এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সুর বাজে তার আমার প্রাণে..

    Kasturi Das লেখকের গ্রাহক হোন
    ১২ মে ২০২৪ | ৪১৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • যে ছায়ায়, যে রোদ্দুরে
    দিনগুলো কেটেছে..
    তারই মধ্যে একটি দিন।
    সেদিন বিশ্বভারতীর বাস মিস করলাম। সাইকেল চালাতে জানিনা। প্রথম বছর, হোস্টেল পাইনি। তাই সীমান্তপল্লীর শেষ প্রান্তে 'সূর্যাবর্ত' বাড়ির দোতলায়, আমরা দুই বন্ধু থাকি। বন্ধুটি সাইকেল নিয়ে আগেই বেরিয়ে গেছে।
    আমি এগোতে থাকি বালিপাড়ার মধ্যে দিয়ে। 
    ভাবনার পালে দোলা লাগে যেদিকেই তাকাই। লাল মাটির পথ, দেওয়ালে আঁকা মাটির বাড়ি, গাছে গাছে সাদা শিম, সজনে গাছের পাতায় পাতায় ঝিরি ঝিরি আলোর খেলা.. নিকোনো উঠোন, ছানা হাঁসেদের তুরতুরিয়ে দৌড়, পথ প্রান্তে ছোট্ট মুদির দোকান। এসব দেখতে দেখতে মোহিত আমি 'বালিপাড়া' পেরিয়ে এসে পৌঁছই সাধু হেমব্রেম এর সাইকেল সারাইয়ের দোকানের পাশে। 
    শুনলাম, বিশ্বভারতীর বাস চলে গেছে একটু আগেই। আশেপাশে রিকশাও দেখতে পেলাম না। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। তাই অপেক্ষার সময় নেই।
    অগত্যা শুরু হলো হন্টন। 
    শীতের শুরু। হাওয়ায় শিরশিরে অনুভূতি। জোরে জোরে পা চালাই। পথের দু ধারে লম্বা লম্বা গাছেদের স্পন্দিত আহ্বান। কখনো কখনো হাওয়ার ঘূর্ণিতে পাতাদের ভেসে চলে যাওয়া। কখনো ঠাস শব্দে ওদের মাটিতে নেমে আসা। 
    একলা পথে চলতে চলতে, শীতের হাওয়ায় পাতার নাচনে মন বিলিয়ে দিয়েছি কখন!..
    বেশ অনেকটা পথ হেঁটে চলেছি। ভুলে গেছি তখন সময়ের সীমা। আনমনা আমি এসে পৌঁছই 
    কালী সায়রের কাছে। আর কিছুটা গেলেই ডিপার্টমেন্ট। ক্লাস শুরু হতে তখনো মিনিট পাঁচেক বাকি। একটু পা চালালেই হবে।
    ....ইচ্ছে করলো না।
    মন্দিরের পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে সায়রের বুকে। সায়রের ঘন সবুজ জলে আকাশ নিজেকে বিলিয়ে নিশ্চিন্ত। সিঁড়ি তে বসে পড়ি। চারপাশ শুনসান। সিঁড়ির আধডোবা ধাপে কুচো মাছ, ব্যাঙাচিদের ডুব ডুবি খেলা।
    মন তখন নির্লিপ্ত এই প্রকৃতির মায়া জল ছুঁয়েছে। 
    'কী সুর বাজে আমার প্রাণে   আমিই জানি,  মনই জানে '..
    সিঁড়ির ধাপে আমার পাশে তখন আমার রবীন্দ্রনাথ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.58.241.244 | ১৩ মে ২০২৪ ০১:৫১531649
  • আমারও ভালো লাগলো। তরতরে লেখা, একটা সুন্দর ছবি আঁকলেন। এইসব জায়গা আমার খুব চেনা। তাই আরো ভালো কানেক্ট করতে পারলাম। আপনি কি শ্রীনিকেতনে পড়তেন? পল্লীশিক্ষা সদন? এটা একটু ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেলো। ইচ্ছে না হলে উত্তর নাই দেবেন।
  • Nirmalya Nag | ১৩ মে ২০২৪ ০৮:২০531658
  • বাহ, সুন্দর ছবি আঁকলেন 
  • Kasturi Das | ১৩ মে ২০২৪ ১২:১৯531665
  • অমিতাভ বাবু, 
    আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই
  • Kasturi Das | ১৩ মে ২০২৪ ১২:২৫531666
  • Kk, 
    আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
    আপনি আমাকে একটি প্রশ্ন করেছেন, সংশয় নিয়ে একটি উত্তরও দিয়েছেন। 
    আপনি ঠিকই ভেবেছেন
  • Kasturi Das | ১৩ মে ২০২৪ ১২:২৬531667
  • নির্মাল্য বাবু, 
    আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই
  • Mousumi Banerjee | ১৬ মে ২০২৪ ১৭:১২531817
  • বড় সুন্দর ছবি। 
  • syandi | 45.250.246.238 | ২২ জুন ২০২৪ ০১:০৫533573
  • কস্তুরী দাস,
    আমার চেনা জায়গা নিয়ে লেখাটা ভাল লাগল। পল্লী শিক্ষা সদন নাকি পল্লী শিক্ষা ভবন (নিটপিকিং হয়ে গেল বোধ হয়)? আমরা তো পি এস বি বলেই জানতাম। অনেক বন্ধুবান্ধবও ছিল এখানে। তবে আমাদের সময়ে পি এস বি-তে মেয়েরা প্রায় ছিল না বললেই চলে। পল্লী শিক্ষা ভবনের মেয়েদের কোন হস্টেল ছিল কিনা তাও মনে পড়ে না। 'বালিপাড়া' নামটা অচেনা লাগল। সীমান্তপল্লীর শেষ দিকে রাস্তার উপরে একটা টেলিফোন বুথ ছিল যেটাকে আমরা 'রাজুর বুথ' বলে জানতাম।
  • kk | 172.56.3.164 | ২২ জুন ২০২৪ ০৮:৫৭533582
  • স্যান্ডি,
    কস্তুরী তো পল্লীশিক্ষা সদন লেখেননি। আমিই ওটা ভুল লিখেছি। পল্লীশিক্ষা ভবনই হবে। আমি পি এস বি শব্দটাও কী করে যেন ভুলে গেছিলাম। অনেক স্মৃতি লোপাট হয়ে গেছে। ভুলভাল বলে ফেলি! কথা বলা কমাতে হবে :-|
  • Kasturi Das | ২২ জুন ২০২৪ ১৩:৩১533590
  • মৌসুমী দি, ধন্যবাদ
  • Kasturi Das | ২২ জুন ২০২৪ ১৩:৪১533591
  • স্যান্ডি,  
    সদন নয় ভবন। 
    হলকর্ষণ যে মাঠে হয় তার ডানদিনে ছিল আমাদের হস্টেল। 
    সীমান্তপল্লীর শেষ থেকে 'বালিপাড়া' শুরু। তারপর রাস্তা। 
    'রাজুর বুথ ' তো চিনলাম না! 
     
    লেখাটা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ❤️
  • Kasturi Das | ২২ জুন ২০২৪ ১৩:৪৪533592
  • Kk, 
    স্মৃতি লোপাট হবে কী করে! 
    হয় নাকি!! 
    তাও আবার ওখানকার.. 
     
    ভালো থাকবেন।
  • syandi | 45.250.246.238 | ২২ জুন ২০২৪ ১৫:০১533598
  • Kasturi Das ,
     
    পিয়ার্সন পল্লী বয়েজ হস্টেলের দিক থেকে কালি সায়েরর দিকে হাঁটতে থাকলে ৪৫ কোয়ার্টারের আগেই মেন রাস্তার বাঁ পাশে ছিল রাজুর টেলিফোন বুথ। আমি হলাম প্রস্তর যুগের লোক। হয়ত আপনি যখন ক্য়াম্পাসে ছিলেন তখন রাজুর বুথ উঠে গিয়েছিল।
     
    কেকে, আপনি কিছু কমাবেন না মোটেই। যেমন আছেন তেমনটাই থাকুন।
     
    ভবন/সদন নিয়ে সন্দেহ হওয়ার পরে মনে হচ্ছিল হয়ত আমরা পাশ করে যাওয়ার পরে পল্লীশিক্ষাসদন বলে নতুন কোন ইন্সটিটিউট হয়েছে।
  • Kasturi Das | ২২ জুন ২০২৪ ১৭:০০533601
  • স্যান্ডি, 
    আমার মনে হচ্ছে, এই গুরু র পাতাতেই আমরা নিকেতনের সব গল্প করে ফেলবো। হি হি... 
    খুব মজা লাগছে
  • Aranya | 2401:4900:110e:2f3b:3f96:599b:fefd:a339 | ০৬ জুলাই ২০২৪ ১৪:৪১534263
  • yes 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন