±¿õß ö±Ëõ õÒ±äÂËî Âó±Ëõþ ò±¼ ÕüŦšÃ
    úõþÏõþ Ý ÷ò ¿òËûþ ÝËß æÏõËòõþ ›¶¿î¿é õ±ñ± ÎÂóËõþ±Ëî ýËõ¼ Õ±õþ ÷± ¿ýü±Ëõ Ûý× üõ ßÅÂ-à±ðÉ ¿ðËûþ ÝËß ÕüŦšÃ æÏõËòõþ ¿ðËß ÎêÂËù
    ÎðÝûþ±õþ æòÉ Õ±Âóò±õþ ýûþËî± Îß±Ëò± Õ±ý×òáî ú±¿™¦ ýËõ ò±¼ ¿ßÂc ¿ßÂåÅ ÛßÂé± ýÝûþ± ë׿äÂî¼ Õ±õþ ¿ßÂåÅ ÛßÂé±ËßÂý× Îõ±ç±Ëî ձ¿÷
    Âó±Âó úsé± õÉõý±õþ ßÂËõþ¿å¼
    Õ±ý×ò Õ÷±òÉ ýûþ
    ¿òËæõþ ¿úqËß ßÂÏ ðÅñ à±Ýûþ±õ ÛËî ձõ±õþ Õ±ý×ò Ûù ÎßÂ±ï± ÎïËß – Ûý× ›¶ú® Õ±Âóò±õþ ÷Ëò Õ±ü±é± ¦¤±ö±¿õß¼ 1992
    ü±Ëù Õ±÷±Ëðõþ ÎðËú ¿úq- ý×òôÂɱKé ¿÷{¨Ã ü±õ¿ˆÂéÅÂÉü, ôÂÏ¿ëÂÑ õéÂùÄü Õɱ` ý×òôÂÉKé ôÅÂë •Îõþ&Ëùüò ÕôÄ Λ¶±ë±ßÂüò, ü±ÃÂóù±ý×
    Õɱ` ¿ë¿ˆ˜Â¿õë×Âúò— Õɱ"Ã, 1992 üÑË•ÂËÂó •Õ±ý× Û÷ Ûß Õɱ"— 1992¼ ßÂÏ Õ±Ëå Ûý× Õ±ý×Ëò· Ûý× Õ±ý×Ëò Õ±Ëå ¿úq -à±ðÉ
    ¿õøËûþ Îõú ¿ßÂåÅ ¿õ¿ñ¿òËøñ¼ Îû÷ò ÎßÂÌËé±õþ ðÅñ õ± Îõ±îÂù Æî¿õþõþ Îß±¥ó±¿ò Îß±Ëò± ö±Ëõ ¿òËæËðõþ Æî¿õþ ¿æ¿òü ¿õ¿S•õþ ë×ÂËVËúÉ
    û¿ð Îß±Ëò± ö±Ëõ ›¶ä±õþ ßÂËõþ, û¿ð ë±M•±õþ õ± ÕòÉ ¦¤±¦šÃÉßÂ÷ÇÏËðõþ é±ß±-Âóûþü± õ± Îû Îß±Ëò± ñõþËíõþ Âë×ÂÂóËìÂÌßÂò Îðûþ, û¿ð Îß±Ëò±
    Îð±ß±òð±õþËß տî¿õþM• ß¿÷úò ¿ðËûþ ¿õ¿S• õ±h±Ëò±õþ Î䩆± ßÂËõþ, û¿ð ÷±ËûþËðõþ üË/ üõþ±ü¿õþ Îû±á±Ëû±á ßÂËõþ ÎßÂÌËé±õþ ðÅñ õ±
    Îõ±îÂù õÉõý±õþ ö±Ëù± Û÷ò ÛßÂé± ñ±õþí±õþ Æî¿õþ ßÂõþ±õþ Î䩆± ßÂËõþ, û¿ð ¿õò± Âóûþü±ûþ ò÷Åò± ¿õîÂõþí ßÂËõþ – îÂËõ Ûý× ñõþËíõþ
    ß±ûÇßÂù±ËÂóõþ üË/ û±õþ±ý× ûÅM• ï±ßÂËõ • Îß±¥ó±¿òõþ Îù±ß å±hÂ±Ý ÕòɱòÉ õÉ¿M•—, Ûý× Õ±ý×Ëòõþ ñ±õþ± 3, 4, 5, 7, 8, 9, 10 ÛõÑ 11-
    Ûõþ ë×ÂÂóñ±õþ± ðÅý× ÕòÅû±ûþÏ î±Ëðõþ ¿îÂò õåËõþõþ Îæù ÛõÑ Õïõ± ÂóÒ±ä ý±æ±õþ é±ß± æ¿õþ÷±ò± ýËî Âó±Ëõþ ß±Ëæý× Õ±Âó¿ò ¿úqËßÂ
    ÎßÂÌËé±õþ ðÅñ, Îõ±îÂù õ± ÎßÂÌËé±õþ à±õ±õþ ¿ðËù Îüé± Õ±ý×ò Õ÷±òÉ ßÂõþ± ýûþ¼
    Âó¿õþËõú ò©† ýûþ
    ÎßÂÌËé±õþ ðÅñ, ÎßÂÌËé±õþ à±õ±õþ à±Ýûþ±Ëù Âó¿õþËõú ò©† ýûþ¼ üõ ä±ý×Ë¿îÂß±õþß ýËBåà Ãóv±¿ˆÂËßÂõþ Îõ±îÂù¼ Ûý× Îõ±îÂù
    ÛßÂõ±õþ Æî¿õþ ßÂõþËù Îüé± ¿ðËûþ Õ±õ±õþ ÕòÉ ¿ßÂåÅ Æî¿õþ ßÂõþ± û±ûþ ò± ÕïÇ±È Æî¿õþ Îõ±îÂù Õ±õ±õþ ß±õþà±ò±ûþ ¿òËûþ ¿áËûþ á¿ùËûþ ÕòÉ
    ¿ßÂåÅ Æî¿õþ ßÂõþ± û±ûþ ò±¼ •¿õþü±ý׿ßvÂÑ— ß±Ëæý× Æî¿õþ Îõ±îÂù ÎôÂËù ¿ðËî ýûþ¼ ¿ßÂc ÎôÂËù ¿ðËùý× ü÷üɱõþ ü÷±ñ±ò ýûþ ò±¼ ÷±¿éÂËîÂ
    ÎôÂùËù Ãóv±¿ˆÂËßÂõþ Îõ±îÂù ÷±¿éÂËî ¿÷Ëú û±ûþ ò±¼ ÕïÇ±È õ±Ëûþ±¿ëÂË¢¶ËëÂúò ýûþ ò±¼ õåËõþõþ Âóõþ õåõþ Ýé± ÛßÂý× ö±Ëõ õþËûþ û±ûþ ÛõÑ
    Îû Âó¿õþ÷±Ëí Îõ±îÂù õÉõý±õþ ýûþ, î±Ëî ðÅ¿òûþ±õþ ü÷™¦ ÷±¿é Ûß¿ðò Ãóv±¿ˆÂËßÂõþ Îõ±îÂËù öÂËõþ ÎáËù Õõ±ß ýÝûþ±õþ Îß±Ëò± ß±õþí
    Îòý×¼ Ûß ü÷ûþ Û÷ò ¿ðòÝ Õ±üËî Âó±Ëõþ Îû ÕòɱòÉ Õ±Ëõþ± Ãóv±¿ˆÂËßÂõþ ¿æ¿òü ¿÷¿ùËûþ ÷±¿é õùËî ձõþ ¿ßÂåÅý× ï±ßÂËõ ò±¼ ÂóÔ¿ïõÏõþ
    ÷±¿éÂé±ý× Ãóv±¿ˆÂËßÂõþ ÷±¿é ýËûþ û±Ëõ¼ Ãóv±¿ˆÂËßÂõþ Îõ±îÂËùõþ Õ±Ëõþ± ÛßÂé± öÂûþ±õý ¿ðß ýù Ûé± æËù &Ëù û±ûþ ò±¼ ôÂËù ÂóÅßÅÂõþ, à±ù,
    ¿õù, òðÏ û±ËîÂý× ÎôÂù± û±ß ò± ÎßÂò, Ýé± ÛßÂý× ö±Ëõ æËù ÎïËß û±ûþ¼ ôÂËù ÂóÅßÅÂõþ, à±ù, ¿õù, òðÏ û±ËîÂý× Ûé± ÎôÂù± û±ß ò± ÎßÂò,
    Ýé± ÛßÂý× ö±Ëõ æËù ÎïËß û±ûþ¼ ÛõÑ Îúø ÂóûÇ™L ü÷Å^Ý ö¿îÂÇ ßÂËõþ ÎôÂù±õþ •Â÷î± õþ±Ëà¼
    ¿úqõþ Õ±ý±õþ Îû üõ ÂóɱËßÂËé ¿õ¿S• ýûþ, îÂ±Ý ä±¿õþ¿ðËß æË÷ Âó¿õþËõúËß ðÓ¿øî ßÂËõþ¼
    ÎßÂÌËé±õþ ðÅñ Æî¿õþ ßÂõþËî æù áõþ÷ ßÂõþËî ýûþ î±õþ æòÉ ù±Ëá æ;±ù±¿ò¼ ÛàòÝ Õ±÷±Ëðõþ ÎðËúõþ Îõ¿úõþö±á Îù±ß ß±ê õ±
    ßÂûþù±õþ æ;±ù±¿ò õÉõý±õþ ßÂËõþ¼ ôÂËù Ûß¿ðËß Îû÷ò ýûþ á±Ëåõþ ñÄõÑü ÕòÉ¿ðËß ßÂûþù±õþ ÎñÒ±ûþ±ûþ ýûþ Âó¿õþËõú ò©†¼
    Âü±÷±¿æß •Â¿î ýûþ
    ¿úqËß ÷±Ëûþõþ ðÅñ å±h± ÕòÉ ¿ßÂåÅ à±Ýûþ±Ëù ü±÷±¿æß •Â¿î ýûþ¼ Û üõ ¿úq õËh± ýËûþÝ ›¶±ûþú Îß±Ëò± ò± Îß±Ëò± Îõþ±á ¿õËúø
    ßÂËõþ ýÒ±Âó±¿òËî Îö±Ëá¼ ôÂËù ßÂ÷ÇË•ÂËS ßÂ÷±ý× ßÂËõþ¼ Õ±Ë÷¿õþß±õþ Ûß¿é ¿õþËÂó±ËéÂÇ Îðà± ÎáËå Îû 94 ¿÷¿ùûþò ß±Ëæõþ ¿ðò ò©† ýûþ
    ÎßÂõù ýÒ±Âó±¿ò-æ¿òî Îõþ±Ëáõþ æòÉ Õ¿ôÂü ß±÷±ý×Ëûþõþ ôÂËù¼ ÛËî Âó¿õþõ±Ëõþõþ Õ±¿ïÇß •Â¿î qñÅ òûþ, ÎðËúõþÝ ›¶äÅÂõþ Õ±¿ïÇß •Â¿îÂ
    ýûþ¼ Õ±Ë÷¿õþß±õþ ¿ýü±Ëõ qñÅ Ûý× ß±÷±ý×-Ûõþ ôÂËù ›¶¿î õåõþ ÎðËúõþ •Â¿î ýûþ ßÂËûþß Îú±’ Îß±¿é é±ß±¼
    Âý±üÂó±î±Ëùõþ ä±Âó õ±ËhÂ
    ¿úqËß ÕòÉ ðÅñ à±Ýûþ±Ëù ò±ò±ò Îõþ±á ÎùËáý× ï±Ëß¼ Ûý× Îõþ±áÏõþ± ý±üÂó±î±Ëù Õ±Ëü¼ Õ±Ë÷¿õþß±õþ Ûß¿é ¿ýü±Ëõ õ±ý×Ëõþõþ ðÅñ
    à±Ýûþ±õþ ôÂËù ýÒ±Âó±¿òõþ æòÉ 1,83,000 Îõþ±áÏ ý±üÂó±î±Ëù ö¿îÂÇ ýûþ¼
    õÅ¿XÂ÷±ò Îù±ËßÂõþ Õö±õ ýûþ
    ÷±ËûþËðõþ ðÅñ à±Ýûþ± ¿úq Îõ¿ú õÅ¿XÂ÷±ò Ý ú±™L ¦¤ö±Ëõõþ ýûþ¼ ÕòÉ ¿ðËß ÕòÉ ¿ßÂåÅ à±Ýûþ±Ëù ¿úq õËh± ýËûþÝ ÷¿™¦©¨Ã ¿õß±Ëúõþ
    ¿ðß ÎïËß ¿Âó¿åËûþ ï±Ëß¼ ôÂËù òîÅÂò ß±æ õ± ñ±õþí± ßÂõþ±õþ Îù±ß ü÷±Ëæ ßÂË÷ û±ûþ¼
    Âæ±îÂÏûþ Õ±¿ïÇß •Â¿î ýûþ
    Õ±÷±Ëðõþ ÎðËúõþ 1998-Ûõþ ¿ýËüõ ÕòÅû±ûþÏ ›¶¿î õåõþ ÎßÂÌËé±õþ ðÅñ à±Ýûþ±Ëò±õþ ôÂËù æ±îÂÏûþ ÕËïÇõþ ÕÂóäÂËûþõþ Âó¿õþ÷±í
    1200 Îß±¿é é±ß± Õ±õþ Îá±õþnõþ ðÅñ à±Ýûþ±Ëò±õþ ôÂËù Ûý× Âó¿õþ÷±í ýËBåà 6,000 Îß±¿é é±ß±¼ Ûý× ü÷™¦ é±ß±é± æ±îÂÏûþ Õ±ûþ ¿ýü±Ëõ
    ÎïËß Îûî û¿ð ö±õþËîÂõþ ›¶¿î¿é ÷± ¿úqËðõþ ¿òËæËðõþ ðÅñ à±Ýûþ±ËîÂò¼
    ÂÂó¿õþõ±Ëõþõþ Õú±¿™L
    ÕòÉ ðÅñ à±Ýûþ±Ëù Âó¿õþõ±Ëõþ Õú±¿™L ýËõý×¼ õ±¿hÂËî ÛßÂé± âɱòâÉËò ÕüŦšÃ ¿úq ï±ßÂËù ß±Ëõþ± ÷òý× ö±Ëù± ï±ßÂËî Âó±Ëõþ ò±¼
    Îõþ±æ Îõþ±æ ë±M•±õþ õ± ý±üÂó±î±ù ÎûËî ýËù üÑü±Ëõþõþ ß±æ-ßÂ÷Ç Îß±Ëò± ü÷ûþ ¿êÂß ÷Ëî± äÂùËî Âó±Ëõþ ò±¼ Îõþ±æá±Ëõþõþ ÛßÂîÂÔîÂÏûþ±
    Ñú õ± î±õþ ä±ý×ËîÂÝ Îõ¿ú û¿ð ¿úqõþ à±õ±õþ ¿ßÂòËî äÂËù û±ûþ, î±Ëî ¦¤±÷Ï-¦aÏõþ ÷Ëò±÷±¿ùòÉ ýËî õ±ñɼ õåËõþõþ ÷ËñÉ ÛßÂõ±õþ
    ðÅý×õ±õþ ý±üÂó±î±ù õ± ò±¿üÇÑËý±Ë÷ ¿úqËß ö¿îÂÇ ßÂõþËî ýËù ß±Ëõþ± ÷òý× ö±Ëù± ï±ßÂËî Âó±Ëõþ ò±¼ úõþÏõþ à±õþ±ËÂóõþ æòÉ ÷±ËçÂ÷±ËçÂý×
    ¦Å¨ù ß±÷±ý× ýËù ¿ð¿ð÷¿íõþ± ¿õõþM• ýËõò ÛõÑ Õ±Âóò±Ëß î±õþ æõ±õ ¿ðËî ¿ðËî ßv±™L ýËî ýËõ¼ ¿úq ÎßÂò Ûî Îö±Ëá, ÎßÂò
    Âóh±Ëú±ò±ûþ Õ±õþ ÂóÒ±ä æò •÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ±— ¿úqõþ ÷Ëî± ö±Ëù± òûþ – Ûüõ Îð±ø Ýõþ â±Ëh ä±¿ÂóËûþ ÝËß õß±õ¿ß ձõþ ÷±õþËñ±õþ
    ßÂõþËù ¿úq ö±Ëù± ýÝûþ±õþ ä±ý×Ëî ձËõþ± à±õþ±Âó ýËî õ±ñɼ
    Â÷±ËûþËðõþ ¦¤±ñÏòö±Ëõ äÂù±ËôÂõþ±ûþ õ±ñ±
    ÕËòß ÷±Ëûþõþý× ñ±õþí±, ÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ±Ëù ç±h± ý±îÂ-Âó± ýËûþ âÅËõþ Îõh±Ëò± û±ûþ ò±¼ ¿ßÂc Õ±üËù õɱÂó±õþé± ¿êÂß ë×ÂËOE±
    ÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ±Ëùý× õõþÑ ÷±Ëûþõþ± õ±ý×Ëõþ ÕËòß ¦¤±BåËKð âÅËõþ Îõh±Ëî Âó±Ëõþ¼ Îß±Ëùõþ ¿úqËß âËõþ ÎõþËà Îß±Ëò± ÷±-ý× ¿ò¿}™L ÷Ëò
    õ±ý×Ëõþ ÎõõþËî Âó±Ëõþ ò±¼ üË/ ¿òËûþ ÎõËõþ±Ëùý× ¿ò¿}ÂË™L ï±ß± û±ûþ¼ Îû ¿úq ÕòÉ ðÅñ à±ûþ, î±Ëß õ±ý×Ëõþ ÎûËî ÎáËù üË/ ¿òËûþ ýûþ
    ÛßÂé± ë±ý×ü õɱἠû±Ëî ¿òËî ýûþ ßÂ÷ËüßÂ÷ ÛßÂé± ÎßÂÌËé±õþ ðÅËñõþ ÎßÂÌËé±¼ õ±Bä± ÛßÂéÅ õËh± ýËù ö±¿õþ à±õ±Ëõþõþ ò±Ë÷ Õ±õþÝ ÛßÂé±
    ÎßÂÌËé±, ÛßÂé± õ± Îõ¿ú ðÅËñõþ Îõ±îÂù, áõþ÷ æËùõþ ÛßÂé± ôv±', Îõ±îÂù Âó¿õþ©¨Ã±õþ ßÂõþ±õþ üõþ?±÷, Ûüõ Îñ±ûþ±õþ æòÉ Õ±ù±ð± æù
    ý×îÂɱ¿ð¼ Ûõþ ÂóËõþÝ Õ±Ëå â¿h ñËõþ ðÅñ Æî¿õþ ßÂõþ±, î±õþ æòÉ ÛßÂé± ôÂұ߱ æ±ûþá± àÅÒËæ Îõõþ ßÂõþ±, æù ¿êÂß áõþ÷ ýËûþËå ¿ßÂò± Îüé±
    Îðà±, æù ê±`± ýËûþËå ¿ßÂò± Îüé± Îðà±¼ û¿ð áõþ÷ æù Îúø ýËûþ ¿áËûþ ï±Ëß õ± ê±`± ýËûþ ¿áËûþ ï±Ëß îÂËõ Û¿ðß ݿðß ÎïËßÂ
    ÕòÉËðõþ ÕòÅËõþ±ñ ßÂËõþ õ± Îð±ß±ò ÎïËß áõþ÷ æù ¿ßÂËò Õ±ò±, Ûüõ ßÂõþËî ¿áËûþ ü÷ûþ ò©†, Îù±ËßÂõþ ¿õõþ¿M• ë×ÂÈÂó±ðò, õ±Bä±õþ
    ¿àËðõþ æòÉ âɱò-âɱò±¿ò– ÷Ëòõþ üÅËà Îõh±Ëò±õþ ðô±õþô±¼ Õ±õþ ÷±Ëûþõþ ðÅñ à±Ýûþ± ¿úq ÛßÂéÅ õü±õþ æ±ûþá± ÎÂóËù àÅõ ö±Ëù±,
    òý×Ëù Îß±ï±Ý ðÒ±¿hÂËûþý× ¿÷¿òé ðúËßÂõþ æòÉ ¿òËæõþ õÅËßÂõþ ß±Ëå ñËõþ õþ±à±¼ Îß±Ëù ¿úq Õ±õþ â±h ձh±ý× ÷¿ò Îõ±ç± ¿òËûþ ¿ò}Âûþý×
    õ±ý×Ëõþ û±Ýûþ± û±ûþ, ¿ßÂc ÷Ëòõþ Õ±òËKð âÅËõþ Îõh±Ëò±õþ ßÂï± ö±õ±ý× û±ûþ ò±¼
    ÂÕ÷Ëò±Ëû±áÏ ÷¿ýù±-ßÂ÷ÇÏõþ üÑàɱ õÔ¿XÂ
    õ±¿hÂËî ÕüŦšÃ ¿úq ÎõþËà Îß±Ëò± ÷±-ý× ¿ò¿}™L ÷Ëò Õ¿ôÂËü õËü ß±æ ßÂõþËî Âó±Ëõþ ò±¼ ôÂËù ÷± ßÂ÷ÇÏ ¿ýü±Ëõ ýËûþ ÂóËhÂ
    ÝÂóõþÝûþ±ù±õþ ¿õõþ¿M•ö±æò¼ ôÂËù ä±ß¿õþ ýËûþ ÂóhÂËî Âó±Ëõþ Õ¿ò¿}™L¼ ä±ß¿õþ¦šÃù ÎïËß ÷ò à±õþ±Âó ßÂËõþ ÛËü õ±¿hÂËî ÕüŦšÃ ¿úq
    ÎðËà, üõ ¿ßÂåÅ ¿÷¿ùËûþ ÷Ëò ýûþ õ±¿hÂé± ÛßÂé± Õú±¿™Lõþ æ±ûþá±¼
    Âõþn¢Ÿ ¿úqõþ Î÷ù± ýûþ
    Îûà±Ëòý× æËh± ýûþ ÕËòß ¿úq, ÎðËà ÷Ëò ýûþ Îûò ÕüŦšÃ ¿úqõþ Î÷ù± õËüËå¼ ýûþËî± ÎîÂ÷ò ¿ßÂåÅ õù±õþ ÷Ëî± Îõþ±á òûþ,
    ¿ßÂc Âó±ûþà±ò± Îûò ÎõõþËîÂý× ä±ûþ ò±, ýæË÷õþ Îá±ù÷±ù ÎùËáý× õþËûþËå, ü¿ðÇ-ß±¿ú ›¶±ûþ ¿äÂõþü/Ï, ÷±Ëç ÷±ËçÂý× ýÒ±Âó±¿òõþ æòÉ
    ë±M•±Ëõþõþ ß±Ëå ÎðÌËh±Ëò±, üõ à±Ýûþ±ËîÂý× Õõþn¿äÂ, ß±Ëæ Õ¿òý± Âóh±Ëú±ò±ûþ ¿Âó¿åËûþ Âóh± – Ûö±Ëõý× ÎõËh Ýê±¼ ÛËðõþ ë×ÂÂóËõþý×
    ðÒ±¿hÂËûþ ï±ßÂËå ÂóÅËõþ± ü÷±æ¼ ÛßÂé± ¿Âó¿åËûþ Âóh± 汿î¼ ÛõþÂóËõþÝ Õ±Âó¿ò ö±õËõò Õ±Âóò±õþ ¿úqËß ÎßÂÌËé±õþ ðÅñ à±Ýûþ±Ëò±õþ
    ßÂï±·
  • cm | 122.79.36.138 | ১৯ অক্টোবর ২০১৩ ১৬:৩৬621167
  • আমি ওপরের লেখা কিছুই পড়তে পারছিনে, আপনারা? আমি মোবাইল থেকে চেষ্টা করছি।
  • dg | 132.174.39.227 | ১৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৪621168
  • আমি তো দিব্যি পড়তে পারছি।
  • pratidin | 106.32.198.162 | ১৯ অক্টোবর ২০১৩ ২২:৩৯621169
  • সিকি | ২১ অক্টোবর ২০১৩ ০৭:৩২621170
  • জ্ঞান নেই বিশেষ, তবু এই প্রসঙ্গে জানিয়ে যাই, ইনিই বোধ হয় কদিন আগে ফেসবুকের গুরু গ্রুপে আমাকে জানালেন, দুধ পানও নাকি ধূমপানের মতই বিষাক্ত। দুধপান বিষপানের মতই ভয়ঙ্কর।
  • jhiki | 233.255.225.78 | ২১ অক্টোবর ২০১৩ ০৭:৫৪621172
  • :o
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন